নবম শ্রেণীর ভূগোল : গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – I] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভূগোল : গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – I] Question and Answer

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer : গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. GPS-এর পুরো নাম-

[A] গ্লোবাল প্লেসমেন্ট সিস্টেম

[B]  জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম

[C] গ্লোবাল পজিশনিং সিস্টেম

[D] জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট সিস্টেম

উত্তর:- [C] গ্লোবাল পজিশনিং সিস্টেম

2. পৃথিবীর গড় পরিধি প্রায়

[A] ১২,৮০০ কিমি

[B]  ৪০,০০০ কিমি

[C] ৪০,২০০ কিমি

[D] ৬,৪০০ কিমি

উত্তর:- [B]  ৪০,০০০ কিমি[প্রায়]

3. GPS-এর সাহায্যে পরিমাপ করা হয়—

[A] উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, অক্ষাংশ

[B]  উচ্চতা, উন্নতা, দ্রাঘিমা

[C] অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব, দ্রাঘিমা

[D] অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা

উত্তর:- [D] অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা।

4. GPS-এ কার্যকরী উপগ্রহ সংখ্যা-

[A] ২১টি

[B]  ২৪টি

[C] ২০টি

[D] ১৮টি

উত্তর -[B]  ২৪টি

5. পৃথিবীকে বলা হয়—

[A] লাল গ্রহ

[B] বামন গ্রহ

[C] নীল গ্রহ

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] নীল গ্রহ

6. বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা –

[A] 3টি

[B] 5টি

[C] 7টি

[D] 8টি

উত্তর:- [D] 8টি

7. দুরবীন যন্ত্র আবিষ্কার করেন—

[A] কেপলার

[B] গ্যালিলিয়ো গ্যালিলি

[C] নিউটন

[D] এডমান্ড হ্যালি

উত্তর:- [B] গ্যালিলিয়ো গ্যালিলি

8. প্রাচীনযুগে মানুষের ধারণা ছিল পৃথিবী –

[A] গোলাকার

[B] অভিগত গোলাকার

[C] সমতল

[D] চৌকো

উত্তর:- [C] সমতল

9. বর্তমানে বামন গ্রহের সংখ্যা—

[A] 5টি

[B] 6টি

[C] 4টি

[D] 3টি

উত্তর:- A

10. পৃথিবী সৌরজগতের আটটি গ্রহের মধ্যে

[A] প্রথম গ্রহ

[B] দ্বিতীয় গ্রহ

[C] তৃতীয় গ্রহ

[D] চতুর্থ গ্রহ

উত্তর:- [C] তৃতীয় গ্রহ।

11. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায়

[A] 15 কোটি কিমি

[B] 15.5 কোটি কিমি

[C] 14.7 কোটি কিমি

[D] 20 কোটি কিমি

উত্তর:- [A] 15 কোটি কিমি।

12. পৃথিবীকেন্দ্রিক মতবাদের পক্ষে ছিলেন—

[A] কোপারনিকাস

[B] অ্যারিস্টটল

[C] ব্রুনো

[D] ব্রাহে

উত্তর:- [B] অ্যারিস্টটল

13. পৃথিবীর প্রকৃত আকৃতি –

[A] উপবৃত্তাকার

[B]  গোলাকার

[C] অধিবৃত্তাকার

[D] জিয়ড

উত্তর:- -[D] জিয়ড

14. ১৫১৯ সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয়-

[A] ফ্রান্স থেকে

[B]  স্পেন থেকে

[C] ইতালি থেকে

[D] জার্মানি থেকে

উত্তর:- [A] ফ্রান্স থেকে

15. পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন—

[A] টলেমি

[B]  অ্যারিস্টটল

[C] কোপারনিকাস

[D] এরাটোস্থেনিস

উত্তর:- [D] এরাটোস্থেনিস

16. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস—

[A] ১২,৭৫৭ কিমি

[B]  ১২,৫১২ কিমি

[C] ১১,৭৫৭ কিমি

[D] ১২,৭১৪ কিমি

উত্তর:- [A] ১২,৭৫৭ কিমি

17. পৃথিবীর মেরুদেশীয় ব্যাস—

[A] ১২,৮০০ কিমি

[B]  ১২,৭১৪ কিমি

[C] ১২,৭৫৭ কিমি

[D] ৬,৪০০ কিমি

উত্তর:- [B]  ১২,৭১৪ কিমি

18. এরাটোস্সেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাপ ছিল—

[A] ৪০,০০০ কিমি

[B]  ৪৬,২৫০ কিমি

[C] ৪০,০০১ কিমি

[D] ৪০,০১৩ কিমি

উত্তর:- [B]  ৪৬,২৫০ কিমি

19. সৌরজগতে বামন গ্রহের সংখ্যা—

[A] ১টি

[B]  ৫টি

[C] অসংখ্য

[D] ১৩টি

উত্তর:- [B]  ৫টি

20. পৃথিবীর নিরক্ষিয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল –

[A] ৫০ কিমি

[B]  ৪০ কিমি

[C] ৪৩ কিমি

[D] ৫৩ কিমি

উত্তরঃ- [C] ৪৩ কিমি

21. পৃথিবী সৌরজগতের আটটি গ্রহের মধ্যে

[A] প্রথম গ্রহ

[B]  দ্বিতীয় গ্রহ

[C] তৃতীয় গ্রহ

[D] চতুর্থ গ্রহ

উত্তর:-  পৃথিবী সৌরজগতের আটটি গ্রহের মধ্যে [C] তৃতীয় গ্রহ।

22.  সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায়

[A] 15 কোটি কিমি

[B]  15.5 কোটি কিমি

[C] 14.7 কোটি কিমি

[D] 20 কোটি কিমি

উত্তর:-  সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ক] 15 কোটি কিমি।

23. পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম

[A] সুয়েজ

[B]  বেডফোর্ড

[C] পানামা খাল

[D] এর কোনটিই নয়

উত্তর:-  পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে [B]  বেডফোর্ড খালকে ব্যবহার করা হয়।

24. সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা

[A] 4 টি

[B]  5 টি

[C] 8 টি

[D] 2 টি

উত্তর:-  সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা [C] 8 টি।

25. এরাটোসথেনিস কোন্‌ দিনে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন?

[A] মকর সংক্রান্তি

[B]  কর্কট সংক্রান্তি

[C] জলবিষুব

[D] মহাবিষুব

উত্তর:-  এরাটোসথেনিস [B]  কর্কট সংক্রান্তির দিনে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন।

26. যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে, তাদের বলে

[A] গ্রহ

[B]  উপগ্রহ

[C] নক্ষত্র

[D] কোনোটিই নয়

উত্তর:-  যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে, তাদের বলে- [C] নক্ষত্র।

27. আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান

[A] চতুর্থ

[B]  তৃতীয়

[C] পঞ্চম

[D] দ্বিতীয়

উত্তর:-  আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান [C] পঞ্চম।

28. নিরক্ষরেখায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বল-

[A] অনুপস্থিত

[B]  সবচেয়ে কম

[C] বেশি

[D] এর কোনোটিই নয়

উত্তর:-  নিরক্ষরেখায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বল [B]  সবচেয়ে কম।

29. সৌরজগতের কোন গ্রহকে নীলগ্রহ বলে?

[A] শুক্র

[B]  বুধ

[C] পৃথিবী

[D] চাঁদ

উত্তর:-  সৌরজগতের [C] পৃথিবী গ্রহকে নীলগ্রহ বলে।

30. পৃথিবী সমতল হলে তিনটি লাঠিকে কী রকম দেখাত?

[A] সমান দৈর্ঘ্যের

[B]  একটু লম্বা দৈর্ঘ্যের

[C] লাঠিগুলি বেঁকে থাকবে

[D] এর কোনোটিই নয়

উত্তর:-  পৃথিবী সমতল হলে তিনটি লাঠিকে [A] সমান দৈর্ঘ্যের দেখাত।

31. পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ –

[A] কোরিওলিস বল

[B]  কেন্দ্রাতিগ বল

[C] কেন্দ্রভিগ বল

[D] কোনোটিই নয়

উত্তরঃ- [B]  কেন্দ্রাতিগ বল

32. গ্রহগুলির মধ্যে গড় ঘনত্ব সবচেয়ে বেশি –

[A] ইউরেনাস

[B]  নেপচুন

[C] পৃথিবী

[D] বুধ

উত্তরঃ- [C] পৃথিবী

33. জিপিএস এর মাধ্যমে কোন্‌ বিষয়টি জানা যায় না –

[A] অক্ষাংশ

[B]  দ্রাঘিমা

[C] উচ্চতা

[D] বায়ুমন্ডলের গঠন

উত্তরঃ- [D] বায়ুমন্ডলের গঠন

34. পৃথিবীর গভীরতম অঞ্চল –

[A] মারিয়ানা খাত

[B]  সুন্দা খাত

[C] সেন্ট লুইস খাত

[D] কুমেরু অঞ্চল

উত্তরঃ- [A] মারিয়ানা খাত

35. ‘জিওয়েড’ কথার অর্থ হল –

[A] অভিগত গোলক

[B]  সম্পূর্ণ গোলক

[C] চ্যাপ্টা

[D] পৃথিবীর মতো

উত্তরঃ- [D] পৃথিবীর মতো

36. ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, দিগন্তরেখার বিস্তৃতি তত –

[A] কমে

[B]  বাড়ে

[C] একই থাকে

[D] কোনোটিই নয়

উত্তরঃ- [B]  বাড়ে

37. শনির একটি উপগ্রহের নাম হল –

[A] চাঁদ

[B]  টাইটান

[C] ফোবস

[D] হমিয়া

উত্তরঃ- [B]  টাইটান

38. জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে-কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে আমেরিকা পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে –

[A] ২২টি

[B]  ২৪টি

[C] ২৬টি

[D] ৩২টি

উত্তরঃ- [B]  ২৪টি

39. বামন গ্রহের যে বৈশিষ্ট্য যা অন্যান্য গ্রহের থেকে পৃথক করেছে তা হল –

[A] গোলাকার

[B]  পযার্প্ত ভরযুক্ত

[C] উপগ্রহ নেই

[D] নিজকক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না

উত্তরঃ- [D] নিজকক্ষপথ থেকে মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না

40. বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের-

[B]  অন্তর্ভাগের গ্রহ

[A] বহির্ভাগের গ্রহ

[C] বামন গ্রহ

[D] গ্রহাণুপুঞ্জ

উত্তর:- [B]  অন্তর্ভাগের গ্রহ

41. ক্ষেত্রমানে সৌরজগতের বৃহত্তম গ্রহটি হল-

[B]  পৃথিবী

[A] বৃহস্পতি

[C] শনি

[D] ইউরেনাস

উত্তর:- [A] বৃহস্পতি

42. সূর্য যে ছায়াপথে অবস্থান করছে, তা হল-

[A] নাসা

[B]  ইসরো

[C] আকাশগঙ্গা

[D] মার্স অরবিটার মিশন

উত্তর:- [C] আকাশগঙ্গা

43. সৌরজগতে ‘নীল গ্রহবলা হয়-

[A] মঙ্গলগ্রহকে

[B]  পৃথিবী গ্রহকে

[C] ইউরেনাস গ্রহকে

 [D] শুক্র গ্রহকে

উত্তর:- [B]  পৃথিবী গ্রহকে

44. পৃথিবীর গড় তাপমাত্রা প্রায়—

[A] ১৮° সেন্টিগ্রেড

[B] ১৪° সেন্টিগ্ৰেড

[C] ১৫° সেন্টিগ্রেড

[D] ২২° সেন্টিগ্রেড

উত্তর:- [C] ১৫° সেন্টিগ্রেড

45. পৃথিবীর গড় ব্যাস প্রায়—

[A] ৬,৪০০ কিমি

[B]  ১২,৮০০ কিমি

[C] ১২,৫০০ কিমি

[D] ১২,৭৫০ কিমি

উত্তর:- [D] ১২,৭৫০ কিমি

46. নিরক্ষরেখায় পৃথিবীর মাধ্যাকর্ষণ বল-

[A] অনুপস্থিত

[B] সবচেয়ে কম

[C] বেশি

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [B] সবচেয়ে কম।

47. সৌরজগতের কোন গ্রহকে নীলগ্রহ বলে?

[A] শুক্র

[B] বুধ

[C] পৃথিবী

[D] চাঁদ

উত্তর:- [C] পৃথিবী গ্রহকে নীলগ্রহ বলে।

48. পৃথিবী সমতল হলে তিনটি লাঠিকে কী রকম দেখাত?

[A] সমান দৈর্ঘ্যের

[B] একটু লম্বা দৈর্ঘ্যের

[C] লাঠিগুলি বেঁকে থাকবে

[D] এর কোনোটিই নয়

উত্তর:- [A] সমান দৈর্ঘ্যের দেখাত।

49. পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ হল—

[A] জাহাজের উঁচু মাস্তুলে দাঁড়িয়ে দেখা

[B] জাহাজে পৃথিবী ভ্রমণ

[C] মহাকাশ থেকে তোলা আলোকচিত্র

[D] মাউন্ট এভারেস্ট থেকে পৃথিবীকে দেখা

উত্তর:- [C] মহাকাশ থেকে তোলা আলোকচিত্র

50. পৃথিবীর প্রকৃত আকৃতি –

[A] বৃত্তাকার

[B] উপবৃত্তাকার

[C] অভিগত গোলকের ন্যায়

[D] আয়তাকার

উত্তর:- [C] অভিগত গোলকের ন্যায়

51. প্যারিস শহরের অক্ষাংশ –

[A] 26°32′ উত্তর

[B] 47° উত্তর

[C] 49° উত্তর

[D] 75° 03′ উত্তর

উত্তর:- [C] 49° উত্তর

52. পৃথিবীর গভীরতম অঞ্চল –

[A] মারিয়ানা খাত

[B] সুন্দা খাত

[C] সেন্ট লুইস খাত

[D] কুমেরু অঞ্চল

উত্তর:- [A] মারিয়ানা খাত

53. পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তার নাম

[A] সুয়েজ

[B] বেডফোর্ড

[C] পানামা খাল

[D] এর কোনটিই নয়

উত্তর:- [B] বেডফোর্ড খালকে ব্যবহার করা হয়।

54. সৌরজগতে কুলীন গ্রহের সংখ্যা

[A] 4 টি

[B] 5 টি

[C] 8 টি

[D] 2 টি

উত্তর:- [C] 8 টি।

55. এরাটোসথেনিস কোন্‌ দিনে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন?

[A] মকর সংক্রান্তি

[B] কর্কট সংক্রান্তি

[C] জলবিষুব

[D] মহাবিষুব

উত্তর:- [B] কর্কট সংক্রান্তির

56. যে সকল জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলে, যাদের তাপ ও আলো আছে, তাদের বলে

[A] গ্রহ

[B] উপগ্রহ

[C] নক্ষত্র

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] নক্ষত্র।

57. আয়তনের বিচারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান

[A] চতুর্থ

[B] তৃতীয়

[C] পঞ্চম

[D] দ্বিতীয়

উত্তর:- [C] পঞ্চম।

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion

1. চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়।

উঃ-অশুদ্ধ

2. পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়।

উঃ-অশুদ্ধ

3. পৃথিবী একটি বামনগ্রহের উদাহরণ।

উঃ- অশুদ্ধ

4. পৃথিবীর মেরুপ্রদেশের অভিকর্ষজ মান বেশি।

উঃ-অশুদ্ধ

5. ১৭৮১ সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ

উঃ-শুদ্ধ

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  [প্রশ্নের মান-১]

6. ——ও শুরুগ্রহের কোনো উপগ্রহ নেই।

উঃ-বুধ

7. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ——ছায়া পড়ে।

উঃ- পৃথিবী

8. পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী পৃথিবীর——–

উঃ- আবর্তন

9. এরাটোখেনিস সূর্যরশ্মির ———পার্থক্য থেকে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন।

উঃ- পতন কোণের

10. পৃথিবীই একমাত্র গ্রহ যাতে—–অস্তিত্ব আছে।

উঃ-প্রাণের

11. সৌরজগৎ কী?

উত্তর:-  সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ সূর্যের আকর্ষণে নিজে নিজ কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলেছে এই সমগ্র সৌর পরিবারকেই সৌরজগৎ বলে।

12. G.P.S. কী? এটির সাহায্যে কী কাজ করা হয়?

উত্তর:-  কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে GPS বলা হয়।

এর সাহায্যে পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা, উচ্চতা, অক্ষাংশ প্রভৃতি সম্পর্কে জানা যায়।

13. অভিগত গোলক কাকে বলে?

উত্তর:-  যে গোলকের দুই বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ ঈষৎ স্ফীত সেই প্রকার গোলাকৃতি ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে। যেমন পৃথিবীর আকৃতি।

14. আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম কি?

উত্তর:-  আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি হল বৃহস্পতি ও বুধ।

15. বহিস্থ গ্রহ [Exterior Planet] কী?

উত্তর:-  সৌরজগতের যেসব বৃহৎ আকৃতির গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত তাদের বহিস্থ গ্রহ বলে। যেমন- বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

16. উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশ প্রথম দেখা যায় ?

উঃ-মাস্তূল

17. পৃথিবীর প্রকৃত আকার কীরূপ?

উঃ- জিয়ড

18. পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোথেনিস কোন্ একক ব্যবহার করেন?

উঃ- স্টোড়িয়া

19. অতিবেগুনি রশ্মির হাত থেকে বায়ুমণ্ডলের কোন স্তর জীবজগৎকে বাঁচায় ?

উঃ- ওজোন স্তর

20. সঠিক তথ্য আহরণে মহাকাশে কী প্রেরণ করা হয়?

উঃ- কৃত্রিম উপগ্রহ

21. পৃথিবীর সবচেয়ে নীচু স্থানের নাম কী?

উত্তর:- মারিয়ানা খাত।

22. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

উত্তর:- বুধ।

23. সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তর:- বৃহস্পতি।

24. উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো।

উত্তর:- বুধ ও শুক্র।

25. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন?

উত্তর:- 3টি।

26. সৌরজগতের কোন্ গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?

উত্তর:- মঙ্গলকে।

27. GEOID কথার অর্থ কী?

উত্তর:- GEOID কথার অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ।

28. পৃথিবীর আবর্তনের ফলে কোন্‌ বল সৃষ্টি হয়?

উত্তর:- পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বল সৃষ্টি হয়।

29. পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে?

উত্তর:- পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমতে থাকে।

30. বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস কী প্রমাণ করেন?

উত্তর:- বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস পৃথিবীর গোলত্বের প্রমাণ করেন।

31. কোরিওলিস বলের অন্য নাম কী?

উত্তর:- কোরিওলিস বলের অন্য নাম অপকেন্দ্র বল।

32. পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?

উত্তর:- পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয়।

33. পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম?

উত্তর:- নিরক্ষীয় অঞ্জলে।

34. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন?

উত্তর:- 3টি।

35. জিয়ড কাকে বলে?

উঃ- গড়সমুদ্র তল বিশিষ্ট, গোলাকার সম অভিকর্ষজ পৃষ্টদেশ বিশিষ্ট পৃথিবিকে জিয়ড বলে।

36. সৌরজগতের অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহগুলির নাম কী কী?

উঃ- সৌরজগতে অন্তভাগে গ্রহগুলি হইল বুধ শুক্র পৃথিবী মঙ্গল। এবং বহিঃ ভাগের গ্রহ গুলি হল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন

37. পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের পার্থক্য কত?

উঃ- পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য হইল 43 কিমি।

38. দিগন্তরেখা কী?

উঃ- কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে । যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে।

39. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কী কী?

উঃ- পৃথিবীর সর্বোচ্চ স্থান হইল হিমালয় পর্বত। এবং সর্বনিম্ন স্থানটি হল মারিয়ানা খাত।

40. 2006 সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:- প্লুটোকে।

41. IAU-এর পুরোকথা কী?

উত্তর:- International Astronomical Union ।

42. GEOID কথার অর্থ কী?

উত্তর:-  GEOID কথার অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ।

43. পৃথিবীর আবর্তনের ফলে কোন্‌ বল সৃষ্টি হয়?

উত্তর:-  পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বল সৃষ্টি হয়।

44. পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে?

উত্তর:-  পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমতে থাকে।

45. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী?

উত্তর:-  সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি।

46. সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাঁক আলোকবিন্দুকে কী বলে?

উত্তর:-  সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাঁক আলোকবিন্দুকে জ্যোতিষ্ক বলে।

47. দিগন্তরেখার আকৃতি কীরূপ?

উত্তর:-  দিগন্তরেখার আকৃতি গোলাকার।

48. চন্দ্রগ্রহণের দ্বারা কী প্রমাণ করা হয়?

উত্তর:-  চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর গোলত্বের প্রমাণ করা হয়।

49. বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস কী প্রমাণ করেন?

উত্তর:-  বেডফোর্ড খালে অ্যালফ্রেড ওয়ালেস পৃথিবীর গোলত্বের প্রমাণ করেন।

50. কোরিওলিস বলের অন্য নাম কী?

উত্তর:-  কোরিওলিস বলের অন্য নাম অপকেন্দ্র বল।

51. পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?

উত্তর:-  পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার জন্য পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয়।

52. সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী?

উত্তর:- সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি।

53. সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাঁক আলোকবিন্দুকে কী বলে?

উত্তর:- সীমাহীন আকাশে উজ্জ্বল এক ঝাঁক আলোকবিন্দুকে জ্যোতিষ্ক বলে।

54. দিগন্তরেখার আকৃতি কীরূপ?

উত্তর:- দিগন্তরেখার আকৃতি গোলাকার।

55. চন্দ্রগ্রহণের দ্বারা কী প্রমাণ করা হয়?

উত্তর:- চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর গোলত্বের প্রমাণ করা হয়।

56. অভিগত গোলক কাকে বলে?

উত্তর:- যে গোলকের দুই বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ ঈষৎ স্ফীত সেই প্রকার গোলাকৃতি ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে। যেমন পৃথিবীর আকৃতি।

57. আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম কি?

উত্তর:- আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি হল বৃহস্পতি ও বুধ।

58. বহিস্থ গ্রহ [Exterior Planet] কী?

উত্তর:- সৌরজগতের যেসব বৃহৎ আকৃতির গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত তাদের বহিস্থ গ্রহ বলে। যেমন- বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

59. অভিগত গোলক কাকে বলে?

উত্তর:- যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য ফোলা, এই রুপ গোলাকার বস্তু কে অভিগত গোলক বলে।

60. সৌরজগৎ কী?

উত্তর:- সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ সূর্যের আকর্ষণে নিজে নিজ কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলেছে এই সমগ্র সৌর পরিবারকেই সৌরজগৎ বলে।

61. G.P.S. কী? এটির সাহায্যে কী কাজ করা হয়?

উত্তর:- কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ কোন স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে GPS বলা হয়। এর সাহায্যে পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা, উচ্চতা, অক্ষাংশ প্রভৃতি সম্পর্কে জানা যায়।

62. জিওড বলতে কী বোঝো?

উত্তর:- গ্রিক শব্দ Geoeides থেকে আসা জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোন বস্তুর আকৃতির কোন মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়। তাই একে জিওড বলে।

63. কুপার বেল্ট কি?

উত্তর:- আমাদের সৌরজগতের একটি গ্রহ নেপচুন এর কক্ষপথ থেকে প্রায় 300 কোটি কিলোমিটার দূরে এই কুপার বেল্টের অস্তিত্ব আছে। এই কুপার বেল্টের মহাজগতিক বস্তুকণা দিয়েই আমাদের সৌরজগতের উৎপত্তি হয়েছে।

64. দিগন্ত রেখা বলতে কী বোঝো?

উত্তর:- সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্ত রেখায় মিশেছে। এ বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে।

65. বামন গ্রহ কাকে বলে?

উত্তর:- মহাকাশে এমন কিছু গ্রহ আছে, যারা নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা কোন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তু কে সরিয়ে দিতে অক্ষম, তাদের বামন গ্রহ বলা হয়। এই বামন গ্রহের একটি আদর্শ উদাহরণ হল সৌর জগতের সর্বশেষ গ্রহ প্লুটো।

66. পৃথিবীর মেরু ব্যাস এর মান কত?

উত্তরঃ- ১২৭১৪ কিমি

67. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এর মান কত?

উত্তরঃ- ১২৭৫৭ কিমি

68. পৃথিবীর পরিধি মান কত?

উত্তরঃ- ৪০০৭৭ কিমি

69. পৃথিবীর আকার বেলেনের মতো এ কথা কে বলেছেন?

উত্তরঃ- অ্যানাকসিম্যানডার

70. হেক্যাটিয়াস রচিত বইটির নাম কি?

উত্তরঃ- গসপেরিওডাস

71. গেসপেরিওডাস কথার অর্থ কি?

উত্তরঃ- পৃথিবীর বর্ণনা

72. কাকে ভূ-আকৃতি বিদ্যার জনক বলা হয়?

উত্তরঃ- এরাটোসথেনিস

73. ক্লিওপেট্রার কি?

উত্তরঃ- শিলাস্তম্ভ

74. জিওড কি?

উত্তরঃ- পৃথীবির মতো

75. মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তরঃ- ৯.৮৩২ মি/ 〖সে〗^২

76. নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তরঃ- ৯.৭৮ মি/〖সে〗^২

77. অভিগত গোলক এর মেরু অঞ্চল দেখতে কেমন?

উত্তরঃ- স্ফীত

78. অভিগত গোলক এর নিরক্ষীয় অঞ্চল দেখতে কেমন?

উত্তরঃ- চাপা

79. ভূপৃষ্ঠের উচ্চতা ও অবস্থান পরিমাপের জন্য উপগ্রহ-ভিত্তিক পদ্ধতির নাম কি?

উত্তরঃ- জিপিএস

80. মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম লেখ।

উত্তরঃ- ফোবস/ডিমস

81. বৃহস্পতির দুটি উপগ্রহের নাম লেখ।

উত্তরঃ- গ্যানিমিড/ইউরোপা

82. শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম লেখ।

উত্তরঃ- টাইটান

83. জিওড শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

উত্তরঃ- জোহান বেনডিক্ট লিসটিং

84. পৃথিবীর আনুমানিক বয়স কত?

উত্তরঃ- ৪৬০ কোটি

85. নীল গ্রহ কাকে বলে?

উত্তরঃ- পৃথীবিকে

86. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি?

উত্তরঃ- শুক্র

87. পৃথিবীর গভীরতম অঞ্চল কোনটি?

উত্তর:- মারিয়ানা খাত।

88. সূর্যের নিকটতম গ্রহের নাম কী?

উত্তর:- বুধ।

89. “পৃথিবী সূর্যের এবং নিজের চারিদিকে ঘোরে” – এ কথাটি সর্বপ্রথম কে বলেন?

উত্তর:- কোপার্নিকাস।

90. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

উত্তর:- বৃহস্পতি।

91. একটি কুলীন গ্রহের নাম লেখ।

উত্তর:- মঙ্গল।

92. GPS- কথাটির সম্পূর্ণ নাম কী?

উত্তর:- Global Positioning System।

93. সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহবলা হয়?

উত্তর:- মঙ্গল গ্রহ।

94. Geoid কথাটির অর্থ কী?

উত্তর:- পৃথিবীর মতো।

95. কে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?

উত্তর:- এরাটোস্থেনিস।

96. বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল?

উত্তর:- ইংল্যান্ডের ওল্ড বেডফোর্ড নদীতে।

97. পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে?

উত্তর:- আবর্তন গতি।

98. কু্ইপার বেল্ট কী?

উত্তর:- সৌরজগতের হিমশীতল প্রান্ত।

99. উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখ।

উত্তরঃ- বুধ ও শুক্র

100. পৃথিবীর অভিগত গোলক আকার সম্পর্কে ধারণা _______ থেকে শুরু হয়েছে।

উত্তর:-  পৃথিবীর অভিগত গোলক আকার সম্পর্কে ধারণা ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে।

101. —— খ্রিস্টাব্দে বেডফোর্ড খাল পরীক্ষার মাধ্যমে পৃথিবী গোলাকার প্রমাণিত হয়।

উত্তর:-  1838 খ্রিস্টাব্দে বেডফোর্ড খাল পরীক্ষার মাধ্যমে পৃথিবী গোলাকার প্রমাণিত হয়।

102. আমরা খালি চোখে প্রায় ______ জ্যোতিষ্ক দেখি।

উত্তর:-  আমরা খালি চোখে প্রায় 6000 জ্যোতিষ্ক দেখি।

103. জিপিএস এর পুরো নাম কি?

উত্তরঃ- গ্লোবাল পজিশনিং সিস্টেম

” গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography  Question and Answer / Class 9 Geography  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography  Exam Guide / Class 9 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer Suggestion। গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরগ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়]

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] | Class 9 Geography  Suggestion নবম শ্রেণি ভূগোলগ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল– গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer, Suggestion | Class 9 Geography  Question and Answer Suggestion | Class 9 Geography  Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরগ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়]

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] । Class 9 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] | Class 9 Geography  Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরগ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography  Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Geography  Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরগ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography  Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 9 Geography  Question and Answer with FREE PDF Download Link

গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer গ্রহরূপে পৃথিবী [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad