একাদশ শ্রেণীর বাংলা : তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর বাংলা : তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer : তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Bengali Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Bengali EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. তেলেনাপোতা আবিষ্কার ’ কোন গল্পগ্রন্থের অন্তর্গত ?

[A] বেনামী বন্দর

[B] অফুরস্ত

[C] মুক্তিকা

[D] কুড়িয়ে ছড়িয়ে

উত্তর:- [D] কুড়িয়ে ছড়িয়ে

2. প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক ?

[A] বিদ্রোহী

[B] কল্লোল

[C] কালি – কলম

[D] যুগান্তর

উত্তর:- [B] কল্লোল

3. যামিনীর মা কী পণ করেছেন ?

[A] তিনি কিছুই খাবেন না

[B] তিনি কিছুতেই কথা বলবেন না ।

[C] কখনো হাসবেন না

[D] তিনি কিছুতেই মরবেন না

উত্তর:- [D] তিনি কিছুতেই মরবেন না

4. কার ডাকে আনমনা হয়ে যাবার কথা বলা হয়েছে ?

[A] উদাস ঘুঘুর

[B] কোকিলের

[C] ঘুঘুর

[D] কাকের 

উত্তর:- [A] উদাস ঘুঘুর

5. প্রায় ঘরজোড়া একটি ভাঙ্গা তক্তাপোষে ছিন্ন উর ছেঁড়া কাঁথা কথা – জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে । ” ‘ ছিন্ন – কন্ধা ‘ – র অর্থ হলো—

[A] ছেঁড়া কম্বল

[B] ছেঁড়া লেপ

[C] ছেঁড়া কাঁথা

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] ছেঁড়া কাঁথা

6. মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দুরত্ব [A] কুড়ি মাইল

[B] বাইশ মাইল

[C] পঞ্চাহ মাইল

[D] ত্রিশ মাইল

উত্তর:-

[D] ত্রিশ মাইল

7. তেলেনাপোতায় ফিরে যাওয়ার প্রস্তুতের দিনে থার্মোমিটারের পারা দেহের তাপমাত্রা জানাবে—

[A] একশো দুই ডিগ্রি

[B] একশো চার ডিগ্রি

[C] একশো তিন ডিগ্রি

[D] একশো পাঁচ ডিগ্রি

উত্তর:- [D] একশো পাঁচ ডিগ্রি

8. তেলেনাপোতা আবিষ্কার করতে জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে ?

[A] পাঁচ ঘণ্টা

[B] তিন ঘণ্টা

[C] চার ঘণ্টা

[D] দু’ঘণ্টা

উত্তর:- [D] দু’ঘণ্টা

9. গোরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে ?

[A] চাঁদের দেশ

[B] বামনের দেশ

[C] তাসের দেশ

[D] শীতের দেশ

উত্তর:- [B] বামনের দেশ

10. গোরুর গাড়ির দারোয়ান উৎসাহের সঙ্গে বাজাচ্ছিল–

[A] ক্যানেস্তারা

[B] মাদল

[C] তবলা

[D] করতাল

উত্তর:- [A] ক্যানেস্তারা

11.  তেলেনাপোতা আবিষ্কারের জন্য তোমার দুই বন্ধুর হওয়া দরকার

[A] পানরসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী

[B] লেখক

[C] প্রকৃতি প্রেমিক

[D] ভ্রমণবিলাসী

উত্তর:- [A] পানরসিক কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী

12. যামিনীর মা যার সঙ্গে যামিনীর বিয়ে ঠিক করেছিল–

[A] নিরঞ্জনের সঙ্গে

[B] কবির সঙ্গে

[C] মণির সঙ্গে

[D] মহিমের সঙ্গে

উত্তর:- নিরঞ্জনের সঙ্গে

13. কলকাতা ফিরে তেলেনাপোতার স্মৃতিকে মনে হবে.

[A] অবাস্তব কুয়াশার কল্পনামাত্র

[B] স্বপ্ন

[C] কলকাতার বাইরের এক জগৎ

[D] স্বৰ্গ

উত্তর:- [A] অবাস্তব কুয়াশার কল্পনামাত্র

14. কে যেন কান্না নিংড়ে নিংড়ে বার .. করছে ” —গল্পে ব্যবহৃত শূন্যস্থানের শব্দটি হলো—

[A] অমানবিক

[B] অমানুষিক

[C] অতি মানবিক

[D] পাশবিক

উত্তর:- [B] অমানুষিক

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Bengali Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Bengali Question and Answer Suggestion

1.  একটা কেমন গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে?

উত্তর:- একটা  কটু গন্ধ অনেকক্ষণ ধরে সবাইকে অভ্যর্থনা করছে।

2.  তেলেনেপোতাকে শেষপর্যন্ত লেখকের কি বলে মনে হয়েছিল?

উত্তর:- তেলেনেপোতাকে শেষপর্যন্ত লেখকের অবাস্তব কুয়াশার কল্পনামাত্র বলে মনে হয়েছিল।

3.  কিন্তু সে কথা ওকে বলে কে? – কোন কথা?

উত্তর:- নিরঞ্জন ইতিমধ্যে বিয়ে করে সংসার করছে এই কথা।

4.  বসে আছেন কেন? টান দিন – উক্তিটির বক্তা কে?

উত্তর:- বসে আছেন কেন? টান দিন – উক্তিটির বক্তা  যামিনী।

5.  তেলেনেপোতা আবিষ্কার করতে হলে কখন বেরোতে হবে?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কার করতে হলে  খুব ভোরবেলাতে বেরোতে হবে।

6.  “ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে” – এখানে লেখক কাদের সাথে বিবাদের কথা বলেছেন?

উত্তর:- এখানে লেখক  দু . তিনটি চামচিকার সাথে বিবাদের কথা বলেছেন।

7.  আমার কথার নড়চড় হবে না – কে একথা বলেছিল?

উত্তর:- আমার কথার নড়চড় হবে না – একথা বলেছিল  কথক স্বয়ং।

8.  “যামিনী বলবে” – যামিনী কি বলবে যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে?

উত্তর:- যখন লেখকরা চলে আসতে উদ্যত হবে তখন যামিনী বলবে, আপনাদের ছিপটিপ যে পড়ে রইল।

আরো পড়ুন একাদশ শ্রেণীর কর্তার ভূত গল্পের ছোট প্রশ্ন ও উত্তর

9.  ‘মহাকালের কাছে সাক্ষ দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে’ – এসব দেখে কথকের কি মনে হয়?

উত্তর:- এসব দেখে কথকের মনে হয় বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে যেন সরে যাচ্ছে।

10.  ঘরে ঢুকে বুঝতে পারবেন – কি বুঝতে পারবেন?

উত্তর:- ঘরে ঢুকে বুঝতে পারবেন ঘরটির অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছেন।

11.  তেলেনেপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোথায় দাঁড়াতেই হবে?

উত্তর:- তেলেনাপোতা যাবার সময় বড়ো রাস্তা থেকে নেমে কোনো এক জলার কাছে দাঁড়াতে হবে।

12.  তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- তেলেনাপোতা যাবার আসল উদ্দেশ্য ছিল মাছ ধরা।

13.  মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

উত্তর:- মাত্র তিরিশ মাইল।

14.  তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে কতক্ষণ পর বাস থেকে নামতে হবে?

উত্তর:- ২ ঘন্টা।

15. তেলেনাপোতা আবিষ্কারের জন্যে কয়জন সঙ্গী থাকার দরকার?

উত্তর:- দু’জন।

16. গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়?

উত্তর:- বামনের দেশ।

17. গরুর গাড়ির গাড়োয়ান কী বাজাচ্ছিল?

উত্তর:- ক্যানেস্তারা বা টিনের পাত্র।

18. ঘরে থাকার ব্যবস্থার পর গাড়োয়ান কী কী দিয়ে যাবে?

উত্তর:- একটি ভাঙা লণ্ঠন এবং এক এক কলশি জল।

19. আপনার বন্ধু দুটি কেমন হবে?

উত্তর:- একজন পানরসিক এবং আরেকজন নিদ্রাবিলাসী।

20. কিসের ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন?

উত্তর:- ঘুঘুর ডাকে।

21. যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের ঠিক করেছিল?

উত্তর:- নিরঞ্জনের সঙ্গে।

22. কলকাতায় ফিরে তেলেনাপোতার স্মৃতিকে কী মনে হবে?

উত্তর:- অবাস্তব কুয়াশার কল্পনা।

23. গাড়োয়ান ক্যানেস্তারা বাজাচ্ছিল কেন?

উত্তর:- চিতাবাঘ তাড়ানোর জন্যে।

24. পানরসিক বন্ধুটির নাম কী?

উত্তর:- মণি।

25. গল্পে অন্ধ চরিত্রটি কে?

উত্তর:- যামিনীর মা।

26. তেলেনাপোতা যাবার উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- মাছ ধরা।

27. তেলেনাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল কেন?

উত্তর:- ম্যালেরিয়ায়।

28. ম্যালেরিয়া জ্বরের প্রকোপে নায়কের কত জ্বর হয়েছিল?

উত্তর:- ১০৫ ডিগ্রি।

29. পুকুরের ওপারে কোন পাখি দাঁড়িয়েছিল?

উত্তর:- মাছরাঙা।

30. কথকের চমক ভেঙেছিল কীসে?

উত্তর:- জলের শব্দে।

31. নিরঞ্জনের সঙ্গে যামিনীর শেষ দেখা হয়েছিল কবে?

উত্তর:- চার বছর আগে।

32. কথক যামিনীর বাড়িতে কী রেখে গিয়েছিল?

উত্তর:- ছিপ।

33. কথক ও তাঁর সঙ্গীরা কোন কোন গাড়িতে করে তেলেনাপোতায় পৌঁছেছিল?

উত্তর:- বাস এবং গরুর গাড়ি করে।

34. এই গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে?

উত্তর:- কুম্ভকর্ণ।

35. যামিনীর মা তেলেনাপোতায় নিজেদের বাসস্থানকে কী বলেছিল?

উত্তর:- প্রেতপুরী।

36. তেলেনাপোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে?

উত্তর:- বিকেলবেলায়।

37. না মাসিমা পালাব না’—বক্তা কে?

উত্তর:- গল্প কথক।

38. নিরঞ্জনের সঙ্গে যামিনীর মায়ের সম্পর্ক কী?

উত্তর:- মাসি . বোনপো [দূর সম্পর্কের]।

39. তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে?

উত্তর:- ২ দিন।

40.  তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের কথা বলা হয়েছে?

উত্তর:- ভাদ্র মাস।

41. ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যবে না…

উত্তর:- পরস্পরের মুখ।

42.  গোরুর গাড়িতে যাওয়ার সময় কথক আকাশে যা দেখবেন. .

উত্তর:- কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ।

43. নিরঞ্জন কে ছিল?

উত্তর:- যামিনীর মায়ের দূর সম্পর্কের এক বোনপো ছিল নিরঞ্জন।

44.  আমি জানতুম তুই না এসে পারবি না – কে কাকে বলেছে?

উত্তর:- যামিনীর মা গল্প কথককে নিরঞ্জন মনে এই কথাগুলো বলেছে।

45. প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না – কাদের, কোন প্রতীক্ষা ব্যর্থ হবে না?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কার নামক গল্পে লেখক ও  তার বন্ধুদের প্রতীক্ষা ব্যর্থ হবে  না।

কারন একটু পরেই তারা আবছা অন্ধকারে ধীর গতিতে একটি ক্ষীণ আলো প্রজ্বলিত সহ গরুর গাড়িকে এগিয়ে আসতে দেখবে।

46. গোরুর গাড়িটি দেখে কথকের কি মনে হয়েছিল?

উত্তর:- গোরু এবং গোরুর গাড়িটিকে দেখে গল্পকথক এবং তার সঙ্গীদের মনে হয়েছিল পাতালের কোনো বামনের দেশ থেকে  গাড়িটি এসেছিল।

47. মশারা কীভাবে নবাগতদের অভিনন্দন জানাবে বলে কথক মনে করেন?

উত্তর:- ভাঙা লন্ঠনের চিমনির আলো ক্রমে ক্রমে নিভে আসলে মশার দল ভিড় করে আসে এবং অতিথিদের অভিনন্দন জানানোর জন্য ক্রমাগত হুল ফুটিয়ে চলে।

48. . “গাড়ির গাড়োয়ান থেকে থেকে একটি ক্যানেস্তারা বাজাচ্ছে“. গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন  বানাচ্ছিল?

উত্তর:-  “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পে প্রেমেন্দ্র মিত্র লেখেন গাড়ির গাড়োয়ান থেকে থেকে  একটি ক্যানেস্তারা বাজাচ্ছে ।এর কারণ গাড়োয়ান চিতাবাঘ  তাড়াতে চেয়েছিলেন।

49. জামিনির মা কার সঙ্গে জামিনের বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন?

উত্তর:-. “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের নায়িকা জামিনির বিয়ে ঠিক করেছিলেন তার মা দুরসম্পর্কের বোনপো নিরঞ্জনের সঙ্গে ।

50. যেমন গাড়িটি তেমনি গরুগুলি“. গরুর গাড়ি দেখে গল্পকথকের কী মনে হয়েছিল ?

উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের কথক তেলেনাপোতায় যাওয়ার জন্য প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে গরুর গাড়িটিকে দেখেছিলেন, তা দেখে তার মনে হয়েছিলো পাতালের কোনো বামন দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংস্করণ বেরিয়ে এসেছে।

51. তেলেনাপোতা আবিষ্কার“. গল্পের নিরঞ্জন বৃদ্ধাকে কী প্রতিশ্রুতি দিয়েছিল ?

উত্তর:- যে সে বিদেশ থেকে ফিরে এসে যামিনীকে বিয়ে করবে। সেই আশায় বৃদ্ধা নিজের কঙ্কালসার শরীরে প্রাণ ধরে রেখেছে।

52. যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা“. কে কাকে একথা বলেছিলেন?

উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের জামিনির মা গল্পকথক কে একথা বলেছেন। এ বক্তব্যের মধ্যে জামিনির মায়ের গভীর আত্মবিশ্বাস ছিল।

53. ছাদে গিয়ে দেখবেন“. ছাদে কী দেখা যাবে?

উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের কথক ছাদে দেখেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধুলিস্যাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের শিকড়। ধ্বংসের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে ।

54. তেলেনাপোতায় গল্পকথক আর ফিরে যাননি কেন?

উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের গল্পকথক শেষপর্যন্ত ফিরে যাননি ।কারণ তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ।যামিনী তার কাছে অবাস্তব কুয়াশার কল্পনামাত্র হয়ে ওঠে ।

55. জামিনির মা কেন অস্থির হয়ে উঠেছিলেন?

 উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পের জামিনির মা মণির আসার কথা শুনে অস্থির হয়ে উঠেছিলেন। তার বিশ্বাস ছিল এবার বুঝি নিরঞ্জন তার সঙ্গে এসেছে।

56. ফিরে আসবো ফিরে আসব“. এই অনুভূতি কার মনে জেগেছিল ?

উত্তর:- “তেলেনাপোতা আবিষ্কার”. গল্পে উদ্ধৃত অনুভূতিটি গল্পকথকের মনে জেগেছিল। যখন তিনি গাড়িতে করে কলকাতায় ফিরে যান।

57. গল্পকথকের মাছ ধরার সময় কোন ঘটনা ঘটেছিল?

 উত্তর:-  কথকের মাছ ধরার সময় মাছরাঙ্গা পাখি মাছ শিকার করার জন্য জলে ঝাঁপ দিয়ে ছিল। একটি সাপ সাঁতরে অন্য পাড়ে গিয়ে উঠেছিল। দুটি ফড়িং পাল্লা দিয়ে ফাতনার উপর বসেছিল।

58. তেলেনাপোতা আবিষ্কারগল্পের  কথকের দুজন বন্ধুর স্বভাব কেমন ছিল ?

উত্তর:-  “তেলেনাপোতা আবিষ্কার” . গল্পে কথকের সঙ্গী দুজনের স্বভাব ছিল একজন পারসিক আর একজন কুম্ভকর্ণের ন্যায় নিদ্রা বিলাসী ।

59. ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন ” –কাকে , কী বলতে পারবেন ?

উত্তর:- গল্পের নায়ক চরিত্র তথা গল্পকথক ধরা গলায় যামিনীর মাকে বলতে পারবেন যে তিনি যামিনীকে বিয়ে করার কথা দিচ্ছেন ।

60. নিরঞ্জন যামিনীর বৃদ্ধা মাকে কী কথা দিয়েছিলেন ?

উত্তর:- নিরঞ্জন কথা দিয়েছিলেন যে তিনি যামিনীকে বিয়ে করবেন এবং তাঁর কথার নড়চড় হবে না ।

61. তেলেনাপোতা আবিষ্কারের জন্য কখন কোন বাস আপনাকে ধরতে হবে ?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনাকে বিকেল বেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাস ধরতে হবে ।

62. একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে । ” ছায়ামূর্তির দাঁড়ানোর স্থানটির উল্লেখ করো ।

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের অবস্থান গৃহের ছাদ থেকে সামান্য দূরে সংকীর্ণ রাস্তার ওপারে ভগ্নস্তূপ মনে হওয়া বাড়ির একটি জানালায় ছায়ামূর্তি এসে দাঁড়াবে ৷

63. তেলেনাপোতা আবিষ্কার ‘ গল্পে যামিনীর মায়ের শেষ কথা কী ?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কার ’ গল্পে যামিনীর মায়ের শেষ কথা— “ যামিনীকে তুই নিবি তো বাবা ! তোর শেষ কথা না পেলে আমি মরেও শাস্তি পাব না । ”

64. যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা । ” বক্তার এই মন্তব্যের কারণ কী ?

উত্তর:- মরণোন্মুখ অন্ধ বৃদ্ধা বোঝে যামিনী সব জ্বালা – যন্ত্রণা অসহায়তা সহ্য করেও যেভাবে তার মায়ের সেবা করছে তা সর্বগুণান্বিতা সহনশীল মেয়ের পক্ষেই সম্ভব । জীবনের বাস্তবতায় যামিনীর বৈশিষ্ট্য অনুধাবন করেই বৃদ্ধা এই মন্তব্য করেছে ।

65. ছাদে গিয়ে দেখবেন , ” – ছাদে কী দেখা যাবে ?

উত্তর:- ছাদে দেখা যাবে বেশিরভাগ স্থানের আলিসা ভেঙে ধূলিসাৎ । ফাটলে অরণ্য পঞ্চম বাহিনী শিকড় ঢুকিয়ে অট্টালিকা ধ্বংসের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে ।

66. নায়কের কাছে ঘাটের ঘটনাটা অবাস্তব মনে হবে কেন ?

উত্তর:- নায়কের কাছে ঘটনাটা অবাস্তব ; কারণ জনহীন ঘুমের দেশে এরূপ মেয়ে থাকতে পারে না ।

67. বসে আছেন কেন ? টান দিন ” —উক্তিটির বক্তা কে ?

উত্তর:- প্রশ্নোধৃত উক্তিটির বস্তা যামিনী ।

68. তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে ” —চমক ভেঙে দেখবেন ?

উত্তর:- জলের শব্দে আপনার চমক ভাঙার পর দেখবেন — জল স্থির হয়ে উঠেছে এবং ছিপের ফাৎনা মৃদুমন্দভাবে দুলছে , সেইসঙ্গে একটি মেয়ে ঘাড় বেঁকিয়ে পিতলের ঘড়ায় জল ভরছে ।

69. তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই ” – কথকের এমন মনে হওয়ার কারণ কী ?

উত্তর:- তেলেনাপোতা থেকে ফিরে এলে সেখানকার বিচিত্র দৃশ্য ঝাপসা স্বপ্ন বলে মনে হবে । বাস্তবে তেলেনাপোতার অস্তিত্ব কোথাও নেই , তা মনের কল্পনা মাত্র । কথকের দৃষ্টিতে তেলেনাপোতা অবাস্তব কল্পনার কুয়াশা ।

70. গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে কী বলেছিল ?

উত্তর:- গাড়োয়ান যাত্রীদের ভয় কাটাতে বলেছিল , চিতাবাঘ ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা বাজিয়েই তাদের দূরে রাখা যায় । “ জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে । ”

71. শব্দের দ্বারা গল্পকার কোন বিষয়কে স্পষ্ট করেছেন ?

উত্তর:- উদ্ধৃতিটিতে থাকা যেমন ‘ শব্দের দ্বারা গল্পকার তেলেনাপোতা আবিষ্কারে যাওয়া অভিযাত্রীদের মনে হওয়া অফুরন্ত রাতের গহ্বরে নিবিড় অনাদি অনস্ত স্তব্ধতায় সব কিছুর নিম অবস্থাকে স্পষ্ট করেছেন ।

72. তেলেনাপোতা আবিষ্কারের জন্যে ক’জন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত ?

উত্তর:- তেলেনাপোতা আবিষ্কারের জন্যে দু’জন বন্ধু ও সঙ্গী থাকা দরকার ।

73. অতিধিদের দেওয়া ঘরটি কেমন ছিল ?

উত্তর:- অতিথিদের ঘরটি ছিল ঝুল , জঞ্জাল , ধুলোয় পরিপূর্ণ এবং সঙ্গে ভ্যাপসা গন্ধ ।

গাড়োয়ান কেন ক্যানেস্তারা বাজাচ্ছিল ? উত্তর গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ তাড়াচ্ছিল ।

74. মাছরাঞ্জ ও ঘুঘু পাখি মৎস্যশিকারিকে কীভাবে প্রভাবিত করবে ?

উত্তর:- সার্থক মাছরাঙা পাখি শিকারের নিজস্ব কৌশলে উল্লসিত হয়ে বিদ্রুপ করবে মৎস্যশিকারিকে আর ঘুঘু তার উদাস করা ডাকে তাকে আনমনা করে তুলবে ।

75.  তেলেনেপোতা আবিষ্কার গল্পটি পেমেন্দ্র মিত্রের কোন গল্প সংকলনের অন্তর্গত?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কার গল্পটি পেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে গল্প সংকলনের অন্তর্গত।

76.  তেলেনেপোতা আবিষ্কারের জন্য কজন সঙ্গি থাকা উচিত?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কারের জন্য  দুজন সঙ্গি থাকা উচিত.

77.  তেলেনেপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের উল্লেখ করা হয়েছে?

উত্তর:- তেলেনেপোতা আবিষ্কারের জন্য গল্পে ভাদ্র মাসের উল্লেখ করা হয়েছে।

78.  পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তর:- পাতলা কাচের মতো পাখার অধিকারী বলে কবি  ফড়িংকে বুঝিয়েছেন।

79.  গল্পে যামিনীর মা নিজেকে কি বলে সন্মোধন করেছেন?

উত্তর:- গল্পে যামিনীর মা নিজেকে ঘাটের মড়া বলে সন্মোধন করেছেন।

80.  তেলেনেপোতা যাওয়ার শেষ বাহন কি ছিল?

উত্তর:- তেলেনেপোতা যাওয়ার শেষ বাহন ছিল গোরুর গাড়ি।

81.  তেলেনেপোতায় কতো বছর আগে ম্যালেরিয়া হয়েছিল?

উত্তর:- এক দেরশো বছর আগে তেলেনেপোতায় ম্যালেরিয়া হয়েছিল।

82.  পাঠ্যাংশে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তর:- পাঠ্যাংশে আপনি বলতে পাঠককে বোঝানো হয়েছে।

83.  কতদিন আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল?

উত্তর:- চার বছর আগে নিরঞ্জন যামিনীদের বাড়িতে এসেছিল।

84.  ক্যানেস্তারা বলতে কি বোঝানো হয়েছে বা বস্তুতি কি?

উত্তর:- ক্যানেস্তারা বলতে  টিনের তৈরি বাদ্য কে বোজানো হয়েছে যা তারা সাধারণত বাঘ তাড়ানোর জন্য ব্যবহার করতো ।

” তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর বাংলা সাজেশন / একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 11 Bengali Suggestion / Class 11 Bengali  Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Bengali Suggestion / Bengali Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Bengali Suggestion FREE PDF Download)

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন উত্তর

(Class 11 Bengali Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Bengali Suggestion / Class 11 Bengali  Question and Answer / Class 11 Bengali  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Bengali  EXiam Guide / Class 11 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন উত্তর

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রClass 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর। তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরতেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র (ষষ্ঠ অধ্যায়)

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির বাংলা তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রClass 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রSAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি বাংলা | Class 11 Bengali 

একাদশ শ্রেণি বাংলা (Class 11 Bengali ) – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন উত্তর | তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণি বাংলাতেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন উত্তর | Class 11 Bengali  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| একাদশ শ্রেণীর বাংলা সহায়ক – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর । Class 11 Bengali  Question and Answer, Suggestion | Class 11 Bengali  Question and Answer Suggestion | Class 11 Bengali  Question and Answer Notes | West Bengal Class 11th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 11th Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরতেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র (ষষ্ঠ অধ্যায়)

একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর | তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র। Class 11 Bengali  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর । তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| Class 11 Bengali  Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলাতেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র| একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 11 Bengali  Question and Answer একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রপ্রশ্ন ও উত্তর Class 11 Bengali  Question and Answer একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Bengali  Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরতেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রMCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Bengali  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Bengali Suggestion Download WBBSE Class 11th Bengali short question suggestion . Class 11 Bengali  Suggestion download Class 11th Question Paper Bengali. WB Class 11 Bengali suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্র একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Bengali  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Bengali Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Bengali Suggestion is provided here. Class 11 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 11 Bengali  Question and Answer with FREE PDF Download Link

তেলেনাপোতা আবিষ্কার [গল্প] প্রেমেন্দ্র মিত্রএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad