সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো । 2+6

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো । 2+6

Ans:- সাম্রাজ্যবাদ’ অর্থাৎ Imperialism’ শব্দটি লাতিন শব্দ থেকে উদ্ভুত। যার অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে ‘সাম্রাজ্যবাদ’ কথাটির অর্থ পালটে যায়। সাধারণভাবে বড়ো শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের ওপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠাকে বলা হয় সাম্রাজ্যবাদ। উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের বড়ো ও শিল্পোন্নত দেশগুলির এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনের লড়াইকে সাম্রাজ্যবাদ বলা হয়। সাম্রাজ্যবাদের কারণ গুলি হল:-

রাজনৈতিক কারণ:-

1. উগ্র জাতীয়তাবাদ: ১৮৭০ দশকের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে । প্রতিটি জাতি মনে করে যে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং পৃথিবী শাসন করার অধিকার একমাত্র তাদের আছে । ইংল্যান্ড, জার্মান, রাশিয়া, ইতালি প্রভৃতি দেশ তাদের জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণে উদ্যোগ হয়।

2.ক্ষমতার আকাঙ্ক্ষা: ইউরোপের দেশ গুলি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব-প্রতিপত্তি সম্পত্তি বাড়ানোর জন্য উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয় । ইতালি, জার্মান সহ বিভিন্ন দেশ কেবলমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য উপনিবেশ স্থাপনে অগ্রসর হয়।

 অর্থনৈতিক কারণ :

1.কাঁচামাল সংগ্রহ : সস্তায় শিল্প কারখানার প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি সুকৌশলে এশিয়া ও আফ্রিকা দেশগুলিতে রাজনৈতিক ক্ষমতা দখল করে ঔপনিবেশিক শাসন শুরু করে।

2. পুঁজি বিনিয়োগ : হবসনের মতে, ইউরোপীয় পুঁজিপতির শিল্পবিপ্লবের ফলে প্রাপ্ত বিপুল মুনাফা বিনিয়োগ করার জন উপনিবেশ স্থাপনে আগ্রহ দেখায়। লেনিনের মতে, পুঁজিপতির বাজার দখলের চেয়ে উপনিবেশে পুঁজি বিনিয়োগে বেশি আগ্রহই ছিল।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন

সামাজিক কারণ:-

1. উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন : উনিশ শতক থেকে ইউরােপে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানাে ও বাড়তি জনগণের পুনর্বাসন এবং কর্মসংস্থানের জন্য অনেক সময় শক্তিশালী রাষ্ট্রগুলি নতুন নতুন ভূখণ্ড দখলে লিপ্ত হতে শুরু করেছিল যা সাম্রাজ্যবাদের উত্থানে সহায়ক ছিল।

2.সভ্যতার প্রসার: সাম্রাজ্যবাদী চিন্তাবিদ যেমন ধুডিয়ার্ড বিপলিং কিংবা ফরাসি লেখন যুলিস ফেরি মনে করেন যে এশিয়া, আফ্রিকার অনুন্নত মানুষদের উন্নত করার জন্য সাদা চামড়ার মানুষদের কাছে দায়বদ্ধতা আছে।

অন্যান্য কারণ:-

1.ধর্ম প্রচার: ইউরোপের খ্রিস্টান ধর্ম প্রচারক এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে খ্রিস্টধর্ম প্রচার করে অন্ধকারাচ্ছন্ন জাতি গুলিকে আলোর জগতে আনার উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেন এই সমস্ত ধর্মপ্রচারকদের অনুসরণ করে ইউরোপ উপনিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

2.প্রযুক্তিগত কারণ: আধুনিককালে কেউ কেউ মনে করেন যে প্রযুক্তিবিদ্যার উন্নতিতে মন উন্নত পরিবহন ব্যবস্থা যন্ত্রচালিত যান, ইউরোপীয় অভিযাত্রীদের অভিযান স্পৃহা কে বাড়িয়ে দিয়েছিল । ফিলিপ কর্টিন, লিওনার্ড থম্পসন, ড্যানিয়েল হেনবিক প্রমুহ ।

উপসংহার:- পরিশেষে উল্লেখ্য, সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে একাধিক কারণ ছিল। আর এই সাম্রাজ্যবাদের বিস্তারকে কেন্দ্র করে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। আর এই সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা সমগ্র বিশ্বকে এক মহাযুদ্ধের সিংহদ্বারে এনে উপনীত করে।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad