সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সপ্তম শ্রেণীর বিজ্ঞান : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | WBBSE Class 7th Science Question and Answer

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 7th Science Question and Answer, Suggestion, Notes | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7th Seventh VII Science Examination – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1.  একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল হল—

[A] জবা

[B] ধুতুরা

[C] কুমড়ো

[D] অপরাজিতা

উত্তর: – [C] কুমড়ো

2.  কাণ্ডের উৎপত্তি হয়—

[A] ভ্রূণাক্ষ থেকে

[B] ভ্রূণমূল থেকে

[C] ভ্রূণমুকুল থেকে

[D] ভ্রূণ থেকে

উত্তর: – [C] ভ্রূণমুকুল থেকে

3.  লালপাতা ফুল একটি

[A] একলিঙ্গ ফুল

[B] নগ্ন ফুল

[C] বন্ধ্যা ফুল

[D] সম্পূর্ণ ফুল

উত্তর: – [B] নগ্ন ফুল

4.  ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক হল—

[A] বৃতি

[B] পুম্পাক্ষ

[C] দলমণ্ডল

[D] পুংস্তবক

উত্তর: – [A] বৃতি

5.  একটি সুষম বা সমা ফুল হল

[A] অপরাজিতা

[B] মটর

[C] বক

[D] ধুতুরা

উত্তর: – [D] ধুতুরা

6.  কাণ্ডের গায়ে প্রায় সমান দূরত্বে কতকগুলি পাট থাকে, এদের বলে—

[A] পর্ব

[B] পর্বমধ্য

[C] কক্ষ

[D] শীর্ষ

উত্তর: – [A] পর্ব

7.  মূলের উৎপত্তি হয়—

[A] ভ্রূণাক্ষ থেকে

[B] ভ্রূণমুকুল থেকে

[C] ভ্রূণমূল থেকে

[D] ভ্রূণ থেকে

উত্তর: – [C] ভ্রূণমূল থেকে

8.  সমান্তরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে সেটি

[A] তাল পাতা

[B] তেজ পাতা

[C] কলা পাতা

[D] দারুচিনি পাতা

উত্তর: – [A] তাল পাতা

9.  মূলরোমের কাজ হল

[A] জল শোষণ করা

[B] অক্সিজেন শোষণ করা

[C] কার্বন ডাইঅক্সাইড শোষণ করা

[D] জল ও খনিজ লবণ শোষণ করা

উত্তর: – [D] জল ও খনিজ লবণ শোষণ করা

10.  উদবায়ী তরল পদার্থ যে প্রক্রিয়ায় বাস্পাকারে তাদের গন্ধ ছড়ায়, তা হল

[A] পরিবহণ

[B] ব্যাপন

[C] শোষণ

[D] আস্রাবণ

উত্তর: – [B] ব্যাপন

11.  জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা

[A] 2টি

[B] 3টি

[C] 5টি

[D] অসংখ্য

উত্তর: – [C] 5টি

12.  নীচের কোনটি দ্বিবীজপত্রী বীজ?

[A] ছোলা

[B] ভুট্টা

[C] গম

[D] ধান

উত্তর: – [A] ছোলা

13.  নিষেকের পর ডিম্বাশয় রুপান্তরিত হয়

[A] বীজে

[B] সস্যে

[C] ফলে

[D] থ্যালামাস-এ

উত্তর: – [C] ফলে

14.  নীচের কোনটি একবীজপত্রী বীজ?

[A] নারকেল

[B] মটর

[C] ছোলা

[D] পাইনাস

উত্তর: – [A] নারকেল

15.  একবীজপত্রী বীজে বীজপত্রের সংখ্যা থাকে—

[A] 1 টি

[B] 2 টি

[C] 3 টি

[D] 4 টি

উত্তর: – [A] 1 টি

16.  নীচের ফলগুলির মধ্যে যেটি যৌগিক ফল—

[A] ডুমুর

[B] আতা

[C] আম

[D] জাম

উত্তর: – [A] ডুমুর

17.  একটি একপ্রতিসম ফুল হল—

[A] সরষে

[B] ধুতুরা

[C] জবা

[D] বক

উত্তর: – [D] বক

18.  একটি অসম্পূর্ণ সমাঙ্গ একলিঙ্গ ফুল হল—

[A] জবা

[B] ধুতুরা

[C] কুমড়ো

[D] অপরাজিতা

উত্তর: – [C] কুমড়ো

19.  পর্ব ও পর্বমধ্য দেখে চেনা যায়—

[A] মূল

[B] কাণ্ড

[C] পত্র

[D] ফল

উত্তর: – [B] কাণ্ড

20.  নীচের যে উদ্ভিদটিতে করতাকার চতুফলক যৌগিক পত্র দেখা যায় সেটি হল

[A] শুশনি

[B] হিঙ্গন

[C] বেল

[D] ছাতিম

উত্তর: – [A] শুশনি

21.  নীচের যে মুলটি স্থানিক মূলের অন্তর্গত নয়, তা হল

[A] আম গাছের মূল

[B] কাঁঠাল গাছের মূল

[C] গম গাছের মূল

[D] মটর গাছের মূল

উত্তর: – [C] গম গাছের মূল

22.  কুমড়ো ফুলের পুংকেশর চক্রে পুংকেশরের সংখ্যা

[A] 3টি

[B] এটি

[C] 5টি

[D] 6টি

উত্তর: – [C] 5টি

23.  আম হল—

[A] বায়ুপরাগী

[B] পতঙ্গপরাগী

[C] জলপরাগী

[D] প্রাণীপরাগী

উত্তর: – [B] পতঙ্গপরাগী

24.  ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে—

[A] নিষেক

[B] গর্ভাধান

[C] দ্বিনিষেক

[D] পরাগযোগ

উত্তর: – [D] পরাগযোগ

25.  মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে বলে—

[A] মূলত্ৰ অঞ্চল

[B] মূলরোম অঞ্চল

[C] বর্ধনশীল অঞ্চল

[D] স্থায়ী অঞ্চল

Ans: ?

26.  কুমড়ো ফুল হল—

[A] একলিঙ্গ

[B] উভলিঙ্গ

[C] ক্লীবলিঙ্গ

[D] নগ্ন

উত্তর: – [A] একলিঙ্গ

27.  একটি নীরস ফল হল—

[A] আপেল

[B] ঢ্যাঁড়শ

[C] বেদানা

[D] আম

উত্তর: – [B] ঢ্যাঁড়শ

28.  করতলাকার মাল্টিফোলিয়েট যৌগিক পত্র হল—

[A] তেঁতুল

[B] বেল

[C] শিমুল

[D] লজ্জাবতী

উত্তর: – [C] শিমুল

29.  সমান্তরাল অপসারী শিরাবিন্যাস দেখা যায় যে উদ্ভিদে সেটি

[A] তাল পাতা

[B] তেজ পাতা

[C] কলা পাতা

[D] দারুচিনি পাতা

উত্তর: – [A] তাল পাতা

30.  নিষিক্ত ডিম্বাণুর নাম

[A] শুক্রাণু

[B] জাইগোট

[C] জাইগোস্পোর

[D] স্পোর

উত্তর: – [B] জাইগোট

31.  চোষক মূল দিয়ে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করতে পারে—

[A] কেয়া

[B] স্বর্ণলতা

[C] পানিফল

[D] কলাবতী

উত্তর: – [B] স্বর্ণলতা

32.  উপবৃতি থাকে—

[A] বক ফুলে

[B] জবা ফুলে

[C] মটর ফুলে

[D] ধুতুরা ফুলে

উত্তর: – [B] জবা ফুলে

33.  অপ্রকৃত ফলের উদাহরণ হল—

[A] আম

[B] কলা

[C] আপেল

[D] পেয়ারা

উত্তর: – [C] আপেল

34.  বৃন্তহীন একটি পাতার উদাহরণ হল—

[A] তেঁতুল

[B] শিয়ালকাঁটা

[C] বেল

[D] গোলাপ

উত্তর: – [B] শিয়ালকাঁটা

35.  আম হল—

[A] বায়ুপরাগী

[B] পতঙ্গপরাগী

[C] জলপরাগী

[D] প্রাণীপরাগী

উত্তর: – [B] পতঙ্গপরাগী

36.  উদ্ভিদের প্রধান মুলের চারদিক থেকে যেসব সরু সরু মূল বের হয়, তাদের বলে—

[A] শাখা মূল

[B] প্রশাখা মূল

[C] অস্থানিক মূল

[D] গুচ্ছ মূল

উত্তর: – [A] শাখা মূল

37.  মুলের যে অঞ্চলটি বৃদ্ধি পায় তাকে বলে—

[A] মূলত্ৰ অঞ্চল

[B] মূলরোম অঞ্চল

[C] বর্ধনশীল অঞ্চল

[D] স্থায়ী অঞ্চল

উত্তর: – [C] বর্ধনশীল অঞ্চল

38.  অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন বাতাসের

[A] কার্বন ডাইঅক্সাইড

[B] নাইট্রোজেন

[C] অক্সিজেন

[D] হাইড্রোজেন

উত্তর: – [D] হাইড্রোজেন

39.  চোষক মূল দিয়ে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্যরস শোষণ করতে পারে—

[A] কেয়া

[B] স্বর্ণলতা

[C] পানিফল

[D] কলাবতী

উত্তর: – [B] স্বর্ণলতা

40.  ধুতুরা ফুলের বৃত্যংশের সংখ্যা হল—

[A] 3টি

[B] 4টি

[C] 5টি

[D] 6টিউত্তর: – [C] 5টি

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 7 Science Suggestion | West Bengal WBBSE Class Seventh VII (Class 7th) Science Question and Answer Suggestion

1. শ্বাসমূলের কাজ কী?

উত্তর: – শ্বাসমূলের প্রধান কাজ হল শ্বাসছিদ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে সরাসরি অক্সিজেনযুক্ত বাতাস শোষণ করা।

2. পুঁই এবং লাউশাকের ক্ষেত্রে পাতা ছাড়াও আর কোন্ অঙ্গ খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে?

উত্তর: – পুঁই এবং লাউশাকের ক্ষেত্রে পাতা ছাড়াও সবুজ কাণ্ডএবং আকর্ষ, খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে।

3. পাতার ফলকের অগ্রভাগকে কী বলে?

উত্তর: – পাতার ফলকের অগ্রভাগকে পত্রাগ্র বলে।

4. উদ্ভিদের রান্নাঘর কাকে বলে?

উত্তর: – পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে।

5. পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে কে?

উত্তর: – সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড-এর ভারসাম্য বজায় রাখে।

6. সাধারণত একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরুপ?

উত্তর: – একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।

7. যৌগিকপত্রের ফলকের প্রতিটি খণ্ডককে কী বলে?

উত্তর: – যৌগিকপত্রের ফলকের প্রতিটি খণ্ডককে পত্রক বা অণুফলক বলে।

8. অপরাজিতার আকর্ষ বা আঁকশি কোন্ অঙ্গের রূপান্তর?

উত্তর: – অপরাজিতার আকর্ষ বা আঁকশি প্রকৃতপক্ষে তার পক্ষলযৌগিক পত্রের অগ্রপত্রকগুলির রূপান্তর।

9. পাতার একটি প্রধান কাজ উল্লেখ করো।

উত্তর: – পাতার একটি প্রধান কাজ সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করা।

10. একটি পক্ষল যৌগিকপত্রের উদাহরণ দাও।

উত্তর: – একটি পক্ষল যৌগিকপত্রের উদাহরণ মটর গাছের পাতা।

11. করতলাকার যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।

উত্তর: – করতলাকার যৌগিকপত্রের একটি উদাহরণ বেল পাতা[ত্রিফলক]।

12. দ্বিবীজপত্রী পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায় ?

উত্তর: – দ্বিবীজপত্রী পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।

13. একটি একক পত্রের উদাহরণ দাও।

উত্তর: – আম পাতা একটি একক পত্রের উদাহরণ।

14. একটি দ্বিফলক পত্রের উদাহরণ দাও।

উত্তর: – হিঙ্গন পাতা একটি দ্বিফলক পত্রের উদাহরণ।

15. কোন দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস দেখা যায় না?

উত্তর: – সুলতানচাঁপা উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস দেখা যায় না। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়।

16. কোন্‌ একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় না?

উত্তর: – কুমারিকা এবং চুপড়ি আলু উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় না। জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।

17. দুটি সচূড় পক্ষল যৌগিক পত্রের নাম লেখো।

উত্তর: – তেঁতুল এবং কৃয়চূড়া হল দুটি সচূড় পক্ষল যৌগিক পত্রের নাম।

18. অচূড় পক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।

উত্তর: – অচূড় পক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ হল তেঁতুল।

19. একটি অবৃন্তক এবং একটি সবৃন্তক পত্রের উদাহরণ দাও।

উত্তর: – একটি অবৃন্তক পত্র হল—শেয়ালকাঁটা।

একটি সবৃন্তক পত্র হল— আম পাতা।

অবৃত্তক পত্র [শেয়ালকাঁটা]

সবৃন্তক পত্র [আম পাতা]

20. করতলাকার বহুফলক যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।

উত্তর: – করতলাকার বহুফলক যৌগিকপত্রের একটি উদাহরণ হল

21.  ত্রিপক্ষল যৌগিকপত্রের একটি উদাহরণ দাও।

উত্তর: – ত্রিপক্ষল যৌগিকপত্রের একটি উদারণ হল সজনে পাতা।

22. জীবিকা অর্জন করার জন্য কোন্ কোন্ গাছের পাতাকে | জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?

উত্তর: – নারকেল ও শালগাছের পাতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

উত্তর: – নারকেল গাছের শুকনো পাতার শিরা বাড়ির ধুলোময়লা পরিষ্কার করতে কাজে লাগে।

23.   কোন্ কোন্ জীব গাছের পাতায় ডিম পাড়ে?

উত্তর: – বিভিন্ন পতঙ্গ শ্রেণির প্রাণী গাছের পাতায় ডিম পাড়ে।

যেমন–রেশম মথ বা সিল্ক ওয়ার্ম তুঁতগাছের পাতায় প্রজাতির বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে।

24. পত্রমূলের একটি কাজ লেখো।

উত্তর: – পত্রমূলের একটি কাজ হল—পাতাকে কাণ্ড বা শাখার সাথে যুক্ত করা।

25.   পত্রবৃত্তের একটি কাজ লেখো।

উত্তর: – পত্রবৃত্তের একটি কাজ হল—পত্রফলককে ধরে রাখা।

26.  পত্রফলকের দুটি কাজ লেখো।

উত্তর: – পত্রফলকের দুটি কাজ হল — সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা

27. এমন একটি গাছের নাম লেখো, যে গাছের পাতার শিরা বাড়ির ধুলোময়লা পরিষ্কার করতে কাজে লাগে?

উত্তর: – নারকেল

28. মানুষের অপকারসাধনকারী এমন দুটি পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে।

উত্তর: – পঙ্গপাল এবং শুঁয়োপোকা হল এরূপ দুটি

অপকারসাধানকারী পোকার উদাহরণ, যারা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে।

29.  কোন্ উদ্ভিদ পতঙ্গের দেহে বর্তমান নাইট্রোজেনঘটিত উপাদানকে খাদ্যরূপে সংগ্রহ করে ?

উত্তর: – কলসপত্রী উদ্ভিদ পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেনঘটিত উপাদানকে খাদ্যরূপে সংগ্রহ করে।

30. উদ্ভিদের সবচেয়ে সুন্দর এবং আকর্ষক অঙ্গটির নাম কী?

উত্তর: – উদ্ভিদের সবচেয়ে সুন্দর ও আকর্ষক অঙ্গটির নাম হল ফুল।

31. ফুল কাকে বলে?

উত্তর: – সপুষ্পক উদ্ভিদের যৌন জননে সাহায্যকারী বিশেষভাবে পরিবর্তিত ও সীমিত বৃদ্ধিসম্পন্ন সঙ্কুচিত বিটপকেই ফুল বলে।

32. নগ্ন ফুল বা নেকেড ফ্লাওয়ার কাকে বলে?

উত্তর: – যে ফুলে সহকারী স্তবক অর্থাৎ বৃত্তি এবং দলমণ্ডল থাকে না তাকে নগ্ন ফুল বা নেকেড ফ্লাওয়ার বলে।

উদাহরণ : লাল পাতা ফুল।

33. বন্ধ্যা ফুল বা ক্লীব ফুল বা স্টেরাইল ফ্লাওয়ার কাকে বলে?

উত্তর: – যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবকের কোনোটিই থাকে না তাকে বন্ধ্যা ফুল বা ক্লীব ফুল বা স্টেরাইল ফ্লাওয়ার বলে।

উদাহরণ : সূর্যমুখীর প্রান্তপুষ্পিকা এবং কচু ফুল।

34. বিষম ফুল বা অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার কাকে বলা হয় ?

যেসব ফুলের কোনো না কোনো স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর অসমান, তাদের বিষম ফুল বা অসমাঙ্গ ফুল বা ইরেগুলার ফ্লাওয়ার বলে।

উদাহরণ : মটর ফুল, বক ফুল, অপরাজিতা ফুল। কয়েকটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও।

উত্তর: – ধান, গম, ভুট্টা ইত্যাদি হল বায়ুপরাগী ফুলের উদাহরণ।

35. কোন ফুল ফুটতে প্রায় এক বছর সময় লাগে?

উত্তর: – র‍্যাফ্রেসিয়ার ফুল সম্পূর্ণ ফুটতে প্রায় এক বছর সময় লাগে এবং এরপর মাত্র একদিন তাজা থাকে। তারপরই তার নষ্ট হয়।

36. পুষ্পষ্পত্র বা ফ্লোরাল লিভস্ কাকে বলে?

উত্তর: – যেসব অঙ্গ দ্বারা ফুল গঠিত হয় সেগুলি পাতারই রূপান্তর। এদের সাধারণভাবে পুষ্পষ্পত্র বা ফ্লোরাল লিভস্ বলে।

37. জবা কী জাতীয় ফুল এবং এই ফুলের বিভিন্ন অংশের নাম লেখো।

উত্তর: – উত্তর: –

38. অপরাজিতা কী জাতীয় ফুল এবং এর চারটি স্তবকগুলি কী কী?

উত্তর: – অপরাজিতা হল একটি অসমাঙ্গ, উভলিঙ্গ, সম্পূর্ণ ফুল।

এর চারটি স্তবক হল বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক।

39. কোন ধরনের উদ্ভিদে ফুল ফোটে?

উত্তর: – সপুষ্পক উদ্ভিদে ফুল ফোটে।

40.  ফুলের প্রধান কাজ কী?

উত্তর: – ফুলের প্রধান কাজ বংশবিস্তার।

41. একটি ক্লীব পুষ্পের উদাহরণ দাও।

উত্তর: – একটি ক্লীব পুষ্প হল কচু ফুল।

42. একটি সম্পূর্ণ ফুলের ক-টি স্তবক থাকে?

উত্তর: – একটি সম্পূর্ণ ফুলে চারটি স্তবক থাকে।

43. অনেকগুলি ফুল একটি অক্ষে একসাথে গুচ্ছিত হয়ে থাকলে তাকে কী বলে?

উত্তর: – অনেকগুলি ফুল একটি অক্ষে একসাথে গুচ্ছিত হয়ে থাকলে তাকে পুষ্পমঞ্জরি বলে।

44. জবা ফুলের দলাংশের সংখ্যা ক-টি?

উত্তর: – জবাফুলের দলাংশের সংখ্যা পাঁচটি।

45. ফুলের কোন স্তবকটি না থাকলে পতঙ্গ সাধারণত আকৃষ্ট হয় না?

উত্তর: – পাপড়ি বা দলমণ্ডল না থাকলে পতঙ্গ সাধারণত আকৃষ্ট হয় না।

46. বিটপের কোন্ অংশ থেকে ফুল উৎপন্ন হয়?

উত্তর: – বিটপের পুষ্পমুকুল থেকে ফুল উৎপন্ন হয়।

47. বৃত্তির প্রত্যেকটি অংশকে কী বলে?

উত্তর: – বৃত্তির প্রত্যেকটি অংশকে বৃত্যংশ বা সেপাল বলে।

48. ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে কী বলে?

উত্তর: – ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে পুষ্পবৃত্ত বলে।

49. পুংস্তবকের প্রত্যেকটি অংশকে কী বলে?

উত্তর: – পুংস্তবকের প্রত্যেকটি অংশকে পুংকেশর বা স্ট্যামেন বলে।

50. দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে?

উত্তর: – দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে দলাংশ বা পাপড়ি বা পেটাল বলে।

51. ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে কী বলে?

উত্তর: – ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে গর্ভদণ্ড বা স্টাইল বলে।

52. অপরাজিতা ফুলের দলমণ্ডলের ফুলের দলমণ্ডলের সবচেয়ে বড়ো পাপড়িটিকে কী বলে?

উত্তর: – অপরাজিতা ফুলের দলমণ্ডলের পাপড়িটিকে ধ্বজা বলে।

53. সবচেয়ে বড়ো অপরাজিতা ফুলের ধ্বজার ভিতরের দুই পাশের দুটি ছোটো ডানার মতো পাপড়ির নাম কী?

উত্তর: – অপরাজিতা ফুলের ধ্বজার ভিতরের দুই পাশের দুটি ছোটো ডানার মতো পাপড়ির নাম পক্ষ।

54. অপরাজিতা ফুলের ভিতরের দুই পাশের পক্ষদল ছাড়া অপর দুটি পাপড়িকে কী বলে?

উত্তর: – অপরাজিতা ফুলের ভিতরের দুই পাশের পক্ষদল ছাড়া অপর দুটি পাপড়িকে তরিদল বা নৌকা বলে।

55. বৃতির পরবর্তী অংশ বা ফুলের দ্বিতীয় স্তবককে কী বলা হয়?

উত্তর: – বৃত্তির পরবর্তী অংশ বা ফুলের দ্বিতীয় স্তবককে দলমণ্ডল বা পাপড়ি বলে।

56. ফুলের পুংজনন কোশ কী থেকে উৎপন্ন হয়?

উত্তর: – ফুলের পুংজননকোশ পরাগরেণু থেকে উৎপন্ন হয়। পরের  অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য উত্তর দেখুন

57. কোন ফুলের দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয়?

উত্তর: – ধুতুরা ফুলের দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয়।

58. স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কী বলে?

উত্তর: – স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা কারপেল বলে।

59. অপরাজিতা, মটর, বক প্রভৃতি ফুলের পুংস্তবকে কয়টি করে পুংকেশর থাকে?

উত্তর: – অপরাজিতা, মটর, বক প্রভৃতি ফুলের পুংস্তবকে 10টি [9 + 1] পুংকেশর থাকে।

60. কোন প্রকার ফুলকে বহুপ্রতিসম ফুল বলে?

উত্তর: – সমাঙ্গ ফুলকে বহুপ্রতিসম ফুল বলে।

61. মৃদবর্তি অঙ্কুরোদগম কাকে বলে?

উত্তর: – বীজের অঙ্কুরোদগমের সময় যখন বীজ তকের আবদ্ধ বীজপত্র কখনোই মাটি ছেড়ে উপরে উঠে না আসলে তখন তাকে মৃদবর্তি অঙ্কুরোদগম বলে। যেমন মটর ,ছোলা ও আমের অঙ্কুরোদগম।

62. অঙ্কুরোদগমের শর্ত গুলি কি কি?

উত্তর: – আলো, বাতাস ও জল।

63. তাপমাত্রা কমলে ব্যাপন এর কি পরিবর্তন হয়?

উত্তর: – তাপমাত্রা কমলে ব্যাপন ধীরগতিতে ঘটে।

64. তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে কোনটির ব্যাপন প্রক্রিয়া দ্রুত ঘটে?

গ্যাসীয় পদার্থের মধ্যে ব্যাপন দ্রুত ঘটে।

65. রক্তে শতকরা কত শতাংশ জল?

রক্তে শতকরা 90 শতাংশ জল।

66. ORS এর পুরো কথা কি?

উত্তর: – ওরাল রিহাইড্রেশন সলিউশন।

67. ফল কাকে বলে?

উত্তর: – সাধারণভাবে নিষেকের পরে উৎপন্ন পরিণত এবং পরিপক ডিম্বাশয়কে ফল বলে।

68.  গর্ভাধানের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়?

উত্তর: – গর্ভাধানের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়।

69. প্রকৃত ফল কাকে বলে?

উত্তর: – নিষেকের পর শুধুমাত্র ডিম্বাশয় পরিণত হয়ে যে ফল উৎপন্ন হয়, তাকে প্রকৃত ফল বলে। উদাহরণ : আম, পেয়ারা।

70. দ্বিবীজপত্রী পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – দ্বিবীজপত্রী পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়।

71. বীজপত্র অঙ্কুরোদগমের সময় ভ্রূণকে_________সরবরাহ করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – খাদ্য

72. কোন গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পাথরকুচি গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে।

73. একটি সম্পূর্ণ ফুলের কটি স্তবক থাকে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – একটি সম্পূর্ণ ফুলে চারটি স্তবক থাকে।

74. অঙ্কুরোদগমের সময় ভ্ৰূণমূল বীজের কোন অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – অঙ্কুরোদগমের সময় ভ্ৰূণমূল বীজের ডিম্বকর পথে বেরিয়ে আসে।

75. মূল সাধারণত বর্ণহীন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

76. জবা ফুলের পুংস্তবক অসংখ্য_________নিয়ে গঠিত। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – পুংকেশর

77. দ্বিলিঙ্গ [বাইসেক্সুয়াল] ফুল বা উভলিঙ্গ [হারমাফ্রোডাইট] ফুল কাকে বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পুংস্তবক এবং স্ত্রীস্তবকযুক্ত ফুলকে দ্বিলিঙ্গ [বাইসেক্সুয়াল] ফুল বা উভলিঙ্গ [হারমাফ্রোডাইট] ফুল বলে। উদাহরণ : জবা ফুল, ধুতুরা ফুল।

78. মূল সবুজ নয় কারণ মূলে_________থাকে না। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ক্লোরোফিল

79. কাঁঠাল একপ্রকার _________ফল। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – যৌগিক

80. ইতর পরাগযোগের ক্ষেত্রে রেণুর অপচয় অনেক বেশি মাত্রায় হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

81. পুষ্পাক্ষের ওপর ফুলের যে চারটি স্তবক পরপর সাজানো থাকে, তাদের নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পুষ্পাক্ষের ওপর ফুলের যে চারটি স্তবক পরপর সাজানো থাকে, নীচ থেকে ওপরের দিকে তাদের নাম— [i] বৃতি, [ii] দলমণ্ডল, [iii] পুংস্তবক এবং [iv] স্ত্রীস্তবক।

82. কোন প্রকার অঙ্কুরোদগমে বীজপত্রাবকাণ্ড অপেক্ষা বীজপত্রাধিকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মৃদবর্তী অঙ্কুরোদগমে বীজ পত্রাবকাণ্ড অপেক্ষা বীজ পত্রাধিকাণ্ড দ্রুত বৃদ্ধি পায়।

83. পাতার ফলকের অগ্রভাগকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পাতার ফলকের অগ্রভাগকে পত্রাগ্র বলে।

84. কাণ্ডের একটি যান্ত্রিক কাজ উল্লেখ করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাণ্ডের একটি যান্ত্রিক কাজ হল শাখাপ্রশাখা, ফুল-ফল ধারণ করা।

85. স্ত্রী ফুল চেনা যায়_________দেখে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ডিম্বাশয় বা গর্ভাশয়

86. অপরাজিতা ফুলের সবচেয়ে বাইরের পাপড়িটি বড়ো এবং প্রশস্ত, একে পক্ষ বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা

87. স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – স্ত্রীস্তবকের প্রতিটি অংশকে গর্ভপত্র বা কারপেল বলে।

88. কাষ্ঠল, গুঁড়িবিহীন উদ্ভিদকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাষ্ঠল, গুঁড়িবিহীন উদ্ভিদকে গুল্ম বলে।

89. দ্বিলিঙ্গ [বাইসেক্সুয়াল] ফুল বা উভলিঙ্গ [হারমাফ্রোডাইট] ফুল কাকে বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – পুংস্তবক এবং স্ত্রীস্তবকযুক্ত ফুলকে দ্বিলিঙ্গ [বাইসেক্সুয়াল] ফুল বা উভলিঙ্গ [হারমাফ্রোডাইট] ফুল বলে। উদাহরণ : জবা ফুল, ধুতুরা ফুল।

90. পরপর দুটি পর্বের মধ্যবর্তী কাণ্ডের অংশকে পর্বমধ্য বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

91. পাথরকুচি উদ্ভিদের পাতা নতুন চারাগাছের জন্ম দিতে পারে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

92. কাণ্ডের রোম সবসময় বহুকোশী হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

93. _________পরাগযোগী উদ্ভিদের ফুলগুলি সাধারণত উন্মীলিত বা প্রস্ফুটিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর: – ইতর

94. সুন্দরী গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য

95. মূলরোম এবং কাণ্ডের রোমের একটি পার্থক্য লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মূলরোম এককোশী কিন্তু কাণ্ডের রোম বহুকোশী।

96. কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে অগ্রমুকুল/ শীর্ষমুকুল বলে।

97. ইতর পরাগযোগের ক্ষেত্রে রেণুর অপচয় অনেক বেশি মাত্রায় হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – সত্য ।

98. মটর বীজত্বকের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর: – মটর বীজত্বকের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে বীজঅন্তত্ত্বক বা টেগমেন বলে।

99. শাখামূল থেকে উৎপন্ন সূক্ষ্ম মূলগুলিকে প্রধান মূল বলে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর: – মিথ্যা ।

100. মূলরোম এর কাজ কি?

উত্তর: – মূলরোমের কাজ হল মাটি থেকে জল ও নানান খনিজ পদার্থ শোষণ করা।

101. মুলত্রের এর কাজ কি?

উত্তর: – মূলত্র এর কাজ হলো মূলের মাটিতে প্রবেশের সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচানো।

102. উদ্ভিদের মূল সবুজ হয় না কেন?

উত্তর: – উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না বলে উদ্ভিদের মূল সবুজ হয় না।

103. উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন?

উত্তর: – উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না বলে উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না।

104. সালোকসংশ্লেষে সক্ষম একটি মুলের নাম লেখ।

উত্তর: – গুলঞ্চের আত্তীকরণ মূল।

105. খাদ্যসঞ্চয়কারী দুটি মূলের নাম লেখো |

উত্তর: মুলো, গাজর, বিট |

106. বট গাছে কী ধরনের মূল দেখতে পাওয়া যায় ?

উত্তর: স্তম্ভমূল |

107. বটগাছের স্তম্ভমূলের কাজ কী ?

উত্তর: গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে |

108. পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন ?

উত্তর: গাছের মূলের শাখা-প্রশাখাগুলি মাটিতে বিস্তৃত হয়ে মাটির কণা গুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে | ফলে পুকুর পাড়ের মাটি ধ্বসে যায় না |

109. একটি গাছের নাম লেখ যার মূল থেকে ঔষধ তৈরী করা হয় ?

উত্তর: সর্পগন্ধা গাছের মূল থেকে |

110. মুলে বসবাসকারী একটি ব্যাক্টেরিয়ার নাম লেখো ।

উত্তর: রাইজোবিয়াম |

111. কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে ?

উত্তর: গাজর, মুলা, বিট প্রভৃতি |

112. ধান গাছে কি ধরনের মূল দেখা যায়?

উত্তর: – অস্থানিক মূল।

113. পাতা ও কান্ডের মাঝে যে কোন তৈরি হয় তাকে কি বলে?

উত্তর: – কক্ষ বা অ্যাক্সিল বলে।

114. বিটপ কাকে বলে?

উত্তর: – উদ্ভিদের কান্ড, শাখা-প্রশাখা বা ডাল ,পাতা ,ফুল ,ফল নিয়ে গাছের যে অংশ তৈরি হয় তাকে বলে।

115. কচুরিপানার খর্ব ধাবক কোন অঙ্গের রূপান্তরিত রূপ?

উত্তর: – কান্ডের রূপান্তরিত রূপ।

116. দূষিত বায়ুর সংস্পর্শে লাইকেন এর রং কি হয়ে যায়?

উত্তর: – খয়েরি হয়ে যায়।

117. গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত কিনা কিভাবে বুঝবে?

উত্তর: – গাছের গুঁড়ির উপরে সবুজ ছোপ ছোপ লাইকেন থাকে। বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেন এর রং সবুজ হয়। বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রং খয়েরী হয়ে যায়।

118.  কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়?

উত্তর: – সমান্তরাল শিরাবিন্যাস।

119.  পত্রফলক এর কাজ কি?

উত্তর: – পত্রফলক এর কাজ হল খাদ্য প্রস্তুত করা।

120. গ্যাসীয় পদার্থ আদান-প্রদান করা।

উত্তর: – বাষ্পমোচন করা।

121.  পত্রবৃন্ত এর কাজ কি?

উত্তর: – পত্রবৃন্ত এর কাজ পত্রফলককে কান্ডের সাথে আটকে রাখা।

122. পত্রমূলের কাজ কি?

উত্তর: – পাতাকে কান্ড বা শাখার সঙ্গে যুক্ত করা।

123.  একক পত্র কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: – যে পাতা একটিমাত্র পত্রফলক দিয়ে তৈরি তাকে একক পত্র বলে। যেমন আম গাছের পাতা।

124.  যৌগিক পত্র কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: – যে পাতা একাধিক পত্রফলক দ্বারা গঠিত তাকে যৌগিক পত্র বলে। যেমন তেতুল পাতা।

125. ফুলের কোন অংশ ফলে পরিণত হয়?

উত্তর: – ডিম্বাশয়

126. ফুলের কোন অংশ বীজে পরিণত হয়?

উত্তর: – ডিম্বক

127. আমের কোন অংশ আমরা খাই?

উত্তর: – মধ্য ত্বক

128. একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও।

উত্তর: – চালতা।

129.  ডিম্বকরন্ধ্র এর কাজ কি?

উত্তর: – অঙ্কুরোদগমের সময় ডিম্বকরন্ধ্র এর মধ্য দিয়ে ভ্রুণমূল বেরিয়ে আসে।

130. স্কুটেলাম কাকে বলে?

উত্তর: – ভুট্টার বীজপত্র কে স্কুটেলাম বলে।

131. কোলিওরাইজা কাকে বলে?

উত্তর: – ভ্রুণমুল এর আবরণীকে কোলিওরাইজা কাকে বলে।

132.  পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: – শিমুল।

133.  শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: – কচু

134. পরাগমিলন কয় প্রকার ও কি কি?

উত্তর: – পরাগমিলন দুই প্রকার যথা স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ।

135.  স্বপরাগযোগ কাকে বলে?

উত্তর: – কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলে কিংবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন সেই ঘটনাকে স্বপরাগযোগ বলে।

136.  ইতর পরাগযোগ কাকে বলে?

উত্তর: – কোন ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে।

137.  ইতর পরাগযোগ এর একটি সুবিধা লেখ।

উত্তর: – ইতর পরাগযোগ এর সুবিধা: ইতর পরাগযোগ এর নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়।

138. ব্যাপন কাকে বলে?

উত্তর: – অনুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা দ্রবণে বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের অংশে পদার্থের অণুর ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বা ডিফিউশন বলা হয়।

139. জেকবস অর্গান কাকে বলে?

উত্তর: – সাপের মুখের ভিতর গন্ধের অনুভূতি যে অন্যের দ্বারা অনুভূত হয় তাকে জেকবস অর্গান বলে।

140.  ফেরোমেন কি?

উত্তর: – ফেরোমেন হলো এক ধরনের উদ্বায়ী রাসায়নিক পদার্থ যা জীবজগতের হাতি , বাঘ সহ অন্যান্য তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

141.  বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাংকে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হল ____

উত্তর: – হাইড্রোজেন সালফাইড।

142. অভিস্রবণ কাকে বলে?

উত্তর: – অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবন থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের অনুদের ছড়িয়ে পড়ার ঘটনাই হলো অভিস্রবণ বা অসমোসিস।

143.  অভিস্রবণ কয় প্রকার ও কি কি?

উত্তর: – অভিস্রবণ দুই প্রকার যথা অন্ত-অভিস্রবণ ও বহিঃ অভিস্রবণ।

144. রসগোল্লার গাঢ় রস সহজে পচে না কেন?

উত্তর: – রসগোল্লার গাঢ় রসে কোন ব্যাকটেরিয়া জীবাণু নিঃসৃত উৎসেচক মিশতে পারে না।অভিস্রবণ প্রক্রিয়ায় রসগোল্লার গাঢ় রস থেকে জলের অনু জীবাণুর দেহে প্রবেশ করে ।তাই সহজে রসগোল্লা এর গাঢ় রস পচে না।

145. কাঁচা মাছের নুন মাখিয়ে রোদে রেখে দিলে সুখ টি মাছ তৈরি করা যায় কেন?

উত্তর: – কাঁচা মাছের গায়ে নুন মাখিয়ে রেখে দিলে মাছের দেহ থেকে বহি অভিস্রবণ প্রক্রিয়ায় জল সহজেই দেহের বাইরে বেরিয়ে আসতে পারে এবং রোদ্রে বাষ্পীভূত হয়ে যায়।ফলে তাড়াতাড়ি মাছের দেহের ভেতরকার জল বাইরে বেরিয়ে আসে এবং আরো ভালোভাবে মাথা শুকিয়ে যায়।

146. মৃদভেদী অঙ্কুরোদগম কাকে বলে?

উত্তর: – বীজের অঙ্কুরোদগমের সময় যদি বীজপত্র বীজ ত্বক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে। যেমন কুমড়ো, তেতুল ইত্যাদি বীজের অঙ্কুরোদগম।

147. ভ্ৰূণমূল থেকে কী সৃষ্টি হয়?

উত্তর: – ভ্রুণমূল থেকে মূল সৃষ্টি হয়।

148. স্থানিক মূল কাকে বলে?

উত্তর: – ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে উৎপন্ন মূলকেই প্রধান মূল বা স্থানিক মূল বলা হয়।

149.    কোন পত্রী উদ্ভিদের মূল হল স্থানিক মূল প্রকৃতির?

উত্তর: – দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হল স্থানিক মূল প্রকৃতির।

150.    অস্থানিক মূল কাকে বলে?

উত্তর: – ভ্ৰূণমূল ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ [যেমন কাণ্ডের গোড়া, পাতা] থেকে গুচ্ছাকারে সৃষ্ট সরু চুলের মতো মূলগুলিকেই অস্থানিক মূল বা গুচ্ছমূল বলে।

151. একবীজপত্রী উদ্ভিদে [যেমন ধান, গম] সাধারণত এই প্রকার মূল দেখতে পাওয়া যায়।  মূলের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: – মূলের একটি বৈশিষ্ট্য হল মূল অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি পায়।

152.   এমন একটি উদ্ভিদের নাম লেখো যার মূল থেকে ওষুধ প্রস্তুত করা হয়।

উত্তর: – সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন নামক ওষুধ প্রস্তুত করা হয়।

153. কোন  উদ্ভিদের মূল থেকে প্রাপ্ত ওষুধ কোন্ রোগের প্রতিকারে ব্যবহৃত হয়?

উত্তর: – রেসারপিন উচ্চ রক্তচাপ প্রতিকার করতে ব্যবহৃত হয়।

154.   মূলের অগ্রভাগে যে টুপির মতো অংশ থাকে তাকে কী বলে?

উত্তর: – মূলের অগ্রভাগে যে টুপির মতো অংশ থাকে তাকে মূলত্র বলে।

155.   মূলজেব দেখা যায় এরূপ দুটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর: – মুলজেব দেখা যায় টোপাপানা, লেমনায়।

156.   বহুযোজী মূলত্র কোন্ উদ্ভিদে দেখা যায় ?

উত্তর: – বহুযোজী মূলত্র দেখা যায় কেয়া গাছে।

157. ভ্ৰূণমূল মাটিতে প্রবেশ করে কী গঠন করে?

উত্তর: – ভ্ৰূণমূল মাটিতে প্রবেশ করে মূলতন্ত্র গঠন করে।

158.  ভ্রূণাক্ষের নিম্নগামী অংশটি কী?

উত্তর: – ভ্রূণাক্ষের নিম্নগামী অংশটি হল ভ্ৰূণমূল।

159. কোন্ উদ্ভিদে স্তম্ভমূল দেখা যায় ?

উত্তর: – বট গাছে স্তম্ভমূল দেখা যায়।

160. ঠেস মূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর: – কেয়া/ভুট্টা গাছে ঠেস মূল দেখা যায়।

161. বায়বীয় মূল কোন্ উদ্ভিদে দেখতে পাওয়া যায়?

উত্তর: – অর্কিড জাতীয় উদ্ভিদে [যেমন রান্না [Vanda rox-burghii]] বায়বীয় মূল দেখতে পাওয়া যায়। এগুলি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে থাকে।

162.  কোন্ গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে?

উত্তর: – পাথরকুচি গাছ পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে।

163. একটি আত্তীকরণ মূলের নাম লেখো।

উত্তর: – গুলরে মূল হল আত্তীকরণ মূলের একটি উদাহরণ।

164. পাতা কাকে বলে?

উত্তর: – কাণ্ড বা কাণ্ডের শাখাপ্রশাখা থেকে উৎপন্ন চ্যাপটা,প্রসারিত, সবুজ রঙের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে।

165.   শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর: – শ্বাসমূলযুক্ত একটি উদ্ভিদ হল সুন্দরী উদ্ভিদ।

166. কাণ্ড কী থেকে সৃষ্টি হয়?

উত্তর: – ভ্ৰূণমুকুল থেকে কাণ্ড সৃষ্টি হয়।

167. কোন্ উদ্ভিদের কাণ্ড কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।

উত্তর: – বাঁশগাছের কাণ্ড কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।

168. কাণ্ডের একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: – কাণ্ডের একটি বৈশিষ্ট্য হল কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে।

169. কাণ্ডের সাথে মূলের একটি প্রধান পার্থক্য লেখো।

উত্তর: – কাণ্ড অভিকর্ষের বিপরীতদিকে এবং মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়।

170. মূলরোম এবং কাণ্ডের রোমের একটি পার্থক্য লেখো।

উত্তর: – মূলরোম এককোশী কিন্তু কাণ্ডের রোম বহুকোশী।

171. পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে কোণ সৃষ্টি হয়, তাকে কী বলে?

উত্তর: – পাতা ও কাণ্ডের সংযোগস্থলে যে কোণ সৃষ্টি হয়, তাকে কক্ষ বলে।

172. পর্বমধ্য কাকে বলে?

উত্তর: – উদ্ভিদের দুইটি পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে।

173.   বিটপ [Shoot] কাকে বলে?

উত্তর: – উদ্ভিদের মাটির ওপরের অংশ যেমন কাণ্ড, শাখাপ্রশাখা,পাতা, ফুল ও ফল নিয়ে গঠিত অংশকে বিটপ বলে।

174. অগ্রমুকুলের কাজ কী?

উত্তর: – অগ্রমুকুলের কাজ হল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা।

175. কাণ্ডের একটি যান্ত্রিক কাজ উল্লেখ করো।

উত্তর: – কাণ্ডের একটি যান্ত্রিক কাজ হল শাখাপ্রশাখা, ফুল-ফল ধারণ করা।

176.   একটি বীরুৎ জাতীয় উদ্ভিদের নাম লেখো।

উত্তর: – ধান হল একটি বীরুৎ জাতীয় উদ্ভিদ।

177. গাছের কাণ্ডে আশ্রয় গ্রহণকারী প্রাণীগুলির নাম লেখো।

উত্তর: – রাতের পাখি [প্যাঁচা], কাঠবেড়ালি, বাদুড়, বানর ইত্যাদি।প্রাণীগুলি গাছের কাণ্ডে আশ্রয় নিয়ে থাকে।

178. কাষ্ঠল, গুঁড়ি বিহীন উদ্ভিদকে কী বলে?

উত্তর: – কাষ্ঠল, গুড়িবিহীন উদ্ভিদকে গুল্ম বলে।

179. কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে কী বলে?

উত্তর: – কাণ্ডের যে অংশ থেকে পাতা জন্মায় তাকে পর্ব বলে।

180. কাণ্ডে কাক্ষিক মুকুলের অবস্থান উল্লেখ করো।

উত্তর: – কাণ্ডের কক্ষে কাক্ষিক মুকুল অবস্থিত।

181. কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে কী বলে?

উত্তর: – কাণ্ডের শীর্ষে যে মুকুল উৎপন্ন হয় তাকে অগ্রমুকুল/ শীর্ষমুকুল বলে।

182. যে মুকুল থেকে পাতা উৎপন্ন হয় তাকে কী বলে?

উত্তর: – যে মুকুল থেকে পাতা উৎপন্ন হয় তাকে পত্রমুকুল বলে।

183. যে মুকুল শাখা সৃষ্টি করে তাকে কী বলে?

উত্তর: – যে মুকুল শাখা সৃষ্টি করে তাকে শাখামুকুল বলে।

184. যে অংশের দ্বারা পাতা কাণ্ডের পর্বের সঙ্গে সংযুক্ত থাকে, সেই অংশটিকে কী বলে? »পত্রমূল ‌

খাদ্যরূপে ব্যবহৃত হয় এরকম দুটি পরিবর্তিত মৃগত কাণ্ডের নাম লেখো।

উত্তর: – আলু এবং ওল হল দুটি পরিবর্তিত খাদ্যরূপে ব্যবহৃত হয়।

185. একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো।

উত্তর: – কচুরিপানার খর্বধাবক একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড।

186. কোন্ কোন্ উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায় ?

উত্তর: – বাবলা, আমড়া, জিওল, সজনে ইত্যাদি উদ্ভিদ থেকে আঠা পাওয়া যায়।

187. কোন্ উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায় ?

উত্তর: – পাইন গাছের কাণ্ড, শাখাপ্রশাখা এবং পাতার রজননালীতে রজন পাওয়া যায়। এটি পালিশ তৈরির সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়।

188. কোন্ উদ্ভিদ থেকে মশা তাড়ানোর ধুনো পাওয়া যায় ?

উত্তর: – শাল গাছের বাকলে গঁদ রজন পাওয়া যায়। এটি মশা তাড়ানোর ধুনো হিসেবে ব্যবহৃত হয়।

189. দুটি রূপান্তরিত বায়বীয় কান্ডের নাম লেখো।

উত্তর: – কুমড়োর শাখাআকর্ষ এবং বেলের শাখাকণ্টক হল রূপান্তরিত বায়বীয় কাণ্ড।

190. এমন একটি উদ্ভিদের নাম লেখো যার কাণ্ডের পর্ব থেকে মূল উৎপন্ন হয়?উত্তর: – লাউগাছের কাণ্ডের পর্ব থেকে মূল উৎপন্ন হয়।

” পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seventh VII / WB Class 7 / WBBSE / Class 7 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 7 Exam / Class 7th / WB Class 7 / Class 7 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাজেশন / সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 7 Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science Suggestion / Class 7 Pariksha Science Suggestion / Science Class 7 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 7 Science Suggestion FREE PDF Download)

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর

(Class 7 Science Suggestion / West Bengal Seventh VII Question and Answer, Suggestion / WBBSE Class 7th Science Suggestion / Class 7 Science  Question and Answer / Class 7 Science  Suggestion / Class 7 Pariksha Suggestion / Class 7 Science  Exam Guide / Class 7 Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 7 Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 7 Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন ও উত্তর | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন ও উত্তর। পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণীর বিজ্ঞান ] পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বিজ্ঞান | Class 7 Science 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

অষ্টম শ্রেণি বিজ্ঞান (Class 7 Science ) – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | Class 7 Science  Suggestion অষ্টম শ্রেণি বিজ্ঞানপরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer, Suggestion | Class 7 Science  Question and Answer Suggestion | Class 7 Science  Question and Answer Notes | West Bengal Class 7th Science Question and Answer Suggestion.

WBBSE Class 7th Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া

সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া । Class 7 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | Class 7 Science  Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 7 Science  Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 7 Science  Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তরপরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া MCQ প্রশ্ন ও উত্তর । Class 7 Science  Question and Answer Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short question suggestion . Class 7 Science  Suggestion download Class 7th Question Paper Science. WB Class 7 Science suggestion and important question and answer. Class 7 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 7 Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 7 Science Suggestion with 100% Common in the Examination .Class Seventh VII Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Exam Class 7 Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7 Seventh VII Science Suggestion is provided here. Class 7 Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 7 Science  Question and Answer with FREE PDF Download Link

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 7 Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad