দ্বাদশ শ্রেণীর সংস্কৃত : শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Sanskrit Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত : শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর | WBBSE Class 12th Sanskrit Question and Answer

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 12 Sanskrit Question and Answer : শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 12 Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 12th Sanskrit Question and Answer, Suggestion, Notes | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th HS HSSanskrit EXiamination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 12 Sanskrit Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. কুমতিকলাপম কাকে বলা হয়েছে ?

[A] কুবুদ্ধিসমূহ

[B] কুদৃশ্যাবলি

[C] কুৎসিতরুপসম্পন্ন

[D] আকাঙ্ক্ষা ।

উত্তর:- [A] কুবুদ্ধিসমূহ

2. গঙ্গা কোন দেবতার জটাজলে বিহার করেন ?

[A] ব্রহ্মা

[B] মহাদেব

[C] বিন্ধু

[D] কৃষ্ণ ।

উত্তর:- [B] মহাদেব

3. পৃথিবীর কল্পলতা কে ?

[A] যমুনা

[B] গঙ্গা

[C] বিতস্তা

[D] শিল্পা ।

উত্তর:- [B] গঙ্গা

4. ‘ মুনিবরকন্যে’— এখানে কোন মুনির কথা বলা হয়েছে ?

[A] জহ্নু

[B] কশ্যপ

[C] বিশ্বামিত্র

[D] নারদ ।

উত্তর:- [A] জহ্নু

5. “ তব জলমহিমা খ্যাতঃ ” —

[A] অলকায়

[B] নিগমে

[C] ভুবনে

[D] স্বর্গে ।

উত্তর:- [B] নিগমে

6. ত্রিভুবনতারিণী কাকে বলা হয়েছে ? –

[A] পদ্মা

[B] গঙ্গা

[C] যমুনা

[D] কৃষ্ণ ।

উত্তর:- [B] গঙ্গা

7. ” পরম্পদং খলু তেন গৃহীতম ” – কে পরমপদ প্রাপ্ত হয় ?

[A] যে গঙ্গাকে দর্শন করে

[B] যে গঙ্গাজল পান করে

[C] যে গঙ্গাতীরে বাস করে

[D] যে গঙ্গায় স্নান করে ।

উত্তর:- [B] যে গঙ্গাজল পান করে

8. ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ কোন শ্রেণির রচনা ?

[A] শ্লোক

[B] ভাষ্য

[C] স্তোত্র

[D] দার্শনিক রচনা ।

উত্তর:- [C] স্তোত্র

9. কার দুষ্কর্মের ভার দূর করতে বলা হয়েছে ?

[A] ভারতের

[B] পৃথিবীর

[C] শঙ্করাচার্যের

[D] সগরবংশের ।

উত্তর:- [C] শঙ্করাচার্যের

10. ‘ মৌলি ’ শব্দের অর্থ –

[A] পুষ্প

[B] মুকুট

[C] চন্দ্র

[D] ত্রিশূল ।

উত্তর:- [B] মুকুট

11. গঙ্গাজলের মহিমা –

[A] ব্যাকরণশাস্ত্রে প্রসিদ্ধ

[B] বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ

[C] গণিতশাস্ত্রে প্রসিদ্ধ

[D] জ্যোতিষশাস্ত্রে প্রসিদ্ধ ।

উত্তর:- [B] বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ

12. জঠরে পদটির সংস্কৃত প্রতিশব্দ কী ?

[A] গর্ভ

[B] উদর

[C] মস্তিষ্ক

[D] বক্ষ

উত্তর:- [A] গর্ভ

13. পারাবারবিহারিণী বলতে কাকে বোঝানো হয়েছে ?

[A] আলকানন্দা

[B] যমুনা

[C] গঙ্গা

[D] সরস্বতী ।

উত্তর:- [C] গঙ্গা

14. শ্রীগঙ্গাস্তোত্রম্ পাঠ্যাংশে কয়টি স্তোত্র আছে ?

[A] নয়টি

[B] আটটি

[C] দশটি

[D] এগারোটি ।

উত্তর:- [C] দশটি

15. গঙ্গার অপর নাম কী ?

[A] জানকী

[B] জাহ্নবী

[C] জাতবেদা

[D] জাতকী ৷

উত্তর:- [B] জাহ্নবী

16. কখন আর পুনর্জন্ম হবে না ?

[A] বেদপাঠ করলে

[B] গঙ্গায় অবগাহন করলে

[C] অজ্ঞানতা দূর করলে

[D] দেবপূজা করলে ।

উত্তর:- [B] গঙ্গায় অবগাহন করলে

17. ‘ হর মে ভগবতী ‘— বক্তা কী দূর করার কথা বলেছেন ?

[A] তাপ পাপ

[B] শোক তাপ

[C] রোগ শোক

[D] রোগ শোক তাপ পাপ ।

উত্তর:- [C] রোগ শোক

18. যম কাকে দেখতে পায় না ?

[A] শ্রীহরির ভক্তকে

[B] গঙ্গার ভক্তকে

[C] শিবের ভক্তকে

[D] বিষ্ণুর ভক্তকে ।

উত্তর:- [A] শ্রীহরির ভক্তকে

19. ‘ ত্রিভুবন সারে ‘ কথার অর্থ কী ?

[A] ত্রিভুবনের শ্রেষ্ঠা

[B] ত্রিভুবন

[C] ত্রিভুবনবাসী

[D] স্বৰ্গ , মর্ত্য , পাতাল ।

উত্তর:- [A] ত্রিভুবনের শ্রেষ্ঠা

20. ‘ স্তোত্র ‘ কথার অর্থ কী ?

[A] মন্ত্ৰ

[B] জপ

[C] স্তব

[D] তপস্যা ।

উত্তর:- [A] মন্ত্ৰ

21. ‘ ত্বমসি গতিমম ’ – তুম পদে কাকে বোঝানো হয়েছে ?

[A] সতী

[B] লক্ষ্মী

[C] গঙ্গা

[D] পার্বতী ।

উত্তর:- [C] গঙ্গা

22. ভৃত্যশরণ্যে কথার অর্থ কী ?

[A] ভৃত্য পরিবৃতা

[B] ভৃত্য নির্ভরশীলা

[C] ভৃত্য আশ্রয়দাত্রী

[D] ভৃত্যের সহায় ।

উত্তর:- [C] ভৃত্য আশ্রয়দাত্রী

23. তারিণী শব্দের অর্থ

[A] বৈষুবী

[B] কালিকা

[C] মাঝি

[D] ত্রাণকর্ত্রী ।

উত্তর:- [D] ত্রাণকর্ত্রী ।

24. ‘ শঙ্করমৌলিবিহারিণী ‘ পদটি কোন বিভক্তিতে আছে ?

[A] সপ্তমী

[B] দ্বিতীয়া

[C] সম্বোধন

[D] প্রথমা ।

উত্তর:- [C] সম্বোধন

25. ‘ মুনিবরকন্যে ’ এখানে মুনিবর কে ? –

[A] জহ্নু

[B] কশ্যপ

[C] বিশ্বামিত্র

[D] নারদ ।

উত্তর:- [A] জহ্নু

26. শঙ্করাচার্য কোন রাজ্যের অধিবাসী ?

[A] কেরল

[B] কর্ণাটক

[C] অন্ধ্রপ্রদেশ

[D] পারস্য ।

উত্তর:- [A] কেরল

27. দেবতাদের ঈশ্বরী কে ?

[A] গঙ্গা

[B] যমুনা

[C] শিপ্রা

[D] বিতস্তা ।

উত্তর:- [A] গঙ্গা

28. ‘ শ্রীগঙ্গাস্তোত্রম্ ‘ – এর লেখক কে ?

[A] গোবিন্দকৃত্স্ন মোদক

[B] শ্রীশঙ্করাচার্য

[C] ত্রিবিক্রমভট্ট

[D] স্কন্দরাজ ।

উত্তর:- [B] শ্রীশঙ্করাচার্য

29. গঙ্গা বাস করেন

[A] বিয়ুর চরণে

[B] শিবের মাথায়

[C] ব্রহ্মার চরণে

[D] ইন্দ্রের চরণে ।

উত্তর:- [B] শিবের মাথায়

30. ভবসাগর বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে ? 

[A] গঙ্গা

[B] যমুনা

[C] বিতস্তা

[D] সরস্বতী ।

উত্তর:- [A] গঙ্গা

31. ভবসাগর কথার অর্থ কী ?

[A] ভারত মহাসাগর

[B] বঙ্গোপসাগর

[C] সংসাররূপ সাগর

[D] গঙ্গাসাগর

উত্তর:- [C] সংসাররূপ সাগর

32. “ তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ ” — কার কৃপা ?

[A] গঙ্গা

[B] বিষ্ণু

[C] শিব

[D] কৃত্স্ন ।

উত্তর:- [A] গঙ্গা

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন প্রশ্ন উত্তর Class 12 Sanskrit Suggestion | West Bengal WBBSE Class HS HS(Class 12th) Sanskrit Question and Answer Suggestion

1. কলুষ ‘ শব্দের অর্থ কী ?

উত্তর:- এর অর্থ পাপ ।

2. শঙ্করাচার্য রচিত একটি দার্শনিক গ্রন্থের নাম লেখো ।

উত্তর:- গ্রন্থটির নাম ‘ শারীরকসূত্রভাষ্য ‘ ।

3. গঙ্গার তরঙ্গের প্রকৃতি কেমন ?

উত্তর:- গঙ্গার তরঙ্গ অত্যন্ত চঞ্চল প্রকৃতির ।

4. ”गङ्गास्तोत्रम् এর রচয়িতা কে?

উত্তর:- শ্রীশংকরাচার্য।

5. শঙ্করাচার্য কোন্ রাজ্যের মানুষ?

উত্তর:- কেরালা।

6. “गङ्गास्तोत्रम् কোন্ ছন্দে রচিত?

উত্তর:- পজ্ঝটিকা।

7. “गङ्गास्तोत्रम् কোন্ শ্রেণীর রচনা?

উত্তর:- স্তোত্র।

8. ‘স্তোত্র’ কথার অর্থ কী?

উত্তর:- স্তব বা প্রশংসা সূচক উক্তি।

9. “शङकरमौलिविहारिणि” – পদটি কোন্ বিভক্তিতে আছে?

উত্তর:- প্রথমা বিভক্তি।

10. গঙ্গা কোন্ দেবতার জটজালে বিহার করেন?

উত্তর:- মহাদেবের।

11. গঙ্গাকে কার জননী বলা হয়েছে?

উত্তর:- ভীষ্মের।

12. “मुनिवरकन्ये ” – এখানে মুনিবর কে?

উত্তর:- জহ্নু।

13. “तव कृपया” – কার কৃপায়?

উত্তর:- গঙ্গার।

14. ‘जठरশব্দের অর্থ কী?

উত্তর:- মাতৃগর্ভ।

15. গঙ্গার দুটি প্রতিশব্দ লেখ।

উত্তর:- অলকানন্দা ও জাহ্নবী।

16. ‘কল্পলতা’ কাকে বলা হয়েছে?

উত্তর:- গঙ্গাকে।

17. গঙ্গাকে কোন্ বৃক্ষশাখার সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর:- কল্পবৃক্ষের শাখার সঙ্গে।

18. গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত?

উত্তর:- নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত।

19. গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন?

উত্তর:- ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনেন, এজন্য ভগীরথের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ায় গঙ্গাকে ভাগীরথী বলা হয়।

20. “खण्डितगिरिवरमण्डितभङ्गे” – এখানে ‘গিরিবর’ কথাটির অর্থ কী?

উত্তর:- হিমালয়।

21. ‘বিধু’ কথার অর্থ কী?

উত্তর:- চন্দ্র।

22. গঙ্গাস্নানে কী ফল লাভ হয়?

উত্তর:- মাতৃজঠরে পুনর্জন্ম হয় না অর্থাৎ পরম মুক্তি লাভ করে।

23. গঙ্গা প্রণামের কী ফল লাভ হয়?

উত্তর:- শোকগ্রস্ত হয় না।

24. গঙ্গার জল পান করলে কী ফল লাভ হয়?

উত্তর:- পরম সিদ্ধি লাভ করে।

25. গঙ্গার তীরে বাস করলে কী ফল লাভ হয়?

উত্তর:- বৈকুণ্ঠবাসের ন্যায় সুখ লাভ হয়।

26. “त्रिभुवनसारे वसुधाहारे” – ত্রিভুবন বলতে কোন কোন ভুবন বোঝায়?

উত্তর:- স্বর্গ, মর্ত ও পাতাল।

27. গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না?

উত্তর:- যমরাজ।

28. ‘অলকানন্দে’ – কোন্ বিভক্তি?

উত্তর:- প্রথমা।

29. “मुनिवरकन्ये”—কাকে সম্বোধন করা হয়েছে ?

উত্তর:- গঙ্গাকে।

30. গঙ্গাকে পারাবারবিহারিণী বলে সম্বোধন করার কারণ কী ?

উত্তর:- গঙ্গা সমুদ্রে পতিত হয়েছে , তাই ।

31. ‘ করুণাপাঙ্গে ‘ শব্দের অর্থ লেখো ।

উত্তর:- এর অর্থ হলো হে কৃপাদৃষ্টিসম্পন্ন দেবী ।

32. ‘ মহিমোতুঙ্গে ‘ – একথার অর্থ কী ?

উত্তর:- এর অর্থ গঙ্গার মহিমা অতুলনীয় । পৃথিবীতে এমন কিছু নেই যার মহিমা গঙ্গাকে ছাপিয়ে যায় । এজন্য একথা বলা হয়েছে ।

33. বৈকুণ্ঠে তস্য নিবাস ‘ – তস্য পদে কার কথা বোঝানো হয়েছে ?

উত্তর:- গঙ্গার তীরে যাদের বসবাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলে ধরে নেওয়া হয় ।

34. ‘ গিরিবর ’ বলতে কাকে বোঝানো হয়েছে ?

উত্তর:- ‘ গিরিবর ’ বলতে পর্বতশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে ।

35. গঙ্গার অপর নাম জাহ্নবী কেন ?

উত্তর:- জহ্নু মুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী।

36. গঙ্গাকে ‘ সুখদে শুভদে ‘ বলা হয় কেন ?

উত্তর:- দেবী গঙ্গা একইসঙ্গে মানুষকে সুখ দেন ও সকলের মঙ্গল করেন । এজন্য একথা বলা হয়েছে ।

37. ‘ গঙ্গাস্তোত্রম্ ‘ – এ গঙ্গা ছাড়া অন্য কোন দেবতার নাম করা হয়েছে ?

উত্তর:- এঁরা হলেন শঙ্কর বা শিব , হরি বা বিয়ু , দেবরাজ ইন্দ্র এবং যমরাজ ।

38. শঙ্করাচার্য কেন গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন ?

উত্তর:- শঙ্করাচার্য সংসাররূপী সাগর পার হবার জন্য গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন ।

39. গঙ্গাকে প্রণাম করলে কী হয় ?

উত্তর:- গঙ্গাকে প্রণাম করলে সব দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় ।

40. গঙ্গাদেবী কোথা থেকে নিঃসৃত হচ্ছেন ?

উত্তর:- পৌরাণিক কাহিনি অনুসারে গঙ্গা বিয়ুর চরণ – কমল থেকে নিঃসৃত হচ্ছেন ।

41. গঙ্গার ২ টি মহিমা উল্লেখ করো ।

উত্তর:- গঙ্গার অনেক মহিমার মধ্যে ২ টি হলো – [ ১ ] গঙ্গাকে প্রণাম করলে শোক এড়ানো যায় । [ ২ ] যে গঙ্গার জল পান করে সে পরমপদ লাভ করে ।

42. গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না ?

উত্তর:- গঙ্গাদেবীর ভক্তকে যমরাজও স্পর্শ করতে পারেন না ।

43. গঙ্গার প্রতি কারা চঞ্চল কটাক্ষপাত করেন ?

উত্তর:- অন্য দেববধূরা দেবী গঙ্গার প্রতি চঞ্চল কটাক্ষপাত করেন ।

44. ‘ শঙ্করমৌলি ’ পদে মৌলি শব্দের অর্থ কী ?

উত্তর:- মৌলি বলতে বোঝায় মস্তক । গঙ্গা শিবের চুলের জটায় বসবাস করেন ।

45. কাকে বলা হয় বৈকুণ্ঠ ?

উত্তর:- ভগবান বিষ্ণুর বসবাসের স্থানকে বলে বৈকুণ্ঠ বা বিশ্ব্বলোক । বিষুর চরণ থেকেই দেবী নির্গত হন ।

46. গঙ্গার অপর নাম ভীষ্মজননী কেন ?

উত্তর:- গঙ্গার রূপে আকৃষ্ট হয়ে রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেন । এরপর গঙ্গার গর্ভে ভীষ্মরূপী অষ্টম বসুর জন্ম হয় । এজন্য গঙ্গার অপর নাম ভীষ্মজননী ।

47. গঙ্গাজলের মহিমা কোথায় ?

উত্তর:- গঙ্গায় স্নান করলে পুনর্জন্মের হাত থেকে বাঁচা যায় ।

48. গঙ্গার চরণ কীসের দ্বারা রঞ্জিত হয় ?

উত্তর:- দেবরাজ ইন্দ্রের মুকুটে অবস্থিত মণিমালার মাধ্যমে গঙ্গার চরণ রঞ্জিত হয় ।

49. ‘ কাতরবন্দ্যে ‘ – এর অর্থ কী ?

উত্তর:- একথার অর্থ দীনজনের মাধ্যমে বন্দিতা ।

50. অলকানন্দে কোন বিভক্তি ?

উত্তর:- সম্বোধনে প্রথমা বিভক্তি ।

51. জাহ্নবী কার নাম এবং কেন ?

উত্তর:- জহ্নু মুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী।

52. “ হর মে ভগবতী ” — কাকে , কী হরণ কারার কথা বলা হয়েছে ?

উত্তর:- গঙ্গাকে শোক , তাপ , পাপ , রোগ হরণ করার কথা বলা হয়েছে ।

53. ‘ নহেং জানে ‘ – কে , কী জানে বা বলেছে ?

উত্তর:- শঙ্করাচার্য গঙ্গাদেবীর মহিমা জানেন ।

54. ” কুরু কৃপয়া ” – কৃপা করে কী করার কথা বলা হয়েছে ?

উত্তর:- ভবসাগর পার করার কথা বলা হয়েছে ।

55. গঙ্গাকে কোন বৃক্ষশাখার সঙ্গে তুলনা করা হয়েছে ?

উত্তর:- কল্প বৃক্ষশাখার সঙ্গে দেবী গঙ্গাকে তুলনা করা হয়েছে ।

56. গঙ্গাকে কে প্রণাম করেন ?

উত্তর:- দেবরাজ ইন্দ্র গঙ্গাকে প্রণাম করেন ।

” শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class HS HS/ WB Class 12 / WBBSE / Class 12 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 12 EXiam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন / দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ও উত্তর । Class 12 Sanskrit Suggestion / Class 12 Sanskrit  Question and Answer / Class 12 Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion / Sanskrit Class 12 EXam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Sanskrit Suggestion FREE PDF Download)

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর

(Class 12 Sanskrit Suggestion / West Bengal HS HSQuestion and Answer, Suggestion / WBBSE Class 12th Sanskrit Suggestion / Class 12 Sanskrit  Question and Answer / Class 12 Sanskrit  Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Sanskrit  EXiam Guide / Class 12 Sanskrit  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 12 Sanskrit  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 12 Sanskrit  Suggestion FREE PDF Download) সফল হবে।

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য Class 12 Sanskrit  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর। শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ] শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য Class 12 Sanskrit  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরশ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য Class 12 Sanskrit  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি সংস্কৃত | Class 12 Sanskrit 

দ্বাদশ শ্রেণি সংস্কৃত (Class 12 Sanskrit ) – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | Class 12 Sanskrit  Suggestion দ্বাদশ শ্রেণি সংস্কৃতশ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর | Class 12 Sanskrit  Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সহায়ক – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর । Class 12 Sanskrit  Question and Answer, Suggestion | Class 12 Sanskrit  Question and Answer Suggestion | Class 12 Sanskrit  Question and Answer Notes | West Bengal Class 12th Sanskrit Question and Answer Suggestion.

WBBSE Class 12th Sanskrit  Suggestion | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরশ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য । Class 12 Sanskrit  Question and Answer Suggestion.

WBBSE Class 12 Sanskrit  Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | Class 12 Sanskrit  Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Sanskrit  Suggestion | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরশ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 12 Sanskrit  Question and Answer Suggestions | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর Class 12 Sanskrit  Question and Answer দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর Class 12 Sanskrit  Question and Answer দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Sanskrit  Suggestion | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তরশ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 12 Sanskrit  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর । Class 12 Sanskrit  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Sanskrit Suggestion Download WBBSE Class 12th Sanskrit short question suggestion . Class 12 Sanskrit  Suggestion download Class 12th Question Paper Sanskrit. WB Class 12 Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 12 Sanskrit  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 12 Sanskrit Suggestion with 100% Common in the EXiamination .Class HS HS Sanskrit  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 EXiam Class 12 Sanskrit  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 HS HS Sanskrit Suggestion is provided here. Class 12 Sanskrit  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর | Class 12 Sanskrit  Question and Answer with FREE PDF Download Link

শ্রীগঙ্গাস্তোত্রম্ [পদ্যাংশ] শ্রীশঙ্করাচার্য দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর | Class 12 Sanskrit  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad