দশম শ্রেণীর বাংলা : পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর বাংলা : পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer : পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল –

(ক) বাস স্টেশনে

(খ) রেল স্টেশনে

(গ) জাহাজ ঘাটে

(ঘ) রাস্তায়।

উত্তর – (খ) রেল স্টেশনে

2. ‘দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।বক্তা হলেন

(ক) অপূর্ব।

(খ) গিরীশ মহাপাত্র

(গ) নিমাই বাবু।

(ঘ) জগদীশ বাবু। |

উত্তর – (খ) গিরীশ মহাপাত্র

3. পুলিশস্টেশনে মােটমাট নিয়ে বসে থাকা বাঙালীর সংখ্যা হল –

(ক) পাঁচ জন।

(খ) চার জন।

(গ) ছয় জন।

(ঘ) সাত জন

উত্তর – (গ) ছয় জন।

4. পুলিশস্টেশনে যারা মোটঘাট নিয়ে বসেছিল , তারা জাতিতে ছিল –

(A) বমি

(B) বাঙালি

(C) ইংরেজ

(D) হিন্দিভাষী

Ans: (B) বাঙালি

5. পুলিশস্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা হল—

(A) আট জন

(B) ছ জন

(C) পাঁচ জন

(D) সাত জন

Ans: (B) ছ জন

6. জগদীশবাবু পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তা হল –

(A) টিনের তোরঙ্গ

(B) ছোটো – বড়ো পুঁটলি

(C) টিনের তোরঙ্গ ও বিছানাপত্র

(D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি

Ans: (D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি

7. যে – লোকটির প্রতি পুলিশের অত্যন্ত সন্দেহ ছিল , তাকে আটকে রাখা হয়েছে—

(A) একটি ঘরে

(B) গারদে

(C) খাঁচায়

(D) দড়ির বাঁধনে

Ans: (A) একটি ঘরে

8. জগদীশবাবু পেশায় ছিলেন –

(A) তেলের কারখানার মিস্ত্রি

(B) পুলিশ

(C) ডাক্তার

(D) পিয়াদা

Ans: (B) পুলিশ

9. পুলিশ যাঁর খোঁজে তল্লাশি করছিল , তিনি ছিলেন একজন—

(A) রাজদ্রোহী

(B) দেশদ্রোহী

(C) খুনি জন

(D) অপরাধী

Ans: (A) রাজদ্রোহী

10. পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত –

(A) বর্মা অয়েল কোম্পানিতে

(B) বর্মা পুলিশে

(C) ভামো শহরে

(D) ম্যানডালে

Ans: (A) বর্মা অয়েল কোম্পানিতে

11. বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল –

(A) উত্তর ব্রহ্মদেশে

(B) মিক্‌থিলায়

(C) ভামো শহরে

(D) রেঙ্গুনে

Ans: (A) উত্তর ব্রহ্মদেশে

12. পোলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল –

(A) গিরীশ মহাপাত্র

(B) নিমাইবাবু

(C) সব্যসাচী মল্লিক

(D) রামদাস তলওয়ারকর

Ans: (C) সব্যসাচী মল্লিক

13. গিরীশ মহাপাত্রের বয়স হল –

(A) পঞ্চাশ – বাহান্ন বছর

(B) কুড়ি – পঁচিশ বছর

(C) ত্রিশ – বত্রিশ বছর

(D) ষাট – সত্তর বছর

Ans: (C) ত্রিশ – বত্রিশ বছর

14. পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালীরা কাজ করত –

(ক) ভামাে শহরে

(খ) ম্যানডালে

(গ) বর্মা ওয়েল কোম্পানীতে

(ঘ) রেঙ্গুনে

উত্তর – (গ) বর্মা ওয়েল কোম্পানীতে

15. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন –

(ক) শিক্ষক

(খ) উকিল

(গ) পুলিশ।

(ঘ) ডাক্তার

উত্তর – (ঘ) ডাক্তার

16. বড়াে সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন –

(ক) রেগুনে

(খ) দিল্লিতে

(গ) ভামােতে

(ঘ) ম্যানডালে

উত্তর – (গ) ভামােতে

17. ‘বুড়াে মানুষের কথাটা শুনাে – বুড়াে মানুষটি হলেন

(ক) গিরিশ মহাপাত্র

(খ) নিমাই বাবু

(গ) জগদীশ বাবু।

(ন) ভগদীশ বাব

(ঘ) অপূর্ব।

উত্তর – (খ) নিমাই বাবু

18. ব্রিটিশ সরকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস টি বাজেয়াপ্ত করে, সেটি হল –

(ক) শ্রীকান্ত

(খ) পথের দাবী

(গ) চরিত্রহীন

(ঘ) গৃহদাহ

উত্তর : (খ) পথের দাবী

19. তেলের খনির কারখানার শ্রমিকরা চাকরির উদ্দেশ্যে কোথায় গিয়েছিল?

(ক) রেঙ্গুন

(খ) ডিগবয়

(গ) আমেদাবাদ

(ঘ) মায়ানমার

উত্তর: (ক) রেঙ্গুন

20. পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কে হাজির করা হয় –

(ক) পুলিশ অফিসারের সামনে

(খ) নিমাই বাবুর সামনে

(গ) অপূর্বর সামনে

(ঘ) জগদীশবাবুর সামনে

উত্তর: (খ) নিমাইবাবুর সামনে

21. মুগ্ধ হয়ে গিরীশ মহাপাত্রের দৃষ্টির দিকে তাকিয়ে ছিল –

(ক) অপূর্ব

(খ) পুলিশ অফিসার

(গ) নিমাইবাবু

(ঘ) জগদীশবাবু

উত্তর: (ক) অপূর্ব

22. “… বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনা বজায় আছে তা স্বীকার করতে হবে।” – কথাটি বলেছে –

(ক) নিমাই বাবু

(খ) জগদীশবাবু

(গ) অপূর্ব

(ঘ) রামদাস

উত্তর: (ক) নিমাই বাবু

23. “কাকাবাবু, এই লোকটিকে আপনি কোন কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন…” -অপূর্ব কাকে ‘কাকাবাবু’ বলে সম্বোধন করেছেন?

(ক) রামদাসকে

(খ) জগদীশবাবুকে

(গ) নিমাইবাবুকে

(ঘ) তেত্তয়ারিকে

উত্তর: (গ) নিমাইবাবুকে

24. “আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন।” – বক্তা হলেন –

(ক) অপূর্ব

(খ) পুলিশ অফিসার

(গ) নিমাইবাবু

(ঘ) জগদীশবাবু

উত্তর: (ক) অপূর্ব

25. “পথে কুড়িয়ে পেলাম…” – বক্তা পথে কি কুড়িয়ে পেয়েছিলেন?

(ক) দেশলাই বাক্স

(খ) জ্যামিতি বক্স

(গ) দুইশো টাকা

(ঘ) গাঁজার কলকে

উত্তর (ঘ) গাঁজার কলকে

26. “বুড়ো মানুষের কথাটা শুনো।” – ‘বুড়ো মানুষ’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) জগদীশবাবুকে

(খ) নিমাইবাবুকে

(গ) রামদাসকে

(ঘ) গিরিশ মহাপাত্রকে

উত্তর (খ) নিমাইবাবুকে

27. “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” – উক্তিটির বক্তা হলেন –

(ক) গিরিশ মহাপাত্র

(খ) নিমাইবাবু

(গ) অপূর্ব

(ঘ) জগদীশবাবু

উত্তর (ঘ) জগদীশবাবু

28. “আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র।” – কথাটি কে বলেছেন?

(ক) জগদীশবাবু

(খ) নিমাইবাবু

(গ) পুলিশ অফিসার

(ঘ) অপূর্ব

উত্তর (খ) নিমাইবাবু

29. “কিন্তু এই জানোয়ারটাকে ওয়াজ করবার দরকার নেই বড়বাবু।” – কথাটি কে বলেছেন?

(ক) গিরিশ মহাপাত্র

(খ) অপূর্ব

(গ) রামদাস

(ঘ) জগদীশবাবু

উত্তর (ঘ) জগদীশবাবু

30. “কোন এক অদৃশ্য অপরিজ্ঞতা রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল।” – এখানে রাজদ্রোহী কে?

(ক) সব্যসাচী মল্লিক

(খ) গিরিশ মল্লিক

(গ) গিরিশ মহাপাত্র

(ঘ) সব্যসাচী দেব

উত্তর (ক) সব্যসাচী মল্লিক

31. “তাহার পোশাক-পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হল।” – এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন –

(ক) একজন বিপ্লবী

(খ) জেল ফেরত আসামি

(গ) গিরিশ মহাপাত্র

(ঘ) জেল পলাতক বিপ্লবী

উত্তর (গ) গিরিশ মহাপাত্র

32. “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।” – এঁর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে?

(ক) রামদাসকে

(খ) নিমাইবাবুকে

(গ) জগদীশবাবুকে

(ঘ) সব্যসাচী মল্লিককে

উত্তর : (খ) নিমাইবাবুকে

33. “বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল” – এখানে কার কথা বলা হয়েছে?

(ক) জৈনিক দেশ প্রেমিক

(খ) তলওয়ারকর

(গ) অপূর্ব

(ঘ) রামদাস

উত্তর : (গ) অপূর্ব

34. “কার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না” – এখানে কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে?

(ক) ফিরিঙ্গি ছেলেদের অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া

(খ) ট্রেনে অপূর্ব প্রতি পুলিসের অত্যাচার

(গ) বিপ্লবীদের ওপর পুলিশের অত্যাচার

(ঘ) ঘরে চুরি যাওয়ার কথা সাহেবের লাঞ্ছনা

উত্তর : (ক) ফিরিঙ্গি ছেলেদের অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া

35. “আমার অবর্তমানে সমস্ত বাড়ি তো তোমার” – কথাটি বলেছেন –

(ক) হেড কেরানি

(খ) ছোট সাহেব

(গ) মালিক

(ঘ) বড় সাহেব

উত্তর (ঘ) বড় সাহেব

36. “বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্তর-টাস্তর সবই কিছু কিছু শিখে ছিলাম” – উক্তিটির বক্তা হলেন –

(ক) গিরিশ মহাপাত্র

(খ) অপূর্ব

(গ) নিমাইবাবু

(ঘ) রামদাস

উত্তর : (ক) গিরিশ মহাপাত্র

37. “সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিলো।” – এখানে বন্ধুটি কে?

(ক) জগদীশবাবু

(খ) অপূর্ব

(গ) গিরিশ মহাপাত্র

(ঘ) নিমাইবাবু

উত্তর : (খ) অপূর্ব

38. “ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারে” – কথাটি কে বলেছেন?

(ক) গিরিশ মহাপাত্র

(খ) বমা সাব-ইন্সপেক্টর

(গ) এক পুলিশ

(ঘ) অপূর্ব

উত্তর : (খ) বমা সাব-ইন্সপেক্টর

39. এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর । কার্যকুশলা মেয়েটি হল –

(A) তলওয়ারকরের স্ত্রী

(B) অপূর্বর স্ত্রী

(C) উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়েটি

(D) অপূর্বর বোন

Ans: (C) উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়েটি

40. তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল , তার নাম –

(A) ফয়া

(B) শোএবো

(C) মিথিলা

(D) এনাভাং

Ans: (A) ফয়া

41. সব্যসাচী মল্লিক পেশায় ছিল—

(A) ডাক্তার

(B) পুলিশ

(C) কেরানি

(D) শিক্ষক

Ans: (D) ডাক্তার

42. গিরীশ মহাপাত্রের জামার রং ছিল –

(A) গেরুয়া

(B) রামধনু

(C) সাদা

(D) নীল

Ans: (B) রামধনু

43. অথচ , গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে ।’— ‘ বুনো হাঁসের পিছনে ছুটোছুটি বলতে বোঝানো হয়েছে –

(A) শিকার করা

(B) অসম্ভব কল্পনা করা

(C) শারীরিক কারণে দৌড়োনো

(D) অপ্রাপ্য বস্তুর চাহিদা

Ans: (D) অপ্রাপ্য বস্তুর চাহিদা

44. ‘ এমনি তাদের অভ্যাস হয়ে গেছে । যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে , তা হল –

(A) সময়মতো খাওয়া

(B) পুলিশের মার খাওয়া

(C) অপমানিত হওয়া

(D) বিশৃঙ্খলা

Ans: (C) অপমানিত হওয়া

45. বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন—

(A) ভামো – তে

(B) ম্যানডালে

(C) উত্তর ব্রহ্মদেশে

(D) রেঙ্গুনে

Ans: (A) ভামো – তে

46. অপূর্ব ও তলওয়ারকরের সঙ্গে ভামো – তে যারা গিয়েছিল , তারা হল –

(A) আরদালি ও পেয়াদা

(B) তেওয়ারি ও পেয়াদা

(C) তেওয়ারি ও আরদালি

(D) পেয়াদা ও বড়োসাহেব

Ans: (B) তেওয়ারি ও পেয়াদা

47. যে – দেশটিকে ম্লেচ্ছদেশ বলা হয়েছে , সেটি হল –

(A) ভারতবর্ষ বর্মা

(B) পাকিস্তান

(C) ইংল্যান্ড 

(D) বর্মা

Ans: (D) বর্মা

48. ‘ তোমার চিন্তা নেই ঠাকুর ।’— ‘ ঠাকুর ‘ বলতে যাকে বোঝানো হয়েছে , তার নাম –

(A) তেওয়ারি

(B) তলওয়ারকর

(C) নিমাইবাবু

(D) গিরীশ মহাপাত্র

Ans: (A) তেওয়ারি

49. ‘ আশ্চয্যি নেহি হ্যায় বাবুসাহেব ।’— ‘ বাবুসাহেব টি হলেন –

(A) সব্যসাচী মল্লিক

(B) অপূর্ব

(C) বড়োবাবু

(D) তলওয়ারকর

Ans: (D) তলওয়ারকর

50. ‘ পথের দাবী ’ কাহিনিটি যে – উপন্যাসের অংশ বিশেষ , তা হল –

(A) অরক্ষণীয়া

(B) পথের দাবী

(C) সব্যসাচী

(D) পল্লীসমাজ

Ans: (B) পথের দাবী

51. ‘ কাকাবাবু , এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন …’- এক্ষেত্রে অপূর্বর ‘ কাকাবাবু ’ কে ?

(A) জগদীশবাবু

(B) গিরিশ মহাপাত্র

(C) নিমাইবাবু

(D) রামদাস তলওয়ারকর

Ans: (C) নিমাইবাবু

52. ‘ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে !’ —‘ বুনোহাঁস ‘ বলতে কী বোঝানো হয়েছে ?

(A) জংলি হাঁসদের

(B) চোর – ডাকাতদের

(C) বিদ্রোহীদের

(D) ইংরেজ কর্মচারীদের

Ans: (B) চোর – ডাকাতদের

53. কোথা থেকে গিরীশের দুই বন্ধুর আসার কথা ছিল ?

(A) বর্মা থেকে

(B) ভামো থেকে

(C) রেঙ্গুন থেকে

(D) এনাঞ্ঝাং থেকে

Ans: (D) এনাঞ্ঝাং থেকে

54. তুমি তো ইউরোপিয়ান নও ! ‘ — কথাটি অপূর্বকে কে বলেছিলেন ?

(A) রেঙ্গুনের সাব – ইনস্পেক্টর

(B) বর্মা সাব – ইনস্পেক্টর

(C) বড়োসাহেব

(D) বর্মার জেলাশাসক

Ans: (C) বড়োসাহেব

55. “ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ?

(A) পুলিশ – স্টেশনে

(B) রেলস্টেশনে

(C) জাহাজঘাটায়

(D) বিমানবন্দরে

Ans: (B) রেলস্টেশনে

56. পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল –

(ক) সব্যসাচী মল্লিক |

(খ) জগদীশ বাবু

(গ) গিরিশ মহাপাত্র

(ঘ) নিমাই বাবু ।

উত্তর – (ক) সব্যসাচী মল্লিক |

57. গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল –

(ক) নারকেল তেলের

(খ) সুগন্ধি তেলের

(গ) নেবুর তেলের

(ঘ) সরিষার তেলের

উত্তর – (গ) নেবুর তেলের

58. গিরীশ মহাপাত্রের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল –

(A) তার কথা বলার কায়দা

(B) তার উজ্জ্বল চোখ

(C) তার হাসি

(D) তার ফরসা রং

Ans: (B) তার উজ্জ্বল চোখ

59. গিরীশ মহাপাত্রের চোখ দুটি ছিল –

(A) ধূর্ততায় ভরা

(B) উদাস ও স্নিগ্ধ

(C) নিষ্প্রভ ও বিষণ্ণ

(D) গভীর জলাশয়ের মতো

Ans: (D) গভীর জলাশয়ের মতো

60. গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল—

(A) পরিপাটি ও সাফসুতরো

(B) নোংরা ও বিরক্তিকর

(C) সাদাসিধে

(D) অদ্ভুত ও হাস্যকর

Ans: (D) অদ্ভুত ও হাস্যকর

61. গিরীশ মহাপাত্রের চুলে যে – গন্ধ ছিল , তার কারণ ছিল—

(A) গঞ্জিকা

(B) প্রসাধনী

(C) বহুদিন স্নান না করা

(D) নেবুর তেল

Ans: (D) নেবুর তেল

62. গিরীশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল –

(A) দুটি টাকা ও গণ্ ডা – ছয়েক পয়সা

(B) দুটি টাকা ও গণ্ডা – চারেক পয়সা

(C) এটি একটি টাকা ও গণ্ডা – ছয়েক পয়সা

(D) একটি টাকা ও গণ্ডা – চারেক পয়সা

Ans: (C) এটি একটি টাকা ও গণ্ডা – ছয়েক পয়সা

63. ‘ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ।’— বস্তুা হলেন –

(A) নিমাইবাবু

(B) জগদীশবাবু

(C) অপূর্ব

(D) গিরীশ মহাপাত্র

Ans: (A) নিমাইবাবু

64. ‘ বুড়োমানুষের কথাটা শুনো ।’- ‘ বুড়ো মানুষটি হলেন –

(A) জগদীশবাবু

(B) অপূর্ব

(C) গিরীশ মহাপাত্র

(D) নিমাইবাবু

Ans: (C) গিরীশ মহাপাত্র

65. মহাপাত্রের সঙ্গে তার যেসব মালপত্র ছিল , তা হল –

(A) ভাঙা টিনের তোরা ও চাটাই জড়ানো ময়লা বিছানা

(B) ভাঙা টিনের তোরা ও ছোটো – বড়ো পুঁটলি

(C) টিনের তোরা ও একটি কাপড়ের ব্যাগ

(D) একটি কাপড়ের ব্যাগ ও চাটাই জড়ানো ময়লা বিছানা

Ans: (A) ভাঙা টিনের তোরা ও চাটাই জড়ানো ময়লা বিছানা

66. অপূর্বর অন্যমনস্কতা যে লক্ষ করেছিল , সে হল –

(A) গিরীশ মহাপাত্র

(B) রামদাস তলওয়ারকর

(C) তেওয়ারি

(D) নিমাইবাবু

Ans: (B) রামদাস তলওয়ারকর

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

1. ‘ তা ছাড়া এত বড়ো বন্ধু।— ‘ বন্ধু ’ বলতে কার কথা বলা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে ‘ বন্ধু ‘ বলতে অপূর্বের ঘরের উপরের তলায় বসবাসকারিণী ক্রিশ্চান মহিলার কথা বলা হয়েছে । তিনি অপূর্বর টাকাপয়সা ছাড়া বাকি জিনিস চোরের হাত থেকে রক্ষা করেছিলেন ।

2. ইত্যবসরে এই ব্যাপার । কোন ব্যাপারের কথা বলা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশে অপূর্বর সহকর্মী তেওয়ারি , বর্মা নাচ দেখতে ফয়ায় যাওয়ার অবসরে তাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল । এই ব্যাপারের কথাই এখানে বলা হয়েছে ।

3. ‘ তিনি আমার আত্মীয় , আমার পিতার বন্ধু।— ‘ তিনি ‘ প্রশ্ন বলতে যাঁর কথা বলা হয়েছে , তাঁর পরিচয় দাও ।

Ans: উদ্ধৃতাংশে ‘ তিনি ‘ বলতে থানার বড়োবাবু নিমাইবাবুকে বোঝানো হয়েছে । তিনি অপূর্বর বাবার বন্ধু তাই তার পিতৃস্থানীয় । নিমাইবাবুর চাকরির পিছনে অপূর্বর বাবার অবদান ছিল ।

4. ‘ তিনি ঢের বেশি আমার আপনার।- কোন্ প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে ?

Ans: এক্ষেত্রে ‘ তিনি ‘ হলেন বিপ্লবী সব্যসাচী মল্লিক । ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয়স্থানীয় হলেও দেশপ্রেমিক সব্যসাচীকে দেশভক্ত অপূর্বর বেশি আপন বলে মনে হয়েছে ।

5. ‘ বাবুজি , এসব কথা বলার দুঃখ আছে।— কোন্ সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে ?

Ans: উদ্ধৃতিটির বক্তা অপূর্বর সহকর্মী তলওয়ারকার । দুঃখ ঘটার মতো কথাগুলি হল ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয় হলেও স্বাধীনতাযুদ্ধে আত্মনিয়োগকারী সব্যসাচীই তার বেশি আপন ।

6. ‘ কই এ ঘটনা তো আমাকে বলেননি / — কোন্‌ ঘটনা ?

Ans: ‘ ঘটনাটি ’ হল ‘ পথের দাবী ‘ – র কেন্দ্রীয় চরিত্র অপূর্বর বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া । এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভাগ্যে জুটেছিল একরাশ লাঞ্ছনা ।

7. ‘ মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।— কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা ?

Ans: অপূর্ব বিনাদোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যেসবশত এর কোনো প্রতিবাদ করেনি । এই কথা মনে করেই অপূর্বর এই মনোকষ্ট ।

8. ‘ আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আস / —কী দেখে আসার কথা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে অপূর্বর বড়োবাবু তাদের ভামো , ম্যান্ডালে , শোএবো , মিথিলা এবং প্রোমে – এর অফিসগুলির বিশৃঙ্খলা ও গোলযোগের কথা বলেছেন । সেগুলি অপূর্বকে দেখে আসার কথা বলেছেন ।

9. ‘ এই সেই গিরীশ মহাপাত্র / — ‘ এই সেই ‘ বলার কারণ কী ?

Ans: অপূর্ব গিরীশ মহাপাত্রকে দু – বার দেখেছিল । প্রথমবার থানায় আর দ্বিতীয়বার রেলওয়ে স্টেশনে । অপূর্বর বর্ণনা অনুযায়ী রামদাস সহজেই তাকে চিনে নেয় ও এমন মন্তব্য করে ।

10. কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে , কার ,, কোন ভুল হয়েছিল ?

Ans: অপূর্বকে প্রথমবার পুলিশ থানায় দেখে গিরীশ মহাপাত্র তাকে পুলিশের লোক ভাবে । দ্বিতীয়বার রেলস্টেশনে তাদের দেখা হলে , অপূর্ব তার ভুল ভাঙাবার জন্য তাকে এই কথা বলে ।

11. কিন্তু এই হাসিতে তলওয়ারকর যোগ দিল না । তলওয়ারকর হাসিতে যোগ দিল না কেন ?

Ans: রেলস্টেশনে গিরীশ মহাপাত্রকে এক ঝলক দেখেই তলওয়ারকর তাকে পুলিশের সন্দেহভাজন বিপ্লবী সব্যসাচী মল্লিক বলে সন্দেহ করেছিল । তাই অপূর্বর হাসির কথায় সে যোগ দিতে পারেনি ।

12. ‘ ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ।’— ‘ ভ্রম’টি বলা হয়েছে ?

Ans: ভামো যাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণির টিকিট থাকায় অপূর্ব রাত্রের ঘুমটা ভালোই হবে ভাবলেও পুলিশি তদন্ত ও ভারতীয় বলে তাকে অসম্মানিত হতে হয় । তার ধারণা ‘ ভ্রমে ‘ পরিণত হয় ।

13. গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে গিরীশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি আর তার বুকপকেট থেকে একটি বাঘ – আঁকা রুমালের কিছুটা দেখা যাচ্ছিল । তবে কাঁধে উত্তরীয়ের কোনো বালাই ছিল না ।

14. খানাতল্লাশির পর গিরীশ মহাপাত্রের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছিল ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে খানাতল্লাশির পর গিরীশ মহাপাত্রের কাছ থেকে একটি টাকা , গণ্ডা – ছয়েক পয়সা , একটি লোহার কম্পাস , মাপ করার কাঠের ফুটরুল , কয়েকটি বিড়ি , একটি দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল ।

15. ‘ অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকেই চাহিয়া ছিল— মুগ্ধ অপূর্ব কোন্ দিকে চেয়েছিল ?

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে অপূর্ব মুগ্ধ হয়ে গিরীশ মহাপাত্রের অদ্ভুত দুটি চোখের দিকে চেয়েছিল।

16. সে যে বর্মায় এসেছে এ খবর সত্য- ‘ সে ‘ বলতে কার কথা বলা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ থেকে উদ্ধৃত উদ্ভিটির বন্ধা বর্মা পুলিশের বড়োকর্তা নিমাইবাবু । তিনি এখানে ‘ সে ‘ বলতে রাজবিদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলেছেন ।

17. থানায় আটক করা হ – জন বাঙালি রেঙ্গুনে এসেছিল কেন ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে থানায় আটক করা হ – জন বাঙালির প্রত্যেকেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানার মিস্ত্রি । কিন্তু জল – হাওয়া সহ্য না হওয়ায় তারা অন্য কাজের খোঁজে রেঙ্গুনে চলে এসেছিল ।

18. ‘ পরকে সেজে দি , নিজে খাইনে কখন এমন উক্তি করা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে খানাতল্লাশির সময় গিরীশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া যায় । গিরীশ জানায় যে , সে বন্ধুবান্ধবদের গাঁজা দিলেও নিজে খায় না । তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্নোত উক্তিটি করেছিলেন ।

19. ‘ জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন— জগদীশবাবুর চটে ওঠার কারণ কী ছিল ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ গিরীশ মহাপাত্রের আচার – আচরণে বিদ্যমান থাকা সত্ত্বেও সে গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছিল । এ জন্যেই জগদীশবাবু চটে গিয়েছিলেন ।

20. কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে কোন্ প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে বর্মা পুলিশের বড়োকর্তা নিমাইবাবু পুলিশের চোখে সন্দেহভাজন হিসেবে ধৃত গিরীশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পরিপাট্য দেখে ; সহাস্যে অপূর্বর দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছিলেন ।

21. ‘ তবে এ বস্তুটি পকেটে কেন ? ‘ — কোন্ বস্তুটি পকেটে ছিল ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে গিরীশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কলকের কথা নিমাইবাবু বলেছেন ।

22. ‘ আজ থেকে মাথায় তুলে নিলাম’— বস্তুা কী মাথায়  তুলে নিয়েছেন ?

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশ অনুসারে অপূর্বর মতে শতসহস্র পরাধীন দেশবাসীকে অবর্ণনীয় অপমান – অত্যাচারের হাত থেকে যে দেশপ্রেমিক বিপ্লবীরা উদ্ধার করতে চায় , তাঁদের সে অন্তরের আপন বলেই মনে করে । তাঁদের আপনার বলে মনে করায় যে দুঃখই থাক তা অপূর্ব সহ্য করতে প্রস্তুত । এ দায়িত্বই সে মাথায় তুলে নিয়েছে ।

23. টিফিনের সময় কারা একসঙ্গে জলযোগ করত?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচয়িা বনদাস ও পূর্ণ টিফিনের সময় একসঙে লযোগ করত।

24.  “ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল …।”—অপূর্ব কী বলেছিল?

উত্তরঃ সন্দেহভাজন গিরীশ মহাপাত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে অপূর্ব বলেছিল—লোকটিকে নিমাইবাবু কোনো কথা জিজ্ঞেস না-করেই ছেড়ে দিতে পারেন। কারণ যাকে খোঁজা হচ্ছে সে যে এই ব্যক্তি নন, তার জামিন সে হতে পারে।

25. “সম্মুখে হাজির করা হইল।”—কাকে, কার সামনে হাজির করা হয়?

উত্তরঃ ‘পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবুর সামনে হাজির করা হয়।

26. “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল।”—এখানে কার কথা বলা হয়েছে?

উত্তরঃ এখানে পোলিটিক্যাল সাসপেক্ট’গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।

27. “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি।”—চোখের দৃষ্টিটি অদ্ভুত কেন?

উত্তরঃ সন্দেহভাজন গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের চোখের পরিচয়। দিতে গিয়ে বলা হয়েছে—চোখের বর্ণনা দেওয়া বৃথা, তা গভীর জলাশয়ের মতো, সেখানে কী যেন একটা আছে, আর সেখানে কোনো খেলা চলবে না। তার অতলে প্রাণশক্তি লুকানো, মৃত্যুও সেখানে প্রবেশ করতে ভয় পায়।

28. “মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না।”—মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না?

উত্তরঃ পোলিটিক্যাল সাসপেক্ট’ গিরীশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের চোখের অতল তলে যেখানে তার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো—সেখানে মৃত্যু প্রবেশ করতে সাহস করে না।

29. রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সনির্বন্ধ অনুরোধ করে কী বলেছিলেন?

উত্তরঃ রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সনির্বন্ধ অনুরোধ করে বলেছিলেন—যতদিন তার মা কিংবা বাড়ির কোনো আত্মীয় মহিলা এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না-করেন, ততদিন তার তৈরি মিষ্টান্ন তাকে খেতে হবে।

30. “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল।”—কে, কেন হাসি গোপন করে?

উত্তরঃ সন্দেহভাজন গিরীশ মহাপাত্রের পোশাক ভীষণ রকমের অস্বাভাবিক ও হাস্যকর হওয়ায় অপূর্ব সেদিকে তাকিয়ে হাসি গোপন করে।

31. জনছয়েক বাঙালি কোথায় কাজ করত?

উত্তরঃ জনছয়েক বাঙালি উত্তরব্রষ্মে বর্মা-অয়েল-কোম্পানির তেলের কারখানায় মিস্ত্রির কাজ করত।

32. “নিমাইবাবু চুপ করিয়া রহিলেন,”—নিমাইবাবুচুপ থাকায় অপূর্ব কী বলে?

উত্তরঃ নিমাইবাবু চুপ করে থাকলে অপূর্ব বলে, “আর যাই হোক, যাকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখ।।”

33. পুলিশস্টেশনে প্রবেশ করে কী দেখা গেল?

উত্তরঃ পুলিশস্টেশনে প্রবেশ করে দেখা গেল, সামনের হলঘরে জনছয়েক বাঙালি মোট-ঘাট নিয়ে বসে আছে।

34. “তবে এ বস্তুটি পকেটে কেন?”—এই প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?

উত্তরঃ উপ্ত প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিলেন—“আজ্ঞে, পথে কুড়িয়ে পেলাম, যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেছি।”

35. “ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন”—উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?

উত্তরঃ ক্ষণকাল মৌন থেকে নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে বলেন, গাঁজা খাওয়ার সব লক্ষণ তার মধ্যে আছে। তবে কথাটি সে বলতে পারত। তা ছাড়া এই দেহে সে বেশিদিন বাঁচবে বলে মনে হয় না। সে যেন বুড়ো মানুষের কথা শোনে।

36. “জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন…”-জগদীশবাবু চটে উঠে কী বলেছিলেন?

উত্তরঃ জগদীশবাবু চটে উঠে বলেছিলেন—“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার!”

37. ‘ পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল – কী দেখা গেল ?

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশের আলোচ্য অংশে দেখা গেল , পুলিশস্টেশনের সামনের হলঘরে জনা ছয়েক বাঙালি বসে আছে আর পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে ।

38. ‘ তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে । — কাকে আটকে রাখার কথা বলা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে গিরীশ মহাপাত্রর ছদ্মবেশীধারী রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিককে আটকে রাখার কথা বলা হয়েছে । বর্মা পুলিশ এই সন্দেহভাজনকে জিজ্ঞাসার জন্য আটক করেছিলেন ।

39. ‘ লোকটি কাশিতে কাশিতে আসিল । — লোকটির পরিচয় দাও ।

Ans: ‘ পথের দাবী ’ – তে লোকটি বলতে গিরীশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচীর কথা বলা হয়েছে । সন্দেহবশত পুলিশ তাঁকে আটক করলেও পরে আচার – আচরণ ও বেশভূষা দেখে পুলিশ গিরীশকে ছেড়ে দেয় ।

40. ‘ সহসা আশঙ্কা হয় , ‘ — কোন্ আশঙ্কার কথা বলা হয়েছে ?

Ans: শরৎচন্দ্রের ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে রোগা চেহারার গিরীশ মহাপাত্র সামান্য কাশির পরিশ্রমে এতটাই হাঁপাতে থাকে যে , মনে হয় । মৃত্যু অবশ্যম্ভাবী । সেই মৃত্যু আশঙ্কার কথা বলা হয়েছে ।

41. ‘ ভয় হয় এখানে খেলা চলিবে না , ‘ — উক্তিটি পরিস্ফুট করো ।

Ans: ‘ পথের দাবী ‘ রচনাংশে সব্যসাচী বিচিত্র পোশাকের ও অসুস্থতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেও তার বুদ্ধিদীপ্ত চোখ দুটিকে সে লুকোতে পারেনি । সে চোখের সামনে কপটতার চেয়ে সরে দাঁড়ানো ভালো ।

42. ‘ কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে ।— ‘ এই জন্যই ’ বলার কারণ কী ?

Ans: ভগ্নস্বাস্থ্য গিরিশ মহাপাত্রকে দেখে মনে হত তার মৃত্যু আসন্ন । কিন্তু তার দৃষ্টির গভীরে এমন প্রাণশক্তি লুকিয়ে ছিল , যাকে মৃত্যুও ভয় পেত ।

43. ‘ কী বল অপূর্ব অপূর্বর কাছে কোন কথার সমর্থন আশা করা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে নিমাইবাবু ভগ্নস্বাস্থ্য গিরীশ মহাপাত্রর বাহারি পোশাকের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করে বাঙ্গার্থে যে – কথা বলেছিলেন তারই সমর্থনের কথা বলা হয়েছে ।

44. তার আমি জামিন হতে পারি — কে , কীসের জামিন হতে চেয়েছে ?

Ans: নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভুষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় সে সব্যসাচী নয় । তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায় ।

45. ‘ নিমাইবাবু চুপ করিয়া রহিলেন । —নিমাইবাবুর চুপ করে থাকার কারণ কী ?

Ans: গিরীশ মহাপাত্র যে রাজদ্রোহী সব্যসাচী নয় , অপূর্বর এই আশ্বাসে নিমাইবাবু আস্থা রাখলেও সব্যসাচীর প্রখর বুদ্ধি সম্পর্কেও তিনি ওয়াকিবহাল । তাই নিশ্চিত না হয়ে তিনি চুপ থেকেছেন ।

46. ‘ দেখি তোমার ট্যাকে এবং পকেটে কী আছে ? ‘ গিরীশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কী কী পাওয়া গিয়েছিল ?

Ans: গিরীশ মহাপাত্রের ট্যাক থেকে পাওয়া যায় একটি টাকা ও গণ্ডার ছয়েক পয়সা । পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস ও ফুটরুল । এ ছাড়া বিড়ি – দেশলাই ও গাঁজার কলকেও পাওয়া যায় ।

47. ‘ দেখো জগদীশ , কিরুপ সদাশয় ব্যক্তি ইনি । ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন ?

Ans: নিমাইবাবু গিরীশ মহাপাত্রকে তল্লাশির সময় তার পকেটে গাঁজার কলকে পান । সে – সম্পর্কে প্রশ্ন করলে সে জানায় কলকেটি নিজের চেয়ে অপরের প্রয়োজনাথেই তার পকেটে । তাই নিমাইবাবুর এই উক্তি ।

48. “বাবুজি, ম্যয় নে আপকো তো জরুর কঁহা দেখা”- কথাটির অর্থ লেখো।

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনার আলোচ্য পঙক্তিটির অর্থ হল—বাবুজি, আমি আপনাকে অবশ্যই কোথাও দেখেছি।

49. “আশ্চয্যি নেহি হ্যায় বাবু সাহেব, নোকরির বান্তে কেত্তা যায়গায় তো ঘুমতা হ্যায়,”—কথাটির অর্থ লেখো।

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনার এই অংশটির অর্থ হল আশ্চর্য নয় বাবুসাহেব, চাকরির খোঁজে কত জায়গায় তো ঘুরতে হয়।

50. “দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন,”—কে, কী বলেছিলেন?

উত্তরঃ গিরীশ মহাপাত্রের পোশাকের বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করে হাসির সঙ্গে পুলিশ অফিসার নিমাইবাবু বললেন—“বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে।”

51. “পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল” – কি দেখা গেল?

উত্তর : পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সামনের হলঘরে কয়েকজন বাঙালি বসে আছে এবং পুলিশ তাদের জিনিসপত্র তল্লাশি করছে।

52. “সম্মুখে হাজির করা হইল।” – কাকে এবং কার সামনে হাজির করা হলো?

উত্তর : গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিককে পুলিশ অফিসার নিমাইবাবু সামনে হাজির করলেন।

53. “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিলো।” – এখানে কার কথা বলা হয়েছে?

উত্তর : এখানে গিরিশ মহাপাত্র ওরফে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে।

54. “মৃত্যু সেখানে প্রবেশ করতে সাহস করে না।” – মৃত্যু কোথায় প্রবেশ করতে সাহস করে না?

উত্তর : সব্যসাচী মল্লিক ওরফে গিরীশ মহাপাত্রের চোখের অতল তলে।

55. “নিমাইবাবু চুপ করিয়া রহিলেন,” – নিমাইবাবু চুপ থাকাই অপূর্ব কি বলেছিলেন?

উত্তর : সন্দেহভাজন গিরিশ মহাপাত্র এবং সব্যসাচী মল্লিক এর সংস্কৃতিগত বৈপরীত্যের বিষয়টি তাকে বিবেচনা করতে অনুরোধ জানায়।

56. “তবে এ বস্তুটি পকেটে কেন?’ এখানে কোন বস্তুটি কথা বলা হয়েছে?

উত্তর : গাঁজার কলকের কথা বলা হয়েছে যেটি গিরিশ মহাপাত্র রাস্তায় কুড়িয়ে পেয়েছিল বলে সে জানায়।

57. “ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন!” উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন?

উত্তর : ক্ষণকাল মৌন থেকে নিমাইবাবু গিরিশ মহাপাত্র কে তার গাজা খাওয়ার কথাটি স্বীকার করতে বলেছিলেন।

58. “জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন” – জগদীশবাবু রেগে উঠে কি বললে?

উত্তর : গিরিশ মহাপাত্র গাঁজা খান না জগদীশবাবু চটে ওঠে-তাকে দয়ার সাগর বলে ব্যঙ্গ করেন এবং মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করেন।

59. “জগদীশবাবু সম্মতি জানাইলে কহিলেন” – জগদীশবাবু সম্মতি জানালো কে এবং কি বললেন?

উত্তর : জগদীশবাবুর সম্মতিতে নিমাইবাবু করলেন এই শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার এবং বিশেষ করে নীল ট্রেনটার প্রতি একটু বেশি দৃষ্টি রাখা প্রয়োজন।

60. “বড়বাবু হাসিতে লাগিলেন।” – বড়বাবুর হাসির কারণ কি ছিল?

উত্তর : জগদীশবাবু গিরীশ মহাপাত্রের অদ্ভুত পোশাক, আচরণ এবং বোকার মত মিথ্যা কথা বলার প্রবণতা দেখে তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু হাসতে থাকেন।

61. “আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি?” – কে কখন একথা বলেছিলেন?

উত্তর : অপূর্ব এর মধ্যে অন্যমনস্কতা দেখে রামদাস চিন্তিত মুখে তাকে এ প্রশ্নটি করেছিলেন।

62. “অপূর্ব রাজি হইয়াছিল।” – অপূর্ব কিসে রাজি হয়েছিল?

উত্তর : অপূর্বের বাড়ি থেকে নিজেকেও না আসা পর্যন্ত প্রত্যেকদিন রামদাসের স্ত্রীর হাতে তৈরি মিষ্টান্ন খাবার ব্যাপারে রাজি হয়েছিল।

63. “এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম” – অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি হয়েছিল?

উত্তর : বিনা দোষে অপূর্বকে ফিরিঙ্গির ঝগড়াটা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল।

64. “মনে হল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়।” – অপূর্বের এরকম মনে হওয়ার কারণ কী ছিল?

উত্তর : বিনা দোষে ফিরিঙ্গীর ছেলেরা অপূর্বকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল তখন ভারতীয়রা মুখ বুঝে সহ্য করায় তার এরকম মনে হয়েছিল।

65. “আমারও তো তাই বিশ্বাস।” – বক্তার কোন বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে?

উত্তর : ধর্মপ্রাণ মানুষ গিরিশ মহাপাত্র অপূর্বকে বলেছিল যে ললাটের লিখন কখনো খন্ডানো যায় না। এই প্রসঙ্গে অপূর্ব গিরীশ মহাপাত্রের সমর্থনে উক্ত কথাটি বলেছিলেন।

66. ‘ বুড়োমানুষের কথাটা শুনো।— বুড়ো মানুষ কোন্ কথা বলেছিলেন ?

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ প্রৌঢ় নিমাইবাবু , গিরীশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন ।

67. ‘ বড়োবাবু হাসিতে লাগিলেন । বড়োবাবুর হাসার কারণ কী ছিল ?

Ans: গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তেলের গন্ধে থানাসুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দেওয়ায় জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় । এটাই বড়োবাবুর হাসির কারণ ।

68. ‘ অপূর্ব রাজি হইয়াছিল । কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ?

Ans: ‘ পথের দাবী ‘ পাঠ্যাংশে অপূর্বর সহকর্মী তলওয়ারকরের স্ত্রীর অনুরোধ ছিল বাড়ির কেউ না আসা পর্যন্ত অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জলযোগ সম্পন্ন করতে হবে । সে – কথায় অপূর্ব রাজি হয়েছিল ।

69. “যাঁকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখুন।”—কথাটি কে বলেছে?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনায় এই কথাটি বলেছে অপূর্ব।

70. “নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন,”—নিমাইবাবু উঠে দাঁড়িয়ে কী বললেন?

উত্তরঃ নিমাইবাবু উঠে দাঁড়িয়ে বললেন, “আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র”। এরপর জগদীশবাবুকে উদ্দেশ্য করে—তার যাওয়ার বিষয়ে সম্মতি আছে কি না জানতে চান।

71. “আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন। নাকি?”- কে, কখ! এ বা বলেছিলেন?

উত্তরঃ অপূর্বর মধ্যে অত্যন্ত অন্যমনস্কতা লক্ষ করে তলওয়ারকর চিন্তিতমুখে উদ্ধৃত কথাটি বলেছিলেন।

72. “বাড়ির খবর সব ভালো তো?”-বক্তা কে? প্রশ্ন শুনে উদ্দিষ্ট ব্যক্তি কী বলেছিলেন?

উত্তরঃ উদ্ধৃতাংশের বক্তা তলওয়ারকর। তিনি এ কথা বলেছিলেন অপূর্বকে। প্রশ্ন শুনে অপূর্ব কিছু আশ্চর্য হয়ে বলে—“যতদূর জানি সবাই ভালোই তো আছেন।”

73. অপূর্বর ঘরে চুরি হলে কার কৃপায় টাকাকড়ি ছাড়া আর সব বেঁচে গেছে ?

উত্তরঃ অপূর্বর ঘরে চুরি হলে এক খ্রিস্টান মেয়ের কৃপায় টাকাকড়ি ছাড়া আর সব বেঁচে গেছে।

74. অপূর্বর হঠাৎ হাসিতে দম আটকে গেল কেন?

উত্তরঃ অপূর্বর হঠাৎ গিরীশ মহাপাত্র ও তার পোশাক-পরিচ্ছদের কথা মনে পড়ায় হাসিতে দম আটকে গেল।

75. বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ার অপূর্বকে লাথি মেরে কোথা থেকে তাড়িয়ে দিয়েছিল?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ রচনায় বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে তাড়িয়ে দিয়েছিল।

76. ফিরিঙ্গিদের অপূর্বকে লাথি মারার ঘটনা শুনে রামদাসের কী প্রতিক্রিয়া হয়েছিল?

উত্তরঃ অপূর্বকে লাথি মারার ঘটনা শুনে রামদাস চুপ করে থাকে, কিন্তু তার দুই চোখ ছলছল করে আসে।

” পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর। পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরপথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

দশম শ্রেণির বাংলা পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

দশম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | Class 10 Bengali  Suggestion

দশম শ্রেণির বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | দশম শ্রেণীর বাংলা সহায়ক – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer, Suggestion | Class 10 Bengali  Question and Answer Suggestion | Class 10 Bengali  Question and Answer Notes | West Bengal Class 10th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 10th Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরপথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion

WBBSE Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর । পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class 10 Bengali  Suggestion download Class 10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is provided here. Class 10 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer with FREE PDF Download Link

পথের দাবী (গল্প) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad