সপ্তম শ্রেণীর বিজ্ঞান : সময় ও গতি প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : সময় ও গতি  প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer : সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর সময় ও গতি  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল

[A] প্রথম সূত্র

[B] দ্বিতীয় সূত্র

[C] তৃতীয় সূত্র

[D] কোনোটিই নয়

উত্তর: –  [C] তৃতীয় সূত্র

2. মিশ্রগতির উদাহরণ হল

[A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

[B] এক স্থানে বলের ঘূর্ণন

[C] বলের পিছল গতি

[D] ওপরের দিকে বল ছুড়ে দেওয়া

উত্তর: –  [A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

3. অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হল

[A] সরণ

[B] বেগ

[C] দ্রুতি

[D] ত্বরণ

উত্তর: –  [D] ত্বরণ

4. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল

[A] কার্য একটি স্কেলার রাশি

[B] একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

[C] কার্য ও শক্তির একক ভিন্ন

[D] বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

উত্তর: –  [A] কার্য একটি স্কেলার রাশি

5. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি

[A] তুরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] স্থির হয়ে পুনরায় চলতে শুরু করবে

উত্তর: –  [B] সমবেগে চলতে থাকবে

6. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ

[A] বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

[B] বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

[C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

[D] বইটির ওপর কোনো ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে না

উত্তর: –  [C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

7. সকল গতিশীল বস্তুর গতিই

[A] পরম গতি

[B] আপেক্ষিক গতি

[C] চলন গতি

[D] আবর্ত গতি

উত্তর: –  [B] আপেক্ষিক গতি

8. সমদ্ৰুতিসম্পন্ন একটি বস্তুর গতিতে

[A] ত্বরণ থাকবেই

[B] ত্বরণ থাকতে পারে

[C] ভরবেগ সর্বদা স্থির থাকবে

[D] ভরবেগের পরিবর্তন হবে

উত্তর: –  [C] ভরবেগ সর্বদা স্থির থাকবে

9. পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে

[A] একই বেগে গতিশীল দেখে

[B] স্থির দেখে

[C] ভিন্ন বেগে গতিশীল দেখে

[D] কখনো স্থির কখনো গতিশীল দেখে

উত্তর: –  [B] স্থির দেখে

10. একক সময়ে বস্তুর সরণকে বলে

[A] দ্রুতি

[B] মন্দন

[C] ত্বরণ

[D] বেগ

উত্তর: –  [D] বেগ

11. মহাবিশ্বে পরম স্থিতি

[A] আছে

[B] নেই

[C] বিশেষ ক্ষেত্রে আছে তা

[D] নির্দিষ্ট করে বলা যায় না

উত্তর: –  [B] নেই

12. বৃত্তপথে সমবেগে চলমান কোনো কণার গতি হল

[A] রৈখিক গতি

[B] কম্পন

[C] পর্যাবৃত্ত গতি

[D] সরল দোলগতি

উত্তর: –  [C] পর্যাবৃত্ত গতি

13. ক্রিয়া প্রতিক্রিয়া

[A] একই বস্তুতে প্রযুক্ত হয়

[B] পৃথক বস্তুতে প্রযুক্ত হয়

[C] সমান এবং একমুখী

[D] অসমান ও একমুখী

উত্তর: –  [B] পৃথক বস্তুতে প্রযুক্ত হয়

14. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

[A] কার্য

[B] দ্রুতি

[C] শক্তি

[D] ক্ষমতা

উত্তর: –  [D] ক্ষমতা

15. কোনো বস্তুকণা সমবেগে চললে তার

[A] ত্বরণ থাকতে পারে

[B] ত্বরণ থাকবেই

[C] ত্বরণ থাকবে না

[D] কোনোটিই নয়

উত্তর: –  [C] ত্বরণ থাকবে না

16. চলন্ত সাইকেলের চাকার গতি

[A] চলন

[B] ঘূর্ণন

[C] বক্ৰচলন

[D] চলন ও ঘূর্ণনের মিশ্রণ

উত্তর: –  [D] চলন ঘূর্ণনের মিশ্রণ

17. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকে বলে

[A] ক্ষমতা

[B] শক্তি

[C] কার্য

[D] বেগ

উত্তর: –  [A] ক্ষমতা

18. সকল গতিশীল বস্তুর গতিই

[A] পরম গতি

[B] আপেক্ষিক গতি

[C] চলন গতি

[D] আবর্ত গতি

উত্তর: –  [B] আপেক্ষিক গতি

19. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ

[A] বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

[B] বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

[C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

[D] বইটির ওপর কোনো ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে না

উত্তর: –  [C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

20. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

[A] বল/ত্বরণ

[B] ত্বরণ/বল

[C] বেগ/ত্বরণ

[D] ত্বরণ/বেগ

উত্তর: –  [A] বল/ত্বরণ

21. বস্তুর কার্য করার হারকে বলে

[A] শক্তি

[B] ক্ষমতা

[C] বল

[D] কোনোটিই নয়

উত্তর: –  [B] ক্ষমতা

22. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির

[A] সমবেগ থাকবে

[B] সমান ভরবেগ থাকবে

[C] সমদ্রুতি থাকবে

[D] সমত্বরণ থাকবে

উত্তর: –  [D] সমত্বরণ থাকবে

23. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

[A] কার্য

[B] দ্রুতি

[C] শক্তি

[D] ক্ষমতা

উত্তর: –  [D] ক্ষমতা

24. নীচের বস্তুগুলির মধ্যে চরম স্থির বস্তুটি হল

[A] পৃথিবী

[B] সূর্য

[C] চাঁদ

[D] এদের কোনোটিই নয়

উত্তর: –  [C] চাঁদ

25. 1 kg-wt বল 1 newton বলের

[A] সমান

[B] চেয়ে বেশি

[C] চেয়ে কম

[D] অসমান

উত্তর: –  [B] চেয়ে বেশি

26. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

[A] বল/ত্বরণ

[B] ত্বরণ/বল

[C] বেগ/ত্বরণ

[D] ত্বরণ/বেগ

উত্তর: –  [A] বল/ত্বরণ

27. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল

[A] কার্য একটি স্কেলার রাশি

[B] একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

[C] কার্য ও শক্তির একক ভিন্ন

[D] বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

উত্তর: –  [A] কার্য একটি স্কেলার রাশি

28. একক সময়ে বস্তুর সরণকে বলে

[A] দ্রুতি

[B] মন্দন

[C] ত্বরণ

[D] বেগ

উত্তর: –  [D] বেগ

29. সকল গতিশীল বস্তুর গতিই

[A] পরম গতি

[B] আপেক্ষিক গতি

[C] চলন গতি

[D] আবর্ত গতি

উত্তর: –  [B] আপেক্ষিক গতি

30. জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল

[A] প্রথম সূত্র

[B] দ্বিতীয় সূত্র

[C] তৃতীয় সূত্র

[D] কোনোটিই নয়

উত্তর: –  [C] তৃতীয় সূত্র

31. সমদ্ৰুতিসম্পন্ন একটি বস্তুর গতিতে

[A] ত্বরণ থাকবেই

[B] ত্বরণ থাকতে পারে

[C] ভরবেগ সর্বদা স্থির থাকবে

[D] ভরবেগের পরিবর্তন হবে

উত্তর: –  [C] ভরবেগ সর্বদা স্থির থাকবে

32. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি

[A] কার্য

[B] দ্রুতি

[C] শক্তি

[D] ক্ষমতা

উত্তর: –  [D] ক্ষমতা

33. নীচের বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি হল

[A] কার্য একটি স্কেলার রাশি

[B] একটি সংকুচিত স্প্রিং-এ গতিশক্তি নিহিত থাকে

[C] কার্য ও শক্তির একক ভিন্ন

[D] বেগ পরিবর্তনের হারকে সরণ বলে

উত্তর: –  [A] কার্য একটি স্কেলার রাশি

34. কোনো কণার প্রাথমিক বেগ u এবং ত্বরণ a, t সময় পরে বেগ v হলে, u, v, a t –এর মধ্যে সম্পর্ক হল

[A] u = v + at

[B] v = u + at

[C] u + v = at

[D] u + at = v

উত্তর: –  [B] v = u + at

35. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি

[A] তুরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] স্থির হয়ে পুনরায় চলতে শুরু করবে

উত্তর: –  [B] সমবেগে চলতে থাকবে

36. বৃত্তপথে সমবেগে চলমান কোনো কণার গতি হল

[A] রৈখিক গতি

[B] কম্পন

[C] পর্যাবৃত্ত গতি

[D] সরল দোলগতি

উত্তর: –  [C] পর্যাবৃত্ত গতি

37. হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য

[A] কম

[B] একই

[C] বেশি

[D] পরিবর্তনশীল

উত্তর: –  [C] বেশি

38. বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল

[A] বল/ত্বরণ

[B] ত্বরণ/বল

[C] বেগ/ত্বরণ

[D] ত্বরণ/বেগ

উত্তর: –  [A] বল/ত্বরণ

39. একক সময়ে বস্তুর সরণকে বলে

[A] দ্রুতি

[B] মন্দন

[C] ত্বরণ

[D] বেগ

উত্তর: –  [D] বেগ

40. সকল গতিশীল বস্তুর গতিই

[A] পরম গতি

[B] আপেক্ষিক গতি

[C] চলন গতি

[D] আবর্ত গতি

উত্তর: –  [B] আপেক্ষিক গতি

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

1. বলের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক নিউটন [N]।

2. ওজনের এসআই একক বলের এস আই একক একই কেন?

উত্তর: – ওজন আসলে এক প্রকারের বল তাই ওজনের এস আই একক নিউটন [N]।

3. যে কোন বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বলের মান কত?

উত্তর: – যে কোন বস্তুর উপর প্রযুক্ত সার্বিক অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মোট মান শূন্য।

4. প্রিন্সিপিয়া গ্রন্থটি লেখক কে?

উত্তর: – স্যার আইজ্যাক নিউটন।

5. নিউটনের প্রথম গতিসূত্র টি লেখ।

বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল থাকবে আর গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে।

6. নিউটনের কোন গতি সূত্র থেকে জাড্য এর ধারণা পাওয়া যায়?

নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্য এর ধারণা পাওয়া যায়।

7. জাড্য কাকে বলে?

উত্তর: – যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু, গতিশীল ও স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে তাকেই জাড্য বলে।

8. জাড্য কয় প্রকার কি কি?

উত্তর: – জাড্য দুই প্রকার যথা স্থিতি জাড্য ও গতিজাড্য।

9. গতিজাড্য কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর: – কোন গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকেই গতিজাড্য বলে।

যেমন, একটি গতিশীল বাস হঠাৎ ব্রেক কষলে বাসে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুকে যায়। এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও গতিশীল থাকে কিন্তু বাস হঠাৎ থেমে গেলেও যাত্রীরা সেই গতিকে ধরে রাখার চেষ্টা করে ফলে সামনের দিকে ঝুকে যায়। এটি গতিজাড্য এর একটি উৎকৃষ্ট উদাহরণ।

10. স্থিতি জাড্য কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: – কোন স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকেই স্থিতি জাড্য বলে।

কোন স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুকে যায়। এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও স্থির থাকে কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে সাথে যাত্রীর নিচের অংশ গতিশীল হয়  কিন্তু উপরের অংশ স্থির থাকার চেষ্টা করে। তাই যাত্রীরা পেছনের দিকে ঝুকে যায়। এটি স্থিতি জাড্যের একটি উৎকৃষ্ট উদাহরণ।

11. ডানা ঝাপটানো বন্ধ করেও পাখি কি করে হাওয়াতে ভাসতে থাকে?

উত্তর: – পাখি যখন আকাশে ওঠে তখন সে গতিশীল, ফলে পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও তার গোটা শরীরটা গতি যাদের জন্য তখনও সমবেগ বজায় রাখার চেষ্টা করে, ফলে পাখিটা শুধু ডানা মেলে অনেক দূর এগিয়ে যেতে পারে।

12. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।

উত্তর: – বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেইদিকে হয়।

13. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়?

উত্তর: – বলের পরিমাপ সংক্রান্ত ধারণা ও সূত্র জানা যায়।

14. প্রযুক্ত বলের পরিমাপ করা হয় কিভাবে?

উত্তর: – প্রযুক্ত বল = বস্তুর ভর × বস্তুত সৃষ্টি হওয়া ত্বরণ। অর্থাৎ বস্তুর ভর ও ত্বরণের গুণফল দ্বারা প্রযুক্ত বলের পরিমাপ করা হয়।

15. এস আই পদ্ধতিতে বলের একক কি?

উত্তর: – এস আই পদ্ধতিতে বলের একক নিউটন।

16. সিজিএস পদ্ধতিতে বলের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন।

17. নিউটন ডাইনের মধ্যে সম্পর্ক কি?

উত্তর: – এক নিউটন = 1 লক্ষ ডাইন।

18. নিউটনের লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর: – প্রিন্সিপিয়া

19. নিউটনের প্রথম গতিসুত্রটি লেখ |

উত্তর: – বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে |

20. নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন কোন বিষয়ের ধারণা পাই ?

উত্তর: – নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ধারণা পাই – [i] বস্তুর জাড্য এবং [ii] বলের সংজ্ঞা |

21.  জাড্য কাকে বলে ?

উত্তর: – যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার গতীয় অবস্থা বজায় রাখতে চায়, তাকে বস্তুর জাড্য বলে|

22. জাড্য কয় প্রকার কী কী ?

উত্তর: – জাড্য দুই প্রকার | যথা- স্থিতিজাড্য ও গতিজাড্য |

23. স্থিতিজাড্য কাকে বলে ?

উত্তর: – স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জাড্য বলে |

24. গতিজাড্য কাকে বলে ?

উত্তর: – গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলে |

25. স্থিতিজাড্য এর একটি উদাহরণ দাও |

উত্তর: – কোনো স্থির বাস হঠাত চলতে শুরু করলে বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা পেছনে হেলে পড়ে | স্থিতিজাড্য এর ফলে এইরূপ ঘটে |

26. গতিজাড্য এর একটি উদাহরণ দাও |

উত্তর: – চলন্ত বাস হঠাত ব্রেক করলে বাসের মধ্যে বসে থাকা যাত্রীরা সামনের দিকে হেলে হেলে পড়ে | গতিজাড্য এর ফলে এরকম ঘটে |

27. বল কাকে বলে ?

উত্তর: – বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকেই বল বলে |

28. CGS SI পদ্ধতিতে বলের একক কী?

উত্তর: – CGS পদ্ধতিতে বলের একক ডাইন [dyne] ও SI পদ্ধতিতে নিউটন [newton] |

29. নিউটনের দ্বিতীয় গতিসুত্রটি লেখ |

উত্তর: – কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে |

30. ভরবেগ কাকে বলে ?

উত্তর: – ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, তাকে বস্তুটির ভরবেগ বলা হয় | কোনো বস্তুর ভর m এবং বেগ v হলে, বস্তুটির ভরবেগ= m × v |

31. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রযুক্ত বলের মান নির্ণয় কর |

উত্তর: – প্রযুক্ত বল = বস্তুর ভর × 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন

= বস্তুর ভর × বস্তুটির ত্বরণ [যেহেতু, ত্বরণ= 1 সেকেন্ডে বেগের পরিবর্তন]

F = m × a  

[যেখানে, F = প্রযুক্ত বল, m = বস্তুর ভর এবং a = ত্বরণ | ]

এটিই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত প্রযুক্ত বলের মান |

32. নিউটনের তৃতীয় গতিসুত্রটি লেখো |

উত্তর: – প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে |

33. নিউটনের তৃতীয় গতিসূত্র টি লেখ।

উত্তর: – প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

34. নৌকা থেকে ডাঙ্গায় ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কেন?

উত্তর: – আমরা যখন নৌকা থেকে ডাঙ্গায় পৌঁছাতে চাই তখন তার জন্য প্রয়োজন হয় ডাঙ্গার অভিমুখে একটি বলের। আসলে আমরা নৌকায় একটি বল প্রয়োগ করি এবং তার প্রতিক্রিয়া বল হিসাবেই আমরা সেই ডাঙ্গার অভিমুখের বলটি পায়। যা আমরা মনের অজান্তেই করে থাকি। অর্থাৎ ডাঙ্গার দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল পাওয়ার জন্য নৌকা তে যে বল প্রয়োগ করি তার জন্য এই নৌকা পিছনের দিকে সরে যায়।

35. ক্রিয়া প্রতিক্রিয়া বল সর্বদা এক অবস্থায় উপর ক্রিয়া করেউক্তিটি ঠিক না ভুল।

উত্তর: – উক্তিটি ভুল।

36. কার্য কাকে বলে?

প্রযুক্ত বল বলের প্রয়োগ বিন্দু স্মরণ এর গুণফল কে কার্য বলে।

37. এস আই পদ্ধতিতে কার্যের একক কি?

উত্তর: – এস আই পদ্ধতিতে কার্যের একক জুল।

38. সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ।

39. স্থিতি বলতে কি বোঝ?

উত্তর: – পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সব বস্তু সময়ের নিরিখে স্থান পরিবর্তন করকরেে না তাদের অবস্থানকে স্থিতি বলে।

উদাহরণ: গাছপালা, ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট প্রভৃতি।

40. অতিক্রান্ত দূরত্ব কাকে বলে?

উত্তর: – কোন গতিশীল বস্তু সরলরৈখিক কিংবা বক্র পথে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে ঐ বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে।

যেমন 400 মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড় এর ট্র্যাক সোজা কিংবা গোলাকার হতে পারে তবে দুটি ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব 400 মিটার।

41. অতিক্রান্ত দূরত্ব স্কেলার না ভেক্টর রাশি?

উত্তর: – অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি।

42. সরণ কাকে বলে?

উত্তর: – কোন গতিশীল বস্তুর প্রথম অন্তিম অবস্থানের মাঝের দূরত্বকেই সরণ বলে।

43. সরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – সরণ ভেক্টর রাশি।

44. সরণের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে মিটার।

45. কোন গতিশীল বস্তুর সরণ কি শূন্য হতে পারে?

উত্তর: – হ্যাঁ, বস্তুটি যদি আগের অবস্থানে ফিরে আসে ঠিক সেই মুহূর্তে বস্তটির সরণ শূন্য হয়।

46. অতিক্রান্ত দূরত্বের একক কি?

উত্তর: – CGS পদ্ধতিতে সেন্টিমিটার [cm] ও এস আই পদ্ধতিতে মিটার [m]।

47. কোন গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি শূন্য হতে পারে?

উত্তর: – স্থির বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হলেও গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না।

48. গতি বলতে কি বোঝ? বিভিন্ন গতির উদাহরণ দাও।

উত্তর: – পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সব বস্তু সময়ের নিরিখে স্থান পরিবর্তন করে তাদের অবস্থানকে গতি বলে।

উদাহরণ: চলন্ত গাড়ি, ছুটন্ত ঘোড়া, মানুষের চলাফেরা প্রভৃতি গতির উদাহরণ।

49. সরণ বলতে কি বোঝ?

উত্তর: – কোন বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে নির্দিষ্ট দিকে সরল‌রেখা বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ঐ বস্তু সরণ বলে।

50. প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

51. বলের পিছল গতি মিশ্র গতির উদাহরণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

52. বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে সচল বস্তু চিরকাল _________ সরলরেখা বরাবর চলতে থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সমগতিতে

53. পরস্পর সম্পর্কযুক্ত যেকোনো দুটি রাশিকে _________-এর সাহায্যে প্রকাশ করা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – লেখচিত্র

54. কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে ওর উষ্ণতা বৃদ্ধি পায় কেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে বস্তুর গতিশক্তির কিছু অংশ তাপশক্তিতে রূপান্তরিত হওয়ায় উষ্ণতা বৃদ্ধি পায়।

55. দ্রুতির একক_________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সেমি/সেকেন্ড

56. বস্তুর ভরবেগ = _________ × _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ভর, বেগ

57. দ্রুতি একটি _________ রাশি। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – স্কেলার

58. গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরেএটি কী জাতীয় গতি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে—এটি ঘূর্ণন গতি।

59. ঘড়ির কাঁটার গতি আবর্ত গতির উদাহরণ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

60. ঘূর্ণন গতি কী প্রকারের গতি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ঘূর্ণন গতি হল সামতলিক বৃত্তাকার গতি।

61. স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি হল—তার গতিসূত্র, মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালি, আলোর কণিকা তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, কলনবিদ্যা [Calculas] ইত্যাদি।

62. একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়এটি কী জাতীয় গতি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়—এটি চলন গতি।

63. নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ: F = ma এক্ষেত্রে, E = বস্তুর ওপর প্রযুক্ত বল; m = বস্তুর ভর; a = বস্তুর ত্বরণ ।

64. কোনো কণার দ্রুতি সুষম হলেও গতিবেগ _________ হতে পারে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – অসম

65. ঘূর্ণন গতি কী প্রকারের গতি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – ঘূর্ণন গতি হল সামতলিক বৃত্তাকার গতি।

66. একটি চলমান ক্যারমবোর্ডের ঘুটির গতি _________ [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সরল চলগতি

67. বস্তুর ভর জাড্যের মধ্যে সম্পর্ক কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – বস্তুর ভর বেশি হলে জাড্য বেশি হবে। ভরই হল জাড্যের পরিমাপক।

68. একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়এটি কী জাতীয় গতি? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়—এটি চলন গতি।

69. দোলকের পর্যায়কাল এর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

70. প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর সরণ পরস্পর লম্বভাবে থাকলে ওই বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ _________হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – শূন্য

71. হর্সপাওয়ার [HP] _________ একক। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ক্ষমতার

72. রকেট উৎক্ষেপণ নিউটনের _________ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – তৃতীয়

73. নাগর দোলার গতি হল সরলরৈখিক গতি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

74. কার্য করার হারকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কার্য করার হারকে ক্ষমতা বলে।

75. চলন্ত ট্রেন থেকে দেখলে দুরের গাছপালাকে _________দেখায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – গতিশীল

76. পেশি কোশে ল্যাকটিক অ্যাসিড জমার ফলে পেশিতে ব্যথার অনুভূতি জাগে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

77. বলের SI একক হল নিউটন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

78. ত্বরণের এককে _________একক দুবার ব্যবহৃত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – সময়ের

79. দ্রুতি প্রকাশের জন্য কেবল _________ দরকার। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – মান

80. নাগরদোলার গতি কি ধরনের গতি?

উত্তর: – ঘূর্ণন গতি।

81. স্ক্রু ড্রাইভার এর গতি কি ধরনের গতি?

উত্তর: – ঘূর্ণন ও সরলরৈখিক গতি মিশ্রণ।

82. একটি মিশ্র গতির উদাহরণ দাও।

উত্তর: – সাইকেলের চাকার গতি।

83. দ্রুতি কাকে বলে?

উত্তর: – কোন গতিশীল বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলে।

84. দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – দ্রুতির দিক বা অভিমুখ না থাকায় দ্রুতি একটি স্কেলার রাশি।

85. দ্রুতির একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেমি প্রতি সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড।

86. দ্রুতির একক আর অন্য কোন রাশির একক?

উত্তর: – দ্রুতির একক আর বেগের একক একই।

87. বেগ কাকে বলে?

উত্তর: – কোন গতিশীল বস্তুর একক সময়ের সরণকেই বলে।

88. বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – বেগ ভেক্টর রাশি।

89. সিজিএস এস আই পদ্ধতিতে বেগের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে বেগের একক সেমি প্রতি সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড।

90. ত্বরণ কাকে বলে?

উত্তর: – কোন গতিশীল বস্তুর একক সময়ের বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

91. ত্বরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – ত্বরণ ভেক্টর রাশি।

92. ত্বরণের একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি / বর্গ সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক মিটার /বর্গ সেকেন্ড।

93. ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার বলা হয় কেন?

উত্তর: – ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার বলা হয় কারণ একবার বেগের একক বোঝাতে এবং একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে।

94. মন্দন কাকে বলে?

কোন গতিশীল বস্তুর একক সময়ের বেগ হ্রাসের হারকেই মন্দন বলে।

95. মন্দন স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – মন্দন ভেক্টর।

96. মন্দন কে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন?

উত্তর: – ত্বরণ বেগ বৃদ্ধির হার কিন্তু মন্দন ঠিক তার বিপরীত অর্থাৎ বেগ হ্রাসের হার । তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে।

97. মন্দন এর একক কি?

উত্তর: – সিজিএস পদ্ধতিতে মন্দন এর একক সেমি /বর্গ সেকেন্ড ও এস আই পদ্ধতিতে মিটার / বর্গ সেকেন্ড।

98. গতি সূত্রের আবিষ্কারক কে?

স্যার আইজ্যাক নিউটন।

99. নিউটনের কোন গতি সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়?

উত্তর: – নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়।

100. বল কাকে বলে?

উত্তর: – বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা কোন স্থির বস্তু কে গতিশীল অথবা কোন গতিশীল বস্তুর স্থির করার চেষ্টা করি তাকেই বল বলে।

101. বল স্কেলার রাশি না ভেক্টর রাশি?

উত্তর: – বল ভেক্টর রাশি।

” সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর  একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ ও উত্তর । Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

সময় ও গতি  প্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

সময় ও গতি  প্রশ্ন উত্তর

সময় ও গতি  প্রশ্ন ও উত্তর | জাতীয়তাবাদের প্রাথমিক Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর সময় ও গতি  প্রশ্ন ও উত্তর। সময় ও গতি  MCQ প্রশ্ন ও উত্তর | সময় ও গতি  Class 7 Science  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর  সময় ও গতি  

সময় ও গতি  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির বিজ্ঞান সময় ও গতি  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সময় ও গতি  Class 7 Science  Question and Answer . সময় ও গতি  MCQ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

সপ্তম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – সময় ও গতি  প্রশ্ন উত্তর | সময় ও গতি  | Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণি বিজ্ঞান জাতীয়তাবাদের প্রাথমিক প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণির বিজ্ঞান সময় ও গতি  প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর সময় ও গতি  | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক সময় ও গতি  প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর সময় ও গতি  

সপ্তম শ্রেণীর বিজ্ঞান সময় ও গতি  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর সময় ও গতি  প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান সময় ও গতি  প্রশ্ন ও উত্তর । সময় ও গতি  | Class 7 Science  Suggestion

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সময় ও গতি  MCQ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সময় ও গতি  | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সময় ও গতি  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান  সময় ও গতি  MCQ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান সময় ও গতি  MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer সময় ও গতি  সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad