দশম শ্রেণীর বাংলা : অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর বাংলা : অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer : অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. অমৃত ও ইসাবের কাছে নতুন যে – জিনিসটি ছিল , তা হল—

[A] জামা

[B] প্যান্ট

[C] বই

[D] বল

উত্তর:- [A] জামা

2. অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল—

[A] রং , ছাপা ও ঝুল

[B] রং , মাপ , কাপড়

[C] মাপ , ঝুল ও কাপড়

[D] ছাপা , ঝুল ও কাপড়

উত্তর:- [B] রং , মাপ , কাপড়

3. অমৃত ও ইসাব পড়ত –

[A] একই স্কুলে একই ক্লাসে

[B] একই স্কুলে আলাদা ক্লাসে

[C] আলাদা স্কুলে একই ক্লাসে

[D] আলাদা স্কুলে আলাদা ক্লাসে

উত্তর:- A] একই স্কুলে একই ক্লাসে

4. দুজনের বাবা পেশায় ছিলেন –

[A] তাঁতি

[B] শিক্ষক

[C] কুমোর

[D] চাষি

উত্তর:- D] চাষি

5. অমৃতের বাড়িতে ছিলেন –

[A] শুধু বাবা

[B] বাবা – মা ও তিন ভাই

[C] বাবা ও মা

[D] বাবা ও ভাই

উত্তর:- [B] বাবা – মা ও তিন ভাই

6. ইসাবের বাড়িতে ছিলেন –

[A] শুধু বাবা

[B] বাবা – মা ও তিনভাই

[C] বাবা ও মা

[D] বাবা ও ভাই

উত্তর:- [A] শুধু বাবা

7. ‘ হোলির দিনের পড়ন্ত বিকেল । – হোলি যে – ঋতুতে হয় , তা হল –

[A] বসন্ত

[B] শীত

[C] হেমন্ত

[D] শরৎ

উত্তর:- [A] বসন্ত

8. ‘ গড়ন্ত ‘ শব্দের অর্থ হল –

[A] পড়াশোনা করছে এমন

[B] পতনোন্মুখ

[C] শেষ হয়ে আসছে এমন

[D] পরিত্যক্ত

উত্তর:- [C] শেষ হয়ে আসছে এমন

9. পান্নালাল প্যাটেল ছিলেন –

[A] বাংলা ভাষার লেখক

[B] হিন্দি ভাষার লেখক

[C] গুজরাটি ভাষার লেখক

[D] মারাঠি ভাষার লেখক

উত্তর:- C] গুজরাটি ভাষার লেখক

10. নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল , তা হল –

[A] ফুটবল

[B] ধুলো ছোড়াছুড়ি

[C] ছোঁয়াছুঁয়ি

[D] দড়ি টানাটানি

উত্তর:- [B] ধুলো ছোড়াছুড়ি

11. ‘ অদল বদল ‘ যেদুই বন্ধুর গল্প , তাদের নাম হল –

[A] অমৃত ও ইরফান

[B] অমিত ও ইরফান

[C] অমৃত ও ইসাব

[D] অমিত ও ইসাব

উত্তর:- [C] অমৃত ও ইসাব

12. দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল—

[A] গান করতে

[B] নাচ করতে

[C] কুস্তি করতে

[D] খেলা করতে

উত্তর:- [C] কুস্তি করতে

13. _____ পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে । ‘

[A] বই

[B] নতুন জামা

[C] পুরস্কার

[D] প্রশংসা

উত্তর:- [B] নতুন জামা

14. অমৃত তার বাবামা – কে জ্বালিয়েছিল –

[A] খেলার জন্য

[B] নতুন জামার জন্য

[C] পড়াশোনা না করার জন্য

[D] স্কুলে যাবে না বলে

উত্তর:- [B] নতুন জামার জন্য

15. নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল । কারণ –

[A] তাদের বাবারা ছিলেন রাগি

[B] তাদের জামার প্রয়োজন ছিল না

[C] তখন কোনো উৎসব ছিল না

[D] তারা ছিল গরিব

উত্তর:- [D] তারা ছিল গরিব

16. শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল , — ‘ ফতোয়া ‘ শব্দের অর্থ হল –

[A] প্রতিবাদ

[B] চিৎকার

[C] দাবি

[D] রায়

উত্তর:- [D] রায়

17. তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো ।’— এখানে কপালে আছে বলতে বলা হয়েছে –

[A] ভাগ্যরেখা

[B] তিলক

[C] প্রশংসা

[D] প্রহার

উত্তর:- [D] প্রহার

18. ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল , কারণ—

[A] তাকে খেতে কাজ করতে হত

[B] তাকে একই জামা রোজ পরতে হত

[C] সে যত্ন নিতে জানত না

[D] তার জামা পুরোনো হয়ে গিয়েছিল

উত্তর:- [A] তাকে খেতে কাজ করতে হত

19. ‘ ও মরিয়া হয়ে বলল , ‘ ‘ ও ‘ হল –

[A] অমৃত

[B] ইসাব

[C] অমৃতের মা

[D] ইসাবের বাবা

উত্তর:- [A] অমৃত

20. অমৃত যেখানে লুকিয়ে ছিল , সেই স্থানটি হল –

[A] অমৃতের স্কুল

[B] ইসাবের বাড়ি

[C] ইসাবের বাবার গোয়ালঘর

[D] বাড়ির পাশের গলি

উত্তর:- [C] ইসাবের বাবার গোয়ালঘর

21. ” এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন ।’— উনি বলতে বোঝানো হয়েছে –

[A] ইসাবের মা

[B] অমৃতের বাবা

[C] ইসাবের বাবা

[D] অমৃতের মা

উত্তর:- [D] অমৃতের মা

22. অমৃত একেবারেই গররাজি ছিল –

[A] জামা ছিঁড়তে

[B] স্কুলে যেতে

[C] ইসাবের সঙ্গে কুস্তি লড়তে

[D] মার খেতে

উত্তর:- C] ইসাবের সঙ্গে কুস্তি লড়তে

23. “মেজাজ চড়ে গেল।” – কার?

[A] ইসাবের

[B] অমৃতের

[C] কালিয়ার

[D] হাসানের

উত্তর:- “মেজাজ চড়ে গেল।” – [A] ইসাবের।

24. ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল –

[A] শান বাঁধানো ফুটপাথে

[B] ইসাবের বাবার গোয়ালঘরে

[C] খোলা মাঠে

[D] দুই বাড়ির মাঝখানে

উত্তর:- [C] খোলা মাঠে

25. যে – ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল , তার নাম

[A] ইসাব

[B] কালিয়া

[C] হাসান

[D] বাহালি

উত্তর:- [B] কালিয়া

26. পান্নালাল প্যাটেল কোন্‌ ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন?

[A] মারাঠি ভাষার

[B] গুজরাটি ভাষার

[C] তামিল ভাষার

[D] বাংলা ভাষার

উত্তর:- [B] গুজরাটি ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন।

27. ‘অদল বদল’ গল্পের লেখক পান্নালাল প্যাটেল হলেন –

[A] গুজরাটি

[B] পাঞ্জাবি

[C] মারাঠি

[D] অসমিয়া

উত্তর:- [A] গুজরাটি।

28. ‘অদল বদল’ গল্পটি তরজমা করেছেন –

[A] অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত

[B] সত্যনারায়ণ চক্রবর্তী

[C] নবারুণ ভট্টাচার্য

[D] পূর্ণেন্দু প্ত্রী

উত্তর:- [A] অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

29. ‘অদল বদল’ গল্পটি যে ভাষা থেকে অনুবাদ করা –

[A] পাঞ্জাবি

[B] গুজরাটি

[C] মারাঠি

[D] সংস্কৃত

উত্তর:- [B] গুজরাটি।

30. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম দেখে পোশাকে দেখে কী করতে বলেছিল?

[A] ছবি আঁকতে

[B] হোলি খেলতে

[C] কুস্তি লড়তে

[D] ফুটবল খেলতে

উত্তর:- [C] কুস্তি লড়তে বলেছিল।

31. অমৃতের পরিবারের সদস্য সংখ্যা –

[A] ৩

[B] ৪

[C] ৫

[D] ৬

উত্তর:- [D] ৬।

32. অমৃতকে ওর বাবা কোথা থেকে খুঁজে এনেছিল –

[A] নিমগাছের নীচ থেকে

[B] খেলার মাঠ থেকে

[C] গোয়াল ঘর থেকে

[D] গলি থেকে

উত্তর:- [C] গোয়াল ঘর থেকে খুঁজে এনেছিল।

33. “ইসাবের মেজাজ চড়ে গেল।” – ‘চড়ে গেল’ কথাটির অর্থ –

[A] নরম হল

[B] গরম হল

[C] রেগে গেল

[D] ঠান্ডা হল

উত্তর:- [B] গরম হল।

34. “ও মরিয়া হয়ে বলল” – ‘ও’ হল

[A] ইসাব

[B] কালিয়া

[C] অমৃত

[D] হাসান

উত্তর:- [C] অমৃত।

35. “আমাকে বেধে রাখো!” – বক্তা হল –

[A] ইসাব

[B] অমৃত

[C] কালিয়া

[D] হাসান

উত্তর:- [B] অমৃত ।

36. অমৃতের মা ঝামেলা থেকে বাঁচার জন্য –

[A] নতুন জামা কিনে দিয়েছিল

[B] জামা কেনার কথা বাবাকে বলতে বলেছিল

[C] বাবাকে দিয়ে অমৃতকে মার খাইয়েছিল

[D] ইসাবের জামাটা ধার চেয়েছিল

উত্তর:- [B] জামা কেনার কথা বাবাকে বলতে বলেছিল।

37. ইসাবের জামার পকেটের কত পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল?

[A] আট ইঞ্চি

[B] পাঁচ সেমি

[C] একগজ

[D] ছ-ইঞ্চি

উত্তর:- [D] ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল।

38. অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করাতে রাজি ছিলেন?

[A] এগারো জনকে

[B] সতেরো জনকে

[C] একুশ জনকে

[D] একত্রিশ জনকে

উত্তর:- [C] একুশ জনকে পালন করাতে রাজি ছিলেন।

39. অমৃতের বয়স

[A] এগারো বছর

[B] দশ বছর

[C] বারো বছর

[D] পনেরো বছর

উত্তর:- [B] দশ বছর।

40. ইসাবের মেজাজ চড়ে গেল ।’— কারণ –

[A] ইসাব অমৃতকে খুব ভালোবাসত

[B] ইসাব কালিয়াকে পছন্দ করত না

[C] ইসাব অমৃতকে ঈর্ষা করত

[D] অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল

উত্তর:- [A] ইসাব অমৃতকে খুব ভালোবাসত

41. সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল ‘ – কারণ –

[A] ইসাব তাদের মারবে

[B] অমৃত তাদের মারবে

[C] কালিয়া তাদের মারবে

[D] কালিয়ার বাবা  – মা তাদের মারবে

উত্তর:- [D] কালিয়ার বাবা  – মা তাদের মারবে

42. ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল—

[A] তিন ইঞ্চি

[B] চার ইঞ্চি

[C] ছ – ইঞ্জি

[D] পাঁচ ইঞ্চি

উত্তর:- [C] ছ – ইঞ্জি

43. ‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । ওদের ভয় পাওয়ার কারণ –

[A] জামা ছিঁড়ে যাওয়া

[B] শাস্তি পাওয়া

[C] বাবার হাতে মার খাওয়া

[D] সবকটিই

উত্তর:- C] বাবার হাতে মার খাওয়া

44. এমন সময়ে শুনতে পেল’ –

[A] অমৃতের বাবা ইসাবকে ডাকছেন

[B] ইসাবের বাবা অমৃতকে ডাকছেন

[C] অমৃতের বাবা অমৃতকে ডাকছেন

[D] ইসাবের বাবা ইসাবকে ডাকছেন

উত্তর:- [D] ইসাবের বাবা ইসাবকে ডাকছেন

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

1.  ‘ ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল , আনন্দের কী কারণ ঘটেছিল ?

উত্তর:- ‘ অদল বদল ‘ গল্প অনুসারে অমৃত ও ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না – হওয়ায় , কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুড়ে ফেলে দেয় । এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলেদের আনন্দ হয়েছিল ।

2. ‘ এসো , আমরা কুস্তি লড়ি । – কে , কাকে বলেছিল ?

উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল প্রশ্নোদ্ধৃত কথাটি ।

3. ‘ কুস্তি শুরু হয়ে গেল । — কুস্তির ফলাফল কী হয়েছিল ?

উত্তর:- কালিয়া অমৃতকে আছাড় মারায় ইসাব রেগে গিয়ে কালিয়াকে কুস্তি র আহ্বান জানায় । কুস্তি শুরু হতেই ইসাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় ।

4. ‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । -ওরা কেন ভয় পেল

উত্তর:- কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল । জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয় ।

5. ‘ ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় —কী কারণে ওদের এই অবস্থা হয়েছিল ?

উত্তর:- অমৃতকে বাঁচাতে কালিয়ার সঙ্গে লড়াই করে ইসাব বাবার কষ্ট করে কিনে দেওয়া জামাটা ছিঁড়ে ফেলে । সেই সময় ইসাবের বাবার ডাকে তাদের এই অবস্থা হয়েছিল ।

6. ‘ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল , – বুদ্ধিটি কী ছিল ?

উত্তর:- ইসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে সেঞ্জনা নিজের অক্ষত জামাটা ইসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায় ।

7. ‘ কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ? –অমৃতের এই কথার মধ্য দিয়ে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে ?

উত্তর:- অমৃতের কথাগুলির মধ্যে দিয়ে একদিকে মা – হারা বন্ধু ইসাবের প্রতি সহমর্মিতা , অপর দিকে নিজের মা – র প্রতি অগাধ আস্থার ছবি ফুটে উঠেছে ।

8. ‘ ইসাবের মনে পড়ল , ইসাবের কী মনে পড়ল ?

উত্তর:- ইসাবের মনে পড়ল যে , সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন ।

9. ‘ ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল । অমৃতের ভয় পাওয়ার কারণ কী ?

উত্তর:- ইসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ইসাবের ছেঁড়া জামা গায়ে পরে অমৃত ভয় পায় মা থাকা সত্ত্বেও সে কি বাবার হাত থেকে রেহাই পাবে ?

10. অমৃতের মা ছেঁড়া জামা দেখে কী করেছিলেন ?

উত্তর:- হোলিতে বাচ্চাদের ধস্তাধস্তি স্বাভাবিক , তাই ছেঁড়া জামা দেখে অমৃতের মা ভুরু কোঁচকালেও কিছু না বলে হুঁচসুতো দিয়ে জামাটি রিফু করে দিয়েছিলেন ।

11. ‘ এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল – তারা কী আশঙ্কা করেছিল ?

উত্তর:- অমৃত আর ইসাব জামা অদলবদল করার সময় একটা ছেলে । তা দেখে ফেলে । ছেলেটা যদি সকলকে ঘটনাটা বলে দেয় — এই আশঙ্কা করেই তারা চলে যেতে চেয়েছিল ।

12. ‘ ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হল , ‘ — বিষয়টি প্রশ্ন পরিস্ফুট করো ।

উত্তর:- কড়া ধাতের মানুষ ইসাবের বাবার আদুরে ডাক শুনে ইসাব আর অমৃত সেটাকে ভালোবাসার অভিনয় বলে মনে করেছিল ।

13. ‘ উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন ! —কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন ?

উত্তর:- ইসাবকে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর তাগিদে অমৃত , ইসাবের জামা বদলে দেয় । আড়াল থেকে তা দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন ।

14. ‘ ও আমাকে শিখিয়েছে , খাঁটি জিনিস কাকে বলে ‘ খাঁটি জিনিস ’ বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তর:- ‘ অদল বদল ‘ গঙ্গে ইসাবের বাবা ‘ খাঁটি জিনিস ‘ বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন ।

15. এবার অবশ্য ইসাব ও অমৃত অম্লস্তুত বোধ করল না . – কেন তারা অপ্রস্তুত বোধ করল ?

উত্তর:- জামাবদলের ঘটনায় অমৃত ও ইসাব অভিভাবকদের ভর্ৎসনার ভয়ে প্রথমটায় অপ্রস্তুত হলেও পরে বাবা – মায়েদের কাছে এ কাজের প্রশংসা পেয়ে তাদের ওই অপ্রস্তুত ভাব কেটে গিয়েছিল ।

16. ‘ উনি ঘোষণা করলেন , ‘ – কে , কী ঘোষণা করেছিলেন ?

উত্তর:- অমৃত ও ইসাবের আমাবদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রামপ্রধানের কানে গেলে তিনি খুশি হয়ে অমৃতকে ‘ অদল ‘ আর ইসারকে ‘ বদল ‘ বলে ডাকার কথা ঘোষণা করেন ।

17. কালিয়া জিতেছে , অমৃত হেরে গেছে , কী মজা , কী মজা । এ কথা কে ? কোথায় বলেছে ?

উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্প অনুসারে কালিয়া যখন খোলা মাঠের মধ্যে জোর করে অমৃতকে ছুড়ে ফেলে দিয়েছিল , তখন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে উপরে উদ্ধৃত কথাগুলি বলেছিল ।

18. ‘ কালিয়া … মাটিতে পড়ে গিয়ে ট্যাচাতে লাগল । —কী কারণে চ্যাঁচাতে লাগল ?

উত্তর:- ‘ অদল বদল ‘ গল্পে দেখা যায় বন্ধু অমৃতকে কালিয়ার হাতে হেরে যেতে দেখে ইসাব রেগে গিয়েছিল । সে তখন কালিয়াকে ধরে ল্যাং মেরে ফেলে দেয় । ব্যাঙের মতো হাত – পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে কালিয়া চ্যাঁচাতে শুরু করেছিল ।

19. ‘ গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল — কোন্ গল্প শুনে বুক ভরে গিয়েছিল ?

উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ’ গল্প অনুসারে , ইসাবের বাবা পাঠানের মুখ থেকে অমৃত ও ইসাবের পারস্পরিক ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শি সকলের বুক ভরে গিয়েছিল ।

20. কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে অমৃত ও ইসাব জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল ।

উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্প অনুসারে কুস্তির ফলে ইসাবের জামার পকেট ও ছ – ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায় , ইসাবকে বাবার হাত থেকে বাঁচাতে ওরা দুজনে জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল ।

21. ‘ ইসাব অমৃতের দিকে তাকাল- ইসাবের অমৃতের দিকে তাকানোর কারণ কী ?

উত্তর:- ‘ অদল বদল ‘ গল্পে দেখা যায় , হোলির দিন অমৃত ও ইসাব দুই বন্ধু সব দিক থেকে একইরকম জামা পরে ফুটপাতে এসে বসায় , ছেলেদের দলের একজন দুজনকে কুস্তি লড়তে বলে । এই কথা শুনে ইসাব অমৃতের দিকে তাকিয়েছিলেন ।

22. ‘অদল বদল’ গল্পটি কোন সময় ও দিনের কথা দিয়ে শুরু হয়েছে?

উত্তর:- ‘অদল বদল’ গল্পটি হোলির দিনের পড়ন্ত বিকেলের কথা দিয়ে শুরু হয়েছে।

23. ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?

উত্তর:- ‘অদল বদল’ গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

24. “কিছুটা যেতেই অমৃতের নজরে এল” – অমৃতের কী নজরে এল?

উত্তর:- কিছুটা যেতেই অমৃতের নজরে এল যে ইসাবের জামার পকেট এবং ছ-ইঞ্চি কাপড় ছিঁড়ে গেছে।

25. ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল কেন?

উত্তর:- অমৃতের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে ইসাব কালিয়ার সঙ্গে কুস্তি লড়েছিল, তার ফলে জামা ছিঁড়ে গিয়েছিল।

26. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।” – ওরা কী কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল?

উত্তর:- কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট এবং ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল। ইসাবের বাবা দেখতে পেলে কী করবেন সেই ভয়ে অমৃত ও ইসাব কাঠ হয়ে গিয়েছিল।

27. “তিনি ওদের ডাকলেন,” – তিনি কে এবং কী করেছিলেন?

উত্তর:- তিনি হলেন ইসাবের বাবা হাসান। তিনি ইসাব ও অমৃতকে তাঁর কাছে এসে বস্তে বলেছিলেন এবং বন্ধুদের কাছ থেকে কেন পালিয়ে আসছে তা জানতে চেয়েছিলেন। পরে তিনি অমৃতকে জড়িয়ে ধরে তার উদারতার প্রশংসা করেছিলেন।

28. “সজল চোখে পাঠান বললেন, কী খাঁটি কথা!” – এখানে কোন খাঁটি কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

উত্তর:- জামা বদল করার জন্য অমৃতের বাবা তাঁকে মারতে পারে। ইসাবের ওই কথার জবাবে অমৃত ভয় না পেয়ে বলেছিল যে, তার মা তাঁকে বাঁচাবে। অমৃতের বন্ধুর জন্য এই আত্মত্যাগ ভাবনাকেই পাঠান ‘খাঁটি কথা’ বলেছেন।

29. ‘অদল-বদলের গল্প’ গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন? [মাধ্যমিক 19]

উত্তর:- অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেছিলেন, সেদিন থেকে তাঁরা অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকবেন।

30. “বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে” – তফাতটা কী?

উত্তর:- অমৃত ও ইসাবের পরিবারের সবই একরকম হলেও তফাত এখানেই যে অমৃতের বাবা-মা আর তিন ভাই আছে কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই।

31. “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।” – ‘এতেও’ বলতে কোন ঘটনাকে নির্দেশ করেছে?

উত্তর:- নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা তাকে খুব মেরেছিলেন অমৃতও সেরকম মার খেতে পারে, মায়ের এই প্রশ্নে অমৃত ভয় পায়নি, পিছপা হয়নি।

32. “অমৃত ফতোয়া জারি করে দিল”, – অমৃত কী ‘ফতোয়া’ জারি করেছিল?

উত্তর:- অমৃতের ফতোয়াটি ছিল – ঠিক ইসাবের মতো জামা না-পেলে অমৃত স্কুলে যাবে না।

33. “এসো, আমরা কুস্তি লড়ি।” – কে, কাকে বলেছিল?

উত্তর:- ধুলো ছোড়াছুড়ি করে খেলা গাঁয়ের ছেলের দলের মধ্য থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে তাকে ওই কথা বলেছিল।

34. “ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল,” – আনন্দের কারণ কী ছিল?

উত্তর:- কুস্তি লড়ার আহ্বান জানিয়ে কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। এই দৃশ্য দেখে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল।

35. ‘ বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম , তফাত শুধু এই যে , —তফাতটা কী ?

উত্তর:- পান্নালাল প্যাটেলের ‘ অদল বদল ‘ গল্পের ছেলে দুটো হল ইসাব আর অমৃত । অভিন্নহৃদয় এই দুই বন্ধুর তফাত এই যে , অমৃতের বাবা – মা আর তিন ভাই ছিল , ইসাবের শুধু বাবা ছিল ।

36. ‘ তোরা দুজনে কুস্তি কর তো , ‘ — এ কথা বলার কারণ কী ?

উত্তর:- অমৃত ও ইসাবের একইরকম জামা দেখে একটি ছেলে তারা শক্তির দিক থেকেও এক কিনা তা দেখতে তাদের কুস্তি করতে বলে ।

37. ‘ তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে । – মা কেন ঠ্যাঙাবে বলে অমৃত মনে করেছিল ?

উত্তর:- টাকাপয়সার অভাব সত্ত্বেও অমৃতের জেদাজেদিতে জামাটি কেনা হয়েছিল , তাই সেটি ছিঁড়লে বা ময়লা করলে তার মা তাকে মারবে সেটাই স্বাভাবিক ।

38. ‘ ওর মা সাবধান করে দিয়েছিলেন , কার মা , কী থেকে সাবধান করে দিয়েছিলেন ?

উত্তর:- অমৃতের জেদের কারণে তার মা তাকে নতুন জামা কিনে দিলেও সেটি ছিঁড়লে বা ময়লা করলে তার ভাগ্যে যে কষ্ট আছে সে বিষয়ে সাবধান করেছিলেন ।

39. ‘ অমৃত ফতোয়া জারি করে দিল , ‘ — অমৃত কী ফতোয়া জারি করেছিল ?

উত্তর:- নতুন জামার জন্য বাবা – মাকে রাজি করাতে না পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে , ঠিক ইসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না ।

40. ‘ মা ওকে অনেক বুঝিয়েছিল , ‘ — মা অমৃতকে কী বুঝিয়েছিলেন ?

উত্তর:- অমৃত ইসাবের মতো জামা চাওয়ায় মা তাকে বুঝিয়েছিলেন যে , ইসাব খেতে কাজ করায় তার জামা ছিঁড়ে গেছে ; কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে ।

41. ‘ অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।- ‘ এতেও বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তর:- ইসাবের মতো জামা পাওয়ার জন্য অমৃত বাবার হাতে মার খেতেও রাজি । ‘ এতেও ’ বলতে উক্ত প্রসঙ্গকে বোঝানো হয়েছে।

42. ‘ কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয় । -অমৃতের হাল না ছাড়ার কী প্রমাণ দিয়েছেন লেখক ?

উত্তর:- অমৃত জানত জামা কেনার ব্যাপারে বাবা নয় মায়ের রাজি হওয়াটাই আসল । তাই সে স্কুলে যাওয়া , খাওয়া বন্ধ করে রাত্রে বাড়ি পর্যন্ত ফিরতে রাজি হল না ।

43. শেষপর্যন্ত অমৃতের মা কী করলেন ?

উত্তর:- শেষমেশ অমৃতের মা অমৃতের জেদের কাছে হার স্বীকার করে নতুন জামার জন্য অমৃতের বাবাকে রাজি করান ও অমৃতকে ইসাবদের গোয়ালঘর থেকে উদ্ধার করেন ।

44. ‘ আমি কুস্তি লড়তে চাই না , ‘ — এ কথা বলার কারণ কী ছিল ?

উত্তর:- ‘ অদল বদল ‘ গল্প অনুসারে কুস্তি লড়লে অমৃতের নতুন জামা নষ্ট হয়ে যেত । তা ছাড়া ইসাব ছিল তার ঘনিষ্ঠ বন্ধু । তাই সে কুস্তি লড়তে চায়নি ।

45. অমৃতের মা কেন জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তাকে কিছু বললেন না?

উত্তর:- হোলির দিন কিছুটা ধস্তাধস্তি, টানাহ্যাঁচড়া হওয়া খুবই স্বাভাবিক ঘটনা মনে করে অমৃতের মা একটু অসন্তুষ্ট হলেও অমৃতকে কিছু বললেন না।

46. অমৃত ও ইসাবের সব আনন্দ মাটি করে দেওয়ার জন্য কে, কী বলেছিল?

উত্তর:- একটি ছেলে অমৃত ও ইসাবের জামা অদলবদল করা দেখেছিল। তাদের আনন্দ মাটি করে তাদের ভয় পাওয়ানোর জন্য ছেলেটি দুজনের কাছে গিয়ে বলেছিল যে, সে সব কিছু দেখে ফেলেছে।

47. ইসাবের বাবা জামা অদলবদলের সব ঘটনা জানতে পেরে কী করলেন?

উত্তর:- ইসাবের বাবা জামা অদলবদলের ঘটনা জানার পর খুশি হয়ে অমৃতকে বুকে জড়িয়ে বলেছিলেন, আজ থেকে অমৃত তাঁরই ছেলে।

48. অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প কে বলল আর কারা শুনল?

উত্তর : অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প ইসাবের বাবা বললেন আর অমৃতের মা, পাড়াপড়শি মেয়ের দল শুনল।

49. জামা অদলবদলের কাহিনি সারা গ্রাম ঘুরে শেষে কার কানে পৌঁছোল?

উত্তর:- জামা অদলবদলের কাহিনি সারা গ্রাম ঘুরে শেষে গ্রাম-প্রধানের কানে পৌঁছোল।

50. জামা অদলবদলের কাহিনি শুনে গ্রামপ্রধান কী ঘোষণা করলেন?

উত্তর:- জামা অদলবদলের কাহিনি শুনে গ্রামপ্রধান ঘোষণা করলেন, সবাই আজ থেকে অমৃত আর ইসাবকে যথাক্রমে ‘অদল’ এবং ‘বদল’ বলে ডাকবে।

51.  ‘অদল বদল’ গল্পে গ্রামপ্রধান কার নাম ‘অদল’ আর কার নাম ‘বদল’ দিয়েছিলেন এবং তাদের এই নাম শুনে কারা খুশি হয়েছিল?

উত্তর:- গ্রামপ্রধান অমৃতকে ‘অদল’ ও ইসাবকে ‘বদল’ নাম দিয়েছিলেন আর তাদের এই নাম শুনে গ্রামের সমস্ত ছেলে খুশি হয়েছিল।

52. অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কী বলেছিল?

উত্তর:অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে, দলের একটি ছেলে বলেছিল তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড়ো পালোয়ান।

53. কুস্তি লড়ার কথা শুনে অমৃত কী বলেছিল?

উত্তর:- কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল, যদি তার মা এ কথা জানতে পারে তাহলে তাকে ঠ্যাঙাবে।

54. বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কী বলেছিলেন?

উত্তর:- বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা তাকে সাবধান করে দিয়েছিলেন আর বলেছিলেন কোনোভাবেই যেন জামা ময়লা না হয় বা ছিঁড়ে না যায়।

55. অমৃতের মা-বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে, সে কী ফতোয়া জারি করেছিল?

উত্তর:- অমৃতের মা-বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক ইসাবের মতো একই জামা না পেলে সে স্কুলে যাবে না ।

56. অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে, তার মা তাকে কী বুঝিয়েছিলেন?

উত্তর:- অমৃতের মা তাকে বুঝিয়েছিলেন খেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার নতুন জামা দরকার। কিন্তু অমৃতের জামা নতুনই থাকায় এখন তার নতুন জামার প্রয়োজন নেই।

57. অমৃত কীভাবে তার জামাটা ছিঁড়েছিল?

উত্তর:- নিজের জামার একটা ছোটো ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে অমৃত তার জামাটা আরও ছিঁড়ে দিয়েছিল।

58. অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?

উত্তর:- অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন। তাই অমৃতও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে।

59. জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা কী বলেছিলেন?

উত্তর:- জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা অমৃতকে তার বাবার কাছে গিয়ে জামা কেনার কথা বলতে বলেছিলেন।

60. বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল?

উত্তর:- বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত ইসাবের বাবার গোয়ালঘরে লুকিয়েছিল।

61. অমৃত কুম্ভি লড়তে রাজি ছিল না কেন?

উত্তর:- অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না, কারণ তার জামাকাপড় নোংরা হোক সেটা সে চায়নি।

62. অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল?

উত্তর:- অমৃতকে কালিয়া কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল।

63. “ইসাবের মেজাজ চড়ে গেল।”—কখন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল?

উত্তর:- অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, আর তাতেই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।

64. “হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল”—অমৃতের মাথায় কা বুদ্ধি এসেছিল?

উত্তর:- ইসাবের জামা ছিঁড়ে গেছে দেখে অমৃতের মাথায় নিজের সাথে ইসাবের জামা অদলবদল করার বুদ্ধি এসেছিল।

65. অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ করছিল কেন?

উত্তর:- বাড়ি থেকে বেরোনোর আগে জামা যাতে না ছেঁড়ে সে ব্যাপারে মা অমৃতকে সাবধান করে দিয়েছিলেন। তাই ছেঁড়া জামা পরে বাড়ি ফিরলে মায়ের কাছে মার খেতে হবে ভেবে তার বুক ঢিপঢিপ করছিল।

” অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন উত্তর

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন ও উত্তর। অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন ও উত্তর | অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরঅদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল

দশম শ্রেণির বাংলা অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

দশম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন উত্তর | অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | Class 10 Bengali  Suggestion

দশম শ্রেণির বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | দশম শ্রেণীর বাংলা সহায়ক – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer, Suggestion | Class 10 Bengali  Question and Answer Suggestion | Class 10 Bengali  Question and Answer Notes | West Bengal Class 10th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 10th Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরঅদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল

দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion

WBBSE Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন ও উত্তর । অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class 10 Bengali  Suggestion download Class 10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is provided here. Class 10 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer with FREE PDF Download Link

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad