নবম শ্রেণীর বাংলা : আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর বাংলা : আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্তপ্রশ্ন উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer : আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা– আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ‘আমরা’ কবিতাটি কার লেখা?

[A] সুধীন্দ্রনাথ দত্ত

[B] সত্যেন্দ্রনাথ দত্ত

[C] অজিত দত্ত

[D] মধুসূদন দত্ত

উত্তর:- [B] সত্যেন্দ্রনাথ দত্ত।

2. ________ গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে” [শূন্যস্থান পূরণ কর]

[A] যুক্তবেণীর

[B] মুক্তবেণীর

[C] ত্রিবেণীর

[D]পঞ্চবেণীর

উত্তর:- [B] মুক্তবেণীর।

3. বঙ্গমাতার বাম হাতে কার ফুল ?

[A] দুর্গার

[B] কালীর

[D] লক্ষ্মীর

[C] শ্বেতার

উত্তর:- [D] লক্ষ্মীর।

4. “ভালে_______শৃঙ্গ-মুকুট” [শূন্যস্থান পূরণ কর]

[A] রৌপ্য

[B] তাম্র

[C] হীরক

[D] কাঞ্চন

উত্তর:- [D] কাঞ্চন।

5. আমরা’ কবিতার কবি কে ?

[A] সত্যেন্দ্রনাথ দত্ত

[B] জীবনানন্দ দাশ

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] মধুসূদন দত্ত

উত্তর:- আমরা কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত।

6. কবির মতে বাঙালি কোথায় বাস করে ?

[A] অসম

[B] বঙ্গ

[C] বিহার

[D] উড়িষ্যা

উত্তর:- [B] কবির মতে বাঙালি বঙ্গে বাস করে।

7. দশানন জয়ী বলতে কাকে বােঝানাে হয়েছে ?

[A] দশরথ

[B] সুগ্রীব

[C] রাম

[D] লণ

উত্তর:- [C] দশানন জয়ী বলতে রামকে বােঝানাে হয়েছে।

8. বাংলার কবি কাকে বলা হয়েছে ?

[A] বিদ্যাপতি

[B] চণ্ডীদাস

[C] কৃত্তিবাস

[D] জয়দেব

উত্তর:- [D] বাংলার কবি জয়দেবকে বলা হয়েছে।

9. ছন্দের যাদুকর’ আখ্যায় কোন কবি ভূষিত হয়েছেন ?

[A] মধুসূদন দত্ত

[B] সত্যেন্দ্রনাথ দত্ত

[C] রবীন্দ্রনাথ

[D] জসীমউদ্দিন

উত্তর:- [B] ছন্দের যাদুকর’ আখ্যায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত ভূষিত হয়েছেন।

10. আমরা বাঙালি বাস করি সেই ভূমি বঙ্গে।”

[A] অবাঞ্ছিত

[C] বাঞ্ছিত

[B] বঞ্চিত

[D]লাঞ্ছিত

উত্তর:- [B] বঞ্চিত।

11. আমরা কীসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি?

[A] বাঘ

[B] সিংহ

[C] হাতি

[D] সাপ

উত্তর:- [A] বাঘ।

12. আদিবিদ্বান কাকে বলা হয়েছে?

[A] বশিষ্ঠকে

[B] পুলস্ত্যকে

[C] পুলহকে

[D] কপিলকে

উত্তর:- [D] কপিলকে।

13. দীপঙ্কর কোথায় জ্ঞানের দীপ জ্বেলেছিলেন?

[A] নেপালে

[B] ভুটানে

[C] তিব্বতে

[D] চিনে

উত্তর:- [C] তিব্বতে।

14. কিশোর বয়সে পক্ষশাতন করি —

[A] গদাধরের

[B] গিরিধরের

[C] ধ্বজাধরের

[D] পক্ষধরের

উত্তর:- [D] পক্ষধরের।

15. বাংলার রবি কোন্ কবিকে বলা হয়েছে?

[A] রবীন্দ্রনাথকে

[B] জয়দেবকে

[C] কালিদাসকে

[D] নজরুলকে

উত্তর:- [B] জয়দেবকে।

16. “শ্যামওঙ্কার-ধাম’ মোদেরি প্রাচীন কীর্তি।”

[A] অম্বুজে

[B] গম্বুজে

[C] কম্বোজে

[D] খাম্বাজে

উত্তর:- [C] কম্বোজে।

17. বিটপাল আর____ যাদের নাম অবিনশ্বর।” [শূন্যস্থান পূরণ কর]

[A] শ্ৰীমান

[B] বিমান

[C] ইমান

[D] ধীমান

উত্তর:- [D] ধীমান।

18. কীর্তনে আর _____ গানে আমরা দিয়েছি খুলি” [শূন্যস্থান পূরণ কর]

[A]ভাটিয়ালির

[B] টপ্পার

[C] বাউলের

[D] আউলের

উত্তর:- [C] বাউলের।

19. ঘরের ছেলের চক্ষে আমরা কীসের ছায়া দেখেছি?

[A] বিশ্বভূপের

[B] বিশ্বরূপের

[C] বিশ্বজগতের

[D] বিশ্বসংসারের

উত্তর:- [A] বিশ্বভূপের।

20. আমরা কাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি?

[A] কুমির

[B] সাপ

[C] বাঘ

[D] সিংহ

উত্তর:- [C] বাঘ

21. আমরা কবিতাটি কার লেখা?

[A] সুধীন্দ্রনাথ দত্ত

[B] সত্যেন্দ্রনাথ দত্ত

[C] অজিত দত্ত

[D] মধুসূদন দত্ত

উত্তর:- [B] সত্যেন্দ্রনাথ দত্ত

22. দশানন জয়ী কে?

[A] সুগ্রীব

[B] ইন্দ্রজিৎ

[C] রামচন্দ্র

[D] লক্ষণ

উত্তর:- [C] রামচন্দ্র

23. বঙ্গভূমির দেহ কি দিয়ে ভূষিত?

[A] অতসী টগর

[B] অপরাজিতা শিউলি

[C] পদ্ম অতসী

[D] অতসী অপরাজিতা

উত্তর:- [D] অতসী অপরাজিতা

24. বঙ্গমাতার চরণে কোন ফুল ?

[A] পদ্ম

[B] গোলাপ

[C] জবা

[D] চাঁপা

উত্তর:- [A] পদ্ম।

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion

1. শ্যাম কম্বােজে……………………… মােদেরি প্রাচীন কীর্তি।

উত্তর:- শ্যাম কম্বােজে ওঁকারধাম মােদেরি প্রাচীন কীর্তি।

2. মনের গােপনে নিভৃত ………………….. দ্বার ছিল যতগুলি।

উত্তর:- মনের গােপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি।

3.আমরা’ কবিতার কবি কে ?

উত্তর:- আমরা কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত।

4. বাংলা সাহিত্যে কে ছন্দের জাদুকর হিসেবে পরিচিত ?

 উত্তর:- বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে পরিচিত।

5.গঙ্গা কী বিতরণ করে ?

উত্তর:- গঙ্গা মুক্তি বিতরণ করে।

7. রামচন্দ্রের পিতার নাম কী ?

উত্তর:- রামচন্দ্রের পিতার নাম দশরথ।

8. লঙ্কা কে জয় করেছিলেন ?

উত্তর:- লঙ্কা বিজয়সিংহ জয় করেছিলেন।

9. বীর সন্ন্যাসী’ বলতে কাকে বােঝানাে হয়েছে ?

উত্তর:- বীর সন্ন্যাসী’ বলতে বিবেকানন্দকে বােঝানাে হয়েছে।

10. কবি কার ঋণ থেকে মুক্ত হতে চেয়েছেন ?

উত্তর:- দেবতার ঋণ থেকে কবি মুক্তি হতে চেয়েছেন।

11. আমরা’ কবিতায় আমরা কারা ?

উত্তর:- আমরা’ কবিতায় আমরা হলাে বাঙালিরা।

12. ভালো কাঞ্চন-মুকুটি’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উওর: বgযর ওর বরফ চাকা হিমালয় পর্বতমালা সূর্যকিরপে যে। পীনায় এরপ কর কবি তাকেই বাংলা 3.মায়ের কপাটে সােনার মুকুট বাংলা মায়ের কোল ও বুক ভরা কীসের কথা কবি বলেছেন?

উত্তর: বি সত্যেন্দ্রনাথ দত্ত ‘আমরা’ কবিতায় বাংলা মায়ের কেলিতরা সানালি ধান আর বুক অফুরন্ত মেহের কথা বলেছেন।

13. বাংলা মায়ের দেহ কোন্ কোন্ ফুলে ভূষিতা?

উত্তর: বাংলা মায়ের দেহ অতসী ও অপরাজিতা ফুলে ভূষিত। তার বামহাতে কমলার ফুল আর বশে গল্প শােভা পায়।

14. সাগর কেমন করে বঙ্গভূমির বন্দনা করে?

উত্তর: বঙ্গভূমির দক্ষিণতম প্রান্তে থাকা বঙ্গোপসাগর অনবরত অজস ঢেউয়ের আছড়ে পড়ার মধ্য দিয়ে তার বঙ্গভূমির বন্দনা করে।

15. বাঙালি জাতি কীসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে?

উত্তর: বাংলার দক্ষিণে অবস্থিত সুন্দরবনের গভীর অরণ্যে হিংস্র বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঙালি বেঁচে থাকে।

16. আমরা হেলায় নাগেরে খেলাই‘-~কবি কেন বলেছেন?

উত্তর: বাংলার নদী-খাল-বিলে অসংখ্য সাপের খেলা বাস| সাপের খেলা দেখানাে কিছু বাঙালির পেশা, তাই কবি এ কথা বলেছেন|

17. নাগের মাথায় কে নেচেছিলেন?

উত্তর: পৌরাণিক কাহিনি অনুসারে শ্রীকৃয় কালিয় নাগের মাথা অর্থাৎ ফণার ওপর নেমেছিলেন।

18. চতুরঙ্গ কী?

উত্তর: হাতি, ঘােড়া, রথ ও পদাতিক—এই চারটি শাখাবিশিষ্ট সেনাবাহিনীকে চতুর বলে।

19. কবির মতে বাঙালি সেনা কার সঙ্গে যুদ্ধ করেছিল?

উত্তর: কবির মতে বাঙালি সেনা রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে যুদ্ধ করেছিল।

20. কোন্ বাঙালি সকা জয় করেছিলেন?

উত্তর: রাঢ় বাংলার সিংহপুরের রাজপুত্র বিজয়সিংহ লঙ্কাদ্বীপ জয় করে সেখানে রাজত্ব ও রাজবংশ প্রতিষ্ঠা করেন।

21. সিংহল নামের মধ্য দিয়ে কোন্ বাঙালি নিজের শৌর্যের পরিচয় যেখেছেন

উত্তর: বাঙালি বিজয়সিংহ লঙ্কা জয় করে সিংহল নামকরণের মধ্য দিয়ে নিরে শৌর্যের পরিচয় রেখেছেন।

22. কবির মতে কাদের হুকুমে দিল্লিনাথকে হটতে হয়েছিল?

উত্তর: কবির মতে বাংলার বিখ্যাত বারাে ভূঁইয়ার অন্যতম চঁাদ রায় ও প্রতাপাদিত্যের মুকুমে দিল্লিনাথকে হটতে হয়েছিল।

‘‘আদিবিদ্বান্ কাকে বলা হয়েছে?

23. শািন্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল

উত্তর: বৈদিক ঋষি তথা সাংখ্যদর্শনের প্রপেতা মহামুনি কপিলকে আদিবিদ্বান্ বলা হয়েছে।

24. তিব্বতে জ্ঞানের দীপ কে জ্বেলেছিলেন?

উত্তর: বাঙালি পন্ডিত অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে জ্ঞানের দীপ জ্বেলেছিলেন তথা বৌদ্ধধর্মের প্রচার করেছিলেন |

25. “বাঙালির ছেলে ফিরে এল দেশে যশের মুকুট পরি।”বাঙালির ছেলে [রামকৃয় মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর]

উত্তর: বাঙালির ছেলে বলতে এখানে পণ্ডিত রঘুনাথ শিরােমপির কথা বলা হয়েছে।

26. ‘পক্ষধরের পক্ষশাতন’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরােমণি মিথিলার মহাপণ্ডিত পধর মিশ্রকে বিতর্কসভায় পরাজিত করেছিলেন। একেই কবি ‘ধরের পক্ষলাতন’ বলেছেন।

27. সিংহল নামের মধ্য দিয়ে কোন্ বাঙালি নিজের শৌর্যের পরিচয় যেখেছেন?

উত্তর:- বাঙালি বিজয়সিংহ লঙ্কা জয় করে সিংহল নামকরণের মধ্য দিয়ে নিরে শৌর্যের পরিচয় রেখেছেন।

28. ‘আদিবিদ্বান্’ কাকে বলা হয়েছে?

উত্তর:- বৈদিক ঋষি তথা সাংখ্যদর্শনের প্রপেতা মহামুনি কপিলকে আদিবিদ্বান্ বলা হয়েছে।

29. তিব্বতে জ্ঞানের দীপ কে জ্বেলেছিলেন?

উত্তর:- বাঙালি পন্ডিত অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে জ্ঞানের দীপ জ্বেলেছিলেন তথা বৌদ্ধধর্মের প্রচার করেছিলেন।

30. ‘পক্ষধরের পক্ষশাতন’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর:- বাঙালি পণ্ডিত রঘুনাথ শিরােমণি মিথিলার মহাপণ্ডিত পধর মিশ্রকে বিতর্কসভায় পরাজিত করেছিলেন। একেই কবি ‘ধরের পক্ষলাতন’ বলেছেন।

31. প্রাচীন বাংলার দুজন বিখ্যাত ভাস্করের নাম লেখাে।

উত্তর:- প্রাচীন বাংলার দুজন বিখ্যাত ভার হলেন বিপাল আর ধীমান।

32. মানুষের ঠাকুরালি’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর:- নিজের কর্মগুণে রক্তমাংসের মানুষের দেবত্বে উত্তীর্ণ হওয়াকেই কবি ‘মানুষের ঠাকুরালি’ বলেছেন।

33. ‘জড়ের সাড়া’ কে পেয়েছিলেন?

উত্তর:- বাঙালি বিজ্ঞানসাধক আচার্য জগদীশচন্দ্র বসু, আপাতদৃষ্টিতে জড়পদার্থ গাছের মধ্যে প্রাণের সাড়া পেয়েছিলেন।

34. শব-সাধনা কী?

উত্তর:- সদ্যোমৃত পুরুষের শবের ওপর ঘােড়ায় চড়ার ভঙ্গিতে বসে তান্ত্রিক সাধনাকেই শব-সাধনা বলা হয়।

35. বিষম ধাতুর মিলন কে ঘটিয়েছেন?

উত্তর:- বিষম অর্থাৎ ভিন্ন ধর্মবিশিষ্ট ধাতুর রাসায়নিক সংযােগ ঘটিয়েছেন বাঙালি বিজ্ঞানী, রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

36. জগতে মহামিলনের গান কে গেয়েছেন?

উত্তর:- বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতে মহামিলনের গান গেয়েছেন।

37. পঞ্চবটী কোন্ কোন্ বৃক্ষের সমাহার?

উত্তর:- পঞ্চবটী হল বট, বেল, অশ্বথ, অশােক, আমলকী—এই পাঁচটি বৃক্ষের সমাহার।

38. ভুবন কেমন করে বাঙালির গৌরবে ভরে উঠবে?

উত্তর:- বিধাতার আশীর্বাদে এবং বাঙালির প্রতিভা ও তপস্যা বা সাধনায় পৃথিবী তার গৌরবে ভরে উঠবে।

39. আমরা কীভাবেদেব-ঋণে’ মুক্ত হব?

উত্তর:- সারা পৃথিবীর মানুষকে মিলনের মহামন্ত্রে দীক্ষিত করে আমরা বাঙালিরা ‘দেব-ঋণে’ মুক্ত হব।

40. সাগর কেমন করে বঙ্গভূমির বন্দনা করে?

উত্তর:- বঙ্গভূমির দক্ষিণতম প্রান্তে থাকা বঙ্গোপসাগর অনবরত অজস্র ঢেউয়ের আছড়ে পড়ার মধ্য দিয়ে তার বঙ্গভূমির বন্দনা করে।

41. অতসী অপরাজিতায় কার দেহ ভূষিত?

উত্তর:- বঙ্গভূমির দেহ

42. আমরা কবিতাটি কার লেখা?

উত্তর:- কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা।

43. নাগের সঙ্গে বাঙালি সম্পর্ক কিসের?

উত্তর:- খেলাধুলার সম্পর্ক

44. আমরা কিভাবে বেচে আছি?

উত্তর:- বাঘের সঙ্গে যুদ্ধ করে।

45. লংকা কে জয় করেছিলেন?

উত্তর:- বিজয় সিংহ লঙ্কা জয় করেছিলেন।

46. “মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে৷”–গঙ্গা কোথায় মুক্তি বিতরণ করে?

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় বলেছেন যে মুক্তধারা গঙ্গাতীর্থ ভূমি বাংলায় মুক্তি বিতরণ করে।

47. বাংলা মায়ের দেহ কোন্ কোন্ ফুলে ভূষিতা?

উত্তর:- বাংলা মায়ের দেহ অতসী ও অপরাজিতা ফুলে ভূষিত। তার বামহাতে কমলার ফুল আর বশে গল্প শােভা পায়।

48. সাগর কেমন করে বঙ্গভূমির বন্দনা করে?

উত্তর:- বঙ্গভূমির দক্ষিণতম প্রান্তে থাকা বঙ্গোপসাগর অনবরত অজস ঢেউয়ের আছড়ে পড়ার মধ্য দিয়ে তার বঙ্গভূমির বন্দনা করে।

49. বাঙালি জাতি কীসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে?

উত্তর:- বাংলার দক্ষিণে অবস্থিত সুন্দরবনের গভীর অরণ্যে হিংস্র বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঙালি বেঁচে থাকে।

50. নাগের মাথায় কে নেচেছিলেন?

উত্তর:- পৌরাণিক কাহিনি অনুসারে শ্রীকৃয় কালিয় নাগের মাথা অর্থাৎ ফণার ওপর নেমেছিলেন।

51. চতুরঙ্গ কী?

উত্তর:- হাতি, ঘােড়া, রথ ও পদাতিক—এই চারটি শাখাবিশিষ্ট সেনাবাহিনীকে চতুরঙ্গ বলে।

52. “মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে৷”–গঙ্গা কোথায় মুক্তি বিতরণ করে?

উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত তঁার ‘আমরা’ কবিতায় বলেছেন যে মুক্তধারা গঙ্গাতীর্থ ভূমি বাংলায় মুক্তি বিতরণ  করে।

53. মুক্তবেণীর নর্মদা যেথায় মুক্তি বিতরে রঙ্গে।

উত্তর:- মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে।

54. নদী যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে।

উত্তর:- সাগর নদী যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে।

55. আমাদের ছেলে প্রতাপ সিংহ লঙ্কা করিয়া জয়।

উত্তর:- আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়।

56. জ্বালিল জ্ঞানের দীপ চীনে বাঙালি দীপংকর।

উত্তর:- জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপংকর।

57. বাঙালির ছেলে ফিরে এল দেশে জয়ের মুকুট পরি।

উত্তর:- বাঙালির ছেলে ফিরে এল দেশে যশেব মুকুট পরি।

58. আমরা বাঙালি বাস করি সেই ………………………বঙ্গে।

উত্তর:- আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।

59. ……………………..সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।

উত্তর:- বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।

60. এক হাতে মােরা ……………………. রুখেছি, মােগলেরে আর হাতে।

উত্তর:- এক হাতে মােরা মগেবে রুখেছি, মােগলেরে আর হাতে।

61. জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল…………………………..।

উত্তর:- জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাংখ্যকাব।

62. প্রীন বাংলার দুজন বিখ্যাত ভাস্করের নাম লেখাে।|

উত্তর। প্রাচীন বাংলার দুজন বিখ্যাত ভার হলেন বিপাল আর ধীমান।

63. অজন্তা কেন বিখ্যাত?[শিলিগুড়ি বয়েজ হাই স্কুল]

উত্তর:- খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যে বুদ্ধদেব ও জাতকের কাহিনি নিয়ে আঁকা গুহাটিত্রগুলির জন্য অজন্তা বিখ্যাত।

64. বাঙালি কোন্ গানে তার হূদয়ের গােপন দ্বার খুলে দিয়েছে?

উত্তর: বাঙালি তার একান্ত নিজস্ব কীর্তন আর বাউলগানে হৃদয়ের গােপন দ্বার খুলে দিয়েছে |

65. কারা মন্বন্তরে মরেনি?

উত্তর: মন্বন্তরে বহু মানুষের মৃত্যু হলেও বাঙালি জাতি শেষপর্যন্ত মরেনি, তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

66. ‘মারী নিয়ে ঘর করি’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: বাংলায় বহুবার বিভিন্ন রােগের মহামারি দেখা দিয়েছে। তাই কবি বলেছেন আমরা ‘মারী নিয়ে ঘর করি’।

67. মন্বন্তর এবং মহামারির পরেও বাঙালি কীভাবে বেঁচেছে?

উত্তর: কবির মতে, বিধাতার আশীর্বাদে বাঙালি জাতি অমৃতের টিকা পরে মন্বন্তর এবং মহামারির পরেও নিজের অস্তিত্ব বজায় রেখেছে।

68. আকাশে প্রদীপ জ্বালা হয় কেন?

উত্তর: বাঙালি হিন্দুরা স্বর্গগত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের সন্ধ্যায় বাঁশের ডগায় প্রদীপ জ্বেলে দেয়।

69. মানুষের ঠাকুরালি’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর: নিজের কর্মগুণে রক্তমাংসের মানুষের দেবত্বে উত্তীর্ণ হওয়াকেই কবি ‘মানুষের ঠাকুরালি’ বলেছেন।

70. বাঙালির হিয়া অমিয় মথিয়া’ কে কায়া ধরেছেন?

উত্তর: বাঙালির হৃদয়-অমৃত মন্থন করে নিমাই তথা শ্রীচৈতন্যদেব মানবমূর্তি ধারণ করেছেন।

71. “বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়।”—কীভাবে | বিবেকের বাণী জগৎময় প্রচারিত হয়েছে?

উত্তর: সন্ন্যাসী বিবেকানন্দের বাণী জগৎময় ছুটেছে অর্থাৎ তার মতাদর্শ

72. সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযােগ্য হয়ে উঠেছে “জড়ের সাড়া’ কে পেয়েছিলেন?

উত্তর: বাঙালি বিজ্ঞানসাধক আচার্য জগদীশচন্দ্র বসু, আপাতদৃষ্টিতে জড়পদার্থ গাছের মধ্যে প্রাণের সাড়া পেয়েছিলেন।

73. শব-সাধনা কী?

উত্তর: সদ্যোমৃত পুরুষের শবের ওপর ঘােড়ায় চড়ার ভঙ্গিতে বসে তান্ত্রিক সাধনাকেই শব-সাধনা বলা হয়।

74. বিষম ধাতুর মিলন কে ঘটিয়েছেন?

উত্তর: বিষম অর্থাৎ ভিন্ন ধর্মবিশিষ্ট ধাতুর রাসায়নিক সংযােগ ঘটিয়েছেন বাঙালি বিজ্ঞানী, রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

75. জগতে মহামিলনের গান কে গেয়েছেন?

উত্তর: বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতে মহামিলনের গান গেয়েছেন।

76. বাঙালি কার মুখের প্রশ্ন কেড়ে নিয়েছে?

উত্তর: ‘আমরা’ কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের মতে বাঙালি বেতালের মুখের প্রশ্ন কেড়ে নিয়েছে।

77. পবটী কোন্ কোন্ বৃক্ষের সমাহার? [ঝাড়গ্রাম কে কে ইন্সটিটিউশন]

উত্তর: পঞ্চবটী হল বট, বেল, অশ্বথ, অশােক, আমলকী—এই পাঁচটি বৃক্ষের সমাহার।

78. ‘আমরা’ কবিতায় পঞ্চবটীর ছায়ায় বাঙালি কী করবে বলে কবি জানিয়েছেন?

উত্তর: কবি সত্যেন্দ্রনাথ দত্তের মতে পঞ্চবটীর ছায়ায় বাঙালি জগতের শতকোটি মানুষের মধ্যে মিলন ঘটবে।

79. “আমরা’ কবিতায় বিধাতার বরে কী হবে বলে কবি মনে করেছেন?

উত্তর: বিধাতার বরে অর্থাৎ আশীর্বাদে সারা পৃথিবী বাঙালির গৌরবেপরিপূর্ণ হয়ে উঠবে বলে কবি আশা করেন।

80. ভুবন কেমন করে বাঙালির গৌরবে ভরে উঠবে?

উত্তর: বিধাতার আশীর্বাদে এবং বাঙালির প্রতিভা ও তপস্যা বা সাধনায় পৃথিবী তার গৌরবে ভরে উঠবে।

81. আমরা কীভাবেদেব-ঋণে’ মুক্ত হব?

উত্তর: সারা পৃথিবীর মানুষকে মিলনের মহামন্ত্রে দীক্ষিত করে আমরা বাঙালিরা ‘দেব-ঋণে’ মুক্ত হব।

” আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali  Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download)

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর

(Class 9 Bengali Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali  Question and Answer / Class 9 Bengali  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali  Exam Guide / Class 9 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর

 আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা –আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা  আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরআমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali 

নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali ) – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর | আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত | Class 9 Bengali  Suggestion নবম শ্রেণি বাংলাআমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত| নবম শ্রেণীর বাংলা সহায়ক – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali  Question and Answer, Suggestion | Class 9 Bengali  Question and Answer Suggestion | Class 9 Bengali  Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 9th Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরআমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন ও উত্তর | আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত । Class 9 Bengali  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্তপ্রশ্ন ও উত্তর । আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত | Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন উত্তর   

Class 9 Bengali  Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali  Question and Answer নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali  Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali  Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্তনবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .Class Nine IXBengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXBengali Suggestion is provided here. Class 9 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Question and Answer with FREE PDF Download Link

আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali  Question and Answer আমরা [কবিতা] সত্যেন্দ্রনাথ দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad