নবম শ্রেণীর বাংলা : নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর বাংলা : নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর | WBBSE Class 9th Bengali Question and Answer

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা| Class 9 Bengali Question and Answer : নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা| Class 9 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা– নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা| Class 9 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ‘নব নব সৃষ্টি’ কার লেখা?

[A] মুজতবা  আলী

[B] সৈয়দ মুজতবা আলী

[C] সৈয়দ মুজতবা সিরাজ

[D] আবুল বাশার

উত্তর:- [B] সৈয়দ মুজতবা আলী

2. নতুন শব্দ প্রয়োজন হলে সংস্কৃত ভাষা-

[A] নিজের ভান্ডারে অনুসন্ধান করে

[B] অন্য ভাষা থেকে শব্দ ধার করে

[C] নতুন শব্দ তৈরী করে নেয়

[D] অন্য ভাষা থেকে শব্দ নিয়ে তাকে বদলে নেয়

উত্তর:- [A] নিজের ভান্ডারে অনুসন্ধান করে

3. ঈষৎ পরবর্তী যুগের ভাষা কোনটি?

[A] গ্রিক

[B] আবেস্তা

[C] হিব্রু

[D] আরবি

উত্তর:- [D] আরবি

4. আত্মনির্ভরশীল নয় এমন ভাষা হল –

[A] ইংরেজি

[B] গ্রিক

[C] হিব্রু

[D] আরবি

উত্তর:- [A] ইংরেজি

5. শিক্ষার মধ্যম রূপে ইংরেজি কে বর্জন করে বাংলা নেওয়ার ফল কি হবে?

[A] নতুন করে আর কোন ইংরেজি শব্দ বাংলায় ঢুকবে না

[B] প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে

[C] বাংলা ভাষা আত্মনির্ভরশীল হয়ে উঠবে

[D] সমস্ত ইংরেজি শব্দ বাংলা থেকে বেরিয়ে যাবে

উত্তর:- [B] প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে

6. প্রাচীন যুগের ভাষা হল –

[A] হিব্রু

[B] ফরাসি

[C] আরবি

[D] ইংরেজি

উত্তর:- [A] হিব্রু

7. ‘নতুন আমদানি ও বন্ধ করা যাবে না’-কি আমদানি বন্ধ করা যাবে না?

[A] বিলিতি ওষুধ

[B] নতুন সাহিত্য

[C] আলু কপি

[D] বিদেশি শব্দ

উত্তর:- [D] বিদেশি শব্দ

8. হিন্দির বঙ্কিম কে?

[A] ভারতেন্দু

[B] নিরালা

[C] প্রেমচন্দ

[D] ইকবাল

উত্তর:- [C] প্রেমচন্দ

9. উর্দু ভাষার একজন বিখ্যাত কবি হলেন –

[A] প্রেমচন্দ্র

[B] ইকবাল

[C] নিরালা

[D] নজরুল ইসলাম

উত্তর:- [B] ইকবাল

10. প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর____ ব্যবহার করেছেন।

[A] উর্দু

[B] আরবি

[C] ফরাসি

[D] আরবি -ফরাসি

উত্তর:- [D] আরবি -ফরাসি

11. রচনা ভাষা কিসের উপর নির্ভর করে?

[A] বিষয়বস্তুর উপর

[B] ভাষার নিজস্ব শব্দ ভান্ডারের উপর

[C] রচনাকালের উপর

[D] রচিতার উপর

উত্তর:- [A] বিষয়বস্তুর উপর

12. বাংলায় যে বিদেশি ভাষাটি তুলনামূলকভাবে কম ঢুকেছে তা হল –

[A] ইংরেজি

[B] আরবি

[C] ফরাসি

[D] ফারসি

উত্তর:- [C] ফরাসি

13. আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাইনা তার অন্যতম প্রধান কারণ –

[A] বাংলায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন

[B] প্রাচীন গ্রন্থ গুলি সংস্কৃত ভাষায় রচিত

[C] বিদেশি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ কম

[D] সংস্কৃত বাংলা ভাষার জননী

উত্তর:- [A] বাংলায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন

14. ভারতীয় মক্তব মাদ্রাসায় কোন ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল?

[A] আরবি

[B] উর্দু

[C] ফরাসি

[D] হিব্রু

উত্তর:- [A] আরবি

15. ইরানি আর্য সাহিত্য কোনটি?

[A] উর্দু

[B] ফারসি

[C] আরবি

[D] ফরাসি

উত্তর:- [D] ফারসি

16. উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা?

[A] হিন্দি সঙ্গে

[B] সিন্ধির সঙ্গে

[C] ফারসির সঙ্গে

[D] আরবির সঙ্গে

উত্তর:- [C] ফারসির সঙ্গে

17. বাঙালির সর্বশেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি?

[A] ভাটিয়ালি

[B] বাউল

[C] অনুবাদ

[D] পদাবলী কীর্তন

উত্তর:- [D] পদাবলী কীর্তন

18. হিন্দি পদ্যের উপর কার প্রভাব বেশি পড়েছিলো?

[A] সিন্ধি

[B] উর্দু

[C] আরবি

[D] ফারসি

উত্তর:- [D] ফারসি

19. ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্য মুগ্ধ হয়েছিল?

[A] আরবি

[B] ফারসি

[C] হিন্দি

[D] উর্দু

উত্তর:- [B] ফারসি

20. উর্দু ভাষার কবি হিসাবে ইকবাল কেন স্মরণীয়?

[A] উর্দুকে ফারসির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল।

[B] উর্দু ভাষাকে জনগণের ভাষায় রুপান্তরতি করার চেষ্টা করেছিল।

[C] উর্দু ভাষাকে সাহিত্যের ভাষায় পরিণত করেছিলেন।

[D] ফারসি ভাষার অনুকরণে আধুনিক উর্দু ভাষার জন্ম দিয়েছিলেন।

উত্তর:- [A] উর্দুকে ফারসির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল।

21. বাংলা ভাষায় যে বিদেশি ভাষাটি তুলনামূলকভাবে কম ঢুকেছে তা হল —

[A] ফরাসি

[B] আরবী

[C] ফারসি

[D] সংস্কৃত

উত্তর:- ফরাসি।

22. ইরানি আর্য সাহিত্য কোনটি?

[A] ফরাসি

[B] আরবী

[C] ফারসি

[D] বাংলা

উত্তর:- ফারসি।

23. বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি?

[A] পদাবলী কীর্তন

[B] চর্যাপদ

[C] বাউল

[D] অনুবাদ

উত্তর:- পদাবলী কীর্তন।

24. হিন্দি পদ্যের উপর প্রভাব বেশি পড়েছিল যে ভাষার টা হলো  —

[A] সংস্কৃত

[B] আরবী

[C] ফারসি

[D] উর্দু

উত্তর:- ফারসি

25. ভারতীয় আর্যগণ যে ভাষার সৌন্দর্যমুক্ত হয়েছিলেন —

[A] উর্দু

[B] ফারসি

[C] আরবী

[D] তেলেগু

উত্তর:- ফারসি।

26. প্রাচীন যুগের সব ভাষাই –

[A] আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ

[B] পরনির্ভরশীল

[C] বর্তমানে অপ্রচলিত

[D] বহুল প্রচলিত

উত্তর:- [A] আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ।

27. রচনার ভাষা নির্ভর করে –

[A] তার লেখকের মানসিকতার উপর

[B] তার বিষয়বস্তুর উপর

[C] রচনার সময়কালের উপর

[D] পাঠকে০র চাহিদার উপর

উত্তর:- [B] তার বিষয়বস্তুর উপর।

28. বাঙালির চরিত্রে বিদ্রোহ –

[A] বিদ্যমান নয়

[B] অল্প পরিমাণে বিদ্যমান

[C] বিদ্যমান

[D] বহুলরূপে বিদ্যমান

উত্তর:- [C] বিদ্যমান।

29. প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি তার-

[A] মঙ্গলকাব্যে

[B] চর্যাগানে

[C] পদাবলী কীর্তনে

[D] বাউল গানে

উত্তর:- [C] পদাবলী কীর্তনে।

30. উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন-

[A] কবি ইকবাল

[B] নিদা ফজিল

[C] আলি সরদার জাফরি

[D] মির্জা গালিব

উত্তর:- [A] কবি ইকবাল।

31. এদের মধ্যে প্রাচীন যুগের ভাষা নয় –

[A] গ্রিক

[B] এসপেরান্তো

[C] আবেস্তা

[D] হিব্রু

উত্তর:- [B] এসপেরান্তো।

32. ‘নব নব সৃষ্টি’ গল্পের রচয়িতা কে?

[A] সৈয়দ মুস্তাফা সিরাজ

[B] সৈয়দ মুজতবা আলী

[C] সৈয়দ আলী হোসেন

[D] সৈয়দ হোসেন শাহ

উত্তর:- সৈয়দ মুজতবা আলী।

33. যে ভাষা আত্মনির্ভরশীল নয় তা হল —

[A] গ্রীক

[B] আবেস্তা

[C] ইংরেজি

[D] হিব্রু

উত্তর:- ইংরেজি।

34. প্রাচীন যুগের ভাষা কোনটি?

[A] ফারসি

[B] হিব্রু

[C] ইংরেজি

[D] আবেস্তা

উত্তর:- হিব্রু।

35. হিন্দির বঙ্কিম হলেন —

[A] প্রেমচাঁদ

[B] গুলজার

[C] ইকবাল

[D] নিরীলা

উত্তর:- প্রেমচাঁদ।

36. উর্দু ভাষার একজন বিখ্যাত কবি হলেন —

[A] মুর্শিদিয়া

[B] প্রেমচাঁদ

[C] নজরুল ইসলাম

[D] ইকবাল

উত্তর:- ইকবাল।

37. “সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে”, কারণ –

[A] সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে

[B] সংস্কৃত বাংলা ভাষার জননী বলে

[C] বাংলায় এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োগ রয়েছে,

[D] সংস্কৃত ভাষা জানা আবশ্যক বলে

উত্তর:- [A] সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে।

38. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধাংশটির নাম –

[A] ‘চতুরঙ্গ’

[B] ‘বত্রিশ সিংহাসন’

[C] ‘পঞ্চতঞ্চ’

[D] ‘চাচা কাহিনী’

উত্তর:- [A] ‘চতুরঙ্গ।

39. ‘আবেস্তা’ ভাষাটি ব্যবহার করত-

[A] গ্রিকরা

[B] ইহুদিরা

[C] আরবদেশীয়রা

[D] জরাথুস্ট্রিয়রা

উত্তর:- [D] জরাথুস্ট্রিয়রা।

40. ‘আতর’ একটি –

[A] তামিল

[B] ফারসি

[C] আরবি

[D] ইংরেজি – শব্দ

উত্তর:- [B] ফারসি শব্দ।

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Bengali Question and Answer Suggestion

1. “সেগুলাে নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই।”— কোন্ বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়ােজন?

উত্তর:- পাের্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই বলে লেখক মনে করেছেন।

2. “সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।”—কোন্ ভাষার?

উত্তর:- বাংলা ছাড়া অন্য যে-কোনাে ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।

3. লেখক সৈয়দ মুজতবা আলী বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশের কারণ কী বলেছেন?

উত্তর:- প্রাচীন যুগ থেকেই বাংলাদেশে সংস্কৃত ভাষার চর্চা ছিল। ফলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে।

4. কোন্ বিশেষ বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়ােজন বলে লেখক মনে করেন?

উত্তর:- দর্শন, নন্দনশা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতাে বিদ্যাচর্চায় ইংরেজি অবশই প্রয়ােজন বলে লেখক মনে করেন।

5. “এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে।” — কোন্ দুই ভাষার কথা এখানে বলা হয়েছে?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফারসি ভাষার কথা বলেছেন।

6. হিন্দি গদ্যের ওপর কোন্ ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক?

উত্তর:- হিন্দি গদ্যের ওপর ফারসি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন।

7. লেখক ভারতীয় আর্যরা কোন্ ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল?

উত্তর:- ভারতীয় আর্যরা ফারসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল।

8. “ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতাে নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না।” — ভারতবর্ষের এ তিন ভাষা কী কী?

উত্তর:- ভারতবর্ষীয় এ তিন ভাষা’ বলতে সিদ্ধি, উর্দু এবং কাশ্মীরি ভাষাকে বােঝানাে হয়েছে।

9. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক কোন্ উর্দু কবির কথা উল্লেখ করেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক উর্দু কবি ইকবালের কথা উল্লেখ করেছেন।

10. সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি?

উত্তর:- সৈয়দ মুজতবা আলী বলেছেন যে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি হল পদাবলি কীর্তন।

11. বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কী?

উত্তর:- বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি পদাবলী কির্তন।

12. “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।” – কেন এরূপ বলেছেন লেখক?

উত্তর:- কারণ বাংলা ভাষার বিবর্তন কেবল মাত্র বাঙালি হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয়,বাঙালি মুসলমানরাও এই কর্মে সমান তৎপর তাই লেখক বলেছেন, “ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না”।

13. হিন্দি পদ্যের ওপর কোন্‌ ভাষার প্রভাব পড়েছে?

উত্তর:- হিন্দি পদ্যের ওপর আরবি – ফার্সি ভাষার প্রভাব পড়েছে।

14. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবাআলী বলেছেন ‘আত্মনির্ভরশীল?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, খ্রিক, আবেস্তা,সংস্কৃত এবং আরবি ভাষাকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন।

15. লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন্ কোন্ ভাষাআত্মনির্ভরশীল নয়?

উত্তর:- লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবংবাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।

16. পাঠান-মােগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?

উত্তর:- পাঠান-মােগল যুগে আইন-আদালত, খাজনাখারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়।

17. নব নব সৃষ্টি’ রচলাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন্ প্রশ্নকে অবার বলেছেন?

উত্তর:- ভাষায় বিদেশি শব্দগ্রহণ ভালাে না মন্দ — এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন।

18. “সে সম্বন্ধেও কারও কোনাে সন্দেহ নেই।” — কোন্ বিষয়ে সন্দেহ নেই?

উত্তর:- শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরােপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে। এ বিষয়ে কারও কোনাে সন্দেহ নেই।

19. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানাে মুশকিল বলেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে রান্নাঘর থেকে আলুকপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানাে মুশকিল বলেছেন লেখক।

20. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”—লেখক কোন্ ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন?

উত্তর:- লেখক হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন।

21. নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন তার কী কী উদাহরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী?

উত্তর:- নজরুল ইসলাম ইনকিলাব’ এবং ‘শহিদ’ প্রভৃতি আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন।

22. ‘আলাল’ ও ‘হুতোম’-এর ভাষা —‘আলাল’ ও ‘হুতোম’ কী?

উত্তর:- আলাল’ হল আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। ‘তােম’ হল হুতােম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ।

23. হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?

উত্তর:- হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে।

24. “এখানে আর একটি কথা বলে রাখা ভালাে।” — কী কথা বলেছেন লেখক?

উত্তর:- রলার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এ কথা বলেছেন লেখক।

25. বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষা প্রধান বলেছেন লেখক?

উত্তর:- বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।

26. উর্দু সাহিত্যেরমূল সুর কোন্‌ ভাষার সঙ্গে বাঁধা?

উত্তর:- উর্দু সাহিত্যেরমূল সুর ফারসি ভাষার সঙ্গে বাঁধা।

27. স্কুল-কলেজ থেকে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না কেন?

উত্তর:- স্কুল-কলেজ থেকে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না এর প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন।

28. ‘নব নব সৃষ্টি‘ রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন ‘আত্মনির্ভরশীল?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু,গ্রিক, আবেস্তা,সংস্কৃত এবং আরবি ভাষাকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন।

29. “প্রাচীন যুগের সব ভাষাই তাই |”—প্রাচীন যুগের কোন্ কোন্ ভাষার কথা লেখক উল্লেখ করেছেন?

উত্তর:- লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তীযুগের আরবি ভাষার কথা বলেছেন।

30. লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন্ কোন্ ভাষা আত্মনির্ভরশীল নয়?

উত্তর:- লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।

31. পাঠান–মোগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?

উত্তর:- পাঠান-মোগল যুগে আইন-আদালত, খাজনাখারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়।

32. “সে সম্বন্ধেও কারও কোনো সন্দেহ নেই।‘—কোন্ বিষয়ে সন্দেহ নেই?

উত্তর:- শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরোপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে এ বিষয়ে কারও কোনো সন্দেহ নেই।

33. ‘নব নব সৃষ্টি‘ রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানো মুশকিল বলেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখকের মতে রান্নাঘর থেকে আলুকপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল।

34. “হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে‘—হিন্দি কোন্ চেষ্টা করছে?

উত্তর:- হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা এখানে বলা হয়েছে |

35. নব নব সৃষ্টি‘ রচলাংশে ব্যবহৃত ‘আলাল‘ ও ‘হুতোম‘ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:- আলাল’ হল আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। ‘হুতোম হল হুতোম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ।

36. হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?

উত্তর:- হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাদকে।

37. “এস্থলে আর একটি কথা বলে রাখা ভালো।”—কী কথা বলেছেন লেখক?

উত্তর:- বলার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এ কথা বলেছেন লেখক।

38. লেখকের মতে শংকরদর্শন আলোচনায় কোন্ ভাষার ব্যবহার স্বাভাবিক হবে?

উত্তর:- শংকরদর্শন আলোচনায় সংস্কৃত ভাষার আধিক্য থাকাটাই স্বাভাবিক সৈয়দ মুজতবা আলী।

39. কোন্ পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলেছেন?

উত্তর:- লেখক সৈয়দ মুজতবা আলীর মতে, বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে৷

40. লেখকের মতে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষা প্রধান?

উত্তর:- বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।

41. স্কুল–কলেজ থেকে যে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কী বলেছেন লেখক?

উত্তর:- বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করা হয়নি।

42. কোন্ বিশেষ বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়োজন বলে লেখক মনে করেন?

উত্তর:- দর্শন, নন্দনশা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মত বিদ্যাচর্চায় ইংরেজি অবশই প্রয়োজন বলে লেখক মনে করেন।

43. “এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে।”—কোন্ দুই ভাষা‘র কথা এখানে বলা হয়েছে?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফারসি ভাষার কথা বলেছেন।

44. হিন্দি গদ্যের ওপর কোন্ ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক?

উত্তর:- হিন্দি গদ্যের ওপর ফারসি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক |

45. ভারতীয় আর্যরা কোন্ ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল?

উত্তর:- ভারতীয় আর্যরা ফারসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল।

46. উর্দু সাহিত্যের মূলসুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক?

উত্তর:- উর্দু সাহিত্যের মূলসুর ফারসির সঙ্গে বাঁধা বলেছেন লেখক।

47. ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল কীভাবে?

উত্তর:- আর্য ইরানি ভাষা এবং সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল।

48. ইরানে আর্য–ইরানি ভাষা ও সেমিতি–আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে কী হয়েছিল?

উত্তর:- ইরানে ইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়।

49. “ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না।”—ভারতবর্ষের এ তিন ভাষা কী কী?

উত্তর:- ভারতবর্ষীয় এ তিন ভাষা’ বলতে সিদ্ধি, উর্দু এবং কাশ্মীরি ভাষাকে বোঝানো হয়েছে।

50. ‘নব নব সৃষ্টি‘ রচনাংশে লেখক কোন্ উর্দু কবির কথা উল্লেখ করেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক উর্দু কবি ইকবালের কথা উল্লেখ করেছেন|

51. কে, উর্দুকে ফারসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন?

উত্তর:উর্দু ভাষার কবি ইকবাল উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে কিৎি নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন।

52. সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি ?

উত্তর:- সৈয়দ মুজতবা আলী বলেছেন যে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি হল পদাবলি কীর্তন।

53. “এ সাহিত্যের প্রাগ এবং দেহ উভয়ই খাটি বাঙালি।”—কোন্ সাহিত্যকে বোঝানো হয়েছে?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে পদাবলি কীর্তন সম্পর্কে আলোচ্য উধৃতাংশটি ব্যবহৃত হয়েছে।

54. কোন দেবতা বাংলায় খাটি কানু রূপ ধারণ করেছিলেন?

উত্তর : মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছিলেন।

55. প্রেমচন্দ্র কোন ভাষা বিস্তৱ ব্যবহার করেছেন?

উত্তর : প্রেমচন্দ্র হিন্দিতে আরবি-ফারসি ভাষা বিস্তর ব্যবহার করেছেন।

56. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবাআলী বলেছেন ‘আত্মনির্ভরশীল?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, খ্রিক, আবেস্তা,সংস্কৃত এবং আরবি ভাষাকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন।

57. কোনাে নতুন চিন্তা বা অনুভূতি বােঝানাের জন্য নবীন শব্দের প্রয়ােজনহলে সংস্কৃত ভাষা কী করে?

উত্তর:- নতুন চিন্তা বা অনুভূতি বােঝাতে সংস্কৃত তার নিজের ভাণ্ডারেইকোনাে ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।

58. সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলতে লেখকের আপত্তি নেই কেন?[জেনকিন্স স্কুল]

উত্তর:: সংস্কৃত ভাষা অন্য ভাষার ওপর নির্ভরশীল না হয়ে নিজের ভাণ্ডারেখোঁজ করার মাধ্যমে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।

59. “প্রাচীন যুগের সব ভাষাই তাই |”—প্রাচীন যুগের কোন্ কোন্ ভাষার কথা লেখক উল্লেখ করেছেন?[হিন্দু স্কুল]

উত্তর:- লেখক প্রাচীন যুগের সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং কিছুটা পরবর্তীযুগের আরবি ভাষার কথা বলেছেন।

60. লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন্ কোন্ ভাষাআত্মনির্ভরশীল নয়?

উত্তর:- লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবংবাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়।

61. পাঠান-মােগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?

উত্তর:- পাঠান-মােগল যুগে আইন-আদালত, খাজনাখারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়।

62. নব নব সৃষ্টি’ রচলাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন্ প্রশ্নকে অবার বলেছেন?

উত্তর:- ভাষায় বিদেশি শব্দগ্রহণ ভালাে না মন্দ—এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী অবান্তর বলেছেন।

63. “সে সম্বন্ধেও কারও কোনাে সন্দেহ নেই।’—কোন্ বিষয়ে সন্দেহ নেই?

উত্তর:- শিক্ষার মাধ্যমরূপে ইংরেজির বদলে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে ইউরােপীয় শব্দ বাংলায় প্রবেশ করবে। এ বিষয়ে কারও কোনাে সন্দেহ নেই।

64. ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানাে মুশকিল বলেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে রান্নাঘর থেকে আলুকপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানাে মুশকিল বলেছেন লেখক।

65. “হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে’—হিন্দি কোন্ চেষ্টা করছে?[রামকৃয় মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর]

উত্তর:- হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা এখানে বলা হয়েছে |

66. “নূতন আমদানিও বন্ধ করা যাবে না|”—কোন্ প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন?

উত্তর:- বিদেশি দ্রব্যের ব্যবহারের মতাে বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে এবং তাদের স্রাসা বন্ধ করা যাবে না—এই প্রসঙ্গে এ কথা বলেছেন লেখক।

67. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”—লেখক কোন্ ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন?

উত্তর:- লেখক হিন্দি ভাষার সাহিত্যিকদের কথা বলেছেন।

68. “বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন”ব সাহিত্যিক কোন্ কাজেতৎপর হয়েছেন?

উত্তর:- হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ দূর করার জন্য তৎপর হয়েছেন।

69. “চেষ্টাতার যা আমি হয়তো দেখে যেতে পাৱৰ না’—কোন চেষ্টার কথা বেমানাে হয়েছে?

উত্তর:- হিন্দি ভাষা থেকে আরবি, ফারসি বা ইংরেজির মতাে ভাষা দূর করার চেষ্টার কথা বােঝানাে হয়েছে।

70. ‘নব নব সৃষ্টিরলাংশে কয়েকজন বাঙালি সাহিত্যিক ও পণ্ডিতব্যক্তির নাম এসেছে। তারা কারা?

উত্তর আলােচ্য রচলাংশে রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র, আলাল [প্যারীচাদ] ও জুতােম [কালীপ্রসন্ন] এর নাম পাওয়া যায়।

71. রবীন্দ্রনাথ সংহলে লিখেছেন—বীন্দ্রনাথের কী লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী?

উত্তর:- বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘আব্রু দিয়ে, ইজ্জৎ দিয়ে’ প্রভৃত ি।

72. নজরুল ইসলাম বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন তার কী কী উদাহরণ দিয়েছেন সৈয়দ মুজতবা আলী?

উত্তরঃ নজরুল ইসলাম ইনকিলাব’ এবং ‘শহিদ’ প্রভৃতি আরবি-ফারসি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন।

73. নব নব সৃষ্টিরচলাংশে ব্যবহৃত আলালসুতােমকাদের লেখা, কী কী গ্রখ?-

অথবা, “ ‘ত্রালাল’ ও ‘তােম’-এর ভাষা”—“আলাল’ ও ‘তােম’ কী? [ব্যারাকপুর গভঃ হাই স্কুল]

74. উত্তর:- আলাল’ হল আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। ‘তােমহল হুতােম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ।

হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?[যােধপুর পার্ক গার্লস হাই স্কুল]

75. উত্তর:- হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচঁাদকে।

“এথলে আর একটি কথা বলে রাখা ভালাে।”—কী কথা বলেছেন লেখক?

76. উত্তর:- রলার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এ কথা বলেছেন লেখক।

শংকরদর্শন আলোচনায় কোন্ ভাষার ব্যবহার স্বাভাবিক হবে?

77. উত্তর:- শংকরদর্শন আলােচনায় সংস্কৃত ভাষার আধিক্য থাকাটাই স্বাভাবিক সৈয়দ মুজতবা আলী?

কোন্ পত্রিকার সম্পাদকীয় রচনার ভাষায় গাম্ভীর্য আছে বলেছেন

78. অথবা, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল? [রামকৃয় মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির]

উত্তর:- লেখক সৈয়দ মুজতবা আলীর মতে, বসুমতী পত্রিকার সম্পাদকীয় রচার ভাষায় গাম্ভীর্য আছে৷

79. বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষা প্রধান বলেছেন লেখক?

উত্তর:- বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।

80. “সেগুলাে নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই।”—কোন্ বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়ােজন?[বেথুন কলেজিয়েট স্কুল]

উত্তর:- পাের্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনাে কারণ নেই বলে লেখক মনে করেছেন।

81. “সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।”—কোন্ ভাষার? [বীরভূম জেলা স্কুল]

উত্তর:- বাংলা ছাড়া অন্য যে-কোনাে ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।

82. লেখক সৈয়দ মুজতবা আলী বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশের কারণ কী বলেছেন?

উত্তর:- প্রাচীন যুগ থেকেই বাংলাদেশে সংস্কৃত ভাষার চর্চা ছিল। ফলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় প্রবেশ করেছে।

83. “যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি।যতদিন কী থাকার কথা বলেছেন লেখক?

উত্তর:বাংলাদেশে যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে ততদিন বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রবেশও চলতে থাকবে।

84. স্কুল-কলেজ থেকে যে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কী বলেছেন লেখক?

উত্তর:- বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করা হয়নি।

85. কোন্ বিশেষ বিশেষ বিদ্যাচর্চায় ইংরেজি অবশ্যই প্রয়ােজন বলে লেখক মনে করেন?

উত্তর:- দর্শন, নন্দনশা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার মতাে বিদ্যাচর্চায় ইংরেজি অবশই প্রয়ােজন বলে লেখক মনে করেন।

86. “এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে।”—কোন্ দুই ভাষার কথা এখানে বলা হয়েছে? [হুগলি কলেজিয়েট স্কুল]

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে সৈয়দ মুজতবা আলী দুই ভাষা বলতে আরবি এবং ফারসি ভাষার কথা বলেছেন।

87. “একমাত্র আরবি-ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে‘—লেখক কী বলেছেন?

উত্তর:- আরবি এবং ফারসি শব্দ বাংলা ভাষায় ব্যাপকভাবে প্রবেশ করবে—এই কথা অনায়াসে বলেছেন লেখক |

88. কোন্ কারণে অচলিত আরবি-ফারসি শব্দ নতুন মেয়াদ পাবে বলেছেন লেখক?

উত্তরঃ বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ছাত্রছাত্রীরা বাংলা ভাষার প্রাচীনকালের বই পড়ার ফলেই আরবি-ফারসি শব্দ নতুন মেয়াদ পাবে।

89. হিন্দি গদ্যের ওপর কোন্ ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন লেখক?

উত্তর:- হিন্দি গদ্যের ওপর ফারসি ভাষার প্রভাব পড়ার কথা বলেছেন। লেখক |

90. ভারতীয় আর্যরা কোন্ ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল?

উত্তর:- ভারতীয় আর্যরা ফারসি ভাষার সৌন্দর্যে বেশি অভিভূত হয়েছিল।

91. উর্দু সাহিত্যের মূলসুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক?

উত্তর:- উর্দু সাহিত্যের মূলসুর ফারসির সঙ্গে বাঁধা বলেছেন লেখক।

92. ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল কীভাবে?

উত্তর:- আর্য ইরানি ভাষা এবং সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ইরানে নবীন ফারসি ভাষার উদ্ভব ঘটেছিল।

93. ইরানে আর্য-ইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে কী হয়েছিল?

উত্তর:- ইরানে আইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়।

94. “ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতাে নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না।”—ভারতবর্ষের এ তিন ভাষা কী কী?

উত্তর:- ভারতবর্ষীয় এ তিন ভাষা’ বলতে সিদ্ধি, উর্দু এবং কাশ্মীরি ভাষাকে বােঝানাে হয়েছে।

95. ‘নব নব সৃষ্টিরচনাংশে লেখক কোন্ উর্দু কবির কথা উল্লেখ করেছেন?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে লেখক উর্দু কবি ইকবালের কথা উল্লেখ করেছেন|

96. কে, উর্দুকে ফারসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? [হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন]

উত্তর:- উর্দু ভাষার কবি ইকবাল উর্দু ভাষাকে ফারসির অনুকরণ থেকে কিৎি নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন।

97. সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি কোনটি ?

উত্তর:- সৈয়দ মুজতবা আলী বলেছেন যে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি হল পদাবলি কীর্তন।

98. “এ সাহিত্যের প্রাগ এবং দেহ উভয়ই খাটি বাঙালি।”—কোন্ সাহিত্যকে বােঝানাে হয়েছে?

উত্তর:- ‘নব নব সৃষ্টি’ রচনাংশে পদাবলি কীর্তন সম্পর্কে আলােচ্য উধৃতাংশটি ব্যবহৃত হয়েছে।

” নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali  Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download)

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর

(Class 9 Bengali Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali Question and Answer / Class 9 Bengali  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali  Exam Guide / Class 9 Bengali  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Bengali  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali  Suggestion FREE PDF Download) সফল হবে।

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন ও উত্তর | নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী Class 9 Bengali  Question and Answer Suggestion । নবম শ্রেণীর বাংলা ] নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন ও উত্তর | নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলীClass 9 Bengali  Question and Answer Suggestion

নবম শ্রেণীর বাংলানব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর

নবম শ্রেণির বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী Class 9 Bengali  Question and Answer Suggestion । নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali 

নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali ) – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Suggestion

নবম শ্রেণীর বাংলা| নবম শ্রেণির বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর | Class 9 Bengali  Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা– নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী| Class 9 Bengali  Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.

WBBSE Class 9th Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলানব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর বাংলা– নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion নবম শ্রেণীর বাংলা– নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর |

WBBSE Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী প্রশ্ন ও উত্তর । নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী| Class 9 Bengali  Suggestion নবম শ্রেণীর বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী।

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলীMCQ প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা– নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী| Class 9 Bengali  Question and Answer নবম শ্রেণীর বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WB Class 9 Bengali  Suggestion | নবম শ্রেণীর বাংলা নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা – নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলীMCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali  Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali  Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Bengali  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .Class Nine IXBengali  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Bengali  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Bengali Suggestion is provided here. Class 9 Bengali  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা| Class 9 Bengali  Question and Answer with FREE PDF Download Link

নব নব সৃষ্টি [প্রবন্ধ] সৈয়দ মুজতবা আলী নবম শ্রেণীর বাংলা| Class 9 Bengali  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad