নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান : পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Physical Science [Chapter – III] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান : পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Physical Science [Chapter – III] Question and Answer

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer : পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Physical Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Physical Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. একটি বোট নদীতে প্রথমে পূর্বদিকে 12m এবং তারপর উলটোদিকে 5m গেল বোটটির সরণ কত?

[A] 13 m

[B] 17m

[C] 7m

[D] 8 m

উত্তর:- [C] 7m

2. CGSপদ্ধতিতে ত্বরণের একক হল –

[A] m⋅s−1

[B] cm⋅s−2

[C] m⋅s−2

[D] cm⋅s−1

উত্তর:- [B] cm⋅s−2

3. 200 g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 1.5m/s2 ত্বরণ উৎপন্ন হবে?

[A] 300 N

[B] 0.5 N

[C] 0.4 N

[D] 0.3 N

উত্তর:- [D] 0.3 N

4. একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে পথের ব্যাসার্ধ R হলে, একবার আবর্তনে কণার সরণ হবে

[A] πR [B]

2πR

[C] 0

[D] 2R

উত্তর:- [C] 0

5. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –

[A] 0.8 m/s

[B] 1 m/s

[C] 1.2 m/s

[D] 2 m/s

উত্তর:- [B] 1 m/s

6. একজন বালক 20 m উচ্চতাবিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরকে নীচের দিকে ফেলল যে বেগে পাথরটি ভূমিতে আঘাত করবে তা হল –

[A] 10m⋅s−1

[B] 20m⋅s−1

[C] 40m⋅s−1

[D] 5m⋅s−1

উত্তর:- [B] 20m⋅s−1

7. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –

[A] h, 0

[B] 0, 2h

[C] 2h, 0

[D] 0, h

উত্তর:- [C] 2h, 0

8. তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ –

[A] 0∘

[B] 90∘

[C] 180∘

[D] 360∘

উত্তর:- [C] 180∘

9. একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দূরত্ব 40 km/h দ্রুতিতে ও বাকিঅর্ধেক দূরত্ব 60 km/h দ্রুতিতে গেল গাড়ির গড় দ্রুতি হল –

[A] 50 km/h

[B] 46 km/h

[C] 48 km/h

[D] 52 km/h

উত্তর:- [C] 48 km/h

10. একটি বস্তু ওপর থেকে নীচে পড়ছে। এক্ষেত্রে স্থির রাশি হল –

[A] সরণ

[B] বেগ

[C] ত্বরণ

[D] ভরবেগ

উত্তর:- [C] ত্বরণ

11. মিশ্র গতির উদাহরণ হল –

[A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

[B] এক স্থানে বলের ঘূর্ণন

[C] বলের পিছল গতি

[D] ওপর থেকে খাড়াভাবে বলের নীচে পড়া

উত্তর:- [A] ভূমির ওপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া

12. নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোটি বলা যায়?

[A] গতিবেগের সূত্র

[B] জাড্যের সূত্র

[C] ভরের সূত্র

[D] স্বরণের সূত্র

উত্তর:- [B] জাড্যের সূত্র

13. ক্রিয়া ও প্রতিক্রিয়া –

[A] সমান

[B] বিপরীতমুখী

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

14. ভুল উত্তরটি নির্বাচন করো –

[A] কোনো বস্তুর বেগ আছে ত্বরণ নেই

[B] কোনো বস্তুর বেগ শূন্য, ত্বরণ আছে

[C] ঘূর্ণন গতিতে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত থাকে

[D] কোনো বস্তুর গড় বেগ শূন্য হলে তার গড় দ্রুতি শূন্য হবেই

উত্তর:- [D] কোনো বস্তুর গড় বেগ শূন্য হলে তার গড় দ্রুতি শূন্য হবেই

15. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?

[A] টেবিল

[B] স্কুলব্যাগ

[C] বই

[D] পেনসিল

উত্তর:- [D] পেনসিল

16. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি –

[A] ত্বরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] সমবেগে চলতে থাকবে

17. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] ভর

[B] গতিশক্তি

[C] রৈখিক ভরবেগ

[D] কৌণিক ভরবেগ

উত্তর:- [C] রৈখিক ভরবেগ

18. ক্রিয়া ও প্রতিক্রিয়া –

[A] সমান

[B] বিপরীতমুখী

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

19. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] ভর

[B] গতিশক্তি

[C] রৈখিক ভরবেগ

[D] কৌণিক ভরবেগ

উত্তর:- C

20. তরলের ভিতরে কোনো বিন্দুতে তরলের চাপ—

[A] h²dg

[B] hdg²

[C] hdg

[D] hd²g

উত্তর:- [C] hdg

21. কোনো বস্তুর ঘণত্ব হল-

[A] ভর x ক্ষেত্রফল

[B] ভর x আয়তন

[C] আয়তন ÷ ভর

[D] ভর ÷ আয়তন

উত্তর:- [D] ভর ÷ আয়তন

22. SI পদ্ধতিতে বলের ঘাতের একক হল –

[A] Nm²

[B] N

[C] Nm-¹

[D] Nm-²

উত্তর:- [B] N

23. অ্যাটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় –

[A] ভাসন নীতি

[B] আর্কিমিডিস নীতি

[C] বাণৌলি নীতি

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] বাণৌলি নীতি

24. বিকৃতির একক হল

[A] dyne-cm

[B] cm/s

[C] dyne – /cm²

[D] একক নেই

উত্তর:- [D] একক নেই

25. স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয়। –

[A] তামা

[B] লোহা

[C] ইস্পাত

[D] রবার

উত্তর:- [C] ইস্পাত

26. কোনো স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া নির্দেশ করে-

[A] শুষ্ক আবহাওয়া

[B] ভালো আবহাওয়া

[C] সাইক্লোনের পূর্বাভাস

[D] বৃষ্টির পূর্বাভাস ।

উত্তর:- [C] সাইক্লোনের পূর্বাভাস

27. পৃষ্ঠটানের মাত্রা হল –

[A] [MT-²]

[B] [MLT-²]

[C] [MT-¹]

[D] [LT-¹]

উত্তর:- [A] [MT-²]

28. বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য-

[A] পৃষ্ঠটান

[B] সান্দ্রতা

[C] বায়ুমণ্ডলীয় চাপ

[D] প্লবতা

উত্তর:- [A] পৃষ্ঠটান

29. নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা-

[A] পীড়ন

[B] বিকৃতি

[C] ইয়ং গুণাঙ্ক

[D] চাপ

উত্তর:- [B] বিকৃতি

30. বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] শক্তির সংরক্ষণ

[B] ভরের সংরক্ষণ

[C] ভরবেগ সংরক্ষণ

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] শক্তির সংরক্ষণ

31. একটি স্প্রিং তুলা থেকে একটি ব্লককে বায়ুতে ঝুলিয়ে দেওয়া হলেসেটি 60N পাঠ দেয় ব্লকটি জলে নিমজ্জিত অবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 40Nব্লকটির আপেক্ষিক গুরত্ব

[A] 3

[B] 6

[C] 2

[D] 3

উত্তর:- [D] 3

32. নীচের কোনটি চাপের একক নয়?

[A] N⋅m−2 

[B] বার

[C] টর

[D] নিউটন

উত্তর:- [D] নিউটন

33. একই উপাদানে নির্মিত দুটি তার A B A–এর দৈর্ঘ্য B অপেক্ষা বেশি। A B-এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে  –

[A] YA=YB

[B] YA>YB

[C] YB>YA

[D] YA=YB=0

উত্তর:- A YA=YB

34. একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল –

[A] সান্দ্রতা

[B] অভিকর্ষ

[C] প্লবতা

[D] পৃষ্ঠটান

উত্তর:- [D] পৃষ্ঠটান

35. একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটিরআপেক্ষিক বেগ –

[A] বৃদ্ধি করে

[B] হ্রাস করে

[C] অপরিবর্তিত রাখে

[D] হ্রাসবৃদ্ধি করে

উত্তর:- [C] অপরিবর্তিত রাখে

36. একটি ব্যারোমিটারকে চাদে নিয়ে গেলে পাঠ হবে –

[A] 76 cm

[B] 38 cm

[C] 0

[D] 19 cm

উত্তর:- [C] 0

37. দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তির ট্রেনের দিকে চলে যাওয়াকে যার সাহায্যে ব্যাখ্যা করা যায়, তা হল –

[A] স্টোকস-এর সূত্র

[B] বার্নৌলির উপপাদ্য

[C] নিউটনের সূত্র

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] বার্নৌলির উপপাদ্য

38. একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল –

[A] 3

[B] 5

[C] 6

[D] 4

উত্তর:- [D] 4

39. তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে?

[A] ঘনত্ব

[B] সান্দ্রতা

[C] পৃষ্ঠটান

[D] অভিকর্ষ

উত্তর:- [C] পৃষ্ঠটান

40. বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –

[A] শক্তির সংরক্ষণ

[B] ভরের সংরক্ষণ

[C] ভরবেগ সংরক্ষণ

[D] কোনোটিই নয়

উত্তর:- – [A] শক্তির সংরক্ষণ

41. প্লবতা নির্ভর করে –

 [A] শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর

[B] শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর

[C] শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণের ওপর

[D] ওপরের তিনটির ওপরই নির্ভরশীল

উত্তর:- [D] ওপরের তিনটির ওপরই নির্ভরশীল

42. সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান –

[A] শূন্য হয়

[B] সর্বোচ্চ হয়

[C] 100 dyn/cm

[D] 200 dyn/cm

উত্তর:- – [A] শূন্য হয়

43. জলে তেল ফেললে পৃষ্ঠটান –

[A] একই থাকে

[B] কমে

[C] বাড়ে

[D] কমে বা বাড়ে

উত্তর:- [B] কমে

44. একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল –

[A] সান্দ্রতা

[B] অভিকর্ষ

[C] প্লবতা

[D] পৃষ্ঠটান

উত্তর:- [D] পৃষ্ঠটান

45. তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে?

[A] ঘনত্ব

[B] সান্দ্রতা

[C] পৃষ্ঠটান

[D] অভিকর্ষ

উত্তর:-   [C] পৃষ্ঠটান

46. কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা যে বিষয়টির ওপর নির্ভরশীল নয়তা হল –

[A] তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা

[B] বস্তুর নিমজ্জিত অংশের আয়তন

[C] অভিকর্ষজ ত্বরণের মান

[D] অপসারিত তরলের ঘনত্ব

উত্তর:-   [A] তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা

47. প্রবাহী হল

[A] কঠিন, তরল ও গ্যাস

[B] কঠিন ও তরল

[C] তরল ও গ্যাস

[D] কঠিন ও গ্যাস

উত্তর:- [C] তরল ও গ্যাস

48. কোনো তরলকে নাড়ালে এটি শেষপর্যন্ত এসে স্থির হয়ে যায়, কারণ –

[A] জাড্য

[B] পৃষ্ঠটান

[C] সান্দ্রতা

[D] ঘর্ষণ

উত্তর:- [C] সান্দ্রতা

49. ঘাতের SI একক হল –

[A] নিউটন মিটার

[B] নিউটন

[C] নিউটন/মিটার

[D] N⋅m−2

উত্তর:- [B] নিউটন

50. একটি বদ্ধপাত্রে একটি কাঠের টুকরো জলে ভাসছে যদি পাত্র থেকেকিছুটা বাতাস বের করে নেওয়া হয়, তাহলে –

[A] কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে

[B] কাঠের টুকরোটি আরও একটু ভেসে উঠবে

[C] কাঠের টুকরোর নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকবে

[D] প্রথমে আরও একটু ভেসে উঠলেও পরে পুরো নিমজ্জিত হবে

উত্তর:- [A] কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে

51. বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক?

[A] পীড়ন × বিকৃতি

[B] বিকৃতি/পীড়ন

[C] পীড়ন

[D] বিকৃতি

উত্তর:- [B] বিকৃতি/পীড়ন

52. প্রমাণ চাপের সংজ্ঞায় যে অক্ষাংশের উল্লেখ থাকে –

[A] 30∘

[B] 45∘

[C] 60∘

[D] 90∘

উত্তর:- [B] 45∘

53. SI-তে পৃষ্ঠটানের একক হল –

[A] N

[B] N.m

[C] N⋅m−1

[D] N⋅m−2

উত্তর:- [C] N⋅m−1

54. নীচের কোন্ রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য আছে?

[A] সান্দ্রতা

[B] পৃষ্ঠটান

[C] প্লবতা

[D] তিনটিই

উত্তর:- [A] সান্দ্রতা

55. ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে –

[A] ঝড়ের সম্ভাবনা

[B] বৃষ্টিপাতের সম্ভাবনা

[C] আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা

[D] তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা

উত্তর:- [B] বৃষ্টিপাতের সম্ভাবনা

56. একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল –

[A] 3

[B] 5

[C] 6

[D] 4

উত্তর:- [D] 4

57. 1 torr = কত N/m2 ?

[A] 266.56

[B] 66.54

[C] 399.84

[D] 133.28

উত্তর:- [D] 133.28

58. বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি হবে –

[A] ভঙ্গুর

[B] প্রসার্য

[C] নমনীয়

[D] অনমনীয়

উত্তর:- [D] অনমনীয়

59. নীচের কোন্ রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য আছে?

[A] সান্দ্রতা

[B] পৃষ্ঠটান

[C] প্লবতা

[D] তিনটিই

উত্তর:- [A] সান্দ্রতা

60. জলে সাবান যোগ করলে জলের –

[A] পৃষ্ঠটান বাড়ে

[B] পৃষ্ঠটান কমে

[C] পৃষ্ঠটান একই থাকে

[D] ঘনত্ব বাড়ে

উত্তর:- [B] পৃষ্ঠটান কমে

61. পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য –

[A] সান্দ্রতা

[B] পৃষ্ঠটান

[C] স্থিতিস্থাপকতা

[D] আপেক্ষিক গুরুত্ব

উত্তর:- [B] পৃষ্ঠটান

62. প্রদত্ত কোন রাশিটির একক ‘একক ক্ষেত্রফলে বলের একক’ নয়?

[A] ইয়ং গুণাঙ্ক

[B] পীড়ন

[C] বিকৃতি

[D] চাপ

উত্তর:- [C] বিকৃতি

63. একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল –

[A] সান্দ্রতা

[B] অভিকর্ষ

[C] প্লবতা

[D] পৃষ্ঠটান

উত্তর:- [D] পৃষ্ঠটান

64. উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান –

[A] বৃদ্ধি পাবে

[B] হ্রাস পাবে

[C] প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে

[D] প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে

উত্তর:- [B] হ্রাস পাবে

65. বৃষ্টির ফোঁটার সমবেগের পড়ার কারণ হল

[A] সান্দ্রতা

[B] প্লবতা

[C] পৃষ্ঠটান

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] সান্দ্রতা

66. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল-

[ক] স্থিতিজাড্য

[খ] ঘূর্ণন গতি

[গ] গতিজাড্য

[ঘ] আপেক্ষিক গতি

উত্তর- চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পরে। এর কারণ হল- [গ] গতিজাড্য।

67. একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোটটির সরণ কত?

[A] 13m

[B] 7m

[C] 17 m

[D] 8m

উত্তর- একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12m এবং উল্টোদিকে 5m গেল। বোট টির সরণ [B] 7m.

68. কোনটি স্কেলার রাশি নয়?

[ক] ভর

[খ] ভার

[গ] ঘনত্ব

[ঘ] কার্য

উত্তর- খ] ভার স্কেলার রাশি নয়।

69. সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রদত্ত কোন ভৌত রাশির মান শূন্য নয়?

[ক] মন্দন

[খ] ভরবেগ

[গ] প্রযুক্ত বল

[ঘ] ত্বরণ

উত্তর- সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে [খ] ভরবেগ ভৌত রাশির মান শূন্য নয়।

70. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-

[ক] রৈখিক ভরবেগ

[খ] গতিশক্তি

[গ] ভর

[ঘ] কৌণিক ভরবেগ

উত্তর- রকেটের গতি [ক] রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত হয়।

71. এক ব্যক্তি 7m ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যক্তির সরণ হল –

[A] 14m

[B] 16m

[C] 22m

[D] 25m

উত্তরঃ [A] 14m

72. একটি বস্তুকণার প্রাথমিক বেগ 10m/s ও মন্দন 2m/s2কণাটি কতক্ষণ পরে থামবে?

[A] 2s

[B] 4s

[C] 5s

[D] 6s

উত্তরঃ [C] 5s

73. 500g ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m/s2 ত্বরণ উৎপন্ন হবে?

[A] 1N

[B] 1.5N

[C] 2N

[D] 4N

উত্তরঃ [A] 1N

74. একটি লোহার বল গড়িয়ে গিয়ে অপর একটি বলকে ধাক্কা মারল। এটি যে বলের উদাহরণ তা হল –

[A] ঘর্ষণ বল

[B] সংঘর্ষজনিত বল

[C] লম্ব বল

[D] টান বল

উত্তর:- [B] সংঘর্ষজনিত বল

75. কোনো বস্তুর v-t লেখর নতি নির্দেশ করে বস্তুটির –

[A] গতি

[B] ত্বরণ

[C] দূরত্ব

[D] সরণ

উত্তর:- [B] ত্বরণ

76. Nkg1 কোন্ রাশির একক?

[A] ত্বরণ

[B] মন্দন

[C] বেগ পরিবর্তনের হার

[D] সবকটি সত্য

উত্তর:- [D] সবকটি সত্য

77. 5 kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 m/s বেগে 25 g ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল –

[A] 0.8 m/s

[B] 1 m/s

[C] 1.2 m/s

[D] 2 m/s

উত্তর:- [B] 1 m/s

78. কোনো বস্তুর সরলরৈখিক চলন গতির ক্ষেত্রে তার মধ্যখ কণাগুলির গতির অভিমুখ –

[A] সর্বদাই অপরিবর্তিত থাকে

[B] সর্বদাই পরিবর্তিত হয়

[C] অপরিবর্তিত থাকতে পারে আবার নাও পারে

[D] প্রথমে পরিবর্তিত হয়, তারপর অপরিবর্তিত থাকে

উত্তর:- [A] সর্বদাই অপরিবর্তিত থাকে

79. একটি গাড়ি সমবেগে চলছে তাতে ক্রিয়াশীল লন্ধি বল [F] –এরমান হবে –

[A] F>0

[B] F⩾0

C.F⩽0

D.F=0

উত্তর:- D.F=0

80. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?

[A] মিশ্র গতি

[B] বৃত্তীয়

[C] সরলরৈখিক

[D] সরলরৈখিক দোলগতি

উত্তর:- [C] সরলরৈখিক

81. ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে –

[A] বেগ

[B] ঘূর্ণাক্ষ থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব

[C] রৈখিক ভরবেগ

[D] কোনোটিই নয়

উত্তর:- [B] ঘূর্ণাক্ষ থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব

82. স্থিতিজাড্যের একটি উদাহরণ হল –

[A] কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া

[B] হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা

[C] বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের পিছু হটা

[D] সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা

উত্তর:- [A] কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া

83. কোনো কণার প্রাথমিক বেগ u এবং ত্বরণ a, t সময় পরে বেগ v হলে, u, v, a t-এর মধ্যে সম্পর্ক হল –

[A] u = v + at

[B] u + v = at

[C] v – u = at

[D] v = u + at

উত্তর:- [D] v = u + at

84. রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল-

[A] রৈখিক ভরবেগ

[B] বল

[C] ভর

[D] গতিশক্তি

উত্তরঃ – [A] রৈখিক ভরবেগ

85. কত বল প্রয়োগ করলে 10g ভরের কোনো বস্তুর ত্বরণ 6cm/s2 হবে?

[A] 50 dyn

[B] 60 dyn

[C] 70 dyn

[D] 80 dyn

উত্তরঃ – [B] 60 dyn

86. 1 dyn বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে?

[A] 5 m/s2

[B] 10m /s2

[C] 15m/s2

[D] 20m/s2

উত্তরঃ – [B] 10m /s2

87. টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ

[A] বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে

[B] বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে

[C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

[D] কোনোটিই নয়

উত্তরঃ – [C] বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য

88. কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির –

[A] সমবেগ থাকবে

[B] সমান ভরবেগ থাকবে

[C] সমত্বরণ থাকবে

[D] সমদ্ৰুতি থাকবে

উত্তরঃ – [C] সমত্বরণ থাকবে

89. বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি

[A] ত্বরণসহ চলতে থাকবে

[B] সমবেগে চলতে থাকবে

[C] থেমে যাবে

[D] কোনোটিই নয়

উত্তরঃ – [A] সমবেগ থাকবে

90. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হল

[A] স্থিতিজাড্য

[B] গতিজাড্য

[C] ঘূর্ণন গতি

[D] আপেক্ষিক গতি

উত্তরঃ – [B] গতিজাড্য

91. একটি বিমান পূর্বদিক বরাবর 6000 km গিয়ে উত্তরদিক বরাবর 8000 km গেল এরপর বিমানটি হ্রস্বতম পথে প্রাথমিক অবস্থানে ফিরে এল যদি বিমানের দ্রুতি 200 km/h হয় তবে সমগ্র যাত্রাপথে বিমানের গড় বেগ হল –

[A] 0

[B] 120 km/h

[C] 200 km/h

[D] 220 km/h

উত্তর:- [A] 0

92. একটি বল খাড়া ওপরে ছুড়ে দেওয়া হল বলটি কী ধরনের গতি নিয়ে চলবে?

[A] মিশ্র গতি

[B] বৃত্তীয়

[C] সরলরৈখিক

[D] সরলরৈখিক দোলগতি

উত্তর:- [C] সরলরৈখিক 

93. একটি বস্তুকে খাড়া ওপরের দিকে ছুড়লে, বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দুরত্ব এবং সরণ হল যথাক্রমে –

[A] h, 0

[B] 0, 2h

[C] 2h, 0

[D] 0, h

উত্তর:- [C] 2h, 0

94. দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে T টান প্রয়োগ করলে দড়িতে টান হবে –

[A] T

[B] 2T

[C] T/2

[D] T/4

উত্তর:- [A] T

95. একটি কণা r ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্বঅতিক্রম করল কণাটির সরণ হল

[A] r

[B] 2r

[C] r/2

[D] 3r

উত্তর:- [B] 2r

96. কোন বস্তুর জাড্য সবচেয়ে কম?

[A] টেবিল

[B] স্কুলব্যাগ

[C] বই

[D] পেনসিল

উত্তর:- [D] পেনসিল

97. মোটরচালিত একটি বেল্ট 5m/s সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1kg/s হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে?

[A] 2.5N

[B] 5N

[C] 7.5N

[D] 10N

উত্তরঃ [B] 5N

98. কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3N 4N হলে বলের মান হল

[A] 7N

[B] 6N

[C] 8N

[D] 5N

উত্তরঃ [D] 5N

99. একটি রকেট প্রতি সেকেন্ডে 10kg জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000m/s বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল –

[A] 10000N

[B] 5000N

[C] 50000N

[D]100000N

উত্তরঃ [A] 10000N

100. 4kg ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 500m/s বেগে 6g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ হবে

[A] 50cm/s

[B] 25cm / s

[C] 20cm/s

[D] 75cm/s

উত্তরঃ – [D] 75cm/s

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Physical Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Physical Science Question and Answer Suggestion

1. ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হতে পারে না। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

2. একটি কণা r ব্যাসার্ধের বৃত্ত বরাবর এক পাক ঘুরে আবার প্রথম বিন্দুতে ফিরে এল। কণার সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কপার সরণ হল শূন্য এবং অতিক্রান্ত দূরত্ব = 2πr।

3. গতিশীল কণার সরণ কখন শূন্য হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কোনো গতিশীল কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে কণার সরণ শূন্য হয়।

4. সুইচ অফ করে দিলেও ______-এর কারণে বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- গতিজাড্য

5. কোনো বস্তুর ভরবেগের CGS একক gcm/s । [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

6. নিউটনের ______গতিসূত্র থেকে বলের পরিমাণ জানা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- দ্বিতীয়

7. ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়।

8. বলের মাত্রীয় সংকেত লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বলের মাত্রীয় সংকেত হল MLT−2

9. একটি বস্তুর বেগ সময় লেখটি সময় অক্ষ বরাবর নির্দেশিত হলে, বস্তুটির গতি সম্পর্কে মন্তব্য করো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- এক্ষেত্রে বস্তুটি স্থির।

10. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভেক্টর

11. একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- দুটি চুম্বকের সমমেরুর মধ্যে বিকর্ষণ হল একটি স্পর্শবিহীন বল।

12. এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথরের বেগ ওপরের দিকে হলেও অভিকর্ষজ ত্বরণের অভিমুখ নীচের দিকে।

13. কেনো বস্তুর ভরবেগ = ______ × ______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভর, বেগ

14. CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- CGS পদ্ধতি ও SI-তে দ্রুতির একক যথাক্রমে cm/s ও m/s

15. কোনো গতিশীল কণার অতিক্রান্ত দুরত্ব ও সরণের মানের অনুপাত 1-এর চেয়ে কম হতে পারে কি? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- না, কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাত 1 বা 1-এর চেয়ে বেশি হয়।

16. একটি বস্তুর বেগ-সময় লেখ ঋণাত্মক নতিবিশিষ্ট সরলরেখা হলে, বস্তুটির গতির প্রকৃতি কীরূপ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বস্তুটি সমমন্দনে গতিশীল।

17. অমসৃণ অনুভূমিক পথে সমবেগে গতিশীল একটি গাড়ির ইঞ্জিন দ্বারা প্রযুক্ত বল রাস্তা ও চাকার ঘর্ষণ বল অপেক্ষা বেশি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

18. ______ রাশির সংযোজনের ক্ষেত্রে সামান্তরিক সূত্রটি প্রয়োগ করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ভেক্টর

19. বল = ভর ×x; CGS পদ্ধতিতে x-এর একক লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- x রাশিটি হল ত্বরণ ∴ CGS পদ্ধতিতে x-এর একক হল cm/s2

20. কোনো বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে, বস্তুটির গতির অভিমুখ কী হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বস্তুটির ওপর প্রযুক্ত বলগুলির লব্ধি যদি শূন্য না হয়, তবে ওই লদ্ধিবলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।

21. IN = ______ dyn [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 105

22. স্থিতি কাকে বলে?

উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে। বস্তুর এই ধর্মকে স্থিতি বা Rest বলে।

23. গতি কাকে বলে?

উত্তরঃ – সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় , সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে।

24. ঘূর্ণন গতিতে কী অপরিবর্তিত থাকে?

উত্তরঃ – ঘূর্ণন গতিতে বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে  অবস্থান অপরিবর্তিত থাকে।

25. বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন্ দিক বরাবর হয়?

উত্তরঃ – বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ হলো ওই বস্তুটি গতিপথের যে বিন্দুতে আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক [tangent] এর দিক বরাবর।

26. সমবৃত্তীয় গতি কাকে বলে?

উত্তরঃ – বৃত্তাকার গতির ক্ষেত্রে দ্রুতি সুষম থাকে তাকে সমবৃত্তীয় গতি বলে।

27. বেগ-সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে?

উত্তরঃ – বেগ-সময় লেখচিত্রের নতি ত্বরণ নির্দেশ করে ।

28. বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায়?

উত্তরঃ – বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়।

29. বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায় ?

উত্তরঃ –  বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাওয়া যায়।

30. চাপ স্কেলার না ভেক্টর রাশি?

উত্তর:- চাপ স্কেলার  রাশি।

31. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে কী বোঝা যায় ?

উত্তর:- ব্যারোমিটারের পাঠ খুব ধীরে কমলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। সুতরাং শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

32. SI –তে পৃষ্ঠটানের একক কী?

উত্তর:- SI -তে পৃষ্ঠটানের একক নিউটন মিটার-¹।

33. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কী পরিবর্তন হয়?

উত্তর:- তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটান কমে।

34. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো।

উত্তর:- পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত [MT-²]

35. বায়ুশূন্যস্থানে কী সাইফন কাজ করতে পারে?

উত্তর:- বায়ুশূন্যস্থানে  সাইফন ক্রিয়া ঘটবে না। কারণ বায়ুচাপই তরলকে স্থানান্তরিত হতে সাহায্য করে।

36. উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে?

উত্তর:-  উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত স্থিতিস্থাপক গুনাঙ্কের মান হ্রাস পায়।

37. সান্দ্রতা ও ঘণত্ব রাশি দুটি কি একই ?

উত্তর:- সান্দ্রতা ও ঘণত্ব দুটি আলাদা রাশি।

38. বিকৃতির একক কী?

উত্তর:-  দুটি সমজাতীয় রাশির  অনুপাত বলে বিকৃতির কোন একক নেই।

39. ইয়ং গুণাঙ্কের CGS একক কী?

উত্তর:- ইয়ং গুণাঙ্কের CGS একক dyne cm‐² ।

40. তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কীভাবে নির্ভর করে?

উত্তর:-  তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ = ওই বিন্দুর গভীরতা × তরলের ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ ।

41. আপেক্ষিক গুরুত্বের কী কোনো একক আছে?

উত্তর:- আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটি একটি এককবিহীন ও মাত্রাহীন রাশি।

42.  প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়?

উত্তর:- প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়।

43. স্বয়ংক্রিয় ফ্লাসে কোন নীতি কাজে লাগানো হয়?

উত্তর:- স্বয়ংক্রিয় ফ্লাসে সাইফন নীতি কাজে লাগানো হয়।

44. সূক্ষ্ম সূঁচ জলের উপর ভাসে জলের কোন্ ধর্মের জন্য?

উত্তর:- সূক্ষ্ম সূঁচ জলের উপর ভাসে জলের পৃষ্ঠটানের  জন্য ।

45. বলের CGS পদ্ধতি ও SI-তে পরম এককের সম্পর্ক কী?

উত্তরঃ – বলের CGS পদ্ধতিতে পরম একক ডাইন এবং   SI-তে নিউটন । 1 নিউটন = 10^5 ডাইন।

46. বলের বিভাজন কাকে বলে?

উত্তরঃ – একটি বলকে দুটি অংশে বিভাজিত করার পদ্ধতিকেই  বলের বিভাজন বলে এবং ওই অংশ দুটিকে মূল বলের উপাংশ বলে।

47. m 4m ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের বেগের অনুপাত ______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- 4:1

48. ত্বরনের এককেপ্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে কেন?

উত্তরঃ- একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।

49. নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ।

উত্তরঃ- বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।

50. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।

উত্তরঃ- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

51. নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখ।

উত্তরঃ- প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

52. বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখ।

উত্তরঃ- যদি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে।

53. রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখ।

উত্তরঃ- কোন বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে।

54. পাখিরা আকাশে ওড়ে কিভাবে?

উত্তরঃ- একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উড়তে যায় তখন দু’টি ডানা সাহায্যে বায়ুর উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ুও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি গতিশীল হয়।

55. কোন্ বলের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভূমি ও বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য কোনো বস্তুকে ভূমির ওপর দিয়ে ঠেলে সরাতে অসুবিধা হয়।

56. সমত্বরণে গতিশীল কণার প্রাথমিক বেগ শূন্য হলে কণাটির বেগ-সময় লেখটির প্রকৃতি কীরূপ হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সমত্বরণে গতিশীল কণার বেগ-সময় লেখটি সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা হবে।

57. সমবেগে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্রের প্রকৃতি কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সমবেগে গতিশীল কোনো কণার সরণ-সময় লেখচিত্র হল সময় অক্ষের সঙ্গে আনত মূলবিন্দুগামী সরলরেখা।

58. চাপের SI একক কি?

উত্তরঃ- পাস্কল

59. সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি?

উত্তরঃ- বৃত্তীয় গতি

60. দ্রুতি কি ধরনের রাশি?

উত্তরঃ- স্কেলার রাশি

61. একটি মিশ্র গতির উদাহরণ দাও।

উত্তরঃ- সূর্যের চারিদিকে পৃথিবীর গতি

62. এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।

উত্তরঃ- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর

63. সিজিএস এবং এস আই পদ্ধতিতে ত্বরণের একক কি?

উত্তরঃ- 〖CGS-〖cm/s〗^2   SI-m/s〗^2

64. সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি?

উত্তরঃ- CGS – cm SI – m

65. সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি?

উত্তরঃ- CGS – cm/s SI – m/s

66. চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে?

উত্তরঃ- যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।

67. কোন্‌ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান?

উত্তরঃ- সরলরৈখিক

68. নিউটনের কোন্‌ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

উত্তরঃ- প্রথম গতিসূত্র

69. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এর কারণ কি?

উত্তরঃ- গতিজাড্য

70. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ- 1N = 〖10〗^5dyn

71. কোন্‌ ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি প্রযোজ্য নয়?

উত্তরঃ- অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে

72. কোন বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে বস্তুতে গতির অভিমুখ কি হবে?

উত্তরঃ- লব্ধি শূন্য না হলে বলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।

73. 1 গ্রাম ভার = কত নিউটন?

উত্তরঃ- 0.0098 নিউটন

74. জেটইঞ্জিন এর কার্য নীতির ভিত্তিটি কি?

উত্তরঃ- রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র

75. নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত?

উত্তরঃ- 180°

76. একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও।

উত্তরঃ- কোনো তলের উপর বস্তুতে টানা বা ঠেলা

77. একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।

উত্তরঃ- চুম্বকের বিকর্ষন

78. বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুক ও বুলেটের মধ্যে কার ভরবেগ বেশি?

উত্তরঃ- উভয়ের সমান হবে।

79. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।

80. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? [এক কথায় উত্তর দাও]

উত্তর : লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।

81. কানের গঠনের ভাগগুলি কী কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর : কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।

82. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

83.  SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : শ্রবণোত্তর বা শব্দোত্তর

84. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz –এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।

85. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? [এক কথায় উত্তর দাও]

উত্তর : সুরযুক্ত শব্দের প্রাবল্য [loudness] শব্দের তীব্রতা [intensity]-র ওপর নির্ভরশীল।

86. বেল বা ডেসিবেল কোন রাশির একক? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।

87. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : ইউস্টেচিয়ান নালী

88. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : সুপারসনিক

89. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? [এক কথায় উত্তর দাও]

উত্তর : শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।

90. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।

91. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : যাওয়া-আসা

92. সিসার সরু তার তৈরি সম্ভব নয়। কারণ সিসার ______ খুবই কম। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- প্রসার্যতা

93. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।

94. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে ______ বলে [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যারোমিটার

95. তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কীরূপ পরিবর্তিত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে বস্তুর প্রান্তীয় বেগ উভয় ক্ষেত্রেই হ্রাস পায়।

96. তরলের চাপের সঙ্গে ওর চাপশক্তির সম্পর্ক কীরূপ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- একক আয়তনে তরলের চাপশক্তি = তরলের চাপ।

97. পদার্থের কোন্ ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পদার্থের প্রসার্যতা ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়।

98. সান্দ্র বলের মান পাশাপাশি দুটি স্তরের বেগের পার্থক্যের LT [ শূন্যস্থান পূরন করাে ]

Ans . সমানুপাতিক

99. প্লবতার মাত্রীয় সংকেত কী ? [ এক কথায় উত্তর দাও ]

Ans . প্লবতার মাত্রীয় সংকেত হল MLT – 2 |

100. স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী । [ সত্য / মিথ্যা নির্বাচন করাে ]

Ans . সত্য

101. সাবান জলের পৃষ্ঠটান কম হওয়ায় এর মুক্তপৃষ্ঠ সংকোচনের প্রবণতাও কম । [ সত্য / মিথ্যা নির্বাচন করাে ]

Ans . সত্য

102. প্রবাহীর কোন্ ধরনের প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ? [ এক কথায় উত্তর দাও ]

Ans . প্রবাহীর অশান্ত প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ।

103. B তরলে A কঠিনটি নিমজ্জিত হয়ে যাওয়ার অর্থ B- এর ঘনত্ব A- এর ঘনত্বের তুলনায় ______[ শূন্যস্থান পূরন করাে ]

Ans . কম

104. ধারারেখাগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

105. পদার্থের কোন্ ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পদার্থের প্রসার্যতা ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়।

106. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।

107. বিকৃতির একক কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বিকৃতির কোনো একক নেই।

108. তরলস্তরের স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সান্দ্র বলের মান বৃদ্ধি পায়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

109. ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল ML-1 T-2

110. ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? [g = 980 / s2 ধরে] [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা হবে 10.336 m

111. আদর্শ প্রবাহী বলতে কী বোঝ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- সাধারণ প্রবাহী যখন প্রবাহিত হয় তখন পাশাপাশি দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্যের জন্য বাধাদানকারী সান্দ্রবল ক্রিয়া করে কিন্তু প্রবাহী যদি আদর্শ হয় তাহলে প্রবাহী প্রবাহিত হলে এই ধরনের কোনো বাধাদানকারী বল ক্রিয়া করবে না।

112. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

113. bar এককে প্রমাণ চাপের মান কত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্রমাণ চাপ = 1.013 bar

114. ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।

115. বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বার্নৌলির উপপাদ্যটি শক্তির সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত।

116. ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।

117. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর : বেল

118. চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ- চাপ=  ঘাত/ক্ষেত্রফল

119. ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়?

উত্তরঃ- ঝড়ের সম্ভাবনা

120. ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে কি ঘটে?

উত্তরঃ- বৃষ্টিপাতের সম্ভাবনা

121. ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কি হয়?

উত্তরঃ- বায়ুতে জলীয় বাষ্পের পরিমান অনেক কমে

122. চাপের এসআই একক কি?

উত্তরঃ- Nm^[-2]

123. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কি হবে?

উত্তরঃ- কোনো পাঠ দেবে না

124. পাস্কাল কিসের একক?

উত্তরঃ- চাপের এস. আই একক

125. ব্যারোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?

উত্তরঃ- বায়ুর চাপ

126. এক বায়ুমন্ডলীয় চাপ = কত টর?

উত্তরঃ- 760 টর

127. তরলের কোন ধর্মের জন্য শহরের বাড়ি, অফিস ও বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা যায়?

উত্তরঃ- তরলের সমোচ্চশীলতা ধর্ম

128. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি?

উত্তরঃ- 〖MT〗^[-2]

129. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে?

উত্তরঃ- কমে

130. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : অনুদৈর্ঘ্য

131. শূন্য লেভেল তীব্রতার মান 1012W/m2 [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : সত্য

132. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর : আকার

133. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? [এক কথায় উত্তর দাও]

উত্তর : অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।

134. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর : মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।

135. কোন্‌ উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়?

উত্তরঃ- সংকট উষ্ণতায়

136. তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি?

উত্তরঃ- না

137. বার্নোলির উপপাদ্যটি কোন্‌ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত?

উত্তরঃ- শক্তির সংরক্ষন নীতি

138. উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন ঘটে?

উত্তরঃ- তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়

139. তরলের সান্দ্রতা সঙ্গে ওর সচলতার সম্পর্ক কি?

উত্তরঃ- যে তরলের সান্দ্রতা যত বেশি সেই তরলের সচলতা কম

140. তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কিরূপ পরিবর্তন হয়?

উত্তরঃ- উভয় ক্ষেত্রেই হ্রাস পাবে

141. পীড়ন ও বিকৃতির মধ্যে কোন্‌টি মৌলিক?

উত্তরঃ- বিকৃতি

142. ইয়ং গুনাঙ্কের মাত্রীয় সংকেত কি?

উত্তরঃ- ML^[-1] T^[-2]

143. উষ্ণতা বাড়লে ইয়ং গুনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?

উত্তরঃ- হ্রাস পায়

144. লোহা এবং কাঁচের মধ্যে কার ভঙ্গুরতা কম?

উত্তরঃ- লোহার

145. প্রমান বায়ুমন্ডলীয় চাপ বলতে কী বোঝো? এর মান কত?

উত্তরঃ- সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। প্রমান বায়ুমন্ডলীয় চাপের মান 1.013×〖10〗^6 ডাইন/সেমি।

146. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর : মিথ্যা

” পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Physical Science Suggestion / Class 9 Physical Science  Question and Answer / Class 9 Physical Science Suggestion / Class 9 Pariksha Physical Science Suggestion / Physical Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Physical Science Suggestion FREE PDF Download)

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Physical Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Physical Science Suggestion / Class 9 Physical Science  Question and Answer / Class 9 Physical Science  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Physical Science  Exam Guide / Class 9 Physical Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Physical Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Physical Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর। পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ] পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরপদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়]

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভৌত বিজ্ঞান | Class 9 Physical Science 

নবম শ্রেণি ভৌত বিজ্ঞান (Class 9 Physical Science ) – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] | Class 9 Physical Science  Suggestion

 নবম শ্রেণির ভৌত বিজ্ঞান – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Physical Science  Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সহায়ক – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science  Question and Answer, Suggestion | Class 9 Physical Science  Question and Answer Suggestion | Class 9 Physical Science  Question and Answer Notes | West Bengal Class 9th Physical Science Question and Answer Suggestion.

WBBSE Class 9th Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরপদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়]

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Physical Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] । Class 9 Physical Science  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Physical Science  Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] | Class 9 Physical Science  Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরপদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Physical Science  Question and Answer  নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Physical Science  Suggestion | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তরপদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Physical Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Physical Science Suggestion Download WBBSE Class 9th Physical Science short question suggestion . Class 9 Physical Science  Suggestion download Class 9th Question Paper Physical Science. WB Class 9 Physical Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

তাপ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Physical Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Physical Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IX Physical Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Physical Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Physical Science Suggestion is provided here. Class 9 Physical Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 9 Physical Science  Question and Answer with FREE PDF Download Link

পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science  Question and Answer পদার্থ: গঠন ও ধর্ম [তৃতীয় অধ্যায়] নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Physical Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad