নবম শ্রেণীর ভূগোল : মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography [Chapter – IX] Question and Answer
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer : মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. রাজস্ব আদায়ের সবচেয়ে নীচের স্তরের প্রশাসনিক একক হল—
[A] গ্রাম
[B] শহর
[C] ব্লক
[D] মৌজা
উত্তর:- [D] মৌজা
2. ভৌগোলিকদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানচিত্র হল—
[A] ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
[B] মৌজা মানচিত্র
[C] রাজনৈতিক মানচিত্র
[D] ভূতাত্ত্বিক মানচিত্র
উত্তর:- [A] ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
3. প্রথম মানচিত্র বই প্রকাশ করেন—
[A] মার্কেটর
[B] আর্যভট্ট
[C] হেকাটিয়াস
[D] হেরোডোটাস
উত্তর:- [A] মার্কেটর
4. প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন –
[A] অ্যারিস্টোটল
[B] হোমার
[C] টলেমি
[D] এরাটোসথেনিস
উত্তরঃ- [C] টলেমি
5. কোন্ মানচিত্রে সমোন্নতি রেখা থাকে –
[A] টপোগ্রাফিক্যাল মানচিত্র
[B] মৌজা মানচিত্র
[C] বিষয়ানুগ মানচিত্র
[D] ভূপ্রাকৃতিক মানচিত্র
উত্তরঃ- [A] টপোগ্রাফিক্যাল মানচিত্র
6. টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা কোন্ রঙে দেখানো হয় –
[A] লাল
[B] হলুদ
[C] নীল
[D] বাদামি
উত্তরঃ- [D] বাদামি
7. কোন্ প্রকার স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে –
[A] বিবৃতিমূলক স্কেল
[B] আয়তন স্কেল
[C] ভগ্নাংশসূচক স্কেল
[D] রৈখিক স্কেল
উত্তরঃ- [D] রৈখিক স্কেল
8. যারা জমি মাপে তারা কোন মানচিত্রের সাহায্য নেয় –
[A] ভূপ্রাকৃতিক মানচিত্র
[B] মৌজা মানচিত্র
[C] মানচিত্র চার্ট
[D] টোপোগ্রাফিক্যাল মানচিত্র
উত্তরঃ- [B] মৌজা মানচিত্র
9. ভারতের জনসংখ্যা মানচিত্র একটি –
[A] সাধারণ মানচিত্র
[B] মানচিত্র চার্ট
[C] বিষয়ানুগ মানচিত্র
[D] বিবৃতিমূলক মানচিত্র
উত্তরঃ- [C] বিষয়ানুগ মানচিত্র
10. চৌম্বকীয় কম্পাস নিদের্শ করে—
[A] উত্তরদিক
[B] দক্ষিণদিক
[C] পূর্বদিক
[D] পশ্চিমদিক
উত্তর:- [A] উত্তরদিক
11. গ্লোব আঁকা হয়—
[A] ক্ষুদ্র স্কেল মানচিত্রে
[B] বৃহৎ স্কেল মানচিত্রে
[C] মাঝারি স্কেল মানচিত্রে
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] ক্ষুদ্র স্কেল মানচিত্রে
12. ইংরেজি ‘ম্যাপ’ কথাটি এসেছে লাতিন শব্দ—
[A] ম্যাপিয়া
[B] ম্যাপ্পা
[C] ম্যাপ্পো
[D] ম্যাপিন থেকে
উত্তর:- [B] ম্যাপ্পা
13. ম্যাপ্পা বলতে বোঝায়—
[A] একখণ্ড কাগজ
[B] একখণ্ড পৃথিবী
[C] একখণ্ড কাপড়
[D] একখণ্ড মাটি
উত্তর:- [C] একখণ্ড কাপড়
14. NATMO-এর সদর দপ্তর অবস্থিত –
[A] দিল্লিতে
[B] কলকাতায়
[C] দেরাদুনে
[D] রাঁচিতে
উত্তর:- [B] কলকাতায়
15. ম্যাপ্পা বলতে বোঝায়—
[A] একখণ্ড কাগজ
[B] একখণ্ড পৃথিবী
[C] একখণ্ড কাপড়
[D] একখণ্ড মাটি
উত্তর:- [C] একখণ্ড কাপড়
16. J. L. নম্বর দেওয়া থাকে –
[A] টোপোগ্রাফিকাল ম্যাপে
[B] মৌজা ম্যাপে
[C] অ্যাটলাসে
[D] কোনোটিই নয়
উত্তর:- [B] মৌজা ম্যাপে
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Geography Question and Answer Suggestion
1. বিবৃতিমূলক স্কেল কী?
উত্তর:- মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে।
2. পৃথিবীর প্রথম প্রকাশিত মানচিত্র কোনটি?
উত্তর:- গেরারদাস মারকেটর [Gerardas Mercator]-এর মানচিত্র।
3. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ- ব্যাবিলনে
4. স্কেলের ভিত্তি অনুসারে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ- তিনভাগে
5. সমোন্নতি রেখা কোন্ মানচিত্রে দেখা যায়?
উত্তরঃ- ভূবৈচিত্রসূচক মানচিত্রে
6. টপোগ্রাফিক্যাল মানচিত্রের নীল রং এর সাহায্যে কি দেখা হয়?
উত্তরঃ- জলভাগ
7. ভারতের কোন্ সংস্থা ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রকাশ করে?
উত্তরঃ- সার্ভে অফ ইন্ডিয়া
8. কোন্ স্কেলটি সর্বজনীন স্কেল?
উত্তরঃ- ভগ্নাংশসূচক স্কেল
9. লৈখিক স্কেল কাকে বল?
উত্তর:- যখন কোনো স্কেলকে রেখার আকারে এঁকে দেখানো হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।
10. রৈখিক স্কেল কাকে বলে?
উত্তর:- যখন কোনো স্কেলকে সরলরেখার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে রৈখিক স্কেল বলে।
11. স্কেচ কী?
উত্তর:- স্কেল ছাড়া অঙ্কিত চিত্রকে স্কেচ বলে।
12. ভূ-প্রকৃতি, নননদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়?
উত্তর:- প্রাকৃতিক মানচিত্র।
13. ভারতীয় জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে?
উত্তর:- গ্রিড সমন্বিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র [Topographical map] ।
14. স্কেল কাকে বলে?
উত্তর:- মানচিত্রের দুটি স্থান বা দূরত্ব এবং ভূপৃষ্ঠের ঐ দুটি স্থানের দূরত্বের অনুপাত মানচিত্রে যখন দেখানো হয়, তখন তাকে স্কেল বলে।
15. ম্যাপ [map] শব্দটির উৎস কী? এর অর্থ কী?
উত্তর:- ল্যাটিন শব্দ ‘mappa’ থেকে এসেছে। এর অর্থ টেবিল ক্লথ বা চৌকো কাপড়ের টুকরো।
16. কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন?
উত্তর:- গ্রীক পণ্ডিত অ্যানাক্সিম্যাণ্ডার [Anaximander]।
17. পৃথিবীর প্রথম প্রকাশিত মানচিত্র কোনটি?
উত্তর:- গেরারদাস মারকেটর [Gerardas Mercator]-এর মানচিত্র।
18. মানচিত্রের শ্রেণিবিভাগগুলি লেখো।
উত্তর:- স্কেলের ভিত্তিতে মানচিত্র দুই প্রকার। যথা- বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র।
19. বৃহৎ স্কেলের মানচিত্র আবার তিন প্রকার। যথা-
ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র [Topographical map]।
20. প্ল্যান [Plan]।
মৌজা মানচিত্র [Cadastral map]।
21. এটলাস মানচিত্র কী?
উত্তর:- ১৯৩৬ খ্রীষ্টাব্দে মারকেটর এবং হন্ড যৌথভাবে সংগৃহীত মানচিত্রগুলিকে পুস্তকের আকারে প্রকাশ করেন। এই পুস্তকের প্রচ্ছদে গ্রীক-পুরাণে কথিত দৈত্য অ্যাটলাসের কাঁধে পৃথিবী ধারণ করার ছবি আঁকা আছে। সেই সময় থেকে অ্যাটলাসের নাম অনুসারে পুস্তকের আকারে প্রকাশিত মানচিত্রকে অ্যাটলাস বলা হয়।
22. উপস্থাপন বা প্রকাশ করার ভঙ্গি অনুযায়ী স্কেল কয় প্রকার কী কী?
উত্তর:- তিন প্রকার। যথা- বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল ও লৈখিক স্কেল।
23. লৈখিক স্কেল কাকে বল?
উত্তর:- যখন কোনো স্কেলকে রেখার আকারে এঁকে দেখানো হয়, তখন তাকে লৈখিক স্কেল বলে।
24. দেওয়াল মানচিত্র কোন মানচিত্রের উদাহরণ?
উত্তর:- ক্ষুদ্র স্কেলের মানচিত্র [Small Scale map] ।
25. ভগ্নাংশসূচক স্কেল কী?
উত্তর:- মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা Representative Fraction বলে। R.F. = মানচিত্র দূরত্ব/ভূমি দূরত্ব।
26. বিবৃতিমূলক স্কেল কী?
উত্তর:- মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে।
27. যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক প্রকাশ করা হয়, তাকে কী বলে?
উত্তর:- পরিমাণগত মানচিত্র।
28. কর্ণীয় স্কেলে মুখ্য, গৌণ ও ______ ভাগ থাকে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- প্রগৌণ
29. টোপোগ্রাফিকাল মানচিত্রে প্রাকৃতিক ও ______ উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সাংস্কৃতিক
30. উপস্থাপন বা প্রকাশ করার ভঙ্গি অনুযায়ী স্কেল কয় প্রকার কী কী?
উত্তর:- তিন প্রকার। যথা- বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল ও লৈখিক স্কেল।
31. তথ্যের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর:- দুইভাগে।
32. ______ স্কেলে একটি ভাগের ভগ্নাংশকে নির্ভুলভাবে পরিমাপ করা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভার্নিয়ার
33. একটি বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ দাও।
উত্তর:- মৌজা মানচিত্র।
34. সমবর্ষণ রেখার মানচিত্র হল ______। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পরিমাণবাচক মানচিত্র।
35. সমপ্রেষ রেখা সমন্বিত মানচিত্র হল একধরনের ______ মানচিত্র। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- তথ্যভিত্তিক।
36. আবহাওয়া মানচিত্র একধরনের ______ মানচিত্র। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বিষয়মূলক।
37. কে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন?
উত্তর:- গ্রীক পণ্ডিত অ্যানাক্সিম্যাণ্ডার [Anaximander]।
38. রৈখিক স্কেল কাকে বলে?
উত্তর:- যখন কোনো স্কেলকে সরলরেখার আকারে প্রকাশ করা হয়, তখন তাকে রৈখিক স্কেল বলে।
39. দিগংশ কী?
উত্তর:- উত্তর রেখা থেকে ঘড়ির কাঁটার দিকে কোনো রেখা যত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, সেটি ঐ রেখার দিগংশ।
40. স্কেচ কী?
উত্তর:- স্কেল ছাড়া অঙ্কিত চিত্রকে স্কেচ বলে।
41. ভূ-প্রকৃতি, নননদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়?
উত্তর:- প্রাকৃতিক মানচিত্র।
42. ভারতীয় জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে?
উত্তর:- গ্রিড সমন্বিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র [Topographical map] ।
43. মানচিত্র সংকলিত পুস্তকটির নাম কি?
উত্তরঃ- অ্যাটলাস
44. নাবিক ও পাইলটদের জন্য তৈরি মানচিত্রের নাম কি?
উত্তরঃ- মানচিত্র চার্ট
45. টলেমি রচিত মানচিত্র গ্রন্থটির নাম কি?
উত্তরঃ- জিওগ্রাফিয়া
46. দেওয়াল মানচিত্র কোন মানচিত্রের উদাহরণ?
উত্তর:- ক্ষুদ্র স্কেলের মানচিত্র [Small Scale map] ।
47. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?
উত্তর:- যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিস্তৃর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা Topographical Map বলা হয়।
48. ভগ্নাংশসূচক স্কেল কী?
উত্তর:- মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা Representative Fraction বলে। R.F. = মানচিত্র দূরত্ব/ভূমি দূরত্ব।
” মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
(Class 9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography Exam Guide / Class 9 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer Suggestion। মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] Class 9 Geography Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়]
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] Class 9 Geography Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography
নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] | Class 9 Geography Suggestion নবম শ্রেণি ভূগোল – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল– মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Question and Answer, Suggestion | Class 9 Geography Question and Answer Suggestion | Class 9 Geography Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 9th Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়]
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন উত্তর | মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] । Class 9 Geography Question and Answer Suggestion.
WBBSE Class 9 Geography Suggestion নবম শ্রেণীর ভূগোল – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] | Class 9 Geography Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর
Class 9 Geography Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Geography Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.
জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 9 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .Class Nine IXGeography Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided here. Class 9 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer with FREE PDF Download Link
মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer মানচিত্র ও স্কেল [নবম অধ্যায়] নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer ”