নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান : শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Physical Science [Chapter – VII] Question and Answer
শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer : শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Physical Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Physical Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 540 Hz এর থেকে জানা যায় –
[A] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 1/540
[B] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 540
[C] সুরশলাকাটির বাহুর কম্পনের পর্যায়কাল 540 s
[D] সুরশলাকাটির বাহুর বিস্তারের মান 540
উত্তর:- [B] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 540
2. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ z-অক্ষ অভিমুখে অগ্রসর হচ্ছে। মাধ্যমের কণাগুলির কম্পন হবে –
[A] t-অক্ষের সমান্তরালে
[B] y-অক্ষের সমান্তরালে
[C] z-অক্ষের সমান্তরালে
[D] xy-সমতলে
উত্তর:- [C] z-অক্ষের সমান্তরালে
3. যে রাশিটি অনুভূতিমূলক নয় সেটি হল –
[A] প্রাবল্য
[B] তীব্রতা
[C] তীক্ষ্ণতা
[D] জাতি
উত্তর:- [B] তীব্রতা
4. পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে, 0 ডিগ্রি সেলসিয়াস-এ বায়ুতে শব্দের বেগ প্রায় –
[A] 332 m/s
[B] 442 m/s
[C] 1080 m/s
[D] শূন্য
উত্তর:- [A] 332 m/s
5. নীচের জোড়া রাশিগুলির মধ্যে যে দুটি পরস্পরের অন্যোন্য রাশি সেটি হল –
[A] কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
[B] কম্পাঙ্ক ও পর্যায়কাল
[C] তরঙ্গবেগ ও তরঙ্গদৈর্ঘ্য
[D] তরঙ্গদৈর্ঘ্য ও প্রাবল্য
উত্তর:- [B] কম্পাঙ্ক ও পর্যায়কাল
6. কোনো স্প্রিং-এর সৃষ্ট অনুদৈর্ঘ্য তরঙ্গের পরপর তিনটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব 30 cm হলে ওই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য হবে –
[A] 90 cm
[B] 60 cm
[C] 45 cm
[D] 15 cm
উত্তর:- [D] 15 cm
7. শব্দের অনুরণন শোনা যেতে পারে –
[A] স্টেথোস্কোপে
[B] খালি হলঘরের মধ্যে
[C] দূরে কোনো দেয়ালে
[D] শূন্যস্থানে
উত্তর:- [B] খালি হলঘরের মধ্যে
8. একটি লম্বা লোহার পাইপের একপ্রান্তে শব্দ করলে অপর প্রান্তে শব্দ শোনা যায় –
[A] একবার
[B] দুবার
[C] তিন বার
[D] চার বার
উত্তর:- [B] দুবার
9. প্রাবল্য নির্ভর করে –
[A] শব্দের বেগের ওপর
[B] শব্দের কম্পাঙ্কের ওপর
[C] স্বনকের আকারের ওপর
[D] উপসুরের ওপর
উত্তর:- [C] স্বনকের আকারের ওপর
10. বায়ুতে শব্দের গতিবেগ 340 m/s হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হল –
[A] 34 m
[B] 68 m
[C] 3.4 m
[D] 51 m
উত্তর:- [A] 34 m
11. অরগ্যান অফ কর্টি-এর অবস্থান –
[A] বহিঃকর্ণে
[B] মধ্যকর্ণে
[C] অন্তঃকর্ণে
[D] বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে
উত্তর:- [C] অন্তঃকর্ণে
12. দুটি পাশাপাশি তরঙ্গশীর্ষের মধ্যে দূরত্ব হল –
[A] λ
[B] 2λ
[C] λ2
[D] 2λ3
উত্তর:- [A] λ
13. 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 348 m/s হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যুনতম দূরত্ব হল –
[A] 17.4 m
[B] 34.8 m
[C] 69.6 m
[D] 104.4m
উত্তর:- [A] 17.4 m
14. শব্দের তীব্রতা নীচের যে বিষয়ের ওপর নির্ভরশীল নয় তা হল –
[A] স্বনকের আকার
[B] স্বনকের কম্পনের বিস্তার
[C] মাধ্যমের ঘনত্ব
[D] স্বরের মধ্যে উপসুরের সংখ্যা
উত্তর:- [D] স্বরের মধ্যে উপসুরের সংখ্যা
15. শব্দের অনুরণন সৃষ্টি হয় –
[A] একবার প্রতিফলনে
[B] দুইবার প্রতিফলনে
[C] তিনবার প্রতিফলনে
[D] বারবার প্রতিফলনে
উত্তর:- [D] বারবার প্রতিফলনে
16. এক ব্যক্তি দুটি সমান্তরাল পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে গুলি ছুড়ল সে 1.5 s এবং 2.5 s পর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল বায়ুতে শব্দের বেগ 340 m/s হলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব হল –
[A] 340 m
[B] 680 m
[C] 510 m
[D] 850 m
উত্তর:- [B] 680 m
17. কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 540 Hz এর থেকে জানা যায় –
[A] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 1/540
[B] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 540
[C] সুরশলাকাটির বাহুর কম্পনের পর্যায়কাল 540 s
[D] সুরশলাকাটির বাহুর বিস্তারের মান 540
উত্তর:- [B] সুরশলাকাটির কম্পাঙ্কের মান 540
18. বায়ুতে শব্দের গতিবেগ 340 m/s হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হল –
[A] 34 m
[B] 68 m
[C] 3.4 m
[D] 51 m
উত্তর:- [A] 34 m
19. পর্যায়কাল 0.2 s হলে কম্পাঙ্ক হবে –
[A] 4 Hz
[B] 5 Hz
[C] 10 Hz
[D] 20 Hz
উত্তর:- [B] 5 Hz
20. শব্দতরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করা যার কাজ –
[A] কর্ণছত্র
[B] শ্ববণনালী
[C] কানের পর্দা
[D] টিমপ্যানিক গহর
উত্তর:- [B] শ্ববণনালী
21. টানটান করা তারে তির্যক কম্পনের সময় তারের স্থির বিন্দ হল –
[A] তারের মধ্যবিন্দু
[B] তারের দুটি প্রান্তবিন্দু
[C] মধ্যবিন্দু ও প্রান্তবিন্দুর মাঝের বিন্দুটি
[D] কোনো বিন্দুই স্থির নয়
উত্তর:- [B] তারের দুটি প্রান্তবিন্দু
22. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হল –
[A] শুধুমাত্র প্রাবল্য
[B] শুধুমাত্র তীক্ষ্ণতা
[C] শুধুমাত্র গুণ বা জাতি
[D] সবকটি
উত্তর:- [D] সবকটি
23. 500 Hz, 900 Hz, 550 Hz, 750 Hz, 300 Hz , 600 Hz এইসব কম্পাঙ্কের মধ্যে প্রথম সমমেলটি হল –
[A] 300 Hz
[B] 500 Hz
[C] 600 Hz
[D] 900 Hz
উত্তর:- [A] 300 Hz
24. শব্দ হল –
[A] অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ
[B] তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ
[C] তড়িৎচুম্বকীয় তরঙ্গ
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ
25. ভূমিকম্প উৎপন্ন করে –
[A] শ্রবণযোগ্য শব্দ
[B] শব্দোত্তর শব্দ
[C] শব্দেতর শব্দ
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] শব্দেতর শব্দ
26. মানুষ 1s সময়ে যতগুলি পদাংশ সর্বাধিক উচ্চারণ করতে পারে তা হল –
[A] 4
[B] 5
[C] 6
[D] 10
উত্তর:- [B] 5
27. যে তরঙ্গটি জড় মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না সেটি হল –
[A] অনুদৈর্ঘ্য তরঙ্গ
[B] তির্যক তরঙ্গ
[C] আলোকতরঙ্গ
[D] বেতার তরঙ্গ
উত্তর:- [A] অনুদৈর্ঘ্য তরঙ্গ
28. ‘মা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূ্যনতম দূরত্ব x মিটার হলে বাবা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হবে (মিটার এককে) –
[A] 2x
[B] x
[C] x/2
[D] 4x
উত্তর:- [A] 2x
29. যে রাশিটি অনুভূতিমূলক নয় সেটি হল –
[A] প্রাবল্য
[B] তীব্রতা
[C] তীক্ষ্ণতা
[D] জাতি
উত্তর:- [B] তীব্রতা
30. শব্দদূষণের ফলে মানুষ –
[A] অন্ধ হতে পারে
[B] বধির হতে পারে
[C] পঙ্গু হতে পারে
[D] পেটের রোগে আক্রান্ত হতে পারে
উত্তর:- [B] বধির হতে পারে
31. কর্ণকুহরের দৈর্ঘ্য প্রায় –
[A] 3 mm
[B] 1 cm
[C] 3 cm
[D] 8 cm
উত্তর:- [C] 3 cm
32. যে তরঙ্গটি জড় মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না সেটি হল –
[A] অনুদৈর্ঘ্য তরঙ্গ
[B] তির্যক তরঙ্গ
[C] আলোকতরঙ্গ
[D] বেতার তরঙ্গ
উত্তর:- [A] অনুদৈর্ঘ্য তরঙ্গ
33. প্রাবল্য নির্ভর করে –
[A] শব্দের বেগের ওপর
[B] শব্দের কম্পাঙ্কের ওপর
[C] স্বনকের আকারের ওপর
[D] উপসুরের ওপর
উত্তর:- [C] স্বনকের আকারের ওপর
34. শব্দ নিবন্ধের সময়কাল হল –
[A] 0.05 s
[B] 0.1 s
[C] 0.2 s
[D] 1s
উত্তর:- [B] 0.1 s
35. শ্রুতিমধুর শব্দের জন্য অবশ্যই যেটি প্রয়োজন সেটি হল –
[A] বেশি সংখ্যক সমমেলের উপস্থিতি
[B] বেশি সংখ্যক উপসুরের উপস্থিতি
[C] নানারকমের কম্পাঙ্কের উপস্থিতি
[D] নানারকমের বাদ্যযন্ত্রের উপস্থিতি
উত্তর:- [A] বেশি সংখ্যক সমমেলের উপস্থিতি
36. মানুষের কানের পক্ষে সহনীয় তীব্রতা স্তরের সর্বোচ্চ মান মোটামুটি –
[A] 65 dB
[B] 85 dB
[C] 100 dB
[D] 20000 dB
উত্তর:- [B] 85 dB
37. যেটি শব্দের প্রতিফলন করতে পারে না –
[A] পর্বতের সারি
[B] নদীর উঁচু পাড়
[C] ছোটো আয়না
[D] খালি হলঘরের দেয়াল
উত্তর:- [C] ছোটো আয়না
38. শব্দ নীচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে?
[A] কঠিন মাধ্যম
[B] তরল মাধ্যম
[C] গ্যাসীয় মাধ্যম
[D] শূন্যস্থান
উত্তর:- [A] কঠিন মাধ্যম
39. একটি জেট প্লেন সুপারসনিক বেগে চলছে এর ম্যাক সংখ্যা –
[A] 1-এর সমান
[B] 1-এর চেয়ে বেশি
[C] 1 অপেক্ষা কম
[D] 100 -এর সমান
উত্তর:- [B] 1-এর চেয়ে বেশি
শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Physical Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Physical Science Question and Answer Suggestion
1. ঘনীভবন ও তনুভবন কোন্ ধরনের তরঙ্গে সৃষ্টি হয়?
উত্তর- অনুদৈর্ঘ্য তরঙ্গে সৃষ্টি হয়।
2. অনুদৈর্ঘ্য তরঙ্গে কণার ও তরঙ্গের গতি কেমন হয়?
উত্তর- অনুদৈর্ঘ্য তরঙ্গ কণা গুলি, তরঙ্গের গতির সঙ্গে সমান্তরাল হয়।
3. শব্দোতর শব্দ কাকে বলে?
উত্তর- শব্দের কম্পাঙ্ক 20Hz কম হলে তাকে শব্দোতর শব্দ বলা হয়।
4. শব্দোত্তর শব্দ কাকে বলে?
উত্তর-শব্দের কম্পাঙ্ক 20KHz বেশি হলে তাকে শব্দেত্তর শব্দ বলা হয়।
5. বাদুড় ওড়ার সময় মুখ দিয়ে যে শব্দ উৎপন্ন করে তা শব্দেতর, শ্রুতিগোচর না শব্দোত্তর শব্দ?
উত্তর-বাদুড় ওড়ার সময় মুখ দিয়ে যে শব্দ উৎপন্ন করে তা হলো- শব্দেত্তর।
6. ময়লা জামাকাপড় পরিষ্কার করার জন্য কোন্ ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তর-ময়লা জামাকাপড় পরিষ্কার করার জন্য, শব্দেত্তর ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।
7. SONAR-এর পুরো কথাটি কী?
উত্তর-Sound Navigation And Ranging.
8. মনে করো তুমিও তোমার বন্ধু চাঁদে গিয়েছ। তোমার বন্ধু কোনো কথা বললে তুমি কি শুনতে পাবে?
উত্তর- চাঁদে কথা বললে শোনা যাবে না ।কারণ চাঁদে কোন বাতাস থাকে না ।শব্দ শুনতে গেলে জড়মাধ্যমের প্রয়োজন হয়।
9. কক্লিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কী?
উত্তর-অরগ্যান অফ কর্টি।
10. শব্দ হল——স্থিতিস্থাপক তরঙ্গ।
উত্তর-অনুদৈর্ঘ্য
11. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- সুরযুক্ত শব্দের প্রাবল্য (loudness) শব্দের তীব্রতা (intensity)-র ওপর নির্ভরশীল।
12. বেল বা ডেসিবেল কোন রাশির একক? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।
13. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- ইউস্টেচিয়ান নালী
14. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- সুপারসনিক
15. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।
16. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।
17. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- যাওয়া-আসা
18. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- বেল
19. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- মিথ্যা
20. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- অনুদৈর্ঘ্য
21. শূন্য লেভেল তীব্রতার মান 10−12W/m2 (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- সত্য
22. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- আকার
23. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।
24. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।
25. ______-এর ঘটনায় শব্দের বারবার প্রতিফলন ঘটে থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- অনুরণন
26. পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- পাখি যখন ওড়ে তখন তার ডানার কম্পাঙ্ক 20 Hz এর কম হয়, এটি হল শব্দেতর শব্দ তাই পাখি ওড়ার শব্দ শোনা যায় না।
27. তির্যক তরঙ্গের বিস্তারের সময় পর্যায়ক্রমে______ ও ______ উৎপন্ন হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- তরঙ্গশীর্ষ, তরঙ্গপাদ
28. কম্পাঙ্কের একক কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- কম্পাঙ্কের একক হাজ (hertz)।
29. সরল দোলকের গতি হল পর্যাবৃত্ত গতি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- সত্য
30. অডিটরি স্নায়ু শব্দকে গুরুমস্তিষ্কে পাঠায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- সত্য
31. কোনো শব্দতরঙ্গের কম্পাঙ্ক 25 Hz হলে পর্যায়কাল হবে ______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- 0.04 s
32. মানুষের কানের ইউস্টেচিয়ান নালীর কাজ কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- ইউস্টেচিয়ান নালী মধ্যকর্ণে ভিতরের ও বাইরের বায়ুচাপের মধ্যে সমতা বজায় রাখে।
33. সুর কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- একটিমাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে সুর বলে।
34. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।
35. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।
36. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- লোহার মধ্যে দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি৷
37. কানের গঠনের ভাগগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।
38. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- মিথ্যা
39. SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- শ্রবণোত্তর বা শব্দোত্তর
40. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz –এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।
41. বিস্তার কাকে বলে?
উত্তর- কম্পনশীল কোনো কণার সাম্যবস্থান থেকে সর্বোচ্চ সরণ কে বিস্তার বলে।
42. পর্যায়কাল কাকে বলে?
উত্তর- কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয়, তাকে পর্যায়কাল বলে।
43. প্রতিধ্বনি কাকে বলে?
উত্তর- শব্দ কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি রূপে পৃথকভাবে শোনা গেলে ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।
44. পর্যায়কালের অন্যোন্য হল——
উত্তর-কম্পাঙ্ক
45. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল—–
উত্তর- বেল (B)
46. মধ্যকর্ণের—–বাতাসের চাপ বজায় রাখে।
উত্তর-ইউস্টেচিয়ান নালী
47. উৎসে আকার বাড়লে শব্দের—- বাড়ে।
উত্তর-তীব্রতা
48. শব্দ শূন্যস্থানের মধ্য দিয়েও অগ্রসর হতে পারে।
উত্তর-মিথ্যা
49. শব্দতরঙ্গ বায়ুতে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে।
উত্তর-সত্য
50. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- অনুদৈর্ঘ্য
51. শূন্য লেভেল তীব্রতার মান 10−12W/m2 (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- সত্য
52. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- আকার
53. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।
54. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।
55. মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা 20Hz – 20 kHz |
উত্তর-সত্য
56. বস্তুর কম্পনে শব্দের সৃষ্টি হয়।
উত্তর-সত্য
57. শব্দ কি জাতীয় তরঙ্গ?
উত্তরঃ- স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ
58. বায়ু ও লোহার মধ্যে কোন্টিতে শব্দের বেগ বেশি?
উত্তরঃ- লোহাতে
59. শব্দের কম্পাঙ্কের একক কি?
উত্তরঃ- হার্ৎজ
60. শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ কি?
উত্তরঃ- সমুদ্রের গভীরতা পরিমাপ করা
61. শব্দের তীব্রতার একক কি?
উত্তরঃ- বেল
62. পুরুষ ও মহিলাদের মধ্যে কাদের গলার কম্পাঙ্ক বেশি?
উত্তরঃ- মহিলাদের
63. শব্দেতর শব্দ শুনতে পাই এমন একটি প্রাণীর নাম লেখ।
উত্তরঃ- হাতি
64. শব্দোত্তর শব্দ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম করো।
উত্তরঃ- বাদুড়
65. মানুষ কত ডেসিবেল তীব্র শব্দ সহ্য করতে পারে?
উত্তরঃ- 85 থেকে 90 ডেসিবেল
66. একটি প্রাকৃতিক ঘটনার উল্লেখ করো, যার দ্বারা প্রমাণ করা যায় যে শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম?
উত্তরঃ- বজ্রপাত
67. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যের জন্য শব্দদূষণ ঘটতে পারে?
উত্তরঃ- প্রাবল্য
68. পূর্ণ কম্পন বলতে কী বোঝো?
উত্তরঃ- কম্পনশীল বস্তুর কোন কণার গতিপথের যে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে তাকে একটি পূর্ণ কম্পন বলে।
69. অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?
উত্তরঃ- জড় মাধ্যমের কম্পনশীল কনাগুলির গতির সমান্তরালে, তরঙ্গ গতিশীল হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়।
70. তির্যক তরঙ্গ কাকে বলে?
উত্তরঃ- জড় মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কনা গুলির গতির সঙ্গে লম্বভাবে অগ্রসর হয় তবে এই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে।
71. তরঙ্গের কম্পাঙ্ক বলতে কী বোঝো?
উত্তরঃ- তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোন কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
72. শব্দের প্রতিফলন কাকে বলে?
উত্তরঃ- শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদতলে আপতিত হয় তখন শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে শব্দের প্রতিফলন বলে।
73. অনুরণন কাকে বলে?
উত্তরঃ- কোন শব্দ একাধিক প্রতিফলকে বারবার প্রতিফলিত হলে ঐ শব্দের একটানা অনেকগুলি প্রতিধ্বনি শোনা যায়। ফলে শব্দের রেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে। এই ঘটনাকে অনুরণন বলে।
74. শ্রুতিগোচর শব্দ বলতে কী বোঝো?
উত্তরঃ- শব্দের কম্পাঙ্ক 20 Hz থেকে 20000 Hz এর মধ্যবর্তী হলে সেই শব্দ মানুষের শ্রবণ এর অনুভূতি সৃষ্টি করে একে শ্রুতিগোচর শব্দ বলা হয়।
75. প্রাবল্য বলতে কি বোঝ?
উত্তরঃ- যে বৈশিষ্ট্যের জন্য আমরা কোন শব্দ থেকে জোরালো শব্দের পার্থক্য বুঝতে পারি তাকে বলা হয় প্রাবল্য।
76. শব্দের তীক্ষ্ণতা বলতে কী বোঝো?
উত্তরঃ- সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রবাল্যের মোটা, গম্ভীর বা খাদের শব্দ থেকে সুর বা চড়া শব্দের পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে।
77. শব্দের গুণ বা জাতি কাকে বলে?
উত্তরঃ- বিভিন্ন উৎস থেকে উৎপন্ন, একই তীব্রতা ও তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দকে যে বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা যায়, তাকে সুর যুক্ত শব্দের গুণ বা জাতি বলা হয়।
78. শব্দ দূষণ বলতে কী বোঝো?
উত্তরঃ- পরিবেশে অবাঞ্ছিত ও কানের সহনক্ষমতা বহির্ভূত উচ্চ ও তীক্ষ্ণতা বিশিষ্ট অস্বস্তিকর বিভিন্ন শব্দ যে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলা হয়।
79. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।
80. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।
81. কানের গঠনের ভাগগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।
82. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- মিথ্যা
83. SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- শ্রবণোত্তর বা শব্দোত্তর
84. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz –এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।
85. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- সুরযুক্ত শব্দের প্রাবল্য (loudness) শব্দের তীব্রতা (intensity)-র ওপর নির্ভরশীল।
86. বেল বা ডেসিবেল কোন রাশির একক? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।
87. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- ইউস্টেচিয়ান নালী
88. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- সুপারসনিক
89. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।
90. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? (এক কথায় উত্তর দাও)
উত্তর:- হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।
91. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- যাওয়া-আসা
92. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর:- বেল
93. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর:- মিথ্যা
” শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Physical Science Suggestion / Class 9 Physical Science Question and Answer / Class 9 Physical Science Suggestion / Class 9 Pariksha Physical Science Suggestion / Physical Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Physical Science Suggestion FREE PDF Download)
শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class 9 Physical Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Physical Science Suggestion / Class 9 Physical Science Question and Answer / Class 9 Physical Science Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Physical Science Exam Guide / Class 9 Physical Science Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Physical Science Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Physical Science Suggestion FREE PDF Download) সফল হবে।
শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
শব্দ (সপ্তম অধ্যায়) Class 9 Physical Science Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ] শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শব্দ (সপ্তম অধ্যায়) Class 9 Physical Science Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়)
শব্দ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান শব্দ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শব্দ (সপ্তম অধ্যায়) Class 9 Physical Science Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভৌত বিজ্ঞান | Class 9 Physical Science
নবম শ্রেণি ভৌত বিজ্ঞান (Class 9 Physical Science ) – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | শব্দ (সপ্তম অধ্যায়) | Class 9 Physical Science Suggestion ।
নবম শ্রেণির ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Physical Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়ক – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science Question and Answer, Suggestion | Class 9 Physical Science Question and Answer Suggestion | Class 9 Physical Science Question and Answer Notes | West Bengal Class 9th Physical Science Question and Answer Suggestion.
WBBSE Class 9th Physical Science Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়)
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Physical Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শব্দ (সপ্তম অধ্যায়) । Class 9 Physical Science Question and Answer Suggestion.
WBBSE Class 9 Physical Science Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শব্দ (সপ্তম অধ্যায়) | Class 9 Physical Science Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Physical Science Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
Class 9 Physical Science Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Physical Science Question and Answer নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Physical Science Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
Class 9 Physical Science Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Physical Science Suggestion Download WBBSE Class 9th Physical Science short question suggestion . Class 9 Physical Science Suggestion download Class 9th Question Paper Physical Science. WB Class 9 Physical Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 9 Physical Science Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Physical Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IX Physical Science Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Physical Science Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Physical Science Suggestion is provided here. Class 9 Physical Science Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer with FREE PDF Download Link
শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer শব্দ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer ”