দশম শ্রেণীর ভূগোল : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দশম শ্রেণীর ভূগোল : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | WBBSE Class 10th Geography [Chapter V] Question and Answer

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer : ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায় –

(ক) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে

(খ) গুজরাটে

(গ) রাজস্থানে

(ঘ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

উত্তর : (ঘ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

2. ভারতে কোন অরন্যের পরিমাণ সবথেকে বেশি আছে?

(ক) ম্যানগ্রোভ

(খ) পর্ণমোচী

(গ) চিরহরিৎ

(ঘ) মরু উদ্ভিদ

উত্তর : (খ) পর্ণমোচী

3. মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে বলা হয় –

(ক) মেসোফাইট

(খ) হেলিওফাইট

(গ) হ্যালোফাইট

(ঘ) জেরোফাইট

উত্তর : (ঘ) জেরোফাইট

4. যেসব অঞ্চলে চিরহরিৎ গাছ দেখতে পাওয়া যায় সেখানে সারাবছর মাটি থাকে –

(ক) জলমগ্ন

(খ) আর্দ্র

(গ) শুষ্ক

(ঘ) পাথুরে

উত্তর : (খ) আর্দ্র

5. ভারতে কোন অরণ্যে ঠেস মূল যুক্ত গাছ দেখতে পাওয়া যায় –

(ক) পর্ণমোচী

(খ) ম্যানগ্রোভ

(গ) মিশ্র

(ঘ) আল্পীয়

উত্তর : (খ) ম্যানগ্রোভ

6. সামাজিক বনসৃজনে কোন উদ্ভিদে চাষ করা হয় –

(ক) ফনিমনসা

(খ) রডোডেনড্রন

(গ) ইউক্যালিপটাস

(ঘ) হেতাল

উত্তর : (গ) ইউক্যালিপটাস

7. শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ –

(ক) সরলবর্গীয়

(খ) ক্রান্তীয় পর্ণমোচী

(গ) ম্যানগ্রোভ

(ঘ) ক্রান্তীয় চিরহরিৎ

উত্তর : (খ) ক্রান্তীয় পর্ণমোচী

8. ভারতের কোন অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য‘ –

(ক) চিরহরিৎ

(খ) সরলবর্গীয়

(গ) পর্ণমোচী

(ঘ) ম্যানগ্রোভ

উত্তর : (গ) পর্ণমোচী

9. যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সেমি – এর বেশি সেখানে কী জাতীয় বৃক্ষ দেখা যায় ?

(A) ক্রান্তীয় চিরহরিৎ

(B) সরলবর্গীয় উদ্ভিদ

(C) আর্দ্র পর্ণমোচী

(D) ম্যানগ্রোভ

Ans: (A) ক্রান্তীয় চিরহরিৎ

10. চিরহরিৎ অরণ্যের একটি উদ্ভিদ হল –

(A) রডোডেনড্রন

(B) ওয়ালনাট

(C) রোজউড

(D) গরান

Ans: (C) রোজউড

11. কোন্ অঞ্চলের বৃক্ষগুলির উচ্চতা গড়ে ৩৫-৪৫ মি ?

(A) চিরহরিৎ

(B) পর্ণমোচী

(C) আল্পীয়

(D) ম্যানগ্রোভ

Ans: (A) চিরহরিৎ

12. চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায়—

(A) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে

(B) গুজরাটে

(C) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

(D) রাজস্থানে

Ans: (C) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

13. * চন্দন গাছ জন্মায় –

ক) চিরহরিৎ অরণ্যে

খ) সরলবর্গীয় অরণ্যে

গ) পর্ণমোচী অরণ্যে

ঘ) ম্যানগ্রোভ অরণ্যে

উত্তর- চন্দন গাছ জন্মায় গ) পর্ণমোচী অরণ্যে।

14. * পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত কম হয় বলে বেশিরভাগ জায়গায় লক্ষ করা যায় –

ক) চিরহরিৎ উদ্ভিদ

খ) পর্ণমোচী উদ্ভিদ

গ) ক্যাকটাস

ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদ

উত্তর- পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত কম হয় বলে বেশিরভাগ জায়গায় খ) পর্ণমোচী উদ্ভিদ লক্ষ করা যায়।

15. * স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি –

ক) ভূপ্রকৃতি

খ) মাটি

 গ) জলবায়ু

ঘ) মানুষ

উত্তর- স্বাভাবিক উদ্ভিদের ওপর গ) জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি।

16. এলিফ্যান্ট গ্রাস দেখা যায় –

ক) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে

খ) ভূমধ্যসাগরীয় অরণ্যে

গ) শুষ্ক পর্ণমোচী অরণ্যে

ঘ) সরলবর্গীয় অরণ্যে

উত্তর- এলিফ্যান্ট ঘাস গ) শুষ্ক পর্ণমোচী অরণ্যে দেখা যায়।

17. ছোটোনাগপুর মালভূমিতে জন্মায় যে উদ্ভিদ তা হল –

ক) পর্ণমোচী

খ) চিরসবুজ

গ) সরলবর্গীয়

ঘ) জেরোফাইট

উত্তর- ছোটোনাগপুর মালভূমিতে জন্মায় ক) পর্ণমোচী উদ্ভিদ।

18. ভারতের কোন্ রাজ্যে রবার গাছের চাষ সর্বাধিক ?

(A) পশ্চিমবঙ্গ

(B) কেরল

(C) মহারাষ্ট্র

(D) উত্তরাখণ্ড

Ans: (B) কেরল

19. ভারতে কোন্ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি ?

(A) পর্ণমোচী

(B) চিরহরিৎ

(C) মরু উদ্ভিদ

(D) ম্যানগ্রোভ

Ans: (A) পর্ণমোচী

20. সাধারণত ঘাস , গুল্ম এবং ছোটো ছোটো পাতাঝরা গাছকে একসঙ্গে বলে –

(A) মরু উদ্ভিদ

(B) মিশ্র অরণ্য

(C) শুষ্ক পর্ণমোচী

(D) কোনোটাই নয়

Ans: (C) শুষ্ক পর্ণমোচী

21. হিমালয়ের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন্ উদ্ভিদ দেখা যায় ?

(A) পর্ণমোচী

(B) সরলবর্গীয়

(C) ম্যানগ্রোভ

(D) চিরহরিৎ

Ans: (D) চিরহরিৎ

22. পূর্ব হিমালয়ের ৪০০ মিটারের বেশি উচ্চতায় কী অরণ্য রয়েছে ?

(A) সরলবর্গীয়

(B) আল্লীয়

(C) পাইন

(D) চিরহরিৎ

Ans: (D) চিরহরিৎ

23. মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে –

(A) হ্যালোফাইট

(B) জেরোফাইট

(C) হেলিওফাইট

(D) মেসোফাইট

Ans: (B) জেরোফাইট

[ আরোও দেখুন: Madhyamik Geography Suggestion 2023 Click here ]

24. মরু জাতীয় উদ্ভিদ জন্মায় –

(A) রাজস্থানের মরুপ্রান্তে

(B) ছোটোনাগপুর মালভূমিতে

(C) গ্রস্ত উপত্যকায়

(D) তামিলনাড়ুর পূর্ব দিকে

Ans: (A) রাজস্থানের মরুপ্রান্তে

25. একটি চিরহরিৎ বৃক্ষের উদাহরণ হল –

ক) শাল

খ) সেগুন

গ) কেন্দু

ঘ) আয়রন উড

উত্তর- একটি চিরহরিৎ বৃক্ষের উদাহরণ হল ঘ) আয়রন উড।

26. বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি যে রাজ্যে –

ক) পশ্চিমবঙ্গ

খ) মধ্যপ্রদেশ

গ) সিকিম

ঘ) অসম

উত্তর- বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি খ) মধ্যপ্রদেশে।

27. যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায়, সেখানে সারাবছর মাটি –

ক) শুষ্ক থাকে

খ) আর্দ্র থাকে

গ) বালিপূর্ণ থাকে

ঘ) লবণাক্ত থাকে

উত্তর- যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায়, সেখানে সারাবছর মাটি খ) আর্দ্র থাকে।

28. ভারতের মরু অঞ্চলে জন্মায় ফণীমনসা –

(A) ফার

(B) খয়ের

(C) স্প্রুস

(D) ফণীমনসা

Ans: (D) ফণীমনসা

29. রডোডেনড্রন , নাক্স ভমিক্যা , জুনিপার ইত্যাদি উদ্ভিদ কোন অরণ্যে দেখতে পাওয়া যায় ।

(A) সরলবর্গীয়

(B) মিশ্র

(C) আল্পীয়

(D) চিরহরিৎ

Ans: (C) আল্পীয়

30. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কী ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় ?

(A) গুষ্ম ও তৃণ

(B) সরলবর্গীয়

(C) ম্যানগ্রোভ

(D) চিরহরিৎ

Ans: (A) গুষ্ম ও তৃণ

31. যে অঞ্চলে চিরহরিৎ গাছ দেখা যায় সেখানে সারাবছর মাটি থাকে –

(A) শুষ্ক

(B) জলমগ্ন

(C) আদ্র

(D) পাথুরে

Ans: C) আদ্র

32. হুগলি নদীর মোহানায় যে গাছটি বেশি দেখা যায় সেটি হল –

(A) পাইন

(B) ক্যাকটাস

(C) শিশু

(D) সুন্দরী

Ans: (D) সুন্দরী

33. লম্বা ও ছুঁচোলো প্রকৃতির গাছ দেখা যায় –

(A) সমভূমি অঞ্চলে

(B) পার্বত্য অঞ্চলে

(C) মরু অঞ্চলে

(D) সুন্দরবন অঞ্চলে

Ans: (B) পার্বত্য অঞ্চলে

34. কোন্ মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায় ?

(A) পডসল

(B) লবণাক্ত

(C) আত্মীয়

(D) চিরহরিৎ

Ans: (A) পডসল

35. কোন গাছের নামানুসারে সুন্দরবনের নামকরণ করা হয় ?

(A) সিঙ্কোনা

(B) মৃত্তিকা

(C) ভূপ্রকৃতি

(D) সুন্দরী

Ans: (D) সুন্দরী

36. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে –

ক) গাঙ্গেয় বদ্বীপে

খ) মহানদীর বদ্বীপ

গ) গোদাবরীর বদ্বীপে

ঘ) কৃষ্ণানদীর বদ্বীপে

উত্তর- ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি গড়ে উঠেছে ক) গাঙ্গেয় বদ্বীপে।

37. পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হল –

ক) চিরহরিৎ প্রকৃতির

খ) সরলবর্গীয় প্রকৃতির

গ) আর্দ্র পর্ণমোচী প্রকৃতির

ঘ) ম্যানগ্রোভ প্রকৃতির

উত্তর- পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ গ) আর্দ্র পর্ণমোচী প্রকৃতির।

38. ভারতে কোন্ অরণ্যে ঠেসমূল যুক্ত গাছ দেখতে পাওয়া যায় ?

(A) পর্ণমোচী

(B) ম্যানগ্রোভ

(C) আল্পীয়

(D) মিশ্র

Ans: (B) ম্যানগ্রোভ

39. কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সবথেকে কম ?

(A) হরিয়ানা

(B) বিহার

(C) রাজস্থান

(D) পাঞ্জাব

Ans: (D) পাঞ্জাব

40. ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর কোন উপাদানের প্রভাব সর্বাধিক –

(A) জলবায়ু

(B) মানুষ

(C) মৃত্তিকা

(D) ভু প্রকৃতি

Ans: (A) জলবায়ু

41. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি কোথায় অবস্থিত ।

(A) গোদাবরী বদ্বীপে

(B) গঙ্গা বদ্বীপে

(C) কাবেরী বদ্বীপে

(D) মহানদী বদ্বীপে

Ans: (B) গঙ্গা বদ্বীপে

42. ভারতের কত শতাংশ অঞ্চল বনভূমি দ্বারা অধিকৃত ?

(A) ৩১.০৫ %

(B) ৫১.০৫ %

(C) ৪১.০৫ %

(D) ২১.০৫ %

Ans: (D) ২১.০৫ %

43. অরণ্য কী জাতীয় সম্পদ ?

(A) প্রবাহমান

(B) পুনর্ভব

(C) ক্ষয়মান

(D) অপুনর্ভব

Ans: (B) পুনর্ভব

44. ভারতের কোন্ অরণ্যের অপর নাম ‘ মৌসুমি অরণ্য ‘ ?

(A) চিরহরিৎ

(B) পর্ণমোচী

(C) ম্যানগ্রোভ

(D) সরলবর্গীয়

Ans: (B) পর্ণমোচী

45. সামাজিক বনসৃজনে কোন্ উদ্ভিদের চাষ করা হয় ?

(A) ইউক্যালিপটাস

(B) রডোডেনড্রন

(C) হেতাল

(D) ফণীমনসা

Ans: (A) ইউক্যালিপটাস

46. ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে ?

(A) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(B) ১৯৮০ খ্রিস্টাব্দে

(C) ১৯৭০ খ্রিস্টাব্দে

(D) ১৯৮৫ খ্রিস্টাব্দে

Ans: (B) ১৯৮০ খ্রিস্টাব্দে

47. পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হল—

(A) চিরহরিৎ প্রকৃতির

(B) পর্ণমোচী প্রকৃতির

(C) ম্যানগ্রোভ প্রকৃতির

(D) সরলবর্গীয় প্রকৃতির

Ans: (B) পর্ণমোচী প্রকৃতির

48. হেক্টরপ্রতি কত শতাংশ থাকলে তাকে অরণ্য বলা হয় ?

(A) ৫ শতাংশ

(B) ১৫ শতাংশ

(C) ২০ শতাংশ

(D) ১০ শতাংশ

Ans: (D) ১০ শতাংশ

49. শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ –

(A) ক্রান্তীয় চিরহরিৎ

(B) ক্রান্তীয় পর্ণমোচী

(C) ম্যানগ্রোভ

(D) সরলবর্গীয়

Ans: (B) ক্রান্তীয় পর্ণমোচী

50. কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় –

(A) পর্ণমোচী

(B) সাভানা

(C) ম্যানগ্রোভ

(D) মরু উদ্ভিদ

Ans: (C) ম্যানগ্রোভ

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion

1. দু – এককথায় উত্তর দাও স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রকগুলি কী কী ?

Ans: ভূপ্রকৃতি , জলবায়ু ও মৃত্তিকা ।

2. ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলজুড়ে চিরহরিৎ অরণ্য অবস্থান করছে ।

Ans: ১২ % ।

3. শীতকালে কোন্ জাতীয় অরণ্যের বৃক্ষের পাতা নির্দিষ্ট সময়ে ঝরে যায় ?

Ans: পর্ণমোচী ।

4. এবং ছোটো PATTER ঘাস , গুগ্ম , লতা এবং ছোটো ছোটো পাতাঝরা উদ্ভিদকে কোন্ শ্রেণির উদ্ভিদ বলে ?

Ans: শুষ্ক পর্ণমোচী ।

5. পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু অংশে কোন প্রকার অরণ্য দেখতে পাওয়া যায় ?

Ans: আল্পীয় অরণ্য ।

6. ভারতের কোন অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয় ?

Ans: সরলবর্গীয় এবং আল্পীয় অরণ্য ।

7. পড়সল মৃত্তিকায় কোন্ প্রকার উদ্ভিদ জন্মায় ?

Ans: সরলবর্গীয় ।

8. লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মাতে দেখা যায় ।

Ans: ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ ।

9. দুটি মিশ্র অরণ্যের উদ্ভিদের নাম লেখো ।

Ans: দেবদারু / ওক / বার্চ / ম্যাপল ।

10. কোন্ অরণ্য অঞ্চলকে ‘ ভারতের সাভানা অঞ্চল ‘ বলা হয় ।

Ans: শুষ্ক পর্ণমোচী অরণ্য ।

11. ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাছ রয়েছে ।

Ans: অন্ধ্রপ্রদেশে ।

12. ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

উত্তর: ভারতের বনভূমির পরিমাণ হল 21.76% (FSI, 2019)।

13. পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ কত?

উত্তর: পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ হল 19.04% (FSI, 2019)।

14. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন অবস্থিত।

15. ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন অরণ্য দেখা যায়?

উত্তর: ভারতের সর্বাধিক অঞ্চলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়।

16. ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক?

উত্তর: মধ্যপ্রদেশে অরন্যের পরিমাণ সবচেয়ে বেশি।

17. শতকরা অরন্যের পরিমাণে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তর: শতকরা অরন্যের পরিমাণে মিজোরাম প্রথম।

18. শতকরা অরন্যের পরিমাণে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম?

উত্তর: শতকরা অরন্যের পরিমাণে লাক্ষাদ্বীপ হয় প্রথম।

19. ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে কম?

উত্তর: হরিয়ানায় অরন্যের পরিমাণ হয় সবচেয়ে কম।

20. কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে?

উত্তর: মহারাষ্ট্রে অরন্যের পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে।

21. মাথাপিছু বনভূমির পরিমাণ সর্বোচ্চ কোন রাজ্যে?

উত্তর: অরুণাচল প্রদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ হয় সবচেয়ে বেশি।

22. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন অরণ্য দেখা যায়?

উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলে প্রধানত সরলবর্গীয় অরণ্য দেখা যায়।

23. হিমালয় পর্বতের সবচেয়ে উচু অংশে কোন প্রকার অরণ্য দেখতে পাওয়া যায়?

উত্তর: হিমালয় পর্বতের সবচেয়ে উচু অংশে আল্পীয় অরণ্য দেখা যায়।

24. ভারতের কোন অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়?

উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ সংস্কৃতির হয়।

25. সরলবর্গীয় অরণ্যে কোন প্রকার মৃত্তিকা দেখা যায়?

উত্তর: সরলবর্গীয় অরণ্য পডজল মৃত্তিকা দেখা যায়।

26. ভারতের কোথায় চিরহরিৎ অরণ্য দেখা যায়?

উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে  চিরহরিৎ অরণ্য দেখা যায়।

27. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য দেখা যায়?

উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়।

28. শীতকালে কোন জাতীয় অরণ্যে বৃক্ষের পাতা ঝরে যায়?

উত্তর: শীতকালে পর্ণমোচী অরণ্যে বৃক্ষের পাতা ঝরে যায়।

29. ভারতের লবণাক্ত মৃত্তিকা বা উপকূলীয় অঞ্চলে কোন জাতীয় উদ্ভিদ জন্মায়?

উত্তর: ভারতের লবণাক্ত মৃত্তিকা বা উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়।

30. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?

উত্তর: ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন।

31. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?

উত্তর: ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকণিকা।

32. কোন ধরনের উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়?

উত্তর: লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়।

33. কোন অঞ্চলে 200 সেমির বেশি বৃষ্টিপাত হলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?

উত্তর: কোন অঞ্চলে 200 সেমির বেশি বৃষ্টিপাত হলে চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ জন্মায়।

34. ভারতে চিরহরিৎ অরণ্যে প্রধানত কোন কোন গাছ থেকে যায়?

উত্তর: ভারতের চিরহরিৎ অরণ্যের প্রধান প্রধান গাছগুলি হল আবলুস, রবার, মেহগনি, রোজউড, আয়রনউড, শিশু, সিঙ্কোনা, বাঁশ ও বেত।

35. ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?

উত্তর: ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে প্রধানত শাল, সেগুন, শিমুল, মহুয়া, আম, জাম ও চন্দন প্রভৃতি গাছ দেখা যায়।

36. ভারতে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?

উত্তর: ভারতে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে প্রধানত শিমুল, শাল, পলাশ, বাবলা এবং কাঁটাযুক্ত ঝোপ প্রভৃতি দেখা যায়।

37. ভারতে কোন কোন মরু উদ্ভিদ পাওয়া যায়?

উত্তর: ভারতে মরু অঞ্চলে ক্যাকটাস, ফনীমনসা, বাবলা, খেজুর, কাঁটাঝোপ ও বিভিন্ন ঘাস জন্মায়।

38. ম্যানগ্রোভ অরণ্যে প্রধানত কোন কোন গাছ দেখা যায়?

উত্তর: ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, কেয়া, হোগলা প্রভৃতি গাছ দেখা যায়।

39. রাবার গাছ কী জাতীয় উদ্ভিদ?

উত্তর: রাবার গাছ হল ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ।

40. ভারতের অধিকাংশ রাবার কোথায় চাষ হয়?

উত্তর: কেরালায় ভারতের অধিকাংশ রাবার চাষ হয়।

41. রাবার গাছের রস কী নামে পরিচিত?

উত্তর: রাবার গাছের রস ল‍্যাটেক্স নামে পরিচিত।

42. চন্দন গাছ কোথায় সর্বাধিক দেখা যায়?

উত্তর: চন্দন গাছ কর্ণাটকে সর্বাধিক দেখা যায়।

43. শাল গাছ কোথায় সর্বাধিক দেখা যায়?

উত্তর: শাল গাছ মধ্যপ্রদেশে সর্বাধিক দেখা যায়।

44. কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানাঅঞ্চল বলা হয়?

উত্তর: শুষ্ক পর্ণমোচী অরণ্যকে ‘ভারতের সাভানা’ অঞ্চল বলা হয়।

45. ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?

উত্তর: ভারতের মরু অঞ্চলে জেরোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়।

46. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

47. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?

উত্তর: বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 শে মার্চ।

48. অরণ্য সপ্তাহ কবে পালিত হয়?

উত্তর: 14-21 জুন অরণ্য সপ্তাহ পালিত হয়।

49. কবে জাতীয় বননীতিগ্রহণ করা হয়?

উত্তর: 1952 সালে ‘জাতীয় বননীতি’ গ্রহণ করা হয়।

50. ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রবর্তিত হয়?

উত্তর: ভারতে বনসংরক্ষণ আইন 1972 সালে প্রবর্তিত হয়।

51. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়?

উত্তর: বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 ই মার্চ পালিত হয়।

52. সুন্দরবন দিবস কবে উদযাপন করা হয়?

উত্তর: 21 আগস্ট সুন্দরবন দিবস উদযাপন করা হয়।

53. হেক্টর প্রতি কত শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা হয়?

উত্তর: হেক্টর প্রতি 5 শতাংশ গাছ থাকলে তাকে অরণ্য বলা হয়।

54. ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণীবিভাগ কে করেন?

উত্তর: আবহাওয়া বিজ্ঞানী চ্যাম্পিয়ন সর্বপ্রথম ভারতীয় অরণ্যের শ্রেণীবিভাগ করেন।

55. ভারতে কোন ধরনের বনভূমির কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?

উত্তর: ভারতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

56. কোন ধরনের উদ্ভিদ থেকে দেশলাই তৈরি করা হয়?

উত্তর: সরলবর্গীয় অরণ্য থেকে দেশলাই তৈরি হয়।

57. ভারতের কত মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল?

উত্তর: ভারতের প্রায় 35 লক্ষ মানুষ অরণ্যের ওপর নির্ভরশীল।

58. সরকারি আয়ের কত শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়?

উত্তর: সরকারি আইয়ের 2 শতাংশ অরণ্য থেকে পাওয়া যায়।

59. ভারতের সংগৃহীত কাঠ কোন কাজে সর্বাধিক ব্যবহার হয়?

উত্তর: ভারতের সংগৃহীত কাঠ জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহার হয়।

60. কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়?

উত্তর: সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।

61. কুইনাইন কিসের ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা?

উত্তর: কুইনাইন ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা।

62. বিড়ি তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়?

উত্তর: বিড়ি তৈরিতে কেন্দুপাতা ব্যবহার করা হয়।

63. ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে দেখা যায়?

উত্তর: উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে ঝুম চাষ দেখা যায়।

64. বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?

উত্তর: বৃক্ষরোপণ হল বনভূমি সংরক্ষণের প্রধান উপায়।

65. ‘সামাজিক বনসৃজনকথাটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: সামাজিক বনসৃজন’ কথাটি প্রথম ব্যবহার করেন জে সি ওস্টোবি।

66. ভারতের সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত।

67. ভারতের অরণ্য রিপোর্ট কোন সংস্থা তৈরি করে?

উত্তর: ভারতের অরণ্য রিপোর্ট  তৈরি করে Forest Survey of India (FSI)।

68. Forest Survey of India কোন স্যাটেলাইটের সাহায্যে ভারতের অরণ্য রিপোর্ট তৈরি করে?

উত্তর: Forest Survey of India ভারতের নিজস্ব IRS P6 Resources at  LISS III স্যাটেলাইটের সাহায্যে ভারতের  অরণ্য রিপোর্ট তৈরি করে।

69. ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

Ans: উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ।

70. ভারতের সামাজিক বনসৃজন গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত ?

Ans: উত্তরপ্রদেশের এলাহাবাদে ।

71. দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার – এর নাম কী ?

Ans: Forest Research Institute .

72. ভারতের কোন অঞ্চলে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক ?

Ans: উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চলে ।

73. ভারতে সর্বপ্রথম বনমহোৎসব উদযাপন করেন কে ?

Ans: ড . কানাইয়ালাল মাণিকলাল মুনশি ।

74. নদীতীরবর্তী অঞ্চলের উদ্ভিদরাজিকে কী বলে ?

Ans: Tiparian Tree .

75. ভারতীয় অরণ্যের প্রথম শ্রেণিবিভাগ কে করেন ।

Ans: আবহবিজ্ঞানী চ্যাম্পিয়ন ।

76. তিনটি চিরসবুজ গাছের নাম লেখ।

Answer : শিশু, গর্জন ও তুন।

77. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে?

Answer : চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।

78. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ।

Answer : শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।

79. কী থেকে গালা উৎপন্ন হয়?

Answer : লাক্ষা থেকে।

80. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী?

Answer : মৌসুমী অরণ্য।

81. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়?

Answer : পর্ণমোচী বৃক্ষ।

82. তিনটি চিরসবুজ গাছের নাম লেখ।

উঃ শিশু, গর্জন ও তুন,

83. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে কী জাতীয় অরণ্য আছে?

উঃ চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য।

84. কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখ।

উঃ শাল, সেগুন, পলাশ, শিরীষ, কুসুম, মহুয়া প্রভৃতি।

85. কী থেকে গালা উৎপন্ন হয়?

উঃ লাক্ষা থেকে।

86. ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম কী?

উঃ মৌসুমী অরণ্য।

87. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কী জাতীয় বৃক্ষ জন্মায়?

উঃ পর্ণমোচী বৃক্ষ।

88. পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে?

উঃ ভারতের পশ্চিম হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।

89. ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে?

উঃ ২৪.১৬ শতাংশ।(২০১৫)

90. ভারতের জ্বালানীর প্রধান উৎস কী?

উঃ কাঠ।

91.  বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?

উঃ যথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।

92. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশের দেরাদুনে।

93. দাবানল কী?

উঃ গাছে গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন।

94. ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?

উঃ পূর্ব হিমালয়ে ২৫০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩২০০ মিটার উচ্চতায়।

95. সুন্দরী গাছের অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়?

উঃ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের সুন্দরবন অরণ্যে।

96. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?

উঃ মধ্যপ্রদেশে।

97. ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়?

উঃ গাঙ্গেয় ব-দ্বীপে সুন্দরবন অঞ্চলে।

98. ভারতের মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায়?

উঃ ঘাস, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা প্রভৃতি জেরোফাইটিক প্ল্যান্টস।

99. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কর।

উঃ গাঙ্গেয় ব-দ্বীপের দক্ষিণপ্রান্তে অবস্থিত সুন্দরবন।

100. পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতের কোন অঞ্চলে আছে?

Answer : ভারতের পশ্চিম হিমালয়ের ৯০০ থেকে ২০০০ মিটার উচ্চতায়।

101. ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে?

Answer : ২৪.১৬ শতাংশ।(২০১৫)

102. ভারতের জ্বালানীর প্রধান উৎস কী?

Answer : কাঠ।

103.  বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী?

Answer : যথেচ্ছভাবে বন সংহার রোধ এবং বনসৃজন বা বৃক্ষরোপণ।

104.  ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

Answer : উত্তরপ্রদেশের দেরাদুনে।

105. দাবানল কী?

Answer : গাছে গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন।

106.   ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?

Answer : পূর্ব হিমালয়ে ২৫০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩২০০ মিটার উচ্চতায়।

107. সুন্দরী গাছের অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়?

Answer : পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলের সুন্দরবন অরণ্যে।

108. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?

Answer : মধ্যপ্রদেশে।

109. ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন অঞ্চলে দেখা যায়?

Answer : গাঙ্গেয় ব-দ্বীপে সুন্দরবন অঞ্চলে।

110. ভারতের মরু অঞ্চলে কী ধরণের উদ্ভিদ জন্মায়?

Answer : ঘাস, ক্যাকটাস, ফণিমনসা, বাবলা প্রভৃতি জেরোফাইটিক প্ল্যান্টস।

111.  ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কর।

Answer : গাঙ্গেয় ব-দ্বীপের দক্ষিণপ্রান্তে অবস্থিত সুন্দরবন।

112. যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না , তাকে কী বলে ?

Ans: উদ্ভিদ রেখা ।

113. পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ ভারতে আছে ।

Ans: প্রায় এক শতাংশ ।

” ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর ভূগোল সাজেশন / দশম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

(Class 10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer, Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography  Question and Answer / Class 10 Geography  Suggestion / Class 10 Pariksha Suggestion / Class 10 Geography  Exam Guide / Class 10 Geography  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Geography  Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

 ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়)

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ভূগোল | Class 10 Geography 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

দশম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Suggestion দশম শ্রেণি ভূগোলভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) | দশম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer, Suggestion | Class 10 Geography  Question and Answer Suggestion | Class 10 Geography  Question and Answer Notes | West Bengal Class 10th Geography Question and Answer Suggestion.

WBBSE Class 10th Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়)

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) । Class 10 Geography  Question and Answer Suggestion.

WBBSE Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর । ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) প্রশ্ন উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) | Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography  Question and Answer দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 10 Geography  Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তরভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল – ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography  Question and Answer Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class 10 Geography  Suggestion download Class 10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 10 Geography  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 Exam Class 10 Geography  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion is provided here. Class 10 Geography  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | Class 10 Geography  Question and Answer with FREE PDF Download Link

ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad