একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Political Science [Chapter II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Political Science [Chapter II] Question and Answer

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer : রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Political Science Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI Political Science EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হত?

[A] সিভিটাস

[B] রোমিনিয়া

[C] ইমপেরিয়া

[D] রোমান

উত্তর:- [A] সিভিটাস

2. রাষ্ট্র শব্দটির প্রথম ব্যবহার কে করেন?

[A] মেকিয়াভেলি

[B] মাচিয়াভেলি

[C] হোবস

[D] লক

উত্তর:- [A] মেকিয়াভেলি

3. রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী?

[A] নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার, সর্বভৌমিকতা

[B] সভ্যতা, রোমান্টিক ভাবনা, মিষ্টি

[C] সরকার, ব্যবসা, প্রযুক্তি, সমাজবাদ

[D] ধর্ম, বাণিজ্য, সেনাবাহিনী, উদ্যোগ

উত্তর:- [A] নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার, সর্বভৌমিকতা

4. রাষ্ট্র গড়ে ওঠার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান কোনটি?

[A] নির্দিষ্ট ভূখন্ড

[B] জনসমষ্টি

[C] সরকার

[D] সর্বভৌমিকতা

উত্তর:- [D] সর্বভৌমিকতা

5. প্রাচীন গ্রিসের জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হত?

[A] নাগরিক

[B] মেটিক

[C] দাস

[D] সকলই

উত্তর:- [A] নাগরিক, [B] মেটিক, [C] দাস

6. মেটিক কাদের বলা হত?

[A] বাণিজ্যিকসূত্রে যারা এথেন্সে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত

[B] চৌখানা শখ কৌশলে দক্ষ লোকজন

[C] ভূগোলে দক্ষ বিজ্ঞানীরা

[D] শিল্প ও শিক্ষা বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি

উত্তর:- [A] বাণিজ্যিকসূত্রে যারা এথেন্সে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত

7. রুশো কোন ধরণের রাষ্ট্রের সমর্থক ছিলেন?

[A] বৃহত্তরায়তন

[B] ক্ষুদ্রায়তন

[C] অত্যল্পায়তন

[D] শক্তিশালী রাষ্ট্র

উত্তর:- [B] ক্ষুদ্রায়তন

8. কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন?

[A] মেকিয়াভেলি

[B] প্লেটো

[C] আরিস্টটল

[D] ট্রিটস

উত্তর:- [D] ট্রিটস

9. রাষ্ট্রের কোন বৈশিষ্টকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে বিবেচিত করা হয় ?

[A] নির্দিষ্ট ভূখণ্ড

[B] জনসমষ্টি

[C] সরকার

[D] সর্বভৌমিকতা

উত্তর:- [D] সর্বভৌমিকতা।

10. দ্য প্রিন্স – গ্রন্থের লেখক কে ?

[A] মেকিয়াভেলি

[B] প্লেটো

[C] আরিস্টটল

[D] মার্কস

উত্তর:- [A] মেকিয়াভেলি।

11. সর্বভৌমিকতা শব্দটির অর্থ কী ?

[A] রাষ্ট্রের চূড়ান্ত, অপ্রতিহত ও চরম ক্ষমতা

[B] রাষ্ট্রের চূড়ান্ত স্বাধীনতা

[C] রাষ্ট্রের উন্নতি ও প্রগতি

[D] রাষ্ট্রের সকল নাগরিকের উন্নতি

উত্তর:- [A] রাষ্ট্রের চূড়ান্ত , অপ্রতিহত ও চরম ক্ষমতা।

12. কোন দার্শনিক সর্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসাবে উল্লেখ করেছেন ?

[A] অধ্যাপক গেটেল

[B] প্লেটো

[C] আরিস্টটল

[D] মার্কস

উত্তর:- [A] অধ্যাপক গেটেল।

13. রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র ” – উক্তিটি কার ?

[A] কার্ল মার্কস

[B] মেকিয়াভেলি

[C] আরিস্টটল

[D] প্লেটো

উত্তর:- [A] কার্ল মার্কস।

14. মেকিয়াভেলি কোন গ্রন্থে রাষ্ট্র শব্দটি উল্লেখ করেছেন ?

[A] দ্য প্রিন্স

[B] রিপাবলিক

[C] স্টেট আন্ড গভার্নমেন্ট

[D] মেকিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব

উত্তর:- [A] দ্য প্রিন্স।

15. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ?

[A] আরিস্টটল

[B] মেকিয়াভেলি

[C] গার্ণার

[D] মার্কস

উত্তর:- [C] গার্ণার।

16. পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন ?

[A] চূড়ান্ত সারভৌমিকতা নেই

[B] নির্দেশ পালনের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতে হয়

[C] বাংলাদেশের অংশ নেই

[D] রাজধানী কলকাতা নেই

উত্তর:- [A] চূড়ান্ত সারভৌমিকতা নেই , তাকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতে হয়।

17. স্বাধীনতার পূর্বে ভারত কী ছিল ?

[A] পূর্বাচল

[B] ব্রিটিশ উপনিবেশ

[C] মুঘল সাম্রাজ্য

[D] চীন

উত্তর:- [B]ব্রিটিশ উপনিবেশ।

18. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের বাহু বলা হয় ?

[A] সরকার

[B] জনসমষ্টি

[C] ভূখন্ড

[D] সর্বভৌমিকতা

উত্তর:- [C] ভূখন্ড।

19. বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি ” – এই মতবাদের প্রবক্তা কারা ?

[A] ওপেনহাইমার

[B] হেরাক্লিটাস

[C] জন লক

[D] মকিভেলি

উত্তর:- বলপ্রযোগ মতবাদের প্রবক্তাদের।

20. হিস্ট্রি অব পলিটিক্স – গ্রন্থটি কার লেখা ?

[A] জেঙ্কস

[B] টমাস হবস

[C] রুশো

[D] অপেনহাইমার

উত্তর:- [A] জেঙ্কস।

21. কোন মতবাদ অনুসারে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ?

[A] সামাজিক চুক্তি মতবাদ

[B] লোকতান্ত্রিক মতবাদ

[C] বলপ্রযোগ মতবাদ

[D] কৌটিল্যান মতবাদ

উত্তর:- [A] সামাজিক চুক্তি মতবাদ।

22. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা ?

[A] রুশো , টমাস হবস , জন লক

[B] ওপেনহাইমার, হেরাক্লিটাস, জন লক

[C] মকিভেলি, জেঙ্কস, কৌটিল্য

[D] মাকস হভস, কার্ল মার্কস, এডমুন্ড বার্ক

উত্তর:- রুশো , টমাস হবস , জন লক।

23. সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী ?

[A] চুক্তির ফলেই রাষ্ট্রের জন্ম হয়েছে

[B] রাষ্ট্র মনোনিবেশিত হল

[C] রাষ্ট্র প্রকৃতির ফল

[D] রাষ্ট্র মানব উৎপত্তি

উত্তর:- [A] চুক্তির ফলেই রাষ্ট্রের জন্ম হয়েছে।

24. কোন গ্রন্থে টমাস হবস সামাজিক চুক্তির কথা বলেছেন ?

[A] লেভিয়াথান

[B] লোকতান্ত্রিক শাস্ত্র

[C] আদ্যাত্ম প্রতিষ্ঠান

[D] সোশ্যাল কনট্রাক্ট

উত্তর:- [B] লেভিয়াথান।

25. লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

[A] 1651 সালে

[B] 1675 সালে

[C] 1689 সালে

[D] 1703 সালে

উত্তর:- [A] 1651 সালে।

26. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট – গ্রন্থের রচয়িতা কে ?

[A] জন লক

[B] মকিভেলি

[C] ওপেনহাইমার

[D] জেঙ্কস

উত্তর:- [A] জন লক।

27. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট – গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

[A] 1678 সালে

[B] 1689 সালে

[C] 1690 সালে

[D] 1695 সালে

উত্তর:- [C] 1690 সালে।

28. সোশ্যাল কনট্র্যাক্ট গ্রন্থের রচয়িতা কে ?

[A] জন লক

[B] মকিভেলি

[C] রুশো

[D] ওপেনহাইমার

উত্তর:- [C] রুশো।

29. আমেরিকার স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয় ?

[A] 1765 সালে

[B] 1773 সালে

[C] 1776 সালে

[D] 1781 সালে

উত্তর:- [C] 1776 সালে।

30. সাধারণের ইচ্ছা সম্পর্কে রুশো কী বলেছেন ?

[A] সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য

[B] সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অসীম

[C] সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অনির্দিষ্ট

[D] সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অধূর্ণ

উত্তর:- [A] সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য।

31. জন লক কোন ধরণের রাজতন্ত্রের সমর্থক ছিলেন ?

[A] নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

[B] লোকতান্ত্রিক রাজতন্ত্র

[C] বিশেষাধিকার রাজতন্ত্র

[D] প্রতিরক্ষা রাজতন্ত্র

উত্তর:- [A] নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।

32. সোশ্যাল কনট্রাক্ট গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

[A] 1750 সালে

[B] 1762 সালে

[C] 1768 সালে

[D] 1772 সালে

উত্তর:- [B] 1762 সালে।

33. কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরুপন করেননি ?

[A] জন লক

[B] মকিভেলি

[C] ওপেনহাইমার

[D] টমাস হবস

উত্তর:- [D] টমাস হবস।

34. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে ?

[A] জন লক

[B] মকিভেলি

[C] রুশো

[D] ওপেনহাইমার

উত্তর:- [A] জন লক।

35. পলিটিক্স – গ্রন্থের রচয়িতা কে ?

[A] জঞ্জা হভস

[B] অ্যারিস্টটল

[C] মকিভেলি

[D] প্লেটো

উত্তর:- [B] অ্যারিস্টটল।

36. আমিই রাষ্ট্র – উক্তিটি কার ?

[A] হোয়ারেন হেসিং

[B] ফরাসি সম্রাট চতুর্দশ লুই

[C] ন্যাপোলিয়ন বোনাপার্ট

[D] উইলিয়াম শেক্সপিয়র

উত্তর:- [B] ফরাসি সম্রাট চতুর্দশ লুই।

37. একজন নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।

[A] রাজা অশোক

[B] বিশ্বনাথ প্রতিহারি

[C] ব্রিটিশ রাজা ইলিজাবেথ II

[D] ভারতের রাষ্ট্রপতি

উত্তর:- [D]ভারতের রাষ্ট্রপতি।

38. কোন ঘটনার মধ্যে দিয়ে জাতীয় সর্বভৌমিকতার বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে ?

[A] আগৃহীত বিধায়িকা আদালতের সিদ্ধান্ত

[B] ১৭০৭ সালের লন্ডন ইউনিয়নের গঠন

[C] ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব

[D] ভারতের স্বাধীনতা

উত্তর:- [C] ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব।

39. আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তনে কোন কথা প্রয়োগ করার পক্ষপাতী ?

[A] সামাজিক ন্যাচার

[B] রাষ্ট্রীয় একতা

[C] রাজনৈতিক ব্যবস্থা

[D] সাংবিদান

উত্তর:- [C] রাজনৈতিক ব্যবস্থা।

40. রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত রূপ লাভ করে ?

[A] সামাজিক চেতনা

[B] রাজনীতি

[C] সরকার

[D] সংস্কৃতি

উত্তর:- [C]সরকার।

41. রাষ্ট্রের পরিচালক কে ?

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] সরকার

[D] পর্লামেন্ট

উত্তর:- [C] সরকার।

42. কারা রাষ্ট্রের ক্ষমতার পরিধিকে সংকুচিত করার পক্ষপাতী ?

[A] রাষ্ট্রবাদী

[B] উদারনৈতিক মতবাদী

[C] ধর্মনিরপেক্ষ

[D] কমিউনিস্ট

উত্তর:- [B] উদারনৈতিক মতবাদের প্রবক্তাগণ।

43. কে বলেছেন –রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল” ?

[A] বার্জেস

[B] কার্ল মার্কস

[C] জন জ্যাক রুসো

[D] ম্যাক্স হভস

উত্তর:- [A] বার্জেস।

44. কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়?

[A] প্রাচীন গ্রিস

[B] প্রাচীন রোম

[C] মিসীনিয়া

[D] ব্যাবিলন

উত্তর:- [A] প্রাচীন গ্রিস

45. প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত?

[A] পোলিশ

[B] স্টেট

[C] পোলিটিকা

[D] পোলি

উত্তর:- [A] পোলিশ

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 11 Political Science Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) Political Science Question and Answer Suggestion

1. সিকিম বা বিহার রাষ্ট্র নয় কেন ?

উত্তর:- কারণ এদের সার্বভৌমিকতা নেই ।

2. আচরণবাদীরা রাষ্ট্রকে ‘ রাষ্ট্র ‘ – এর বদলে কী বলতে চান ?

উত্তর:- টাকা আচরণবাদীরা রাষ্ট্রকে ‘ রাষ্ট্র ‘ – এর বদলে ‘ রাজনৈতিক ব্যবস্থা ‘ বলতে চান ।

3. রাষ্ট্রগঠনের মূল উপাদান কয়টি ?

উত্তর:- পাঁচটি ।

4. কত সালে লেভিয়াথান গ্রন্থটি রচিত হয় ?

উত্তর:- 1651 সালে ।

5. ‘ সোশ্যাল কন্ট্রাক্ট ‘ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- রুশো ।

6. প্রাকৃতিক অবস্থাকে কে মর্ত্যের স্বর্গ বলেন ?

উত্তর:- রুশো ।

7. টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট ‘ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- লক ।

8. কাকে কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয় ?

উত্তর:- রাষ্ট্রকে ।

9. চুক্তিবাদ ন্যায় ও স্বাধীনতা এই দু’টি গণতান্ত্রিক আদর্শের ওপর গুরুত্ব আরোপ করেছে ” —উক্তিটির প্রবক্তা কে ?

উত্তর:- বার্কার ।

10. ” Society is federal by nature ” – উত্তিটি কার ?

উত্তর:- ল্যাস্কি – এর উক্তি ।

11. আমিই রাষ্ট্র ” —কে বলেছেন ?

উত্তর:- সম্রাট চতুর্দশ লুই ।

12. প্রথম জেমস কোন বংশের রাজা ছিলেন ?

 উত্তর:- ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের ।

13. অপর যে বৈশিষ্ট্যটি রাষ্ট্রের ওপর আরোপ করা হয় তা হলো স্থায়িত্ব ” —উক্তিটি কে করেন ?

উত্তর:- গার্নার ।

14. সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র ” —উক্তিটি কে করেন ?

উত্তর:- ভতর গেটেল ।

15. গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল কোথায় ?

উত্তর:- ইংল্যান্ডে ।

16. কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় ?

উত্তর:- প্রাচীন গ্রিস।

17. প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত ?

উত্তর:- পোলিশ।

18. প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হত ?

উত্তর:- সিভিটাস।

19. রাষ্ট্র শব্দটির প্রথম ব্যবহার কে করেন ?

উত্তর:- মেকিয়াভেলি।

20. রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী ?

উত্তর:- নির্দিষ্ট ভূখন্ড , জনসমষ্টি , সরকার , সর্বভৌমিকতা।

21. রাষ্ট্র গড়ে ওঠার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান কোনটি ?

উত্তর:- সর্বভৌমিকতা।

22. প্রাচীন গ্রিসের জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হত ?

উত্তর:- তিনভাগে – নাগরিক , মেটিক ও দাস।

23. মেটিক কাদের বলা হত ?

উত্তর:- বাণিজ্যিকসূত্রে যারা এথেন্সে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত।

24. রুশো কোন ধরণের রাষ্ট্রের সমর্থক ছিলেন ?

উত্তর:- ক্ষুদ্রায়তন।

25. কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন ?

উত্তর:- ট্রিটসকে।

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

26. রাষ্ট্রের কোন বৈশিষ্টকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে বিবেচিত করা হয় ?

উত্তর:- সর্বভৌমিকতা।

27. দ্য প্রিন্স – গ্রন্থের লেখক কে ?

উত্তর:- মেকিয়াভেলি।

28. সর্বভৌমিকতা শব্দটির অর্থ কী ?

উত্তর:- রাষ্ট্রের চূড়ান্ত , অপ্রতিহত ও চরম ক্ষমতা।

29. কোন দার্শনিক সর্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসাবে উল্লেখ করেছেন ?

উত্তর:- অধ্যাপক গেটেল।

30. রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র ” – উক্তিটি কার ?

উত্তর:- কার্ল মার্কস।

31. মেকিয়াভেলি কোন গ্রন্থে রাষ্ট্র শব্দটি উল্লেখ করেছেন ?

উত্তর:- দ্য প্রিন্স।

32. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ?

উত্তর:- অধ্যাপক গার্ণার।

33. পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন ?

উত্তর:- পশ্চিমবঙ্গের চূড়ান্ত সারভৌমিকতা নেই , তাকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতে হয়।

34. স্বাধীনতার পূর্বে ভারত কী ছিল ?

উত্তর:- ব্রিটিশ উপনিবেশ।

35. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের বাহু বলা হয় ?

উত্তর:- ভূখন্ড।

36. আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথা প্রয়োগ করার পক্ষপাতী ?

উত্তর:- রাজনৈতিক ব্যবস্থা।

37. রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত রূপ লাভ করে ?

উত্তর:- সরকার।

38. রাষ্ট্রের পরিচালক কে ?

উত্তর:- সরকার।

39. কারা রাষ্ট্রের ক্ষমতার পরিধিকে সংকুচিত করার পক্ষপাতী ?

উত্তর:- উদারনৈতিক মতবাদের প্রবক্তাগণ।

40. কে বলেছেন – রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল ?

উত্তর:- বার্জেস।

41. রাষ্ট্র ও সরকারের একটি পার্থক্য লেখ।

উত্তর:- রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা এবং রাষ্ট্র চিরস্থায়ী ; কিন্তু সরকার একটি ব্যবহারিক বিষয় এবং সরকারের অস্তিত্ব সাময়িক।

42. পলিটিক্স – গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- অ্যারিস্টটল।

43. আমিই রাষ্ট্র – উক্তিটি কার ?

উত্তর:- ফরাসি সম্রাট চতুর্দশ লুই।

44. একজন নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি এবং ইংল্যন্ডের রাজা বা রানী।

45. কোন ঘটনার মধ্যে দিয়ে জাতীয় সর্বভৌমিকতার বিষয়টি  জনপ্রিয় হয়ে ওঠে ?

উত্তর:- ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব।

46. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা কি বাধ্যতামূলক ?

উত্তর:- না।

47. সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রের পার্থক্য কী ?

উত্তর:- সম্মিলিত জাতিপুঞ্জের সর্বভৌমিকতা নেই কিন্তু রাষ্ট্রের আছে।

48. রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য কোথায় ?

উত্তর:- রাষ্ট্রের উৎপত্তি হল বিবর্তন প্রক্রিয়ার ফল এবং রাষ্ট্রের সর্বভৌমিকতা রয়েছে। কিন্তু অন্যান্য সংগঠনগুলি মানুষের ইচ্ছার ভিত্তিতে সৃষ্ট এবং এদের সর্বভৌমিকতা নেই।

49. সংঘ ও রাষ্ট্রের পার্থক্য লেখ।

উত্তর:- সংঘের সর্বভৌমিকতা নেই , কিন্তু রাষ্ট্রের সর্বভৌমিকতা আছে। সংঘ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না , কিন্তু রাষ্ট্র সংঘকে নিয়ন্ত্রণ করতে পারে।

50. রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কাল্পনিক মতবাদ কোনগুলি ?

উত্তর:- ঐশ্বরিক মতবাদ , বলপ্রয়োগ মতবাদ , সামাজিক চুক্তি মতবাদ।

51. ঐশ্বরিক মতবাদের প্রবক্তাদের নাম লেখ।

উত্তর:- সেন্ট অগাস্টাইন , সেন্ট পল – প্রমুখ।

52. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কবে সংগঠিত হয় ?

উত্তর:- ১৬৮৮ সালে।

53. রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট – কোন মতবাদ এই উক্তি সমর্থন করে ?

উত্তর:- ঐশ্বরিক উৎপত্তিবাদ।

54. বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি ” – এই মতবাদের প্রবক্তা কারা ?

উত্তর:- বলপ্রয়োগ মতবাদের প্রবক্তাদের।

55. হিস্ট্রি অব পলিটিক্স – গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- জেঙ্কস।

56. কোন মতবাদ অনুসারে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ?

উত্তর:- সামাজিক চুক্তি মতবাদ।

57. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা ?

উত্তর:- রুশো , টমাস হবস , জন লক।

58. সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী ?

উত্তর:- চুক্তির ফলেই রাষ্ট্রের জন্ম হয়েছে।

59. কোন গ্রন্থে টমাস হবস সামাজিক চুক্তির কথা বলেন ?

উত্তর:- লেভিয়াথান।

60. লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

উত্তর:- ১৬৫১ সালে।

61. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট – গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- জন লক।

62. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট – গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

উত্তর:- ১৬৯০ সালে।

63. সোশ্যাল কনট্র্যাক্ট গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- রুশো।

64. আমেরিকার স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয় ?

উত্তর:- ১৭৭৬ সালে।

65. সাধারণের ইচ্ছা সম্পর্কে রুশো কী বলেছেন ?

উত্তর:- সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য।

66. জন লক কোন ধরণের রাজতন্ত্রের সমর্থক ছিলেন ?

উত্তর:- নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।

67. সোশ্যাল কনট্রাক্ট গ্রন্থটি কবে প্রকাশিত হয় ?

উত্তর:- ১৭৬২ সালে।

68. কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরুপন করেননি ?

উত্তর:- টমাস হবস।

69. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে ?

উত্তর:- জন লক।

70. বলপ্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তা কে ?

উত্তর:- ওপেনহাইমার।

71. বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা কে ?

উত্তর:- হেরাক্লিটাস।

72. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি ?

উত্তর:- বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ।

73. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের মধ্যে কে দুটি চুক্তির কথা বলেছিলেন ?

উত্তর:- জন লক।

74. অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- কৌটিল্য।

75. সীমাবদ্ধ রাজতন্ত্রের প্রবক্তা কে ?

উত্তর:- জন লক। 

76. রাজারা হলেন পৃথিবীতে ঈশ্বরের মানবীয় প্রতিবিম্ব ” —কে এই দাবি করেন ?

উত্তর:- প্রথম জেমস ।

77. রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন ?

উত্তর:- কান্ট ।

78. রাষ্ট্রের উৎপত্তি সমাজের উৎপত্তির আগে না পরে ?

উত্তর:- পরে ।

79. বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা [ প্রথম ] কে ছিলেন ?

উত্তর:- হেরোক্লিটাস ।

80. ফরাসি বিপ্লবের সমসাময়িক একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো ।

উত্তর:- রুশো ।

81. প্রাচীন কালের দু’টি নগররাষ্ট্রের নাম লেখো ।

উত্তর:- স্পার্টা ও এথেন্স ।

82. সিভিটাস কী ?

উত্তর:- প্রাচীন কালে রোমান দার্শনিকগণ রাষ্ট্র অর্থে সিভিটাস শব্দটি ব্যবহার করেন ।

83. ‘ The Prince ‘ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- গুর নিকলো ম্যাকিয়াভেলি ।

84. রাষ্ট্রের দু’টি মুখ্য উপাদানের নাম লেখো ।

উত্তর:- নির্দিষ্ট ভূখণ্ড , ও সার্বভৌমিকতা ।

85. কারা রাষ্ট্রের ভূমিগত সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন ?

উত্তর:- ব্লুন্টলি এবং গেটেল ।

86. সার্বভৌমিকতা ’ শব্দের অর্থ কী ?

উত্তর:- ‘ সার্বভৌমিকতা ‘ শব্দের অর্থ হলো রাষ্ট্রের চরম , চূড়ান্ত , অসীম ও অপ্রতিহত ক্ষমতা । ‘

87. জনগণের সার্বভৌমত্ব ‘ নীতির প্রবক্তা কে ?

উত্তর:- ‘ জনগণের সার্বভৌমত্ব ‘ নীতির প্রবক্তা হলেন জা জ্যাক রুশো ।

88. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি ?

উত্তর:- রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ ।

89. রাষ্ট্র হলো মানবসমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল । ” উক্তিটি কার ?

উত্তর:- বার্জেস – এর ।

90. সামাজিক চুক্তি মতবাদের দু’জন প্রবক্তার নাম লেখো ।

উত্তর:- জন লক , জ্যা জ্যাক রুশো ।

91. বলপ্রয়োগ মতবাদের একজন প্রবক্তার নাম লেখো ।

উত্তর:- বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা হলেন লিকক ।

92. সরকার কী ?

উত্তর:- গার্নারের মতে , রাষ্ট্রের প্রতিনিধি হলো সরকার , যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করে ।

93. রাষ্ট্রের দু’টি গৌণ বৈশিষ্ট্য লেখো ।

উত্তর:- স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি ।

94. Might is Right ‘ কোন তত্ত্বের সারকথা ?

উত্তর:- ‘ Might is Right ‘ বলপ্রয়োগ তত্ত্বের সারকথা ।

State শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? স্টার লাতিন শব্দ স্ট্যাটাস [ Status ] থেকে ।

95. সেন্ট অগাস্টিনের রাষ্ট্র বিষয়ক গ্রন্থটির নাম কী ?

উত্তর:- সিটি অব গড [ City of God ] ।

96. কারা রাষ্ট্রের তিরোধানের / অবদানের তত্ত্বে বিশ্বাসী ?

উত্তর:- মার্কসবাদীরা রাষ্ট্রের তিরোধানের / অবদানের তত্ত্বে বিশ্বাসী ।

97. স্টার উত্তর কারা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে ‘ পাপের প্রতীক ‘ বলে বর্ণনা করেছেন ?

উত্তর:- আদর্শবাদী জার্মান দার্শনিকরা রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে ‘ পাপের প্রতীক ’ বলে বর্ণনা করেছেন ।

98. হস কোন সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন ?

উত্তর:- হব্স আইনগত সার্বভৌমিকতার ধারণার জন্ম দিয়েছিলেন ।

99. বার্ক কোন মতবাদকে ‘ অরাজকতার সারসংক্ষেপ ‘ বলেছেন ?

উত্তর:- সামাজিক চুক্তি মতবাদকে বার্ক ‘ অরাজকতার সারসংক্ষেপ ‘ বলেছেন ।

100. “ Man is born free , but everywhere he is in chains ” – কার উত্তি ?

উত্তর:- উক্তিটির বক্তা হলেন জা জ্যাক রুশো ।

101. ভারতের কোন গ্রন্থে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় ?

উত্তর:- ‘ মহাভারত ‘ মহাকাব্যের শান্তিপর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় ।

102. মধ্যযুগে কোন আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায় ?

উত্তর:- মধ্যযুগে প্রোটেস্টান আন্দোলনের ফলে পোপের প্রাধান্য হ্রাস পায় ।

103. প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক কে ছিলেন ?

উত্তর:- প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক ছিলেন রুশো ।

104. সমাজের মূল একক বা আদিস্তর কোনটি ?

উত্তর:- সমাজের মূল একক বা আদিস্তর হলো পরিবার ।

105. ডেভিড ইস্টনের দেওয়া তথ্যানুযায়ী রাষ্ট্রের কতগুলি সংজ্ঞা আছে ?

উত্তর:- 145 টি সংজ্ঞা আছে ।

” রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন / একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 11 Political Science Suggestion / Class 11 Political Science  Question and Answer / Class 11 Political Science Suggestion / Class 11 Pariksha Political Science Suggestion / Political Science Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Political Science Suggestion FREE PDF Download)

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 11 Political Science Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Political Science Suggestion / Class 11 Political Science  Question and Answer / Class 11 Political Science  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Political Science  EXiam Guide / Class 11 Political Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Political Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Political Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর। রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তররাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়]

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান | Class 11 Political Science 

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান (Class 11 Political Science ) – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] | Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞানরাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 11 Political Science  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সহায়ক – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 11 Political Science  Question and Answer, Suggestion | Class 11 Political Science  Question and Answer Suggestion | Class 11 Political Science  Question and Answer Notes | West Bengal Class 11th Political Science Question and Answer Suggestion.

WBBSE Class 11th Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তররাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়]

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Political Science Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] । Class 11 Political Science  Question and Answer Suggestion.

WBBSE Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর । রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] | Class 11 Political Science  Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর ।

WB Class 11 Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান Class 11 Political Science  Question and Answer একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 11 Political Science  Question and Answer একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 Political Science  Suggestion | একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান – রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Political Science  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Political Science Suggestion Download WBBSE Class 11th Political Science short question suggestion . Class 11 Political Science  Suggestion download Class 11th Question Paper Political Science. WB Class 11 Political Science suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 Political Science  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Political Science Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  Political Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Political Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  Political Science Suggestion is provided here. Class 11 Political Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 11 Political Science  Question and Answer with FREE PDF Download Link

রাষ্ট্র : সংঘা, বৈশিষ্ট্য ও উৎপত্তি [দ্বিতীয় অধ্যায়] একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad