একাদশ শ্রেণীর ইতিহাস : আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th History [Chapter II] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একাদশ শ্রেণীর ইতিহাস : আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th History [Chapter II] Question and Answer

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer : আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th History Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI  XI History EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবিকা ছিল ?

[A] পশুশিকার

[B] মাছধরা

[C] পশুপালন

[D] চাষআবাদ

উত্তর:- [A] পশু শিকার

2. কোন যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয় ?

[A] প্রাচীনপ্রস্তরযুগকে

[B] মধ্যপ্রস্তরযুগকে

[C] নব্যপ্রস্তরযুগকে

[D] তাম্রপ্রস্তরযুগ

উত্তর:- [B] মধ্য প্রস্তর যুগকে

3. কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল ?

[A] প্রাচীনপ্রস্তরযুগে

[B] নব্যপ্রস্তরযুগে

[C] লৌহযুগে

[D] তাম্রপ্রস্তরযুগে

উত্তর:- [B] নব্য প্রস্তর যুগে

4. মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করে ?

[A] প্রাচীনপ্রস্তরযুগে

[B] মধ্যপ্রস্তরযুগকে

[C] নব্যপ্রস্তরযুগে

[D] তাম্রপ্রস্তরযুগে

উত্তর:- [C] নব্য প্রস্তর যুগে

5. পৃথিবীর প্রাচীনতম মানব নির্দশনের সন্ধান মিলেছে কোন দেশে ?

[A] ভারত

[B] কেনিয়া

[C] চিন

[D] মিশর

উত্তর:- [B] কেনিয়া

6. এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ?

[A] অস্ট্রেলিয়ায়

[B] উত্তরআমেরিকায়

[C] দক্ষিণআমেরিকায়

[D] আফ্রিকায়

উত্তর:- [D] আফ্রিকায়

7. হোমো ইরেক্তাস’ শব্দটির অর্থ ?

[A] দক্ষমানব

[B] দন্ডায়মানমানব

[C] বুদ্ধিমানমানব

[D] আধুনিকমানব

উত্তর:- [A] দক্ষ মানব

8. খই খই’ হল আফ্রিকার একটি ?

[A] আদিমজনগোষ্ঠী

[B] আদিমভাষা

[C] আদিমঅঞ্চল

[D] আদিমধর্মবিশ্বাস

উত্তর:- [C] আদিম অঞ্চল

9. ক্রোমেনিয়ান অঞ্চল কোন দেশে অবস্থিত ?

[A] ইংল্যান্ডে

[B] জার্মানিতে

[C] ফ্রান্সে

[D] চিনে

উত্তর:- [C] ফ্রান্সে

10. আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানাতে শিখেছিল ?

[A] গাধাকে

[B] কুকুরকে

[C] ঘোড়াকে

[D] গোরুকে

উত্তর:- [D] গোরুকে

11. মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ?

[A] ১৯৭২খ্রিস্টাব্দে

[B] ১৯৭৪খ্রিস্টাব্দে

[C] ১৯৭৫খ্রিস্টাব্দে

[D] ১৯৭৬খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯৭৪ খ্রিস্টাব্দে

12. মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সাথে যুক্ত ?

[A] জাফ্রাসোঁয়াজারিজ

[B] রমেশচন্দ্রমজুমদার

[C] ভিনসেন্টস্মিথ

[D] যদুনাথসরকার

উত্তর:- [A] জা ফ্রাসোঁয়া জারিজ

13. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ?

[A] তাম্রপ্রস্তর

[B] লৌহ

[C] প্রাগৈতহাসিক

[D] আদিম

উত্তর:- [A] তাম্র প্রস্তর

14. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় ?

[A] ১৯১৮খ্রিস্টাব্দে

[B] ১৮২০খ্রিস্টাব্দে

[C] ১৯২২খ্রিস্টাব্দে

[D] ১৯২৪খ্রিস্টাব্দে

উত্তর:- [C] ১৯২২ খ্রিস্টাব্দে

15. মহেন – জো – দারো কথাটির অর্থ ?

[A] পাথরেরস্তূপ

[B] মৃতেরস্তূপ

[C] কাঠেরস্তূপ

[D] বালিরস্তূপ

উত্তর:- [B] মৃতের স্তূপ

16. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

[A] ভোগাবর

[B] ঘঘরা

[C] শতদ্রু

[D] রাভি

উত্তর:- [A] ভোগাবর

17. নীলনদের দান বলা হয় ?

[A] মিশরীয়সভ্যতাকে

[B] মহেনজোদারোসভ্যতাকে

[C] সুমেরীয়সভ্যতাকে

[D] হরপ্পাসভ্যতাকে

উত্তর:- [A] মিশরীয় সভ্যতাকে

18. ভ্যালি অব কিংস কাদের সমাধিস্থল ?

[A] মিশরেররাজাদের

[B] মিশরেররানীদের

[C] সুমেরেররাজাদের

[D] সুমেরেররানীদের

উত্তর:- [A] মিশরের রাজাদের

19. মিশরের প্রাচীনতম চিকিৎসক কে ছিলেন ?

[A] ইমহোটেপ

[B] জুলিয়াসসিজার

[C] তৃতীয়রামেসেস

[D] মেনেস

উত্তর:- [D] মেনেস

20. মিশরের সব থেকে বড়ো পিরামিড হল ?

[A] খুফুর

[B] নেফরার

[C] মেনকুরার

[D] রামসিস-এর

উত্তর:- [A] খুফুর

21. রা’ হলেন মিশরীয়দের ?

[A] সূর্যদেবতা

[B] চন্দ্রদেবতা

[C] সমুদ্রদেবতা

[D] আকাশেরদেবতা

উত্তর:- [A] সূর্য দেবতা

22. সুমেরিয়ীদের জলের দেবতাকে বলা হত ?

[A] নাম্মা

[B] এনকি

[C] শামস

[D] আন

উত্তর:- [B] এনকি

23. দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি ?

[A] মেসোপটেমিয়াসভ্যতা

[B] মিশরীয়সভ্যতা

[C] সিন্ধুসভ্যতা

[D] মেহেরগড়সভ্যতা

উত্তর:- [A] মেসোপটেমিয়া সভ্যতা

24. মেসোপটেমিয় শব্দের অর্থ হল ?

[A] দুইসাগরেরমধ্যবর্তীঅঞ্চল

[B] দুইপাহাড়েরমধ্যবর্তীঅঞ্চল

[C] দুইনদীরমধ্যবর্তীঅঞ্চল

[D] দুইমালভূমিরমধ্যবর্তীঅঞ্চল

উত্তর:- [D] দুই মালভূমির মধ্যবর্তী অঞ্চল

25. সুমেরীয়দের লেখা চিহ্নগুলি ছিল ?

[A] ত্রিভুজাকার

[B] বৃত্তাকার

[C] অর্ধবৃত্তাকার

[D] কীলকাকার

উত্তর:- [A] ত্রিভুজাকার

26. জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন

[A] ইউজিনডুবয়েস

[B] জোহারসন

[C] লিকিদম্পতি

[D] পেইওয়েনচুং

উত্তর:- [A] ইউজিন ডুবয়েস

27. মেসোপটেমিয়ার বর্তমান নাম

[A] আফগানিস্তান

[B] ইরাক

[C] ইরান

[D] সিরিয়া

উত্তর:- [B] ইরাক

28. অরিজিন অব দ্য স্পিসিস ‘ গ্রন্থের রচয়িতা 

[A] ক্লোচে

[B] ই.এইচ.কার

[C] চার্লসডারউইন

[D] র্যাঙ্কে

উত্তর:- [C] চার্লস ডারউইন

29. আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে—

[A] স্পেনে

[B] আফ্রিকায়

[C] ভারতে

[D] পাকিস্তানে

উত্তর:- [B] আফ্রিকায়

30. মেসোপটেমিয়া ’ নামটি দেন—

[A] মিশরীয়গণ

[B] রোমানরা

[C] হেরোডোটাস

[D] প্লেটো

উত্তর:- [B] রোমানরা

31. সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন—

[A] রোলিসন

[B] উইলিয়ামজোনস

[C] শাঁপোলিয়ে

[D] লিকিদম্পতি

উত্তর:- [A] রোলিসন

32. ওন্ডু ভাই গিরিসংকট আবিষ্কার করেছেন—

[A] ড.উইলডুরান্ট

[B] ড.লিকি

[C] ড.ব্রেস্টভ

[D] ড.ওয়েলস

উত্তর:- [B] ড.লিকি

33. মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো—

[A] বরফেরস্তূপ

[B] মাটিরস্তূপ

[C] মৃতেরস্তূপ

[D] লোহারস্তূপ

উত্তর:- [C] মৃতের স্তূপ

34. হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে—

[A] লোথালে

[B] কালিবঙ্গানে

[C] আলমগিরপুরে

[D] ধোলাভিরায়

উত্তর:- [A] লোথালে

35. সুমেরীয় সমাজ বিভক্ত ছিল—

[A] একটিশ্রেণিতে

[B] দু’টিশ্রেণিতে

[C] তিনটিশ্রেণিতে

[D] চারটিশ্রেণিতে

উত্তর:- [C] তিনটি শ্রেণিতে

36. নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল—

[A] কৃষিপদ্ধতিরব্যবহার

[B] তামারব্যবহার

[C] লোহারব্যবহার

[D] আগুনেরআবিষ্কার

উত্তর :- [A] কৃষিপদ্ধতির ব্যবহার

37. রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে—

[A] মধ্যপ্রস্তরযুগে

[B] নব্যপ্রস্তরযুগে

[C] প্রাচীনপ্রস্তরযুগে

[D] তাম্র–প্রস্তরযুগে

উত্তর :-[B] নব্যপ্রস্তর যুগে

38. পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো—

[A] ধারালোঅস্ত্র

[B] পাথরেরটুকরো

[C] হাতকুঠার

[D] কাটারিবাছোরা

উত্তর :- [B] পাথরের টুকরো

39. বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত ?

[A] মায়োসিন

[B] হোলোসিন

[C] প্লেইস্টোসিন

[D] প্লায়োসিন

উত্তর :- [B] হোলোসিন

40. পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন—

[A] এল উইন সাইম

[B] জোহারসন

[C] লুইলিকি

[D] পেঁইওয়েনচুং

উত্তর :-  [D] পেঁই ওয়েনচুং

41. প্লেইস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল—

[A] কুড়িথেকেত্রিশলক্ষবছর

[B] দশথেকেকুড়িলক্ষবছর

[C] পাঁচথেকেদশলক্ষবছর

[D] চল্লিশথেকেপঞ্চমলক্ষবছর

উত্তর :-  [B] দশ থেকে কুড়ি লক্ষ বছর

42. হরপ্পা নগরটি ____ যুগের নগর সভ্যতা ।

[A] তাম্রপ্রস্তর

[B] তাম্র–ব্রোঞ্জ

[C] লৌহ

[D] প্রস্তর

উত্তর :-   [B] তাম্র – ব্রোঞ্জ

43. পৃথিবীতে সর্বপ্রথম ____ যুগের সূচনা হয় ।

[A] প্রোটেরোজোয়িক

[B] মেসোজোয়িক

[C] আর্কিওজোয়িক

[D] প্যালিওজয়িক

উত্তর :-  [C] আর্কিওজোয়িক

44. আজ থেকে পৃথিবী সৃষ্টি হয় অন্তত ?

[A] ২৫০কোটিবছরপূর্বে

[B] ৩০০কোটিবছরপূর্বে

[C] ৫০০কোটিবছরপূর্বে

[D] ৬৫০কোটিবছরপূর্বে

উত্তর:- [C] ৫০০ কোটি বছর পূর্বে

45. সৃষ্টির পর পৃথিবীতে প্রথম কোন যুগের সূচনা হয় ?

[A] আর্কিওজোয়িক

[B] সেনোজোয়িক

[C] প্যালিওজোয়িক

[D] মেসোজোয়িক

উত্তর:- [A] আর্কিওজোয়িক

46. প্লেইস্টোসিন যুগের অবক্ষেপণ বিশ্লেষণের মাধ্যমে যার মাত্রা নির্ধারিতহয়,তাহলো?

[A] তাপমাত্রা

[B] সময়কাল

[C] জলবায়ু

[D] ভূকম্প

উত্তর:- [C] জলবায়ু

47. প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল ?

[A] লোহারআবিষ্কার

[B] আধুনিকমানুষেরআবির্ভাব

[C] চাষবাসেরপ্রচলন

[D] বাণিজ্যেরপ্রসার

উত্তর:- [B] আধুনিক মানুষের আবির্ভাব

48. সর্বপ্রথম স্থলভাগে প্রাণের স্পন্দন দেখা যায় ?

[A] আর্কিওজোয়িকযুগে

 [B] প্রোটেরোজোয়িকযুগে

[C] প্যালিওজোয়িকযুগে

[D] মেসোজোয়িকযুগে

উত্তর:- [C] প্যালিওজোয়িক যুগে

49. মানুষের সমাজ গড়ে উঠেছিল ?

[A] হোলোসিনযুগে

[B] কোয়াটারনারিযুগে

[C] টারসিয়ারিযুগে

[D] প্লেইস্টোনিসযুগে

উত্তর:- [D] প্লেইস্টোনিস যুগে

50. বর্তমান মানবকুল যে প্রজাতির নিম্নলিখিত কোন পর্বে তার সৃষ্টি হয় ?

[A] প্লেইস্টোনিস

[B] আর্কিয়ান

[C] সেনোজোয়িক

[D] মেসোজোয়িক

উত্তর:- [A] প্লেইস্টোনিস

51. প্লেইস্টোসিন যুগে ভারতবর্ষে বিরাজ করছিল ?

[A] উষ্ণযুগ

[B] তুষারযুগ

[C] বর্ষণেরযুগ

[D] কোনোটিইনয়

উত্তর:- [C] বর্ষণের যুগ

52. নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল ?

[A] আগুনেরআবিষ্কার

[B] লোহারব্যাবহার

[C] তামারব্যাবহার

[D] কৃষিপদ্ধতিরব্যাবহার

উত্তর:- [B] লোহার ব্যাবহার

53. নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হল

[A] পশুপালন

[B] পশুশিকার

[C] খাদ্যউৎপাদন

 [D] খাদ্যসংরক্ষন

উত্তর:- [C] খাদ্য উৎপাদন

54. নব্য প্রস্তর যুগের বিপ্লব’ তত্ত্বটি প্রচার করেন ?

[A] স্মিথ

[B] টয়েনবি

[C] অলচিকি

[D] গর্ডনচাইল্ড

উত্তর:- [D] গর্ডন চাইল্ড

55. কোথায় প্রথম খনিজ তামার ব্যাবহার শুরু হয় ?

[A] ভারতে

[B] সুমেরে

[C] চিনে

[D] মিশরে

উত্তর:- [B] সুমেরে

56. বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত ?

[A] প্লেইস্টোসিন

[B] হোলোসিন

[C] প্লায়োসিন

[D] মায়োসিন

উত্তর:- [B] হোলোসিন

57. বর্তমান কালের আধুনিক মানবকে বলা হয় ?

[A] রোডেশীয়মানব

[B] পিকিংমানব

[C] রামাপিথেকাসমানব

[D] হোমোস্যাপিয়েন্সমানব

উত্তর:- [D] হোমো স্যাপিয়েন্স মানব

58. পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যাবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল ?

[A] কাটারিবাছোড়া

[B] ধারালোঅস্ত্র

[C] পাথরেরটুকরো

[D] হাতকুঠার

উত্তর:- [C] পাথরের টুকরো

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন উত্তর Class 11 History Suggestion | West Bengal WBBSE Class XI  XI (Class 11th) History Question and Answer Suggestion

1. একটি লিটিল এপ এর উদাহরণ দাও.

উত্তর:- গিবনহলএকটিলিটিলএপএরউদাহরণ.

2. আজ থেকে কত বছর আগে পৃথিবীর জন্ম হয়?

উত্তর:- আজথেকে৫০০কোটিবছরআগেপৃথিবীরজন্মহয়.

3. মেসোপটেমিয় কোন যুগের সভ্যতা ছিল?

উত্তর:- মেসোপটেমিয়লৌহযুগেরসভ্যতাছিল.

4. আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোন দেশে?

উত্তর:- আফ্রিকায়প্রথমআদিমমানুষেরআবির্ভাবঘটে.

5. হোমোহাবিলিস – কথার অর্থ কী?

উত্তর:- হোমোহাবিলিসকথারঅর্থদক্ষমানুষ.

6. অরিজিন অব স্পিসিস – গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:- অরিজিনঅবস্পিসিস–গ্রন্থেররচয়িতাচার্লসডারউইন.

7. অধিকাংশ ঐতিহাসিকদের ধারণায় আদিম মানবের জন্মভূমি কোথায়?

উত্তর:- অধিকাংশঐতিহাসিকদেরধারণায়আদিমমানবেরসম্ভাব্যজন্মভূমিহলআফ্রিকা.

8. এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- এখনপর্যন্তসবচেয়েপুরোনোজীবাশ্মটিআবিষ্কৃতহয়েছেআফ্রিকায়.

9. হোমোইরেক্টাস – শব্দটির অর্থ কী?

উত্তর:- হোমোইরেক্টাস–শব্দটিরঅর্থদণ্ডায়মানমানুষ.

10. পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন?

উত্তর:- পিকিংমানবেরজীবাশ্মসর্বপ্রথমআবিষ্কারকরেছেনপেই-ওয়েন-চুং.

11. পৃথিবীর প্রথম গৃহপালিত পশু কোনটি?

উত্তর:- পৃথিবীরপ্রথমগৃহপালিতপশুকুকুর.

12. হোম্মোস্যাপিয়েন্স কথাটির অর্থ কী?

উত্তর:- হোম্মোস্যাপিয়েন্সকথাটিরঅর্থবুদ্ধিমানমানুষ.

13. মানুষ কোন যুগে খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হয়?

উত্তর:- মধ্যপ্রস্তরযুগেমানুষখাদ্যসংগ্রাহকথেকেউৎপাদকেপরিণতহয়.

14. প্রাচীন কালে অধিকাংশ সভ্যতার বিকাশ ঘটেছিল কোথায়?

উত্তর:- প্রাচীনকালেঅধিকাংশসভ্যতারবিকাশঘটেছিলবিভিন্ননদীতীরবর্তীঅঞ্চলে.

15. মানুষ প্রথম কোন ফসলটি উৎপাদন করতে গিয়েছিল?

উত্তর:- মানুষপ্রথমযবউৎপাদনকরতেগিয়েছিল.

ReadMoreনব্যপ্রস্তরযুগেরসমাজব্যবস্থাচাষবাসকেমনছিল,

16. ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কী এবং এর আবিষ্কারক কে ছিলেন?

উত্তর:- ভারতেরপ্রাচীনতমগ্রামীণসভ্যতারনামহলমেহেড়্গড়সভ্যতা,এরআবিষ্কারকছিলেনজাঁফ্রাঁসোয়াজারিজ১৯৭৪সালে.

17. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?

উত্তর:- সিন্ধুসভ্যতাতাম্রপ্রস্তরযুগেরসভ্যতাছিল.

18. সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

উত্তর:- ১৯২২সালেসিন্ধুসভ্যতাআবিষ্কৃতহয়.

19. হরপ্পা সভ্যতায় কোন সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছিল?

উত্তর:- হরপ্পাসভ্যতায়লোথালবন্দরটিআবিষ্কৃতহয়েছিল.

20. হরপ্পা সভ্যতার মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার জানতো না এবং কোন ধাতুর ব্যবহার জানতো?

উত্তর:- হরপ্পাসভ্যতারমানুষজানতোনা–লোহারব্যবহারএবংতামারব্যবহারজানতো.

21. মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?

উত্তর:- মেসোপটেমিয়াশব্দেরঅর্থ–দুইনদীরমধ্যবর্তীদেশ.

22. সুমেরিও সমাজ কটি শ্রেণিতে বিভক্ত ছিল?

উত্তর:- সুমেরিওসমাজতিনটিশ্রেণিতেবিভক্তছিল.

23. সুমেরিওদের লেখা চিত্র লিপিগুলি কী প্রকৃতির ছিল?

উত্তর:- সুমেরিওদেরলেখাচিত্রলিপিগুলিকীলকাকৃতির.

24. সুমেরিওরা কোন গাছকে জীবনবৃক্ষ বলতো?

উত্তর:- সুমেরিওরাখেজুরগাছকেজীবনবৃক্ষবলতো.

25. ইজিপ্ট কথার অর্থ কী?

উত্তর:- ইজিপ্টকথারঅর্থকালোচুলেরমানুষ.

26. কোন সভ্যতার মানুষ প্রথম লেখন পদ্ধতি আবিষ্কার করে?

উত্তর:- সুমেরিওসভ্যতারমানুষপ্রথমলেখনপদ্ধতিআবিষ্কারকরে.

27.  মিশরের সবথেকে বড়ো পিরামিডের নাম কী?

উত্তর:- মিশরেরসবথেকেবড়োপিরামিডহলখুফুরপিরামিড.

28.  প্রাচীন মিশরের দেবতা ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করতো কে?

উত্তর:- প্রাচীনমিশরেরদেবতাওমানুষেরমধ্যেসংযোগরক্ষাকরতোপুরোহিত.

29.  মিশরের সর্বশেষ ফ্যারাও কে ছিলেন?

উত্তর:- সপ্তমক্লিওপেট্রাছিলেনমিশরেরসর্বশেষফ্যারাও.

30.  কিউনিফর্ম লিপি কোন প্রাচীন দেশের লিপি ছিল?

উত্তর:- সুমেরিওদেরলিপি,এইলিপিপাঠোদ্ধারকরেশাঁপোলিয়ে.

31.  মহেঞ্জোদারো কথার অর্থ কী?

উত্তর:- মহেনজোদারোকথারঅর্থমৃতেরস্তূপ.

32.  মানবগোষ্ঠীর প্রথম পাওয়া জীবাশ্মের নাম কী?

উত্তর:- লুসি,এটিএকটিনারীরজীবাশ্ম.

33.  সিন্ধু সভ্যতার সময়সীমা লেখো.

উত্তর:- ৩হাজারখ্রিস্টপূর্বথেকে১৫০০খ্রিষ্টপূর্বাব্দপর্যন্ত.

34.  ইরাকের পূর্ব নাম কী ছিল?

উত্তর:- ইরাকেরপূর্বনামছিলমেসোপটেমিয়া.

35. ফ্যারাও শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর:- মিশরেররাজাবাসম্রাটকেবলাহতফ্যারাও,এটিফেরোশব্দথেকেএসেছে.  ফেরোশব্দেরঅর্থহলবড়োবাড়িরমানুষ.

36. ঋক বেদের দেবতা ইন্দ্রকে কোন নামে ডাকা হত?

উত্তর:- পুরন্দর;এরঅর্থহলনগরধ্বংসকারী.

37. হায়ারোগ্লিফিক কী?

উত্তর:- মিশরেরচিত্রলিপিকেসাধারণতহায়ারোগ্লিফিকবলাহয়েথাকে.  এরঅর্থহলপবিত্রলিপি.  এতে২৭০টিঅক্ষরবালিপিব্যবহারকরাহত.  এটিডানদিকথেকেবামদিকেপড়তেহত.

38. হরপ্পা সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না?

উত্তর:- হরপ্পাসভ্যতারমানুষঘোড়ারব্যবহারজানতোনা.

39. মিশরের প্রান কাকে বলা হয়?

উত্তর:- নীলনদকেমিশরেরপ্রানবলাহয়.  এটিবলেছেনগ্রিকঐতিহাসিকহেরোডোটাস.

40. ভারতের প্রথম নগর কেন্দ্রীক সভ্যতার নাম কী?

উত্তর:- ভারতেরপ্রথমনগরকেন্দ্রীকসভ্যতাহলহরপ্পাসভ্যতা.

41. প্লেইস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ঠ লেখ.

উত্তর:- প্লেইস্টোসিনযুগেরঅন্যতমবৈশিষ্ঠহলআধুনিকমানুষেরআবির্ভাব.

42. নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ঠ কী?

উত্তর:- নব্যপ্রস্তরযুগেরঅন্যতমবৈশিষ্ঠকৃষিপদ্ধতিরব্যবহার.

43. প্লেস্টোসিন যুগ কত বছর স্থায়ী হয়েছিল?

উত্তর:- প্লেস্টোসিনযুগ১০থেকে২০লক্ষবছরস্থায়ীহয়েছিল.

44. বর্তমান যুগ কত বছর স্থায়ী হয়েছিল?

উত্তর:- ১০থেকে২০লক্ষবছরবর্তমানযুগস্থায়ীহয়েছিল.

45. কোন যুগের মানুষ কৃষি কাজের সূচনা ঘটিয়েছিল?

উত্তর:- নব্যপ্রস্তরযুগেরমানুষকৃষিকাজেরসূচনাঘটিয়েছিল.

” আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI  XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন / একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 11 History Suggestion / Class 11 History  Question and Answer / Class 11 History Suggestion / Class 11 Pariksha History Suggestion / History Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 History Suggestion FREE PDF Download)

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর

(Class 11 History Suggestion / West Bengal XI  XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th History Suggestion / Class 11 History  Question and Answer / Class 11 History  Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 History  EXiam Guide / Class 11 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 History  Suggestion FREE PDF Download) সফল হবে।

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর। আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর | Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর।

একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরআদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)

একাদশ শ্রেণির ইতিহাস আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি ইতিহাস | Class 11 History 

একাদশ শ্রেণি ইতিহাস (Class 11 History ) – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর | আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  | Class 11 History  Suggestion

একাদশ শ্রেণির ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন উত্তর | Class 11 History  Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  | আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  | একাদশ শ্রেণীর ইতিহাস সহায়ক – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর । Class 11 History  Question and Answer, Suggestion | Class 11 History  Question and Answer Suggestion | Class 11 History  Question and Answer Notes | West Bengal Class 11th History Question and Answer Suggestion.

WBBSE Class 11th History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরআদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)

একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 History Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর | আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  । Class 11 History  Question and Answer Suggestion.

WBBSE Class 11 History  Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর । Class 11 History  Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  প্রশ্ন ও উত্তর ।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WB Class 11 History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরআদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 11 History  Question and Answer আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 11 History  Question and Answer একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 11 History  Suggestion | একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তরআদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস – আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 History  Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 History Suggestion Download WBBSE Class 11th History short question suggestion . Class 11 History  Suggestion download Class 11th Question Paper History. WB Class 11 History suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 11 History  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 History Suggestion with 100% Common in the EXiamination .Class XI  XI  History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI  XI  History Suggestion is provided here. Class 11 History  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | Class 11 History  Question and Answer with FREE PDF Download Link

আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ (দ্বিতীয় অধ্যায়)  একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 11 History  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad