নবম শ্রেণীর বাংলা : চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর বাংলা : চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer : চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা– চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ‘চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরলাম‘ – বাড়ি ফিরছিলেন

[A] নিশানাথ বাবু বাড়ি থেকে

[B] হেড মাস্টার মশাই বোর্ডিং থেকে

[C] হিরু স্কুল থেকে

[D] নরেশ সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে

উত্তর:-  [D] নরেশ সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে

2. ‘দিস ইজ ম্যাথম্যাটিকস‘-ম্যাথম্যাটিকসটা হল,

[A] একটা বিষয়

[B] অনুপাতের আঙ্কিক নিয়ম

[C] বিজ্ঞানের বিশেষ অধ্যায়

[D] একের মূল্য কমে, সকলের কমবে

উত্তর:-  [B] অনুপাতের আঙ্কিক নিয়ম

3. ‘চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী‘-আমি হলো,

[A] চন্দ্রনাথের দাদা

[B] নিশা নাথ

[C] স্কুলের সেক্রেটারি ভাইপো

[D] নরেশ এই গল্পের কথক

উত্তর:-  [D] নরেশ এই গল্পের কথক

4. ‘এ কামনা ও বোধহয় করিয়াছিলাম‘-নরেশ কামনা করেছিল,

[A] দাম্ভিকটা যেন ফেল হয়

[B] স্কুলের সবাই যেন পাশ করে

[C] চন্দ্রনাথ যেন ভালো রেজাল্ট করে

[D] তার জন্য সাড়ে পাঁচশো কি তার বেশি ওঠে

উত্তর:-  [A] দাম্ভিকটা যেন ফেল হয়

5. ‘সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না‘-প্রত্যক্ষে ফেরে না,

[A] বিগত দিন

[B] চন্দ্রনাথ

[C] আলোকিত দিবস

[D] অতীতের অন্ধকার

উত্তর:-  [C] আলোকিত দিবস

6. ‘চন্দ্রনাথ অসংকোচে বলিল‘-আমি,

[A] সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি

[B] তিনটে অংক খাতা থেকে টুকতে দিলাম

[C] বিশ্বাস করতে পারিনি

[D] জানি, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রশ্নপত্র ছাত্রের কাছে গোপন রাখে নি

উত্তর:-  [A] সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি

7. ‘চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল  না‘-কারণ

[A] একটা কষ্ট তাকে তাড়া করে বেড়াচ্ছিল

[B] তিনি নীল নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ

[C] তার কণ্ঠস্বর কাঁপিতেছিল

[D] তিনি বিস্ময়ে অভিভূত হয়ে ছিলেন

উত্তর:-  [B] তিনি নীল নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ

8. ‘ভদ্রলোকের কণ্ঠস্বর একবার কাঁপিতে ছিল‘-ভদ্রলোকটি হলো

[A] স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার

[B] স্কুলের হেডমাস্টার

[C] স্কুলের সেক্রেটারি

[D] নিশানাথ বাবু

উত্তর:-  [D] নিশানাথ বাবু

9. ‘আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না।‘-এ কথা বলেছিল

[A] হিরু

[B] স্কুলের সেক্রেটারি

[C] নিশানাথ বাবু

[D] স্কুলের হেডমাস্টার

উত্তর:-  [C] নিশানাথ বাবু

10. ‘আজ থেকে আমরা পৃথক‘-এ কথা বলেছিল

[A] নিশানাথ বাবু

[B] চন্দ্রনাথের বৌদি

[C] হেডমাস্টার

[D] হিরু

উত্তর:-  [A] নিশানাথ বাবু

11. ‘তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই।‘-কে কেমন উত্তর পেয়েছিল?

[A] নিশানাথ বাবু চন্দ্রনাথের সংযত নিরুচ্ছ্বসিত কন্ঠের উত্তর পেয়েছিল

[B] চন্দ্রনাথ খুব সংযত উত্তর পেয়েছিল

[C] বোর্ডিং এ মাস্টারমশাই কঠোর উত্তর পেয়েছিল

[D] হেড মাস্টার মশাই খুব খারাপ উত্তর পেয়েছিল

উত্তর:-  [A] নিশানাথ বাবু চন্দ্রনাথের সংযত নিরুচ্ছ্বসিত কন্ঠের উত্তর পেয়েছিল

12. ‘হিরুর বাড়িতে প্রতি ভোজনের নিমন্ত্রণ পাইলাম‘-প্রতিভোজের নিমন্ত্রণ

[A] হিরুর কাকা শৌখিন ধনী সন্তান তাই

[B] চন্দ্রনাথের স্পেশাল প্রাইজের জন্য

[C] হিরু স্কলারশিপ পাওয়ার জন্য

[D] চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে সন্দেহ ছিল না তাই

উত্তর:-  [C] হিরু স্কলারশিপ পাওয়ার জন্য

13. ‘হীরুই সেবার ফার্স্ট হইয়াছিল‘-হিরু,

[A] চন্দ্রনাথের বন্ধু

[B] নরেশের সহপাঠী

[C] স্কুলের সেক্রেটারির ভাইপো

[D] চন্দ্রনাথের সহপাঠী

উত্তর:-  [C] স্কুলের সেক্রেটারি ভাইপো

14. ‘বিলেতে যেতে হবে আমাকে‘-বিলেতে যেতে হবে,

[A] চন্দ্রনাথ কে

[B] হিরু কে

[C] নিশানাথ বাবুকে

[D] নরেশকে

উত্তর:-  [B] হিরু কে

15. ‘বলে দিলাম, একান্ত দুঃখিত আমি, সে গ্রহণ করতে আমি পারিনা।‘-কে কি গ্রহন করতে পারবেন না?

[A] চন্দ্রনাথ স্পেশাল প্রাইজ গ্রহণ করতে পারবে না

[B] প্রতিভোজ এর নিমন্ত্রণ রক্ষা করতে পারবে না চন্দ্রনাথ

[C] প্রস্তাব অপমানজনক তাই প্রাইস গ্রহণ করতে পারবে না

[D] মাস্টারমশাই গুরুদক্ষিণা নিতে পারবেন না

উত্তর:-  [A] চন্দ্রনাথ এসপেশাল প্রাইস গ্রহণ করতে পারবে না

16. চন্দ্রনাথের দাদার নাম ছিল-

[A] নিশানাবাবু

[B] কাশীনাথবাবু

[C] অমিয়নাথবাবু

[D] শম্ভুনাথ বাবু

উত্তর- চন্দ্রনাথের দাদার নাম ছিল-[B] কাশীনাথবাবু ।

17. চন্দ্রনাথ পাঁচশো- পঁচিশের নিচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে-

[A] পনেরো

[B] দশ

[C] কুড়ি

উত্তর- চন্দ্রনাথ পাঁচশো- পঁচিশের নিচে পেলে তবে স্কুলের ফেলের সংখ্যা দাঁড়াবে-[B] দশ।

18. “এই দাম্ভিকটা যেন ফেল হয়”- দাম্ভিকটা কে?

 [A] নরু

[B] হীরু

[C] অবিনাশ

[D] চন্দ্রনাথ

উত্তর- “এই দাম্ভিকটা যেন ফেল হয়”- দাম্ভিকটা হল [D] চন্দ্রনাথ।

19. “এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক।” – প্রস্তাবটি ছিল –

[A] আর্থিক সাহায্যের

[B] ডবল প্রোমোশনের

 [C] বিশেষ পুরস্কারের

[D] ক্ষমা প্রার্থনার

উত্তর- “এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক।” – প্রস্তাবটি ছিল- [C] বিশেষ পুরস্কারের।

20. “নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল” – কার বাড়ির কথা বলা হয়েছে?

[A] নরেশের

[B] হীরুর

[C] চন্দ্রনাথের

[D] মাস্টারমশায়ের

উত্তর- “নির্জন বাড়িখানা খাঁ খাঁ করিতেছিল” – [C] চন্দ্রনাথের বাড়ির কথা বলা হয়েছে।

21. হীরুর আয়ত কোমল চোখে ছিল-

[A] ভীরু দৃষ্টি

[B] রাগের দৃষ্টি

[C] মোহময় দৃষ্টি

[D] তীক্ষ্ণ দৃষ্টি

উত্তর- হীরুর আয়ত কোমল চোখে ছিল-[C] মোহময় দৃষ্টি।

22. চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটা কেটে দিয়েছিল-

[A] প্রিয়

[B] প্রিয়ভাজনেষু

[C] প্রিয়বরেষু

[D] প্রীতিভাজনেষু

উত্তর- চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটা কেটে দিয়েছিল তা হল [C] প্রিয়বরেষু।

23. চন্দ্রনাথ হীরুর সফলতায় যা প্রকাশ করেছিল-

 [A] আনন্দ

 [B] শুভেচ্ছা

[C] হর্ষ

[D] কৃতজ্ঞতা

উত্তর- চন্দ্রনাথ হীরুর সফলতায় [A] আনন্দ প্রকাশ করেছিল।

24. “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কথাটি বলেছে-

[A] চন্দ্রনাথ

[B] হীরু

[C] নিশানাথ

[D] হেডমাস্টারমশাই

উত্তর- “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কথাটি বলেছে-[B] হীরু।

25. কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল-

[A] জগতের বোঝা

[B] পোঁটলা বাঁধা লাঠি

[C] বইয়ের বোঝা

[D] নিজের ব্যর্থতার বোঝা

উত্তর- কথকের কল্পনায় জনহীন পথে একলা হেঁটে চলা চন্দ্রনাথের কাঁধে ছিল-[B] পোঁটলা বাঁধা লাঠি।

26. “… চন্দ্রনাথ বলিল, বেশ।” – চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে, তা হল-

[A] সে দবিতীয় পুরস্কারই গ্রহণ করবে

[B] প্রধানশিক্ষকের কাছে গিয়ে সে ক্ষমা চাইবে

 [C] প্রধানশিক্ষকের কাছে চিঠি লিখে আগের চিঠি প্রত্যাখ্যানের কথা জানাবে

[D] দাদার থেকে সে পৃথক হয়ে যাবে

উত্তর- “… চন্দ্রনাথ বলিল, বেশ।” – চন্দ্রনাথ যে কথা মেনে নিয়েছে, তা হল- [D] দাদার থেকে সে পৃথক হয়ে যাবে।

27. “… আমার অন্যায় হলো।” – বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে, তা হল-

[A] চন্দ্রনাথের চিঠি গ্রহণ করা

[B] নিশানাথবাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো

[C] চন্দ্রনাথের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা

[D] বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারা

উত্তর- “… আমার অন্যায় হলো।” – বক্তার যে কাজকে অন্যায় বলে মনে হয়েছে, তা হল-[B] নিশানাথবাবুকে বিদ্যালয়ের ঘটনাটি জানানো।

28. “দিস ইজ ম্যাথম্যাটিকস।” – বক্তা ‘ম্যাথম্যাটিকস’ বলেছে-

[A] অনুপাতের গাণিতিক নিয়মকে

[B] হীরুর কাকার কৌশলকে

[C] পরীক্ষার কঠিন প্রশ্নপত্রকে

[D] শিক্ষকদের নীতিহীনতাকে

উত্তর- “দিস ইজ ম্যাথম্যাটিকস।” – বক্তা ‘ম্যাথম্যাটিকস’ বলেছে-[A] অনুপাতের গাণিতিক নিয়মকে।

29. প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ-

[A] পরীক্ষার অনিয়মের কথা সকলকে জানিয়ে দিয়েছে

[B] প্রাইজ প্রত্যাখান করে চিঠি দিয়েছে

[C] বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গেছে

[D] দ্বিতীয় পুরস্কারকেই হাসিমুখে গ্রহণ করেছে

উত্তর- প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ-[B] প্রাইজ প্রত্যাখান করে চিঠি দিয়েছে।

30. “…পড়ব আমি।” – বক্তা ইচ্ছা প্রকাশ করেছেন-

[A] চন্দ্রনাথের চিঠি পড়ার

[B] বিদ্যাল্যের পূর্ণাঙ্গ ফলাফলের তালিকা পড়ার

[C] পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার

[D] পরীক্ষা সংক্রান্ত খবরের কাগজের রির্পোট পড়ার

উত্তর- “…পড়ব আমি।” – বক্তা ইচ্ছা প্রকাশ করেছেন- [C] পত্রিকায় প্রকাশিত নরেশের লেখা পড়ার।

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion

1. নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কী কল্পনা করেছিল?

উত্তর:-  চন্দ্রনাথ গল্পের কথক নরেশ, চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কল্পনা করেছিল যে, কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোঁটলা বেঁধে নির্জন জনহীন রাতে একলা হেঁটে যাচ্ছে।

2. কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন?

উত্তর:-  চন্দ্রনাথ মাস্টার মহাশয়ের কথা নাও শুনতে পারে, এই আশঙ্কা করে গল্পের কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন।

3. “বোর্ডিং-এ আসিয়া মাস্টারমহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…” কী দেখার কথা বলা হয়েছে?

উত্তর:-  বোর্ডিং-এ এসে চন্দ্রনাথ গল্পের কথক নরেশ দেখেছিল যে তাদের মাস্টারমশাই চিন্তান্বিত অবস্থায় একা বসে আছেন।

4. কথকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কিরূপ ছিল?

উত্তর:-  কথকের জীবনে চন্দ্রনাথ গভীর রাত্রির আকাশে বিচরণকারী কালপুরুষ নক্ষত্রের মতো ভাস্বর ও প্রদীপ্ত হয়েছিল।

5. কোথা থেকে কি ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন?

উত্তর:-  সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন।

6. “… আমার দিকে চিন্তা কুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।” — কে,কার দিকে তাকিয়ে বসে আছে?

উত্তর:-  গল্পকথক দেখেছিলেন সামনের দেয়ালে বড়ো আয়না টির মধ্যে তাঁরাই প্রতিবিম্ব তাঁর দিকে তাকিয়ে বসে আছে।

7. চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?

উত্তর:-  চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে কপালের শিরা ফুটে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়।

8. হেড মাস্টার মশাইয় কোথায় বসে থাকতেন?

উত্তর:-  স্কুলের বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ার বেঞ্চের আসন পেতে হেডমাস্টারমশায় বসে থাকতেন।

9. চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের কি সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের আকৃতির সঙ্গে লেখক কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী বিশালকায় আকৃতির সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।

10. “… বলিতে পারি না…” — কার কি বলতে না পারার কথা বলা হয়েছে?

উত্তর:-  গল্পের কথক এবং তার সহপাঠী চন্দ্রনাথ, হিরু কিভাবে একই সময়ে ক্ষুদ্র এক গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা কথা বলতে পারবেন না।

11. কোথা থেকে কী ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরেছিলেন?

উত্তরঃ সারকুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরেছিলেন।

12. কথকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কীরুপ ছিল?

উত্তর:-  কথকের জীবনে চন্দ্রনাথ গভীর রাত্রির আকাশে বিচরণকারী কালপুরুষ নক্ষত্রের মতো ভাস্বর ও প্রদীপ্ত হয়ে ছিল।

13. চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের কী সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছিলেন?

উত্তর:- চন্দ্রনাথের আকৃতির সঙ্গে লেখক কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী বিশালকায় আকৃতির সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।

14. “…বলিতে পারি না…”- কার কী বলতে না পারার কথা বলা হয়েছে?

উত্তর:- গল্পের কথক এবং তাঁর সহপাঠী চন্দ্রনাথ, হীরু কীভাবে একই সময়ে ক্ষুদ্র এক গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা কথক বলতে পারবেন না।

15. “…আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।”— কে, কার দিকে তাকিয়ে বসে আছে?

উত্তর:-  গল্পকথক দেখেছিলেন যে সামনের দেয়ালে বড়ো আয়নাটির মধ্যে তাঁরই প্রতিবিম্ব তাঁর দিকে তাকিয়ে বসে আছে।

16. চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?

উত্তরঃ চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে কপালের শিরা ফুলে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়।

17. কোথা থেকে কি ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন?

 উত্তর:-  সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন।

18. “চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন…” — কি বলার কথা বলা হয়েছে?

উত্তর:-  চন্দ্রনাথ কি বলে কথক নরেশকে তা জেনে নিতে বলেছেন চিন্তান্বিত হেড মাস্টার মশায়।

19. চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?

উত্তর:-  চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল।

20. দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?

উত্তর:-  চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কারণ, এর আগে স্কুলের পরীক্ষায় সে কখনো দ্বিতীয় হয়নি।

21. “বোডিং এ আশিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…” — কি দেখার কথা বলা হয়েছে?

উত্তর:-  কথক বোর্ডিং এ ফিরে এসে মাস্টার মহাশয়কে চিন্তিতভাবে তখনও ফটকের সামনে বসে থাকতে দেখেছিলাম।

22. চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে ‘বিনিথ মাই ডিগনিটি’ কথাটি বলেছে?

উত্তর:-  চন্দ্রনাথ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার নেওয়ারকে ‘বিনিথ মাই ডিগনিটি’ কথাটি বলেছে।

23. চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরু কে কিভাবে সাহায্য করেছিল?

উত্তর:-  তিনটে অংক তার খাতা থেকে টুকতে দিয়ে সাহায্য করেছিল।

24. “… এ ভালোই হলো।” — কিসের কথা বলা হয়েছে?

উত্তর:-  প্রশ্নোদ্ধৃত অংশে দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় চন্দ্রনাথ সম্পত্তির ভাগ হয়ে যাওয়ার কথা বলেছে।

25. চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু ছিলেন নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ।

26. চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কি নির্দেশ দিয়েছিল?

উত্তর:-  চন্দ্রনাথের দাদা তাকে হেডমাস্টার মশায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পুরস্কার প্রত্যাখ্যান এর চিঠি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

27. “বোধ হয় সেদিন সে সময়ে ভাবিয়াছিলাম…” — কি ভেবেছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথ তার দাদার সঙ্গে পৃথক হওয়াকে ভালো হয়েছে বলায় কথা ভেবেছিলেন তার সঙ্গে সম্পর্ক রাখবেন না।

28. চন্দ্রনাথের দাদাকে নতশিরে দাঁড়িয়ে থাকতে দেখে কথক কি ভেবেছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের ব্যবহারে ব্যথিত ভদ্রলোক আত্ম সংবরনের প্রবল চেষ্টা করেছেন।

29. “… তোমার বৌদি বলতো…” —বৌদি কি বলতেন?

উত্তর:-  চন্দ্রনাথের বৌদি তার দাদা নিশানাথ বাবুকে বলতেন যে চন্দ্রনাথ অত্যান্ত স্বাধীনচেতা হয়ে উঠেছে।

30. হিরু চন্দ্রনাথের কাছে কি প্রস্তাব নিয়ে এসেছিল?

উত্তর:-  হিরু চন্দ্রনাথের কাছে তার কাকা তথা স্কুলের সম্পাদকের চন্দ্রনাথকে বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল।

31. “… এইটেই আমার কাছে আর স্মৃতি চিহ্ন।”-স্মৃতিচিহ্ন হিসেবে কিসের কথা বলা হয়েছে?

উত্তর:-  হিরু তাকে উদ্দেশ্য করে চন্দ্রনাথের লেখা চিঠিটিকেই স্মৃতি চিহ্ন হিসেবে মনে করেছেন।

32. চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে কি সম্বোধন করেছিল?

উত্তর:-  চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে প্রথম ‘প্রিয়বরেষু’ লিখলেও পরে সেটি কেটে ‘প্রীতিভাজনেষু’ লিখেছিল।

33. “… বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে।” — শোভা কিভাবে সৃষ্টি হয়েছিল?

উত্তর:-  চিনা লন্ঠন আর রঙিন কাগজের মালার বিন্যাসে হিরুর বাড়ির পাশে আম বাগানের শোভা তৈরি হয়েছিল।

34. ‘চন্দ্রনাথ’ গল্পের কথক নুরুর প্রতি মাস্টারমশাইয়ের পরামর্শ কি ছিল?

“… একটা স্পেশাল প্রাইজ দেবেন” – কে কাকে প্রাইজ দেবেন?

উত্তর:-  এই উক্তিটি ‘চন্দ্রনাথ’ গল্পের অন্তর্গত, এখানে চন্দ্রনাথের স্কুলের সেক্রেটারি মহাশয় চন্দ্রনাথকে স্পেশাল পুরস্কার দেবার কথা বলেছেন।

35. স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম কী ছিল?

উত্তর:-  চন্দ্রনাথ গল্পে স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম ছিল হিরু।

36. স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কীভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল?

উত্তর:-  স্কুলের দুই – তিন মাসের বাড়তি বেতন দিয়ে চন্দ্রনাথ স্কুলের সাথে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল।

37. “Shame in crowd but solitary pride”- কথাটির অর্থ কী?

উত্তর:-  এই কথাটির অর্থ শখের সাহিত্যচর্চা জনসমক্ষে কুন্ঠার বিষয় হলেও, নিজের কাছে নিভৃতে তা গর্বের বিষয়।

38. “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কোন স্মৃতিচিহ্ন?

উত্তর:-  চন্দ্রনাথ গল্পে হিরুকে চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল, এখানে স্মৃতিচিহ্ন বলতে তার কথা বলা হয়েছে।

39. কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কার তুলনা করেছিলেন?

উত্তর:-  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করেছিলেন।

40. চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল?

উত্তর:-  চন্দ্রনাথের ললাটে ত্রিশূল চিহ্ন আত্মপ্রকাশ করেছিল।

41. চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?

উত্তর:-  সামান্য উত্তেজনায় রক্তের চাপ বাড়লে নাকের উপরে কপালের মাঝে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে।

42. ‘চন্দ্রনাথ’ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন?

উত্তর:-  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মশাইয়ের যে বিবরণ দেওয়া হয়েছে তা হল – শীর্ণ, দীর্ঘকায় ও শান্ত প্রকৃতির।

43. চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখান করেছিল কেন?

উত্তর:-  স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হবার পুরস্কার চন্দ্রনাথ প্রত্যাখান করেছিল কারণ, এর আগের কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি।

44. “পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল” – কী বলল?

উত্তর:-  তার দাদার দেওয়া পত্রটি দেখে চন্দ্রনাথ বলেছিল – “আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি”।

45. “… আমার দিকে চিন্তা কুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।“-কে,কার দিকে তাকিয়ে বসে আছে?

উত্তর:-  গল্পকথক দেখেছিলেন সামনের দেয়ালে বড়ো আয়না টির মধ্যে তাঁরাই প্রতিবিম্ব তাঁর দিকে তাকিয়ে বসে আছে।

46. কথকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কিরূপ ছিল?

উত্তর:-  কথকের জীবনে চন্দ্রনাথ গভীর রাত্রির আকাশে বিচরণকারী কালপুরুষ নক্ষত্রের মতো ভাস্বর  ও প্রদীপ্ত হয়েছিল।

47. চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?

উত্তর:-  চন্দ্রনাথ সামান্য উত্তেজিত হলেই রক্তের চাপ বেড়ে গিয়ে প্রবল হয়ে কপালের শিরা ফুটে উঠে ত্রিশূল চিহ্ন দেখা যায়।

48. চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের কি সাদৃশ্য লেখক খুঁজে পেয়েছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের আকৃতির সঙ্গে লেখক কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী বিশালকায় আকৃতির সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন।

49. হেড মাস্টার মশাইয় কোথায় বসে থাকতেন?

উত্তর:-  স্কুলের বোর্ডিংয়ের ফটকের সামনে চেয়ার বেঞ্চের আসন পেতে হেডমাস্টারমশায় বসে থাকতেন।

50. “… বলিতে পারি না…“-কার কি বলতে না পারার কথা বলা হয়েছে?

উত্তর:-  গল্পের কথক এবং তার সহপাঠী চন্দ্রনাথ, হিরু কিভাবে একই সময়ে ক্ষুদ্র এক গ্রামের মধ্যে এসে পড়েছিলেন তা কথা বলতে পারবেন না।

51. “চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন…“-কি বলার কথা বলা হয়েছে?

উত্তর:-  চন্দ্রনাথ কি বলে কথক নরেশকে তা জেনে নিতে বলেছেন চিন্তান্বিত হেড মাস্টার মশায়।

52. দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?

উত্তর:-  চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কারণ, এর আগে স্কুলের পরীক্ষায় সে কখনো দ্বিতীয় হয়নি।

53. চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?

উত্তর:-  চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল।

54. চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে বিনিথ মাই ডিগনিটিকথাটি বলেছে?

উত্তর:-  চন্দ্রনাথ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার নেওয়ারকে

 ‘বিনিথ মাই ডিগনিটি’ কথাটি বলেছে।

55. “বোডিং এ আশিয়া মাস্টার মহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…“-কি দেখার কথা বলা হয়েছে?

উত্তর:-  কথক বোর্ডিং এ ফিরে এসে মাস্টার মহাশয়কে চিন্তিতভাবে তখনও ফটকের সামনে বসে থাকতে দেখেছিলাম।

56. চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু ছিলেন নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ।

57. “… এ ভালোই হলো।“-কিসের কথা বলা হয়েছে?

উত্তর:-  প্রশ্নোদ্ধৃত অংশে দাদার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় চন্দ্রনাথ সম্পত্তির ভাগ হয়ে যাওয়ার কথা বলেছে।

58. চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরু কে কিভাবে সাহায্য করেছিল?

উত্তর:-  তিনটে অংক তার খাতা থেকে টুকতে দিয়ে সাহায্য করেছিল।

59. “বোধ হয় সেদিন সে সময়ে ভাবিয়াছিলাম…“-কি ভেবেছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথ তার দাদার সঙ্গে পৃথক হওয়াকে ভালো হয়েছে বলায় কথা ভেবেছিলেন তার সঙ্গে সম্পর্ক রাখবেন না।

60. চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কি নির্দেশ দিয়েছিল?

উত্তর:-  চন্দ্রনাথের দাদা তাকে হেডমাস্টার মশায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পুরস্কার প্রত্যাখ্যান এর চিঠি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

61. “… তোমার বৌদি বলতো…“- বৌদি কি বলতেন?

উত্তর:-  চন্দ্রনাথের বৌদি তার দাদা নিশানাথ বাবুকে বলতেন যে চন্দ্রনাথ অত্যান্ত স্বাধীনচেতা হয়ে উঠেছে।

62. চন্দ্রনাথের দাদাকে নতশিরে দাঁড়িয়ে থাকতে দেখে কথক কি ভেবেছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের ব্যবহারে ব্যথিত ভদ্রলোক আত্ম সংবরনের প্রবল চেষ্টা করেছেন।

63. হিরু চন্দ্রনাথের কাছে কি প্রস্তাব নিয়ে এসেছিল?

উত্তর:-  হিরু চন্দ্রনাথের কাছে তার কাকা তথা স্কুলের সম্পাদকের চন্দ্রনাথকে বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল।

64. নুরুর লেখা কাগজে বেরিয়েছে শুনে মাস্টার মশাই তাকে লেখাটা দেখাতে বলেছিলেন এবং তিনি সেটা করবেন বলেও জানিয়েছিলেন।

কিন্তু একটি শুধু মেলে নাই…-কি না মেলার কথা বলা হয়েছে?

উত্তর:-  চন্দ্রনাথ হিরুকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পেছনে ফেলে এগিয়ে যাবে-চন্দ্রনাথের এই ভবিষ্যদবাণী না মেলার কথা বলা হয়েছে।

65. “… এইটেই আমার কাছে আর স্মৃতি চিহ্ন।“-স্মৃতিচিহ্ন হিসেবে কিসের কথা বলা হয়েছে?

উত্তর:-  হিরু তাকে উদ্দেশ্য করে চন্দ্রনাথের লেখা চিঠিটিকেই স্মৃতি চিহ্ন হিসেবে মনে করেছেন।

66. “… বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে।“-এস বা কিভাবে সৃষ্টি হয়েছিল?

উত্তর:-  চিনা লন্ঠন আর রঙিন কাগজের মালার বিন্যাসে হিরুর বাড়ির পাশে আম বাগানের শোভা তৈরি হয়েছিল।

67. চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে কি সম্বোধন করেছিল?

উত্তর:-  চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে প্রথম ‘প্রিয়বরেষু’ লিখলেও পরে সেটি কেটে ‘প্রীতিভাজনেষু’ লিখেছিল।

68. হিরুর বিলেতে যাওয়ার প্রয়োজন হয়েছিল কেন?

উত্তর:-  আইসিএস পড়ার জন্য হিরুর বিলেতে যাওয়ার প্রয়োজন হয়েছিল।

69. কালপুরুষ নক্ষত্র কোথায় কার সঙ্গে চলেছে?

উত্তর:-  গল্পকথকের কল্পনায় রাতের জনহীন পথে কিশোর চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে কালপুরুষ নক্ষত্র চলেছে।

70. “মাস্টার মহাশয়ের ওইটুকু এক বিশেষত্ব…“-এখানে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে?

উত্তর:-  ছাত্র স্কুলের তথা মাস্টারমশাইয়ের অধিকারের গণ্ডি অতিক্রম করলে তিনি আর তাকে ‘তুই’না বলে ‘তুমি’ সম্মোধন করে।

71. ‘চন্দ্রনাথগল্পের কথক নুরুর প্রতি মাস্টারমশাইয়ের পরামর্শ কি ছিল?

উত্তর:-  মাস্টারমশাই কথক নুরুকে সাহিত্যচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন যে পাড়ার সময়ে সাহিত্যচর্চা কম করতে।

72. হেডমাস্টারমহাশয় কোথায় বসে থাকতেন?

উত্তরঃ স্কুলের বোর্ডিং-এর ফটকের সামনে চেয়ার-বেঞ্চের আসন পেতে হেডমাস্টারমহাশয় বসে থাকতেন।

73. চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন…. — কী বলার কথা বলা হয়েছে?

উত্তর:-  চন্দ্রনাথ কী বলে কথক নরেশকে তা জেনে বলেছেন চিন্তান্বিত হেডমাস্টারমহাশয়।

74. চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন?

উত্তরঃ চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল।

75. দ্বিতীয় হওয়ার জন্য চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন ?

উত্তর:- চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কারণ, এর আগে স্কুলের পরীক্ষায় সে কখনও দ্বিতীয় হয়নি।

76. চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে বিনিথ মাই ডিগনিটিকথাটি বলেছে?

উত্তর:-  চন্দ্রনাথ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার নেওয়াকে ‘বিনিথ মাই ডিগনিটি’ বলেছে।

77. চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন?

উত্তরঃ চন্দ্রনাথের দাদা নিশানাথবাবু ছিলেন নির্বিরোধী শান্তপ্রকৃতির মানুষ।

78. চন্দ্রনাথ পরীক্ষার সময় হীরুকে কীভাবে সাহায্য করেছিল?

উত্তরঃ চন্দ্রনাথ পরীক্ষার সময় হীরুকে তিনটে অঙ্ক তার খাতা থেকে টুকতে দিয়ে সাহায্য করেছিল।

79. চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কী নির্দেশ দিয়েছিলেন?

উত্তর:-  চন্দ্রনাথের দাদা তাকে হেডমাস্টারমশাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

80. “… তোমার বউদি বলত…..” – বউদি কী বলতেন?

উত্তর:-  চন্দ্রনাথের বউদি তার দাদা নিশানাথবাবুকে বলতেন যে চন্দ্রনাথ অত্যন্ত স্বাধীনচেতা হয়ে উঠেছে।

81. চন্দ্রনাথের দাদাকে নতশিরে দাঁড়িয়ে থাকতে দেখে কথক কী ভেবেছিলেন?

উত্তরঃ চন্দ্রনাথের দাদাকে নতশিরে দাঁড়াতে দেখে কথক ভেবেছিলেন যে চন্দ্রনাথের ব্যবহারে ব্যথিত ভদ্রলোক আত্মসংবরণের প্রবল চেষ্টা করছেন।

82. বোর্ডিং-এ আসিয়া মাস্টারমহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…”—কী দেখার কথা বলা হয়েছে?

উত্তরঃ কথক বোর্ডিং-এ ফিরে এসে মাস্টারমহাশয়কে চিন্তিতভাবে তখনও ফটকের সামনে বসে থাকতে দেখেছিলেন।

83. কথক মাস্টারমহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন?

উত্তর:- চন্দ্রনাথ যদি মাস্টারমশাইয়ের কথা না শোনে, তাই কথক মাস্টারমশাইকে তার কাছে যেতে নিষেধ করেছিলেন।

84. “Shame in crowd but solitary pride”- কথাটির অর্থ কী?

উত্তর – এই কথাটির অর্থ শখের সাহিত্যচর্চা জনসমক্ষে কুন্ঠার বিষয় হলেও, নিজের কাছে নিভৃতে তা গর্বের বিষয়।

85. “এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন।” – কোন স্মৃতিচিহ্ন?

উত্তর – চন্দ্রনাথ গল্পে হিরুকে চন্দ্রনাথ যে চিঠি লিখেছিল, এখানে স্মৃতিচিহ্ন বলতে তার কথা বলা হয়েছে।

86. নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কী কল্পনা করেছিল?

উত্তর – চন্দ্রনাথ গল্পের কথক নরেশ, চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কল্পনা করেছিল যে, কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোঁটলা বেঁধে নির্জন জনহীন রাতে একলা হেঁটে যাচ্ছে।

87. কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন?

উত্তর – চন্দ্রনাথ মাস্টার মহাশয়ের কথা নাও শুনতে পারে, এই আশঙ্কা করে গল্পের কথক মাস্টার মহাশয়কে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন।

88. “বোর্ডিং-এ আসিয়া মাস্টারমহাশয়কে সংবাদটা দিতে গিয়া দেখিলাম…” কী দেখার কথা বলা হয়েছে?

উত্তর – বোর্ডিং-এ এসে চন্দ্রনাথ গল্পের কথক নরেশ দেখেছিল যে তাদের মাস্টারমশাই চিন্তান্বিত অবস্থায় একা বসে আছেন।

89. কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কার তুলনা করেছিলেন?

উত্তর – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করেছিলেন।

90. চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল?

উত্তর – চন্দ্রনাথের ললাটে ত্রিশূল চিহ্ন আত্মপ্রকাশ করেছিল।

91. চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়?

উত্তর – সামান্য উত্তেজনায় রক্তের চাপ বাড়লে নাকের উপরে কপালের মাঝে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে।

92. ‘চন্দ্রনাথ’ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন?

উত্তর – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মশাইয়ের যে বিবরণ দেওয়া হয়েছে তা হল – শীর্ণ, দীর্ঘকায় ও শান্ত প্রকৃতির।

93. চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখান করেছিল কেন?

উত্তর – স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হবার পুরস্কার চন্দ্রনাথ প্রত্যাখান করেছিল কারণ, এর আগের কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি।

94. “পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল” – কী বলল?

উত্তর – তার দাদার দেওয়া পত্রটি দেখে চন্দ্রনাথ বলেছিল – “আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি”

95. “… তোমার বউদি বলত…” – বউদি কী বলতেন?

উত্তর – চন্দ্রনাথের দাদার স্ত্রী, চন্দ্রনাথ সম্পর্কে বলতেন যে চন্দ্রনাথের স্বাধীন মতামত তৈরি হয়েছে।

96. “… একটা স্পেশাল প্রাইজ দেবেন” – কে কাকে প্রাইজ দেবেন?

উত্তর – এই উক্তিটি ‘চন্দ্রনাথ’ গল্পের অন্তর্গত, এখানে চন্দ্রনাথের স্কুলের সেক্রেটারি মহাশয় চন্দ্রনাথকে স্পেশাল পুরস্কার দেবার কথা বলেছেন।

97. স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম কী ছিল?

উত্তর – চন্দ্রনাথ গল্পে স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম ছিল হিরু।

98. স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কীভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল?

উত্তর – স্কুলের দুই – তিন মাসের বাড়তি বেতন দিয়ে চন্দ্রনাথ স্কুলের সাথে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল।

” চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali  Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download)

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর

(Class 9 Bengali Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali  Question and Answer / Class 9 Bengali  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali  Exam Guide / Class 9 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর

 চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা –চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা  চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরচন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali 

নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali ) – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর | চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | Class 9 Bengali  Suggestion নবম শ্রেণি বাংলাচন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়| নবম শ্রেণীর বাংলা সহায়ক – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali  Question and Answer, Suggestion | Class 9 Bengali  Question and Answer Suggestion | Class 9 Bengali  Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 9th Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তরচন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ও উত্তর | চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় । Class 9 Bengali  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়প্রশ্ন ও উত্তর । চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর   

Class 9 Bengali  Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali  Question and Answer নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali  Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali  Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .Class Nine IXBengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXBengali Suggestion is provided here. Class 9 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Question and Answer with FREE PDF Download Link

চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali  Question and Answer চন্দ্রনাথ (গল্প) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad