দশম শ্রেণীর ভূগোল : ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভূগোল : ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ভারতে কত খ্রিস্টাব্দ থেকে জনগণনা শুরু হয় ?

(A) ১৭৭১

(B) ১৮৭১

(C) ১৯৭১

(D) ১৯০০

Ans: (B) ১৮৭১

2. সাম্প্রতিকতম লোকগণনা ভারতে কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(A) ২০১০

(B) ২০১২

(C) ২০১১

(D) ২০১৩

Ans: (C) ২০১১

3. ভারতে কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয় ?

(A) ১০

(B) ১৫

(C) ৫

(D) ২০

Ans: (A) ১০

4. কৃষিকাজ , মাছ চাষ , খনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রের কার্যকলাপ ?

(A) গৌণ

(B) অন্যান্য

(C) প্রাথমিক

(D) প্রগৌণ

Ans: (C) প্রাথমিক

5. ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হল –

(A) কন্যাসন্তানের আকাঙ্ক্ষা

(B) স্ত্রীশিক্ষার অগ্রগতি

(C) চিকিৎসাশাস্ত্রের অবনতি

(D) পরিবার পরিকল্পনায় ব্যর্থতা

Ans: (D) পরিবার পরিকল্পনায় ব্যর্থতা

6. কোনো অঞ্চলের মানুষের বণ্টনগত তারতম্যের সূচক হল –

(A) ধারণযোগ্য উন্নয়ন

(B) কাম্য জনসংখ্যা

(C) জনঘনত্ব

(D) নগরায়ণ

Answer : (C) জনঘনত্ব

7. কোনো পৌর এলাকাকে তখনই শহর বলা যায় , যখন সেখানে লোকসংখ্যা কত জনের বেশি হয় ।

(A) ২০০০

(B) ৩০০০

(C) 8000

(D) ৫০০০

Answer : (D) ৫০০০

8. কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সর্বাধিক-

ক) পুদুচেরি

খ) লাক্ষাদ্বীপ

গ) দিল্লী

ঘ) চণ্ডীগড়

উত্তর- কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সর্বাধিক গ) দিল্লী।

9. জনসংখ্যাকে মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে পাওয়া যায়-

ক) জনঘনত্ব

খ) স্বাক্ষরতা হার

গ) শিশু মৃত্যু হার

ঘ) কোনোটিই নয়

উত্তর- জনসংখ্যাকে মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে পাওয়া যায় ক) জনঘনত্ব।

10. কোনো অঞ্চলের জনঘনত্ব নির্ণয় করতে হলে সেই অঞ্চলের মোট আয়তন দিয়ে সেই অঞ্চলের মোট জনসংখ্যাকে _____ করতে হয় ।

(A) ভাগ

(B) যোগ

(C) গুন

(D) বিয়োগ

Answer : (A) ভাগ

11. ভারতে কোন্ রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক –

(A) বিহার

(B) পশ্চিমবঙ্গ

(C) উত্তরপ্রদেশ

(D) কেরল

Answer : (A) বিহার

12. কৃষিকাজ, মাছ চাষ, খুনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রের কার্যকলাপ?

(ক) গৌণ

(খ) প্রাথমিক

(গ) প্রগৌণ

(ঘ) অন্যান্য

উত্তর : (খ) প্রাথমিক

13. পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে?

(ক) ১৭.৫০%

(খ) ১১.৬০%

(গ) ২৬.৫০%

(ঘ) ২১.৫০%

উত্তর : (ক) ১৭.৫০%

14. কোন অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচক হল –

(ক) ধারণযোগ্য উন্নয়ন

(খ) নগরায়ন

(গ) কাম্য জনসংখ্যা

(ঘ) জনঘনত্ব

উত্তর : (ঘ) জনঘনত্ব

15. গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল –

(ক) কাম্য জনসংখ্যা

(খ) ধারণযোগ্য উন্নয়ন

(গ) নগরায়ন

(ঘ) কোনোটিই নয়

উত্তর : (গ) নগরায়ন

16. অতিবিরল জনঘনত্বযুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল –

(ক) দিল্লি

(খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) পুদুচেরি

উত্তর : (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

17. গঙ্গা সমভূমিতে অধিক জলবন্টনের মূল কারণ কোনটি –

(ক) উর্বর মাটি

(খ) উপযুক্ত জলবায়ু

(গ) আয়ুষ্কাল বেশি

(ঘ) নগরায়ন

উত্তর : (ক) উর্বর মাটি

18. কোনটি ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য –

(ক) মহারাষ্ট্র

(খ) গোয়া

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) কেরল

উত্তর : (ঘ) কেরল

19. কোনটি ব্যবসাবাণিজ্যের কারণে গড়ে ওঠা শহর –

(ক) হলদিয়া

(খ) শিলিগুরি

(গ) আসানসোল

(ঘ) দুর্গাপুর

উত্তর : (খ) শিলিগুড়ি

20. গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল –

(A) কাম্য জনসংখ্যা

(B) ধারণযোগ্য উন্নয়ন

(C) নগরায়ণ

(D) কোনোটাই নয়

Answer : (C) নগরায়ণ

21. কোটি ভারতের বৃহত্তম মহানগর –

(A) দিল্লি

(B) চেন্নাই

(C) কলকাতা

(D) মুম্বাই

Answer : (D) মুম্বাই

22. ভারতে নগরায়ণের হার কত শতাংশ ?

(A) ৪০

(B) ৩০

(C) ৩৫

(D) ৪৫

Answer : (B) ৩০

23. কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম –

(A) দিল্লি

(B) আন্দামান ও নিকোবর

(C) পুদুচেরি

(D) লক্ষাদীপ

Answer : (B) আন্দামান ও নিকোবর

24. অতিবিরল জনঘনত্বযুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল—

(A) দিল্লি

(B) লাক্ষাদ্বীপ

(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(D) পুদুচেরি

Answer : (C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

25. কোনো শহরের লোকসংখ্যা কত – এর বেশি হলে, সেইসব শহরকে নগর বলে ?

(A) ৪৫

(B) ১ লক্ষ

(C) ১০ লক্ষ

(D) ২ লক্ষ

Answer : (B) ১ লক্ষ

26. অতিস্বল্প ঘনত্বযুক্ত রাজ্যটি হল –

ক) উত্তর প্রদেশ

খ) কেরালা

গ) গোয়া

ঘ) সিকিম

উত্তর- অতিস্বল্প ঘনত্বযুক্ত রাজ্যটি হল ঘ) সিকিম।

27. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য-

ক) কর্ণাটক

খ) উত্তরপ্রদেশ

গ) পশ্চিমবঙ্গ

ঘ) উত্তরাখন্ড

উত্তর- ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য খ) উত্তরপ্রদেশ।

28. ভারতে বর্তমানে ক – টি মহানগর রয়েছে ?

(A) ৬৮

(B) ৪৯

(C) ৭৩

(D) ৫৩

Answer : (D) ৫৩

29. ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি কার –

(A) জিমারম্যান

(B) ডেভিস

(C) টলেমি

(D) এভারবেলফোর

Answer : (D) এভারবেলফোর

30. ভারতে কত খ্রিস্টাব্দ থেকে জনগণনা শুরু হয় ?

(A) ১৭৭১

(B) ১৮৭১

(C) ১৯৭১

(D) ১৯০০

Answer : (B) ১৮৭১

31. সাম্প্রতিকতম লোকগণনা ভারতে কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(A) ২০১০

(B) ২০১২

(C) ২০১১

(D) ২০১৩

Answer : (C) ২০১১

32. ভারতে কত বছর অন্তর অন্তর জনগণনা করা হয় ?

(A) ১০

(B) ১৫

(C) ৫

(D) ২০

Answer : (A) ১০

33. কৃষিকাজ , মাছ চাষ , খনিজ আহরণ ইত্যাদি কোন ক্ষেত্রের কার্যকলাপ ?

(A) গৌণ

(B) অন্যান্য

(C) প্রাথমিক

(D) প্রগৌণ

Answer : (C) প্রাথমিক

34. ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হল –

(A) কন্যাসন্তানের আকাঙ্ক্ষা

(B) স্ত্রীশিক্ষার অগ্রগতি

(C) চিকিৎসাশাস্ত্রের অবনতি

(D) পরিবার পরিকল্পনায় ব্যর্থতা

Answer : (D) পরিবার পরিকল্পনায় ব্যর্থতা

35. Census শব্দের উৎপত্তি হয় একটি ____ শব্দ থেকে । 

(A) লাতিন

(B) ফরাসি

(C) সংস্কৃত

(D) গ্রিক

Answer : (A) লাতিন

36. পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে ?

(A) ১৭.৫০ %

(B) ১১.৬০ %

(C) ২১.৫০ %

(D) ২৬.৫০ %

Answer : (A) ১৭.৫০ %

37. কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তখন তাকে বলে –

(A) জনাকীর্ণতা

(B) কাম্য জনসংখ্যা

(C) ধারণযোগ্য উন্নয়ন

(D) শূন্য জনসংখ্যা বৃদ্ধি

Answer : (B) কাম্য জনসংখ্যা

38. ধারণযোগ্য উন্নয়নের জন্য—

(A) সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে

(B) জীবনযাত্রার মান উন্নত করতে হবে

(C) জাতীয় আয় বৃদ্ধি করতে হবে

(D) এইগুলির কোনোটাই নয়

Answer : (A) সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে

39. Census শব্দের উৎপত্তি হয় একটি ____ শব্দ থেকে ।

(A) লাতিন

(B) ফরাসি

(C) সংস্কৃত

(D) গ্রিক

Ans: (A) লাতিন

40. পৃথিবীর প্রায় কত শতাংশ লোক ভারতে বাস করে ?

(A) ১৭.৫০ %

(B) ১১.৬০ %

(C) ২১.৫০ %

(D) ২৬.৫০ %

Ans: (A) ১৭.৫০ %

41. কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তখন তাকে বলে –

(A) জনাকীর্ণতা

(B) কাম্য জনসংখ্যা

(C) ধারণযোগ্য উন্নয়ন

(D) শূন্য জনসংখ্যা বৃদ্ধি

Ans: (B) কাম্য জনসংখ্যা

42. ধারণযোগ্য উন্নয়নের জন্য—

(A) সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে

(B) জীবনযাত্রার মান উন্নত করতে হবে

(C) জাতীয় আয় বৃদ্ধি করতে হবে

(D) এইগুলির কোনোটাই নয়

Ans: (A) সঞ্চিত উপকরণের ব্যবহার হ্রাস করতে হবে

43. কোনো অঞ্চলের মানুষের বণ্টনগত তারতম্যের সূচক হল –

(A) ধারণযোগ্য উন্নয়ন

(B) কাম্য জনসংখ্যা

(C) জনঘনত্ব

(D) নগরায়ণ

Ans: (C) জনঘনত্ব

44. কোনো পৌর এলাকাকে তখনই শহর বলা যায় , যখন সেখানে লোকসংখ্যা কত জনের বেশি হয় ।

(A) ২০০০

(B) ৩০০০

(C) 8000

(D) ৫০০০

Ans: (D) ৫০০০

45. কোনো অঞ্চলের জনঘনত্ব নির্ণয় করতে হলে সেই অঞ্চলের মোট আয়তন দিয়ে সেই অঞ্চলের মোট জনসংখ্যাকে _____ করতে হয় ।

(A) ভাগ

(B) যোগ

(C) গুন

(D) বিয়োগ

Ans: (A) ভাগ

46. ভারতে কোন্ রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক –

(A) বিহার

(B) পশ্চিমবঙ্গ

(C) উত্তরপ্রদেশ

(D) কেরল

Ans: (A) বিহার

47. গ্রামাঞ্চল ধীরে ধীরে শহরে পরিণত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে তা হল –

(A) কাম্য জনসংখ্যা

(B) ধারণযোগ্য উন্নয়ন

(C) নগরায়ণ

(D) কোনোটাই নয়

Ans: (C) নগরায়ণ

48. কোটি ভারতের বৃহত্তম মহানগর –

(A) দিল্লি

(B) চেন্নাই

(C) কলকাতা

(D) মুম্বাই

Ans: (D) মুম্বাই

49. ভারতে নগরায়ণের হার কত শতাংশ ?

(A) ৪০

(B) ৩০

(C) ৩৫

(D) ৪৫

Ans: (B) ৩০

50. কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম –

(A) দিল্লি

(B) আন্দামান ও নিকোবর

(C) পুদুচেরি

(D) লক্ষাদীপ

Ans: (B) আন্দামান ও নিকোবর

51. অতিবিরল জনঘনত্বযুক্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল—

(A) দিল্লি

(B) লাক্ষাদ্বীপ

(C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(D) পুদুচেরি

Ans: (C) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

52. কোনো শহরের লোকসংখ্যা কত – এর বেশি হলে , সেইসব শহরকে নগর বলে ?

(A) ৪৫

(B) ১ লক্ষ

(C) ১০ লক্ষ

(D) ২ লক্ষ

Ans: (B) ১ লক্ষ

53. ভারতে বর্তমানে ক – টি মহানগর রয়েছে ?

(A) ৬৮

(B) ৪৯

(C) ৭৩

(D) ৫৩

Ans: (D) ৫৩

54. ধারণযোগ্য উন্নয়ন ধারণাটি কার –

(A) জিমারম্যান

(B) ডেভিস

(C) টলেমি

(D) এভারবেলফোর

Ans: (D) এভারবেলফোর

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

1. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?

উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।

2. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?

উঃ ১৯৫৩ সালে।

3. কোন বছর ভারতে পুনর্গঠন পরিষদের সুপারিশ রূপায়িত হয়?

উঃ ১৯৫৬ সালের ১লা নভেম্বর।

4. বিহারের রাজধানীর নাম কী?

উঃ পাটনা।

5. তামিলনাড়ুর রাজধানীর নাম কী?

উঃ চেন্নাই।

6. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?

উঃ পোর্টব্লেয়ার।

7. কেরালার রাজধানীর নাম কী?

উঃ তিরুবন্তপুরম।

8. নাগাল্যাণ্ডের রাজধানীর নাম কী?

উঃ কোহিমা।

9. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম কী?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

10. ভারপ্তের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কী?

উঃ উত্তরপ্রদেশ।

11. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?

উঃ 02 কোটি ।

12.  2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ?

উঃ 382 জন প্রতি বর্গ কিলোমিটার ।

13. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি ?

উঃ  বিহার । এই রাজ্যের জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিলোমিটার ।

14. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?

উঃ  1029 জন প্রতি বর্গ কিলোমিটার ।

15. জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত?

উঃ    দ্বিতীয় ।

16. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি ?

উঃ অরুণাচল প্রদেশ ।

17. বর্তমানে পৃথিবীর জনঘনত্ব কত ?

উঃ  প্রতি বর্গকিলোমিটারে 46 জন ।

18. বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতিপূর্ণ দেশ কোনটি ?

উঃ  অস্ট্রেলিয়া ।

19. Census শব্দের উৎপত্তি হয় কোন্ শব্দ থেকে ?

Ans: লাতিন শব্দ ‘ Censre ‘ ।

20. ভারতের বর্তমানে মোট জনসংখ্যা কত ?

Ans: ১২১. কোটি ।

21. ভারতের জনঘনত্ব কত ?

Ans: প্রতি বর্গকিমিতে ৩৮২ জন ।

22. ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?

Ans: বিহার ( ১১০২ জন / বর্গকিমি ) ।

23. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ( ২০০১–২০১১ ) ?

Ans: নাগাল্যান্ড ।

24. ভারতের কোন্ দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার খুব বেশি ?

Ans: হরিয়ানা ও রাজস্থান রাজ্যে ।

25. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?

Ans: উত্তরপ্রদেশ রাজ্যে ( ১৯.৯৬ কোটি ) ।

26. সময়ের অগ্রগতির সাথে সাথে জন্মহার ও মৃত্যুহারে তারতম্যের জন্য জনসংখ্যার স্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে কী বলে ?

Ans: জনসংখ্যা বৃদ্ধি ।

27. ভারতের মানুষ – জমির অনুপাত কত ?

Ans: প্রতি বর্গকিমিতে প্রায় ৪৩২ জন ।

28. এককথায় জনঘনত্ব বলতে কী বোঝ ?

Ans: দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাত ।

29. এককথায় মানুষজমি অনুপাত বলতে কী বোঝ ?

Ans: দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকরী জমির অনুপাত ।

30. কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্যকে কী বলে ?

Ans: জনাকীর্ণতা বা জনাধিক্যতা ।

31. কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম । হলে তাকে কী বলে ?

Ans: জনস্বল্পতা বা জনবিরলতা ।

32. এককথায় মানুষজমি অনুপাত বলতে কী বোঝ ?

Answer : দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকরী জমির অনুপাত ।

33. কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার আধিক্যকে কী বলে ?

Answer : জনাকীর্ণতা বা জনাধিক্যতা ।

34. কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম । হলে তাকে কী বলে ?

Answer : জনস্বল্পতা বা জনবিরলতা ।

35. ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে শহরবাসীর সংখ্যা সবচেয়ে বেশি ?

Answer : দিল্লির জনসংখ্যার ৯৩.১৮ % শহরবাসী ( ২০১১ ) ।

36. ভারতে মোট ক – টি মেগাসিটি রয়েছে ।

Answer : ৩ টি ।

37. ভারতের মেগাসিটিগুলি কী কী ?

Answer : বৃহত্তর মুম্বাই , বৃহত্তর কলকাতা ও বৃহত্তর দিল্লি ।

38. ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম লেখো ।

Answer : পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ।

39. ভারতের একটি বন্দর নগরের নাম লেখো ।

Answer : পশ্চিমবঙ্গের হলদিয়া ।

40. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ও সাক্ষরতার হার সবথেকে কম ?

Answer : বিহার ।

41. ভারতের ১ টি প্রশাসনিক শহর ও একটি শিল্পশহরের নাম লেখো ।

Answer : ভারতের প্রশাসনিক শহর – দিল্লি , এবং ভারতের জনসংখ্যাশহর — জামসেদপুর ।

42. ভারতের ২ টি সামরিক শহরের উদাহরণ দাও ।

Answer : ভারতের ২ টি দুর্গ বা সামরিক শহর হল— পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও মধ্যপ্রদেশের গোয়ালিয়র ।

43. ভারতের ২ টি বন্দর শহরের নাম লেখো ।

Answer : ভারতের ২ টি বন্দর শহর হল পশ্চিমবঙ্গের হলদিয়া ও ওড়িশার পারাদ্বীপ ।

44. ভারতের একটি অত্যধিক জনঘনত্বযুক্ত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো ।

Answer : ভারতের অত্যাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি ।

45. Census শব্দের উৎপত্তি হয় কোন্ শব্দ থেকে ?

Answer : লাতিন শব্দ ‘ Censre ‘ ।

46. ভারতের বর্তমানে মোট জনসংখ্যা কত ?

Answer : ১২১. কোটি ।

47. ভারতের জনঘনত্ব কত ?

Answer : প্রতি বর্গকিমিতে ৩৮২ জন ।

48. ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?

Answer : বিহার ( ১১০২ জন / বর্গকিমি ) ।

49. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ( ২০০১–২০১১ ) ?

Answer : নাগাল্যান্ড ।

50. ভারতের কোন্ দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার খুব বেশি ?

Answer : হরিয়ানা ও রাজস্থান রাজ্যে ।

51. আদমসুমারী (Census) কী?

উঃ প্রতি দশ বছর অন্তর ভারতে জনগণনা হয়। জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে আদমসুমারী বলে।

52. ভারতে কত বছর অন্তর জনগণনা বা আদমসুমারী হয়?

উঃ দশ (১০) বছর অন্তর।

53.  ভারতে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উঃ প্রায় ১.৮ শতাংশ।

54.  পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ কোনটি?

উঃ ভারত।

55.  ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি?

উঃ সিকিম।

56.  ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?

উঃ লক্ষদ্বীপ।

57.  আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উঃ রাজস্থান।

58.  আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

উঃ গোয়া।

59.  ভারতের রাজধানীর নাম কী?

উঃ দিল্লী।

60.  ভারতের মোট আয়তন কত?

উঃ ৩২,৮৭,৭৮২ বর্গ কিমি।

61.  জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?

উঃ প্রথম, প্রতি বর্গ কিমিতে ৭৬৬ জন।

62.  ভারতের সবচেয়ে কম জনঘনত্ব সম্পন্ন রাজ্যের নাম কী?

উঃ অরুণাচল প্রদেশ।

63.  জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রথম কোনটি?

উঃ দিল্লী। প্রতি বর্গ কিমিতে ৬৩১৯ জন।

64.  জনঘনত্বের বিচারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শেষ কোনটি?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। প্রতি বর্গ কিমিতে মাত্র ৩৭ জন।

65.  আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ সপ্তম।

66.  ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত?

উঃ উত্তর-দক্ষিণে বিস্তার ৩২১৪ কিমি।

67.  ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত?

উঃ পূর্ব-পশ্চিমে বিস্তার ২৯৩৩ কিমি।

68.  ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত?

উঃ ১৫২০০ কিমি।

69.  ভারতের জনসংখ্যা কত?

উঃ ১৩৬.৬৪ কোটি (২০১৯ সালের আদমসুমারী অনুযায়ী) । তবে বর্তমান জনসংখ্যা আরও বেশি, ১৩৯.২৭ কোটি (এপ্রিল ২০২১, উইকিপিডিয়া)।

70.  ভারতে ভাষার ভিত্তিতে রাজ্যগঠন কত সালে হয়?

উঃ ১৯৫৬ সালে।

71.  ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল?

উঃ ভাষা।

72.  মানুষ-জমি অনুপাত কি ?

উঃ   মোট জনসংখ্যা এবং কার্যকর জমি অনুপাতকে মানুষ-জমি অনুপাত বলে ।

73.  কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?

উঃ   সিকিমে ।

74.  কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে কোথায় জনসংখ্যা সবচেয়ে বেশি?

উঃ   দিল্লিতে ।

75.   কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোথায় জনসংখ্যা সবচেয়ে কম?

উঃ   লাক্ষা ও মিনি দ্বীপপুঞ্জে ।

76.  রারবান কি?

উত্তর – নগর সীমানার বাইরে যেখানে গ্রাম ও শহর জীবনের সংমিশ্রণ দেখা যায়, তাকে রারবান বলে। গ্যালপিন প্রথম এই রারবান শব্দটি ব্যবহার করেন।

77.  অভিবাসন কি?

উত্তর – বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অন্য কোন দেশে পরিব্রাজন কে অভিবাসন বলে।

78.   ভারতের কোন রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম ?

উঃ   হরিয়ানা 877/1000 অর্থাৎ 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা 877 ।

79.  ভারতের কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে?

উঃ ত্রিপুরায়।

80.  ভারতের কোথায় রেড ইন্ডিয়ানরা বাস করেন?

উঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।

81. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?

Answer : উত্তরপ্রদেশ রাজ্যে ( ১৯.৯৬ কোটি ) ।

82. সময়ের অগ্রগতির সাথে সাথে জন্মহার ও মৃত্যুহারে তারতম্যের জন্য জনসংখ্যার স্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে কী বলে ?

Answer : জনসংখ্যা বৃদ্ধি ।

83. ভারতের মানুষ – জমির অনুপাত কত ?

Answer : প্রতি বর্গকিমিতে প্রায় ৪৩২ জন ।

84. এককথায় জনঘনত্ব বলতে কী বোঝ ?

Answer : দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাত ।

85. ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে শহরবাসীর সংখ্যা সবচেয়ে বেশি ?

Ans: দিল্লির জনসংখ্যার ৯৩.১৮ % শহরবাসী ( ২০১১ ) ।

86. ভারতে মোট ক – টি মেগাসিটি রয়েছে ।

Ans: ৩ টি ।

87. ভারতের মেগাসিটিগুলি কী কী ?

Ans: বৃহত্তর মুম্বাই , বৃহত্তর কলকাতা ও বৃহত্তর দিল্লি ।

88. ভারতের একটি সাংস্কৃতিক শহরের নাম লেখো ।

Ans: পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ।

89. ভারতের একটি বন্দর নগরের নাম লেখো ।

Ans: পশ্চিমবঙ্গের হলদিয়া ।

90. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ও সাক্ষরতার হার সবথেকে কম ?

Ans: বিহার ।

91. ভারতের ১ টি প্রশাসনিক শহর ও একটি শিল্পশহরের নাম লেখো ।

Ans: ভারতের প্রশাসনিক শহর – দিল্লি , এবং ভারতের জনসংখ্যাশহর — জামসেদপুর ।

92. ভারতের ২ টি সামরিক শহরের উদাহরণ দাও ।

Ans: ভারতের ২ টি দুর্গ বা সামরিক শহর হল— পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও মধ্যপ্রদেশের গোয়ালিয়র ।

93. ভারতের ২ টি বন্দর শহরের নাম লেখো ।

Ans: ভারতের ২ টি বন্দর শহর হল পশ্চিমবঙ্গের হলদিয়া ও ওড়িশার পারাদ্বীপ ।

94. ভারতের একটি অত্যধিক জনঘনত্বযুক্ত রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো ।

Ans: ভারতের অত্যাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি ।

95.  ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম ?

উঃ  অরুণাচল প্রদেশ ।

96.  কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় জনঘনত্ব সবচেয়ে বেশি?

উঃ   দিল্লিতে ।

97.  কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে কোথায় জনঘনত্ব সবচেয়ে কম?

উঃ  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ।

98.  ভারতের সর্বাধিক স্বাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি?

উঃ   কেরল ।

99.  ভারতের সবচেয়ে কম সাক্ষরতা যুক্ত রাজ্য কোনটি?

উঃ   বিহার ।

100.  ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

উঃ  76 শতাংশ ।

101.  ভারতের সাক্ষরতার হার কত?

উঃ   04% এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার 14% এবং মহিলা সাক্ষরতার হার 646% ।

102.  ভারতের গড় আয়ুষ্কাল কত?

উঃ   674 বছর ।

103.  ভারতের শিশু মৃত্যুর হার কত?

উঃ  প্রতি 1000 জন শিশু প্রতি 44 জন।

104.  ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ?

উঃ   রাজস্থান এবং হরিয়ানা ।

105.  ভারতের নারী পুরুষের অনুপাত কত?

উঃ    940/ 1000 অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ পিছু 940 জন মহিলা .।

106.  ভারতের কোন রাজ্যে নারী-পুরুষের অনুপাত সর্বাধিক?

উঃ     কেরল 1084/1000 অর্থাৎ প্রতি 1000 জন পুরুষ পিছু  স্ত্রীর সংখ্যা 1084 ।

107.  জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে ভারত বর্তমানে উন্নীত হয়েছে?

উত্তর – তৃতীয় পর্যায়ে

108.  প্রশাসনিক শহরের উদাহরণ দাও?

উত্তর – দিল্লি, কলকাতা

109.  কোন মহাদেশ ও কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায়?

উত্তর – এশিয়া মহাদেশ ও চীন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায়।

110.  মানুষ জমি অনুপাত কাকে বলে?

উত্তর – কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির পরিমাণের অনুপাত কে মানুষ জমি অনুপাত বলে।

111.  মহানগর কাকে বলে?

উত্তর – ভারতে যে সমস্ত শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি তাদের মহানগর বলে। যেমন – কলকাতা মহানগর।

112.  ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি?

উত্তর – কেরালা

113.  ভারতে মেগাসিটির ন্যূনতম জন সংখ্যা কত?

উত্তর – 50 লক্ষ

114.  পৌর পুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর – প্যাট্রিক গেডেস

115.  বেল আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায় কোন কোন দেশে?

উত্তর – আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা

116.  অতি জনাকীর্ণতা কাকে বলে?

উত্তর – যখন কোন দেশের প্রাকৃতিক ও সাস্কৃতিক সম্পদ, জমির কার্যকরি সম্পদ উৎপাদনের চেয়ে জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যায় যা সম্পদের ব্যবহার যোগ্যতা ও কার্যকারিতা কে অতিক্রম করে, তখন সেই অবস্থাকে অতি জনাকীর্ণতা বলে।

117.  শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে?

উত্তর – ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া

118.  পৃথিবীর সবচেয়ে বিরল জনবসতি যুক্ত মহাদেশ কোনটি?

উত্তর – অ্যান্টার্কটিকা মহাদেশ

119.  জনসংখ্যা পিরামিডের উলম্ব ও অনুভূমিক অক্ষ দিয়ে কি প্রকাশ করা হয়?

উত্তর – উলম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী পুরুষ জনসংখ্যা প্রকাশ করা হয়।

120.  সামাজিক নৈকট্য কোন ধরনের বসতি গড়ে তোলে?

উত্তর – গোষ্ঠীবদ্ধ বসতি

121.  জনসংখ্যার ঋনাত্মক বৃদ্ধি বলতে কি বোঝ?

উত্তর – কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যু হারের তুলনায় জন্ম হার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ  অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তখন ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটে।

122.  ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি?

উত্তর – মৌজা

123.  2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জন ঘনত্ব কত?

উত্তর – 1024 জন /প্রতি বর্গ কিমি

124.  গ্লোবাল সিটি কাকে বলে?

উত্তর – বিশ্ব অর্থনীতি কে প্রভাবিত করে এমন নগর গুলিকে গ্লোবাল সিটি বা আলফা সিটি বলে। যেমন – লন্ডন, নিউইয়র্ক, মুম্বাই প্রভৃতি।

125.  জলবিন্দু বসতি কাকে বলে?

উত্তর – শুষ্ক অঞ্চলে কোন জলাশয় কে কেন্দ্র করে, যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে।

126.  পৌরপুঞ্জের সংজ্ঞা দাও?

উত্তর – দুটি বা তার অধিক পৃথক নগরের একত্রে অবস্থান একটি অঞ্চল হিসাবে গণ্য হলে, তাকে পৌরপুঞ্জ বলে।

” ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

 ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়)

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Suggestion দশম শ্রেণি ভূগোলভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) । Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর । ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad