দ্বাদশ শ্রেণীর ভূগোল : জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Geography [Chapter VI] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দ্বাদশ শ্রেণীর ভূগোল : জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর | WBBSE Class 12th Geography [Chapter VI] Question and Answer

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer : জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 12th Geography Question and Answer, Suggestion, Notes | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th HS HSGeography EXiamination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. বিশ্বের মােট জনসংখ্যার শতকরা ৩০ ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র –

[A] ১০ %

[B] ২০ %

[C] ১৫ %

[D] ৩০ % স্থানে

উত্তর:- [A] ১০ %

2. ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে –

[A] নগর 

[B] পৌরপুঞ্জ

[C] পৌরপিন্ড

[D] মেগাসিটি

উত্তর:- ?

3. খুচরাে বাজারকেন্দ্রিক পৌরবসতিকে বলে –

[A] পলিস

[B] মেট্রোপলিস 

[C] ইয়ােপলিস

[D] মেগালােপলিস

উত্তর:- [A] পলিস 

4.  ‘ পলিস ’ – এর অর্থ হল –

[A] নগর 

[B] বন্দর

[C] সড়ক

[D] ব্যাবসাক্ষেত্র

উত্তর:- [A] নগর  

5. জনবিবর্তন মডেলের যে পর্যায়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির অবস্থান দেখা যায় , তা হল –

[A] প্রথম পর্যায়

[B] দ্বিতীয় পর্যায়

[C] তৃতীয় পর্যায়

[D] চতুর্থ পর্যায়

উত্তর:- [D] চতুর্থ পর্যায় 

6. জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্থ ও শীর্ষদেশ তীক্ষ্ণ—

[A] অনুন্নত অর্থনীতির ইঙ্গিত

[B] বিপর্যস্ত অর্থনীতির ইঙ্গিত

[C] উন্নত অর্থনীতির ইঙ্গিত দেয়

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] অনুন্নত অর্থনীতির ইঙ্গিত

7. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ হলো

[A] নরওয়ে

[B] ভারত

[C] নাইজার

[D] পাকিস্তান

উত্তর:- [C] নাইজার

8. কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে ?

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র

[B] অস্ট্রেলিয়া

[C] জাপান

[D] জার্মানি

উত্তর:- [D] জার্মানি

9. 2011 – এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য

[A] পশ্চিমবঙ্গ

[B] কেরালা

[C] উত্তরপ্রদেশ

[D] বিহার

উত্তর:- [D] বিহার

10. মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে—

[A] মানুষ ষ – জমির অনুপাত

[B] জনঘনত্ব

[C] জমিঘনত্ব

[D] সম্পদ ঘনত্ব

উত্তর:- [B] জনঘনত্ব

11. জনঘনত্ব সাধারণত বেশি হয়—

[A] পর্বতে

[B] মালভূমিতে

[C] উপকূলে

[D] জঙ্গলে

উত্তর:- [C] উপকূলে

12. বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 90 ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র

[A] 10 %

[B] 20 %

[C] 15 %

[D] 30 % – স্থানে

উত্তর:- [A] 10 %

13. জনঘনত্ব সাধারণত বেশি হয় –

[A] পর্বতে

[B] মালভূমিতে

[C] উপকূলে

[D] জঙ্গলে

উত্তর:- [[C] উপকূলে

14. ভারতের একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ হল –

[A] মেদিনীপুর

[B] জুনপুট

[C] দুর্গাপুর

[D] দার্জিলিং

উত্তর:- [C] দুর্গাপুর 

15. মােট জনসংখ্যা ও মােট জমির পরিমাণের অনুপাতকে বলে –

[A] মানুষ – জমি অনুপাত

[B] জনঘনত্ব

[C] জমিঘনত্ব

[D] সম্পদঘনত্ব

উত্তর:- [B] জনঘনত্ব

16. ভারতে সাক্ষরতার হার হল –

[A] 74.04 %

[B] 76.06 %

[C] 84.04 %

[D] 86.06 %

উত্তর:- [A] 74.04 %

17. পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হল –

[A] নেপাল

[B] ব্রুনেই

[C] মালদ্বীপ

[D] ভাটিকান সিটি

উত্তর:- [D] ভাটিকান সিটি

18. প্রশাসনিক শহরের উদাহরণ হল –

[A] দুর্গাপুর

[B] শান্তিনিকেতন

[C] নিউ দিল্লি

[D] বারাণসী

উত্তর:- [C] নিউ দিল্লি

19. প্রতি বর্গকিমিতে ৫১  জনের বেশি জনসংখ্যা যুক্ত অঞ্চলকে –

[A] অল্প ঘনবসতিপূর্ণ

[B] অতি ঘনবসতিপূর্ণ

[C] অতি অল্প ঘনবসতিপূর্ণ

[D] অতি অল্প ঘনবসতিপূর্ণ অঞ্চল বলে

উত্তর:- [B] অতি ঘনবসতিপূর্ণ

20. অতি বিরল বসতি অঞ্চলে জনঘনত্ব হল প্রতি বর্গকিমিতে –

[A] ১ জনের কম

[B] ৫ জনের কম

[C] ১০ জনের কম

[D] ১৫ জন

উত্তর:- [A] ১ জনের কম 

21. পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে মহাদেশে তা হল –

[A] এশিয়া

[B] ইউরােপ

[C] আফ্রিকা

[D] ওশিয়ানিয়া 

উত্তর:- [C] আফ্রিকা

22. মহানগরে ন্যূনতম জনসংখ্যা থাকে –

[A] ১ কোটি 

[B] ১০ কোটি 

[C] ১ লক্ষ

[D] ১০ লক্ষ

উত্তর:- [D] ১০ লক্ষ

23. বর্তমান ভারতে শহরবাসী জনসংখ্যার শতাংশ হল –

[A] ২১

[B] ২৯

[C] ২৬

[D] ৩১

উত্তর:- [D] ৩১

24. জার্মানিতে শহর কী নামে পরিচিত ? –

[A] স্টাডেন

[B] স্ট্যাড

[C] সিটি

[D] টাউন

উত্তর:- [B] স্ট্যাড

25. ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে আছে , তা হল –

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

[D] চতুর্থ

উত্তর:- [B] দ্বিতীয়

26. ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক হল –

[A] গ্রাম 

[B] শহর

[C] নগর

[D] মৌজা

উত্তর:- [D] মৌজা

27. ভারতের মহানগরের সংখ্যা –

[A] ৫৩ টি

[B] ৫৪ টি

[C] ৫৫ টি

[D] ৫৬ টি

উত্তর:- [A] ৫৩ টি

28. ‘কনারবেশন ’ শব্দটি প্রথম ব্যবহার করেন –

[A] জাঁ গটম্যান

[B] পলম্যান

[C] পেট্রিক গেডেস

[D] হান্টিংটন

উত্তর:- [C] পেট্রিক গেডেস

29. ভারতের একটি প্রতিরক্ষা শহর হল —

[A] চণ্ডিগড়

[B] জয়পুর 

[C] ব্যারাকপুর

[D] ত্রিবান্দ্রম

উত্তর:- [C] ব্যারাকপুর

30. জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হল –

[A] প্রজনন 

[B] অভিবাসন

[C] বয়ঃলিঙ্গ অনুপাত

[D] মরণশীলতা

উত্তর:- [C] বয়ঃলিঙ্গ অনুপাত

31. ভারতের জনসংখ্যা আয়ােগ কর্তৃক প্রদত্ত পৌরবসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম পুরুষকর্মীর শতকরা মানদণ্ডটি হল –

[A] ২৫

[B] ৭৫

[C] ৫০

[D] ৯৫

উত্তর:- [B] ৭৫

32. জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তা হল –

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয়

[D] চতুর্থ

উত্তর:- [B] দ্বিতীয়

33. ভারতের সবচেয়ে সাক্ষর রাজ্যটি হল –

[A] পশ্চিমবঙ্গ

[B] বিহার 

[C] কেরালা

[D] মিজোরাম

উত্তর:- [C] কেরালা

34. একটি জনবিরল দেশ হল –

[A] চিন

[B] ভারত

[C] অস্ট্রেলিয়া

[D] ইংল্যান্ড

উত্তর:- [C] অস্ট্রেলিয়া

35. ভারতীয় জনগণনা অনুসারে পৌরবসতি নির্ধারণে অকৃষিক্ষেত্রে নিযুক্ত শতকরা জনসংখ্যা হল –

[A] ৫০

[B] ৭৫

[C] ৮০

[C] ১০০

উত্তর:- [B]

36. সমগ্র পৃথিবী পৌরবসতিতে পরিপূর্ণ হলে তাকে বলে –

[A] একুমেনােপলিস

[B] মেট্রোপলিস

[C] নেক্রোপলিস

[D] পলিস

উত্তর:- [A] ৭৫

37. কোনাে দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলে –

[A] কাম্য জনসংখ্যা

[B] স্থিতিশীল জনসংখ্যা

[C] জনস্বল্পতা

[D] জনাকীর্ণতা

উত্তর:- [D] জনাকীর্ণতা

38. ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল –

[A] বিহার

[B] অসম

[C] সিকিম

[D] ত্রিপুরা

উত্তর:- [C] সিকিম

39. ভারতের একটি সামরিক শহরের উদাহরণ হল –

[A] ব্যারাকপুর

[B] পারাদ্বীপ

[C] হায়দরাবাদ

[D] পুনে

উত্তর:- [A] ব্যারাকপুর

40. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হল –

[A] ৯৫০ : ১০০০

[B] ৯৩০: ১০০০

[C] ৯৩৫: ১০০০

[D] ৯৪০ : ১০০০

উত্তর:- [D] ৯৪০ : ১০০০

41. নিত্যবহ নদীর দুই পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে তা হল –

[A] বৃত্তাকার

[B] রৈখিক

[C] অশ্বক্ষুরাকৃতি

[D] দাবার ছক আকৃতি

উত্তর:- [B] রৈখিক

42. কোনাে বড়াে শহরের কেন্দ্রীয় অংশকে বলে –

[A] পৌরবসতি

[B] হ্যামলেট

[C] CBD

[D] বাজার

উত্তর:- [C] CBD

43. জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ তীক্ষ্ণ –

[A] অনুন্নত অর্থনীতি

[B] বিপর্যস্তঅর্থনীতি

[C] উন্নত অর্থনীতির ইঙ্গিত দেয়

[D] কোনােটিই নয়

উত্তর:- [A] অনুন্নত অর্থনীতি

44. ছােটোনাগপুর মালভূমির গ্রামীণ বসতির আকার –

[A] আয়তাকার

[B] বর্গাকার

[C] দাবার ছকের আকার

[D] দণ্ডকার হয়

উত্তর:- [A] আয়তাকার

45. কোন্ দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে ? –

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র

[B] অস্ট্রেলিয়া

[C] জাপান

[D] জার্মানি

উত্তর:- [D] জার্মানি

46. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হল –

[A] দিল্লি

[B] মুম্বাই

[C] চেন্নাই

[C] কলকাতা

উত্তর:- [B] মুম্বাই

47. প্রায় যােগাযােগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে –

[A] হ্যামলেট

[B] গ্রাম 

[C] মৌজা

[D] শহর

উত্তর:- [A] হ্যামলেট

48. ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে –

[A] হ্যামলেট

[C] মৌজা 

[C] শুকবিন্দু বসতি

[D] আর্দ্রবিন্দু বসতি

উত্তর:- [A] হ্যামলেট

49. ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনাে শহরের ন্যূনতম জনসংখ্যা হল –

[A] ১০০০

[B] ৫০০০

[C] ১০০০০ 

[D] ১০০০০০

উত্তর:- [B] ৫০০০

50. ভারতে কোন প্রকার অভ্যন্তরীণ পরিযান সর্বাধিক ঘটে ? –

[A] গ্রাম থেকে শহরে

[B] শহর থেকে শহরে

[C] গ্রাম থেকে গ্রামে

[D] শহর থেকে গ্রামে

উত্তর:- [A] গ্রাম থেকে শহরে

51. ২০১১- এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল –

[A] পশ্চিমবঙ্গ

[B] কেরালা

[C] উত্তরপ্রদেশ

[D] বিহার

উত্তর:- [D] বিহার

52. ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল –

[A] পশ্চিমবঙ্গ

[B] বিহার

[C] উত্তরপ্রদেশ

[D] মহারাষ্ট্র

উত্তর:- [C] উত্তরপ্রদেশ

53. দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে , তা হল –

[A] ‘ L ‘ আকৃতির

[B] ‘ Y ‘ আকৃতির 

[C] ‘ Z ‘ আকৃতির

[D] ‘ N ‘ আকৃতির

উত্তর:- [A] ‘ L ‘ আকৃতির

54. কার্যাবলির ভিত্তিতে বারাণসী শহরটি হল –

[A] প্রশাসনিক শহর

[B] ধর্মীয় শহর

[C] প্রতিরক্ষামূলক শহর

[D] শিল্পনগরী

উত্তর:- [B] ধর্মীয় শহর

55. ‘ জনসংখ্যা বিবর্তনতত্ত্ব ‘ – এর প্রথম পর্যায় বলতে বােঝায় –

[A] প্রাক্ – শিল্পবিপ্লবের সময়কালকে

[B] শিল্পবিপ্লবের সময়কালকে

[C] শিল্পবিপ্লবের পরবর্তী সময়কালকে

[D] বর্তমান সময়কালকে

উত্তর:- [A] প্রাক্ – শিল্পবিপ্লবের সময়কালকে

56. কোনাে শহরের মােট জনসংখ্যা ১০,০০০,০০ – এর বেশি হলে , তাকে বলে –

[A] পৌরপুঞ্জ

[B] মেগাসিটি

[C] মহানগর

[D] মহানগরপুত্র

উত্তর:- [C] মহানগর

57. প্রায় জনশূন্য অঞ্চল হল –

[A] জাইরে নদী অববাহিকার বনভূমি

[B] স্তেপ তৃণভূমি

[C] ব্রাজিলের পূর্বভাগ

[D] বৃহৎ হ্রদ অঞ্চল

উত্তর:- [A] জাইরে নদী অববাহিকার বনভূমি

58. লুই মামফোর্ড প্রতিটি শহরকে –

[A] ৬ টি 

[B] ৫ টি

[C] ৪ টি

[D] ৭ টি অবস্থা বা পর্যায়ে অন্তর্ভুক্ত করেছেন

উত্তর:- [A] ৬ টি 

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 12 Geography Suggestion | West Bengal WBBSE Class HS HS(Class 12th) Geography Question and Answer Suggestion

1. র্জন্মহার কাকে বলে?*

উত্তর:- কোনাে দেশের প্রতি বছর প্রতি এক হাজার জন মানুষ পিছু যত জন জীবন্ত শিশুর জন্ম হয়, তার অনুপাতই হল জন্মহার বা

2. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কী ?

উত্তর:- কোনাে দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়।

3. ভারতের দ্রুত জনসংখ্যাবৃদ্ধির কারণ লেখাে, যে-কোনাে দুটি।

উত্তর:- [1] শিক্ষা ও সচেতনতার অভাব এবং [2] অল্প বয়সে বিবাহ।

4. সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান কেমন হয় ?*

উত্তর:- অবনত হয়।

5. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের স্ত্রী-পুরুষের

উত্তর:- 940:10001

6. পার্বত্য অঞলে ঋতুভিত্তিক পরিব্রাজনকে কী বলে?

উত্তর:- উট্রান্স-হিউম্যান্স।

7. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল কথা কী ?

উত্তর:- কোনাে দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন সর্বদাই ওই দেশের জন্মহার এবং মৃত্যুহার দ্বারা ব্যাপক হারে নির্ধারিত হয়।

8. ভারতের দ্রুত জনসংখ্যাবৃদ্ধির কারণ লেখাে, যে-কোনাে দুটি।

উত্তর:- [1] শিক্ষা ও সচেতনতার অভাব এবং [2] অল্প বয়সে বিবাহ।

9. সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে জীবনযাত্রার মান কেমন হয় ?*[WBCHSE ’10]

উত্তর:- অবনত হয়।

10. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের স্ত্রী-পুরুষের

উত্তর:- 940:10001

11. শূন্য জনসংখ্যাবৃদ্ধি’ কাকে বলে?* K0wBCHSE ‘7804]

উত্তর:- জনসংখ্যার বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে শূন্য জনসংখ্যাবৃদ্ধি বলে। এই সময় মােট পরিব্রাজন-সহ মােট জন্মহার ও মােট মৃত্যুহার-এর অন্তরফল শূন্য হয়। জনবিবর্তনের প্রথম ও চতুর্থ পর্যায়ে শূন্য জনসংখ্যাবৃদ্ধি’ দেখা যায়।

12. জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়ঃলিঙ্গ পিরামিডের

উত্তর:- ব্যারেল আকৃতি।

13. জনসংখ্যা বিবর্তন তত্ত্ব অনুসারে ভারত বর্তমানে কোন্

উত্তর:- দ্বিতীয় পর্যায়ের।

14. Age-Sex Pyramid FIT 1661?*

উত্তর:- যে লেখচিত্রের সাহায্যে কোনাে দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স ও লিঙ্গের ভিত্তিতে জন্মমৃত্যু, আয়তন ও গঠন বিন্যাস প্রকাশ করা যায়, তাকে Age-Sex Pyramid বলে।

15. লিঙ্গানুপাত [Sex ratio] বলতে কী বােঝাে?

উত্তর:- কোনাে স্থানের মােট জনসংখ্যার কত জন নারী ও কতজন পুরুষ সেই সংখ্যার অনুপাতকেই বলা হয় লিঙ্গানুপাত [Sex ratio]।

16. কোন্ দেশে মানুষের গড় আয়ু সবচেয়ে কম?

উত্তর:- আফগানিস্তানে [44.6 বছর]।

17. ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত দেখা যায় কোন্ রাজ্যে ?

উত্তর:- কেরলে [1084:1000]।

18. জনসংখ্যার বৃদ্ধি কাকে বলে?[WBCHSE ’07]

উত্তর:- কোনাে দেশের জমির বহনক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে ও বছর বছর তা বাড়তে থাকলে তাকে বলে জনসংখ্যার বৃদ্ধি।

[জনবসতি ভূগোল প্রশ্ন উত্তর]

19. জনবসতি কাকে বলে?

উত্তর:- কোনাে নির্দিষ্ট এলাকাতে এক বা একাধিক ভৌগােলিক পরিবেশের আনুকূল্যে একাধিক মানুষের যে আবাসস্থল গড়ে ওঠে, তাকে বলা হয় জনবসতি।

20. গ্রামীণ বসতির প্রধান উপজীবিকা কী ?

উত্তর:- কৃষিকাজ।

21. গ্রামীণ ও পৌর বসতির মধ্যে কোটি প্রাচীন?*

উত্তর:- গ্রামীণ বসতি।

[WBCHSE ’09]

22. জনসংখ্যা বণ্টনের একটি প্রাকৃতিক কারণ উল্লেখ করাে।*

উত্তর:- খনিজ সম্পদের প্রাচুর্য, জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

23. Census গ্রাম কাকে বলে?

উত্তর:- ভারতীয় আদমশুমারি বিভাগ এক-একটি মৌজাকে এক-একটি গ্রাম হিসেবে চিহ্নিত করেছে, এই মৌজা অনুসারে ভারতে রাজস্ব আদায় বা জনগণনা হয় বলে মৌজাকে রাজস্ব গ্রাম বা সেন্সাস ভিলেজ বলে। এক্ষেত্রে সর্বাপেক্ষা ছােটো প্রশাসনিক ইউনিট যেখানে একটি মৌজা, একটি গ্রাম অথবা একাধিক গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয়।

24. হ্যামলেট কাকে বলে?

উত্তর:- প্রধান গ্রামের অংশ থেকে বিচ্ছিন্ন, প্রায় 20-25টি বাড়ি নিয়ে,নিম্নবর্গ বা উচ্চ নিম্নবিত্ত সম্প্রদায়কে নিয়ে গড়ে ওঠা ছােটো পাড়াই হল হ্যামলেট।

25. সবুজ গ্রাম কী ?*

উত্তর:- বনভূমির মধ্যে কোনাে ফাঁকা স্থানে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রাম বসতিকেই বলা হয় সবুজ গ্রাম।

26. কতকগুলি জেলার সম্মিলিত একক কী ?

উত্তর:- রাজ্য।

27. কতকগুলি ব্লক বা থানা নিয়ে কী গঠিত হয়?

উত্তর:- মহকুমা।

28. ক্যারাভান সরাই কাকে বল?

উত্তর:- বণিক এবং পথিকদের রাত্রিবাসের জন্য মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত পথের ধারে নির্মিত গ্রাম্য বসতিকেই বলা হয় ক্যারাভান সরাই।

29. জলবিন্দু বসতি’ কাকে বলে?[WBCHSE ’16]

শুষ্ক অঞ্চলে জলের উৎসকে [প্লায়া] কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে বলা হয় আর্দ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি। যেমন— মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে বসতি।

30. শুষ্ক বিন্দু বসতি কাকে বলে?*

উত্তর:- নদী অববাহিকায় বন্যাকবলিত অঞ্চলে মানুষজন বন্যার জল পৌছােয় না এমন উঁচু ও শুষ্ক জায়গায় তাদের বসতি গড়ে তােলে। এই বসতিকেই বলে শুষ্ক বিন্দু বসতি।

31. দুটি রাস্তার সংযােগস্থলে কী ধরনের বসতি গড়ে ওঠে?*

উত্তর:-  L বা T আকৃতির বসতি।[WBCHSE ’12]

32. রাস্তার ধার বরাবর কোন্ ধরনের জনবসতি সাধারণত গড়ে ওঠে?*[WBCHSE ’11]

উত্তর:- দণ্ডকার বসতি।

33. পার্বত্য অঞ্চলে সাধারণত কোন্ ধরনের জনবসতি গড়েওঠে?*[WBCHSE ’11]

উত্তর:- বিক্ষিপ্ত জনবসতি

34. দুটি রাস্তার সংযােগস্থলে কী ধরনের বসতি গড়ে ওঠে?*

উত্তর:- L বা T আকৃতির বসতি।[WBCHSE ’12]

35. রাস্তার ধার বরাবর কোন্ ধরনের জনবসতি সাধারণত গড়ে ওঠ

উত্তর:- দণ্ডকার বসতি।

36. পার্বত্য অঞ্চলে সাধারণত কোন্ ধরনের জনবসতি গড়ে ওঠে?*[WBCHSE ’11]

উত্তর:- বিক্ষিপ্ত জনবসতি।

37. সারিবদ্ধভাবে অবস্থিত অনেকগুলি বাসগৃহকে একত্রে কী [WBCHSE ’07]

উত্তর:- রৈখিক জনবসতি।

38. নদীর বদ্বীপ অঞলে কোন্ ধরনের গ্রামীণ বসতি দেখা যায় ?[Ichapur Sri gadadhar High School ’17]

উত্তর:- পিণ্ডাকৃতির বসতি।

39. নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন্ প্রকার গ্রামীণ বসতি বেশি দেখা যায় ?* [WBCHSE SampleQuestion, 2014]

উত্তর:- রৈখিক জনবসতি।

40. সামাজিক নৈকট্য কোন্ ধরনের জনবসতি গড়ে তােলে?*

উত্তর:- গােষ্ঠীবদ্ধ জনবসতি। [WBCHSE Sawple Questto6, 2014]

41. রৈখিক জনবসতি কাকে বলে?*

উত্তর:- সড়কপথ, রেলপথ, নদী, খাল প্রভৃতির সমান্তরালে সারিবদ্ধভাবে গড়ে ওঠা জনবসতিকে বলা হয় রৈখিক জনবসতি।

42. Rurban ế ?

উত্তর:- শহরের সীমানার বাইরে গ্রামীণ ও পৌর বসতির সংমিশ্রণে বসতি যার জনবসতির ঘনত্ব, জনসংখ্যা ও জীবিকাসমূহ শহরের মতাে এবং প্রশাসনিক দিকটি গ্রামের মতাে, তাকে বলে। Rurban বা গ্রাম-শহর।

43.  ‘পৌরপুঞ্জ’-এর সংজ্ঞা দাও।[WBCHSE ’17]

উত্তর:- একসঙ্গে লাগােয়া একগুচ্ছ শহরকে একত্রিতভাবে পৌরপুঞ্জ বলা হয়। এটি প্রয়ােগ করেছিলেন প্রথম প্যাট্রিক গেডেস।

উদাহরণ-কলকাতা পৌরপুঞ্জের অন্তর্গত হুগলি নদীর দু-পাশের শহরগুলাে।

44.  ‘Urban’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর:- ?

45. ভারতে 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট নগরকে কী [WBCHSE ’14]

উত্তর:- মহানগর।

46. ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতিকে ক-টি ভাগে ভাগ করা যায়?

উত্তর:- 6টি।

47. লুই মামফোর্ড-এর মতে, অতিক্ষুদ্র নগরবসতিকে কী বলা হয় ?

উত্তর:- ইয়ােপলিস।

48. Rurban শব্দটি প্রথম কে ব্যবহার করেন?*[Behala Girls’ High School ’17]

উত্তর:- সি জে গ্যালপিন, 1918 খ্রিস্টাব্দে।

49. ভারতের প্রথম শ্রেণির শহরের লােকসংখ্যা কত?

উত্তর:- কমপক্ষে 1 লক্ষ বা তার বেশি।[ParaskaraBBHighschool16]

50. ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত?* [WBCHSE ’15]

উত্তর:- 1কোটির বেশি।

51. জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম শহরটি কী?

উত্তর:- টোকিও। ”

52. মেগালােপলিস শব্দটির ব্যবহার পেট্রিক গেডেস এবং জাঁ গটম্যান কবে করেন?

উত্তর:- পেট্রিক গেডেস 1918 খ্রিস্টাব্দে। জাঁ গটম্যান 1961 খ্রিস্টাব্দে[Cities in Evolution গ্রন্থে]।

53. প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে কী ধরনের বসতি গড়ে ওঠে?*

উত্তর:- ?

54. দিল্লি ও মুম্বাইতে কী জাতীয় পৌরবসতি দেখতে পাওয়া যায় ?*

উত্তর:- মেট্রোপলিস।

55. পলিস কাকে বলে?* AA

উত্তর:- ইয়ােপলিসের থেকে আকার ও জনসংখ্যায় বৃহৎ পৌর বসতিকে বলা হয় পলিস।

56. ওমেগাসিটি কাকে বলে ?

উত্তর:- যেসকল মহানগরের জনসংখ্যা 50 লক্ষ বা 1 কোটির বেশি ও জনঘনত্ব অত্যধিক ও অর্থনৈতিক দিক থেকে উন্নত তাদের বলা হয় মেগাসিটি।

57. ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে নগরায়ণের হ্যর সর্বাধিক?*

উত্তর:- দিল্লি।

58. ভারতের একটি আধুনিক শহরের উদাহরণ দাও।

উত্তর:- চণ্ডীগড়।

59.  ভারতের একটি দ্বৈত নগরের উদাহরণ দাও।

উত্তর:- কলকাতা-হাওড়া।

60. ভারতের একটি প্রশাসনিক শহরের উদাহরণ দাও।

উত্তর:- দিল্লি।

61. শিল্প শহর কাকে বলে ?

উত্তর:- কলকারখানা বা শিল্পকে কেন্দ্র করে যে পৌরবসতি গড়ে ওঠে,তাকে বলা হয় শিল্প শহর। যেমন— ভারতের জামশেদপুর।

62. দুটি ধর্ম শহরের উদাহরণ দাও।*

উত্তর:- মথুরা, বৃন্দাবন। [ Jodhpur Park Girls High School ’17]

63. ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরটির নাম লেখ।

উত্তর:- NCR, দিল্লি।[WBCHSE ’18]

64. একটি নেক্রোপলিসের উদাহরণ দাও।

উত্তর:- ব্যাবিলন।

65.  যমজ শহর কাকে বলে?*

উত্তর:- পৌর এলাকার একত্রীভবনের ফলে সৃষ্ট দুটি শহর পাশাপাশি অবস্থান করলে তাদের একত্রে যমজ শহর বলে। উদাহরণ- হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদ।

66.  উপনগর কী ?

উত্তর:- প্রধান নগর বা মহানগরের অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানাের জন্য প্রধান শহরের নিকটে পরিকল্পিতভাবে গঠিত সর্বাধুনিক সুবিধাযুক্ত ক্ষুদ্র শহরকেই উপনগর বলা হয়।

67. বহিবন্দর শহর কাকে বলে?

উত্তর:- নাব্যতা হ্রাসজনিত কারণে প্রধান বন্দরটির সাহায্যকারী বন্দর হিসেবে গড়ে ওঠা বন্দরটিকে কেন্দ্র করে যে শহর স্থাপিত হয়,তাকেই বলা হয় বহির্বন্দর শহর।

68. গ্লোবাল সিটি কাকে বলে ?

উত্তর:- বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি , ওয়ার্ল্ড সেন্টার বা আলফা সিটি বলে ।

যেমন— লন্ডন , নিউইয়র্ক , মুম্বই প্রভৃতি ।

69. অপরিশোধিত জন্মহার কাকে বলে ?

উত্তর:- কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলে ।

70. মানব উন্নয়ন কাকে বলে ?

উত্তর:- মানবউন্নয়ন হলো মানুষের জীবনাযাত্রার বহুবিধ আর্থ – সামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য , বাসস্থান , স্বাস্থ্য , সামাজিক সুরক্ষা ইত্যাদির উন্নয়ন ।

71. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে ?

উত্তর:- দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে , তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে ।

72.  ‘ Census ‘ কী ?

উত্তর:- Census হলো এক পদ্ধতি বিশেষ , যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে ।

73. ” The Population map of India follows the rainfall map’— কেন বলা হয় ?

উত্তর:- ” The Population map of India follows the rainfall map ” — বলার কারণ হলো কৃষিপ্রধান ভারতে বৃষ্টিপাতের উপরই কৃষিকার্য সম্পূর্ণরূপে নির্ভরশীল । এছাড়া বৃষ্টিপাত জনবৈতন্নকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে ।

74. ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি ?

উত্তর:- কেরালা ।

75. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?

উত্তর:- 1028 জন / বর্গ কিলোমিটার ।

76. ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম লেখো ।

উত্তর:- ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিজ আছে ব্রিটিশ যুক্তরাজ্যে ।

77. পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক ?

উত্তর:- পৃথিবীতে চিনের জনসংখ্যা সর্বাধিক ।

78. Bell – shaped age sex pyramid লক্ষ করা যায় কোন কোন দেশে ?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র , কানাডা ।

79. শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে ?

উত্তর:- ডেনমার্ক , নরওয়ে , জার্মানি , অস্ট্রেলিয়া । 

80. অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত ?

উত্তর:- অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিমিতে 11-50 জন । অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি ও দক্ষিণে প্রতি বর্গ কিমিতে 1-10 জন ।

81. মেধাপ্রবাহ কী ?

উত্তর:- উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী , শীর্ষব্যবস্থাপক , গবেষক , বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদি স্থানান্তরকে মেধাপ্রবাহ বলে ।

82. নক্ষত্রাকার বসতি কাকে বলে ?

উত্তর:- বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়কপথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় । তখন ঐ বসতির আকার নক্ষত্রের মতো হয় ।

83. জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উল্লম্ব অক্ষ দিয়ে কী প্রকাশ করা হয় ?

উত্তর:- উল্লম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী – পুরুষ [ ডানদিকে নারী ও বামদিকে পুরুষ ] প্রকাশ করা হয় ।

84. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো ?

উত্তর:- কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে ।

85. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব

উত্তর:- 382 জন / বর্গকিমি।

86. বর্তমানে পৃথিবীর জনসংখ্যা কত? [WBCHSE ’12]

উত্তর:- 9 7,515,284,153 জন।

87. 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা

উত্তর:- 121 কোটি।

88. জনঘনত্ব কাকে বলে?[WBCHSE ’10]

উত্তর:- কোনাে দেশের মােট জনসংখ্যা এবং ওই দেশের মােট জমির পরিমাণের সংখ্যাসূচক অনুপাতই হল জনঘনত্ব। সাধারণত প্রতি বর্গকিলােমিটার এলাকায় বসবাসকারী মােট জনসংখ্যাকে ওই এলাকার জনঘনত্ব বলে।

89. ভারতে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন ?*

উত্তর:- অরুণাচলপ্রদেশ।

90. ভারতের আধুনিক জনগণনার পথিকৃৎ কে?*

উত্তর:- ?

91. যে ভূগােলে জনসংখ্যা নিয়ে আলােচনা করা হয়, তাকে কীবলে?

উত্তর:- জনসংখ্যা ভূগােল।

92. শারীরবৃত্তীয় ঘনত্ব কী ?

উত্তর:- প্রতি বর্গএকক কৃষিজমিতে জনসংখ্যার পরিমাণকে শারীরবৃত্তীয় জনঘনত্ব বলা হয়।

93.  কৃষি ঘনত্ব কী?*

উত্তর:- প্রতি বর্গ একক কৃষিজমিতে কৃষির উপর শুধুমাত্র নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কৃষি ঘনত্ব নামে পরিচিত।

94. ভারতের দুটি অতি নিবিড় জনবসতির নাম লেখাে।

উত্তর:- উপশ্চিমবঙ্গ এবং বিহার।

95.  পৃথিবীর দুটি জনবিরল দেশের নাম লেখাে।

উত্তর:- উগ্রিনল্যান্ড, সুইডেন।

96. ভারতের দুটি স্বল্প জনবসতিযুক্ত অঞ্ছলের নাম লেখাে৷

উত্তর:- মেঘালয় এবং রাজস্থান।

97. ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোটি ?

উত্তর:- দিল্লি।

98. ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উত্তর:- লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ।

99. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম কোথায়?

উত্তর:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

100. জনসংখ্যার নিরিখে ভারতের স্থান পৃথিবীতে কত?

উত্তর:- দ্বিতীয়।

101. বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি?

উত্তর:- এশিয়া।

102. জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম শহরটির নাম লেখাে।*

উত্তর:- মুম্বাই।

103. মানুষ জমি অনুপাত|মানুষ-জমি অনুপাতের সংজ্ঞা দাও

উত্তর:- কোনাে দেশ বা অঞ্চলে বসবাসকারী মােট কর্মদক্ষতাসম্পন্ন জনসংখ্যা ও দেশের বা অঞ্চলের মােট কার্যকর জমির অনুপাতকেই বলা হয় মানুষ জমি অনুপাত”।

104. আদর্শ মানুষ-জমি অনুপাতকে কী বলে?*

উত্তর:- কাম্য জনসংখ্যা।[WBCHSE Sample Question, 2014]

105. জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি কীভাবে নির্ণয় করা যায়?** [Bankura christian Collegiate School’16]

উত্তর:- মানুষ-জমি অনুপাত দেখে।

106. মানুষ-জমি অনুপাত ও পরিব্রাজনের সম্পর্ক লেখাে।

উত্তর:- মানুষ-জমি অনুপাত ও পরিব্রাজনের একে অপরের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক বর্তমান।

107.  ‘অতি জনাকীর্ণতা’ বলতে কী বােঝাে?* [WBCHSE ’16]

উত্তর:- কোনাে একটি দেশে উপস্থিত প্রাকৃতিক সম্পদের তুলনায় ওই দেশের জনসংখ্যা অত্যধিক বেশি হলে, সেই অবস্থাকে ওই দেশের অতি জনাকীর্ণতা বলে।

108. জনাকীর্ণ বা জনাধিক্যতা কাকে বলে?

উত্তর:- কোনাে স্থান বা দেশের জনসংখ্যা যখন সেখানে প্রাপ্ত সম্পদের তুলনায় বেশি হয় অর্থাৎ কাম্য জনসংখ্যার চেয়ে অধিক জনসংখ্যা হলে তখন তাকে জনাকীর্ণতা বা জনধিক্যতা বলা হয়।

109. Galego ?[Begum Rokeya Smriti Balika Vidyalaya ’17]

উত্তর:- জনসংখ্যা যখন প্রাকৃতিক সম্পদের পরিমাণের তুলনায় কম হয় অর্থাৎ মনুষ্য শক্তি, শ্রম প্রভৃতির অভাব ঘটে ও সম্পদ উৎপাদন ব্যাহত হয় তখন তাকে জনস্বল্পতা বলে।

110. সক্রিয় বা উৎপাদনশীল জনসংখ্যা বেশি হলে পিরামিডের

উত্তর:- পুঞ্চম শ্রেণির পিরামিড বা ব্যারেল আকৃতির হয়।

111. কাম্য জনসংখ্যা থেকে অধিক জনসংখ্যাকে কী বলে ?*

উত্তর:- জনাকীর্ণতা।[WBCHSE ’12]

112. জমির বহনক্ষমতার প্রধান সূচক কী?*[WBCHSE ’11]

উত্তর:- জনসংখ্যা।

113. কাম্য জনসংখ্যার গতি সর্বদা কীরূপ হয় ?

উত্তর:- ?

114. জনবিস্ফোরণ কাকে বলে?* [Purulia Zilla School’14]

উত্তর:- কোনাে দেশের জন্মহার-এর তুলনায় মৃত্যুহার হঠাৎ করে দ্রুত হারে কমে গেলে ওই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যার এইরূপ দ্রুত বৃদ্ধিকেই বলা হয় জনবিস্ফোরণ। উদাহরণ—ভারত, বাংলাদেশ।

115. জনসংখ্যাবৃদ্ধির কোন অবস্থাকে জনবিস্ফোরণ বলা হয় ?*

উত্তর:- [Ariadaha Kalachand High School’16] কাম্য জনসংখ্যা অতিক্রম করলে।

116. জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে?

উত্তর:- বর্তমান জনসংখ্যার কাঠামাে, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন প্রভৃতির উপর নির্ভর করে। ভবিষ্যৎ জনসংখ্যা সম্পর্কে যে পূর্বানুমান করা, হয় তাকেই অভিক্ষেপ বলে ।

117. প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে তাকে কী বলে ?]

উত্তর:- জনাকীর্ণতা।

118. কাম্য জনসংখ্যা কাকে বলে?[WBCHSE ’13]

উত্তর:- কোনাে দেশের মােট সম্পদের উৎপাদন ও জোগানের সঙ্গে দেশের জনসংখ্যা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তবে তাকে কাম্য জনসংখ্যা বলে। অর্থাৎ মানুষ-জমি অনুপাতের আদর্শ অবস্থাই হরে কাম্য জনসংখ্যা।

119. ভারতের আগামী আদমশুমারি কবে সম্পন্ন হবে?*

উত্তর:- 2021 খ্রিস্টাব্দে। [WBCHSE ’10]

120. জনসংখ্যার পরিবর্তনের প্রধান উপাদানগুলি কী কী?

উত্তর:- প্রজনন, মরণশীলতা, পরিব্রাজন।

121. পরিব্রাজন কাকে বলে?* *

উত্তর:- প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে মানুষ যখন স্থান পরিবর্তন করে একস্থান থেকে অন্যস্থানে সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য গমন করে, তখন তাকে পরিব্রাজন বলা হয়।

122. The Dictionary of Human Geography’ speito রচনা করেন?

উত্তর:- জনস্টন।

” জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class HS HS/ WB Class 12 / WBBSE / Class 12 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 12 EXiam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 12 Geography Suggestion / Class 12 Geography  Question and Answer / Class 12 Geography Suggestion / Class 12 Pariksha Geography Suggestion / Geography Class 12 EXam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Geography Suggestion FREE PDF Download)

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 12 Geography Suggestion / West Bengal HS HSQuestion and Answer, Suggestion / WBBSE Class 12th Geography Suggestion / Class 12 Geography  Question and Answer / Class 12 Geography  Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Geography  EXiam Guide / Class 12 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 12 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 12 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর। জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণীর ভূগোল ] জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

দ্বাদশ শ্রেণীর ভূগোল জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়]

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি ভূগোল | Class 12 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

দ্বাদশ শ্রেণি ভূগোল (Class 12 Geography ) – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর | জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] | Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণি ভূগোলজনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 12 Geography  Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] | দ্বাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 12 Geography  Question and Answer, Suggestion | Class 12 Geography  Question and Answer Suggestion | Class 12 Geography  Question and Answer Notes | West Bengal Class 12th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 12th Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়]

দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 12 Geography Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] । Class 12 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর । জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] | Class 12 Geography  Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন উত্তর ।

WB Class 12 Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Suggestions | দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] |Class 12 Geography  Question and Answer দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 12 Geography  Question and Answer দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Geography  Suggestion | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরজনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল – জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 12 Geography  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Geography Suggestion Download WBBSE Class 12th Geography short question suggestion . Class 12 Geography  Suggestion download Class 12th Question Paper Geography. WB Class 12 Geography suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 12 Geography  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 12 Geography Suggestion with 100% Common in the EXiamination .Class HS HS Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 EXiam Class 12 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 HS HS Geography Suggestion is provided here. Class 12 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 12 Geography  Question and Answer with FREE PDF Download Link

জনসংখ্যা ও জনবসতি [ষষ্ঠ অধ্যায়] দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 12 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad