অষ্টম শ্রেণীর ভূগোল : উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th [Chapter- IX] Geography Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ভূগোল : উত্তর আমেরিকা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th [Chapter- IX] Geography Question and Answer

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion

1. মিসিসিপি প্রধান উপনদীর নাম কি?

উত্তর:- মিসৌরি।

2. কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে?

উত্তর:- টেনেসি নদী।

3. কোন নদী উপত্যকা পরিকল্পনাকে অনুসরণ করে ভারতের দামোদর উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে?

উত্তর:- টেনেসি উপত্যকা পরিকল্পনা।

4. কোন নদী মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে?

উত্তর:- কলোরাডো নদী।

5. উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি কেমন?

উত্তর:- অনেকটা উল্টানো ত্রিভুজের মতো।

6. কোন সমুদ্র স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরপূর্ব উপকূলভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে?

উত্তর:- শীতল ল্যাব্রাডর স্রোত।

7. কোন সমুদ্র স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণপশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূল ভাগ ঠান্ডা থাকে?

উত্তর:- শীতল ক্যালিফোর্নিয়া স্রোত।

8. কোন সমুদ্র স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণপূর্ব উপকূলভাগের জলবায়ু উষ্ণ থাকে?

উত্তর:- উষ্ণ উপসাগরীয় স্রোত।

9. চিনুক কী?

উত্তর:- বসন্তকালের শুরুতে উত্তর আমেরিকা মহাদেশের রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয়, তাকে চিনুক বলে।

10. চিনুক শব্দের অর্থ কি?

উত্তর:- তুষার ভক্ষক।

11. উত্তর আমেরিকা মহাদেশে কোন কোন জলবায়ু দেখা যায়?

উত্তর:- তুন্দ্রা জলবায়ু, তৈগা জলবায়ু, লরেন্সীয় জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও উষ্ণ মরু জলবায়ু।

12. উত্তর আমেরিকা মহাদেশের কোন কোন অঞ্চলে তুন্দ্রা জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে, পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত অংশে ও গ্রিনল্যান্ডে।

13. উত্তর আমেরিকা মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরে 8-9 মাস শীতকাল হয় এবং শীতকালে মাঝেমাঝে তুষারপাত ও তুষার ঝড় হয়। এই জলবায়ু অঞ্চলে কেবলমাত্র গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়।

14. উত্তর আমেরিকা মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- মস্, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অল্ডার ইত্যাদি।

15. ঝোপ তুন্দ্রা কী?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন বরফমুক্ত স্থানগুলিতে বার্চ, উইলো, জুনিপার ইত্যাদি গাছের যে ঝোপ দেখা যায়, তাকে ঝোপ তুন্দ্রা বলে।

16. উত্তর আমেরিকা মহাদেশের কোন অঞ্চলে তৈগা জলবায়ু দেখা যায়?

উত্তর:- তুন্দ্রা অঞ্চলের দক্ষিনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত অঞ্চলে।

17. উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত এবং দীর্ঘস্থায়ী শীতকালে প্রবল তুষারপাত হলো উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য।

18. উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে?

উত্তর:- সরলবর্গীয় অরণ্য।

19. উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলের অন্তর্গত সরলবর্গীয় অরণ্য কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- পাইন, ফার, স্প্রুস, লার্চ।

20. উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলের অন্তর্গত সরলবর্গীয় অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের তৈগা জলবায়ু অঞ্চলের অন্তর্গত সরলবর্গীয় অরণ্যের স্বাভাবিক উদ্ভিদগুলির আকৃতি শঙ্কু বা মোচার মতো হয়। এখানকার উদ্ভিদের কান্ড নরম প্রকৃতির হয়। তাই সরলবর্গীয় অরণ্যকে নরম কাঠের অরণ্য বলা হয়।

21. আমেরিকা মহাদেশের কোথায় লরেন্সীয় জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের সরলবর্গীয় অরণ্য অঞ্চলের দক্ষিণ-পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি-মিসৌরি সমভূমি অঞ্চল ও পূর্বের উপকূলবর্তী অঞ্চলে লরেন্সীয় জলবায়ু দেখা যায়।

22. উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের লরেন্স ও জলবায়ু অঞ্চলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে এই অঞ্চলের উপকূলভাগ শীতকালে বেশ শীতল থাকে।

23. উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলে ওক, ম্যাপল, এলম, অ্যাশ ইত্যাদি পর্ণমোচী উদ্ভিদ এবং পাইন, ফার ইত্যাদি সরলবর্গীয় উদ্ভিদ জন্মায়।

24. উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে?

উত্তর:- নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য।

25. উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটেছে বলে একে মিশ্র অরণ্য বলা হয়। এখানকার স্বাভাবিক উদ্ভিদ গুলির পাতা শীরৎকালে লাল, হলুদ বা কমলা রঙের হয়ে যায় এবং তারপর সেগুলি ঝরে পড়ে। তাই শরৎ কালকে এখানে Fall বলা হয়।

26. আমেরিকা মহাদেশের কোথায় শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর-রকি পার্বত্য অঞ্চলে ও বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু দেখা যায়।

27. উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির। এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ হয় এবং শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়।

28. উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ুর অপর নাম কি?

উত্তর:- প্রেইরী জলবায়ু।

29. উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে প্রধানত আলফা আলফা, চাপড়া, শিষ্ ইত্যাদি তৃণ জাতীয় উদ্ভিদ জন্মায়। এছাড়া এই জলবায়ু অঞ্চলের অপেক্ষাকৃত অধিক বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিতে উইলো বার্চ ইত্যাদি স্বাভাবিক উদ্ভিদ জন্মাতে দেখা যায়।

30. উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের তৃণভূমি সৃষ্টি হয়েছে?

উত্তর:- নাতিশীতোষ্ণ তৃণভূমি।

31. উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের নাতিশীতোষ্ণ তৃণভূমি বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। এই তৃণভূমিতে আলফা আলফা, চাপড়া, শিষ্ ইত্যাদি তৃণ জাতীয় উদ্ভিদ জন্মায়।এই তৃণভূমির পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়ে যায় বলে তৃণের দৈর্ঘ্য বাড়তে থাকে। এই তৃণভূমি অঞ্চলের অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিতে উইলো বার্চ ইত্যাদি স্বাভাবিক উদ্ভিদ জন্মাতে দেখা যায়।

32. উত্তর আমেরিকা মহাদেশের কোথায় ক্রান্তীয় উষ্ণআর্দ্র জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মধ্য আমেরিকার দেশগুলিতে, ফ্লোরিডার দক্ষিণাংশে এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় উষ্ণ-আর্দ্র জলবায়ু  দেখা যায়।

33. উত্তর আমেরিকা মহাদেশের ক্রান্তীয় উষ্ণআর্দ্র জলবায়ুর বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের ক্রান্তীয় উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়। এই জলবায়ু অঞ্চলে মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রাদুর্ভাব দেখা যায়।

34. উত্তর আমেরিকা মহাদেশের ক্রান্তীয় উষ্ণআর্দ্র জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- মেহগিনি, রবার, কোকো, আবলুস, পানামা ইত্যাদি চিরহরিৎ উদ্ভিদ।

35. উত্তর আমেরিকা মহাদেশের ক্রান্তীয় উষ্ণআর্দ্র জলবায়ু অঞ্চলে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে?

উত্তর:- ক্রান্তীয় আর্দ্র অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।

36. উত্তর আমেরিকা মহাদেশের কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

37. উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই রোদ ঝলমলে সমভাবাপন্ন পরিবেশ বিরাজ করে। এই জলবায়ু অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় বলে এখানকার শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক প্রকৃতির হয়।

38. উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের অরণ্য সৃষ্টি হয়েছে?

উত্তর:- ভূমধ্যসাগরীয় অরণ্য।

39. উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- জলপাই, ওক, কর্ক, উইলো এবং আঙুর, কমলা লেবু ইত্যাদি।

40. উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক হয় জল শোষণের প্রয়োজনে এখানকার উদ্ভিদের শেকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। এছাড়া বাষ্পমোচন প্রক্রিয়ায় জলের অপচয় হ্রাস করার জন্য এখানকার উদ্ভিদের কান্ড ও পাতায়  মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে।

41. উত্তর আমেরিকা মহাদেশের কোথায় উষ্ণ মরু জলবায়ু দেখা যায়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত এবং সোনেরান মরুভূমি অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু দেখা যায়।

42. উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী এবং প্রচন্ড উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়। এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম বা হয় না বললেই চলে।

43. উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ জন্মায়?

উত্তর:- বাবলা, ফণীমনসা, অ্যাকাসিয়া, জোসুয়া ইত্যাদি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ।

44. উত্তর আমেরিকা মহাদেশের মরু উদ্ভিদদের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের মরু জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে প্রধানত ঝোপঝাড় ও গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। অত্যন্ত শুষ্ক জলবায়ুর সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য এদের মূল সুদীর্ঘ হয়। বাষ্পমোচন প্রক্রিয়ায় কষ্টে সংগৃহীত জলের অপচয় রোধ করার জন্য এদের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়।

45. উত্তর আমেরিকা মহাদেশের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে ওঠা নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে?

উত্তর:- প্রেইরি তৃণভূমি।

46. উত্তর আমেরিকা মহাদেশের প্রেইরি তৃণভূমি কোন কোন তৃণ জন্মায়?

উত্তর:- হে, ক্লোভার, আলফা আলফা ইত্যাদি।

47. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়?

উত্তর:- প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে প্রেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।

48. আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়?

উত্তর:- ডাকোটা।

49. পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।

50. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি?

উত্তর:- উত্তর আমেরিকা।

51. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন কত?

উত্তর:- 24709000 বর্গকিলোমিটার।

52. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন ভারতের আয়তনের কতগুণ?

উত্তর:- প্রায় ছয় গুণ।

53. উত্তর আমেরিকা মহাদেশ কে কবে আবিষ্কার করেন?

উত্তর:- ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস, 1492 খ্রীঃ।

54. কার নাম অনুসারে আমেরিকার নামকরণ হয়েছে?

উত্তর:- আমেরিগো ভেসপুচি।

55. উত্তর আমেরিকা মহাদেশে মোট কতগুলি দেশ আছে?

উত্তর:- 23টি।

56. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম কি?

উত্তর:- কানাডা।

57. উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি?

উত্তর:- সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

58. উত্তর আমেরিকা মহাদেশের অক্ষাংশগত বিস্তার লেখ?

উত্তর:- 7° উত্তর অক্ষাংশ থেকে 84° উত্তর অক্ষাংশ পর্যন্ত।

59. উত্তর আমেরিকা মহাদেশের দ্রাঘিমাংশগত বিস্তার লেখ?

উত্তর:- 20° পশ্চিম দ্রাঘিমা থেকে 173° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত।

60. উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর:- সুমেরু মহাসাগর।

61. উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর:- আটলান্টিক মহাসাগর।

62. উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর:- প্রশান্ত মহাসাগর।

63. কোন প্রণালী উত্তর আমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে?

উত্তর:- বেরিং প্রণালী।

64. কোন খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে?

উত্তর:- পানামা খাল।

65. পানামা খালপথ কবে তৈরি করা হয়?

উত্তর:- 1914 খ্রীঃ।

66. উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটির নাম কি?

উত্তর:- পানামা যোজক।

67. উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি?

উত্তর:- মিসিসিপি-মিসৌরি।

68. মিসিসিপিমিসৌরি নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 6270 কিমি।

69. উত্তর আমেরিকা মহাদেশের কয়েকটি বিখ্যাত শহরের নাম লেখ?

উত্তর:- ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো, টরেন্টো ইত্যাদি।

70. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?

উত্তর:- গ্রিনল্যান্ড।

71. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি?

উত্তর:- গ্রিনল্যান্ড।

72. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি?

উত্তর:- সুপিরিয়র হ্রদ।

73. পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

উত্তর:- উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর গতিপথে।

74. কোন কোন হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত?

উত্তর:- ঈরি ও অন্টারিও।

75. পৃথিবীর ব্যস্ততম বিমান বন্দরের নাম কি?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দর।

76. পৃথিবী বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত?

উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর।

77. ভূ প্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশ কে কয় ভাগে ভাগ করা হয় কি কি?

উত্তর:- চার ভাগে, যথা-পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা, মধ্যভাগের সমভূমি অঞ্চল, কানাডীয় বা লরেন্স উচ্চভূমি, পূ্ব দিকের উচ্চভূমি।

78. উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের কয়েকটি পর্বত শ্রেণীর নাম লেখ।

উত্তর:- কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ ও ব্রুকস রেঞ্জ।

79. উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উত্তর:- আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে [6190 মি.]  ।

80. উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে?

উত্তর:- ইউকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার ইত্যাদি।

81. ‘কর্ডিলেরা শব্দের  অর্থ কি?

উত্তর:- শৃঙ্খল।

82. উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

উত্তর:- মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি [56°C]  ।

83. পশ্চিম গোলার্ধে নিম্নতম স্থানের নাম কি?

উত্তর:- মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি।

84. মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি অবস্থিত?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার [আমেরিকা যুক্তরাষ্ট্র] দক্ষিণ-পূর্ব অংশে।

85. উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে?

উত্তর:- সেন্ট লরেন্স, মিসিসিপি-মিসৌরি, ম্যাকেঞ্জি ইত্যাদি।

86. উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের অঞ্চলের কয়েকটি হ্রদের নাম লেখ।

উত্তর:- উইনিপেগ, গ্রেট বিয়ার, আথাবাস্কা, গ্রেট স্লেভ ইত্যাদি।

87. উত্তর আমেরিকা মহাদেশের কয়েকটি হিমবাহ সৃষ্ট হ্রদের নাম লেখ?

উত্তর:- সুপিরিয়র, মিচিগান, হুরণ, ঈরি ও অন্টারিও।

88. উত্তর আমেরিকা মহাদেশের কোন কোন হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়?

উত্তর:- সুপিরিয়র, মিচিগান, হুরণ, ঈরি ও অন্টারিও।

89. উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চল কে কয় ভাগে ভাগ করা হয় কি কি?

উত্তর:- চার ভাগে, যথা-সেন্ট লরেন্স নদীর অববাহিকার সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরী সমভূমি ও মিসিসিপি-মিসৌরি অববাহিকার সমভূমি।

90. কানাডীয় শিল্ড কাকে বলা হয়?

উত্তর:- উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে কানাডায় হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত অতি প্রাচীন শিলা দ্বারা গঠিত উচ্চভূমিকে কানাডীয় শিল্ড বলা হয়।

91. কানাডীয় শিল্ডের অপর নাম কি?

উত্তর:- লরেন্সীয় উচ্চভূমি।

92. উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের উচ্চভূমি অঞ্চল কোন কোন উচ্চভূমি নিয়ে গঠিত?

উত্তর:- ল্যাব্রাডর মালভূমি, নিউ ইংল্যান্ড উচ্চভূমি ও অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল।

93. উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর:- অ্যাপেলেশিয়ান ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল।

94. কোন নদী উত্তর আমেরিকা মহাদেশের অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে?

উত্তর:- সেন্ট লরেন্স নদী।

95. উত্তর আমেরিকা মহাদেশের প্রধান প্রধান নদীর নাম লেখ।

উত্তর:- সেন্ট লরেন্স, মিসিসিপি-মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া।

96. উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?

উত্তর:- মিসিসিপি-মিসৌরি।

97. মিসিসিপিমিসৌরি নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 6720 কিমি।

98. মিসিসিপিমিসৌরি নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত থেকে।

99. মিসিসিপিমিসৌরি নদীর প্রধান প্রধান উপনদীর নাম লেখ।

উত্তর:- মিসৌরি, আরকানসাস, রেড।

100. মিসিসিপিমিসৌরি কোন উপসাগরে পতিত হয়েছে?

উত্তর:- মেক্সিকো উপসাগর।

101. নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উত্তর:- সেন্ট লরেন্স।

102. সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 1120 কিমি।

103. সেন্ট লরেন্স নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- অন্টারিও হ্রদ।

104. সেন্ট লরেন্স নদীর দুটি উপনদীর নাম লেখ।

উত্তর:- অটোয়া ও সেন্ট মুরসি।

105. সেন্ট লরেন্স নদী কোন উপসাগরে পতিত হয়েছে?

উত্তর:- মেক্সিকো উপসাগর।

106. কলোরাডো নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- রকি পার্বত্য অঞ্চল।

107. কলোরাডো নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 2330 কিমি।

108. কলোরাডো নদীর উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- ইউকন, ফ্রেজার, কলম্বিয়া।

109. কলোরাডো নদী কোন উপসাগরে পতিত হয়েছে?

উত্তর:- ক্যালিফোর্নিয়া উপসাগর।

110. গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় দেখা যায়?

উত্তর:- কলোরাডো নদী।

111. গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কত?

উত্তর:- 446 কিমি।

112. ম্যাকেঞ্জি নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- আথাবাস্কা হ্রদ।

113. ম্যাকেঞ্জি নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 4241 কিমি।

114. ম্যাকেঞ্জি নদীর উপনদীগুলির নাম লেখ।

উত্তর:- পিস, লি, লিয়ার্ড।

115. ম্যাকেঞ্জি নদী কোন সাগরে পতিত হয়েছে?

উত্তর:- বিউফোর্ট সাগর।

116. কলম্বিয়া নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর:- কলম্বিয়া লেক।

117. কলম্বিয়া নদীর দৈর্ঘ্য কত?

উত্তর:- 2000 কিমি।

118. কলম্বিয়া নদীর দুটি উপনদীর নাম লেখ।

উত্তর:- স্নেক ও স্পোকেন।

119. কলম্বিয়া নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?

উত্তর:- প্রশান্ত মহাসাগর।

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography  Question and Answer / Class 8 Geography  Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography  Exam Guide / Class 8 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা(নবম অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা(নবম অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়)

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল উত্তর আমেরিকা(নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা(নবম অধ্যায়) Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography 

অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | উত্তর আমেরিকাঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer, Suggestion | Class 8 Geography  Question and Answer Suggestion | Class 8 Geography  Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 8th Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়)

অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | উত্তর আমেরিকা(নবম অধ্যায়) । Class 8 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | Class 8 Geography  Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর

Class 8 Geography  Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography  Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 Geography  Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর উত্তর আমেরিকা(নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography  Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

উত্তর আমেরিকাঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 8 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer with FREE PDF Download Link

উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer উত্তর আমেরিকা(নবম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad