উচ্চমাধ্যমিক সংস্কৃত – দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer | HS Class 12th Sanskrit Question and Answer

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব MCQ প্রশ্ন ও উত্তর | HS Sanskrit MCQ Question and Answer |

1. নিয়ত কর্ম বলতে কী বোঝানো হয়েছে ?

[A] নিষ্কাম কর্ম

[B] নিত্য কর্ম

[C] পাপ কর্ম

[D] কর্মহীনতা

উত্তর:- [A] নিষ্কাম কর্ম

2. শূন্যস্থান পূরণ করো: তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম——

[A] নাস্তি

[B] পুরুষঃ

[C] সমাচার

d.পরমাপ্নোতি

উত্তর:- [C] সমাচার

3. ‘ইতরঃ জনঃ’ বলতে কাদের বোঝানো হয়েছে ?

[A] উন্নত মানুষ

[B] সাধারণ মানুষ

[C] অতি উন্নত মানুষ

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] সাধারণ মানুষ

4. শরীরযাত্রা কীভাবে নির্বাহ হয় ?

[A] সাধারণ কর্মের দ্বারা

[B] নিষ্কাম কর্মের দ্বারা

[C] নৃসংশ কর্মের দ্বারা

[D] পুণ্যকর্মের দ্বারা

উত্তর:- [B] নিষ্কাম কর্মের দ্বারা

5. ‘মে মতম্’— ‘মে’ পদটির দ্বারা কাকে বোঝানো হয়েছে ?

[A] অর্জুন

[B] শ্রীকৃষ্ণ

[C] ভীষ্ম

[D] কর্মযোগে

উত্তর:- [B] শ্রীকৃষ্ণ

6. ভগবান শ্রীকৃষ্ণের কোথায় কোনো কর্তব্য নেই ?

[A] পাতালে

[B] ত্রিলোকে

[C] স্বর্গে

[D] মর্ত্যে ।

উত্তর:- [B] ত্রিলোকে

7. কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় ?

[A] সত্ত্ব ও রজঃ

[B] সত্ত্বগুণ

[C] তমোগুণ

[D] রজোগুণ ।

উত্তর:- [A] সত্ত্ব ও রজঃ

8. গীতার শিক্ষা হলো

[A] আত্ম – নির্যাতন করা

[B] কর্মকে ত্যাগ করা

[C] অনাসক্তভাবে কর্ম করা

[D] কর্ম করা ।

উত্তর:- [C] অনাসক্তভাবে কর্ম করা

9. ‘ নিয়তং কুরু কর্ম ত্বম্ ….. এখানে নিয়তং কর্ম বলতে কী বোঝানো হয়েছে ?

[A] শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম

[B] ধর্মাদি কর্ম

[C] যাগযজ্ঞাদি

[D] সৎকর্ম ।

উত্তর:- [A] শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম

10. শাস্ত্রবিহিত ধর্মকে বলা হয়—

[A] শাস্ত্র কর্ম

[B] শাস্ত্র ধর্ম

[C] স্বধর্ম

[D] বিধেয় কর্ম ।

উত্তর:- [C] স্বধর্ম

11. কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ কী পায় ?

[A] মোক্ষলাভ

[C] চাকরি

[B] ধনসম্পদ

[D] দেশভ্রমণ ৷

উত্তর:- [A] মোক্ষলাভ

12. ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ?

[A] কৃষ্ণের 

[B] অর্জুনের

[C] জনকের

[D] জীবের ।

উত্তর:- [A] কৃষ্ণের

13. পার্থ কে ?

[A] জনক

[B] অর্জুন

[C] কৃ

[D] বিষ্ণু ।

উত্তর:- [B] অর্জুন

14. “ অথকেন প্রযুক্তোহয়ং পাপ্যং চরিত পুরুষঃ ” — কে , কাকে একথা বলেছে ?

[A] অর্জুন কৃষ্মকে

[B] কৃয় অর্জুনকে

[C] শঙ্করাচার্য গঙ্গাকে

[D] কোনোটিই নয় ।

উত্তর:- [A] অর্জুন কৃষ্মকে

15. শ্রীমদ্ভাগবদ্‌গীতা আছে –

[A] মহাভারতে

[B] পুরাণে

[C] রামায়ণে

[D] উপনিষদে ।

উত্তর:- [A] মহাভারতে

16. “ স্বধর্মে …… শ্রেয়ঃ ” – কী হবে বসাও ।

[A] নিধনম্ 

[B] নিদানম্

[C] নিধানম্

[D] নির্ধনম্ ।

উত্তর:- [A] নিধনম্

17. পরমাস্নোতি পুরুষঃ — এখানে পুরুষ বলতে কী বোঝো ?

[A] ধন

[B] খ্যাতি

[C] মোক্ষ

[D] সম্মান ।

উত্তর:- [C] মোক্ষ

18. কর্মযোগ কাব্যাংশের উৎস –

[A] মহাভারত

[B] রামায়ণ

[C] গীতা

[D] পুরাণ ।

উত্তর:- [C] গীতা

19. কর্মযোগের ক’টি শ্লোক পাঠ্যাংশে আছে ?

[A] ১৫

[B] ১১

[C] ১০

[D] ২০ ।

উত্তর:- [B] ১১

20. গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত ?

[A] পরিচ্ছেদ

[B] যোগ

[C] পর্ব

[D] কাণ্ড ।

উত্তর:- [B] যোগ

21. কর্মযোগে প্রশংসা করা হয়েছে

[A] নিষ্কাম কর্মের

[B] মোক্ষের

[C] ভক্তির

[D] সকাম কর্মের ।

উত্তর:- [A] নিষ্কাম কর্মের

22. শ্রীমদ্ভাগবদ্‌গীতার রচয়িতা কে ?

[A] শ্রীকৃষ্ম

[B] অর্জুন

[C] বেদব্যাস

[D] বাল্মীকি ।

উত্তর:- [C] বেদব্যাস

23. শ্রীমদ্ভাগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম কী ?

[A] ভক্তিযোগ

[B] অর্জুন বিষাদযোগ

[C] জ্ঞানযোগ

[D] কর্মযোগ ৷

উত্তর:- [B] অর্জুন বিষাদযোগ

24. কে গীতায় উপদেশ দিয়েছেন ?

[A] কৃস্ন

[B] ভীম

[C] অর্জুন

[D] নকুল ।

উত্তর:- [A] কৃস্ন

25. কর্মেন্দ্রিয় সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে—

[A] সদাচারী

[B] কদাচারী

[C] মিথ্যাচারী

[D] সংযম ।

উত্তর:- [C] মিথ্যাচারী

26. নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন ?

[A] বেদব্যাস

[B] জনক

[C] রামচন্দ্র

[D] শুকদেব ৷ 

উত্তর:- [B] জনক

27. শ্রীমদ্ভগবদ্‌গীতায় কার উপদেশ লিপিবদ্ধ আছে ?

[A] শ্রীকৃষ্ণের

[B] অর্জুনের

[C] বেদব্যাসের

[D] বাল্মীকির

উত্তর:- [A] শ্রীকৃষ্ণের

28. শ্রীমদ্‌ভগবদ্‌গীতা মহাভারতের কোন্ পর্বের অন্তর্গত ?

[A] ভীষ্ম পর্ব

[B] দ্রোণ পর্ব

[C] মৌষল পর্ব

[D] উদ্যোগ পর্ব

উত্তর:-  [A] ভীষ্ম পর্ব

29. গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন ?

[A] কর্ণকে

[B] অর্জুনকে

c.দুর্যোধনকে

d.গান্ধারীকে

উত্তর:- [B] অর্জুনকে

30. .’শ্রীমদভগবদগীতা’ কোন্ শাস্ত্রের অন্তর্গত বলা যায় ?

[A] ধর্মশাস্ত্র

[B] কর্মশাস্ত্র

[C] যোগশাস্ত্র

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] যোগশাস্ত্র

31. নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন

[A] বেদব্যাস

[B] জনক

[C] রামচন্দ্র

[D] শুকদেব

উত্তর:- [B] জনক

32. শ্রীমদ্ভগবদগীতার শ্লোকসংখ্যা হল

[A] 500টি

b.600টি

c.700টি

d.750টি

উত্তর:- c.700টি

33. ‘শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশাবলীর বক্তা হলেন

[A] ব্যাসদেব

[B] শ্রীকৃষ্ণ

[C] দ্রোণাচার্য

[D] ভীষ্ম

উত্তর:- [B] শ্রীকৃষ্ণ

34. গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত ?

[A] পর্ব

[B] কাণ্ড

[C] যোগ

[D] সর্গ

উত্তর:- [C] যোগ

35. ‘যোগ’ শব্দের অর্থ কী

[A] যুদ্ধের দক্ষতা

[C] কর্মে দক্ষতা

[B] সম্পর্ক

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] কর্মে দক্ষতা

36. মহাভারতের অপর নাম কী

a.সপ্তশতী

[B] শতসাহস্ৰী-সংহিতা

[C] উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] শতসাহস্ৰী-সংহিতা

37. গীতার শিক্ষা কী

a.অনাসক্তভাবে কর্ম

[B] আত্ম-নির্যাতন

[C] উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- a.অনাসক্তভাবে কর্ম

38. ‘শ্রীমদ্ভগবদ্গীতা’-র দ্বিতীয় অধ্যায়টির নাম কী ?

[A] ধ্যানযোগ

[B] সাংখ্যযোগ

c.জ্ঞানযোগ

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] সাংখ্যযোগ

39. গীতা মোট কতগুলি অধ্যায় সমন্বিত ?

[A] দ্বাদশ

[B] ত্রয়োদশ

[C] অষ্টাদশ

[D] চতুর্দশ

উত্তর:- [C] অষ্টাদশ

40. কর্মযোগ ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে ?

[A] অষ্টাদশ অধ্যায়

[B] দ্বিতীয় অধ্যায়

[C] চতুর্থ অধ্যায়

[D] তৃতীয় অধ্যায়

উত্তর:- [D] তৃতীয় অধ্যায়

41. কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন ?

[A] সত্ত্বগুণ

[B] রজোগুণ

[C] তমোগুণ

[D] সত্ত্ব ও রজঃ

উত্তর:- [C] তমোগুণ

42. ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ?

[A] জীবের

[B] অর্জুনের

[C] শ্রীকৃষ্ণের

[D] জনকের

উত্তর:- [C] শ্রীকৃষ্ণের

43. কর্মেন্দ্রিয় কয়টি

a.ছয়টি

[B] সাতটি

c.পাঁচটি

d.তিনটি

উত্তর:- c.পাঁচটি

44. নিম্নোক্ত কোন্‌টি কর্মেন্দ্রিয়

[A] চক্ষু

[B] কর্ণ

c.জিহ্বা

d.পা

উত্তর:- d.পা

45. জ্ঞানেন্দ্রিয় সংখ্যায় কয়টি

a.ছয়টি

[B] সাতটি

c.পাঁচটি

d.তিনটি

উত্তর:- c.পাঁচটি

46. নিষ্কাম কর্মযোগী মানুষ কী লাভ করেন ?

[A] বৈকুণ্ঠ

b.মোক্ষ

c.উন্নতি

d.স্বর্গলোক

উত্তর:- b.মোক্ষ

47. কর্তব্যকর্ম কোন্ অবস্থায় করা উচিত ?

[A] আসক্ত হয়ে

b.অনাসক্ত হয়ে

[C] বিষয়াভিলাসী হয়ে

[D] উদারমনস্কভাবে

উত্তর:- b.অনাসক্ত হয়ে

48. কর্ম না করা অপেক্ষা কী শ্রেয় ?

[A] কর্ম করা

[B] অধর্ম করা

[C] সন্ন্যাসী হওয়া

[D] মিথ্যাচার করা

উত্তর:- [A] কর্ম করা

49. ‘পুরুষ:’ শব্দটির কী অর্থ ?

[A] শরীর

[B] পৃথিবী

[C] আত্মা

[D] জল

উত্তর:- [C] আত্মা

50. পণ্ডিতদের মতে গীতা কী ?

[A] মহাভারতের অবিচ্ছেদ্য অংশ

[B] মহাভারতের প্রক্ষিপ্ত

[C] উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] মহাভারতের অবিচ্ছেদ্য অংশ

51. মহর্ষি জনক কোন্ সাধনের দ্বারা সিদ্ধিলাভ করেছেন ?

[A] নিষ্কাম কর্ম

[B] সকাম কর্ম

[C] ঈশ্বর ভাবনা

[D] কপট সাধনা

উত্তর:- [A] নিষ্কাম কর্ম

52. করণীয় কর্তব্য কীভাবে করা প্রয়োজন ?

[A] ভোগী হয়ে

[B] আসক্ত হয়ে

[C] অনাসক্ত হয়ে

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] অনাসক্ত হয়ে

53. মোক্ষলাভ কীভাবে ঘটে ?

[A] যজ্ঞীয় কর্মে

[C] সৎ কর্মে

[B] কামনাশূন্য কর্মে

[D] ঈশ্বরীয় কর্মে

উত্তর:- [B] কামনাশূন্য কর্মে

54. মানুষের অনন্তমুক্তি ঘটে কীসের দ্বারা ?

[A] অসূয়া

[B] বিশ্বাস

[C] ভালোবাসা

[D] শ্রদ্ধা

উত্তর:- [D] শ্রদ্ধা

55. চক্ষু কোন্ ইন্দ্রিয়ের অন্তর্গত ?

[A] কর্মেন্দ্রিয়ের

[C] গৌণ ইন্দ্রিয়ের

[B] জ্ঞানেন্দ্রিয়ের

[D] মুখ্য ইন্দ্রিয়ের

উত্তর:- [B] জ্ঞানেন্দ্রিয়ের

56. সাধারণ মানুষ কাদের অনুসরণ করেন

[A] শ্রেষ্ঠ ব্যক্তিদের

[B] জ্ঞানী ব্যক্তিদের

[C] সন্ন্যাসীদের

[D] কপটচারীদের

উত্তর:- [A] শ্রেষ্ঠ ব্যক্তিদের

57. সাংখ্য দর্শনের মতে ইন্দ্রিয়ের সংখ্যা হল

a.3টি

[B] 9টি

c.7টি

d.11টি

উত্তর:- d.11টি

58. কর্মেন্দ্রিয়ের অন্তর্গত অঙ্গ দুটি হল

[A] চক্ষু-নাসিকা

[B] বাহু-পদযুগল

[C] চক্ষু-কৰ্ণ

[D] কর্ণ-নাসিকা

উত্তর:- [B] বাহু-পদযুগল

59. ‘শ্রীকৃষ্ণার্জুনসংবাদঃ’ বলতে বোঝায়

[A] রামায়ণ

[B] মহাভারত

[C] শ্রীমদ্ভগবদ্‌গীতা

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] শ্রীমদ্ভগবদ্‌গীতা

60. জগতে লোক কয়টি

a.চারটি

[B] তিনটি

[C] দুইটি

[D] একটি

উত্তর:- [B] তিনটি

61. কর্মযোগে প্রশংসা করা হয়েছে

[A] মোক্ষের

[B] ভক্তির

[C] সকাম কর্মের

[D] নিষ্কাম কর্মের

উত্তর:- [D] নিষ্কাম কর্মের

62. দোষযুক্ত হলেও কোন ধর্ম অন্য ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ ?

[A] স্বধর্ম

[B] পরধর্ম

[C] অজ্ঞানধর্ম

[D] কর্ম

উত্তর:- [A] স্বধর্ম

63. ‘বর্ত এব চ কর্মণি’ – ব্যক্তিটি কে ?

[A] কৃষ্ণ

[B] ভীষ্ম

c.জনক

d.অর্জুন

উত্তর:- [A] কৃষ্ণ

64. ব্যুৎপত্তি লেখো: কর্তব্যম্

[A] √কৃ+ লাপ্ [ক্লীবলিঙ্গ দ্বিতীয়ার একবচন]

[B] √ক্ + তব্য [ক্লীবলিঙ্গ প্রথমার একবচন]

[C] √ক্ + তথ্য [ক্লীবলিঙ্গ তৃতীয়ার একবচন]

[D]  কোনোটিই নয়

উত্তর:- [B] ক্ + তব্য [ক্লীবলিঙ্গ প্রথমার একবচন]

65. ‘সততং কার্যং কর্ম সমাচার’ শ্লোকে ‘কার্যম্’ পদটির অর্থ

[A] পৃথিবীর কর্ম

[B] কারণ কর্ম

[C] সংসারের দায় দায়িত্ব

[D] কর্তব্য কর্ম

উত্তর:- [D] কর্তব্য কর্ম

66. ব্যুৎপত্তি লেখোঃ আপ্নোতি

[A] √আপ্ + লোট্ তি

[B] √আপ্ + লট্‌তি

[C] √আপ্ + লুট্‌তি

[D] √আপ্ + লঙ্ তি

উত্তর:- [B] আপ্ + লট্‌তি

67. ‘সমাচার’ পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো।

[A] অনুতিষ্ঠ

[B] পালয়

[C] উভয়

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] উভয়

68. সাধারণ মানুষ কাকে অনুসরণ করে ?

[A] গুরু

[B] শিক্ষক

[C] পিতামাতা

[D] কুলশ্রেষ্ঠ

উত্তর:- [D] কুলশ্রেষ্ঠ

69. ‘যস্তিন্দ্রিয়াণি’ কোন্ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে ?

[A] জননেন্দ্রিয়

[B] গৌণেন্দ্রিয় 

c.জ্ঞানেন্দ্রিয়

[D] কোনোটিই নয়

উত্তর:- c.জ্ঞানেন্দ্রিয়

70. ‘পার্থ’ পদের দ্বারা শ্রীকৃষ্ণ কাকে উদ্দিষ্ট করেছেন ?

[A] যুধিষ্ঠির

[B] অর্জুন

c.উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] অর্জুন

71. গীতা থেকে কী শিক্ষা পাওয়া যায় ?

[A] অনাসক্তভাবে কর্ম করার

[B] কপটাচরণ করার

[C] কর্মহীন হওয়ার

[D] যোগী হওয়ার

উত্তর:- [A] অনাসক্তভাবে কর্ম করার

72. অনন্ত মুক্তি কার মাধ্যমে ঘটে থাকে ?

[A] অসূয়া

[B] শ্রদ্ধা

[C] মিথ্যাকথা

[D] কর্মহীনতা

উত্তর:- [B] শ্রদ্ধা

উচ্চমাধ্যমিক সংস্কৃত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর | HS Sanskrit SAQ Question and Answer |

1. “कर्मयोगভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে?

উত্তর:- তৃতীয় অধ্যায়ে।

2. “श्रीमद्भगवद्गीताর উপদেশ কে, কার উদ্দেশ্যে করেছেন?

উত্তর:- পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সখা অর্জুনের উদ্দেশ্যে করেছেন।

3. পার্থ কে?

উত্তর:- অর্জুন।

4. নৈষ্কর্ম কী?

উত্তর:- যথাবিহিত কর্মের মধ্য দিয়ে মোক্ষলাভকেই নৈষ্কর্ম বলা হয়েছে।

শূন্যস্থান পূরণ করো

5. कर्मणैव हि संसिद्धिमास्थिता—————।

উত্তর:- কর্মেণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়ঃ।

6. নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন?

উত্তর:- রাজা জনক।

7. জনক কে?

উত্তর:- মিথিলার রাজা ছিলেন জনক। তিনি সাংখ্য মতবাদের সমর্থক হয়েও কর্মত্যাগ করেননি।

8. কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি?

উত্তর:- কর্মেন্দ্রিয় পাঁচটি। যেমন – বাক্, পাণি, পায়ু, পাদ ও উপস্থ।

9. জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কি কি?

উত্তর:- পাঁচটি। যথা – চক্ষু, কর্ণ, নাশিকা, জিহ্বা ও ত্বক।

10. লোকসংগ্রহ কথার অর্থ কি?

উত্তর:- লোকসংগ্রহ মানে মানুষের বিপথগামী প্রবৃত্তিকে বাধা দেওয়া।

11. কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর:- রজোগুণ থেকে।

12. ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই?

উত্তর:- শ্রীকৃষ্ণের।

13. “प्रकृतजैः गुणैः ” – প্রকৃতিজ গুণ কয়টি ও কি কি?

উত্তর:- তিনটি। যথা – সত্ত্বঃ, রজঃ ও তমঃ।

14. ভাগবদ্গীতার উপদেশ কে , কার উদ্দেশে দিয়েছেন ?

উত্তর:- উত্তর শ্রীকৃয় অর্জুনকে ।

15. নৈস্কৰ্ম্য বলতে কী বোঝো ?

উত্তর:- এর অর্থ বাহ্যিক কর্ম পুরোপুরি ছেড়ে দেওয়া ।

16. মহাভারতের অপর নাম কী ?

উত্তর:- মহাভারতকে অন্য যে নামে ডাকা হয় সেটি হলো ‘ শতসাহস্রী সংহিতা ‘ ।

17. কাকে বলে মিথ্যাচারী ভণ্ড ?

উত্তর:- যে ব্যক্তি কর্মেন্দ্রিয়র কাজ বন্ধ করলেও মনে মনে ইন্দ্রিয় দ্বারা উপভোগ্য বস্তুগুলিকে স্মরণ করে তাকে বলে মিথ্যাচারী ।

18. “ কর্ম জ্যয়োহ্যকর্মণঃ – রেখাঙ্কিত পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো ।

উত্তর:- শ্রেয়ঃ ।

19. ভাগবদ্গীতায় মোট ক’টি শ্লোক আছে ?

উত্তর:- ভাগবদ্‌গীতায় মোট শ্লোক আছে ৬৯৮ টি ।

20. ‘ অনসূয়স্ত ‘ পদের অর্থ উল্লেখ করো ।

উত্তর:- এর অর্থ যারা গুণের মধ্যে কোনো দোষ আবিষ্কার করেন না ।

21. গীতায় ক’টি যোগ আলোচিত হয়েছে ?

উত্তর:- গীতায় ভক্তিযোগ , জ্ঞানযোগ ও কর্মযোগ এই তিনটি যোগ আলোচিত হয়েছে ।

22. শূন্যস্থান পূরণ করো : কমনৈর হি সংসিদ্ধিমাস্থিতা।

উত্তর:- জনকাদয়ঃ ।

23. গীতা কোন শ্রেণির ধর্মগ্রন্থ ?

উত্তর:- গীতা হলো উপনিষদ তথা দর্শন শ্রেণির ধর্মগ্রন্থ ।

24. শ্রীমদ্ভাগবদ্গীতা – র তৃতীয় অধ্যায়টি কী নামে পরিচিত ?

উত্তর:- তৃতীয় অধ্যায়ের নির্বাচিত ১১ টি শ্লোক ‘ কর্মযোগ ’ নামে পরিচিত ।

25. গীতায় ‘ সিদ্ধি ‘ কথাটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?

উত্তর:- এর অর্থ কাজের বাঁধন থেকে নিজেকে মুক্ত করা ।

26. সাধারণ মানুষ কোন পথ অনুসরণ করেন ?

উত্তর:- শ্রেষ্ঠ ব্যক্তি যে আদর্শ মেনে চলেন সাধারণ মানুষ সেই পথই অনুসরণ করেন ।

27. “ স বিশিষ্যতে ” – কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে ?

উত্তর:- বাহ্যিকভাবে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন এমন ব্যক্তিই গীতার মতে শ্রেষ্ঠ বলে বিবেচিত ।

28. ‘ অশ্রুতে ’ শব্দের অর্থ লেখো ।

উত্তর:- এর অর্থ হলো উপভোগ করা ।

29. ‘ প্রকৃতিজ ’ গুণ কাদের বোঝায় ?

উত্তর:- প্রকৃতিজ গুণের মধ্যে পড়ে কামনা , লোভ , দ্বেষ ইত্যাদি ।

30. ইন্দ্রিয়ার্থ কাকে বলে ?

উত্তর:- অর্থ বলতে বোঝায় বিষয় । ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য এমন বিষয়গুলিই ইন্দ্রিয়ার্থ নামে পরিচিত ।

31. এ “ বর্ত এব চ কর্মণি ” – কার উক্তি ?

উত্তর:- গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে একথা বলেছেন শ্রীকৃয় ।

32. গীতা শব্দের অর্থ কী ?

উত্তর:- শ্রীমদ্ভাগবদ্‌গীতা শব্দের অর্থ হলো শ্রীভগবানের গীত বা উক্তি ।

33. গীতায় কে , কার উদ্দেশে উপদেশ দিয়েছেন ?

উত্তর:- গীতায় সখা অর্জুনকে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছেন শ্রীকৃয় ।

34. জ্ঞানী ব্যক্তির কর্তব্য কী ?

উত্তর:- অনাসক্তভাবে কর্ম সম্পাদনই জ্ঞানী ব্যক্তির কর্তব্য ।

35. নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষলাভ করেছিলেন ?

উত্তর:- নিষ্কাম কর্মের দ্বারা জনক , অশ্বপতি প্রমুখ রাজা মোক্ষলাভ করেন ।

36. শ্রীমদ্ভাগবদ্‌গীতা মূলত কার বাণী ?

উত্তর:- শ্রীকৃয়ের ।

37. ”श्रीमद्भगवद्गीताর রচয়িতা কে?

উত্তর:- ব্যাসদেব।

38. “श्रीमद्भगवद्गीता কোন্ গ্রন্থের অংশ?

উত্তর:- মহাভারতের।

39. মহাভারতে কয়টি পর্ব আছে

উত্তর:- আঠারোটি

40. “श्रीमद्भगवद्गीताমহাভারতের কোন্ পর্বে আছে?

উত্তর:- ভীষ্মপর্বে।

41. “श्रीमद्भगवद्गीताয় মোট কটি শ্লোক আছে?

উত্তর:- 700 টি।

42. “श्रीमद्भगवद्गीता য় কতগুলি অধ্যায় আছে?উত্তর:- আঠারোটি।

উচ্চমাধ্যমিকের সংস্কৃত এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বাসন্তিকস্বপ্নম্ (নাট্যাংশ) শ্রীকৃষ্ণমাচার্য Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS HistoryClick Here
HS GeographyClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary Sanskrit Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Sanskrit Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক সংস্কৃত –  শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর 

(HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion  / HS Sanskrit Question and Answer  / Class 12 Sanskrit Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Sanskrit Exam Guide  / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত

শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব MCQ প্রশ্ন ও উত্তর | শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর  – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব MCQ প্রশ্ন উত্তর।

শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  Sanskrit Suggestion  Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion  . HS Sanskrit Suggestion   download Class 12th Question Paper  Sanskrit. WB Class 12  Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীমদ্ভাগবদ্গীতা কর্মযোগ (পদ্যাংশ) মহর্ষি ব্যাসদেব প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad