নবজাগরণ বলতে কী বোঝ?বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখ।

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবজাগরণ বলতে কী বোঝ?বাংলার নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা লেখ

ভূমিকা:- ‘রেনেসাঁ’- একটি ফরাসি শব্দ। যার আক্ষরিক বাংলা অর্থ হলো নবজাগরণ। উনিশ শতকে মধ্যবিত্ত বাঙালি সমাজের ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, দর্শন রাজনীতি- প্রভৃতি সকল ক্ষেত্রেই পাশ্চাত্য যুক্তিবাদী ও মানবতাবাদ এর ধারায় এক বিশাল পরিবর্তন লক্ষ করা যায়, একেই ঐতিহাসিকরা নবজাগরণ বলে অভিহিত করেছেন।

নবজাগরণের স্রষ্টা: পশ্চিমের জ্ঞান-বিজ্ঞান, যুক্তিবাদ, দর্শন, মানবতাবাদ, উদারনীতিবাদ প্রভৃতি বাঙালি মনোজগতে এক অভূতপূর্ণ পরিবর্তন এনেছিল। আর এই পরিবর্তনই নবজাগরণের সূত্রপাত ঘটায়। উনিশ শতকে বাংলায় ‘রেনেসাঁস’ সম্পর্কে প্রথম বক্তব্য রেখেছিলেন যদুনাথ সরকার।

 সাংস্কৃতিক পরিবর্তন : মধ্যযুগে ধর্মের নিরঙ্কুশ প্রভাব থাকায় ধর্মভিত্তিক সাহিত্য রচিত হত। কিন্তু নবজাগরণের ফলে ধর্মভিত্তিক সাহিত্যের অবসান ঘটে। পুনরুত্থান ঘটে লৌকিক সাহিত্যের। আর ল্যাটিন ভাষার পরিবর্তে মাতৃভাষায় সাহিত্য রচিত হতে থাকে ।

 বিজ্ঞানচর্চার প্রসার : নবজাগরণের আলােকে মানুষের যুক্তিবাদী মন বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। বিভিন্ন ঘটনার পিছনে যে বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে তা জানার জন্য মানুষ অধীর হয়ে ওঠে। ফলে বিজ্ঞান চর্চার প্রসার ঘটে ও বৈজ্ঞানিক আবিস্কার ঘটতে থাকে।

এলিটিস্ট আন্দোলন: সমালােচকদের ধারণায় উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল এলিটিস্ট (Elitist) আন্দোলন। সমাজের মুষ্টিমেয় উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত লােকেদের মধ্যেই এই নবজাগরণ সীমাবদ্ধ ছিল। উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রভাব সমাজের সকল শ্রেণির ওপর পড়েনি। তা ছাড়া এই নবজাগরণ মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করতে ব্যর্থ হয়।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন

বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা

 1) বাংলার নবজাগরণ ছিল সীমাবদ্ধ নবজাগরণ। এই নবজাগরণ কেবলমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

2) বাংলার নবজাগরণে হিন্দু সমাজের বৃহত্তর নিম্নবর্গের মানুষ। কৃষক সমাজ ও মুসলিম সমাজের সাথে নবজাগরণের কোন সম্পর্ক ছিল না। এই জন্য ডঃ অনিল শীল একে এলিটস আন্দোলন বলে অভিহিত করেন।

3) কলকাতা কেন্দ্রিক বাংলার নবজাগরণের সময় কলকাতা ও বাংলা ছিল ব্রিটিশ এর কাছে পরাধীন। তাই এই আন্দোলন এর ব্যাপকতা ও বিশালতা খুব একটা সুপ্রসর ছিল না।

 4) বাংলা নবজাগরণ এর প্রেক্ষাপট এক রূপ প্রকৃতির ছিল বলে ডঃ অমলেশ ত্রিপাঠী মনে করেন এই এক রূপ হওয়ার জন্য বাংলার নবজাগরণ শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

 5) বাংলার নবজাগরণে ইতালির নবজাগরণের মত গতিবেগ,উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা লক্ষ্য করা যায়নি। যার ফলে এই আন্দোলন সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিছু ঐতিহাসিক এর মতে এটি বাংলার প্রকৃত নবজাগরণ নামে অভিহিত।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad