দশম শ্রেণীর ইতিহাস : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History [Chapter II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ইতিহাস : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History [Chapter II] Question and Answer

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer : সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th History Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKHistory Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ভারতের প্রথম সংবাদপত্র হল –

(A) বেঙ্গল গেজেট

(B) সমাচার দর্পণ

(C) হিন্দু প্যাট্রিয়ট

(D) বামাবোধিনী

উত্তর:- (A) বেঙ্গল গেজেট

2. ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন –

[A] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

[B] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

[C] গঙ্গাকিশোর ভট্টাচার্য

[D] অক্ষকুমার দত্ত

উত্তর:- [C] গঙ্গাকিশোর ভট্টাচার্য

3. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন –

[A] রাধাকান্ত দেব

[B] রজত রায়

[C] ডেভিড হেয়ার

[D] বেথুন।

উত্তর:- [C] ডেভিড হেয়ার

4. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –

[A] উমেশচন্দ্র দত্ত

[B] শিশির কুমার ঘোষ

[C] দ্বারকানাথ বিদ্যাভূষণ

[D] কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তর:- [A] উমেশচন্দ্র দত্ত

5. হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

[A] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

[B] মধুসূদন রায়

[C] অক্ষয়কুমার দত্ত

[D] দীনবন্ধু মিত্র।

উত্তর:- [A] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

6. নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন –

[A] কালীপ্রসন্ন সিংহ

[B] জেমস লং

[C] মাইকেল মধুসূদন দত্ত

[D] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর:- [B] জেমস লং

7. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

[A] ১৮১৫ সালে

[B] ১৮১৭ সালে

[C] ১৮২৩ সালে

[D] ১৮৩৫  সালে।

উত্তর:- [B] ১৮১৭ সালে

8. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন –

[A] রাধাকান্ত দেব

[B] দীনবন্ধু মিত্র

[C] কালীপ্রসন্ন সিংহ

[D] অক্ষকুমার দত্ত

উত্তর:- [C] কালীপ্রসন্ন সিংহ

9. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –

[A] কেরি

[B] রামমোহন রায়

[C] স্যার উইলিয়াম জোনস

[D] বিজয়কৃষ্ণ গোস্বামী।

উত্তর:- [C] স্যার  উইলিয়াম জোনস

10. সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় –

[A] ১৭১৩ খ্রিস্টাব্দে

[B] ১৮১৩ খ্রিস্টাব্দে

[C] ১৮২৩ খ্রিস্টাব্দে

[D] ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৮২৩ খ্রিস্টাব্দে

11. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন –

[A] রসিক কৃষ্ণ মল্লিক

[B] রামগোপাল ঘোষ

[C] দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়

[D] ডিরোজিও

উত্তর:- [D] ডিরোজিও

12. ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল –

[A] ডেভিড হেয়ার

[B] কলীপ্রসন্ন সিংহ

[C] ড্রিংক ওয়াটার বিটন

[D] রাজা রামমোহন রায়

উত্তর:- [B] কালীপ্রসন্ন সিংহ

13. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন –

[A] স্যার এলিজা ইম্পে

[B] উইলিয়াম কোলভিল

[C] লর্ড ক্যানিং

[D] আশুতোষ মুখোপাধ্যায়

উত্তর:- [C] লর্ড ক্যানিং

14. আধুনিক ভারতের জনক বলা হয় –

[A] ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

[B] রাজা রামমোহন রায়কে

[C] রবীন্দ্রনাথ ঠাকুরকে

[D] দেবেন্দ্রনাথ ঠাকুর কে।

উত্তর:- [B] রাজা রামমোহন রায়কে

15. যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় –

[A] তিন আইন

[B] পঞ্চদশ আইন

[C] সপ্তদশ বিধি

[D] অষ্টাদশ বিধি

উত্তর:- [C] সপ্তদশ বিধি

16. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন –

[A] শিবনাথ শাস্ত্রী

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] কেশবচন্দ্র সেন

[D] রাধাকান্ত দেব

উত্তর:- [C] কেশবচন্দ্র সেন

17. যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন –

[A] স্বামী বিবেকানন্দ

[B] শ্রী রামকৃষ্ণ

[C] বিজয়কৃষ্ণ গোস্বামী

[D] লালন ফকির।

উত্তর:- [B] শ্রী রামকৃষ্ণ

18. বিধবা বিবাহ আইন পাশ হয় –

[A] ১৮১৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৩৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৬ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৮৫৬ খ্রিস্টাব্দে

19. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন –

[A] কেশবচন্দ্র সেন

[B] স্বামী বিবেকানন্দ

[C] বিজয় কৃষ্ণ গোস্বামী

[D] শ্রীরামকৃষ্ণ

উত্তর:- [D] শ্রীরামকৃষ্ণ

20. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন ‘ পত্রিকাটি ছিল –

(A) সাপ্তাহিক পত্রিকা

(B) মাসিক পত্রিকা

(C) পাক্ষিক পত্রিকা

(D) পাক্ষিক পত্রিকা

উত্তর:- (B) মাসিক পত্রিকা

21. ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল –

(A) সমাচার দর্পণ

(B) হিন্দু প্যাট্রিয়ট

(C) সোমপ্রকাশ

(D) বেঙ্গল গেজেট

উত্তর:- (B) হিন্দু প্যাট্রিয়ট

22. ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন –

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(B) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(C) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(D) অক্ষয়কুমার দত্ত

উত্তর:- (B) গঙ্গাকিশোর ভট্টাচার্য

23. ‘সোমপ্রকাশ ‘ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় –

(A) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(B) ১৮৬২ খ্রিস্টাব্দে

(C) ১৮৬০ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (A) ১৮৫৮ খ্রিস্টাব্দে

24. ‘সোমপ্রকাশ ‘পত্রিকার সম্পাদক ছিলেন –

(A) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(C) দেবেন্দ্রনাথ ঠাকুর

(D) রাধাকান্ত দেব

উত্তর:- (A) দ্বারকানাথ বিদ্যাভূষণ

25. হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়—

(A) ১৭৮০ খ্রিস্টাব্দে

(B) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(C) ১৭৮২ খ্রিস্টাব্দে

(D) ১৭৮৬ খ্রিস্টাব্দে

উত্তর:- (A) ১৭৮০ খ্রিস্টাব্দে

26. প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হল –

(A) বেঙ্গল গেজেট

(B) দিগদর্শন

(C) সম্বাদ কৌমুদী

(D) প্রভাকর

উত্তর:- (B) দিগদর্শন

27. ‘বামাবোধিনী’ পত্রিকা মুখপাত্র ছিল-

[A] ব্রাহ্মসভার

[B] জমিদার সভার

[C] বামাবোধিনী সভার

[D] ভারতসভার

উত্তরঃ- [C] বামাবোধিনী সভার।

28. ‘বামাবোধিনী’ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন-

[A] উমেশচন্দ্র দত্ত

[B] দ্বারকানাথ বিদ্যাভূষণ

[D] শিশিরকুমার ঘোষ

[C] কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তরঃ- [A] উমেশচন্দ্র দত্ত।

29. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-

[A] ১৮১৩ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৩ খ্রিস্টাব্দে

[C] ১৮৬৫ খ্রিস্টাব্দে

[D] ১৮৭০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৮৫৩ খ্রিস্টাব্দে।

30.  ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

[A] গিরিশচন্দ্র ঘোষ

[B] হরিশচন্দ্র চট্টোপাধ্যায়

[C] ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

[D] উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ- [A] গিরিশচন্দ্র ঘোষ।

31.  ‘সংবাদ প্রভাকর’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন-

[A] ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

[B] ঈশ্বরীপ্রসাদ বসু

[C] ঈশ্বর রায়চৌধুরী

[D] ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ- [D] ঈশ্বরচন্দ্র গুপ্ত।

32.  গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়-

[A] সোমপ্রকাশকে

[B] গ্রামবার্ত্তা প্রকাশিকাকে

[C] হিন্দু প্যাট্রিয়টকে

[D] অমৃত বাজার পত্রিকাকে

উত্তরঃ- [B] গ্রামবার্ত্তা প্রকাশিকাকে।

33. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমবার প্রকাশিত হয়।-

[A] ১৮২০ খ্রিস্টাব্দে

[B] ১৮৩৩ খ্রিস্টাব্দে

[C] ১৮৬৩ খ্রিস্টাব্দে

[D] ১৮৭৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮৬৩ খ্রিস্টাব্দে।

34.  ‘হুতোমপ্যাঁচা’ কার ছদ্মনাম?

[A] শিশিরকুমার ঘোষের

[B] উমেশচন্দ্র দত্তের

[C] কালীপ্রসন্ন সিংহের

[D] অমৃতলাল বসুর

উত্তরঃ- [C] কালীপ্রসন্ন সিংহের।

35.  ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন-

[A] শিশিরকুমার ঘোষ

[B] উমেশচন্দ্র দত্তের

[C] কালীপ্রসন্ন সিংহ

[D] অমৃতলাল বসু

উত্তরঃ- [C] কালীপ্রসন্ন সিংহ।

36.  দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ হল একটি-

[A] পত্রিকা

[B] কাব্যগ্রন্থ

[C] কবিতা

[D] নাটক

উত্তরঃ- [D] নাটক।

37. ‘নীলদর্পণ’ প্রথমবার প্রকাশিত হয়-

[A] ১৮৬০ খ্রিস্টাব্দে

[B] ১৮৭০ খ্রিস্টাব্দে

[C] ১৮৮০ খ্রিস্টাব্দে

[D] ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [A] ১৮৬০ খ্রিস্টাব্দে।

38. সূচনাকালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ ছিল একটি-

[A] দৈনিক পত্রিকা

[C] পাক্ষিক পত্রিকা

[B] সাপ্তাহিক পত্রিকা

[D] মাসিক পত্রিকা

উত্তরঃ- [B] সাপ্তাহিক পত্রিকা।

39. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

[A] উমেশ চন্দ্র দত্ত

[B] শিশির কুমার ঘোষ

[C] কৃষ্ণচন্দ্র মজুমদার

[D] দ্বারকানাথ বিদ্যাভূষণ [মাধ্যমিক’১৭]

উত্তর- [A] উমেশ চন্দ্র দত্ত ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন।

40.  নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-

[A] দয়ানন্দ সরস্বতী

[B] কেশব চন্দ্র সেন

[C] স্বামী বিবেকানন্দ

[D] মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর [মাধ্যমিক’১৭]

উত্তর-[B] কেশব চন্দ্র সেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন।

41.  সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়-

[A] ১৭১৩ খ্রিস্টাব্দে

[B] ১৯১৩ খ্রিস্টাব্দে

[C] ১৮১৩ খ্রিস্টাব্দে

[D] ১৮২৩ খ্রিস্টাব্দে [মাধ্যমিক’১৭]

উত্তর- সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় [D] ১৮২৩ খ্রিস্টাব্দে।

42.  নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

[A] কালীপ্রসন্ন সিংহ

[B] মাইকেল মধুসূদন দত্ত

[C] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

[D] রেভারেন্ড জেমস লং [মাধ্যমিক’১৮]

উত্তর-[D] রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন।

43.  সতীদাহ প্রথা রদ হয় –

[A] ১৮২৮ খ্রিস্টাব্দে

[B] ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ)১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ)১৮৫৬ খ্রিস্টাব্দে [মাধ্যমিক’১৮]

উত্তর-[B] ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়।

44. ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়-

[A] ১৮৩২ খ্রিস্টাব্দে

[C] ১৮৭২ খ্রিস্টাব্দে

[B] ১৮৫২ খ্রিস্টাব্দে

[D] ১৮৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮৭২ খ্রিস্টাব্দে।

45.  ‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন-

[A] দীনবন্ধু মিত্র

[B] মাইকেল মধুসূদন দত্ত

[C] গিরিশচন্দ্র ঘোষ

[D] রেভারেন্ড জেমস লং

উত্তরঃ- [D] রেভারেন্ড জেমস লং।

46.  ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠিত হয়-

[A] ১৮১৩ খ্রিস্টাব্দে

[B] ১৮২৩ খ্রিস্টাব্দে

[C] ১৮৩৩ খ্রিস্টাব্দে

[D] ১৮৪৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৮২৩ খ্রিস্টাব্দে।

47.  জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-

[A] টমাস মেকলে

[B] উইলিয়াম জোনস

[C] কোলব্রুক

[D] ডেভিড ড্রামন্ড

উত্তরঃ- [A] টমাস মেকলে।

48. মেকলে মিনিট প্রকাশিত হয়-

[A] ১৮০৫ খ্রিস্টাব্দে

[B] ১৮২০ খ্রিস্টাব্দে

[C] ১৮৩২ খ্রিস্টাব্দে

[D] ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [D] ১৮৩৫ খ্রিস্টাব্দে।

49.  ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-

[A] মেকলে মিনিটকে

[B] উডের ডেসপ্যাচকে

[C] চুঁইয়ে পড়া নীতিকে

[D] অকল্যান্ড মিনিটকে

উত্তরঃ- [B] উডের ডেসপ্যাচকে।

50.  ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে-

[A] চুঁইয়ে পড়া নীতির দ্বারা

[B] উডের ডেসপ্যাচ দ্বারা

[C] জনশিক্ষা কমিটির দ্বারা

[D] মেকলে মিনিট দ্বারা

উত্তরঃ- [D] মেকলে মিনিট দ্বারা।

51.  ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়-

[A] ১৮০০ খ্রিস্টাব্দে

[B] ১৮২০ খ্রিস্টাব্দে

[C] ১৮২৫ খ্রিস্টাব্দে

[D] ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [A] ১৮০০ খ্রিস্টাব্দে।

52. ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়-

[A] ১৮১১ খ্রিস্টাব্দে

[B] ১৮১৫ খ্রিস্টাব্দে

[C] ১৮১৭ খ্রিস্টাব্দে

[D] ১৮২০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮১৭ খ্রিস্টাব্দে।

53. ‘কলকাতা স্কুল বুক সোসাইটি’ গঠিত হয়-

[A] ১৮১৭ খ্রিস্টাব্দে

[B] ১৮২৮ খ্রিস্টাব্দে

[D] ১৮৪৯ খ্রিস্টাব্দে

[C] ১৮৪১ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮১৭ খ্রিস্টাব্দে।

54. ‘হিন্দু কলেজের বর্তমান নাম কী-

[A] স্কটিশচার্চ কলেজ

[B] বেথুন কলেজ

[C] প্রেসিডেন্সি কলেজ

[D] সুরেন্দ্রনাথ কলেজ

উত্তরঃ- [C] প্রেসিডেন্সি কলেজ।

55.  সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –

[A] বিজয় কৃষ্ণ গোস্বামী

[B] স্বামী বিবেকানন্দ

[C] শ্রীরামকৃষ্ণ

[D] কেশব চন্দ্র সেন [মাধ্যমিক’১৮]

উত্তর – সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন [C] শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।

56.  ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রকাশিত হত –

(ক)যশোর থেকে

[B] রাণাঘাট থেকে

[C] কুষ্টিয়া থেকে

[D] বারাসাত থেকে [মাধ্যমিক’১৯]

উত্তর – ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রকাশিত হত [C] কুষ্টিয়া থেকে

57.  প্রথম সরকারী শিক্ষা কমিশন [হান্টার কমিশন] গঠিত হয় –

[A] ১৮৭২ খ্রিষ্টাব্দে

[B] ১৮৭৮ খ্রিষ্টাব্দে

[C] ১৮৮২ খ্রিষ্টাব্দে

[D] ১৮৯০ খ্রিষ্টাব্দে [মাধ্যমিক’২০]

উত্তর – [C] ১৮৮২ খ্রিষ্টাব্দে প্রথম সরকারী শিক্ষা কমিশন [হান্টার কমিশন] গঠিত হয়।

58.  দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন –

[A] ১৮৩০ খ্রিষ্টাব্দে

[B] ১৮৩৩ খ্রিষ্টাব্দে

[C] ১৮৪৩ খ্রিষ্টাব্দে

[D] ১৮৫০ খ্রিষ্টাব্দে [মাধ্যমিক’২০]

উত্তর – [C] ১৮৪৩ খ্রিষ্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন।

59.  বাংলার নবজাগরণ ছিল –

[A] ব্যাক্তিকেন্দ্রিক

[B] প্রতিষ্ঠানকেন্দ্রিক

[C] কলকাতাকেন্দ্রিক

[D] গ্রামকেন্দ্রিক [মাধ্যমিক’২০]

উত্তর – বাংলার নবজাগরণ ছিল [C] কলকাতাকেন্দ্রিক।

60.  ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠিত হয়-

[A] ১৮৪৯ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৯ খ্রিস্টাব্দে

[D] ১৮৬২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [A] ১৮৪৯ খ্রিস্টাব্দে।

61.  স্কটিশচার্চ কলেজের পূর্ব নাম ছিল-

[A] হিন্দু কলেজ

[B] জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন

[C] এলফিনস্টোন কলেজ

[D] মেট্রোপলিটান কলেজ

উত্তরঃ- [B] জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন।

62.  ব্রাহুসমাজের মুখপত্র ছিল-

[A] বামাবোধিনী পত্রিকা

[B] বিদ্যাহারাবলী পত্রিকা

[C] সর্বশুভকরী পত্রিকা

[D] তত্ত্ববোধিনী পত্রিকা

উত্তরঃ- [D] তত্ত্ববোধিনী পত্রিকা।

63. ৭ ‘কলকাতা মেডিকেল কলেজ’ স্থাপিত হয়-

[A] ১৮১৫ খ্রিস্টাব্দে

[B] ১৮২৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৩৫ খ্রিস্টাব্দে

[D] ১৮৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮৩৫ খ্রিস্টাব্দে।

64.  কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ-

[A] ড. এন. ওয়ালিশ

[B] ড. জে. গ্রান্ট

[C] ড. এম. জে. ব্রামলি

[D] ড. এইচ. এইচ. গুডিভ

উত্তরঃ- [C] ড. এম. জে. ব্রামলি।

65.  ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং ‘অ্যানাটমি’ নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন-

[A] রাজকৃষ্ণ দে

[B] উমাচরণ শেঠ

[C] দ্বারকানাথ গুপ্ত

[D] মধুসূদন গুপ্ত

উত্তরঃ- [D] মধুসূদন গুপ্ত।

66.  কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-

[A] উইলিয়াম কোলভিল

[B] চার্লস উড

[C] টমাস মেকলে

[D] চার্লস গ্র্যান্ট প্রতিষ্ঠা হয়

উত্তরঃ- [A] উইলিয়াম কোলভিল।

67. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়-

[A] ১৮৪৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৫২ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[D] ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [C] ১৮৫৭ খ্রিস্টাব্দে।

68. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়-

[A] রাজা রামমোহন রায়কে

[B] বিদ্যাসাগরকে

[C] কেশবচন্দ্র সেনকে

[D] দেবেন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ- [A] রাজা রামমোহন রায়কে।

69. সতীদাহপ্রথা রদ করেন-

[A] লর্ড ডাফরিন

[B] লর্ড আমহার্স্ট

[C] লর্ড কার্জন

[D] লর্ড বেন্টিঙ্ক

উত্তরঃ- [D] লর্ড বেন্টিঙ্ক ।

70. সতীদাহপ্রথা রদ হয়-

[A] ১৮২০ খ্রিস্টাব্দে

[B] ১৮২৯ খ্রিস্টাব্দে

[C] ১৮৩৫ খ্রিস্টাব্দে

[D] ১৮৪৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৮২৯ খ্রিস্টাব্দে ।

71.  বিধবাবিবাহ আইন পাস করেন-

[A] লর্ড ক্যানিং

[B] লর্ড বেন্টিঙ্ক

[C] লর্ড ডাফরিন

[D] লর্ড কর্নওয়ালিশ

উত্তরঃ- [A] লর্ড ক্যানিং।

72.  ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়-

[A] ১৮৪৬ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৬ খ্রিস্টাব্দে

[C] ১৮৭৬ খ্রিস্টাব্দে

[D] ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [B] ১৮৫৬ খ্রিস্টাব্দে।

73. ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল-

[A] অবনীন্দ্রনাথ ঠাকুরের

[B] শিবনাথ শাস্ত্রীর

[C] কেশবচন্দ্র সেনের

[D] মধুসূদন গুপ্তর

উত্তরঃ- [C] কেশবচন্দ্র সেনের ।

74.  রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন-

[A] রাজা রামমোহন রায়

[B] কেশবচন্দ্র সেন

[C] স্বামী বিবেকানন্দ

[D] বিজয়কৃষ্ণ গোস্বামী

উত্তরঃ- [C] স্বামী বিবেকানন্দ।

75.  “তিন আইন” পাস হয়-

[A] ১৮৬০ খ্রিস্টাব্দে

[B] ১৮৬২ খ্রিস্টাব্দে

[C] ১৮৭০ খ্রিস্টাব্দে

[D] ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [D] ১৮৭২ খ্রিস্টাব্দে।

76.  ‘প্রশ্নোত্তর’ গ্রন্থটি রচনা করেন-

[A] বিদ্যাসাগর

[B] কেশবচন্দ্র সেন

[C] বিজয়কৃষ্ণ গোস্বামী

[D] রামমোহন রায়

উত্তরঃ- [C] বিজয়কৃষ্ণ গোস্বামী।

77. ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা হয়-

[A] ১৮৯৪ খ্রিস্টাব্দে

[B] ১৮৯৫ খ্রিস্টাব্দে

[C] ১৮৯৬ খ্রিস্টাব্দে

[D] ১৮৯৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ- [D] ১৮৯৭ খ্রিস্টাব্দে।

78. ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন-

[A] অনিল শীল

[B] বিপানচন্দ্ৰ

[C] রণজিৎ গুহ

[D] সুমিত সরকার

উত্তরঃ- [A] অনিল শীল।

79. ‘ দিগদর্শন ‘ প্রকাশ করেন –

(A) তারাচাঁদ দত্ত

(B) কালিপ্রসাদ ঘোষ

(C) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

(D) জে মার্শম্যান

উত্তর:- (D) জে মার্শম্যান

80.  ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন –

[A] দয়ানন্দ সরস্বতী

[B] কেশবচন্দ্র সেন

[C] স্বামী বিবেকানন্দ

[D] মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ [B] কেশবচন্দ্র সেন

81. জনশিক্ষা কমিটি গঠিত হয় –

[A] ১৭১৩ খ্রিস্টাব্দে

[B] ১৮১৩ খ্রিস্টাব্দে

[C] ১৮২৩ খ্রিস্টাব্দে

[D] ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ [C] ১৮২৩ খ্রিস্টাব্দে

82.  বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –

[A] উমেশচন্দ্র দত্ত

[B] শিশির কুমার ঘোষ

[C] কৃষ্ণচন্দ্র মজুমদার

[D] দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ [A] উমেশচন্দ্র দত্ত

83. সতীদাহ প্রথা রদ হয় –

[A] ১৮২৮ খ্রিস্টাব্দে

[B] ১৮২৯ খ্রিস্টাব্দে

[C] ১৮৩০ খ্রিস্টাব্দে

[D] ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ [B] ১৮২৯ খ্রিস্টাব্দে

84.  সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –

[A] বিজয় কৃষ্ণ গোস্বামী

[B] স্বামী বিবেকানন্দ

[C] শ্রীরামকৃষ্ণ

[D] কেশবচন্দ্র সেন

উত্তরঃ [C] শ্রীরামকৃষ্ণ

85.  নীলদর্পন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –

[A] কালীপ্রসন্ন সিংহ

[B] মাইকেল মধুসূদন দত্ত

[C] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

[D] জেমস লঙ

উত্তরঃ [D] জেমস লঙ

86.  ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন –

[A] দেবেন্দ্রনাথ ঠাকুর

[B] কেশবচন্দ্র সেন

[C] শিবনাথ শাস্ত্রী

[D] আনন্দমোহন বসু

উত্তরঃ [B] কেশবচন্দ্র সেন

87.  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় –

[A] ১৮৫৭ খ্রিস্টাব্দে

[B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

[C] ১৮৫৯ খ্রিস্টাব্দে

[D] ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ [B] ১৮৫৮ খ্রিস্টাব্দে

88.  গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো –

[A] যশোর থেকে

[B] রানাঘাট থেকে

[C] কুষ্টিয়া থেকে

[D] বারাসাত থেকে

উত্তরঃ [C] কুষ্টিয়া থেকে

89. ‘এনকোয়ারার ‘ নামক পত্রিকা প্রকাশ করেন –

(A) ডিরোজিও

(B) কৃষ্ণমোহন ব্যানার্জি

(C) রসিককৃষ্ণ মল্লিক

(D) তারাচাঁদ চক্রবর্তী

উত্তর:- (B) কৃষ্ণমোহন ব্যানার্জি

90. ‘জ্ঞানান্বেষণ ‘ পত্রিকা প্রকাশ করেন –

(A) রসিককৃষ্ণ মল্লিক

(B) প্যারীচাঁদ মিত্র

(C) রাধানাথ শিকদার

(D) মধুসুদন দত্ত

উত্তর:- (A) রসিককৃষ্ণ মল্লিক

91. বিধবাবিবাহ আন্দোলনে সাফল্য আনেন –

(A) রাজা রাজবল্লভ

(B) জলধর মল্লিক

(C) মতিলাল শীল

(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর:- (D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

92. বিধবাবিবাহ আইন পাস হয়—

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(C) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৫৬ খ্রিস্টাব্দে

93. বিধবাবিবাহ আইন পাস করেন —

(A) লর্ড এলেনবরো

(B) লর্ড ডালহৌসি

(C) লর্ড ময়রা

(D) লর্ড ক্যানিং

উত্তর:- (D) লর্ড ক্যানিং

94. প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় –

(A) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর

(B) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর

(C) ১৮৫৭ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর

(D) ১৮৫৭ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর

উত্তর:- (B) ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর

95. বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করে যে পত্রিকায় প্রবন্ধ লিখতেন –

(A) সুলভ সমাচার

(B) জ্ঞানান্বেষণ

(C) সর্বশুভকরী

(D) সমাচার দর্পণ

উত্তর:- (C) সর্বশুভকরী

96. ব্রাহ্মসমাজের মুখপত্রটির নাম হল –

(A) বেঙ্গল গেজেট

(B) তত্ত্ববোধিনী পত্রিকা

(C) সর্বশুভকরী

(D) সমাচার দর্পণ

উত্তর:- (B) তত্ত্ববোধিনী পত্রিকা

97. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন—

(A) রামমোহন রায়

(B) রামচন্দ্র বিদ্যাবাগীশ

(C) অক্ষয়কুমার দত্ত

(D) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (D) দেবেন্দ্রনাথ ঠাকুর

98. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়—

(A) ১৮২৯ খ্রিস্টাব্দে

(B) ১৮৩০ খ্রিস্টাব্দে

(C) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(D) ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তর:-

99. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় –

(A) ১৮৪০ খ্রিস্টাব্দে

(B) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(C) ১৮৪৩ খ্রিস্টাব্দে

(D) ১৮৪৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৩৮ খ্রিস্টাব্দে

100. ‘ ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি ‘ নামক গ্রন্থটি রচনা করেন—

(A) রামতনু লাহিড়ী

(B) বিজয়কৃয় গোস্বামী

(C) দেবেন্দ্রনাথ ঠাকুর

(D) আনন্দমোহন বসু

উত্তর:- (C) দেবেন্দ্রনাথ ঠাকুর

101. ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(B) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(C) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (C) ১৮৬৬ খ্রিস্টাব্দে

102. ‘ ভারতীয় ব্রাহ্মসমাজ ‘ প্রতিষ্ঠা করেন—

(A) শিবনাথ শাস্ত্রী

(B) বিজয়কৃষ্ণ গোস্বামী

(C) কেশবচন্দ্র সেন

(D) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (C) কেশবচন্দ্র সেন

103. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন –

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর

(B) কেশবচন্দ্র সেন

(C) রাধাকান্ত দেব

(D) শিবনাথ শাস্ত্রী

উত্তর:- (B) কেশবচন্দ্র সেন

104. বিজয়কৃয় গোস্বামী ব্রাহ্মধর্ম প্রচারকরূপে প্রথম ধর্মপ্রচার করেন –

(A) কুমিল্লায়

(B) ময়মনসিংহে

(C) বরিশালে 

(D) বাগআঁচড়াতে

উত্তর:- (D) বাগআঁচড়াতে

105. বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল –

[A] জাতীয়তাবাদের প্রসার সাধন

[B] নারীদের শিক্ষাদান

[C] নারী শিক্ষার বিরোধিতা

[D] ব্রিটিশ বিরোধিতা

উত্তরঃ [B] নারীদের শিক্ষাদান

106.  ‘হুতোম প্যাঁচার নকশাগ্রন্থটি রচনা করেন –

[A] রাধাকান্ত দেব

[B] কৃষ্ণদাস পাল

[C] কালীপ্রসন্ন সিংহ

[D] দীনবন্ধু মিত্র

উত্তরঃ [C] কালীপ্রসন্ন সিংহ

107.  ‘হিন্দু প্যাট্রিয়টপত্রিকা প্রথম সম্পাদনা করেন –

[A] হরিশচন্দ্র মুখোপাধ্যায়

[B] গিরিশচন্দ্র ঘোষ

[C] রসিককৃষ্ণ মল্লিক

[D] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ [B] গিরিশচন্দ্র ঘোষ

108.  হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত –

[A] স্কটিশচার্চ কলেজ

[B] প্রেসিডেন্সি কলেজ

[C] প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

[D] সেন্ট জেভিয়ার্স

উত্তরঃ [C] প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

109.  ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন

[A] রামমোহন রায়

[B] রাধাকান্ত দেব

[C] ডেভিড হেয়ার

[D] ড্রিঙ্কওয়াটার বিটন

উত্তরঃ [C] ডেভিড হেয়ার

110.  কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন –

[A] মধুসূদন গুপ্ত

[B] মহেন্দ্রলাল সরকার

[C] সূর্য কুমার ব্যানার্জি

[D] জগদীশচন্দ্র বসু

উত্তরঃ [A] মধুসূদন গুপ্ত

111.  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন –

[A] জেমস উইলিয়াম কলভিল

[B] আশুতোষ মুখোপাধ্যায়

[C] গুরুদাস বন্দ্যোপাধ্যায়

[D] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ [C] গুরুদাস বন্দ্যোপাধ্যায়

112.  ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল –

[A] হিন্দু কলেজ

[B] সংস্কৃত কলেজ

[C] কলকাতা বিশ্ববিদ্যালয়

[D] কলকাতা মাদ্রাসা

উত্তরঃ [C]  কলকাতা বিশ্ববিদ্যালয়

113.  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –

[A] স্যার এলিজা ইম্পে

[B] উইলিয়াম কলভিল

[C] আশুতোষ মুখোপাধ্যায়

[D] লর্ড ক্যানিং

উত্তরঃ [D] লর্ড ক্যানিং

114.  ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন –

[A] ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

[B] রাজা রামমোহন রায়

[C] দেবেন্দ্রনাথ ঠাকুর

[D] প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ [B] রাজা রামমোহন রায়

115. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় –

[A] ১৮১৩ খ্রিস্তাব্দে

[B] ১৮২৮ খ্রিস্টাব্দে 

[C] ১৮২৯ খ্রিস্টাব্দে

[D] ১৮৩২ খ্রিস্টাব্দে

উত্তরঃ [B] ১৮২৮ খ্রিস্তাব্দে

116.  যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় –

[A] তিন আইন

[B] পঞ্চদশ আইন

[C] সপ্তদশ বিধি

[D] অষ্টাদশ বিধি

উত্তরঃ [C] সপ্তদশ বিধি

117. তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন –

[A] রাজা রামমোহন রায়

[B] দেবেন্দ্রনাথ ঠাকুর

[C] রামচন্দ্র বিদ্যাবাগীশ

[D] অক্ষকুমার কুমার দত্ত

উত্তরঃ [B] দেবেন্দ্রনাথ ঠাকুর

118.  শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে যোগদান করেন?

[A] ১৮৯০ খ্রিস্টাব্দে

[B] ১৮৯১ খ্রিস্টাব্দে

[C] ১৮৯২ খ্রিস্টাব্দে

[D] ১৮৯৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ [D] ১৮৯৩ খ্রিস্টাব্দে

119.  “যত মত তত পথ” – উক্তিটি করেছিলেন –

[A] রাজা রামমোহন রায়

[B] কেশবচন্দ্র সেন

[C] রামকৃষ্ণ পরমহংসদেব

[D] স্বামী বিবেকানন্দ

উত্তরঃ [C] রামকৃষ্ণ পরমহংসদেব

120.  ‘বেঙ্গল এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় –

[A] ১৭৮০ খ্রিস্টাব্দে

[B] ১৭৮৪ খ্রিস্টাব্দে

[C] ১৭৮৬ খ্রিস্টাব্দে

[D] ১৭৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ [B] ১৭৮৪ খ্রিস্টাব্দে

121. ‘ বামাবোধিনী পত্রিকা ‘ প্রকাশিত হয় –

(A) ১৮৬০ খ্রিস্টাব্দে

(B) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(C) ১৮৬১ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৬৩ খ্রিস্টাব্দে

122. বামাবোধিনী পত্রিকা’র সম্পাদক ছিলেন –

(A) উমেশচন্দ্র দত্ত

(B) কৃষ্ণচন্দ্র মজুমদার

(C) শিশির কুমার ঘোষ

(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর:- (A) উমেশচন্দ্র দত্ত

123. ‘ বামাবোধিনী পত্রিকা ‘ ছিল –

(A) দৈনিক পত ্রিকা

(B) মাসিক পত্রিকা

(C) সাপ্তাহিক পত্রিকা

(D) ত্রৈমাসিক পত্রিকা

উত্তর:- (B) মাসিক পত্রিকা

124. নীলদর্পণ নাটককে ‘ আঙ্কল টমস কেবিন ‘ – এর সঙ্গে তুলনা করেছিলেন—

(A) নবগোপাল মিত্র

(B) শিশির কুমার ঘোষ

(C) দীনবন্ধু মিত্র

(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- (D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

125. নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয় –

(A) ১৮৬০ খ্রিস্টাব্দে

(B) ১৮৭২ খ্রিস্টাব্দে

(C) ১৮৬২ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৭২ খ্রিস্টাব্দে

126. ‘ গ্রামবার্তা প্রকাশিকা’র মোট যে ক’ভাগ প্রকাশিত হয়েছিল ।

(A) ১৭ ভাগ

(B) ১৯ ভাগ

(C) ৫০ ভাগ

(D) ৭১ ভাগ

উত্তর:- (B) ১৯ ভাগ

127. ‘ গ্রামবার্তা প্রকাশিকা ‘ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

(A) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(B) হরিনাথ মজুমদার

(C) গিরিশচন্দ্র ঘোষ

(D) মধুসূদন দত্ত

উত্তর:- (B) হরিনাথ মজুমদার

128. ‘ গ্রামবার্ত্তা প্রকাশিকা’র সম্পাদক ছিলেন –

(A) দীনবন্ধু মিত্র

(B) মধুসূদন দত্ত

(C) হরিশচন্দ্র মুখার্জি

(D) এদের কেউ নন 

উত্তর:- (D) এদের কেউ নন

129. এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় –

(A) ১৭৭৪ খ্রিস্টাব্দে

(B) ১৭৯৮ খ্রিস্টাব্দে

(C) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (C) ১৭৮৪ খ্রিস্টাব্দে

130. ‘ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন ‘ প্রতিষ্ঠিত হয়েছিল অথবা , সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –

(A) ১৭১৩ খ্রিস্টাব্দে

(B) ১৮১৩ খ্রিস্টাব্দে

(C) ১৯১৩ খ্রিস্টাব্দে

(D) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তর:- (D) ১৮২৩ খ্রিস্টাব্দে

131. কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়—

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮২৪ খ্রিস্টাব্দে

(C) ১৮২০ খ্রিস্টাব্দে

(D) ১৮২৬ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮২৪ খ্রিস্টাব্দে

132. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(C) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (C) ১৮৩৫ খ্রিস্টাব্দে

133. হিন্দু কলেজ বর্তমান যে নামে পরিচিত –

(A) সেন্ট জেভিয়ার্স

(B) স্কটিশচার্চ কলেজ

(C) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

(D) প্রেসিডেন্সি কলেজ

উত্তর:- (C) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

134. ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় –

(A) ১৮২৪ খ্রিস্টাব্দে

(B) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(C) ১৮১৩ খ্রিস্টাব্দে

(D) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তর:- A) ১৮২৪ খ্রিস্টাব্দে

135. পাশ্চাত্য শিক্ষার প্রধান উদ্যোক্তা ছিলেন –

(A) রামমোহন রায়

(B) জেমস প্রিন্সেপ

(C) লর্ড মেকলে

(D) লর্ড বেন্টিঙ্ক

উত্তর:- (A) রামমোহন রায়

136. ‘ উডের ডেসপ্যাচ ‘ প্রকাশিত হয় –

(A) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(C) ১৮৫৪ খ্রিস্টাব্দে

(D) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তর:- A) ১৮৩৫ খ্রিস্টাব্দে

137. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন , সেটি হল –

(A) কলকাতা মাদ্রাসা

(B) সংস্কৃত কলেজ

(C) হুগলি কলেজ

(D) হিন্দু কলেজ

উত্তর:- (B) সংস্কৃত কলেজ

138. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন বর্তমানে যে নামে পরিচিত –

(A) প্রেসিডেন্সি কলেজ

(B) স্কটিশ চার্চ কলেজ

(C) সেন্ট জেভিয়ার্স কলেজ

(D) বিদ্যাসাগর কলেজ

উত্তর:- (B) স্কটিশ চার্চ কলেজ

139. ‘ ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮২৬ খ্রিস্টাব্দে

(B) ১৮৪৯ খ্রিস্টাব্দে

(C) ১৮৪৭ খ্রিস্টাব্দে

(D) ১৮৫১ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৪৯ খ্রিস্টাব্দে

140. ক্যালকাটা ফিমেল স্কুল যখন থেকে বেথুন স্কুল নামে পরিচিত হয় –

(A) ১৮৬২ খ্রিস্টাব্দে

(B) ১৮৫১ খ্রিস্টাব্দে

(C) ১৮৬০ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮৫১ খ্রিস্টাব্দে

141. বেথুন স্কুল বেথুন কলেজে উন্নীত হয়—

(A) ১৮৪৯ খ্রিস্টাব্দে

(B) ১৮৬০ খ্রিস্টাব্দে

(C) ১৮৫০ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (D) ১৮৭৮ খ্রিস্টাব্দে

142. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ র প্রথম সম্পাদক ছিলেন—

(A) রাজা রামমোহন রায়

(B) রাজা রাধাকান্ত দেব

(C) উইলিয়াম কেরি

(D) এঁদের কেউ নন

উত্তর:- B) রাজা রাধাকান্ত দেব

143. ‘ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ‘ প্রতিষ্ঠা করেন—

(A) ডেভিড হেয়ার

(B) রাধাকান্ত দেব

(C) ড্রিংক ওয়াটার বেথুন

(D) রামমোহন রায়

উত্তর:- (A) ডেভিড হেয়ার

144. স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮১৮ খ্রিস্টাব্দে

(C) ১৮২০ খ্রিস্টাব্দে

(D) ১৮২১ খ্রিস্টাব্দে

উত্তর:- A) ১৮১৭ খ্রিস্টাব্দে

145. ‘ স্ত্রীশিক্ষা বিধায়ক ‘ ( ১৮২২ খ্রি . ) গ্রন্থ রচনা করেন –

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(B) রাধাকান্ত দেব

(C) গৌরমোহন বিদ্যালঙ্কার

(D) রামমোহন রায়

উত্তর:- (C) গৌরমোহন বিদ্যালঙ্কার

146. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি –

(A) রাজা রামমোহন রায়

(B) কালীপ্রসন্ন সিংহ

(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(D) ড্রিংক ওয়াটার বিটন ( বেথুন )

উত্তর:- (B) কালীপ্রসন্ন সিংহ

147. ভারতে শিক্ষাক্ষেত্রে ‘ চুঁইয়ে পড়া ‘ নীতির প্রবর্তন করেন—

(A) চার্লস উড

(B) লর্ড আমহার্স্ট

(C) হোরেস উইলসন

(D) মেকেলে

উত্তর:- D) মেকেলে

148. সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮৭০ খ্রিস্টাব্দে

(B) ১৮৭৯ খ্রিস্টাব্দে

(C) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(D) ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তর:- C) ১৮৭৮ খ্রিস্টাব্দে

149. কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন –

(A) রামমোহন রায়

(B) দেবেন্দ্রনাথ ঠাকুর

(C) শিবনাথ শাস্ত্রী

(D) রামচন্দ্র বিদ্যাবাগীশ

উত্তর:- (B) দেবেন্দ্রনাথ ঠাকুর

150. ‘ নব্যবঙ্গ ‘ কথাটি প্রথম ব্যবহার করেন –

(A) ডিরোজিও

(B) ডেভিড হেয়ার

(C) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(D) রামমোহন রায়

উত্তর:- (C) ঈশ্বরচন্দ্র গুপ্ত

151. ‘ নব্যবঙ্গ’ র প্রতিষ্ঠাতা ছিলেন –

(A) রামমোহন রায়

(B) ডিরোজিও

(C) স্বামী বিবেকানন্দ

(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর:- (B) ডিরোজিও

152. ‘ স্বদেশের প্রতি ‘ ( To India My Native Land ) কবিতাটির রচয়িতা হলেন—

(A) রসিকৃষ্ণ মল্লিক

(B) ডিরোজিও

(C) প্যারীচাঁদ মিত্র

(D) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়

উত্তর:- (B) ডিরোজিও

153. হিন্দু কলেজে ডিরোজিও অধ্যাপকরূপে যোগ দেন –

(A) ১৮২০ খ্রিস্টাব্দে

(B) ১৮২৬ খ্রিস্টাব্দে

(C) ১৮২৮ খ্রিস্টাব্দে

(D) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- (B) ১৮২৬ খ্রিস্টাব্দে

154. নব্যবঙ্গ ‘ বলা হয় –

(A) ডিরোজিওর শিষ্যদের

(B) বিদ্যাসাগরের শিষ্যদের

(C) বিবেকানন্দের শিষ্যদের

(D) রাজা রামমোহন রায়ের শিষ্যদের

উত্তর:- A) ডিরোজিওর শিষ্যদের

155. নব্যবঙ্গ সম্প্রদায়ের ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ‘ নামক বিতর্কসভা প্রতিষ্ঠিত হয়—

(A) ১৮২৭ খ্রিস্টাব্দে

(B) ১৮২৯ খ্রিস্টাব্দে

(C) ১৮২৮ খ্রিস্টাব্দে

(D) ১৮৩০ খ্রিস্টাব্দে

উত্তর:- (C) ১৮২৮ খ্রিস্টাব্দে

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন উত্তর Class 10 History Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) History Question and Answer Suggestion

1. প্রাচ্যবাদের কয়েকজন সমর্থকের নাম লেখ ?

উত্তর:- এইচ টি প্রিন্সেপ  , কোলব্রুক , উইলসন ।

2. ভারতের প্রথম বাঙ্গালি বিদ্যালয় কোনটি ?

উত্তর :1849 সালে প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় (বেথুন স্কুল ) ।

3. বাংলার প্রথম বি.এ  পাশ নারীদের নাম লেখ ?

উত্তর :কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ।

4. হেয়ার স্কুল র পূর্বনাম কি ?

উত্তর :পটলডাঙ্গা আকাদেমি ।

5. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :রাজারামমোহন রায় ।

6. কে কবে কলকাতা মেডিক্যাল কলেজ  প্রতিষ্ঠা করেন ?

উত্তর :1835সালে লর্ড উইলিয়াম বেণ্টিঙক ।

7. কোন নির্দেশ নামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- উডের ডেসপ্যাচ র ভিত্তিতে 1857 সালে ।

8. কলিকাতা বিশ্ববিদ্যলয়ের প্রথম বি.এ  বা স্নাতক কারা ছিলেন ?

উত্তর :যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্রপাধ্যায় ।

9. কার উদ্যোগে মহসীন শিক্ষা তহবিল গঠিত হয় ?

উত্তর:- চার্লস মেটকাফ ।

10. কার উদ্যোগে কবে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় ?

উত্তর :1861 সালে , কেশবচন্দ্র সেনের উদ্যোগে ।

11. কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত কয়েকটি পত্র পত্রিকার নাম লেখ ?

উত্তর :সুলভ সমাচার (1870) ভারত শ্রমজীবী (1878) মদ না গরল  প্রভৃতি ।

12. কে কবে নববিধান ঘোষণা করেন ?

উত্তর:- কেশবচন্দ্র  সেন 1880 সালে ।

13. কে বলেনসাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা” ?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ।

14. উনিশ শতকে বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ধারায় কারা নেতৃত্বে ছিলেন ?

উত্তর :রামমোহন রায় , ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

15. উনিশ শতকে বাংলার নবজাগরণে কদের বিশেষ ভূমিকা ছিল ?

উত্তর :রামমোহন রায় ,ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,কেশবচন্দ্র সেন ,দেবেন্দ্রনাথ ঠাকুর

16. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি ?

উত্তর:- বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘ সমাচার দর্পণ ‘ ।

17. ‘ বাঙ্গাল গেজেট ‘ কী জন্য বিখ্যাত ?

উত্তর:- গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র ।

18. ‘ সংবাদ প্রভাকর ‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘ সংবাদ প্রভাকর ‘ পত্রিকার সম্পাদক ছিলেন ।

19. ‘ সমাচার চন্দ্রিকা ‘ কাদের মুখপত্র ছিল ?

উত্তর:- ‘ সমাচার চন্দ্রিকা ’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল ।

20. ‘ বামাবোধিনী পত্রিকা ‘ কবে প্রকাশিত হয় ?

উত্তর:- ‘ বামাবোধিনী পত্রিকা ‘ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে ।

21. আকাদেমিকে এসোসিয়েশন  র মুখপাত্রের নাম কি ?

উত্তর :এথেনিয়াম ।

22. বিধবা বিবাহ চালু হবার পর প্রথম কোন বিধবার বিবাহ হয় ?

উত্তর :কালিমতী_র ।

23. আদি ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ?

উত্তর :দেবেন্দ্রনাথ ঠাকুর ।

24. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজে কে নেতৃত্ব দেন ?

উত্তর :কেশবচন্দ্র সেন ।

25. বিজয়কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম নাম লেখ ?

উত্তর :প্রশ্নউত্তর  , নীলাচলে মৃত্যু ।

26. 5শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন ?

উত্তর :স্বামী বিবেকানন্দ ।

27. লালন ফকির কে ছিলেন ?

উত্তর :বাউল কবি ।

28. লালন ফকির কত বছর বেঁচে ছিলেন ?

উত্তর :116 বছর ।

29. ইউরোপের নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ?

উত্তর:- ইটালির ফ্লোরেন্স শহরে ।

30. বাংলায় নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল ?

উত্তর :কলকাতা শহরে ।

31. শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ?

উত্তর :উইলিয়াম কেরি ,ওয়ার্ড ও মার্শম্যান ।

32. বামাবোধিণী  পত্রিকা কত দিন চলে ?

উত্তর :1863__1922 সাল পর্যন্ত ।

33. উমেশচন্দ্র_ লেখা দুটি গ্রন্থের নাম লেখ ?

উত্তর :বামারচনাবলী ও স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা ।

34. কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় ?

উত্তর :1824 সালে ।

35. পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থকের নাম কি ?

উত্তর :মেকলে ,আলেকজান্ডার ডাফ,কলভিন ।

36. ‘ বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্ৰ দত্ত ।

37. বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন ?

উত্তর:- উমেশচন্দ্র দত্ত ( ১৮৬৩ খ্রি . ) বামাবোধিনী সভা গঠন করেন ।

38. উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো ।

উত্তর:- উনিশ শতকে ‘ বামাবোধিনী পত্রিকা’য় নারীজাতির বন্দনা করা হয়েছিল ।

39. ‘ হিন্দু প্যাট্রিয়ট ’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো ।

উত্তর:- ‘ হিন্দু প্যাট্রিয়ট ’ পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।

40. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ।

41. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন ?

উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকার প্রথম সম্পাদক ।

42. ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়

উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ।

43. ‘ ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল ?

উত্তর:- ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকার প্রধান উদ্দেশ্য ।

44. ‘ হুতোম প্যাঁচার নক্শা ‘ কে রচনা করেছিলেন ?

উত্তর:- ‘ হুতোম প্যাঁচার নক্শা’র রচয়িতা কালীপ্রসন্ন সিংহ ।

45. ‘ হুতোম প্যাঁচার নক্শা ’ থেকে আমরা কলকাতার কোন্ নব্য সম্প্রদায়কে দেখতে পাই ?

উত্তর:- ‘ হুতোম প্যাঁচার নক্শা ’ থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে DISKCOP দেখতে পাই ।

46. ‘ নীলদর্পণ ‘ নাটকটির রচয়িতা কে ?

উত্তর:- ‘ নীলদর্পণ ‘ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ।

47. দীনবন্ধু মিত্র কে ছিলেন ?

উত্তর:- দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হল ‘ নীলদর্পণ ‘ ।

48. ‘ নীলদর্পণ ‘ নাটকটি কোন্ প্রেক্ষাপটে রচিত ?

উত্তর:- ১৮৫৯-৬০ – এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে ‘ নীলদর্পণ ‘ নাটকটি রচিত ।

49. ‘ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ‘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ‘ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ‘ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

50. হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয় । 

51. একজন প্রাচ্যবাদীর নাম লেখো ।

উত্তর:- একজন প্রাচ্যবাদী হলেন এইচ টি প্রিন্সেপ ।

52. একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো ।

উত্তর:- একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ । 

53. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

54. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ।

উত্তর:- ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি ।

55. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ।

উত্তর:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ ।

56. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?

উত্তর:- শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ।

57. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কী ?

উত্তর:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ ।

58. শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ?

উত্তর:- শ্রীরামপুর এয়ী ছিলেন উইলিয়াম কেরি , মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ।

59. শ্রীরামপুর কলেজ করে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- শ্রীরামপুর কলেজ ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

60. টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে কে ছিলেন ?

উত্তর:- টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন বেন্টিঙ্কের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ।

61. কে , কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন ?

উত্তর:- ১৮৩৭ খ্রিস্টাব্দে , লর্ড হার্ডিঞ্জ ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন ।

62. কীভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে ?

উত্তর:- মেকলে মিনিটের ( ১৮৩৫ খ্রি . ) দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান ঘটে ।

63. উডের প্রতিবেদন কী নামে পরিচিত ।

উত্তর:- উডের প্রতিবেদন ‘ ম্যাগনা কার্টা ‘ নামে পরিচিত ।

64. উডের প্রতিবেদনে কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- উডের প্রতিবেদনে কলকাতা , বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।

65. ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?

উত্তর:- ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় ।

66. কে বলেছেনবাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী ” ?

উত্তর:- সুপ্রকাশ রায় ।

67. বামাবোধিণি পত্রিকার প্রতিস্ঠাতা সম্পাদক কে ?

উত্তর :উমেশচন্দ্র দত্ত ।

68. বামা কথার অর্থ কী ?

উত্তর :নারী ।

69. বমবোধিণী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন ?

উত্তর :আনন্দ কুমার দত্ত ।

70. হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কি  নামে পরিচিত ছিলেন ?

উত্তর :কাঙআল।

71. বাংলা ভাষায় প্রকাশিত বাংগালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি ?

উত্তর :বাঙ্গাল গেজেট ।

72. হুতুমপেঁচা কার ছদ্মনাম ?

উত্তর :কালিপ্রসন্ন সিংহ ।

73. কলকাতায় জাতীয় নাট্য মেলা কবে প্রতিস্ঠিত হয় ?

উত্তর :1872   ।

74. কোন বাংলা নাটক প্রথম ইংরাজি ভাষায় অনুদিত হয় ?

উত্তর :নীলদর্পণ ।

75. কে 1818 সালে চুঁচুড়া বালিকা বিদ্যালয় প্রতিস্ঠা করেন ?

উত্তর :রবার্ট মে ।

76. স্কুল বুক সোসাইটি কে প্রতিস্ঠা করেন ?

উত্তর :ডেভিড হেয়ার ।

77. ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি ?

উত্তর :বেথুন কলেজ ।

78. কলিকাতা বিশ্ববিদ্যলয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?

উত্তর :স্যার গুরুদাস বন্দোপাধ্যায় ।

79. এশিয়ার প্রথম ডি লিট কে ছিলেন ?

উত্তর :বেনীমাধব বড়ুয়া ।

80. ব্রাহ্মসমাজ কে প্রতিস্ঠা করেন ?

উত্তর :রামমোহন রায় ।

81. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন ?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং ।

82. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল ।

83. কলকাতা বিশ্ববিদ্যালয় করে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

84. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা ?

উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস ।

85. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ?

উত্তর:- বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি ।

86. প্রথম শিক্ষা কমিশনের নাম কী ? L

উত্তর:- প্রথম শিক্ষা কমিশনের নাম ‘ হান্টার কমিশন ‘ ।

87. র‍্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখো ।

উত্তর:- র‍্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামী ।

88. ‘ কলকাতা মাদ্রাসা ’ কে , কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন ?

উত্তর:- ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন ।

89. কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ।

90. কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন ?

উত্তর:- কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডাক্তার এম . জে . ব্রামলে ।

91. কলকাতা মেডিকেল কলেজ করে প্রতিষ্ঠিত হয় ।

উত্তর:- কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৩৫ খ্রিস্টাব্দে ।

92. কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কে জমি দান করেন ?

উত্তর:- মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন ।

93. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র।

94. গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার

95. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত?

উত্তরঃ উইলিয়াম কেরি মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড কে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হত।

96. হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ হিন্দু কলেজ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

97. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ কলকাতা মেডিকেল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

98. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন

99. সতীদাহ নিবারণ আইন কে পাস করেন?

উত্তরঃ সতীদাহ নিবারণ আইন পাস করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

100. কোন্ বছর সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়।

101. বাংলায় কোন্শতকে নবজাগরণের শতক’ বলা হয়?

উত্তরঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের শতক বলা হয়।

102. উনিশ শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখ।

উত্তরঃ বামাবোধিনী পত্রিকা উনিশ শতকে নারী জাতির বন্দনা করেছিলেন।

103. নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র নীল-দর্পণ নাটকের রচয়িতা।

104. চার্লস উড কে ছিলেন?

উত্তরঃ চার্জ উঠছিলেন ‘বোর্ড অফ কন্ট্রোল সভাপতি’ এবং ‘উডের ডেসপ্যাচ’ – এর প্রবক্তা।

105. ‘বর্ণপরিচয়’ ও ‘কথামালা’ গ্রন্থটি কার লেখা।

উত্তরঃ ‘বর্ণপরিচয়’ ও ‘কথামালা’ গ্রন্থ দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।

106. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?

উত্তরঃ ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়।

107. ডেভিড হেয়ার কে ছিলেন?

উত্তরঃ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি ডেভিড হেয়ার নামে পরিচিত।

108. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।

109. ভারতে কিভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদীর দ্বন্দ্বের অবসান ঘটে?

উত্তরঃ মেকলে মিনিট – এর দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী ভাবনার দ্বন্দ্বের অবসান ঘটে।

110. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম কেলভিন।

111. কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম স্নাতক এর নাম লেখ।

উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

112. ‘নারীশিক্ষা ভান্ডার’ কে গঠন করেন?

উত্তরঃ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের নারীশিক্ষা প্রসারের জন্য ‘নারীশিক্ষা ভান্ডার তহবিল’ নামে একটি তহবিল তৈরি করেন।

113. ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত?

উত্তরঃ ডিরোজিওর অনুগামী বা তার শিষ্যরা ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ নামে পরিচিত।

114.  এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

115. ‘বর্তমান ভারত’ ও ‘পরিব্রাজক’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘বর্তমান ভারত’ ও ‘পরিব্রাজক’ গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ।

116.  হিন্দু প্যাট্রিয়ট বিখ্যাত কেন?

উত্তরঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ইংরেজ শাসন-শোষণের সমালোচনা ও বিরোধিতা করে এবং নীলচাষিদের পক্ষ সমর্থন করে জাতীয়তাবাদী পত্রিকার মর্যাদা লাভ করে।

117.  বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ ১৮৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন সমাজের অস্ত্র পুরস্থ মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তিদান করা।

118.  দেশপ্রেমের উন্মেষে নীলদর্পণ নাটকের কী ভূমিকা ছিল?

উত্তরঃ দীনবন্ধু মিত্র তাঁর নীলদর্পণ নাটকে অনিচ্ছুক নীলচাষিদের ওপর নীলকরদের বা ইংরেজদের অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরেছিলেন।

119. মধুসুদন গুপ্ত বিখ্যাত কেন ?

উত্তর:- মধুসুদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক ।

120. মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন ?

উত্তর:- মধুসুদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন ১০ জানুয়ারি , ১৮৩৬ খ্রিস্টাব্দে ।

121. মেকলে মিনিট বলতে কী বোঝো?

উত্তরঃ ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার সমর্থনে উইলিয়াম বেন্টিঙ্কের আইন সচিব মেকলে 1835 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন, তা মেকলে মিনিট নামে খ্যাত।

122.  জনশিক্ষা কমিটি কেন তৈরি হয়েছিল?

উত্তরঃ লর্ড হেস্টিংসের আমলে ১৮২৩ খ্রিস্টাব্দে বাংলা প্রদেশের শিক্ষাব্যবস্থার প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি বা জি সি পি আই হয়েছিল।

123.  গ্রামবার্তাপ্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে?

উত্তরঃ সমকালীন সমাজের জমিদার, নীলকর, মহাজন, চাষি প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ রয়েছে। কাঙাল হরিনাথ সম্পাদিত এই পত্রিকায় সুদখোর মহাজন, অত্যাচারী নীলকর এবং জমিদার শ্রেণির শোষণের কথা তুলে ধরা হয়েছে।

124.  ভারতে নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কী ছিল?

উত্তরঃ দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শকের সরকারি পদে থাকার সুবাদে তিনি ৪০টি বালিকা বিদ্যালয় এবং ১০০টি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন।

125. পাশ্চাত্য শিক্ষা প্রসারের ম্যাগনা কার্টা বলতে কী বোঝো?

উত্তরঃ বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনা কার্টা’ বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

126. উডের ডেসপ্যাচের সুপারিশগুলি হল –

(১) কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

127. (২) পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষক শিক্ষন বিদ্যালয় স্থাপন করা।

(৩) সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা।

128.  বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তরঃ রাজা রাধাকান্ত দেব নিজে সংস্কৃত পণ্ডিত হয়েও জাতির নৈতিক চরিত্র ও সামাজিক সুখ বৃদ্ধির উদ্দেশ্যে নারীদের মধ্যে শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন।

129.  প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান কীভাবে হয়েছিল?

উত্তরঃ ১৮১৩ খ্রিস্টাব্দের পর থেকে প্রাচ্য–পাশ্চাত্য শিক্ষা নিয়ে যে দ্বন্দ্ব চলছিল, ১৮৩৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে উইলিয়াম বেন্টিঙ্কের নির্দেশে মেকলের ঘোষণার দ্বারা সেই প্রাচ্য–পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান হয়।

130.  শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?

উত্তরঃ শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং মার্শম্যানকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।

131.  ডঃ মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?

উত্তরঃ মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি ১৮৩৬ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি হিন্দু কুসংস্কার উপেক্ষা করে নিজ হাতে শব ব্যবচ্ছেদ করেন।

132.  স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?

উত্তরঃ ১৮১৭ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল – গরিব ও দুঃস্থ ছাত্রদেরবিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা।

133.  ডিরোজিও কেন কর্মচ্যুত হন?

উত্তরঃ ডিরোজিওর প্রভাবে তার ছাত্র সম্প্রদায় প্রকাশ্যে হিন্দুধর্মের আচার-ব্যবহার লঙ্ঘন করতে থাকলে হিন্দুসমাজের রক্ষণশীল সমাজপতিরা কলেজ কর্তৃপক্ষের কাছে ডিরোজিওর বিরুদ্ধে নালিশ জানান এবং এর ফলে ডিরোজিও কর্মচ্যুত হয়েছিল।

134.  কবে, কার নেতৃত্বে ব্রাক্মসমাজ গড়ে ওঠে?

উত্তরঃ ১৮২৮ খ্রিস্টাব্দে রামমোহন রায়ের নেতৃত্বে গঠিত ব্রাহ্মসভা যা পরের বছর ব্রাহ্মসমাজে পরিবর্তিত হয়।

135.  নববিধান ব্রাহ্মসমাজ কী?

উত্তরঃ ১৮৮০ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ পরিবর্তিত হয়ে গড়ে ওঠে এই নববিধান ব্রাহ্মসমাজ।

136.  লালন ফকির কে ছিলেন?

উত্তরঃ হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্রের বিশ্লেষক তথা উনিশ শতকের বাংলার একজন বাউল সাধক ছিলেন লালন ফকির।

137.  ভারতীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?

উত্তরঃ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ নবীন ব্রাহ্মনেতার সঙ্গে কেশবচন্দ্র সেনের মতের পার্থক্য দেখা যায়। যার ফল স্বরূপ ভারতীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হয়েছিল।

138.  নব্যবঙ্গ আন্দোলন কী?

উত্তরঃ হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজিও–এর নেতৃত্বে ঊনবিংশ শতকের প্রথমার্ধে ধর্মীয়, সামাজিক ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে আন্দোলন হয়েছিল তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত।

139.  নব্য বেদান্ত কী?

উত্তরঃ বিবেকানন্দ বেদান্তের নতুন যে ব্যাখ্যা দেন তা নব্যবেদান্ত নামে পরিচিত। অদ্বৈতবাদে বিশ্বাসী বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে আনার কথা প্রচার করেন এবং বেদান্তকে মানুষের কল্যাণে কাজে ব্যবহারের কথা বলেন।

140.  নীলদর্পণ নাটক কার রচনা? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয়?

উত্তরঃ দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ মূলত নীলচাষিদের ওপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছিল।

141.  বাংলার নবজাগরণ কী?

উত্তরঃ উনিশ শতকে বাংলায় প্রাচ্য ও পাশ্চাত্য আদর্শবাদের ভিত্তিতে সমাজ ও সংস্কৃতিতে এক নবচেতনার উন্মেষ ঘটে, যা নবজাগরণ নামে পরিচিত।

142. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব কী?

কালীপ্রসন্ন সিংহের সর্বাধিক উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি ‘হুতোম প্যাঁচার নকশা’। এই গ্রন্থে তৎকালীন কলকাতার ধনী ও মধ্যবিত্ত বাবু সমাজের জীবনযাপনর ও উচ্ছৃঙ্খলতা ব্যাঙ্গাত্মকরূপে তুলে ধরা হয়েছে।

143.  ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ত কী?

১৮১৩ সালের সনদ আইনে ভারতীয়দের শিক্ষার উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা ব্যায় করার কথা বলা হয়েছিল।

144.  মেকলে মিনিট কী?

১৮৩৫ সালে বড়লাট লর্ড বেন্টিঙ্কের আইনসচিব লর্ড মেকলে একটি সুপারিশে কোম্পানির ব্যায় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যায় করার কথা বলেন। তার এই সুপারিশ ‘মেকলে মিনিট’ নামে পরিচিত।

145.  উডের নির্দেশনামা কী?

১৮৫৪ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য একটি নির্দেশনামা পেশ করেন। এটি উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

146.  নব্যবঙ্গ আন্দোলন কী?

উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-এর নেতৃত্বে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল তরুণ হিন্দু ধর্মের সংস্কার সাধনের জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল, তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত।

147.  কেশবচন্দ্র সেন কেন ব্রাহ্মসমাজ ত্যাগ করেন?

দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্মসমাজ একটি স্বতন্ত্র ধর্মীয় সমাজে পরিণত হতে থাকলে কেশবচন্দ্রের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ বাধে। এই বিরোধের পরিণতিতে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজ ত্যাগ করেন।

148.  তিন আইন কী?

ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ১৮৭২ সালে বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করার পক্ষে যে আইন পাশ করে, তা ‘তিন আইন’ নামে পরিচিত।

149.  নব্যবেদান্ত কী?

স্বামী বিবেকানন্দের ধর্মদর্শন নব্যবেদান্ত নামে পরিচিত ছিল। তার এই ধর্মদর্শনের মূল কথা ছিল সব মানুষ পরমাত্মার অংশ, সব মানুষই ঈশ্বর। জীবনের সঙ্গে বেদান্তকে মিশিয়ে মানবসেবায় নিয়োজিত করতে হবে।

150. ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ?

উত্তর:- বাংলায় ।

151. কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ?

উত্তর:- গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

152. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?

উত্তর:- মধুসূদন রায় ।

153. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।

154. ডালহৌসির নগ্ন সম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ?

উত্তর :হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।

155. প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?

উত্তর:- গ্রামবার্তা প্রকাশিকা তে ।

156. ’হুতুম প্যাঁচার নকশা ‘ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:- কালিপ্রসন্ন সিংহ ।

157. নীলদর্পণ  নাটকটি কে রচনা করেন ?

উত্তর:- দীনবন্ধু মিত্র ।

158.  কলকাতা মাদ্রসা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- লর্ড ওয়ারেন হেস্টিংস ।

159. ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষ মত প্রকাশ করেন কে ?

উত্তর:- মেকলে ।

160. প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ?

উত্তর:- কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ।

161. স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থটি কে প্রকাশ করেন ?

উত্তর:- রাধাকান্ত দেব ।

162.  পটলডাঙা আকাদেমির বর্তমান নাম কি ?

উত্তর:- হেয়ার স্কূল ।

163. এশিয়ার কোন মেডিক্যাল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় ?

উত্তর:- পোণ্ডিচেরি ।

164. কলিকাতা বিশ্ববিদ্যলয়_র প্রথম আচার্য কে ছিলেন ?

উত্তর:- লর্ড ক্যানিং ।

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস । প্রথম অধ্যায় । ভাগ-২ । গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী

165. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তর :উইলিয়াম কোলভিল ।

166. তত্ববোধীণী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- অক্ষয়কুমার দত্ত ।

167. দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূল ভিত্তি কি ছিল ?

উত্তর:- বেদ ।

168. সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন ?

উত্তর:- রামমোহন রায় ।

169. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন ?

উত্তর:- ডিরোজিও ।

170. মহসিন শিক্ষা প্রতিষ্ঠায় কে উদ্যোগ নেন ?

উত্তর:- চার্লস মেটকাফ ।

171. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিস্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- কেশবচন্দ্র সেন ।

172. নববিধান কে ঘোষণা করেন ?

উত্তর:- কেশবচন্দ্র সেন ।

173. কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যূতানন্দ নাম গ্রহণ করেন ?

উত্তর:- বিজয়কৃষ্ণ গোস্বামী ।

174. বিজয়কৃষ্ণ গোস্বামী কোথায় দেহত্যাগ করেন ?

উত্তর:- পুরীতে ।

175. যত মত তত পথ __র আদর্শ কে প্রচার করেন ?

উত্তর:- শ্রীরামকৃষ্ণ ।

176. জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা __র কথা কে বলেছেন ?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ।

177. নব্য বেদান্ত বাদ কে প্রচার করেন ?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ।

178. সব লোকে কয় লালন কি জাত সংসারে ___ গানটি কে লিখেছেন ?

উত্তর:- লালন ফকির ।

179. উনিশ শতকের বাংলার নবজাগরণ কে এলিটিস্ট আন্দোলন বলে কে অভিহিত করেন ?

উত্তর:- অনিতা শীল ।

” সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ইতিহাস সাজেশন / দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 10 History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha History Suggestion / History Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 History Suggestion FREE PDF Download)

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 History Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 History  Exam Guide / Class 10 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ইতিহাস ] সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরসংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)

দশম শ্রেণির ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ইতিহাস | Class 10 History 

দশম শ্রেণি ইতিহাস (Class 10 History ) – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণি ইতিহাসসংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস সহায়ক – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer, Suggestion | Class 10 History  Question and Answer Suggestion | Class 10 History  Question and Answer Notes | West Bengal Class 10th History Question and Answer Suggestion.

WBBSE Class 10th History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরসংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)

দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 History Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) । Class 10 History  Question and Answer Suggestion.

WBBSE Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ইতিহাস – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরসংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 History Suggestion Download WBBSE Class 10th History short question suggestion . Class 10 History  Suggestion download Class 10th Question Paper History. WB Class 10 History suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 History Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK History Suggestion is provided here. Class 10 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer with FREE PDF Download Link

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad