দশম শ্রেণীর ইতিহাস : প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th History [Chapter III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ইতিহাস : প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th History [Chapter III] Question and Answer

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer : প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th History Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKHistory Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে ?

(A) কোল

(B) ভিল

(C) সাঁওতাল

(D) মুন্ডা

উত্তর:- (D) মুন্ডা

2. মুন্ডা বিদ্রোহের সূচনা হয় ?

(A) 1859

(B) 1899

(C) 1900

(D) 1905

উত্তর:- (B) 1899

3. হুল শব্দের অর্থ কী ?

(A) ঠান্ডা

(B) ধারালো

(C) বিপ্লব

(D) বিদ্রোহ

উত্তর:- (D) বিদ্রোহ

4. সাঁওতাল বিদ্রোহ কী নামে পরিচিত ?

(A) উলঘুলান

(B) হুল

(C) দার – উল – হারব

(D) দিকু

উত্তর:- (B) হুল

5. দামিন – ই – কোহ – তে বসবাস করত –

(A) ওয়াহাবিরা

(B) ফরাজিরা

(C) সাঁওতালরা

(D) সন্ন্যাসী ও ফকিররা

উত্তর:- (C) সাঁওতালরা

6. রংপুর বিদ্রোহের নেতা ছিলেন—

(A) দেবীসিংহ

(B) দুর্জন সিং

(C) নুরুলউদ্দিন

(D) বীরসিংহ

উত্তর:- (C) নুরুলউদ্দিন

7. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন—

(A) কানু

(B) বিরসা

(C) দুর্জন সিং

(D) জোয়া ভগত

উত্তর:- (C) দুর্জন সিং

8. প্রথমবার চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন—

(A) বিরসা

(B) দুর্জন সিংহ

(C) মাধো সিং

(D) বুদ্ধ ভগৎ

উত্তর:- (B) দুর্জন সিংহ

9. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

[A] 1878 খ্রিস্টাব্দে

[B] 1859 খ্রিস্টাব্দে

[C] 1860 খিস্টাব্দে

[D] 1865 খ্রিস্টাব্দে

উত্তর:- [D] 1865 খ্রিস্টাব্দে

10. বাংলার নানা সাহেব বলা হতো –

[A] রাম রতন রায়কে

[B] তিতুমিরকে

[C] বিরসা মুন্ডাকে

[D] দুধু মিয়াকে

উত্তর:- [A] রাম রতন রায়কে

11. 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –

[A] পাঁচটি স্তর

[B] তিনটি স্তর

[C] নয়টি স্তর

[D] দুটি স্তর

উত্তর:- [B] তিনটি স্তর

12. বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন-

[A] দুদু মিঞা

[B] দিগম্বর বিশ্বাস

[C] তিতুমির

[D] বীরসা মুন্ডা

উত্তর:-  বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন [C] তিতুমির

13. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-

[A] চুয়াড় বিদ্রোহে

[B] কোল বিদ্রোহে

[C] সাঁওতাল বিদ্রোহে

[D] মুন্ডা বিদ্রোহে

উত্তর – [B] কোল বিদ্রোহে

14. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-

[A] দুটি স্তরে

[B] তিনটি স্তরে

[C] চারটি স্তরে

[D] পাঁচটি স্তরে

উত্তর:-  [B] তিনটি স্তরে ভাগ করা হয়।

15. কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়েছিল –

[A] মেদিনীপুর

[B] ঝাড়গ্রাম

[C] ছোটনাগপুর

[D] রাঁচি

উত্তর:-  [C] ছোটনাগপুর অঞ্চলে।

16. ভারতে প্রথম অরণ্য আইন পাস হল-

[A] ১৮৫৯ খ্রিস্টাব্দে

[B] ১৮৬০ খ্রিস্টাব্দে

[C] ১৮৬৫ খ্রিস্টাব্দে

[D] ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তর:-  ভারতে [C] ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাস হয়।

17. ফরাজী আন্দোলনের প্রবর্তক হলেন –

[A] হাজী শরীয়ত উল্লাহ

[B] তিতুমীর

[C] দুদু মিয়া

[D] সৈয়দ আহম্মদ

উত্তর:- [A] হাজী শরীয়ত উল্লাহ

18. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল –

[A] কোল বিদ্রোহ

[B] ভিল বিদ্রোহ

[C] রংপুর বিদ্রোহ

[D] চুয়াড় বিদ্রোহ

উত্তর:- [D] চুয়াড় বিদ্রোহ

19. ‘ফরাজী’ কথার অর্থ হল –

[A] ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

[B] নবজাগরণ

[C] বিরাট তোলপাড়

[D] বিদ্রোহ 

উত্তর:- [A] ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য

20. তিতুমিরের প্রকৃত নাম ছিল-

[A] চিরাগ আলি

[B] হায়দ্রার আলি

[C] মির নিসার আলি

[D] তোরান আলি

উত্তর:-  [C] মির নিসার আলি।

21. সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন –

[A] রানি কর্নাবতী

[B] রানি শিরোমণি

[C] দেবী চৌধুরানী

[D] রানি দুর্গাবতী

উত্তর:-  [C] দেবী চৌধুরানী।

22. দ্বিতীয় অরণ্য আইনে (১৮৭৮) লাভবান হয়েছিল –

[A] আদিবাসী সম্প্রদায়

[B] ব্রিটিশ সরকার

[C] ব্যবসায়ী শ্রেণী

[D] ব্রিটিশ সরকার ও আদিবাসি শ্রেণী উভয়েই

উত্তর:- [D] ব্রিটিশ সরকার ও আদিবাসি শ্রেণী উভয়েই।

23. হুল কথাটির অর্থ হল-

[A] ঈশ্বর

[B] স্বাধীনতা

[C] অস্ত্র

[D] বিদ্রোহ

উত্তর:-  হুল কথাটির অর্থ হল [D] বিদ্রোহ।

24. ভিল বিদ্রোহের নেতা ছিলেন –

[A] তিতুমির

[B] বিরসা মুন্ডা

[C] শিউরাম

[D] দুদুমিয়া

উত্তর:-  [C] শিউরাম।

25. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –

[A] চুয়াড় বিদ্রোহ

[B] কোল বিদ্রোহ

[C] সাঁওতাল বিদ্রোহ

[D] মুন্ডা বিদ্রোহ

উত্তর:- [B] কোল বিদ্রোহ

26. বাংলায় ওয়াহাবী অন্দোলনের নেতা ছিলেন –

[A]  সৈয়দ আহম্মদ

[B] তিতুমীর

[C] হাজী শরিয়ত উল্লাহ

[D] আব্দুল ওয়াহাব

উত্তর:- [B] তিতুমীর

27. কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল –

[A] মেদিনীপুরে

[B] ঝাড়গ্রামে

[C] ছোটোনাগপুরে

[D] রাঁচিতে

উত্তর:- [C] ছোটনাগপুরে

28. নীল বিদ্রোহ শুরু হয় –

[A] ১৮৫৭ সালে

[B] ১৮৫৯ সালে

[C] ১৮৬০ সালে

[D] ১৮৬৪ সালে

উত্তর:- [B] ১৮৫৯ সালে

29. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ হলো –

[A] নদী উপত্যকা

[B] সমভূমি

[C] পাহাড়ের প্রান্তদেশ

[D] উপকূলবর্তী অঞ্চল

উত্তর:- [C] পাহাড়ের প্রান্তদেশ

30. ‘দার উল হরব’ কথার অর্থ হল –

[A] ইসলামের দেশ

[B] শান্তির দেশ

[C] শত্রুর দেশ

[D] মহাজন এলাকা

উত্তর:- [C] শত্রুর দেশ

31. ‘খুৎকাঠি প্রথা’র অর্থ হলো –

[A] ব্যক্তিগত মালিকানা

[B] যৌথ মালিকানা

[C] ভাগচাষী মালিকানা

[D] জমিদারি মালিকানা

উত্তর:- [B] যৌথ মালিকানা

32. বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –

[A] দুদু মিয়া

[B] দিগম্বর বিশ্বাস

[C] বিরসা মুন্ডা

[D] তিতুমীর

উত্তর:- [D] তিতুমীর

33. সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন –

[A] ভবানী পাঠক

[B] কালীচরণ

[C] বিষ্ণুচরন বিশ্বাস

[D] বিরসা মুন্ডা

উত্তর:- [A] ভবানী পাঠক

34. ‘ওয়াহাবী’ শব্দের অর্থ –

[A] নবজাগরণ

[B] নির্দেশ

[C] ধর্ম সংস্কার

[D] সংগ্রাম

উত্তর:- [A] নবজাগরণ

35. বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –

[A] দুদুমিয়া

[B] দিগম্বর বিশ্বাস

[C] মীর নিসার আলী

[D] বিরসা মুন্ডা

উত্তর:- [C] মীর নিসার আলী

36. বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ কে দিয়েছিলেন ? –

[A] লর্ড কর্নওয়ালিস

[B] লর্ড ডালহৌসি

[C] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

[D] লর্ড ময়রা

উত্তর:- [C] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

37. ‘দিকু’ কথার অর্থ –

[A] পাওনাদার

[B] আপনজন

[C] বহিরাগত

[D] শত্রু

উত্তর:- [C] বহিরাগত

38. ‘দাদন’ কথার অর্থ –

[A] অগ্রিম নেওয়া

[B] ঋণ পরিশোধ করা

[C] বন্ড দেওয়া

[D] ধার নেওয়া

উত্তর:- [A] অগ্রিম নেওয়া

39. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –

[A] মালাবার অঞ্চলে

[B] কঙ্কন উপকূল

[C] উড়িষ্যায়

[D] গোদাবরী উপত্যকায়

উত্তর:- [D] গোদাবরী উপত্যকায়

40. দামিন – ই – কোহ শব্দের অর্থ কী—

(A) পাহাড়ের প্রান্তদেশ

(B) পাহাড়ের চূড়া

(C) সাঁওতাল গ্রাম

(D) বিদ্রোহ

উত্তর:- (A) পাহাড়ের প্রান্তদেশ

41. ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় তিতুমির – এর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম

(A) ওয়াহাবি

(B) পাগল পাখি

(C) তারিকা – ই – মহম্মদিয়া

(D) ফরাজি

উত্তর:- (C) তারিকা – ই – মহম্মদিয়া

42. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল—

(A) ১৮৩১ খ্রিস্টাব্দে

(B) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(C) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৫ খ্রিঃ

উত্তর:- (B) ১৮৫৫ খ্রিস্টাব্দে

43. ‘ ধরতি আবা ’ শব্দের অর্থ হলো—

(A) জলের ঈশ্বর

(B) পৃথিবীর ঈশ্বর বা পিতা

(C) সমুদ্রের দেবতা

(D) আকাশের দেবতা

উত্তর:- (B) পৃথিবীর ঈশ্বর বা পিতা

44. বারাসত বিদ্রোহের নেতা ছিলেন—

(A) গোলাম মাসুম

(B) মৈনুদ্দিন

(C) তিতুমির

(D) সৈয়দ আহমেদ

উত্তর:- (C) তিতুমির

45. দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল ?

(A) 1855

(B) 1864

(C) 1865

(D) 1878

উত্তর:- (D) 1878

46. 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় ?

(A) দু’টি স্তরে

(B) তিনটি স্তরে

(C) চারটি স্তরে

(D) পাঁচটি স্তরে

উত্তর:- (B) তিনটি স্তরে

47. ফরাজি শব্দটির অর্থ হলো

(A) ইসলাম নির্দেশিত কর্তব্য

(B) নবজাগরণ

(C) পথ

(D) বাদশাহ

উত্তর:- (A) ইসলাম নির্দেশিত কর্তব্য

48. বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয়

(A) 1817

(B) 1819

(C) 1818

(D) 1827

উত্তর:- (B) 1819

49. নীল কমিশন গঠিত হয়—

(A) 1860

(B) 1862

(C) 1864

(D) 1870

উত্তর:- (A) 1860

50. দার – উল – হারব শব্দটির অর্থ হলো—

(A) দরিদ্রদের দেশ

(B) মিত্রর দেশ

(C) ধনীর দেশ

(D) শত্রুর দেশ

উত্তর:- (D) শত্রুর দেশ

51. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত—

(A) কানু

(B) ভৈরত

(C) বিরসা মুন্ডা

(D) সিধু

উত্তর:- (C) বিরসা মুন্ডা

(B) দার – উল – হারব (D) দিকু

52. বাংলার নানা সাহেব ‘ কাকে বলা হয় ?

(A) রামরতন মল্লিক

(B) দীববন্ধু মিত্র

(C) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(D) দিগম্বর বিশ্বাস

উত্তর:- (A) রামরতন মল্লিক

53. বাংলার ‘ ওয়াট টাইটেলার ‘ কাদের বলা হয় ?

(A) দুর্জন সিংহ

(B) বিশ্বনাথ সর্দার ও বৈদ্যনাথ সর্দার

(C) সিধু – কানু

(D) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

উত্তর:- (D) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন উত্তর Class 10 History Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) History Question and Answer Suggestion

1. কোন আইনের মাধ্যমে ‘ নীলচুক্তি আইন ‘ রদ করা হয় ? এই আইনে কী বলা হয়েছে ?

উত্তর:- Act – VIII of 1868 নামে এক আইনের মাধ্যমে নীলচুক্তি আইন রদ করা হয় ।  এখানে বলা হয় , নীলচাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন ।

2. উলগুলান বলতে কী বোঝায়?

উত্তর:- উলগুলান বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়।

3. খুৎকাঠি প্রথা কি?

উত্তর:- মুন্ডা দের যৌথ মালিকানাকে

4. পাইক কাদের বলা হয়?

উত্তর:- ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হত।

5. প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর:- দুর্জন সিং

6. বিরসা মুন্ডা কিভাবে মারা যান?

উত্তর:- ১৯০০, সালে কলেরা রোগে

7. কোল বিদ্রোহের নেতৃত্ব কারা কারা ছিলেন?

উত্তর:- সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধ ভগত, জোয়া ভগত, খাঁদু পাতর প্রমুখ ছিলেন কোল বিদ্রোহের উচ্চতম নেতা।

8. কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?

উত্তর:- সাঁওতাল বিদ্রোহ সূচনা হয়েছিল 1855 খ্রিষ্টাব্দের জুন মাস থেকে।

9. সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল?

উত্তর:- ভগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারিবাগ, বীরভূম ও মুর্শিদাবাদে সাঁওতাল বিদ্রোহ বিশাল আকার ধারণ করেছিল।

10. কবে ও কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়?

উত্তর:- 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়।

11. ডিং খরচা কি?

উত্তর:- রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করা কে।

12. রংপুর বিদ্রোহের (1783) দুজন নেতার নাম লেখ।

উত্তর:- নুরুলউদ্দিন, কেনা সরকার

13. কবে এবং কার নেতৃত্বে ভিল বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উত্তর:- 1819 খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ সংঘটিত হয়।

14. সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

উত্তর:- ভবানী পাঠক ও মজনু শাহ

15. তিতুমীরের প্রকৃত নাম কি?

উত্তর:- তিতুমীরের প্রকৃত নাম হল মীর নিসার আলী।

16. দুদুমিয়ার অন্য নাম কি ছিল?

উত্তর:- বুরু মিয়ার অন্য নাম ছিল মহম্মদ মহসীন

17. পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল?

উত্তর:- 1825 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

18. ভারতের প্রথম নীলকর কে ছিলেন?

উত্তর:- ফরাসি বণিক লুই বোনার্ড

19. তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল?

উত্তর:- বিহারের চম্পারনে তিন কাঠিয়া প্রথা প্রবর্তিত হয়েছিল।

20. নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?

উত্তর:- নদিয়া, যশো্র, খুলন্ মুর্শিদাবাদ

21. নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উত্তর:- বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত

22. বাংলায় কে ‘তরিকা-ই-মহম্মদীয়া’র ভাবধারা প্রচার করেন?

উত্তর:-বাংলায় তিতুমির ‘তরিকাই-মহম্মদীয়ার ভাবধারা প্রচার করেন।

23. তিতুমিরের অনুগামীরা নিজেদের কী নামে অভিহিত করতেন?

উত্তর:-তিতুমিরের অনুগামীরা নিজেদের ‘হেদায়তী’বলে অভিহিত করতেন।

24. কোন সংবাদপত্রের সম্পাদক নীলচাষিদের সবচেয়ে বেশি সহায়তা করেছিলেন?

উত্তর:-‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখােপাধ্যায় নীলচাষিদের সবচেয়ে বেশি সহায়তা করেছিলেন।

25. কে ‘বিশে ডাকাত’ নামে পরিচিত?

উত্তর:-নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার ‘বিশে ডাকাত’ নামে পরিচিত।

26. কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়?

 উত্তর:-১৮৯৮ খ্রিস্টাব্দে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়।

27. ‘বিদ্রোহী রাজা’ কাকে বলা হত?

উত্তর:-ঈশানচন্দ্র রায়কে ‘বিদ্রোহী রাজা’ বলা হত।

28. ৪৫.কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়?

উত্তর:-১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ-উদদৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে পলাশির যুদ্ধ হয়।

29. কেন রংপুর বিদ্রোহ বন্ধ হয়ে যায়?

উত্তর:-রংপুরের বিদ্রোহীরা মােগলহাট ও পাটগ্রামের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ম্যাকডােনাল্ডের বাহিনীর কাছে পরাজিত হলে বিদ্রোহ বন্ধ হয়ে যায়।

30. চুয়াড় বিদ্রোহ কতগুলি পর্বে সংঘটিত হয় ও কী কী?

উত্তর:- চুয়াড় বিদ্রোহ দুটি পর্বে সংঘটিত হয়। প্রথম পর্বের বিদ্রোহ ১৭৬৭ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্বের বিদ্রোহ ১৭৯৮ খ্রিস্টাব্দে শুর হয়।

31. চুয়াড় বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখাে।

উত্তর:- চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জগন্নাথ সিংহ, দুর্জন সিং, শিরােমণি প্রমুখ।

32. কোন্ অঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়?

উত্তর:-বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে বাঁকুড়া ও মেদিনীপুর জেলার দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল জেলা গঠন করা হয়।

33. কোল উপজাতি কোথায় বসবাস করত?

উত্তর:-কোল উপজাতি প্রধানত বিহারের ছােটোনাগুপর ও তার নিকটবর্তী অঞ্চলে বসবাস করত।

34. আদিবাসীরা কাদের ‘দিকু’ বলত?

উত্তর:-আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে ‘দিকু’ বলত।

35. কোল বিদ্রোহ কোন্ অঞ্চলে প্রসার লাভ করে?

উত্তর:-কোল বিদ্রোহ সিংভূম, মানভূম, হাজারিবাগ ও পালামৌ জেলার সর্বত্র প্রসার লাভ করে।

36. কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন?

উত্তর:-কোল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বুধু ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিরাই মানকি, সুই মুন্ডা প্রমুখ।

37. হাজি শরিয়ৎ উল্লাহ কে ছিলেন?

উত্তর:- হাজি শরিয়ৎ উল্লাহ ছিলেন বাংলার ফরাজি বিদ্রোহের নেতা যিনি ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে ১৮২০ খ্রিস্টাব্দে ‘ফরাজি’ নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন।

38. ‘ফরাজি আন্দোলন’ কী?

উত্তর:-ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে হাজি শরিয়ৎ উল্লাহের নেতৃত্বে উনিশ শতকে বাংলায় যে আন্দোলন গড়ে ওঠে তা ‘ফরাজি আন্দোলন’ নামে পরিচিত।

39. সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে

উত্তর:- – অরণ্য আইন

40. সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়

উত্তর:- – আদিবাসীদের জীবন ও জীবিকা

41. সরকার ফরেস্ট-চার্টার প্রবর্তন করে

উত্তর:- – 1855 খ্রিস্টাব্দে

42. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল

উত্তর:- – চুয়াড় বিদ্রোহ 

43. ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন

উত্তর:- – সন্ন্যাসী ও ফকির

44. পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন

উত্তর:- – টিপু শাহ

45. হেদায়তি’ নামে পরিচিত ছিল

উত্তর:- – তিতুমিরের অনুগামীরা

46. বিপ্লব’ শব্দের অর্থ হল

উত্তর:- – আমূল পরিবর্তন

47. ভিল বিদ্রোহে নেতৃত্ব দেন

উত্তর:- – শিউরাম

48. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়েছিল

উত্তর:- – দুটি পর্বে

49. ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল

উত্তর:- – 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ

50. বাংলায় ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখো ।

উত্তর:- চুয়াড় বিদ্রোহ , রংপুর বিদ্রোহ , কোল বিদ্রোহ ও নীলবিদ্রোহ ।

51. ওয়াহাবি শব্দের অর্থ কী ? ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ?

উত্তর:- নবজাগরণ । সৈয়দ আহমেদ এবং মহম্মদ মহসিন বা তিতুমির ।

52. দাদন কথার অর্থ কী ?

উত্তর:- অগ্রিম অর্থ ।

53. নীলদর্পণ নাটক কে রচনা করেন ?

উত্তর:- দীনবন্ধু মিত্র ।

54. ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল ?

উত্তর:- 1865 খ্রিস্টাব্দে ।

55. রুম্পা / রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল ?

উত্তর:- অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে ।

56. তিতুমিরের আসল নাম কী ?

উত্তর:- মির নিশার আলি ।

57. ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে ?

উত্তর:- এর ফরাজ শব্দ থেকে ।

58. উলগুলান বলতে কী বোঝো ?

উত্তর:- উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড় ।

59. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর:- ১৮২০-২১ খ্রিস্টাব্দে হয়েছিল ।

60. বিরসা মুন্ডা কবে মারা গিয়েছিলেন ? / কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়

উত্তর:- ১৯০০ খ্রিস্টাব্দে ৯ জুন বিরসা মুন্ডা মারা যান ।

61. ফরাজি কথার অর্থ কী ?

উত্তর:- ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য ।

62. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে ?

উত্তর:- তিনটি স্তরে ।

63. সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন ?

উত্তর:- কোল বিদ্রোহ ।

64. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।

65. সন্ন্যাসী বিদ্রোহের দু’জন নেতার নাম লেখো ।

উত্তর:- ভবানী পাঠক , এবং দেবী চৌধুরাণী । 

66. ওয়াহাবি কথার অর্থ কী ?

উত্তর:- নবজাগরণ ।

67. পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?

উত্তর:- ফকির করম শাহের পুত্র টিপু শাহ ।

68. বিপ্লব বলতে কী বোঝো ?

উত্তর:- বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন । মানুষ যখন আর্থ – সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্যস্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে ।

69. ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল ?

উত্তর:- ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয় ।

70. সাঁওতাল বিদ্রোহের দু’টি বৈশিষ্ট্য লেখো ।

উত্তর:- 1) এই বিদ্রোহের একটি ঔপনিবেশিকতা বিরোধী চরিত্র ছিল । 2) সাঁওতাল ছাড়াও কর্মকার , চর্মকার , তেলি , ডোম , মুসলিম প্রভৃতি শ্রেণির মানুষ যোগ দেওয়ায় এই বিদ্রোেহ গণবিদ্রোহে পরিণত হয় ।

71. কোল বিদ্রোহের দু’টি গুরুত্ব লেখো ।

উত্তর:- 1) কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল । 2) কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ – পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল ।

72. মুন্ডা বিদ্রোহের দু’টি গুরুত্ব লেখো ।

উত্তর:- 1) এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয় । 2) এই বিদ্রোহ দ্বারা বেগার শ্রম প্রথা নিষিদ্ধ হয় ।

73. কবে , কোথায় , কার নেতৃত্বে নীলবিদ্রোহ শুরু হয় ?

উত্তর:- 1859 খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃয়নগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয় ।

74. কোম্পানির আমলে দু’টি ভূমিরাজস্ব নীতি কী ?

উত্তর:- 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত ।

75. কোল বিদ্রোহের দু’টি কারণ কী ?

উত্তর:- 1) তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল । 2) তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল ।

76. দামিন – ই কোহ ও হুল শব্দের অর্থ কী ?

উত্তর:- দামিনীকোহ – এর অর্থ পাহাড়ের প্রাস্তদেশ এবং হুল শব্দের অর্থ বিদ্রোহ ।

77. আলি ভ্রাতৃদ্বয় কাদের বলে ?

উত্তর:- ওয়াহাবি আন্দোলনের নেতা এনায়েৎ আলি এবং উলায়েৎ আলিকে ।

78. ভারতে দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয় ? উদ্দেশ্য কী ছিল ?

উত্তর:- 1878 খ্রিস্টাব্দে । এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া ।

79. কবে , কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে ?

উত্তর:- 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট ‘ Govt . of India Act’- এর মাধ্যমে ।

80. ‘ আনন্দমঠ ‘ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল ?

উত্তর:- ‘ আনন্দমঠ ‘ – এ উল্লিখিত ‘ বন্দেমাতরম ‘ মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে উদ্‌বুৰ করেছিল । এখানে সত্যানন্দের মাধ্যমে আসুরিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল । এভাবেই এই উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল ।

81. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- হাজি শরিয়ত উল্লাহ ।

82. রংপুরের বিদ্রোহীরা কাকে ‘ নবাব ’ উপাধিতে ভূষিত করে ?

উত্তর:- নুরুলউদ্দিনকে ।

83. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়েছিল ?

উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে ।

84. নীল চাষিদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়েছিল ?

উত্তর:- নীল কমিশন ( ১৮৬০ খ্রিস্টাব্দে ) ।

85. কবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় ?

উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় ।

86. হুল কী?

উত্তর:-  হুল হলো সাঁওতালদের বিদ্রোহ।

87. সাঁওতালদের ঐক্যের প্রতীক কি ছিল?

উত্তর:-  শালগাছ।

88. গিরা কি?

উত্তর:-  শালগাছের ডাল।

89. সাঁওতাল বিদ্রোহে শামিল হয়েছিল এমন দুটি উপজাতির নাম লেখো।

উত্তর:-  ‘মাল’ ও ‘ভুয়ান’।

90. সাঁওতাল বিদ্রোহ অঞ্চল কোথায় কোথায় ছিল?

উত্তর:-  ভাগলপুর, সিংভূম, মুঙ্গের,  হাজারীবাগ, বীরভূম এবং মুর্শিদাবাদ।

91. সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?

উত্তর:-  সিধু, কানহু, চাঁদ, ভৈরব ডোমন মাঝি, কালো প্রামাণিক,  বীরসিংহ মাঝি, গোছ মাঝি প্রমুখ ব্যক্তিবর্গ।

92. খেরওয়ারি কি ধরনের আন্দোলন?

উত্তর:-  সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন।

93. ‘The Santal Insurrection of 1855-57’ বইটি কার লেখা?

উত্তর:-  কালীকিংকর দত্ত।

94. কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়?

উত্তর:-  ১৮৯৯ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে।

95. চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তর:-  চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন লর্ড ওয়েলেসলি।

96. দিকু কথার অর্থ কি?

উত্তর:-  দিকু কথার অর্থ বহিরাগত ব্যবসায়ী।

97. পারনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখাে।

উত্তর:-পাবনা বিদ্রোহের কয়েকজন উল্লেখযােগ্য নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, ক্ষুদিমােল্লা প্রমুখ।

98. গোলাম মাসুম কে ?

উত্তর:- গোলাম মাসুম ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি ।

99. কে ভিল বিদ্রোহ দমন করেন ?

উত্তর:- ১৮২৭ খ্রিস্টাব্দে আউট্রাম ভিল বিদ্রোহ দমন করেন ।

100. কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?

উত্তর:- লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

101. কারা বাংলার ওয়াট টাইলার’ নামে পরিচিত?

উত্তর:- নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ‘বাংলার ওয়াট টাইলার’ নামে পরিচিত।

102. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?

উত্তর:-‘দামিন-ই-কোহ’ কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ।

103. ‘খুঁৎকাঠি’ প্রথা কী?

উত্তর:- মুন্ডা সমাজে কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা খুঁকাঠি’ প্রথা নামে পরিচিত।

104. ভারতে ব্রিটিশ সরকার প্রথম কোন্ পদক্ষেপের দ্বারা অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে?

উত্তর:- ভারতে ব্রিটিশ সরকার ১৮৫৫ খ্রিস্টাব্দে অরণ্য সনদ-এর দ্বারা অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে

105. ‘ডিং খরচা’ কী?

উত্তর:-রংপুর বিদ্রোহের (১৭৮৩ খ্রি.) সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাদা ধার্য করে যা ‘ডিং খরচা’ নামে পরিচিত।

106. ফরাজি কথার অর্থ কী?

উত্তর:-ফরাজি কথার অর্থ ইসলাম-নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।

107. ভারতে ঔপনিবেশিক আমলে কবে বনাঞ্চল আইন পাস হয়েছিল?

উত্তর:-ভারতে ঔপনিবেশিক আমলে ১৮৬৫ খ্রিস্টাব্দে বনাঞ্চল আইন পাস হয়েছিল।

108. রম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:-রম্পা বিদ্রোহ হয়েছিল ১৮৭৯ খ্রিস্টাব্দে।

109. কোন বিদ্রোহে ‘ডিং খরচা’ নামে চঁাদা সংগ্রহ করা হত?

 উত্তর:-রংপুর বিদ্রোহে ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত।

110. রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন?

উত্তর:- রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী ছিলেন দয়ারাম শীল।

111. রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশবাহিনীর নেতৃত্ব দেন?

উত্তর:-রংপুর বিদ্রোহ দমনে ম্যাকডােনাল্ড ব্রিটিশবাহিনীর নেতৃত্ব দেন।

112. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত?

উত্তর:-মেদিনীপুরের রানি শিরােমণি ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত।

113. হাে-বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:-হাে-বিদ্রোহ হয়েছিল ১৮২১ খ্রিস্টাব্দে।

114. হাে বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর:-হাে বিদ্রোহ হয়েছিল ছােটোনাগপুরের সিংভূম অঞ্চলে।

115. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ছােটোনাগপুর অঞ্চলের শাসনভার হাতে নেয়?

উত্তর:-ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮২০ খ্রিস্টাব্দে ছােটোনাগপুর অলের শাসনভার হাতে নেয়।

116. কোল বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর:-১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

117. সাঁওতালদের বসতি অঞ্চলের নাম কী ছিল?

উত্তর:-সাঁওতালদের বসতি অঞ্চলের নাম ছিল ‘দামিন-ই-কোহ’।

118. মহাজনরা সাঁওতালদের ঋণের ওপর কী পরিমাণ সুদ আদায় করত?

উত্তর:-মহাজনরা সাঁওতালদের ঋণের ওপর ৫০ থেকে ৫০০ শতাংশ সুদ আদায় করত।

119. ‘কেনারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?

উত্তর:- কেনারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছ থেকে পণ্য কেনার জন্য ব্যবহার করা হত।

‘বেচারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার করা হত?উত্তর:- বেচারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত।

120. বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন্ ধর্মে দীক্ষিত করার চেষ্টা হত?

উত্তর:-বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের খ্রিস্টধর্মে দীক্ষিত করার চেষ্টা হত।

121. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?

 উত্তর:-১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়।

122. কালাে প্রামাণিক ও ডােমন মাঝি কোন্ বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তর:-কালাে প্রামাণিক ও ডােমন মাঝি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।

123. মহেন্দ্রলাল দত্ত কোন্ বিদ্রোহীদের হাতে নিহত হন?

উত্তর:-মহেন্দ্রলাল দত্ত সাঁওতাল বিদ্রোহীদের হাতে নিহত হন।

124. ‘উলঘুলান’ শব্দের অর্থ কী?

উত্তর:-‘উলঘুলান’ শব্দের অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল বিক্ষোভ।

125. ‘উলঘুলান’ শব্দের অর্থ কী?

উত্তর:-‘উলঘুলান’ শব্দের অর্থ ভয়ংকর বিশৃঙ্খলা’ বা ‘প্রবল বিক্ষোভ।

126. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর:-মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা।

127. বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:-বিরসা মুন্ডা রাঁচি জেলার উলিহাত গ্রামে (১৮৭৫ খ্রি.) জন্মগ্রহণ করেন।

128. মুন্ডা বিদ্রোহ শুরু করার দিন কবে ধার্য হয়?

উত্তর:-মুন্ডা বিদ্রোহ শুরু করার দিন ধার্য হয় ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর।

129. কে নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ‘ধরতি আবা” বলে ঘােষণা করেন

উত্তর:-বিরসা মুন্ডা নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ‘ধরতি আবা’ বলে ঘােষণা করেন।

130. ঔপনিবেশিক ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোন্‌টি?

উত্তর:- ঔপনিবেশিক ভারতে প্রথম কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ (১৭৬৩-১৮০২ খ্রি.)।

131. ওয়াহাবি কথার অর্থ কী?

উত্তর:-ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ।

132. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর:-বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির।

133. মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

উত্তর:-  দক্ষিন ভারতের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়।

134. ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? [মাধ্যমিক’১৫]

উত্তর:-  ফরাজি আন্দোলনের সূচনা হয়েছিল ফরিদপুরে।

135. উলগুলান বলতে কি বোঝায়?

উত্তর:-  উলগুলান বলতে মুন্ডাদের সশস্ত্র বিপ্লবকে বোঝায়।

136. কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?

উত্তর:-  ১৮৬০ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়।

137. দুদু মিয়ার অন্য নাম কি?

উত্তর:-  দুদু মিয়ার অন্য নাম মহম্মদ মহসিন।

138. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?

উত্তর:-তিতুমিরের প্রকৃত নাম মীর নিশার আলি।

139. বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন?

উত্তর:-বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির।

140. তিতুমির কোথায় ব্রিটিশ শাসনের অবসান ঘােষণা করেন?

উত্তর:- তিতুমির বারাসাত ও বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘােষণা করেন।

141. তিতুমিরের সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:-তিতুমিরের সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মৈনুদ্দিন।

142. তিতুমিরের সরকারের সেনাপতি কে ছিলেন?

উত্তর:- তিতুমিরের সরকারের সেনাপতি ছিলেন গােলাম মাসুম।

143. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:-ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়ৎউল্লাহ।

144. টিপু শাহ কোন্ আন্দোলনের নেতা ছিলেন?

উত্তর:-টিপু শাহ পাগলপন্থী আন্দোলনের নেতা ছিলেন।

145. পাগলপন্থী বিদ্রোহের মূল কারণ কী ছিল?

উত্তর:-পাগলপন্থী বিদ্রোহের মূল কারণ ছিল গারােদের ওপর অর্থনৈতিক শােষণ ও অত্যাচার।

146. পাগলপন্থীদের সরকারের বিচারক কে ছিলেন?

উত্তর:-পাগলপন্থীদের সরকারের বিচারক ছিলেন বকসু।

147. পাগলপন্থীদের সরকারের ফৌজদার কে ছিলেন?

 উত্তর:-পাগলপন্থীদের সরকারের ফৌজদার ছিলেন দ্বীপচান।

148. তরিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ কী? ‘?

উত্তর:-‘তরিকা-ই-মহম্মদীয়া’ কথার অর্থ ‘মহম্মদ প্রদর্শিত পথ।

149. চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন

উত্তর:- – দুর্জন সিংহ

150. কোল উপজাতিদের বাস ছিল

উত্তর:- – ছোটোনাগপুর অঞ্চলে

151. কোলদের গোষ্ঠী পতিকে বলা হত

উত্তর:- – মানকি

152. কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন

উত্তর:- – বুদ্ধ ভগত

153. দক্ষিণ-পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়

উত্তর:- – 1834 খ্রিস্টাব্দে

154. সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল

উত্তর:- – 1855 খ্রিস্টাব্দের 30 জুন।

155. ‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ হল

উত্তর:- – পাহাড়ের প্রান্তদেশ

156. বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল

উত্তর:- – সূর্য।

157. মুন্ডা বিদ্রোহের আর-এক নাম হল

উত্তর:- – উলগুলান

158.  ‘দিকু’ শব্দের অর্থ হল

উত্তর:- – বহিরাগত

159. মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন

উত্তর:- – বিরসা মুন্ডা

160. মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 

উত্তর:- – 1899 খ্রিস্টাব্দে

161. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন

উত্তর:- – কোল বিদ্রোহে

162. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ হল

উত্তর:- – নবজাগরণ

163. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন

উত্তর:- – শাহ ওয়ালিউল্লাহ

164. বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন

উত্তর:- – তিতুমির

165. তিতুমিরের প্রকৃত নাম

উত্তর:- – মির নিশার আলি

166. ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন

উত্তর:- – দুদুমিঞা

167. নীল বিদ্রোহ হয়েছিল

উত্তর:- – 1859-60 খ্রিস্টাব্দে

168. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল

উত্তর:- – যশোহর

169. নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন

উত্তর:- – বিষ্ণুচরণ বিশ্বাস

170. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে

উত্তর:- – নীলদর্পণ নাটকে

171. ভারতের কোন বড়োলাট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন

উত্তর:- – ওয়ারেন হেস্টিংস

172. বঙ্কিমচন্দ্রের যে-উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল

উত্তর:- – আনন্দমঠ

173. সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়?

উত্তর:-  সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়েছিল ঢাকায়।

174. ওয়াহাবি শব্দের অর্থ কি?

উত্তর:-  ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ।

175. নীল বিদ্রোহের সূচনা কবে হয়েছিল?

উত্তর:-  নীল বিদ্রোহের সূচনা হয়েছিল ১৮৫৯ খ্রিস্টাব্দে।

176. ভারতে কবে অরণ্য বিভাগ গঠিত হয়?

উত্তর:-  ১৮৬৪ খ্রিঃ।

177. ভারতের অরণ্য বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন?

উত্তর:-  ডিয়েট্রিক ব্রান্ডিস।

178. ১৮৬৫ খ্রিস্টাব্দের অরণ্য আইন অনুসারে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উত্তর:-  তিন ভাগে ভাগ করা হয়।

179. প্রথম চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ও কোথায় হয়?

উত্তর:-  ১৭৬৭ খ্রিস্টাব্দে ধলভূম এ হয়।

180. প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর:-  জগন্নাথ ধল।

181. চুয়াড় বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল?

উত্তর:-  মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের বিভিন্ন এলাকায়।

182. চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তর:-  লর্ড ওয়েলেসলি।

183. ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?

উত্তর:-  দুর্জন সিং।

184. কোলরা কোথায় বাস করত?

উত্তর:-  বর্তমান ঝাড়খণ্ডের ছোটনাগপুর।

185. কোল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?

উত্তর:-  রাঁচি তে।

186. কোল বিদ্রোহের সূচনা কবে হয়?

উত্তর:-  ১৮৩১-৩২ খ্রিঃ।

187. কোল বিদ্রোহের নেতার নাম বলো।

উত্তর:-  সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধু ভগৎ, জোয়া ভগৎ, খাঁদু পাতর প্রমুখ।

188. দামিন-ই-কোহ’ কথার অর্থ কি?

উত্তর:-  পাহাড়ের প্রান্তদেশ।

189. কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?

উত্তর:-  ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুন।

190. দিকু কাদের বলা হত?

উত্তর:-  আদিবাসী অধ্যুষিত এলাকায় বহিরাগত মহাজনদের আদিবাসীরা দিকু বলতো।

” প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ইতিহাস সাজেশন / দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 10 History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha History Suggestion / History Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 History Suggestion FREE PDF Download)

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 History Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th History Suggestion / Class 10 History  Question and Answer / Class 10 History  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 History  Exam Guide / Class 10 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণীর ইতিহাস ] প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)

দশম শ্রেণির ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer Suggestion । প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ইতিহাস | Class 10 History 

দশম শ্রেণি ইতিহাস (Class 10 History ) – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণি ইতিহাসপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণির ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস সহায়ক – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer, Suggestion | Class 10 History  Question and Answer Suggestion | Class 10 History  Question and Answer Notes | West Bengal Class 10th History Question and Answer Suggestion.

WBBSE Class 10th History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)

দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 History Question and Answer, Suggestion দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) । Class 10 History  Question and Answer Suggestion.

WBBSE Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | Class 10 History  Suggestion দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) Class 10 History  Question and Answer দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 History  Suggestion | দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরপ্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 History  Question and Answer Suggestion দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 History Suggestion Download WBBSE Class 10th History short question suggestion . Class 10 History  Suggestion download Class 10th Question Paper History. WB Class 10 History suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 History  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 History Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK History Suggestion is provided here. Class 10 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 10 History  Question and Answer with FREE PDF Download Link

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 10 History  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad