দশম শ্রেণীর বাংলা : অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর বাংলা : অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer : অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1.  অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতাটির কবি হলেন—

[A] শঙ্খ ঘোষ

[B] জীবনানন্দ দাশ

[C] বিষ্ণু দে

[D] জয় গোস্বামী

Ans: [D] জয় গোস্বামী

2. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতাটির উৎস হল –

[A] পাখি , হুস

[B] ভালোটি বাসিব

[C] পাতার পোষাক

[D] ভুতুমভগবান

Ans: [C] পাতার পোষাক

3. জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল –

[A] মরুমায়া

[B] বনলতা সেন

[C] সর্বহারা

[D] ঘুমিয়েছ , ঝাউপাতা

Ans: [D] ঘুমিয়েছ , ঝাউপাতা

4. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতাটির মূলগ্রন্থ ‘ পাতার পোষাক ‘ – এর রচনাকাল –

[A] ১৯৯৭ খ্রিস্টাব্দ

[B] ২০০০ খ্রিস্টাব্দ

[C] ১৯৯৮ খ্রিস্টাব্দ

[D] ২০০১ খ্রিস্টাব্দ

Ans: [A] ১৯৯৭ খ্রিস্টাব্দ

5. ‘ পাতার পোষাক ‘ কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান –

[A] আনন্দ পুরস্কার

[B] সাহিত্য অকাদেমি পুরস্কার

[C] বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার

[D] কিছূল সাহিত্য পুরস্কার

Ans: [B] সাহিত্য অকাদেমি পুরস্কার

6. ‘ অস্ত্র ‘ শব্দের আক্ষরিক অর্থ –

[A] হাতিয়ার

[B] কণ্ঠসংগীত

[C] গুঞ্জন

[D] বাদ্যযন্ত্র

Ans: [A] হাতিয়ার

7. ‘ বিরুদ্ধে ‘ শব্দের আক্ষরিক অর্থ –

[A] বিপরীতে

[B] অমিল

[C] সহজে

[D] সামনে

Ans: [A] বিপরীতে

8. ‘ গান ‘ শব্দের আক্ষরিক অর্থ –

[A] নৃত্য

[B] রঙ্গরস

[C] গীতি

[D] সস্ত্র

Ans: [C] গীতি

9. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল—

[A] অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে

[B] ‘ গান বাঁধিবে সহস্ৰ উপায়ে

[C] অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে ‘

[D] অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো গানের দুটি পায়ে

Ans: [A] অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে

10. আমি এখন হাতে পায়ে ।

[A] লক্ষ

[B] হাজার

[C] শত

[D] একক

Ans: [B] হাজার

11. কবিতায় বর্ণিত ‘ আমি ’ হল –

[A] জনৈক আত্মীয়

[B] রাজা

[C] কবি স্বয়ং

[D] সৈনিক

Ans: [C] কবি স্বয়ং

12. আসি , উঠে দাঁড়াই । ‘

[A] সামনে

[B] দূরে

[C] এগিয়ে

[D] পিছনে

Ans: C] এগিয়ে

13. ‘ বুলেট ‘ – এর অর্থ হল –

[A] কাচের গুলি

[B] বন্দুকের গুলি

[C] প্লাস্টিকের খেলনা

[D] মানুষের শরীর

Ans: [B] বন্দুকের গুলি

14. কবি কীভাবে বুলেট তাড়ান ?

[A] শরীর দুলিয়ে

[B] মাথা নাড়িয়ে

[C] পা দুলিয়ে

[D] হাত নাড়িয়ে

Ans: [D] হাত নাড়িয়ে

15. কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ?

[A] কথা

[B] শব্দ

[C] ধ্বনি

[D] অস্ত্র

Ans: [D] অস্ত্র

16. ১। ‘অস্ত্র রাখতে হবে’ –

[A] বুকে

[B] হাতে

[C] পায়ে

[D] মাথায়

উত্তর- [C] পায়ে।

17. ২। কবি কী নাড়িয়ে বুলেট তাড়ান?

[A] মাথা

[B] শরীর

[C] পা

[D] হাত

উত্তর- [D] হাত নাড়িয়ে বুলেট তাড়ান।

18. ৩। কবি গানের বর্ম পরেছেন –

[A] অস্ত্র প্রতিরোধ করতে

[B] শব্দ প্রতিরোধ করতে

[C] আঘাত থেকে বাঁচতে

[D] মৃত্যু থেকে বাঁচতে

উত্তর- [A] অস্ত্র প্রতিরোধ করতে ।

19. ৪। কবি গায়ে কী পরেছেন?

[A] সুরের চাদর

[B] গানের বর্ম

[C] ভাষার পিয়ান

[D] কথার জামা

উত্তর- [B] গানের বর্ম পরেছেন।

20. ৫। কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন?

[A] অস্ত্র

[B] ধ্বনি

[C] পদ

[D] কথা

উত্তর- [A] অস্ত্র

21. ৬। “গান তো জানি” –

[A] একটা-দুটো

[B] দুটো-তিনটে

[C] তিনটে – চারটে

[D] চারটে-পাঁচটা

উত্তর- [A] একটা-দুটো।

22. ৭। “আঁকড়ে ধরে সে -খড়কুটো” – ‘খড়কূটো’ বলতে বোঝানো হয়েছে

[A] প্রানের কথাকে

[B] হাতিয়ারকে

[C] একটা -দুটো গানকে

[D] দু-চারটে গানকে

উত্তর- [C] একটা -দুটো গানকে বোঝানো হয়েছে ।

23. ৮। কবি গানের গায়ে মোছেন –

[A] অশ্রু

[B] রক্ত

[C] কান্না

[D] ঘাম

উত্তর- [B] রক্ত।

24. ৯। ধ্বংসের পৃথিবীতে সৃষ্টির কারিগর কে?

[A] চিল

[B] শকুন

[C] কোকিল

[D] অস্ত্র

উত্তর- [C] কোকিল।

25. ১০। ‘আমার শুধু একটা’ –

[A] তোতা

[B] কোকিল

[C] টিয়া

[D] ময়না

উত্তর- [B] কোকিল।

26. ১১। “গান বাঁধবে সহস্র উপায়ে” – কে গান বাঁধবে?

[A] চিল

[B] কোকিল

[C] শকুন

[D] ময়ূর

উত্তর- [B] কোকিল গান বাঁধবে।

27. ১২। “বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে” – বর্ম খুলে আদুড় গায়ে দাঁড়িয়ে থাকে –

[A] ঋষিবালক

[B] শিশু

[C] ভিখিরি

[D] মুনি

উত্তর- [A] ঋষিবালক।

28. ১৩। “বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে” – কী দেখতে বলা হয়েছে?

[A] গান ধরেছে ঋষিবালক

[B] গান দাঁড়াল ঋষিবালক

[C] গাল ভরাল ঋষিবালক

[D] গান করাল ঋষিবালক

উত্তর- [B] গান দাঁড়াল ঋষিবালক দেখতে বলা হয়েছে।

29. ১৪। ‘গান দাঁড়াল’ –

[A] বীরের মতো

[B] ঋষিবালকের মতো

[C] জ্ঞানীর মতো

[D] ফুলের মতো

উত্তর- [B] ঋষিবালকের মতো।

30. ১৫। “তোমায় নিয়ে বেড়াবে গান” –

[A] নদীতে, হাটে

[B] নদীতে, দেশগাঁয়ে

[C] সাগর, জলাশয়ে

[D] নদীতে, পুকুরে

উত্তর- [B] নদীতে, দেশগাঁয়ে।

31. গানের বর্ম আজ পরেছি ।

[A] পায়ে

[B] হাতে

[C] পাখায়

[D] গায়ে

Ans:

32. ‘ কর্ম ‘ শব্দের অর্থ –

[A] কবচ

[B] হার

[C] পুঁতি

[D] চামর

Ans: [A] কবচ

33.  ‘ গান তো জানি –

[A] একটা / তিনটা

[B] একটা / চারটা

[C] একটা / দুটো

[D] একটা / পাঁচটা

Ans: [C] একটা / দুটো

34. গান তো জানি একটা দুটো ‘ বলতে বলা হয়েছে –

[A] সামান্য

[B] মাঝারি

[C] অনেক

[D] অপ্রতুল

Ans: [A] সামান্য

35. ‘ আঁকড়ে ‘ শব্দটির অর্থ—

[A] জড়িয়ে

[B] পরিয়ে

[C] মাড়িয়ে

[D] ছড়িয়ে

Ans: [A] জড়িয়ে

36. ‘ আঁকড়ে ধরে সে – খড়কুটো ‘ — ‘ সে – খড়কুটো ‘ বলতে বোঝাচ্ছে –

[A] সামান্য সম্বল

[B] গুরুত্বহীন

[C] বহু মূল্যবান

[D] খাদ্য – জাতীয়

Ans: [A] সামান্য সম্বল

37. গানের গায়ে মোছা হয়—

[A] অস্ত্র

[B] চোখের জল

[C] ময়লা

[D] রক্ত

Ans: [D] রক্ত

38. মাথায় আছে শকুন অথবা –

[A] কাক

[B] চিল

[C] বক

[D] চড়াই

Ans: [B] চিল

39. সহস্র উপায়ে গান বাঁধত—

[A] চিল – শকুন

[B] শ্যামা

[C] কোকিল

[D] দোয়েল

Ans: [C] কোকিল

40. কোকিল হল—

[A] শরৎদূত

[B] বর্ষাদূত

[C] বসন্তদূত

[D] হেমন্তদূত

Ans: [C] বসন্তদূত

41. শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে –

[A] উদার মানুষকে

[B] সুযোগসন্ধানী মানুষকে

[C] ভালো মানুষকে

[D] সংখ্যালঘু মানুষকে

Ans: [B] সুযোগসন্ধানী মানুষকে

42. ‘ সহস্র উপায়ে ‘ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে –

[A] অনেক উপায়ে

[B] অল্প উপায়ে

[C] মধ্যম উপায়ে

[D] শাব্দিক উপায়ে

Ans: [A] অনেক উপায়ে

43. বর্ম খুলে দ্যাখো –

[A] জামা

[B] আদুড়

[C] নোংরা

[D] সুগন্ধ

Ans: [B] আদুড়

44. কবিতায় ঋষিবালকের প্রসঙ্গ রয়েছে –

[A] পরিত্রাতা হিসেবে

[B] কবিতাকথক হিসেবে

[C] স্বার্থান্বেষী হিসেবে

[D] কবি হিসেবে

Ans: [A] পরিত্রাতা হিসেবে

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

1. গানকে প্রচারের মুখ্য সহায়ক হিসেবে রেখে কবিতায় আর কার আবির্ভাব ঘটেছে ?

Ans: অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় গানকে প্রচারের মুখ্য সহায়ক হিসেবে রেখে মাথায় ময়ূরপালক গোঁজা এক ঋষিবালকের আবির্ভাব হয়েছে ।

2. কবিতায় ব্যবহৃত ঋষিবালকের মধ্যে কার ছায়াপাত ঘটেছে বলে তোমার ধারণা ।

অথবা , ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতার ঋষিবালক কীসের প্রতীক ।

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় ঋষিবালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন কবি । এই ঋষিবালকের মতো , তাঁরও মাথায় ময়ূরপালক গোঁজা থাকত বলে কল্পনা করা হয় । কবিকল্পিত ঋষিবালক যেন সুরপ্নাবী এক শান্তিময় পৃথিবীর দ্রুত বা প্রতীক ।

3. গান মানুষের সঙ্গী হয়ে কোথায় কোথায় বেড়াবে বলে কবিতায় উল্লেখ আছে ?

অথবা , ‘ তোমায় নিয়ে বেড়াবে গান গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ’ কবিতা অনুসারে গান মানুষকে সঙ্গী করে ঘুরে বেড়াবে নদীতে , দেশে ও গাঁয়ে অর্থাৎ গানের মধ্যে দিয়ে শান্তি ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দূরদূরান্তে ছড়িয়ে পড়বে এমনটাই কবির বিশ্বাস ।

4. কবির শেষ পঙ্ক্তিতে ‘ গানের দুটি পায়ে বলার কারণ কী ?

Ans: মানুষ তার ঔদ্ধত্যকে যেভাবে দেবতার চরণে নিবেদন করে তেমনই কবি অস্ত্রের বলে বলীয়ান অহংকারীদের মানবতার প্রতীক গানের পায়ে তাদের ঔদ্ধত্যের অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন ।

5. অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় গোস্বামী কী নিতে বলেছেন ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্র ধরার পরিবর্তে গানের সম্মোহনী শক্তিকে সম্বল করে পথ চলার কথা বলেছেন ।

6. ঋষিবালকের মাথায় কী গোঁজা রয়েছে ?

Ans: জয় গোস্বামীর ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা অনুসারে ঋষিবালকের মাথায় ময়ূরের পালক গোঁজা রয়েছে ।

7. ‘ গান দাঁড়াল ঋষিবালক ‘ – এ কথা বলার অর্থ কী ?

Ans: গান কেবল প্রতিবাদের বাহন নয় , যুদ্ধকে প্রতিহত করতে পারলে এই গানের মধ্যেই খুঁজে পাওয়া যায় শান্তি ও স্নিগ্ধতার মধুর সুর । এই কারণেই গান হয়ে যায় ‘ ঋষিবালক ‘ – এর ন্যায় শান্ত , স্নিগ্ধ ।

8. ‘ আঁকড়ে ধরে সে – খড়কুটো ‘ — ‘ সে – খড়কুটো ‘ বলতে কী বোঝানো হয়েছে ?

Ans: ‘ ‘ খড়কুটো ’ শব্দটির অর্থ শুকনো ঘাস বা বিচালি । ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি যুদ্ধ কিংবা মারণাস্ত্রের প্রয়োগে বিপর্যস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো সামান্য কিংবা তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন ।

9. ‘ আমি এখন হাজার হাতে পায়ে / এগিয়ে আসি , উঠে দাঁড়াই ’ — কাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে ?

Ans: অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা থেকে গৃহীত প্রদত্ত অংশটিতে যুদ্ধবিরোধী সাধারণ মানুষের এগিয়ে আসার কথা বলা হয়েছে ।

10. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কী ফেলার কথা বলা হয়েছে ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ’ কবিতায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

11. ‘ অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো’- কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে হাত থেকে নামিয়ে পায়ে রাখার কথা বলা হয়েছে ।

12. ‘ অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে বলতে কী বলা হয়েছে ? অথবা , ‘ অস্ত্র ফ্যালো’— কবি অস্ত্র ফেলার কথা বলেছেন কেন ?

Ans: কবির মতে , অস্ত্রের ব্যবহারে হিংসা , বিদ্বেষ বা মৃত্যুর মতো মানবতা – বিরোধী শক্তির বিকাশ ঘটে । এই অশুভ শক্তির বিনাশার্থে কবি ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় অস্ত্রকে পায়ে রাখতে বা পরিহার করতে বলেছেন ।

13. অস্ত্রের বিরুদ্ধে কবির হাজার হাতে – পায়ে এগিয়ে আসার অর্থ কী ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা অনুসারে অস্ত্র যেহেতু মানুষের দানববৃত্তির প্রকাশ , তাই তাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতেই কবি হাজার হাতে – পায়ে এগিয়ে আসার কথা বলেছেন ।

14. ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় হাত নাড়িয়ে কী তাড়ান ?

Ans: অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি হাত নাড়িয়ে বন্দুকের গুলি বা বুলেট তাড়ান । অর্থাৎ মানুষের পাশবিক প্রবৃত্তিকে অবজ্ঞা করে এগিয়ে চলেন ।

15. কবি ছুটে আসা বুলেটের প্রতিরোধ করতে কী ব্যবস্থা নেন ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা অনুসারে কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেটের প্রতিরোধ গড়তে গানের বর্ম ধারণ করেন ।

16. ‘ গানের বর্ম আজ পরেছি গায়ে বলার কারণ কী ?

Ans: কবির মতে , অশুভ শক্তির সঙ্গে অসহায় মানুষের ও মানবতার যে – সংগ্রাম , সেই সংগ্রামে অসহায় মানুষের অঙ্গাবরণ হল গান । গানই পারে অমঙ্গলের হাত থেকে মানবতাকে বাঁচাতে ।

17. ‘ গানের বর্ম আজ পরেছি গায়ে ‘ — গানের কর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন ?

Ans: জয় গোস্বামী তাঁর ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় আত্মবিশ্বাসী এই ভেবে যে , বিশ্বব্যাপী অস্ত্রের ঝনঝন শব্দকে তিনি গান দিয়ে জয় করবেন । তাই তিনি গানের বর্ম পরেছেন ।

18. ‘ গান তো জানি একটা দুটো – ‘ একটা দুটো ’ মানে কী ?

Ans: জয় গোস্বামীর ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় তিনি ‘ একটা দুটো ’ বলতে সামান্য কিছুকে ইঙ্গিত করেছেন । কবিতায় শব্দবন্ধটিকে কবি তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করে সাধারণের স্বল্প সাধ্যের কথা তুলে ধরেছেন ।

19. ‘ গান তো জানি … খড়কুটো— বলার কারণ কী ?  

Ans: উদ্ধৃত অস্ত্রের কাছে মানবতা আজ অসহায় । কবির বিশ্বাস সামান্য গানকে সম্বল করেই মানবতা প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব । গানের সীমিত শক্তিকে বোঝাতে ‘ খড়কুটো ’ শব্দটি ব্যবহৃত হয়েছে ।

20. ‘ খড়কুটো ’ শব্দের অর্থ কী ?

Ans: ‘ খড়কুটো ‘ শব্দটির প্রকৃত অর্থ বিচালি বা শুকনো ঘাস । দিশেহারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বন বোঝাতে শব্দটি ব্যবহৃত হয় ।

21. ‘ রক্ত মুছি গানের গায়ে — কথাটির অর্থ কী ?

Ans: অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতার কথক গানের গায়ে রক্ত মোছেন । এখানে ‘ রক্ত ‘ হয়ে ওঠে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক । আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টিশীলতা ।

22. কবির গানের গায়ে রক্ত মোছার কারণটি কী ?

Ans: বিশ্বব্যাপী যে – হানাহানি শুরু হয়েছে তা আসলে মনুষ্যত্বের অবক্ষয় । মানুষের সৃজনশীলতাই একমাত্র এই অবক্ষয় বুখতে পারে । তাই কবি রক্তকে গানের গায়ে মুছতে চান ।

23. ‘ মাথায় কত শকুন বা চিল’— ‘ শকুন বা চিল শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

Ans: অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতানুসারে ‘ শকুন বা চিল ‘ এই দুটি মাংসাশী পাখিকে যুদ্ধবাজ , ক্ষমতালিপু ও সুযোগসন্ধানী মানুষের প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে । সংখ্যায় এরা অল্প হলেও , মানবেতিহাসে এদের উপস্থিতি চিরকালীন ।

24. কবি কাকে সম্বল করে গান বাঁধতে চান ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতানুসারে কবি শুধু তাঁর বুকের ভেতরের কোকিলটিকে নিয়ে নানান উপায়ে গান বাঁধবার কৌশল আয়ত্ত করে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান ।

25. অন্য কোনো গান গাওয়া পাখির উপস্থিতি না- ঘটিয়ে কবিতায় কেন কোকিলের অবতারণা করা হয়েছে ?

Ans: হিংসাকে জয় করতে পারে হৃদয়ের মাধুর্য , তারুণ্য ও যৌবন । কোকিল হল বসন্তের অগ্রদূত , তারুণ্য ও মাধুর্যের প্রতীক । তাই ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কোকিলের অবতারণা করা হয়েছে ।

26. কবি কেন কোকিলকে সহস্র উপায়ে গান বাঁধতে বলেছেন ?

Ans: কোকিলের সহস্র উপায়ে গান বাঁধা বলতে ঔদ্ধত্যের সঙ্গে লড়াইতেও কৌশলী হওয়া কাম্য , তা বোঝাতেই কবি এমন উক্তি করেছেন ।

27. কবিতায় ‘ অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে ‘ বলতে কী বোঝানো হয়েছে ?

Ans: অস্ত্রের অবস্থান কখনও উচ্চ আসনে হতে পারে না । তার অবস্থান সবসময় পায়ে অর্থাৎ নীচে হওয়াই বাঞ্ছনীয় বলে উক্ত পঙ্ক্তিতে বলা হয়েছে ।

28. ‘ বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে বলতে কবি কী বলেছেন ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশে কবি , ‘ বর্ম ’ বলতে ক্ষমতা , বিদ্বেষ , অহংকার , লোভ , মোহ প্রভৃতির ‘ ধর্ম ‘ খুলে দেখার কথা বলেছেন ।

29. ‘ আদুড় ‘ শব্দটি কবিতায় কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে ?

Ans; ‘ আদুড় ‘ শব্দের অর্থ খোলা বা অনাবৃত । কবিতায় এই শব্দটি ব্যবহারের মাধ্যমে কবি হিংসা বা বিদ্বেষপূর্ণ মনোভাবের আবরণ খুলে উদার হওয়ার কথা বলেছেন ।

30. গান দাঁড়াল ঋষিবালক”—ঋষিবালকের মাথায় কী ছিল?

উত্তর: ঋষিবালকের মাথায় ময়ূরপালক গোঁজা ছিল।

31. “তোমার নিয়ে বেড়াবে গান”—কথাটির অর্থ কী?

উত্তর: গানের কথা ও সুরের মধ্য দিয়ে শ্রোতার মন সর্বত্রগামী হয়—এ-কথাই বোঝানো হয়েছে উদ্ধৃত পঙ্ক্তিতে |

32. অস্ত্র’ ও ‘গান’ শব্দ দুটি কবিতায় কতবার করে আছে?

উত্তর: ‘অস্ত্র’ শব্দটি কবিতায় ছ-বার এবং ‘গান’ শব্দটি সাতবার করে আছে।

33. ‘ গানের বর্ম আজ পরেছি গায়ে গানের বর্ম পরে কী করছেন ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেট প্রতিরোধের জন্য গানের বর্ম ধারণ করেছেন । অর্থাৎ তিনি মানুষের পৈশাচিক সত্তাকে প্রতিহত করতে গানের মূর্ছনাকে রক্ষাকবচ হিসেবে তুলে ধরেছেন ।

34. ‘ অস্ত্র ফ্যালো’— এই শব্দবন্ধটি বারবার উচ্চারণের কারণ কী ?

Ans: মানবতা – বিরোধী সমস্ত রকম শক্তিকে প্রতিহত করতে উন্মুখ কবি ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় ‘ অস্ত্র ফ্যালো ‘ শব্দবন্ধনটিকে ধ্রুবপদের মতো বারবার উচ্চারণ করেন ।

35. ‘ হাত নাড়িয়ে বুলেট তাড়াই’— কবি কেন এ কথা বলেছেন ?

Ans: প্রশ্নোদৃত উক্তিটির মাধ্যমে ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতায় কবি মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে , সৎসাহস আর মানবিকতায় ভর করে এগিয়ে চলার কথা বলেছেন ।

36. ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো’ -কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? [মাধ্যমিক 17]

উত্তর- যুদ্ধবিরোধী ভাবনায় উদ্‌বুদ্ধ কবি জয় গোস্বামী তাঁর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্রকে নামিয়ে পায়ে রাখার আবেদন জানিয়েছেন।

37. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র রাখো’ বলার অর্থ কী?

উত্তর- ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র রাখো’-র অর্থ হল অস্ত্র পরিহার করো বা পরিত্যাগ করো। অর্থাৎ হানাহানি মারামারি থেকে বিরত থাকার কথাই বলেছেন কবি জয় গোস্বামী।

38. ‘কবি জয় গোস্বামী কোন প্রেক্ষিতে অস্ত্র ফেলার আবেদন জানান?

উত্তর- অস্ত্রের অবাধ ব্যবহারে পৃথিবী আজ বিপন্ন, হিংসা-হানাহানি দাঙ্গায় বিপর্যস্ত। এই বারুদের স্তূপে শান্তির আবহ সৃষ্টি করতেই কবির অস্ত্র সংবরণের আবেদন।

39. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি হাত নাড়িয়ে কী তাড়ান?

উত্তর- ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান।

40.  “গানের বর্ম আজ পরেছি গায়ে” – এ কথা বলার কারণ কী?

উত্তর- ‘গানের বর্ম’ আসলে যুদ্ধবিরোধী রক্ষাকবচ। কবি আশাবাদী যে, গানই মানুষের মনের সুকুমার বৃত্তির জাগরণ ও পাশব বৃত্তির অপসারণ ঘটাবে এবং বিশ্বজনীন যুদ্ধভাবনার অবসান ঘটাবে।

41.  “গান তো জানি একটা দুটো” – ‘একটা দুটো’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর- কবি প্রশ্নোক্ত অংশে ‘একটা দুটো’ শব্দবন্ধ ব্যবহার করে তাঁর সীমিত ক্ষমতার কথা উল্লেখ করেছেন। তবে তিনি আশাবাদী, এই সীমিত ক্ষমতাই সকলের মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হবে।

42.  “আঁকড়ে ধরে সে -খড়কূটো” – কবি ‘খড়কূটো’ বলতে কী বুঝিয়েছেন?

উত্তর- ‘খড়কূটো’ শব্দের সাধারণ অর্থ শুকনো ঘাস, বিচালি ও ডালপালার টুকরো। তবে কবিতায় কবি শেষ ও সামান্য অবলম্বন অর্থে শব্দটি ব্যবহার করেছেন।

43. “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কথাটির অর্থ কী?

উত্তর- হিংসা, আগ্রাসনের অস্ত্রের আঘাতে মানবতা আজ রকাক্ত। মনুষ্যত্বের এই রক্তক্ষয়ী অপচয়কে গানের মতো সৃষ্টিশীলতা দিয়েই প্রতিরোধ বা প্রশমিত করা সম্ভব।

44. “আমার শুধু একটা কোকিল” -কোকিল কী করবে?

উত্তর- কোকিল এখানে শুভবুদ্ধি তথা শুদ্ধ বাতাবরণের প্রতীক। তার গানের সুমধুর সুর সহস্র উপায়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবে ও যুদ্ধভাবনার অবসান ঘটাবে।

45. “বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে” – ‘আদুড় গায়ে’ বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর- ‘আদুড়’ কথার অর্থ হল আবরণহীন অর্থাৎ ‘আদুড় গায়ে’ মানে খালি গায়ে। আর এই আদুড় গায়ে থাকা এক ঋষিবালকের অবয়ব বর্ণনা করেছেন কবি। তাই ‘অদুড় গায়ে’ কথাটির মধ্য দিয়ে তিনি ঋষিবালকের অপাপবিদ্ধ প্রতিমূর্তিটিকে বোঝাতে চেয়েছেন।

46.  ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘ঋষিবালক’ কীসের প্রতীক?

উত্তর- ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘ঋষিবালক’ গানের তথা শান্তির বার্তার প্রতীক।

47. বর্ম খুলে দ্যাখো’- ‘ বর্ম ‘ খুললে কী দেখা যায় ?

Ans: ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিতে কবি ‘ বর্ম ’ বলতে এখানে , হিংসা , লোভ – বিদ্বেষ – ক্ষমতা ও অহংকারের অমানুষী বর্ম খুলে দেখার কথা বলেছেন ।

48. ‘ উন্মাদের পাঠক্রম ‘ কাব্যগ্রন্থটির রচয়িতার নাম কী ?

Ans: ‘ উন্মাদের পাঠক্রম ’ কাব্যগ্রন্থটির রচয়িতার নাম জয় গোস্বামী

49. “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”—কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে?

উত্তর: কবি জয় গোস্বামী ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের পায়ে অস্ত্র ফেলার কথা বলেছেন।

50. কবি অস্ত্রকে কোথায় সমর্পণ করতে বলেছেন?

উত্তর: কবি পায়ের কাছে অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন।

51. কবি গানকে কীভাবে ব্যবহার করেন?

উত্তর: কবি গানকে বর্মের মতো ব্যবহার করে শরীরে পরে থাকেন।

52. হাজার হাতে পায়ে কবি কী করেন?

উত্তর; হাজার হাতে পায়ে কবি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান।

53.  “গানের বর্ম আজ পরেছি গায়ে”—গানের বর্ম পরিধান করে কবি কোন্ কাজ করতে পারেন?

উত্তর: গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম।

54. “আঁকড়ে ধরে সে-খড়কুটো”—কবি ‘খড়কুটো’ বলতে কী বুঝিয়েছেন?

উত্তর: কবি ‘খড়কুটো’ বলতে তাঁর জানা একটা দুটো গানের কথা বলেছেন।

55. “মাথায় কত শকুন বা চিল”—শকুন এবং চিলেরা কীসের প্রতীক?

উত্তর: শকুন এবং চিলেরা হিংস্রতার এবং নৃশংসতার প্রতীক |

56. পানের গায়ে কবি কী করেন?

উত্তর: গানের গায়ে কবি রক্ত মোছেন।

57. আমার শুধু একটা কোকিল”—কোকিলটি কী করে?

উত্তর: চারপাশের হিংস্রতার মধ্যে কোকিলটি হাজার উপায়ে গান বাঁধে।

58. “বর্ম খুলে দ্যাখো…” –বর্ম খুললে কী দেখা যায়?

উত্তর: বর্ম খুললে দেখা যায় গান ঋষিবালকের মতো দাঁড়িয়ে আছে ।

59. গান দাঁড়াল ঋষিবালক” —এ কথা বলার অর্থ কী?

উত্তর: গান শুধু প্রতিবাদের বাহন নয়, যুদ্ধকে প্রতিহত করতে পারলে গানের মধ্যেও স্নিগ্ধতা ও শান্তি খুঁজে পাওয়া যায় | আর গান তখন হয়ে যায় ‘ঋষিবালক’-এর মতো স্নিগ্ধ ও শান্ত |

” অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন উত্তর

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর। অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন ও উত্তর | অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরঅস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী

দশম শ্রেণির বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

দশম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন উত্তর | অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | Class 10 Bengali  Suggestion

দশম শ্রেণির বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা সহায়ক – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer, Suggestion | Class 10 Bengali  Question and Answer Suggestion | Class 10 Bengali  Question and Answer Notes | West Bengal Class 10th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 10th Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরঅস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী

দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion

WBBSE Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর । অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class 10 Bengali  Suggestion download Class 10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is provided here. Class 10 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer with FREE PDF Download Link

অস্ত্রের বিরুদ্ধে গান (কবিতা) জয় গোস্বামী দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad