উচ্চমাধ্যমিক সংস্কৃত – দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন ও উত্তর | HS Sanskrit MCQ Question and Answer |

1. অলিপর্বা কোথায় লুকিয়েছিল ?

[A] গাছের শাখায়

[B] গাধার পেছনে ।

[C] পাহাড়ে

[D] নিভৃতে ।

উত্তর:- [A] গাছের শাখায়

2. চীনাংশুক কথার অর্থ কী ?

[A] চিনা রেশমি

[B] চিনের শুক

[C] চিনের চাদ

[D] চিনের অংশু ।

উত্তর:- [A] চিনা রেশমি

3. কনক শব্দের অর্থ কী ? অলিপর্বা বনে যেত কেন ?

[A] মধু

[B] কাঠ

[C] ফল

[D] ফুল সংগ্রহ করতে ।

উত্তর:- [B] কাঠ

4. পাংশুপটল শব্দের অর্থ কী ?

[A] কিরণসমূহ

[B] ধূমসমূহ

[C] ধূলিকণাসমূহ

[D] শুষ্ক পটলসমূহ ।

উত্তর:- [C] ধূলিকণাসমূহ

5. ‘ বিপিনং ব্রজতি ‘ – বিপিন শব্দের অর্থ কী ?

[A] নরক

[B] গ্রাম

[C] শহর

[D] অরণ্য ।

উত্তর:- [D] অরণ্য ।

6. চৌর্যপাটবদেশিক কথার অর্থ কী ?

[A] বিদেশি চোর

[B] চোৰ্যদক্ষতা

[C] চৌর্যবিদ্যার কৌশলের গুরু

[D] চৌর্যবিদ্যার কৌশল ।

উত্তর:- [C] চৌর্যবিদ্যার কৌশলের গুরু

7. “এষ রজত্তোমঃ ” – রজত্তোম শব্দের অর্থ কী ?

[A] রোহিত অগ্নি

[B] ধূলিরাশি

[C] রূপোর স্তূপ

[D] একধরনের যজ্ঞ ।

উত্তর:- [B] ধূলিরাশি

8. দস্যুদের বস্তা কীসে ভর্তি ছিল ?

[A] হিরায়

[B] মুক্তোয়

[C] সোনায়

[D] সোনা – রুপায় ।

উত্তর:- [D] সোনা – রুপায় ।

9. ‘ সপ্তয়ঃ ‘ বলতে কাকে বোঝায় ?

[A] সুপ্তি

[B] ঘুমানো

[C] সাত

[D] ঘোড়াগুলি ।

উত্তর:- [D] ঘোড়াগুলি ।

10. ‘ বনগতা গুহা ‘ এর কাহিনি কোন দেশীয় ?

[A] পারসীয়

[B] চিনদেশীয়

[C] আরবদেশীয়

[D] ভারতীয় ।

উত্তর:- [A] পারসীয়

11. অলিপবা কীভাবে জীবিকা নির্বাহ করত ?

[A] কাঠ কেটে

[B] ভিক্ষা করে

[C] পত্রপুষ্প আহরণ করে

[D] দাসীবৃত্তি করে ।

উত্তর:- [A] কাঠ কেটে

12. ‘ বিধিধৈশ্চ বিলাসৈঃ কালমনয়ৎ ‘ কার ?

[A] কশ্যপের শ্বশুরের

[B] অলিপর্বার

[C] কশ্যপের

[D] নগরের বিত্তশালীদের ।

উত্তর:- [C] কশ্যপের

13. ‘ স — – উটজে কৃতবাসঃ ’ – শূন্যস্থান পূরণ । 

[A] নিঃশ্ৰীক

[B] শ্ৰীক

[C] হতশ্রীক

[D] সুশ্রীক ।

উত্তর:- [A] নিঃশ্ৰীক

14. গোণী শব্দের অর্থ কী ?

[A] গণনা করা

[B] চামড়া

[C] বস্তা

[D] গুণ করা ।

উত্তর:- [C] বস্তা

15. ‘ আলিবাবা ও চল্লিশ চোর ’ গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন

[A] গোবিন্দকৃয় মিশ্র

[B] গোবিন্দকৄয় মোদক ।

[C] গোবিন্দকৃয় দত্ত

[D] গোবিন্দকৃয় চট্টোপাধ্যায় ।

উত্তর:- [B] গোবিন্দকৄয় মোদক ।

16. উদ্‌হ শব্দের বাংলা অর্থ কী ?

[A] বিবাহ করেছিল

[B] উপরে তুলেছিল

[C] এনেছিল ।

[D] বহন করেছিল ।

উত্তর:- [A] বিবাহ করেছিল

17. বস্তাগুলি অলিপর্বা কী দিয়ে ঢাকা দিয়েছিল ?

[A] গাছের ডাল

[B] বস্ত্র

[C] কাঠ

[D] পাতা ।

উত্তর:- [C] কাঠ

18. শ্রীগোবিন্দকৃয় মোদক অনূদিত গল্পটির নাম কী ?

[A] চোরচত্বারিংশী কথা

[B] ব্রাহ্মণ চৌরপিশাচ কথা

[C] বীরবর কথা

[D] হাসবিদ্যকথা ।

উত্তর:- [A] চোরচত্বারিংশী কথা

19. কশ্যপ কে ?

[A] জমাদার

[B] প্রতিবেশী

[C] অলিপর্বার বড়ো ভাই

[D] অলিপর্বার ছোটো ভাই ।

উত্তর:- [C] অলিপর্বার বড়ো ভাই

20. চোরদের অলিপর্বা কোথা থেকে লক্ষ্য করেছিল ?

[A] বৃক্ষ

[B] প্রাসাদ

[C] প্রাচীর

[D] গুহার ভিতর ।

উত্তর:- [A] বৃক্ষ

21. গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কী দেখতে পেল ?

[A] হিরের বাট

[B] মুক্তোর বাট

[C] রুপোর বাট

[D] সোনার বাট ।

উত্তর:- [D] সোনার বাট ।

22. পর্বতের শিখরদেশ দেখতে ছিল

[A] ঋজু ও উন্নত

[B] উন্নত

[C] ঋজু

[D] বিশাল ।

উত্তর:- [A] ঋজু ও উন্নত

23. চৌর্যশাস্ত্রের রচয়িতা কে ?

[A] শুক্রাচার্য

[B] স্কন্দরাজ

[C] বিশ্বকর্মা

[D] কামদেব

উত্তর:- [B] স্কন্দরাজ

24. কশ্যপ কীভাবে দিন কাটাত ?

[A] কায়িক পরিশ্রমে

[B] কষ্টে

[C] বিলাসব্যসনে

[D] দুঃখে ।

উত্তর:- [C] বিলাসব্যসনে

25. মন্ত্র অলিপবা কীভাবে মুখস্থ করল ?

[A] মনে মনে

[B] মৌনভাবে

[C] জোরে

[D] মৃদু স্বরে ।

উত্তর:- [B] মৌনভাবে

26. “শ্বশুরস্যাপি অল্পমেব বিত্তমাসীৎ ” – কার শ্বশুরকে বোঝানো হয়েছে ?

[A] অলিপর্বার

[B] বণিকের

[C] কশ্যপের

[D] ধনীর ।

উত্তর:- [A] অলিপর্বার

27. ‘ বনগতা গুহা ‘ পাঠ্যাংশের রচয়িতা – 

[A] গোবিন্দকৃস্ল মোদক

[B] কৃত্স্নগোবিন্দ মোদক

[C] কৃস্লমাচার্য

[D] গোবিন্দকৃয় আচার্য ।উত্তর:- [A] গোবিন্দকৃস্ল মোদক

উচ্চমাধ্যমিক সংস্কৃত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit SAQ Question and Answer |

1. ‘ দুরাসদম ’ পদের অর্থ লেখো ।

উত্তর:- এর অর্থ দুর্লভ ।

2. অলিপর্বা কী দেখে দস্যু সর্দারকে চিনেছিল ?

উত্তর:- অন্যদের থেকে দস্যু সর্দারের চেহারা ছিল একটু দশাসই , সেটা দেখেই অলিপর্বা বুঝল , এটাই সর্দার হবে ।

3. ‘ বনগতা গুহা ‘ গল্পে স্কন্দরাজ কে ?

উত্তর:- চৌর্যশাস্ত্রের রচয়িতা হলেন স্কন্দরাজ । দস্যুদের সর্দার গুপ্ত গুহার দ্বার খোলার সময় তার উদ্দেশে একটি মন্ত্র উচ্চারণ করেন ।

4. গুহার দরজা খোলার মন্ত্রে কোন দেবতার উল্লেখ আছে ?

উত্তর:- গুহার দরজা ফাক করার মন্ত্রে চৌর্যশাস্ত্রের প্রণেতা , চোরদের পূজনীয় স্কন্দরাজের উল্লেখ আছে ।

5. ‘ ব্যাপারয়ামাস ‘এর অর্থ লেখো ।

উত্তর:- এর অর্থ হলো ছড়িয়ে দেওয়া হলো ।

6. অলিপর্বা কোথায় বাস করত ?

উত্তর:- অলিপর্বা পারসিকপুরে বা পারস্যের এক নগরে বাস করত ।

7. অলিপর্বা আকাশে উত্থিত ধূলিরাশির কারণ কী ভেবেছিল ?

উত্তর:- দস্যুদলের ঘোড়াদের পায়ের খুরের দ্বারা উত্থিত ধূলিরাশি ।

8. পুরমানয়তি বলতে কার কথা বলা হয়েছে ?

উত্তর:- অলিপর্বার বন থেকে কাঠ আনার কথা বলা হয়েছে ।

9. মৃত্যু নিকটে দেখে অলিপর্বার বাবা কী করলেন ?

উত্তর:- মৃত্যুশয্যায় শুয়ে অলিপর্বার বাবা সামান্য সম্পত্তি দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দিলেন ।

10. “কিংময়া প্রোস্তেন পূর্বপাদ্যেন দ্বারমিদং বিঘটেত ”কে বলেছেন ?

উত্তর:- অলিপর্বা ।

11. পাঠ্যাংশে উল্লিখিত স্বর্ণের ২ টি প্রতিশব্দ লেখো ।

উত্তর:- স্বর্ণের দু’টি প্রতিশব্দ – কনক , মহারজত ।

12. “অথ তে হয়স্থাঃ ” – ‘ হয়স্থাঃ ’ শব্দের অর্থ কী ?

উত্তর:- এর অর্থ দস্যুরা ঘোড়ার পিঠে চেপে এসেছিল ।

13. “তস্য দুরাসদং নাসীৎ ” – এখানে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর:- এখানে ‘ তস্য ’ পদের মাধ্যমে ‘ কশ্যপ’কে বোঝানো হয়েছে ।

14. রাজপুরুষাঃ পদটির সমাসের নাম কী ?

উত্তর:- এই পদের সমাসের নাম ষষ্ঠী তৎপুরুষ ।

15. অলিপর্বা গুহা থেকে কী নিয়ে এসেছিল ?

উত্তর:- গুহায় ঢুকে প্রচুর ধনরত্ন দেখে অলিপর্বা তিনটি গাধা যতটা বহন করতে পারবে ততটা ধনরত্ন বস্তায় ভরে নিল ।

16. চোরদের দেখে অলিপবা কী করেছিল ?

উত্তর:- অলিপর্বা চোরদের হাত থেকে বাঁচতে ঘন পাতায় ঘেরা একটি গাছে উঠে লুকিয়ে পড়েছিল ।

17. ধান্যসূত্যাঃ পদের অর্থ কী ?

উত্তর:- এর অর্থ – ধানভরতি বস্তাগুলি ।

18. নিঃশ্রীক কথার অর্থ কী ?

উত্তর:- সৌন্দর্যহীন ।

19. ‘ মনুজস্য ‘ শব্দকে সংস্কৃতে কী বলে ?

উত্তর:- এর সংস্কৃত শব্দরূপ হলো – মনুষ্যস্য ।

20. কশ্যপ কীভাবে হঠাৎ বড়োলোক হয়ে গেল ?

উত্তর:- বুদ্ধিমান কশ্যপ ধনবানের মেয়েকে বিয়ে করে রাতারাতি বড়োলোক হয়ে গেল ।

21. অশ্বারোহীদের দেখে অলিপর্বার কী মনে হয়েছিল ?

উত্তর:- অশ্বারোহীদের দেখে অলিপর্বার মনে হয়েছিল এরা নিশ্চয়ই দস্যুর দল । কারণ বনের এই দিকটায় রাজার লোক কদাচিৎ আসা – যাওয়া করত ।

22. গুহায় ঢুকে অলিপর্বা কী দেখতে পেল ?

উত্তর:- গুপ্ত গুহায় ঢুকে অলিপর্বা প্রচুর খাদ্যদ্রব্য , মূল্যবান চিনা রেশমি পোশাক , সোনা – রুপায় মোড়া বাট দেখতে পেল ।

23. গুহাদ্বার বন্ধ করার মন্ত্রটি লেখো ।

উত্তর:- “স্কন্দরাজ নমস্তেহতু চৌর্যপাটবদেশিক । দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপয়া কুরু ।। ”

24. অলিপর্বা নিজেকে রক্ষা করতে কী করল ?

উত্তর:- অলিপবা চোরদের হাত থেকে বাঁচতে ঘন পাতায় ঘেরা একটি গাছে উঠে লুকিয়ে পড়েছিল ।

25. “চেতি সহোদরৌ বসতি স্ম ” – সহোদরৌ কারা ?

উত্তর:- এখানে সহোদরৌ বলতে কশ্যপ ও অলিপৰ্বা এই দু’জনকে বোঝানো হয়েছে ।

26. চোরেরা গুহাদ্বার খোলার জন্য কী বলত ?

উত্তর:- চোরেদের সর্দার পাহাড়ের গুহা দরজার সামনে গিয়ে একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করত । এরপরই গুহার দ্বার খুলে যেত ।

27. দস্যুদের বস্তা কীসে ভর্তি ছিল ?

উত্তর:- বস্তায় ভরতি করা ছিল চোরাই সোনা ও রুপা ।

28. ‘ তয়োজনকো , বলতে কাদের পিতার কথা বলা হয়েছে ?

উত্তর:- কশ্যপ আর অলিপর্বার পিতার কথা ।

29. ‘ বণিস্বরৈস্তল্য বিভবঃ ‘ – এখানে কার কথা বলা হয়েছে ?

উত্তর:- কশ্যপের ।

30. তয়োর সমং ব্যভজং ‘ – কারণ কী ?

উত্তর:- অলিপর্বা ও কশ্যপের পিতা মৃত্যুর মুখে পতিত হওয়ায় তাঁর সম্পত্তি সমানভাবে দ’জনের মধ্যে ভাগ করে দিতে চান ।

উচ্চমাধ্যমিকের সংস্কৃত এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Sanskrit Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Sanskrit Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক সংস্কৃত –  বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর 

(HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion  / HS Sanskrit Question and Answer  / Class 12 Sanskrit Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Sanskrit Exam Guide  / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন ও উত্তর | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর।

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Sanskrit Suggestion  Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion  . HS Sanskrit Suggestion   download Class 12th Question Paper  Sanskrit. WB Class 12  Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad