দশম শ্রেণীর বাংলা : সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর বাংলা : সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer : সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটির রচয়িতা –

(A) মালিক মুহম্মদ জায়সী

(B) সৈয়দ আলাওল

(C) মাগন ঠাকুর

(D) খদোমিস্তা

Ans: (B) সৈয়দ আলাওল

2. ‘ পদ্মাবতী ’ কাব্যের মূল গ্রন্থ ‘ পদুমাবৎ ‘ কাব্যের রচয়িতা –

(A) মালিক মুহম্মদ জায়সী

(B) মাগন ঠাকুর

(C) সৈয়দ আলাওল

(D) দোমিস্তা

Ans: (A) মালিক মুহম্মদ জায়সী

3. ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?

(A) লোরচন্দ্রাণী

(B) পদ্মাবতী

(C) সতীময়না

(D) তোহফা

Ans: (B) পদ্মাবতী

4. ‘ পদ্মাবতী ‘ কাব্যের যে – খণ্ড থেকে ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশটি গৃহীত , সেটি হল—

(A) পদ্মা সমুদ্র খণ্ড

(B) লক্ষ্মী সমুদ্র খণ্ড

(C) পদ্মাবতী রত্নসেন খণ্ড

(D) রত্নসেন বন্ধন খণ্ড

Ans: (A) পদ্মা সমুদ্র খণ্ড

5. সৈয়দ আলাওল যে – সময়কার কবি , তা হল –

(A) সপ্তদশ শতক

(B) ষোড়শ শতক

(C) অষ্টাদশ শতক

(D) ত্রয়োদশ শতক

Ans: (A) সপ্তদশ শতক

6. ‘ দিব্য পুরী ‘ শব্দটির অর্থ হল –

(A) সুন্দর প্রাসাদ

(B) শপথ নিলাম

(C) সুন্দর বাগান

(D) দৈব মহিমা

Ans: A) সুন্দর প্রাসাদ

7. ‘ দিব্য পুরী ‘ ছিল—

(A) জলের মাঝারে

(B) পিতৃপুরে

(C) সমুদ্র মাঝারে

(D) উদ্যানের মাঝে

Ans: C) সমুদ্র মাঝারে

8. ‘ সমুদ্রনৃপতি সুতা কে ?

(A) লক্ষ্মী

(B) পদ্মা

(C) উমা

(D) বারুণী

Ans: (B) পদ্মা

9. “দেখি দিব্যস্থান” -কোথায় দিব্যস্থান দেখতে পেয়েছিলেন?

(ক) সমুদ্র মাঝারে

(খ) পর্বতের ভিতরে

(গ) জলের মাঝারে

(ঘ) সিন্ধুতীরে

উত্তর- “দেখি দিব্যস্থান” -(ঘ) সিন্ধুতীরে দিব্যস্থান দেখতে পেয়েছিলেন।

10. ‘মাঞ্জস’ শব্দের অর্থ –

(ক) ভেলা

(খ) জাহাজ

(গ) বজরা

(ঘ) লহর

উত্তর- ‘মাঞ্জস’ শব্দের অর্থ – (ক) ভেলা।

11. “বেথানিত হৈছে কেশ বেশ।” – ‘বেথানিত’ কথাটির অর্থ –

(ক) দৃষ্টিগোচর

(খ) বেদনাযুক্ত

(গ) ব্যথায় নত

(ঘ) অসংবৃত

উত্তর- “বেথানিত হৈছে কেশ বেশ।” – ‘বেথানিত’ কথাটির অর্থ (ঘ) অসংবৃত।

12. “বাহুরক কন্যার জীবন।” – এক্ষেত্রে ‘কন্যা’ হল –

(ক) বিদ্যাধরি

(খ) পদ্মা

(গ) পদ্মাবতী

(ঘ) অপ্সরা

উত্তর- “বাহুরক কন্যার জীবন।” – এক্ষেত্রে ‘কন্যা’ হল (গ) পদ্মাবতী

13. অচেতন পঞ্চকন্যাকে যা দিয়ে সারিয়ে তোলা হল –

(ক) তন্ত্র-মন্ত্র-মহৌষধি

(খ) ফল-মূল

(গ) কন্দ-শিকড়

(ঘ) ভেষজ ঔষধ

উত্তর- অচেতন পঞ্চকন্যাকে (ক) তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে সারিয়ে তোলা হল।

14. ‘ প্রত্যুষ ‘ শব্দের অর্থ হল –

(A) রাত্রি

(B) দ্বিপ্রহর

(C) অপরাহ্ণ

(D) ভোর

Ans: (D) ভোর

15. ‘ তুরিত গমনে আসি’— তুরিত গমনে এসেছেন—

(A) সখীগণ

(B) পদ্মা

(C) আলাওল

(D) সমুদ্রনৃপতি

Ans: (B) পদ্মা

16. ‘ মধ্যেতে যে কন্যাখানি ‘ সে ছিল –

(A) সংজ্ঞাহীন

(B) আনন্দিত

(C) স্নেহপ্রবণ

(D) নিরাশ

Ans: (A) সংজ্ঞাহীন

17. ‘ বিস্মিত হইল বালা ‘ — ‘ বালা ‘ শব্দের অর্থ হল –

(A) সখী

(B) সঙ্গিনী

(C) কন্যা

(D) দুখিনি

Ans: C) কন্যা

18. ‘ অনুমান করে নিজ চিতে— সে অনুমান করেছিল যে—

(A) মেয়েটি হল দেবী

(B) মেয়েটি হল পরি

(C) মেয়েটি হল রাজকন্যা

(D) মেয়েটি হল বিদ্যাধরি

Ans: (D) মেয়েটি হল বিদ্যাধরি

19. বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হতে পারত—

(A) ইন্দ্রের অভিশাপে

(B) স্বেচ্ছায়

(C) মুনির অভিশাপে

(D) অসাবধানতায়

Ans: (A) ইন্দ্রের অভিশাপে

20. ‘ ভাঙ্গিল প্রবল বাও’— ‘ বাও ‘ শব্দের অর্থ হল –

(A) প্রণাম

(B) বজ্ৰ

(C) বায়ু

(D) আঘাত

Ans: C) বায়ু

21. ‘ আছয় ‘ শব্দের গদ্যরূপ হল –

(A) আশ্রয়

(B) ছয় সংখ্যা

(C) ছন্নছাড়া

(D) আছে

Ans: (D) আছে

22. ‘ চিকিৎসিমু ‘ শব্দের গদ্যরূপ হল—

(A) চিকিৎসা করব

(B) চিকিৎসক

(C) চিকিৎসিত

(D) চিকিৎসা

Ans: (A) চিকিৎসা করব

23. কৃপা কর — পদ্মা যাঁর কৃপা চাইছেন , তিনি হলেন— 

(A) সমুদ্রনৃপতি

(B) মাগনগুণী

(C) নিরঞ্জন

(D) ইন্দ্র

Ans: (C) নিরঞ্জন

24. ‘ সখী সবে আজ্ঞা দিল – আজ্ঞা যে দিল , সে হল –

(A) পদ্মা

(B) বিদ্যাধরী

(C) মনোরমা

(D) আলাওল

Ans: (A) পদ্মা

25. অচেতন কন্যাদের সংখ্যা ছিল —

(A) পাঁচ

(B) ছয়

(C) চার

(D) তিন

Ans: (A) পাঁচ

26. অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হল –

(A) ফল – মূল দিয়ে

(B) তন্ত্র – মন্ত্র – মহৌষধি দিয়ে

(C) কন্দ – শিকড় দিয়ে

(D) ভেষজ ওষুধ দিয়ে

Ans: (B) তন্ত্র – মন্ত্র – মহৌষধি দিয়ে

27. শ্ৰীযুত মাগন ’ হলেন –

(A) পদ্মার পিতা

(B) আলাওলের পৃষ্ঠপোষক

(C) ইন্দ্ৰ

(D) মোহন্ত

Ans: (B) আলাওলের পৃষ্ঠপোষক

28. ‘ হীন আলাওল সুরচন ।’— কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে—

(A) গৌরচন্দ্রিকা

(B) উপসংহার

(C) উপস্থাপনা

(D) ভনিতা

Ans: (D) ভনিতা

29. ‘ সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।’— ‘ মাঞ্জুস ’ শব্দটির অর্থ –

(A) ভেলা

(B) জাহাজ

(C) লহর

(D) বজরা

Ans: (A) ভেলা

30. ‘ বিদ্যাধরি ’ আসলে কে ?

(A) ইন্দ্রের সভার নৃত্যশিল্পী

(B) ব্রহ্মার মানসকন্যা

(C) ইন্দ্রের সভার বাচিক শিল্পী

(D) ইন্দ্রের সভার গায়িকা

Ans: (D) ইন্দ্রের সভার গায়িকা

31. ‘ বাহুরক কন্যার জীবন ।’— এক্ষেত্রে ‘ কন্যা ‘ কে ?

(A) বিদ্যাধরি

(B) পদ্মাবতী

(C) অপ্সরা

(D) পদ্মা

Ans: (B) পদ্মাবতী

32. “ সিন্ধুতীরের উপরের পর্বত ছিল—

(A) পশুপাখিতে ভরা

(B) জনমানুষে পূর্ণ

(C) ফল ফুলে সজ্জিত

(D) ঘরবাড়িতে পূর্ণ

Ans: (C) ফল ফুলে সজ্জিত

33. ‘ অতি মনোহর দেশ ‘ বলতে বোঝানো হয়েছে –

(A) সিংহলকে

(B) চিতোরকে

(C) সমুদ্রকে

(D) সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে

Ans: (D) সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে

34. ‘ তাহাতে বিচিত্র টঙ্গি …’- টঙ্গি ‘ শব্দের অর্থ –

(A) টালি

(B) গাছপালা

(C) তিরধনুক

(D) প্রাসাদ

Ans: (D) প্রাসাদ

35. ‘ কন্যারে ফেলিল যথা …’- এই ‘ কন্যা ‘ হলেন –

(A) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী

(B) পদ্মাবতীর পঞ্চম সখী

(C) রত্নসেনের কন্যা পদ্মাবতী

(D) সমুদ্রকন্যা পদ্মা

Ans: (C) রত্নসেনের কন্যা পদ্মাবতী

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion

1. ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটির রচয়িতা কে ?

Ans: সপ্তদশ শতকে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি রচনা করেন ।

2. সৈয়দ আলাওল কোন্ রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন ?

Ans: সৈয়দ আলাওল আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন ।

3. ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থ থেকে গৃহীত ?

Ans: ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কবি সৈয়দ আলাওল রচিত ‘ পদ্মাবতী ’ কাব্যগ্রন্থের ‘ পদ্মা সমুদ্র ’ খণ্ড ( ৩৫ – তম ) থেকে গৃহীত ।

4. ‘পদ্মা-সমুদ্রখণ্ড’-টির অন্তর্গত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ ছন্দে রচিত?

উত্তর: ‘পদ্মা-সমুদ্রখণ্ড’-টির অন্তর্গত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত।

5. কন্যারে ফেলিল যথা…” –কন্যাটি এক্ষেত্রে কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত ‘পদ্মা- সমুদ্রখণ্ড’ থেকে নেওয়া ‘সিন্ধুতীরে’ শীর্ষক কাব্যাংশে ‘কন্যা’-টি এক্ষেত্রে পদ্মাবতী, সিংহলরাজ গন্ধর্বসেনের কন্যা, চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী।

6. . দিব্য পুরী সমুদ্র মাঝার”—‘দিব্যপুরী’র অর্থ কী?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘দিব্যপুরী’-র অর্থ অলৌকিক স্বর্গীয় নগরী।

7. ‘সমুদ্রনৃপতি সুতা’ কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘সমুদ্রনৃপতি সুতা’ হলেন পদ্মা।

8. “তাহাতে বিচিত্র টঙ্গি… – টঙ্গি’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘টঙ্গি’ শব্দের অর্থ প্রাসাদ।

9. “তথা কন্যা থাকে সর্বক্ষণ”—কার, কোথায় থাকার কথা বলা হয়েছে?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্ররাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল ফলে ভরা, বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে।

10. “যদি হৈল সময় প্রত্যুষ”—সকাল হতে পদ্মা কী দেখলেন?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে বর্ণিত কাহিনি অনুযায়ী সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটি মান্দাস রয়েছে।

11. মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা জিনি”—রস্তানিন্দিত রূপটি কার?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে রস্তানিন্দিত রূপটি হল চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতীর।

12. “বিস্মিত হইল বালা”— বিস্মিত হওয়ার কারণ কী?

উত্তর: সমুদ্রতীরে অচেতন কন্যার সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল।

13. . অনুমান করে নিজ চিতে…”—পদ্মা কী অনুমান করলেন?

উত্তর: সমুদ্রের পাড়ে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্ররাজকন্যা পদ্মা ভাবলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছেন।

14. ” “বেখানিত হৈছে কেশ বেশ”—বেথানিত শব্দের অর্থ কী?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ শীর্ষক কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘বেথানিত’ শব্দের অর্থ অসম্বৃত বা বিস্ফানিত, আলুথালু |

15. “…ভাঙ্গিল প্রবল বাও”—প্রবল বাতাস কী ভেঙে দিয়েছে?

উত্তর: আলোচ্য অংশে প্রবল বাতাস পদ্মাবতীর মান্দাস ভেঙে দিয়েছে।

16. পদ্মাবতী কীভাবে মূর্ছিত হয়ে পড়েছেন?

উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী সমুদ্রে প্রবল বাতাসে মান্দাস ভেঙে পড়ায় ভয়ে, কষ্টে মূর্ছিত হয়ে পড়েছেন।

17. “কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস” কার কথা বলা হয়েছে?

উত্তর: সমুদ্রতীরে অচেতন পদ্মাবতীর কথা বলা হয়েছে।

18. . “বিধি মোরে না কর নৈরাশ।”—বক্তা কোন্ বিষয়ে নিরাশ হতে চান না?

উত্তর: সমুদ্রকষ্টে মূর্ছিতা পদ্মাবতীর প্রাণ ফিরিয়ে আনার ক্ষেত্রে বক্তা সমুদ্রের রাজকন্যা পদ্মা নিরাশ হতে চান না।

19. “বাহুরক কন্যার জীবন” –বক্তা কীভাবে কন্যার প্রাণরক্ষার চেষ্টা করেছেন?

উত্তর: আলোচ্য অংশে বক্তা সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের নিয়ে আগুন জ্বেলে পদ্মাবতীর শরীরে সেঁক দিয়ে, মন্ত্রতন্ত্র মহৌষধ দিয়ে চার দণ্ড ধরে সেবাযত্ন করে তাঁর প্রাণরক্ষার চেষ্টা করেছেন।

20. “কৃপা কর…”—পদ্মাবতীর প্রাণরক্ষায় পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে পদ্মাবতীর প্রাণরক্ষার জন্য পদ্মা নিরঞ্জনের কৃপা প্রার্থনা করেছেন।

21. সখী সবে আজ্ঞা দিল…”—পদ্মা তাঁর সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?

“উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের পদ্মাবতীকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রূষার আজ্ঞা দিয়েছিলেন। ভায়

22. “পঞ্চকন্যা পাইলা চেতন” ‘পঞ্চকন্যা’ কে কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে ‘পঞ্চকন্যা’ হলেন চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং তাঁর চার সখী—চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা |

23. “পঞ্চকন্যা পাইলা চেতন।”—পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল?

উত্তর: সমুদ্রকন্যা পদ্মার সখীদের সেবাশুশ্রুষায় পঞ্চকন্যা চেতনা ফিরে পেল।

24. “কন্যারে ফেলিল যথা” – কন্যাকে কোথায় ফেলা হল ? [মাধ্যমিক ১৮]

উত্তর- সৈয়দ আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যের থেকে গৃহীত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে কন্যা অর্থাৎ রানি পদ্মাবতীকে সমুদ্রের মাঝখানের ‘দিব্যপুরী’ সম একটি দ্বীপে ফেলা হয়েছিল।

25. “সমুদ্রনৃপতি সুতা” – উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও।

উত্তর- সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে ‘সমুদ্রনৃপতি সুতা’ হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা, ইনিই মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্যে ছিলেন লক্ষ্মী নামাঙ্কিতা।

26. “সিন্ধুতীরে দেখি দিব্যস্থান” – দিব্যস্থানটি কেমন ছিল?

উত্তর- ‘দিব্য’ কথার অর্থ উৎকৃষ্ট, মনোহর। ‘সিন্ধুতীরে’ কাব্যাংশের সমুদ্র পরিবেষ্টিত পদ্মার আবাসস্থলটি স্বর্গভূমির মতো মনোহর হওয়ার কারণে একে দিব্যস্থান বলা হয়েছে।

27. “তথা কন্যা থাকে সর্বক্ষণ।।” ‘তথা’ বলতে কোন স্থানের কথা বলা হয়েছে?

উত্তর- ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে ‘তথা’ বলতে ফল-ফুল সুশোভিত সুউচ্চ পর্বত পাশ্ববর্তী উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উচ্চ টঙ্গি বা রাজপ্রাসাদের কথা বলা হয়েছে।

28. আলাওল রচিত ‘ পদ্মাবতী ‘ কাব্যগ্রন্থটি কোন্ কাব্যের অনুসরণে রচিত ?

Ans: আলাওল রচিত ‘ পদ্মাবতী ’ কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী রচিত ‘ পদুমাবৎ ‘ কাব্যের অনুসরণে রচিত ।

29. পাঠ্য হিসেবে নির্বাচিত ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি আলাওল রচিত ‘ পদ্মাবতী ‘ কাব্যের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে ?

Ans: পাঠ্য হিসেবে নির্বাচিত ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি সৈয়দ আলাওল রচিত ‘ পদ্মাবতী ‘ কাব্যের ‘ পদ্মা সমুদ্র ‘ নামক ৩৫ – তম খণ্ড থেকে নেওয়া হয়েছে ।

30. ‘ পদ্মা সমুদ্র ’ খণ্ড থেকে গৃহীত ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কোন ছন্দে লেখা ?

Ans: সৈয়দ আলাওল রচিত ‘ পদ্মাবতী ‘ কাব্যের ‘ পদ্মা সমুদ্র ‘ গণ্ড থেকে গৃহীত ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত ।

31. দিব্য পুরী সমুদ্র মাঝার ।— “ দিবা পুরী ‘ – র বৈশিষ্ট্য কী ছিল ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কবিতায় ‘ দিব্য পুরী ‘ বলতে এক অতিমনোহর নগরীর কথা বলা হয়েছে । সেখানে কোনো দুঃখকষ্ট নেই , সর্বদা সত্যধর্ম ও সৎ – আচরণ পালিত হয় ।

32. ‘ সমুদ্রনৃপতি সুতা ’ বলতে কাকে বোঝানো হয়েছে ? 

Ans: আলাওল তাঁর ‘ সিন্ধুতীরে ’ কবিতায় ‘ সমুদ্রনৃপতি সুতা ’ অর্থাৎ সমুদ্ররাজের কন্যা বলতে , পদ্মা নামের এক গুণবতী কন্যাকে বুঝিয়েছেন । ‘ জায়সী ‘ – র লেখা মূল কাব্যে অবশ্য এঁর নাম ‘ লক্ষ্মী ।

33. ‘ সিন্ধুতীরে দেখি দিব্যস্থান ।’— স্থানটিকে ‘ দিব্যস্থান বলা হয়েছে কেন ?

Ans: আলাওলের ‘ ‘ সিন্ধুতীরে ‘ কবিতায় সমুদ্রের নিকটস্থ নগরটিকে ‘ দিব্যস্থান ’ বলা হয়েছে নগরটির সৌন্দর্য , মানুষের দুঃখকষ্টহীনতা , সত্যধর্ম ও সৎ – আচরণ পালনের জন্য । নগরটির সৌন্দর্য স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনীয় ।

34. ‘ তার পাশে রচিল উদ্যান ।। -কে , কীসের পাশে উদ্যান রচনা করল ?

Ans: ‘ সিন্ধুতীরে ’ কবিতা অবলম্বনে , সমুদ্রের তীরে অবস্থিত , সৌন্দর্যময় মনোরম নগরীতে যে – সুউচ্চ পর্বত অবস্থিত , সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন ।

35. ‘ তথা কন্যা থাকে সর্বক্ষণ ।।— ‘ তথা ” বলতে কোন্ স্থানের কথা বলা হয়েছে ?

Ans: ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে ‘ তথ্য ‘ বলতে সমুদ্রকন্যা পদ্মার নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উচ্চ টঙ্গি অর্থাৎ রাজপ্রাসাদের কথা বলা হয়েছে ।

36. প্রত্যুষ কালে পদ্মা কী করতেন ?

Ans: সিন্ধুতীরে কবিতায় , সমুদ্রকন্যা পদ্মা পিতৃগৃহে হেসে – খেলে সুখে রাত্রিযাপন করতেন এবং প্রত্যুষে অর্থাৎ খুব সকালে সখীদের সঙ্গে নিয়ে নিজের তৈরি বাগানে ভ্রমণ করতেন ।

37. ‘ ডুরিত গমনে আসি – তুরিত গমনে এসে পদ্মা কী দেখতে পেলেন ?

Ans: ‘ সিন্ধুতীরে ‘ কবিতানুসারে ভোরবেলা সখীসহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্রতীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে। পৌঁছে ভেলায় অচৈতন্য পাঁচ কন্যাকে দেখতে পেলেন ।

38. ‘ মধ্যেতে যে কন্যাখানি কোন কন্যার কথা বলা হয়েছে ?

Ans: ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান – ভ্রমণে এসে সংজ্ঞাহীন পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহল – রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করলেন । এখানে তাঁর কথাই বলা হয়েছে ।

39. ‘ দেখিয়া রূপের কলা / বিস্মিত হইল বালা / অনুমান করে নিজ চিতে ।’— ‘ বালা ‘ কী অনুমান করেছিল ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ’ কবিতা অনুসারে , সংজ্ঞাহীন অপরুপা কন্যাটিকে দেখে , সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিলেন যে , হয়তো বা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরি স্বর্গর্ভন্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা ।

40. পদ্মা আর কী অনুমান করেছিল ?

Ans: ‘ সিন্ধুতীরে ’ কবিতা অনুসারে , সমুদ্রকন্যা পদ্মা ভেবেছিলেন যে , হয়তো প্রবল ঝড়ের প্রকোপে সমুদ্রের বুকে নৌকাডুবি হয়ে পঞ্চকন্যা সমুদ্রপীড়ায় আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন ।

41. ‘ সখী সবে আজ্ঞা দিল— সখীদের পদ্মা কী আজ্ঞা দিয়েছিলেন ?

Ans: আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কবিতায় উদ্যানে ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তাঁর সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন ।

42. পদ্মা ও তাঁর সখীরা পঞ্চকন্যার কী চিকিৎসা করেছিলেন ?

Ans: ‘ সিন্ধুতীরে ’ কবিতায় পদ্মা ও তাঁর সখীরা অচৈতন্য পঞ্চকন্যাকে মাথায় ও পায়ে গরম সেঁক দেন । পদ্মা তাঁর অর্জিত বিদ্যাবলে তন্ত্রমন্ত্র ও মহৌষধি দিয়ে তাদের চিকিৎসা করেন ।

43. ‘ পঙ্খকন্যা পাইলা চেতন / – পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল ?

Ans: আলাওল রচিত ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশের বর্ণনা অনুযায়ী , সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্র – তন্ত্র – মহৌষধি সহযোগে । চার দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল ।

44. সিন্ধুতীরে কাব্যাংশটি কে রচনা করেন ?

উত্তর : সিন্ধুতীরে  কাব্যাংশটি শব্দ শতাব্দীর  সৈয়দ আলাউল দ্বারা রচিত হয় ।

45. সিন্ধুতীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর : পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খন্ডের অংশগত ।

46. পদুমাবৎ কাব্যটি কোন সময়ের রচনা ?

উত্তর : কবি মালিক মোহাম্মদ যাইছি রচিত পদুমাবোধ কাব্যটি 947 হিজরী ব 1540 খ্রিস্টাব্দে ।

47. রাজা রত্ন সেন কিভাবে পদ্মাবতীর কাছে পৌঁছে ছিলেন ?

উত্তর : সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের প্রসস্তি শুনে চিত্তরাজ রত্ন সেন ১৬০০ রাজকুমারকে সঙ্গে নিয়ে যোগী বেশে সিংহল রাজকন্যা পদ্মাবতীর কাছে পৌঁছান।

48. সিং হলে যাত্রাকালে রত্নসেনকে কে সাহায্য করেছিলেন ?

উত্তর : ১৬০০ রাজকুমার সহ চিত্তর রাজ রত্ন সেন সিন্ধুতীরে পৌঁছালে রাজা-গোজপতি তাকে সিংহ হলে যাবার জন্য নৌকা দিয়ে সাহায্য করেছিলেন ।

49. চিতররাজ রাজ রত্ন সেনের প্রথম স্ত্রীর নাম কি ছিল?

উত্তর : চিতররাজ রাজ রত্ন সেনের প্রথম স্ত্রীর নাম ছিল নাগমতি ।

50. ‘ শ্রীযুত মাগন গুণী — আলাওল তাঁর কবিতার শেষে মাগনের নামোল্লেখ করেছেন কেন ?

Ans: কবি সৈয়দ আলাওল আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের আদেশে ‘ পদ্মাবতী ‘ রচনা শুরু করেন । তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্যরীতি অনুসারে তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে কবিতার শেষে মাগন ঠাকুরের নামোল্লেখ করা হয়েছে ।

51. ‘ কন্যারে ফেলিল যথা- কন্যাকে কোথায় ফেল হল ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশটি ‘ পদ্মাবত কাব্যের অন্তর্গত । এখানে কন্যাটি হল সিংহলরাজ গন্ধর্বসেনের কন এবং চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী । রাজা রত্নসেন সমুদ্রে মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে সব হারান । তখন তিনি স্ত্রী পদ্মাবতীস চারসখীকে একটি মান্দাসে তুলে দিয়েছিলেন । মান্দাস প্রবল ঢেউয়ে ভাসে ভাসতে তটভূমিতে আছড়ে পড়েছিল ।

52. ‘ অতি মনোহর দেশ— দেশটিকে মনোহর বলা হয়েছে কেন ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কবিতা অনুসারে সমুদ্রসংল দেশ বা নগরীটি স্বর্গীয় এবং অলৌকিক বৈচিত্র্যে ভরা । সেখানকার মানুষদের কোনো দুঃখ বা দুর্দশা নেই আর সকলে সৎ – ধর্মাচরণ করে ।

53. ‘ তথা কন্যা থাকে সর্বক্ষণ । কন্যার বসবাসের জায়গাটি কেমন ছিল ?

Ans: 11 নং প্রশ্নের উত্তর দ্যাখো ।

54. ‘ সিন্ধুতীরে ‘ কবিতায় উল্লিখিত দেশটিতে কী নেই ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কবিতায় ‘ সমুদ্র মাঝার ‘ – এ উল্লিখিত দেশটিতে মানুষের কোনো দুঃখদুর্দশা কিংবা কষ্ট ছিল না ।

55. ‘ তাহাতে বিচিত্র টঙ্গি’— ‘ টঙ্গি ‘ শব্দের অর্থ কী ?

Ans: প্রশ্নোদ্ধৃত অংশটি সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশ থেকে গৃহীত । ‘ টঙ্গি ’ শব্দের অর্থ হল প্রাসাদ ।

56. ‘ সিন্ধুতীরে কবিতায় দুজন নারীকে ‘ কন্যা ’ বলা হয়েছে , সেই দুই কন্যা কে কে ?

Ans: সৈয়দ আলাওলের ‘ পদ্মাবতী ‘ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশে , দুই কন্যার একজন হলেন চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং আরেকজন হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা । ‘ নিপতিতা চেতন রহিত ।

57. কে , কোথায় চেতনা হারিয়েছে ?

Ans: সৈয়দ আলাওলের ‘ পদ্মাবতী ’ কাব্যাংশ অনুসারে রাজা রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী মান্দাসে শুয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে সমুদ্রতীরবর্তী এক স্থানে এসে চেতনা হারিয়েছিলেন ।

58. “মনেতে কৌতুক বাসি” – এই কৌতুকের কারণ কী?

উত্তর- সৈয়দ আলাওলের ‘সিন্ধুতীরে’ কবিতায় সমুদ্রকন্যা পদ্মা সকালবেলায় সখীসহ সিন্ধু-তীরবর্তী দ্বীপটির মনোহর উদ্যানে পরিভ্রমণকালে জনশূন্য বেলাভূমিতে একটি মাঞ্জস দেখতে পেয়ে কৌতুহলী হয়ে উঠেছিলেন।

59. “বিস্মিত হইল বালা” – কে, কেন বিস্মিত হয়ে পড়েন?

উত্তর- সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রতীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন।

60. “দেখিয়া রূপের কলা/ বিস্মিত হইল বালা/ অনুমান করে নিজ চিতে।”- ‘বালা’ কী অনুমান করেছিল? [মাধ্যমিক ১৭]

উত্তর- ‘সিন্ধুতীরে’ কবিতার সংজ্ঞাহীন অপরূপা পদ্মাবতীকে দেখে সমুদ্রসুতা পদ্মা অনুমান করলেন, ইন্দ্রের শাপগ্রস্ত স্বর্গের অপ্সরা বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সিন্ধুতীরে পড়ে আছেন।

61. “বেথানিত হৈছে কেশ বেশ।” – ‘বেথানিত’ শব্দের অর্থ কী?

উত্তর- ‘বেথানিত’ শব্দের অর্থ অসংবৃত বা আলুথালু।

62. ‘ সিন্ধুতীরে ‘ কবিতাটি কোন সময়ের বাংলা সাহিত্যের নিদর্শন ?

Ans: কবি সৈয়দ আলাওল আনুমানিক ১৬৪৫ থেকে ১৬৫২ খ্রিস্টাব্দের মধ্যে ‘ পদ্মাবতী ’ কাব্যটি রচনা করেন । পাঠ্য ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি ‘ পদ্মাবতী ’ কাব্যগ্রন্থের অন্তর্গত । সুতরাং , এটি সপ্তদশ শতাব্দীর মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল নিদর্শন ।

63. ‘ মোহিত পাইয়া সিন্ধু – ক্লেশ ।।- ‘ সিন্ধু – ক্লেশ ” বলতে কী বোঝানো হয়েছে ?

Ans: সৈয়দ আলাওলের ‘ সিন্ধুতীরে ‘ কবিতা অনুসারে , অচেতন পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে হয়েছিল সমুদ্রঝড়ে আক্রান্ত হয়ে নৌকাডুবি হওয়ার ফলে , সামুদ্রিক পীড়া বা সিন্ধু – ক্লেশের ফলে তিনি জ্ঞান হারিয়েছেন ।

64. সিংহলে যাত্রাকালে কে রত্নসেনকে সাহায্য করেছিলেন?

উত্তর: ষোলোশো রাজকুমার-সহ চিতোররাজ রত্নসেন সিন্ধুতীরে পৌঁছোলে রাজা গজপতি তাঁকে সিংহলে যাবার জন্য নৌকো দিয়ে সাহায্য করেছিলেন।

65. চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম কী?

উত্তর: চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম নাগমতী।

66. আরাকান রাজ্যটি কোথায় অবস্থিত?

উত্তর: আরাকান রাজ্যটি ব্রহ্মদেশের উত্তর-পশ্চিম সীমায় এবং বাংলাদেশের

পূর্বে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি সমুদ্রতীরবর্তী স্থান।

67. আরাকান রাজ্যের প্রাচীন নাম কী?

উত্তর: আরাকান রাজ্যের প্রাচীন নাম রক্ষতুঙ্গ বা রোসাঙ। আইন-ই- আকবরী-তে একে ‘আখরঙ’ বলা হয়েছে | বাহারিস্তান গারী-তে .মীর্জা নাথান এই দেশকে বলেছেন ‘আর খঙ’—এর থেকেই ‘আরাকান’ নামটি এসেছে।

68. আরাকানের অধিবাসী মগেরা কোন্ ধর্মাবলম্বী ছিলেন?

উত্তর: আরাকানের অধিবাসী মগেরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।

69. আলাওল কোন্ কোন্ রাজার রাজত্বকালে আরাকানে ছিলেন?

উত্তর: সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওল থদোমিনতারের পুত্র সান্দ্-যু- ধম্মা বা চন্দ্রসুধর্মার রাজত্বকালে আরাকানে ছিলেন।

70. আরাকানে কার রাজত্বকালে আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন?

উত্তর: আরাকানে থদোমিতারের রাজত্বকালে কবি সৈয়দ আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন।

71. আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি কয়টি?

উত্তর : কবি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি দুটি—একটি নাগমতী-পদ্মাবতী রত্নসেনের মিলনান্তক কাহিনি, আর অন্যটি হল রত্নসেন- আলাউদ্দীন-পদ্মাবতীর ত্রিভুজপ্রেমের কাহিনি, যাতে যুদ্ধের উত্তেজনা প্রধান।

72. ২০০ পদ্মাবতী কাব্যে সিংহল-রাজকন্যা পদ্মাবতীর প্রিয় শুকপাখিটির নাম কী ছিল?

উত্তর: পদ্মাবতী কাব্যে সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রিয়শুকপাখিটির নাম ছিল হীরামন।

73. পদ্মাবতীর পিতার নাম কী?

উত্তর: পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর পিতার নাম গন্ধর্বসেন ।

74. পদ্মাবতীকে বিবাহ করে দেশে ফেরার সময় রত্নসেন কীভাবে বিপর্যস্ত হন?

উত্তর: পদ্মাবতীকে বিবাহ করে স্বদেশে ফেরার সময় নিজ অহংকারের জন্য রাজা রত্নসেন সমুদ্রের দ্বারা বিপর্যস্ত হন এবং অবশেষে বহু দুর্যোগ ও দুর্বিপাক পেরিয়ে দেশে ফেরেন।

75. পদ্মাবতী কাব্যে অলৌকিকতা কীভাবে স্থান পেয়েছে?

উত্তর: পদ্মাবতী কাব্যে ব্রাহ্মণের ছদ্মবেশধারী সমুদ্রের রত্নসেনকে পরীক্ষা, সমুদ্রে নৌকাডুবি, পদ্মাবতীর পাতালপুরীতে যাওয়া এবং সমুদ্রের কৃপায় আবার ধনরত্ন-সহ রত্নসেনকে ফিরে পেয়ে চিতোরে পৌঁছোনো—প্রভৃতি অলৌকিক বা রূপকথাধর্মী বিবরণ রয়েছে।

76. সুফি সম্প্রদায়ের শাখাগুলি কী কী?

উত্তর: সুফি সম্প্রদায়ের প্রধান চারটি শাখা। এগুলি হল—চিতি, সুহ্রাবর্দি, কাদেরি এবং নক্সবন্দি।

77. পদ্মাবতী কাব্যের ‘পদ্মা-সমুদ্রখণ্ড’ মূল পদুমাবৎ কাব্যে কোন্ নামে ছিল?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের ‘পদ্মা-সমুদ্রখণ্ড’মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যে ‘লক্ষ্মী-স মুদ্রখণ্ড’ নামে ছিল।

78. জায়সীর কাব্যে সমুদ্রকন্যার নাম কী ছিল?

উত্তর: মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যে সমুদ্রকন্যার নাম ছিল লক্ষ্মী, যা আলাওলের কাব্যে হয়েছে ‘পদ্মা’ |

79. “সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।।” -’মাঞ্জস’ শব্দের অর্থ কী? [মাধ্যমিক ২০]

উত্তর- ‘সিন্ধুতীরে’ কাব্যাংশের ‘মাঞ্জস’ শব্দের অর্থ ‘নৌকা বা ‘ভেলা’ বা ‘মান্দাস’।

আরো পড়ো – সিরাজদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

80. “সিন্ধুতীরে রহিছে মাঞ্জস” – কে এই মাঞ্জস দেখেছিলেন?

উত্তর- সৈয়দ আলাওলের “পদ্মাবতী’ কাব্যের ‘পদ্মা- সমুদ্র খণ্ড’ অংশের অন্তর্গত ‘সিন্ধুতীরে’ কবিতায় সমুদ্রকন্যা পদ্মা এই মাঞ্জস দেখেছিলেন।

” সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন উত্তর

(Class 10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali  Question and Answer / Class 10 Bengali  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Bengali  Exam Guide / Class 10 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন উত্তর

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর। সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন ও উত্তর | সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরসিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল

দশম শ্রেণির বাংলা সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি বাংলা | Class 10 Bengali 

দশম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন উত্তর | সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | Class 10 Bengali  Suggestion

দশম শ্রেণির বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | দশম শ্রেণীর বাংলা সহায়ক – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer, Suggestion | Class 10 Bengali  Question and Answer Suggestion | Class 10 Bengali  Question and Answer Notes | West Bengal Class 10th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 10th Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরসিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল

দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali Question and Answer, Suggestion

WBBSE Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর । সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | Class 10 Bengali  Suggestion দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestions | দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali  Question and Answer দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Bengali  Suggestion | দশম শ্রেণীর বাংলা সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা – সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali  Question and Answer Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class 10 Bengali  Suggestion download Class 10th Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is provided here. Class 10 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 10 Bengali  Question and Answer with FREE PDF Download Link

সিন্ধুতীরে (কবিতা) সৈয়দ আলাওল দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad