নবম শ্রেণীর ইতিহাস : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th History [Chapter – II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ইতিহাস : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th History [Chapter – II] Question and Answer

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Question and Answer : ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th History Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX History Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ফরাসি রাজ পঞ্চদশ লুই-এর শাসনকাল ছিল—

[A] 1710-1774 খ্রিস্টাব্দ

[B] 1715-1774 খ্রিস্টাব্দ

[C] 1715-1780 খ্রিস্টাব্দ

[D] 1720-1744 খ্রিস্টাব্দ

উত্তর- [B] 1715-1774 খ্রিস্টাব্দ

2. ট্রেইলি ছিল–

[A] সামন্ত কর

[B] ভূমি কর

[C] অতিরিক্ত প্রত্যক্ষ কর

[D] লবণ কর

উত্তর- [B] ভূমি কর

3. নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল—

[A] 1789 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর

[B] 1790 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর

[C] 1791 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর

[D] 1791 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর

উত্তর- [D] 1791 খ্রিস্টাব্দে 30 সেপ্টেম্বর

4. ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত—

[A] বুরবো বংশ

[B] অটোমান বংশ

[C] ক্যারোলিঞ্জিয় বংশ

[D] অর্লিয়েন্স বংশ

Ans.- [A] বুরবো বংশ

5. ডাঃ গিলোটিনের মৃত্যু হয়—

[A] ফাসিতে

[B] গুলিতে

[C] গিলোটিনে

[D] আত্মহত্যা করে

উত্তর- [C] গিলোটিনে

6. ফরাসি বিপ্লব হয়েছিল—

[A] 1786 খ্রিস্টাব্দে

[B] 1789 খ্রিস্টাব্দে

[C] 1790 খ্রিস্টাব্দে

[D] 1799 খ্রিস্টাব্দে

উত্তর- [B] 1789 খ্রিস্টাব্দে

7. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন—

[A] রোবসপিয়ার

[B] মিরাব্যু

[C] দাঁতো

[D] অ্যাবে সিয়েস

উত্তর- [A] রোবসপিয়ার

8. ফ্রান্স ছিলভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ এ কথা বলেছিলেন—

[A] এডমন্ড বার্ক

[B] অ্যাডাম স্মিথ

[C] কুইসনে

[D] দিদেরো

উত্তর- [B] অ্যাডাম স্মিথ

9. ক্যালোন ছিলেন ফ্রান্সের –

[A] সেনাপতি

[B] বিদেশমন্ত্রী

[C] প্রধানমন্ত্রি

[D] অর্থমন্ত্রী

উত্তর- [D] অর্থমন্ত্রী

10. ডাঃ গিলোটিনের মৃত্যু হয়—

[A] ফাসিতে

[B] গুলিতে

[C] গিলোটিনে

[D] আত্মহত্যা করে

উত্তর- [C] গিলোটিনে

11. ভালমির যুদ্ধ হয়েছিল –

[A] 1789 খ্রিস্টাব্দে

[B] 1790 খ্রিস্টাব্দে

[C] 1791 খ্রিস্টাব্দে

[D] 1792 খ্রিস্টাব্দে

উত্তর- [D] 1792 খ্রিস্টাব্দে

12. ফ্রান্সের কর কাঠামোয় ‘গ্যাবেলা’ ছিল—

[A] ভূমিকর

[B] উৎপাদন কর

[C] আয়কর

[D] লবণ কর

উত্তর- [D] লবণ কর

13. সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষিত হয় 1789 খ্রিস্টাব্দে

[A] 26 জুন

[B] 26 আগস্ট

[C] 14 জুলাই

[D] 26 সেপ্টেম্বর

উত্তর- [B] 26 আগস্ট

14. প্রাক্ বিপ্লবযুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে –

[A] ইনটেনডেন্ট নামক কর্মচারীদের

[B] বিচারকদের

[C] অভিজাতদের

 [D] বুর্জোয়াদের

উত্তর- [A] ইনটেনডেন্ট নামক কর্মচারীদের

15. ‘ক্ষমতা বিভাজন নীতির কথা বলেন  –

[A] অ্যাডাম স্মিথ

[B] রুশো

[C] ভলতেয়ার

[D] মন্তেস্কু

উত্তর- [D] মন্তেস্কু

16. ‘আমিই রাষ্ট্র’ এ কথা বলেছিলেন –

[A] চতুর্দশ লুই

[B] পঞ্চদশ লুই

[C] ষোড়শ লুই

[D] নেপোলিয়ন বোনাপার্ট

উত্তর- [A] চতুর্দশ লুই

17. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বে নেতৃত্ব দেন—

[A] রোবসপিয়ার

[B] মিরাব্যু

[C] দাঁতো

[D] অ্যাবে সিয়েস

উত্তর- [A] রোবসপিয়ার

18. বাস্তিল হল ফ্রান্সের –

[A] রাজপ্রাসাদ

[B] দুর্গ

[C] গির্জা

[D] বিশ্ববিদ্যালয়

উত্তর- [B] দুর্গ

19. কান্ট ছিলেন একজন –

[A] ফরাসি চিন্তাবিদ

[B] ব্রিটিশ কবি

[C] জার্মান চিন্তাবিদ

[D] পোর্তুগিজ নাট্যকার

উত্তর- [A] ফরাসি চিন্তাবিদ

20. দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল—

[A] মার্চ, 1790 খ্রি

[B] ফেব্রুয়ারি 1791 খ্রি

[C] আগস্ট, 1792 খ্রি

[D] মে, 1793 খ্রি

উত্তর- [C] আগস্ট, 1792 খ্রি

21. ম্যারাট ছিলেন—

[A] জ্যাকোবিন নেতা

[B] জিরন্ডিস্ট নেতা

[C] জাতীয় সভার সভাপতি

[D] জাতীয় রক্ষীবাহিনীর প্রধান

উত্তর- [A] জ্যাকোবিন নেতা

22. 1791 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই দেশত্যাগ করতে গিয়ে ধরা পড়েন –

[A] 21 ফেব্রুয়ারি

[B] 20 মার্চ

[C] 21 জুন

[D] 25 জুলাই

উত্তর- [C] 21 জুন

23. ‘দি পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটি লিখেছেন –

[A] রুশো

[B] ভলতেয়ার

[C] মন্তেস্কু

[D] দিদেরো

উত্তর- [C] মন্তেস্কু

24. ফ্রান্সের কর ব্যবস্থায় টাইথ ছিল—

[A] লবণ কর

[B] আয়কর

[C] ধর্ম কর

[D] ভূমি কর

উত্তর- [C] ধর্ম কর

25. ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয়—

[A] 1795 খ্রিস্টাব্দে

[B] 1789 খ্রিস্টাব্দে

[C] 1791 খ্রিস্টাব্দে

[D] 1793 খ্রিস্টাব্দে

উত্তর- C

26. নূতন প্রজাতন্ত্র বর্ষপঞ্জী প্রবর্তিত হয়—

[A] সংবিধানের কার্যকালে

[B] সন্ত্রাসের রাজত্বকালে

[C] ডাইরেক্টরি শাসনকালে

[D] কনসুলেট শাসনকালে

উত্তর- [B] সন্ত্রাসের রাজত্বকালে

27. ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল—

[A] ফ্রান্সের রাজবংশ

[B] ফ্রান্সের অভিজাত শ্রেণি

[C] ফ্রান্সের যাজক শ্রেণি

[D] ফ্রান্সের সাধারণ জনগণ

উত্তর- [D] ফ্রান্সের সাধারণ জনগণ

28. ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন—

[A] রুশো

[B] ভলতেয়ার

[C] অ্যাডাম স্মিথ

[D] মন্তেস্ক

উত্তর- [C] অ্যাডাম স্মিথ

29. ধমর্যাজকদের সংবিধান (Civil Constitution of the Clergy, 1791) দ্বারা –

[A] গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে

[B] গির্জার ওপরে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়

[C] গির্জার ওপরে পোপের কর্তৃত্ব একটু হ্রাস পায়

[D] কোনোটিই নয়

উত্তর- [A] গির্জার ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটে

30. সংবিধান সভার নেতৃত্বে ফ্রান্সে সামন্তপ্রথার অবসান ঘটানো হয় 1789 খ্রিস্টাব্দে –

[A] 4 জুলাই

[B] 4 আগস্ট

[C] 26 আগস্ট

[D] 20 জুন

উত্তর- [B] 4 আগস্ট

31. অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা ‘গণ্যমান্যদের পরিষদ’ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী –

[A] লুই তুর্গো

[B] নেকার

[C] ক্যালোন

[D] ব্রিয়া

উত্তর- [C] ক্যালোন

32. ফ্রান্সেইনটেনডেন্ট’গণ ছিল—

[A] সরকারি কর্মচারী

[B] রাজবন্দি

[C] বেসরকারি কর্মচারী

[D] সংগীত শিল্পী

উত্তর- [A] সরকারি কর্মচারী

33. ফরাসি সমাজেঅধিকারহীন’ শ্রেণি বলা হত –

[A] যাজক ও অভিজাতদের

[B] সাঁ কুলোৎদের

[C] অভিজাতদের

[D] যাজকদের

উত্তর- [B] সাঁ কুলোৎদের

34. ফরাসি রাজ চতুর্দশ লুই-এর শাসনকাল ছিল—

[A] 1643-1715 খ্রিস্টাব্দ

[B] 1643-1720 খ্রিস্টাব্দ

 [C] 1660-1720 খ্রিস্টাব্দ

 [D] 1663 -1715 খ্রিস্টাব্দ

উত্তর- [A] 1643-1715 খ্রিস্টাব্দ

35. রাজা যোড়শ লুই দেশত্যাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ফ্রান্সের যে স্থানে ধরা পড়েন তা হল –

[A] ভার্সাই

[B] তুলো

[C] নান্টেস

[D] ভারেনে

উত্তর- [D] ভারেনে

36. প্রাক্ বিপ্লবযুগে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে –

[A] ইনটেনডেন্ট নামক কর্মচারীদের

[B] বিচারকদের

[C] অভিজাতদের

[D] বুর্জোয়াদের

উত্তর- [A] ইনটেনডেন্ট নামক কর্মচারীদের

37. ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত—

[A] বুরবো বংশ

[B] অটোমান বংশ

[C] ক্যারোলিঞ্জিয় বংশ

[D] অর্লিয়েন্স বংশ

উত্তর- [A] বুরবো বংশ

38. অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা ‘গণ্যমান্যদের পরিষদ’ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী –

[A] লুই তুর্গো

[B] নেকার

[C] ক্যালোন

[D] ব্রিয়া

উত্তর- [C] ক্যালোন

39. নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয়—

[A] সংবিধানের কার্যকালে

[B] সন্ত্রাসের রাজত্বকালে

[C] ডাইরেক্টরি শাসনকালে

[D] কনসুলেটের শাসনকালে

উত্তর- [B] সন্ত্রাসের রাজত্বকালে

40. ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল—

[A] ফ্রান্সের রাজবংশ

[B] ফ্রান্সের অভিজাত শ্রেণি

[C] ফ্রান্সের যাজক শ্রেণি

[D] ফ্রান্সের সাধারণ জনগণ

উত্তর- [D] ফ্রান্সের সাধারণ জনগণ

41. ফিজিওক্র্যাটুগণ ছিলেন একশ্রেণির –

[A] রাজনীতিবিদ

[B] অর্থনীতিবিদ

[C] সাহিত্যিক

[D] দার্শনিক

উত্তর- [B] অর্থনীতিবিদ

42. ফ্রান্সে অষ্টাদশ শতকে শাসন করত—

[A] বুরবো বংশ

[B] অটোমান বংশ

[C] ক্যারোলিঞ্জিয় বংশ

[D] অর্লিয়েন্স বংশ

উত্তর- [A] বুরবো বংশ

43. রবার্ট পামার এর মতে ফরাসি বিপ্লব আসলে –

[A] বিশ্ব বিপ্লব

[B] ইউরোপীয় বিপ্লব

[C] মহাদেশীয় বিপ্লব

[D] কোনো বিপ্লবই নয়

উত্তর- [B] ইউরোপীয় বিপ্লব

44. শেষবারের মতো স্টেটস জেনারেলের অধিবেশন বসেছিল—

[A] 1789 খ্রিস্টাব্দে

[B] 1614 খ্রিস্টাব্দে

[C] 1641 খ্রিস্টাব্দে

[D] 1714 খ্রিস্টাব্দে

উত্তর- [B] 1614 খ্রিস্টাব্দে

45. নতুন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয়—

[A] সংবিধানের কার্যকালে

[B] সন্ত্রাসের রাজত্বকালে

[C] ডাইরেক্টরি শাসনকালে

[D] কনসুলেটের শাসনকালে

উত্তর- [B] সন্ত্রাসের রাজত্বকালে

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 History Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) History Question and Answer Suggestion

1.  ভলতেয়ারের প্রকৃত নাম কী ?

উত্তর- ফ্রাঁসোয়া মারি আরোয়েৎ।

2.  ভলতেয়ারের লিখিত গ্রন্থের নাম লেখ ?

উত্তর- ফিলজফিক্যাল লেটার্স, কাঁদিদ।

3.  রুশোর লেখা গ্রন্থের নাম লেখ ?

উত্তর- Social Contract, Origin in inequality.

4.  সাঁ-কুলোৎ -কাদের বলা হতো ?

উত্তর- ‘কুলোৎ’ শব্দের অর্থ যারা ব্রিচেশ বা লম্বা মোজা পড়ে না।  ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষদের এই মোজা পরার অধিকার ছিল না। তাই তারা নিজেদের শ্লেষাত্মক ভঙ্গিতে সাঁ-কুলোৎ বলে পরিচয় দিত। প্রকৃতপক্ষে সাঁ-কুলোৎ বলতে শহরের খেটে খাওয়া মানুষদের বোঝায়।

5.  লবণের উপর কর ছিল ?

উত্তর- গ্যাবেল।

6.  উৎপাদন ভিত্তিক আয়কর ছিল ?

উত্তর- কপিতা সিয়।

7.  স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর ছিল ?

ভ্যান্তিয়াম।

8.  বেগার শ্রম ছিল ?

উত্তর- করভি।

9.  মদ ও তামাকজাত পণ্যের উপর কর ?

উত্তর- এইদস

10. জীবজন্তু ও মৎস শিকারের উপর কর ছিল ?

উত্তর- দ্রোয়া দ্য কলভিয়ে এ দ্য শাস।

11.  উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ দিতে হত ?

উত্তর- বানালিতে।

12.  অষ্টাদশ শতকে ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ?

উত্তর- তিনটি, যথা – যাজক, অভিজাত  ও তৃতীয় সম্প্রদায়।

13.  ষোড়শ লুই- য়ের স্ত্রীর নাম কী ?

উত্তর- মেরী আতোয়ানেৎ।

14.  ফ্রান্সের তৃতীয় শ্রেণি নামে কারা পরিচিত ছিল ?

উত্তর- প্রাক -বিপ্লব যুগে ফ্রান্সে মধ্যবিত্ত কৃষক, শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, বণিক, দোকানদার, আইনবিদ ইত্যাদি পেশার অন্তর্ভুক্ত মানুষ যারা 97% তারা তৃতীয় শ্রেণি নামে পরিচিত।

15. রোবসফিয়র কে ছিলেন ?

উত্তর- ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য যার অবদান ছিল সবথেকে বেশি তিনি হলেন রোবসফিয়র।  তিনি জেকোবিন ক্লাবের প্রধান নেতা ছিলেন।

16.  ফরাসি সম্রাট কেন স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করে ?

উত্তর- স্টেটস জেনারেলে তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের দাবী ফরাসি সম্রাট মানতে রাজি না হওয়ায় তাদের মনোভাবে ভীত হয়ে তিনি স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করে দেন।

17. টেনিস কোর্টের শপথ কী ?

উত্তর- ফ্রান্সের রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন বন্ধ করে দিলে। 1789 খ্রিষ্টাব্দের  20 শে জুন তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা মিরাবোর নেতৃত্বে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে শপথ নেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা না পর্যন্ত তারা জাতীয় সভা ত্যাগ করবে না যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।

18. ব্যক্তি ও নাগরিকের ঘোষণা কী ?

উত্তর- ফরাসি সংবিধান সভা 1789 খ্রিষ্টাব্দের 26 শে আগস্ট এক ঘোষণা পত্রের মাধ্যমে নতুন সংবিধান আদর্শ বিধিবদ্ধ করেন যা ব্যক্তি ও নাগরিকের ঘোষণা নামে পরিচিত।  এই ঘোষণা পত্রের মূল কথা ছিল, স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মজাত অধিকার এবং আইনের চোখে সবাই সমান।

19.  বিশ্ব কোষের রচয়িতা কে ?

উত্তর- দিদেরো দ্যা এলেমবার্ট।

20. টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন ?

উত্তর- জ্যাকোবিন ক্লাবের।

21. ফ্রান্সে দ্বিতীয় কোয়ালিশন কবে গঠিত হয় ?

উত্তর- 1798 খ্রি :

22. ক্ষমতা বিভাজন নীতির প্রবক্তা কে ?

উত্তর- মন্তেস্কু

23. গিলোটিন কী ?

শিরচ্ছেদ করার যন্ত্র। .

24. কাকেঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত?(এক কথায় উত্তর:- দাও)

উত্তর- ভার্সাইয়ের রাজপ্রাসাদকে ‘ঐশ্বর্যের ইন্দ্রপুরী’ বলা হত।

25. কোন্ রাজার শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল?(এক কথায় উত্তর:- দাও)

উত্তর- ফরাসি রাজা যোড়শ লুই-এর শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল।

26. দ্রোয়া দ্য কলবিয়ে এ দ্য শাস কী? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- জীবজন্তু ও মাছ শিকার করার সীমান্ততান্ত্রিক অধিকার।

27. ‘কেবল আমি আর তুর্গো দেশকে ভালোবাসি’—এখানে আমি কে? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- এখানে আমি বলতে বোঝানো হয়েছে রাজা ষোড়শ লুইকে।

28. টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- মিরাব্যু ও অ্যাবে সিয়েস-এর নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়।

29. রুশো প্রথম সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

30. বুর্জোয়া শব্দের অর্থ কী? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- বুর্জোয়া শব্দের অর্থ পুঁজিপতি বা ধনতান্ত্রিক শ্রেণি।

31. দার্শনিকরাই ফরাসি বিপ্লব সংগঠিত করেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

32. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

33. ‘কাঁদিদ’ গ্রন্থটির রচয়িতা মন্তেস্কু। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- মিথ্যা

34. নারী অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেন? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- নারী অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেন অলিম্পে দ্য গৌজেস।

35. ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল ফরাসি সংবিধান সভার শাসনকালে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- মিথ্যা

36. ফ্রান্সে কার শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- রোবসপিয়ারের শাসনকালকে ‘লাল সন্ত্রাস বলা হয়।

37. কারা, কবে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- জাতীয় মহাসভা।

38. প্রাক্-বিপ্লব ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখো। (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- প্রাক্-বিপ্লব ফ্রান্সের পরোক্ষ করের নাম এডস্ বা আবগারি শুল্ক, গ্যাবেলা বা লবণ কর।

39. সন্ত্রাসের শাসন 13 মাস চলেছিল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

40. কাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- পঞ্চদশ লুইকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়।

41. কে বিপ্লব-পূর্ব ফরাসি অর্থনীতিকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছিলেন? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলেছিলেন।

42. রোবসপিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

43. রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

44. বাস্তিল দুর্গে ফরাসি রাজার কর্মচারীরা থাকতেন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- মিথ্যা

45. নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- 1791 খ্রিস্টাব্দে নতুন ফরাসি সংবিধান গঠিত হয়।

46. ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল অভিজাত বিদ্রোহের মাধ্যমে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর- সত্য

47. আঁসিয়া রেজিম কথার অর্থ কী? (এক কথায় উত্তর:- দাও)

উত্তর- আসিয়া রেজিম কথার অর্থ হল পুরাতনতন্ত্র।

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 | নবম শ্রেণীর ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর:- | Class 9 History

48. ফিজিওক্র্যাটস্ কাদের বলা হয়?

উত্তর- নিজে করো।

49. অভিজাত বিদ্রোহকে কেন ফরাসি বিপ্লবের সূচনা বলা হয়?

উত্তর- নিজে করো।

50. রাজা ষোড়শ লুই এর কী শাস্তি হয়েছিল?

উত্তর- নিজে করো।

51. প্যাট্রিশিয়ান (Patricians) ও প্লিবিয়ান (Plebeians) কারা?

উত্তর- নিজে করো।

52. ভেনিস দিদেরো কে ছিলেন?

উত্তর- নিজে করো।

53. ভামির যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়?

উত্তর- নিজে করো।

54. সন্ত্রাসের রাজত্বের বিভিন্ন সংগঠনগুলি কী কী?

উত্তর- নিজে করো।

55. ভামির যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়?

উত্তর- নিজে করো।

56. ‘অ্যাসেম্বলি অব নোটেবলস’ (Assembly of Notables) বলতে কী বোঝায়?

উত্তর- নিজে করো।

57. কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন?

উত্তর:- অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।

58. ‘দ্য ওয়েলথ অফ নেশনস‘ (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:-। দ্য ওয়েলথ অফ নেশনস (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

59. ফরাসি বিপ্লব কত খ্রিষ্টাব্দে শর হয়েছিল ?

উত্তর:-। ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

60. ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর:-। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষােড়শ লুই।

61. ষোড়শ লুই কে ছিলেন ?

উত্তর:-। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন যােড়শ লুই।

62. ষােড়শ লুই কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর:-। যােড়শ লুই বুরবো বংশের রাজা ছিলেন।

63. মেরি আঁতােয়ানেৎ কে ছিলেন?

উত্তর:-। মেরি আঁতােয়ানেৎ ছিলেন রাজা ষােড়শ লুই-এর পত্নী।

64. ফ্রান্সের বুরবো রাজারা কোন্ তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উত্তর:- ফ্রান্সের বুরবো রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন।

65. আমিই রাষ্ট্র‘– এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর:-। ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, “আমিই রাষ্ট্র’ (I am the state)।

66. ইনটেনডেন্ট করা ?

উত্তর:- ফ্রান্সে প্রাক্-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা

ইনটেনডেন্ট নামে পরিচিত ছিল।

67. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

ডিক্স ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

68. ফ্রান্সে প্রচলিত প্রত করের নাম লেখাে।

উত্তর:- ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল- টেইলি,ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

69. টেইলি কী?

উত্তর:-। টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর।

70. ক্যাপিটেশন কী ?

উত্তর:- ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদনকর।

71. ভিংটিয়েমে কী?

উত্তর:- ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

72. ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

উত্তর:- ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

73. ফ্রান্সে ধর্মর্কর কী নামে পরিচিত ছিল ? অথবা, টাইথ কী ?

উত্তর:- ফ্রান্সে ধর্মর্কর টাইথ নামে পরিচিত ছিল।

74. করভি কী?

উত্তর:- করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত।

75. যাজক কাদের বলা হত?

উত্তর:- যাজক হলেন কোনাে একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।

76. চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন?

উত্তর:- চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন।

77. ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?

উত্তর:- ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন।

78. ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি’ (Revolutionary Situation) বলেছেন?

উত্তর:- ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক্-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন।

79. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল ?

উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

80. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন?

উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

81. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

82.  ‘প্যাট্রিশিয়ান’ কারা ?

উত্তর:-। ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা। ‘প্যাট্রিশিয়ান’ নামে পরিচিত ছিলেন।

83. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত। ছিলেন?

উত্তর:-। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

84. প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত। ছিল?

উত্তর:- প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।

85.  ‘প্লেবিয়ান’ কারা?

উত্তর:- ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

86. সাঁকুলােৎ কাদের বলা হয় ?

উত্তর:- সাঁকুলাে বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বােঝানাে হয়।

87. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ (Non Privileged Class) কারা ছিলেন ?

উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়।

88. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভােগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন ?

উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভােগী সম্প্রদায়।

89. বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় ?

উত্তর:- ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৭ জুন রাজা ষােড়শ লুই-এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভােটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব’ বলা হয়।

90. কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন?

উত্তর:- ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

91. দ্য স্পিরিট অফ লজ’ (The Spirit of Laws) গ্রন্থের বচয়িতা কে?

উত্তর:-। ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

92.  “আমিই রাষ্ট্র”- উক্তিটি কার ?

উত্তর- চতুর্দশ লুই।

93.  কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল ?

উত্তর- ষোড়শ লুই -এর আমলে।  (1789 খ্রি:)

94.  ফরাসি বিপ্লবের আদর্শ গুলি কী কী ?

উত্তর- -সাম্য, মৈত্রী, স্বাধীনতা।

95.  “The Wealth of nation”- কার লেখা ?

উত্তর- আডাম স্মিথ।

96.  ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ?

উত্তর- আডাম স্মিথ।

97.  ইনটেনডেন্ট কারা ?

উত্তর- ইনটেনডেন্ট ফরাসীর কর্মচারী বৃন্দ। এরা ফরাসি জনগণের কাছ থেকে জোর করে কর আদায় করত। প্রজাসাধারণ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদের অর্থলোলুপ নেকড়ে উপাধিতে ভূষিত করে।

98.  “লেত্র দ্য ক্যাসে”- কী ?

উত্তর- একপ্রকার গ্রেপ্তারি পরোয়ানা যার দ্বারা যেকোনো মানুষকে গ্রেপ্তার করা যেত।

99.  কাকে প্রজাপতি রাজা বলা হয় ?

উত্তর- পঞ্চদশ লুই।

100.  “অসিয়া রেজিম” – কথাটির অর্থ কী ?

উত্তর- পূর্বতন সমাজ।

101.  দুইজন ফরাসি দার্শনিকের নাম লেখ ?

উত্তর- মন্তেস্কু, ভলতেয়ার, রুশো।

102. মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখ ?

উত্তর- পার্সিয়ান লেটার্স, স্পিরিট অফ লজ।

103. দ্য পার্সিয়ান লেটারস‘ (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:- ‘দ্য পার্সিয়ান লেটারস’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্ক।

104. কাদিদ (Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:- কাদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

105. লেতর fapoufa’ (Letters Philosophiques) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:-। লেতর ফিলজফিক’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

106. কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল’বলা হয় ?

উত্তর:- সােশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয়।

107. সামাজিক চুক্তি‘ (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:-। সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশাে।

108. রুশাে কে ছিলেন?

উত্তর:- রুশাে ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক।

109. Origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর:- Origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা হলেন রুশাে।

110. কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় ?

উত্তর:- রুশাে-কে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।

111. “জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস”- কে বলেছেন?

উত্তর:- ফরাসি দার্শনিক রুশাে উপরােক্ত উক্তিটি করেছেন।

112. একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম লেখাে।

উত্তর:- একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরাে।

113. জাতীয় সভা’ (National Assembly) কী ?

উত্তর:- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা’ (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা।

114. 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল?

উত্তর- নিজে করো।

115. কবে, কার নেতৃত্বে ‘টেনিস কোর্টের শপথ’ অনুষ্ঠিত হয়?

উত্তর- নিজে করো।

116. প্রাক-ফরাসি বিপ্লবকালে ফরাসি সমাজে ‘সুবিধাভোগী’ সম্প্রদায় বলতে কী বোঝ?

উত্তর- নিজে করো।

117. প্যারিকমিউন কী?

উত্তর- নিজে করো।

118. প্রাক্‌ বিপ্লব যুগে ফরাসি সমাজ ক-টি শ্রেণিতে বিভক্ত ছিল ও কী কী?

উত্তর- নিজে করো।

119. ‘লেত্র দ্য গ্রেস’ কী?

উত্তর- নিজে করো।

120. কে প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগারবলে অভিহিত করেছেন ?

উত্তর- দার্শনিক ভলতেয়ার প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছেন।

121.  কারা বিশ্বকোশ-এর সংকলন করেন ?

উত্তর- ‘বিশ্বকোশ-এর সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি’ এলেমবার্ট।

122.  কাঁদিদ গ্রন্থের লেখক কে? অথবা, ‘কাঁদিদবইটি কার লেখা?

উত্তর- কাঁদিদ গ্রন্থের লেখক হলেন ভলতেয়ার।

123.  কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল?

উত্তর- টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।

124.  ‘অবাধ বাণিজ্যেরপক্ষে কে বক্তব্য রাখেন ?

উত্তর- বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাঁর ‘দি ওয়েলথ অব নেশনস’ গ্রন্থে ‘অবাধ বাণিজ্যের’ পক্ষে বক্তব্য রাখেন।

125.  টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো।

উত্তর- টেনিস কোর্টের শপথের প্রধান দুটি গুরুত্ব ছিল, যথা— [1] তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। [2] বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়।

126.  ‘ডিয়াবলো ইকনমিকগ্রন্থটি কার রচনা?

উত্তর-  ‘ডিয়াবলো ইকনমিক’ গ্রন্থটি ফ্রাঁসোয়া কেনে-র রচনা।

127. ৪. ওয়েলথ অব নেশনসগ্রন্থটি কার লেখা?

উত্তর-  ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটি বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ-এর লেখা।

128.  বিশ্বকোশ কী?

উত্তর-  ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকগণ ফ্রান্সে রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেন এবং ১৭৫১ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দের মধ্যে সমসাময়িক পণ্ডিতদের সহায়তায় ফ্রান্সের সামাজিক অসাম্য, ক্রীতদাস প্রথার অবলুপ্তি, বৈষম্যমূলক করব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে সতেরো খণ্ডে একটি গ্রন্থ প্রকাশ করেন। এর নাম ছিল ‘বিশ্বকোশ’ বা ‘Encyclopedia’।

129.  ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন ?

উত্তর- ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা।

130. ‘বুর্জোয়াকারা ?

উত্তর- ‘বার্গার’ শব্দ থেকে ‘বুর্জোয়া’ শব্দের উৎপত্তি, যার অর্থ ‘নাগরিক শ্রেণি’। ফরাসি সমাজব্যবস্থায় বুর্জোয়া’ বলা হত তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের, যারা বিদ্যা, বুদ্ধি ও ধনবলে বলীয়ান হওয়া সত্ত্বেও রাষ্ট্রে ও সমাজে কোনো মর্যাদা পেত না ।

131.  ফরাসি বিপ্লবের সময়ে যাজকেরা কটি ভাগে বিভক্ত ছিল?

উত্তর- ফরাসি বিপ্লবের সময় যাজকেরা ২টি ভাগে (উচ্চ যাজক ও নিম্ন যাজক) বিভক্ত ছিল।

132.  নিম্ন যাজকরা কোন্ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ?

উত্তর-  নিম্ন যাজকরা প্রথম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল।

133. ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে ?

উত্তর- জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে।

134. কবে রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়?

উত্তর- ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়।

135. সন্ত্রাসের শাসনকী ?

উত্তর- ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন’ বলা হয়।

136. সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উত্তর- সন্ত্রাসেরশাসন ১৭৯৩ খ্রিস্টাব্দেশুরু হয়।

137. কোন্ সময়কালকে সন্ত্রাসের শাসন’ বলা হয় ?

উত্তর- আনুমানিক ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই পর্যন্ত সময়কালকে ‘সন্ত্রাসের শাসন’বলা হয়।

138.  ফরাসি সমাজে সুবিধাভোগী শ্রেণি কাদের বলা হত ?

উত্তর- ফরাসি সমাজের প্রথম দুই সম্প্রদায় অর্থাৎ যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী শ্রেণি ।

139.  Assembly of Notables’ কাদের নিয়ে গঠিত হয় ?

উত্তর-  ফরাসি বিপ্লবের পূর্বে ‘Assembly of Notables’ গঠিত হয়েছিল উচ্চস্তরের অভিজাত, যাজক ও গণ্যমান্যদের নিয়ে।

140.  ‘থার্ড এস্টেটহিসেবে কারা পরিচিত ছিল ?

উত্তর-  বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলোৎ বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। এরা ‘থার্ড এস্টেট’ হিসেবে  পরিচিত।

141.  কোন্ শব্দ থেকে বুর্জোয়াশব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর- প্রাচীন ফরাসি শব্দ ‘বার্জেইস’ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে।

142.  ‘জেন্ট্রিকাদের বলা হয় ?

উত্তর- ইংল্যান্ডে উচ্চবংশজাত বিশেষ ধনী ভদ্রলোক সম্প্রদায় ‘জেন্ট্রি’ নামে পরিচিত ছিল।

143.  ‘সাঁকুলোৎকথার আক্ষরিক অর্থ কী ?

উত্তর- ‘সাঁকুলোৎ’ কথার আক্ষরিক অর্থ হল প্যারিসের নিম্নশ্রেণির বিপ্লবী জনগণ ।

144.  সাঁকুলো কাদের বলা হয় ?

উত্তর-  অষ্টাদশ শতকের ফ্রান্সের শহুরে দরিদ্র শ্রেণির ভবঘুরে মানুষদের সাঁকুলো বলা হত। এরা চরম অবহেলার পাত্র ছিল।

145. ‘ইনটেনডেন্টদের কী কাজ ছিল ?

উত্তর-  আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করা ছিল ইনটেনডেন্টদের কাজ।

146.  কোন্ শতককে নবজাগরণের যুগবলা হয় ?

উত্তর- পঞ্চদশ শতককে ‘নবজাগরণের যুগ’ বলা হয় ।

147.  কোন্ দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন ?

উত্তর- ফরাসি দার্শনিক ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

148.  ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?

উত্তর- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু ।

149.  ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের দুজন দার্শনিকের নাম উল্লেখ করো।

উত্তর-  ফরাসি বিপ্লবের পূর্বে দুজন দার্শনিক হলেন— [1] পেশায় আইনজ্ঞ দার্শনিক মন্তেস্কু এবং [2] ভলতেয়ার |

150.  রুশো কোন্ গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করেন ?

উত্তর- রুশো তাঁর ‘সামাজিক চুক্তি’ গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করেন।

151.  ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল কত?

উত্তর- ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই (১৩ মাস) পর্যন্ত।

152.  কোন ঘটনায় সন্ত্রাসের রাজত্বের অবসান হয় ?

উত্তর-  ফ্রান্সের সন্ত্রাসের শাসনব্যবস্থার প্রধান পরিচালক রোবসপিয়ারের মৃত্যুতে (১৭৯৪ খ্রি. ২৮ জুলাই) সন্ত্রাসের রাজত্বের অবসান হয়।

153.  ফ্রান্সে জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম লেখো।

উত্তর-  ফ্রান্সে জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রী ছিলেন মাদাম রোলা।

154. ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।

155. ফ্রান্সকেভ্রান্ত অর্থনীতির জাদুকরকে বলেছেন?

উত্তর- অ্যাডাম স্মিথ।

156. কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল?

উত্তর- ষোড়শ লুইয়ের আমলে।

157. “আমিই রাষ্ট্র” – কথাটি কে বলেছিল?

উত্তর- চতুর্দশ লুই।

158. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?

উত্তর- মন্তেস্কু।

159. ফরাসি বিপ্লবের তিনটি নীতি কী ছিল?

উত্তর- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

160. টেনিস কোর্টের শপথ কবে অনুষ্ঠিত হয়?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।

161. “স্পিরিট অফ দি লজগ্রন্থের লেখক কে?

উত্তর- মন্তেস্কু।

162. “আমি যা ইচ্ছা করি তা-ই আইন“- কথাটি কে বলেছিল?

উত্তর- পঞ্চদশ লুই।

163. করভি কী?

উত্তর- করভি ছিল ফ্রান্সে প্রচলিত বাধ্যতামূলক শ্রমদানের মাধ্যমে আদায়কৃত কর।

164. টাইথ কী?

উত্তর- প্রাক-বিপ্লব ফ্রান্সে টাইথ ছিল ধর্মকর।

165. বাস্তিল দুর্গের পতন কবে হয়?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।

166. ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন?

উত্তর- ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতি-কে ‘বৈপ্লবিক পরিস্থিতি’ বলেছেন।

167.  বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল।

168. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।

169. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উত্তর- ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

170. ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর- ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

171. ষোড়শ লুই কে ছিলেন?

উত্তর- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

172.  ‘লেতর ফিলজফিক’ (Letters Philosophiques)গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর- লেতর ফিলজফিক’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

173. কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল’ বলা হয় ?

উত্তর- সোশ্যাল কন্ট্রাক্ট (Social Contract) গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়।।

174.  সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

175.  রুশো কে ছিলেন?

উত্তর- রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক।

176.  ‘origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- ‘Origin of Inequality’ (অসাম্যের সূত্রপাত) গ্রন্থের রচয়িতা হলেন রুশো।

177. ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?

উত্তর- ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফ্রান্সের পুরাতন রাজতন্ত্রকে দায়ী করেছিল।

178. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কী গুজব উঠেছিল?

উত্তর- ফরাসি বিপ্লবকালে গ্রামালে গুজব রটে যে, জমিদার, অভিজাতদের গুন্ডাবাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

179. ব্রান্সউইক কে ছিলেন?

উত্তর- ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি।

180.  কোন্ ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয় ?

উত্তর- ১৭৯১ খ্রিস্টাব্দের ১০ আগস্ট টুইলারিস (Tuilleries) রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয়।

181.  ‘সেপ্টেম্বরের হত্যাকাণ্ডকী?

উত্তর- ১৭৯২ খ্রিস্টাব্দে ২-৬ সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাট-এর নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায়, তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড (September Massacre) নামে পরিচিত।

182. জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন’ (National Convention) কী ?

উত্তর- গণভোটের ভিত্তিতে ফ্রান্সে ১৭৯২ খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন’  নামে

183.  সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন?

উত্তর- সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়র।

184.  কবে রোবসপিয়রের মৃত্যু হয় ?

উত্তর- ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রোবসপিয়রের মৃত্যু হয়।

185.  ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস’ বলা হয়?

উত্তর- ফ্রান্সে রোবসপিয়রের শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়।

186. সন্দেহের আইন (Law of Suspect) কী ?

উত্তর- সন্দেহের আইন হল এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে-কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত। বিপ্লবী আদালতে এইসব বন্দিদের বিচার হত।

187.  ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা?

উত্তর- ১৬৮৮ খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল। 

188.  ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী?

উত্তর- ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা পরিচিত।

189. ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?

উত্তর- ষোড়শ লুই বুরবো বংশের রাজা ছিলেন।

190. মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন?

উত্তর- মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী।

191.  ফ্রান্সের বুরবো রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন?

উত্তর- ফ্রান্সের বুরবো রাজারা রাজার দৈবস্বত্বে বিশ্বাসী ছিলেন।

192. আমিই রাষ্ট্র’— এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর- ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’  (I am the state)

193. ইনটেনডেন্ট’ কারা?

উত্তর- ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।

194. ভারতবর্ষের কোন শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন ?

উত্তর- ভারতবর্ষের মহিশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন।

195. থার্নিডোরীয় প্রতিক্রিয়া কী?

উত্তর- ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রোবসপিয়র ও তার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থামিডোরীয় প্রতিক্রিয়া’ বলা হয়।

196. মাস্কাদিন (Masscadin) বাহিনী’ কী?

উত্তর- থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি, দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয়, তা মাস্কাদিন বাহিনী’ নামে পরিচিত। 

197. যাজক কাদের বলা হত?

উত্তর- যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলি বিভিন্ন রকম।

198. চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন্ কর আদায় করতেন?

উত্তর- চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মর্কর আদায় করতেন।

199. ফরাসি যাজকেরা রাজাকে কী কর প্রদান করতেন?

উত্তর- ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে একপ্রকার কর প্রদান করতেন।

200.  বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

201.  ‘প্যাট্রিশিয়ান’ কারা?

উত্তর- ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা ‘প্যাট্রিশিয়ান’ নামে পরিচিত ছিলেন।

202. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

203. প্ৰাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিল?

উত্তর- প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।

204. ‘প্লেবিয়ান’ কারা?

উত্তর- ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

205. সাঁকুলোৎ কাদের বলা হয় ?

উত্তর- সাকুলোৎ বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।

206. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন ?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়।

207. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ (Privileged Class) কারা ছিলেন ?

উত্তর- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়।

208. বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয় ?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৭ জুন রাজা ষোড়শ লুই-এর তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব’ বলা হয়।

209. কোন্ দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন?

উত্তর- ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন।

210. দ্য স্পিরিট অফ লজ’(The Spirit of Laws) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

211. ‘দ্য পার্সিয়ান লেটারস‘ (The Persian Letters) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- দ্য পার্সিয়ান লেটারস’ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু।

212. কাদিদ’(Candide) গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর- কদিদ’ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার।

213. কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় ?

উত্তর- রুশো-কে ‘ফরাসি বিপ্লবের জনক’ বলা হয়।

214. “জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন?

উত্তর- ফরাসি দার্শনিক রশো উপরোক্ত উক্তিটি করেছেন।

215. একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম লেখো।

উত্তর- একজন বিশ্বকোশ (Encyclopedia) প্রণেতার নাম হল দেনিস দিদেরো।

216. স্টেটস জেনারেলের সভা কবে আরম্ভ হয় ?

উত্তর- স্টেট জেনারেলের সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে আরম্ভ হয়।

217. ১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের পূর্বে ১৬১৪ খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল।

218. ১৭৮৯ খ্রিস্টাব্দে কোন্ ফরাসি সম্রাট স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন।

219. ১৭৮৯ খ্রিস্টাব্দে আহুত স্টেটস জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা কত ছিল?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দে আহূত স্টেট জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা ছিল ১২১৪ জন।

220. ‘জাতীয় সভা’(National Assembly)কী ?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা’ (National Assembly) বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হল তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্বসভা।

221.  ‘টেনিস কোর্টের শপথ’ (Tennis Court Oath) কবে গ্রহণ করা হয়?

উত্তর- ‘টেনিস কোর্টের শপথ’ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন গ্রহণ করা হয়।

222. বাস্তিল (Bastille) কী ?

উত্তর- বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ।

223.  ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল?

উত্তর- ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।

224. ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো।

 উত্তর- ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হল— টেইলি,ক্যাপিটেশন, ভিংটিয়েমে।

225. টেইলি কী ?

উত্তর- টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর।

226.  ক্যাপিটেশন কী?

উত্তর- ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদনকর।

227. ভিংটিয়েমে কী ?

উত্তর- ভিংটিয়েমে ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।

228. ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল?

উত্তর- ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।

229. কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’(Museum of Economic Errors) বলেছেন?

উত্তর- অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।

230. ‘দ্য ওয়েলথ অফ নেশনস‘ (The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- ‘দ্য ওয়েলথ অফ নেশনস’(The Wealth of Nations)গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

231. ফ্রান্সে ধর্মর্কর কী নামে পরিচিত ছিল ? অথবা, টাইথ কী ?

উত্তর- ফ্রান্সে ধর্মর্কর টাইথ নামে পরিচিত ছিল।

232. করভি কী?

উত্তর- করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত।

233.  জিরন্ডিস্ট দল কী ?

উত্তর- ফ্রান্সের আইনসভার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হল জিরন্ডিস্ট দল।

234. ফ্রান্সডামিরযুদ্ধে কোন্ দেশকে পরাজিত করে ?

উত্তর- ফ্রান্স ‘ডামির’ যুদ্ধে প্রাশিয়াকে পরাজিত করে।

235.  বাস্তিল কী?

উত্তর-  বাস্তিল ছিল ফ্রান্সের স্বৈরশাসনের প্রতীক একটি দুর্গ। এখানে বিনা বিচারে মানুষকে বন্দি করে রাখা হত ।

236.  বাস্তিল দুর্গের বিপর্যয়ের কালে দুর্গের গভর্নর কে ছিলেন?

উত্তর- বাস্তিল দুর্গের বিপর্যয়কালে দুর্গের গভর্নর ছিলেন দ্যলুনে।

237.  ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?

উত্তর- ফ্রান্সের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ জুলাই।

238.  বর্তমানে কোন্ দিনটি ফ্রান্সের জাতীয় দিবসরূপে পালিত হয়?

উত্তর-  বর্তমানে ১৪ জুলাই দিনটি ফ্রান্সের জাতীয় দিবস রূপে পালিত হয়।

239.  জাতীয় সভার অধিবেশন চলাকালে কোন্ শ্রেণির প্রতিনিধিরা প্যাট্রিয়টিক পার্টি গঠন করে ?

উত্তর- জাতীয় সভার অধিবেশন চলাকালে তৃতীয় সম্প্রদায়ের পরিবর্তনকামী উদারনৈতিক সদস্যরা প্যাট্রিয়াটিক পার্টি গঠন করে।

240. ফ্রান্সের আর্থিক সংকট মোচনে, ষোড়শ লুই কোন কোন ব্যক্তিকে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন?

উত্তর- নিজে করো।

241. কোন্ ঘটনাকে ফরাসি বিপ্লবের ক্ষুদ্র সংস্করণ বলা হয়?

উত্তর- নিজে করো।

242. কবে বাস্তিল দুর্গের পতন হয় ?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।

243. জাতীয় সভার নতুন নাম কী ?

উত্তর- জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা।

244. জাতীয় সভাকে সংবিধান সভা’ বলা হয় কেন?

উত্তর- ১৭৮৯ খ্রিস্টাব্দের ৯ জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল। সেজন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়।

245. ‘সিভিল লিস্ট’ কী ?

উত্তর- ফ্রান্সের সংবিধান সভা রাজপরিবারের বার্ষিক ব্যয় বরাদ্দের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা ‘সিভিল লিস্ট’ নামে। পরিচিত ছিল।

246.  ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের (Feudalism) বিলোপ ঘোষণা করে?

উত্তর- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে।

247. ফরাসি সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে?

উত্তর- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে।

248. সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কী কী ভাগে বিভক্ত করেছিল?

উত্তর- সংবিধান সভা স্থায়ী সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সের নাগরিকদের সক্রিয়’ ও ‘নিষ্ক্রিয়’ –এই দুভাগে বিভক্ত করেছিল।

249. সংবিধান ফরাসি রাজতন্ত্রের কী পরিবর্তন করে ?

উত্তর- সংবিধান ফরাসি রাজতন্ত্রের একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।

250. মিরাবো কে ছিলেন?

উত্তর- সুংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো।

251. ম্যাসাইনেট’ (Assignats) কী ?

উত্তর- অ্যাসাইনেট’ হল ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট।

252. কবে ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন?

উত্তর- ১৭৯১ খ্রিস্টাব্দের ২০ জুন ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

” ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ইতিহাস সাজেশন / নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 9 History Suggestion / Class 9 History  Question and Answer / Class 9 History Suggestion / Class 9 Pariksha History Suggestion / History Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 History Suggestion FREE PDF Download)

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর

(Class 9 History Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th History Suggestion / Class 9 History  Question and Answer / Class 9 History  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 History  Exam Guide / Class 9 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  Class 9 History  Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ইতিহাস ] ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  Class 9 History  Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ইতিহাস ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  Class 9 History  Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ইতিহাস | Class 9 History 

নবম শ্রেণি ইতিহাস (Class 9 History ) – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  | Class 9 History  Suggestion  নবম শ্রেণি ইতিহাসফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর | Class 9 History  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History  Question and Answer, Suggestion | Class 9 History  Question and Answer Suggestion | Class 9 History  Question and Answer Notes | West Bengal Class 9th History Question and Answer Suggestion.

WBBSE Class 9th History  Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 History Question and Answer, Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  । Class 9 History  Question and Answer Suggestion.

WBBSE Class 9 History  Suggestion নবম শ্রেণীর ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  | Class 9 History  Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 History  Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 9 History  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 9 History  Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  Class 9 History  Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 History  Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 History  Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস – ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 History  Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 History Suggestion Download WBBSE Class 9th History short question suggestion . Class 9 History  Suggestion download Class 9th Question Paper History. WB Class 9 History suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 History  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 History Suggestion with 100% Common in the Examination .Class Nine IXHistory  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXHistory Suggestion is provided here. Class 9 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 9 History  Question and Answer with FREE PDF Download Link

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History  Question and Answer ফরাসি বিপ্লবের কয়েকটি দিক (দ্বিতীয় অধ্যায়)  নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad