দশম শ্রেণীর ভূগোল : ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. কোন্ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় ?
[A] রেগুর
[B] পলি
[C] লোহিত মৃত্তিকা
[D] ল্যাটেরাইট
Ans: [A] রেগুর
2. ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায় ?
[A] কৃষ্ণ মৃত্তিকা
[B] মরু মৃত্তিকা
[C] লোহিত মৃত্তিকা
[D] পলি মৃত্তিকা
Ans: [D] পলি মৃত্তিকা
3. নদীর প্লাবনভূমিতে নবীন পলি দিয়ে গঠিত হয় কোন্ মৃত্তিকা ?
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ভুর
[D] উষর
Ans: [B] খাদার
4. উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে বালিমিশ্রিত কোন্ মৃত্তিকা দেখা যায় ?
[A] এটেল
[B] ভাঙ্গার
[C] ভুর
[D] কালার
Ans: [C] ভুর
5. দাক্ষিণাত্যের লাভাগঠিত মালভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হল –
[A] লোহিত মৃত্তিকা
[B] ঊষর মৃত্তিকা
[C] রেগুর মৃত্তিকা
[D] ল্যাটেরাইট মৃত্তিকা
Ans: [C] রেগুর মৃত্তিকা
6. ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ?
[A] দিল্লিতে
[B] জয়পুরে
[C] যোধপুরে
[D] আমেদাবাদে
Ans: [C] যোধপুরে
7. গ্রানাইট ও নিস্ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় –
[A] ল্যাটেরাইট মৃত্তিকা
[B] কৃষ্ণ মৃত্তিকা
[C] লোহিত মৃত্তিকা
[D] রেগুর মৃত্তিকা
Ans: C] লোহিত মৃত্তিকা
8. ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায় –
[A] কৃষ্ণ মৃত্তিকা
[B] লোহিত মৃত্তিকা
[C] মরু মৃত্তিকা
[D]পলি মৃত্তিকা
উত্তর : [D]পলি মৃত্তিকা
9. দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি অঞ্চলের মৃত্তিকা দেখা যায় তা হল –
[A] লোহিত মৃত্তিকা
[B] রেগুর মৃত্তিকা
[C] ঊষর মৃত্তিকা
[D]ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর : [B] রেগুর মৃত্তিকা
10. লাল মাটিতে বেশি থাকে –
[A] পটাশিয়াম
[B] হিউমাস
[C] অ্যালুমিনিয়াম
[D]লোহা
উত্তর : [D]লোহা
11. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?
[A] লোহিত মৃত্তিকা
[B] কৃষ্ণ মৃত্তিকা
[C] পাললিক মৃত্তিকা
[D]পডসল মৃত্তিকা
উত্তর : [A] লোহিত মৃত্তিকা
12. ভারতীয় কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো –
[A] পলি মৃত্তিকা
[B] পডসল মৃত্তিকা
[C] কৃষ্ণ মৃত্তিকা
[D]মরু মৃত্তিকা
উত্তর : [A] পলি মৃত্তিকা
13. নদী অববাহিকায় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় –
[A] কাদামাটি
[B] পলিমাটি
[C] কাঁকরযুক্ত মাটি
[D]লালমাটি
উত্তর : [B] পলি মাটি
14. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় –
[A] হাওড়া
[B] দার্জিলিং
[C] পুরুলিয়া
[D]বাঁকুড়া
উত্তর : [C] পুরুলিয়া
15. যে প্রকার কৃষি পদ্ধতি মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে, তা হল –
[A] স্থানান্তর চাষ
[B] ধাপচাষ
[C] সমোন্নতিরেখা বরাবর কৃষি
[D]ফালিচাষ
ANSWER :[A] স্থানান্তর চাষ।
16. ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম, কারণ এই মাটি –
[A] বালুকাপূর্ণ
[B] কাঁকরপূর্ণ
[C] কাদাযুক্ত
[D]বাতাসপূর্ণ
ANSWER : [B] কাঁকরপূর্ণ।
17. বিভিন্ন নদী মোহনা অঞ্চলে যে মাটি দেখা যায়, তা হল –
[A] পলিমাটি
[B] হিউমাস মাটি
[C] লবণাক্ত পলিমাটি
[D]লালমাটি
ANSWER : [C] লবণাক্ত পলিমাটি।
18. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে বলে –
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] পেডোক্যাল
[D]ভুর
ANSWER : [A] ভাঙ্গার।
19. বিভিন্ন নদী মোহনা অঞ্চলে যে মাটি দেখা যায়, তা হল –
[A] পলিমাটি
[B] হিউমাস মাটি
[C] লবণাক্ত পলিমাটি
[D]লালমাটি
ANSWER : [C] লবণাক্ত পলিমাটি।
20. পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহবিশেষ কী নামে পরিচিত ?
[A] হিউমাস
[B] কালার
[C] ঊষর
[D] পিট
Answer : [A] হিউমাস
21. মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় ?
[A] অম্লধর্মী
[B] ক্ষারধর্মী
[C] লবণাক্ত
[D] কোনোটাই নয়
Answer : [B] ক্ষারধর্মী
22. লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে ?
[A] পটাশিয়াম
[B] হিউমাস
[C] অ্যালুমিনিয়াম
[D] লোহা
Answer : [D] লোহা
23. কোন মাটির স্থানীয় নাম ‘ সারাম ’ ?
[A] ল্যাটেরাইট
[B] লোহিত
[C] বেলেমাটি
[D] ভুর
Answer : [A] ল্যাটেরাইট
24. পডসল মৃত্তিকা দেখতে পাওয়া যায় –
[A] আরাবল্লি পর্বতে
[B] সাতপুরা পর্বতে
[C] বিন্ধ্য পর্বতে
[D] হিমালয় পর্বতে
Answer : [D] হিমালয় পর্বতে
25. কোন্ মৃত্তিকায় হিউমাসের পরিমাণ বেশি ?
[A] পাললিক
[B] পডসল
[C] লোহিত মৃত্তিকা
[D] পাললিক মৃত্তিকা
Answer : [C] লোহিত মৃত্তিকা
26. আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জে কোন্ ধরনের মৃত্তিকা দেখা যায় ?
[A] লোহিত মৃত্তিকা
[B] পিট মৃত্তিকা
[C] রেগুর মৃত্তিকা
[D] ল্যাটেরাইট মৃত্তিকা
Answer : [D] ল্যাটেরাইট মৃত্তিকা
27. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে কী বলে ?
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ভুর
[D] বেট
Answer : [A] ভাঙ্গার
28. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল –
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ঊষর
[D] ভাবর
Answer : [D] ভাবর
29. কোন্ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় ?
[A] রেগুর
[B] পলি
[C] লোহিত মৃত্তিকা
[D] ল্যাটেরাইট
Answer : [A] রেগুর
30. ভারতের সমভূমি অঞ্চলে প্রধানত কোন ধরনের মৃত্তিকা দেখা যায় ?
[A] কৃষ্ণ মৃত্তিকা
[B] মরু মৃত্তিকা
[C] লোহিত মৃত্তিকা
[D] পলি মৃত্তিকা
Answer : [D] পলি মৃত্তিকা
31. নদীর প্লাবনভূমিতে নবীন পলি দিয়ে গঠিত হয় কোন্ মৃত্তিকা ?
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ভুর
[D] উষর
Answer : [B] খাদার
32. উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে বালিমিশ্রিত কোন্ মৃত্তিকা দেখা যায় ?
[A] এটেল
[B] ভাঙ্গার
[C] ভুর
[D] কালার
Answer : [C] ভুর
33. দাক্ষিণাত্যের লাভাগঠিত মালভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হল –
[A] লোহিত মৃত্তিকা
[B] ঊষর মৃত্তিকা
[C] রেগুর মৃত্তিকা
[D] ল্যাটেরাইট মৃত্তিকা
Answer : [C] রেগুর মৃত্তিকা
34. ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ?
[A] দিল্লিতে
[B] জয়পুরে
[C] যোধপুরে
[D] আমেদাবাদে
Answer : [C] যোধপুরে
35. গ্রানাইট ও নিস্ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় –
[A] ল্যাটেরাইট মৃত্তিকা
[B] কৃষ্ণ মৃত্তিকা
[C] লোহিত মৃত্তিকা
[D] রেগুর মৃত্তিকা
Answer : C] লোহিত মৃত্তিকা
36. খোয়াই বা খাত ক্ষয় কীভাবে ঘটে? –
[A] জলপ্রবাহ দ্বারা
[B] বায়ুপ্রবাহ দ্বারা
[C] সমুদ্র তরঙ্গ দ্বারা
[D]কৃষিকার্যের দ্বারা
ANSWER : [A] জলপ্রবাহ দ্বারা।
37. গ্র্যানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় –
[A] ল্যাটেরাইট
[B] রেগুর
[C] লাল মাটি
[D]পলিমাটি
ANSWER : [D]লাল মাটি।
38. রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রকার মাটি দেখা যায়, সেটি হল –
[A] পলিমাটি
[B] লালমাটি
[C] মরুমাটি
[D]ল্যাটেরাইট মাটি
ANSWER : [C] মরুমাটি।
39. বালির ভাগ বেশি থাকার জন্য কোন্ মৃত্তিকায় জলধারণ ক্ষমতা কম ?
[A] কৃষ্ণ
[B] লোহিত
[C] এটেল
[D] পাললিক
Answer : [B] লোহিত
40. বালির ভাগ বেশি থাকার জন্য কোন্ মৃত্তিকায় জলধারণ ক্ষমতা কম ?
[A] কৃষ্ণ
[B] লোহিত
[C] এটেল
[D] পাললিক
Ans: [B] লোহিত
41. মৃত্তিকায় অবস্থিত , পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহবিশেষ কী নামে পরিচিত ?
[A] হিউমাস
[B] কালার
[C] ঊষর
[D] পিট
Ans: [A] হিউমাস
42. মরু মৃত্তিকা কী প্রকৃতির হয় ?
[A] অম্লধর্মী
[B] ক্ষারধর্মী
[C] লবণাক্ত
[D] কোনোটাই নয়
Ans: [B] ক্ষারধর্মী
43. লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে ?
[A] পটাশিয়াম
[B] হিউমাস
[C] অ্যালুমিনিয়াম
[D] লোহা
Ans: [D] লোহা
44. কোন মাটির স্থানীয় নাম ‘ সারাম ’ ?
[A] ল্যাটেরাইট
[B] লোহিত
[C] বেলেমাটি
[D] ভুর
Ans: [A] ল্যাটেরাইট
45. পডসল মৃত্তিকা দেখতে পাওয়া যায় –
[A] আরাবল্লি পর্বতে
[B] সাতপুরা পর্বতে
[C] বিন্ধ্য পর্বতে
[D] হিমালয় পর্বতে
Ans: [D] হিমালয় পর্বতে
46. কোন্ মৃত্তিকায় হিউমাসের পরিমাণ বেশি ?
[A] পাললিক
[B] পডসল
[C] লোহিত মৃত্তিকা
[D] পাললিক মৃত্তিকা
Ans: [C] লোহিত মৃত্তিকা
47. আন্দামান – নিকোবর দ্বীপপুঞ্জে কোন্ ধরনের মৃত্তিকা দেখা যায় ?
[A] লোহিত মৃত্তিকা
[B] পিট মৃত্তিকা
[C] রেগুর মৃত্তিকা
[D] ল্যাটেরাইট মৃত্তিকা
Ans: [D] ল্যাটেরাইট মৃত্তিকা
48. উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো পলিমাটিকে কী বলে ?
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ভুর
[D] বেট
Ans: [A] ভাঙ্গার
49. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম হল –
[A] ভাঙ্গার
[B] খাদার
[C] ঊষর
[D] ভাবর
Ans: [D] ভাবর
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion
1. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী ?
Answer : রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ।
2. ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়েপলিমাটি রয়েছে।
3. ভারতের সবচেয়ে উর্বর মাটি কোনটি?
উত্তর: নদী অববাহিকার পলিমাটি হয় ভারতের সবচেয়ে উর্বর মাটি।
4. কোন মাটিতে ধান চাষ ভালো হয়?
উত্তর: পলি মাটিতে ধান চাষ ভালো হয়।
5. প্রাচীন পলিমাটিকে কী বলা হয়?
উত্তর: প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর।
6. নবীন পলিমাটিকে কী বলা হয়?
উত্তর: নবীন পলিমাটিকে খাদার বলা হয়।
7. পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে কী বলে?
উত্তর: পাঞ্জাব সমভূমি অঞ্চলের নদী তীরবর্তী নবীন পলি গঠিত ভূমিকে বেট বলে।
8. হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে কী বলে?
উত্তর: হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে।
9. গুজরাটের প্রাচীন পলিকে কী বলে?
উত্তর: গুজরাটের প্রাচীন পলিকে গোরাট বলা হয়।
10. কোন মাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়?
উত্তর: পলিমাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়।
11. ধান ও পাট চাষ কোন মাটিতে ভালো হয়?
উত্তর: ধান ও পাট চাষ পলিমাটিতে ভালো হয়।
12. ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি দেখা যায়।
13. কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি কার্পাস চাষের জন্য আদর্শ।
14. কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কী?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম রেগুর মৃত্তিকা।
15. রেগুর মাটির নামকরণ কিভাবে হয়েছে?
উত্তর: তেলেগু শব্দ রেগুডা থেকে রেগুর মাটি নামকরণ হয়েছে।
16. কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে?
উত্তর: ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে।
17. কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয় কেন?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা টাইটানিয়াম অক্সাইড ও জৈব যৌগের প্রাধান্যের জন্য রং কালো হয়।
18. মন্টমোরিলোনাইট কাদা কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: মন্টমোরিলোনাইট কাদা কৃষ্ণ মৃত্তিকায় দেখা যায়।
19. মহারাষ্ট্র ও গুজরাটে কোন মাটি বেশি দেখা যায়?
উত্তর: মহারাষ্ট্র ও গুজরাটে কালো মাটি বেশি দেখা যায়।
20. কোন মাটির গঠন মৌচাকের মতো?
উত্তর: ল্যাটেরাইট মাটির গঠন হয় মৌচাকের মতো।
21. ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?
উত্তর: কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও মেঘালয় প্রভৃতি অঞ্চলে দেখা যায়।
22. ল্যাটেরাইট মৃত্তিকায় কোন কোন খনিজ উপাদান থাকে?
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকায়লোহা ও অ্যালুমিনিয়াম খনিজ উপাদান বেশি থাকে।
23. কোন মৃত্তিকার স্থানের নাম মোরাম?
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকার স্থানের নাম মোরাম।
24. কোন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়?
উত্তর: ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়।
25. গালি ক্ষয় কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: গালি ক্ষয় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
26. কোন মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়?
উত্তর: ল্যাটেরাইট মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়।
27. রাস্তাঘাট নির্মাণে কোন মৃত্তিকা ব্যবহার করা হয়?
উত্তর: রাস্তাঘাট নির্মাণে ল্যাটেরাইট মৃত্তিকা ব্যবহার করা হয়।
28. ব্যাডল্যান্ড কোন মৃত্তিকায় দেখা যায়?
উত্তর: ব্যাডল্যান্ড ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়।
29. ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কী কী?
উত্তর: ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো চিনাবাদাম, কাজুবাদাম এবং চা-কফি।
30. রূপান্তরিত নিস্ শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয়?
উত্তর: রূপান্তরিত নিস্ শিলা থেকে লাল মাটি সৃষ্টি হয়।
31. লাল মাটিতে কোন খনিজ বেশি পরিমাণে থাকে?
উত্তর: লাল মাটিতে বেশি পরিমাণে থাকে লোহা।
32. কোন মাটিতে হার্ডপ্যান দেখা যায়?
উত্তর: হার্ডপ্যান পডজল মাটিতে দেখা যায়।
33. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলে পডজল মাটি দেখা যায়।
34. সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর: সরলবর্গীয় অরণ্য অঞ্চলে পডজল মৃত্তিকা দেখা যায়।
35. পডজল মৃত্তিকার রং কেমন?
উত্তর: পডজল মৃত্তিকার রং হয় ধূসর।
36. পডজল মাটি কী প্রকৃতির হয়?
উত্তর: পডজল মাটি আম্লিক প্রকৃতির হয়।
37. মরু অঞ্চলে কোন মাটি দেখা যায়?
উত্তর: মরু অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায়।
38. কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা কম?
উত্তর: মরু মাটির জল ধারণ ক্ষমতা হয় সর্বাপেক্ষা কম।
39. কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে?
উত্তর: মরু মৃত্তিকায় অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে।
40. মরু মৃত্তিকা অঞ্চলে কোন ফসল চাষ হয়?
উত্তর: মরু মৃত্তিকা অঞ্চল মিলেট জাতীয় শস্য চাষ হয়।
41. যে মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে এবং যার রং বাদামি , লাল বা হলুদ হয় , তাকে কী বলে ?
Ans: পেডালফার মৃত্তিকা ।
42. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো তাকে কী বলা হয় ?
Ans: পেডোক্যাল মৃত্তিকা ।
43. গঠন হিসেবে খাদার বা নবীন পলিমাটিকে কী কী ভাগে ভাগ করা যায় ?
Ans: দোআঁশ মাটি , এঁটেল মাটি ও বেলে মাটি ।
44. যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান হয় তাকে । বলে ?
Ans: দোঁয়াশ মাটি ।
45. বেলেমাটিতে কোন্ কোন্ ফসলের চাষ হয় ?
Ans: তরমুজ , শশা , আলু ইত্যাদি ।
46. কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী ?
Ans: রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ।
47. কোন্ মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপের সৃষ্টি করে ?
Ans: ল্যাটেরাইট মৃত্তিকা ।
48. পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে কী মৃত্তিকা দেখা যায় ?
Ans: ভাবর ।
49. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কী বলে ?
Ans: ধাঙ্কার ।
50. কৃষ্ণ মৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে ।
Ans: চুন ও কাদা ।
51. পার্বত্য অঞ্চলের মৃত্তিকার রং কী ?
Ans: কালো / ধূসর বাদামি ।
52. ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতপক্ষে কোন শ্রেণির মৃত্তিকা ?
Ans: লোহিত মৃত্তিকা ।
53. কোন্ মৃত্তিকার জলধারণ ক্ষমতা সর্বাধিক ।
Ans: কৃষ্ণ মৃত্তিকা ।
54. নদীর মোহানা অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির হয় ?
Ans: লবণাক্ত ।
55. মৃত্তিকা ক্ষয়ের সর্বপ্রধান কারণ কী ?
Ans: বৃক্ষচ্ছেদন ।
56. আর্দ্র অঞ্চলে কীসের দ্বারা মৃত্তিকা ক্ষয় বেশি হয় ?
Ans: জলের দ্বারা ।
57. ভারতের প্রায় কত জমি প্রতি বছর জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় ?
Ans: প্রায় ৫৩.৩৪ মিলিয়ন হেক্টর জমি ।
58. পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে যে চাষ করা হয় , তাকে কী বলে ?
Ans: ধাপ চাষ ।
59. ধাঙ্কার কাকে বলে ?
Ans: উচ্চ গাঙ্গেয় সমভূমিতে জলাভূমির মৃত্তিকাকে ধাক্কার [ Dhankar ] মৃত্তিকা বলে ।
60. ভাবর মৃত্তিকা কাকে বলে ?
Ans: পর্বতের পাদদেশে নুড়ি , পলি ও বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে ভাবর মৃত্তিকা বলে ।
61. ভাবর মৃত্তিকা অনুর্বর কেন ?
Ans: ভাবর মৃত্তিকা নুড়ি , কাকর ও বালি দ্বারা গঠিত হওয়ায় এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা খুবই কম । তাই এই মৃত্তিকা অত্যন্ত অনুর্বর ।
62. পলি মৃত্তিকায় কোন কোন ফসল উৎপন্ন হয় ?
Ans: ভারতের পলিমাটিতে প্রায় সব ধরনের কৃষিজ ফসল উৎপাদিত হয় । প্রধান উৎপাদিত ফসল হল ধান , গম , আখ , তৈলবীজ , ডাল , পাট , আলু , শাকসবজি প্রভৃতি ।
63. পলি মৃত্তিকা অত্যন্ত উর্বর কেন ?
Ans: এই পলি মৃত্তিকায় ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি । অধিকাংশ স্থানে মাটির মধ্যে পলি , কাদা ও বালির ভাগ সমান সমান থাকায় মাটি দোআঁশ জাতীয় বলে জলধারণ ক্ষমতাও বেশ বেশি । তাই ইহা উর্বর । জেনে রাখো
হিউমাস : মৃত্তিকায় অবস্থিত , পরিপূর্ণভাবে বিশ্লিষ্ট জীবদেহ বিশেষ Humus নামে পরিচিত । এটি মৃত্তিকার গঠন , সচ্ছিদ্রতা , উন্নতা প্রভৃতিকে নিয়ন্ত্রণ করে ।
64. কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোথায় কোথায় দেখা যায় ?
Ans: মহারাষ্ট্র , মধ্যপ্রদেশের পশ্চিম অংশ , গুজরাটের দক্ষিণ , অন্ধ্রপ্রদেশের উত্তর – পশ্চিম , কর্ণাটকের উত্তর ও তামিলনাড়ুর উত্তর অংশের প্রায় ৫.৫০ লক্ষ বর্গকিমি [ ১৭ % ] স্থানজুড়ে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখা যায় ।
65. রেগুর মৃত্তিকা কাকে বলে ?
Ans: দাক্ষিণাত্যের উত্তর – পশ্চিম অংশে লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন যে অতি উর্বর কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় , স্থানীয়ভাবে তাকে ‘ রেগুর ‘ বলে ।
66. রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন ?
Ans: ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট রেগুর মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ খুব বেশি থাকে । এই কারণে রেগুর মৃত্তিকার রং হয় কালো ।
67. ভুর কাকে বলে ?
Ans: উচ্চ গাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে [ বিশেষত উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিমাংশের দোয়ার অঞ্চলে ] বালি মিশ্রিত অতি সূক্ষ্ম মৃত্তিকা গঠিত তরঙ্গায়িত উচ্চভূমি দেখা যায় , যা ‘ ভুর ‘ নামে পরিচিত ।
68. কৃষ্ণ মৃত্তিকায় কোন্ কোন্ ফসল ভালো জন্মায় ?
Ans: কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য অত্যন্ত বিখ্যাত । তাই মাটি ‘ Black cotton Soil ‘ নামে পরিচিত । কার্পাস ছাড়াও এই মাটিতে মিলেট , তৈলবীজ , তামাক , পিঁয়াজ প্রভৃতির চাষ হয় ।
69. কৃষ্ণ মৃত্তিকায় কীসের পরিমাণ বেশি থাকে ।
Answer : চুন ও কাদা ।
70. পার্বত্য অঞ্চলের মৃত্তিকার রং কী ?
Answer : কালো / ধূসর বাদামি ।
71. ল্যাটেরাইট মৃত্তিকা প্রকৃতপক্ষে কোন শ্রেণির মৃত্তিকা ?
Answer : লোহিত মৃত্তিকা ।
72. কোন্ মৃত্তিকার জলধারণ ক্ষমতা সর্বাধিক ।
Answer : কৃষ্ণ মৃত্তিকা ।
73. নদীর মোহানা অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির হয় ?
Answer : লবণাক্ত ।
74. মৃত্তিকা ক্ষয়ের সর্বপ্রধান কারণ কী ?
Answer : বৃক্ষচ্ছেদন ।
75. আর্দ্র অঞ্চলে কীসের দ্বারা মৃত্তিকা ক্ষয় বেশি হয় ?
Answer : জলের দ্বারা ।
76. ভারতের প্রায় কত জমি প্রতি বছর জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় ?
Answer : প্রায় ৫৩.৩৪ মিলিয়ন হেক্টর জমি ।
77. পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে যে চাষ করা হয় , তাকে কী বলে ?
Answer : ধাপ চাষ ।
78. পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ হয় , তাকে কী বলে ?
Answer : ঝুম চাষ ।
79. রেগুর শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে ?
Answer : তেলুগু শব্দ রেগাডা থেকে [ Regada ] .
80. মরু অঞ্চলের মৃত্তিকার রং কী ?
Answer : বাদামি হলুদ ও হালকা হলুদ আকারে ।
81. যে মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে এবং যার রং বাদামি , লাল বা হলুদ হয় , তাকে কী বলে ?
Answer : পেডালফার মৃত্তিকা ।
82. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো তাকে কী বলা হয় ?
Answer : পেডোক্যাল মৃত্তিকা ।
83. গঠন হিসেবে খাদার বা নবীন পলিমাটিকে কী কী ভাগে ভাগ করা যায় ?
Answer : দোআঁশ মাটি , এঁটেল মাটি ও বেলে মাটি ।
84. যে মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান হয় তাকে । বলে ?
Answer : দোঁয়াশ মাটি ।
85. বেলেমাটিতে কোন্ কোন্ ফসলের চাষ হয় ?
Answer : তরমুজ , শশা , আলু ইত্যাদি ।
86. মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর: মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হল বৃক্ষছেদন।
87. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তর: উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলের ঝুম চাষ বেশি দেখা যায়।
88. পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর: পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো ভূমিধস।
89. জৈব পদার্থ অধিক হলে মৃত্তিকার রং কেমন হয়?
উত্তর: জৈব পদার্থ অধিক হলে মৃত্তিকার রং কালো হয়।
90. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত।
91. ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রাজস্থানের যোধপুরে অবস্থিত।
92. কাশ্মীর উপত্যকায় কোন মৃত্তিকা দেখা যায়?
উত্তর: কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি দেখা যায়।
93. জাফরান চাষ কোন মৃত্তিকায় হয়?
উত্তর: জাফরান চাষ কারেওয়া মৃত্তিকা হয়।
94. কোন মাটিতে চা চাষ ভালো হয়?
উত্তর: পার্বত্য মাটিতে চা চাষ ভালো হয়।
95. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লবণাক্ত মৃত্তিকা দেখা যায়?
উত্তর: গুজরাটে ভারতের সর্বাধিক লবণাক্ত মৃত্তিকা দেখা যায়।
96. মাটির pH মান বলতে কী বোঝায়?
উত্তর: মাটির pH মান 7 হলে মাটি প্রশমিত হয় এবং বেশি হলে ক্ষারকীয় ও কম হলে আম্লিক প্রকৃতির হয়।
97. কোন্ মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপের সৃষ্টি করে ?
Answer : ল্যাটেরাইট মৃত্তিকা ।
98. পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে কী মৃত্তিকা দেখা যায় ?
Answer : ভাবর ।
99. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কী বলে ?
Answer : ধাঙ্কার ।
100. কৃষ্ণ মৃত্তিকাকে ‘ কৃষ্ণকার্পাস মৃত্তিকা ‘ বা ‘ Black Cotton Soil ‘ বলে কেন ?
Ans: কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর কার্পাস বা তুলা চাষের জন্য উপযোগী বলে , কৃষ্ণ মৃত্তিকাকে ‘ কৃষ্ণ কার্পাস মৃত্তিকা ‘ বা ‘ Black Cotton Soil বলে ।
101. লোহিত মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায় ?
Ans: কর্ণাটক , মহারাষ্ট্রের দক্ষিণ – পূর্বাংশ , অন্ধ্রপ্রদেশের পূর্বভাগ , মধ্যপ্রদেশ , ওড়িশা , ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ , পশ্চিমবঙ্গের বীরভূম , বাঁকুড়া জেলায় এবং উত্তর – পূর্বের নাগাল্যান্ড , মণিপুর , মিজোরাম , ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে লোহিত মৃত্তিকা দেখা যায় ।
102. লোহিত মৃত্তিকায় কোন্ কোন্ ফসল ভালো জন্মায় ?
Ans: লোহিত মৃত্তিকা অনুর্বর হলেও মিলেট , বাদাম , ভুট্টা , সোয়াবিন , আঙুর ও কফি উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী । জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে ধান , তৈলবীজ , ডাল প্রভৃতির চাষ করা হয় । HTTO DRA
103. ল্যাটেরাইট মৃত্তিকার এইরূপ নামকরণের কারণ কী ?
Ans: লাতিন ভাষায় ‘ ল্যাটার ‘ [ Later ] শব্দের অর্থ হল ইট । ইটের মতো শক্ত ও লাল রঙের হয় বলে , এই মৃত্তিকার নাম ল্যাটেরাইট ।
104. ল্যাটেরাইট মৃত্তিকার খনিজ উপাদান কী কী ?
Ans: ল্যাটেরাইট মৃত্তিকার খনিজ উপাদানগুলি হল লোহা , অ্যালুমিনিয়াম , ম্যাঙ্গানিজ অক্সাইড প্রভৃতি ।
105. পার্বত্য মৃত্তিকা কোথায় কোথায় দেখা যায় ?
Ans: উত্তরে হিমালয় এবং দক্ষিণে নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতের বনভূমি অঞ্চলে পার্বত্য মৃত্তিকা দেখা যায় । হিমালয়ের উপত্যকা ও অবনমিত অঞ্চলেই এই মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায় ।
106. পার্বত্য ও অরণ্য মৃত্তিকায় কোন্ কোন্ ফসল ভালো জন্মায় ?
Ans: পার্বত্য মৃত্তিকা অনুর্বর হলেও , চা , কফি , বিভিন্ন মশলা , ফল প্রভৃতি বাগিচা ফসল ভালো জন্মায় ।
107. মরু ও শুষ্ক মৃত্তিকা ভারতের কোথায় কোথায় দেখা যায় ?
Ans: রাজস্থানের মরুভূমি ও তৎসংলগ্ন পাঞ্জাব , হরিয়ানা | ও গুজরাটের প্রায় ১.৫০ লক্ষ বর্গকিমি অঞ্চলজুড়ে রয়েছে মরু ও শুষ্ক মৃত্তিকা ।
108. শিট ক্ষয় ও খোয়াই ক্ষয় কাকে বলে ?
Ans: ঢালু জমির ওপর দিয়ে প্রবাহিত জলধারার মাধ্যমে মাটির উপরিস্তরের অপসারণ হল শিট ক্ষয় । ছোটো নালা বড়ো নালায় পরিণত হলে তা হল খোয়াই ক্ষয় । প্রশ্ন ২৯ র্যাভাইন ক্ষয় কী ? উত্তর : জলনালিকা ও খোয়াই আরও গভীর খাড়া পাড়যুক্ত গভীর খাত তৈরি করে । একেই বলে র্যাভাইন ক্ষয় ।
109. অপভূমি বা Badland কাকে বলে ?
Ans: খোয়াই ও র্যাভাইন ক্ষয়ের মাধ্যমে বিশাল অঞ্চল এবড়োখেবড়ো ও শুষ্ক অনুর্বর ভূমিতে পরিণত হলে তা হল অপভূমি বা ব্যাডল্যান্ড । যেমন— গড়বেতায় অবস্থিত গণগনির ব্যাডল্যান্ড ।
110. পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ হয় , তাকে কী বলে ?
Ans: ঝুম চাষ ।
111. ভারতের প্রায় __________ শতাংশ স্থান জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা।
উত্তর : 17
112. __________ মৃত্তিকা শুকানো অবস্থায় ইটের মত শক্ত ও ভিজে অবস্থায় থাকথকে হয়।
উত্তর : ল্যাটেরাইট
113. __________ মাটিতে জাফরান চাষ ভালো হয়।
উত্তর : কারেওয়া
114. যে মৃত্তিকায় চুনের ভাগ বেশি ও রং কালো প্রকৃতির হয় তাকে কি বলে?
উত্তর : পেডোক্যাল মৃত্তিকা
115. উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কি বলে?
উত্তর : ধাঙ্কার
116. মৃত্তিকা ক্ষয়ের সর্ব প্রধান কারণ কি?
উত্তর : গাছ কাটা
117. পাহাড়ি অঞ্চলে বিভিন্ন উচ্চতায় ধাপ কেটে কেটে যে চাষ করা হয় তাকে কি বলে?
উত্তর : ধাপ চাষ
118. শিথিল মৃত্তিকার স্তরের মধ্য দিয়ে সরু সরু নালার আকারে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কি বলে?
উত্তর : রিল ক্ষয়
119. রাজস্থানের লুনি নদীর অববাহিকায় বালি দ্বারা গঠিত পলিমাটি __________ নামে পরিচিত।
উত্তর : লোয়েস
120. ডেকানট্র্যাপ অঞ্চলে ________ মৃত্তিকার প্রাধান্য বেশি।
উত্তর : কৃষ্ণ মৃত্তিকার
121. রেগুর শব্দের উৎপত্তি হয় কোন শব্দ থেকে ?
Ans: তেলুগু শব্দ রেগাডা থেকে [ Regada ] .
122. মরু অঞ্চলের মৃত্তিকার রং কী ?
Ans: বাদামি হলুদ ও হালকা হলুদ আকারে ।
” ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography Exam Guide / Class 10 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর। ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়]
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Suggestion দশম শ্রেণি ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer, Suggestion | Class 10 Geography Question and Answer Suggestion | Class 10 Geography Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়]
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] । Class 10 Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন উত্তর । ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] | Class 10 Geography Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] প্রশ্ন উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর
Class 10 Geography Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] | Class 10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর
Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 10 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer with FREE PDF Download Link
ভারতের মৃত্তিকা [ভারত – পঞ্চম অধ্যায়] দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer