প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) || যা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের মাধ্যমিক জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) গুলো ভালো করে পড়ে নাও ||
মাধ্যমিক জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | Madhyamik Life Science Question and Answer
প্রশ্নঃ– স্থান পরিবর্তনে অক্ষম প্রানী– স্পঞ্জ | সাগরকুসুম | স্পঞ্জ ও সাগরকুসুম | কোনোটিই নয়।
উত্তর:- স্পঞ্জ ও সাগরকুসুম।
প্রশ্নঃ– কোন উদ্ভিদের গমন দেখা যায়– ইউগ্লিনা | প্যারামিসিয়াম | ক্ল্যামাইডোমোনাস | স্পঞ্জ।
উত্তর:- ক্ল্যামাইডোমোনাস।
প্রশ্নঃ– লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রক গুলি মুদে যায় এটি কী ধরনের চলন? | ন্যাস্টিক | সিসমোন্যাস্টিক | ট্রপিক | ট্যাকটিক।
উত্তর:- সিসমোন্যাস্টিক।
প্রশ্নঃ– উদ্দিপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে বলে– ট্রপিক | ন্যাস্টিক | ট্যাকটিক | প্রকরন।
উত্তর:- ট্যাকটিক।
প্রশ্নঃ– উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রনে অংশ নেয় কোণ হরমোন? | অক্সিন | জিব্বেরেলিন | কাইনিন | 2,4-D
উত্তর:- অক্সিন ।
প্রশ্নঃ– সূর্যমূখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী ধরনের চলন? | ফোটোট্রপিক | ফোটোন্যাস্টিক | থার্মোন্যাস্টিক | নিকটিন্যাস্টিক।
উত্তর:- ফোটোন্যাস্টিক ।
প্রশ্নঃ– জুই ফুল কম আলোয় ফোটে এবং বেশি আলোয় মুদে যায়। এটি কী ধরনের চলন? | থার্মোন্যাস্টিক | ফোটোন্যাস্টিক | ফোটোট্রপিক | নিকটিন্যাস্টিক।
উত্তর:- ফোটোন্যাস্টিক ।
প্রশ্নঃ– বনচঁড়ালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফিতির তারতম্যের জন্য ওঠা–নামা করে, এটি কি ধরনের চলন? | বলন | পরিচলন | প্রকরন | আবর্তন।
উত্তর:- প্রকরন।
প্রশ্নঃ– প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল– ক্ষণপদ | সিলিয়া | ফ্লাজেলা | কর্ষিকা ।
উত্তর:- সিলিয়া।
প্রশ্নঃ– যে পেশি মাছের গমনে সাহায্য করে– ফ্লেক্সর পেশি | এক্সটেনসর পেশি | মায়োটোম পেশি | অ্যাবডাক্টর পেশি।
উত্তর:- মায়োটোম পেশি।
প্রশ্নঃ– মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? | পেশি | পাখনা | পটকা | লঘুমস্তিস্ক।
উত্তর:- পটকা।
প্রশ্নঃ– পায়রার ডানায় বড়ো পালকের সংখ্যা কটি? | 23 টি | 12 টি | 10 টি | 22 টি।
উত্তর:- 23 টি।
প্রশ্নঃ– মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রনে সাহায্য করে? | অস্তিত্রয় | অর্ধচন্দ্রাকার নালি | লঘুমস্তিস্ক | কঙ্কাল পেশি।
উত্তর:- অর্ধচন্দ্রাকার নালি।
প্রশ্নঃ– সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কী রস থাকে? | ভিট্রিয়াস তরল | অ্যাকুয়াস তরল | সাইনোভিয়াল তরল | মস্তিস্ক ও সুষুন্নারস।
উত্তর:- সাইনোভিয়াল তরল।
প্রশ্নঃ– পেশির অবসাদ দেখা যায় কোনটি জমা হওয়ার ফলে? | ল্যাকটিক অ্যাসিড | গ্লাইকোডেজ | ক্রিয়েটিন ফসফেট | কার্বন ডাই অক্সাইড।
উত্তর:- ল্যাকটিক অ্যাসিড ।
প্রশ্নঃ– ইউগ্লিনার গমন অঙ্গ হল– সিলিয়া | ফ্ল্যাজেলা | ক্ষণপদ | কর্ষিকা।
উত্তর:- ফ্ল্যাজেলা ।
প্রশ্নঃ– সিলিয়ারি গতি দেখা যায়– প্যারামিসিয়ামে | অ্যামিবায় | ইউগ্লিনাতে | কেঁচোতে।
উত্তর:- প্যারামিসিয়ামে।
প্রশ্নঃ– মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণী? | ব্যাং | সাপ | কেঁচো | মাছ।
উত্তর:- মাছ।
প্রশ্নঃ– মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা? | পুচ্ছ পাখনা | বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা | পৃষ্ঠ পাখনা | শ্রোণি পাখনা।
উত্তর:- বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা ।
প্রশ্নঃ– গমনের সময় মস্তিস্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে? | গুরুমস্তিস্ক | লঘুমস্তিস্ক | থ্যালামাস | হাইপোথ্যালামাস।
উত্তর:- লঘুমস্তিস্ক।
প্রশ্নঃ– কোন প্রকার চলনে সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? | থার্মোন্যাস্টিক | কেমোন্যাস্টিক | নিকটিন্যাস্টিক | ফোটোন্যাস্টিক।
উত্তর:- কেমোন্যাস্টিক।
প্রশ্নঃ– উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার– হাইড্রোট্রপিক চলন | ফোটোট্রপিক চলন | সিসমোন্যাস্টিক চলন | জিওট্রপিক চলন।
উত্তর:- হাইড্রোট্রপিক চলন ।
প্রশ্নঃ– ক্ল্যামাইডোমোনাস বা ভ্লভক্সের আলোর দিকে গমনকে – জিওট্রপিক চলন | ফোটোট্রপিক চলন | ফোটোন্যাস্টিক চলন | ফোটোট্যাকটিক চলন।
উত্তর:- ফোটোট্যাকটিক চলন।
প্রশ্নঃ– উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল– ট্রপিক | ট্যাকটিক | ন্যাস্টিক | প্রকরন।
উত্তর:- ট্রপিক ।
প্রশ্নঃ– জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম– সিসমোগ্রাফ | লিথোগ্রাফ | থার্মোগ্রাফ | ক্রোমোগ্রাফ।
উত্তর:- ক্রোমোগ্রাফ।
প্রশ্নঃ– হরমোন প্রথম আবিস্কার করেন– চাইলাখান | বেলিস ও স্টারলিং | হরগোবিন্দ খোরানা | ডারউইন।
উত্তর:- বেলিস ও স্টারলিং ।
প্রশ্নঃ– উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রনকারী হরমোনটির নাম– অক্সিন | থাইরক্সিন | জিব্বেরেলিন | সাইটোকাইনিন।
উত্তর:- অক্সিন ।
প্রশ্নঃ– ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন– ইথিলিন | ফ্লোরিজেন | কাইনিন | অক্সিন।
উত্তর:- ফ্লোরিজেন ।
প্রশ্নঃ– কোন গ্যাসীয় হরমোন ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়? | ইথিলিন | ফ্লোরিজেন | কাইনিন | অক্সিন।
উত্তর:- ইথিলিন।
প্রশ্নঃ– জিব্বারেলা ফুজিক্যুরাই ছত্রাক থেকে কোন হরমোন আবিষ্কৃত হয়– ইথিলিন | জিব্বেরেলিন | কাইনিন | অক্সিন।
উত্তর:- জিব্বেরেলিন।
প্রশ্নঃ– নারকেল বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? | ইথিলিন | জিব্বেরেলিন | কাইনিন | অক্সিন।
উত্তর:- কাইনিন ।
প্রশ্নঃ– বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন– জিব্বেরেলিন | কাইনিন | সাইটোকাইনিন | IAA
উত্তর:- IAA
প্রশ্নঃ– পেঁয়াজের ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করলে দ্রুত কোশ বিভাজন ঘটে– কোন বিজ্ঞানী বলেছেন? | ডারউইন | বেলিস | গুট্ম্যান | জগদীশ চন্দ্র বোস
উত্তর:- গুট্ম্যান।
প্রশ্নঃ– একটি স্টেরয়েডধর্মী হরমোনের উদাহরন– থাইরক্সিন | ইনসুলিন | টেস্টোস্টেরন | অ্যাড্রিনালিন।
উত্তর:- টেস্টোস্টেরন।
প্রশ্নঃ– থাইরক্সিন কী প্রকৃতির হরমোন? | অ্যামাইনোধর্মী | প্রোটিনধর্মী | লিপিডধর্মী | স্টেরয়েডধর্মী।
উত্তর:- অ্যামাইনোধর্মী।
প্রশ্নঃ– কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে? | অ্যাড্রিনালিন | গ্লুকাগন | ইনসুলিন | ADH
উত্তর:- ইনসুলিন।
প্রশ্নঃ– কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে? | পিটুইটারি | পিনিয়াল বডি | হাইপোথ্যালামাস | থাইরয়েড।
উত্তর:- হাইপোথ্যালামাস।
প্রশ্নঃ– মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? | LTH | STH | ACTH | GTH
উত্তর:- LTH
প্রশ্নঃ– ক্রেটিনিজম রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে ? | ACTH | STH | TSH | FSH
উত্তর:- TSH
প্রশ্নঃ– তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? | অ্যাড্রিনালিন | নন–অ্যাড্রিনালিন | ইনসুলিন | থাইরক্সিন।
উত্তর:- অ্যাড্রিনালিন।
প্রশ্নঃ– কোন উপাদানটি CSF এর মধ্যে থাকে না ? | ফ্যাট | প্রোটিন | শর্করা | সবকটি
উত্তর:- ফ্যাট।
প্রশ্নঃ– মস্তিষ্কের আবরণীকে বলে – প্লূরা | পেরিকারডিয়াম | পেরিটোনিয়াম | মেনিনজেস।
উত্তর:- মেনিনজেস।
প্রশ্নঃ– অন্ধকারে দেখতে সাহায্য করে – রড কোশ | কোন কোশ | উভয় কোশ | কোনোটিই নয়।
উত্তর:- রড কোশ ।
প্রশ্নঃ– দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? | গুরুমস্তিস্ক | লঘু মস্তিষ্ক | থ্যালামাস | সুষুন্নাশীর্যক।
উত্তর:- লঘু মস্তিষ্ক।
প্রশ্নঃ– রেটিনায় রড কোশের সংখ্যা হল– 11- 12.5 কোটি | 11-12.5 লক্ষ | 10 কোটি | 5 কোটি।
উত্তর:- 11- 12.5 কোটি ।
প্রশ্নঃ– আমাদের হাসি–কান্না, খুধা–তৃষ্না ইত্যাদি মানসিক অবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? | থ্যালামাস | হাইপোথ্যালামাস | গুরুমস্তিস্ক | লঘু মস্তিষ্ক।
উত্তর:- হাইপোথ্যালামাস।
প্রশ্নঃ– হাইপারমেট্রোপিয়া দূর করার জন্য লাগে– উত্তল লেন্স | অবতল লেন্স | প্রোগ্রেসিভ লেন্স | কোনোটিই নয়।
উত্তর:- উত্তল লেন্স।
প্রশ্নঃ– উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? | ইনসুলিন | থাইরক্সিন | ভেসোপ্রেসিন | নর অ্যাড্রিনালিন।
উত্তর:- নর অ্যাড্রিনালিন।
প্রশ্নঃ– মুত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? | ADH | ACTH | GTH | STH
উত্তর:- ADH
প্রশ্নঃ– স্নায়ুতন্ত্রের একক কী ? | নেফ্রন | দেহকোশ | নিউরোন | অ্যাক্সন।
উত্তর:- নিউরোন।
প্রশ্নঃ– কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? | অ্যাড্রেনাল | পিটুইটারি | থাইরয়েড | অগ্নাশয়।
উত্তর:- পিটুইটারি।
প্রশ্নঃ– শূক্রাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন? | টেস্টোস্টেরন | ইস্টোজেন | প্রোজেস্টেরন | প্রোল্যাকাটিন।
উত্তর:- টেস্টোস্টেরন ।
প্রশ্নঃ– গলগণ্ড রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরনের ফলে? | STH | TSH | থাইরক্সিন | অ্যাড্রিনালিন।
উত্তর:- TSH ।
প্রশ্নঃ– অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না – ইনসুলিন | থাইরক্সিন | পেপসিন | অ্যাড্রিনালিন।
উত্তর:- পেপসিন।
প্রশ্নঃ– দুটি নিউরোনের মিলনস্থলকে কী বলে? | প্রতিবর্ত ক্রিয়া | প্রতিবর্ত চাপ | স্নায়ুসন্নিধি | নিউরোগ্লিয়া।
উত্তর:- স্নায়ুসন্নিধি ।
প্রশ্নঃ– স্ত্রীলোকের স্তন গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? | STH | থাইরক্সিন | ইস্টোজেন | প্রোজেস্টেরন।
উত্তর:- প্রোজেস্টেরন।
প্রশ্নঃ– গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কোন হরমোন? | ইস্টোজেন | প্রোজেস্টেরন | প্রোল্যাকাটিন | GH
উত্তর:- প্রোজেস্টেরন ।
প্রশ্নঃ– কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে? | অগ্নাশয় | থাইরয়েড | প্যারাথাইরয়েড | অ্যাড্রিনাল।
উত্তর:- অগ্নাশয় ।
প্রশ্নঃ– কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে? | অগ্নাশয় | থাইরয়েড | পিটুইটারি | পিনিয়াল বডি।
উত্তর:- পিটুইটারি।
প্রশ্নঃ– কোন হরমোনকে সংকটকালীন বা জরুরীকালীন হরমোন বলে? | অক্সিন | থাইরক্সিন | অ্যাড্রিনালিন | ইনসুলিন।
উত্তর:- অ্যাড্রিনালিন।
1. পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হল
{I} উপযোজন
{II} উদ্দীপক
{III} সংবেদনশীলতা
{IV} আত্তীকরণ
উত্তর :- {III} সংবেদনশীলতা
2. উদ্দীপক হল এক ধরনের–
{I} সংবেদন
{II} প্রত্যক্ষন
{III} সাড়া
{IV} শক্তি
উত্তর :- {IV} শক্তি
3. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয়–
{I} ট্রপিক চলন
{II} ট্যাকটিক চলন
{III} ন্যাস্টিক চলন
{IV} কেমোট্যাকসিস
উত্তর :- {III} ন্যাস্টিক চলন
4. একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ হল–
{I} কোশের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
{II} আলোর তীব্রতার পরিবর্তন
{III} অভিকর্ষ
{IV} স্পর্শ
উত্তর :- {I} কোশের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
5. জগদীশ চন্দ্র বসু বনচাঁড়াল ছাড়া অপর কোন্ উদ্ভিদ নিয়ে কাজ করেন ?
{I} লজ্জাবতী
{II} সুর্যমুখী
{III} টিউলিপ
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} লজ্জাবতী
6. দিনের আলোয় পদ্মফুলের প্রস্ফুটন একপ্রকার–
{I} ন্যাস্টিক চলন
{II} ট্যাকটিক চলন
{III} ট্রপিক চলন
{IV} প্রকরণ চলন
উত্তর :- {I} ন্যাস্টিক চলন
7. অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে–
{I} হাইড্রোট্রপিক চলন
{II} জিওট্রপিক চলন
{III} ফোটোট্রপিক চলন
{IV} কেমোট্রপিক চলন
উত্তর :- {II} জিওট্রপিক চলন
8. বহিস্থ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলন বা গমনকে বলে–
{I} প্রকরণ চলন
{II} ন্যাস্টিক চলন
{III} ট্রপিক চলন
{IV} ট্যাকটিক চলন
উত্তর :- {IV} ট্যাকটিক চলন
9. সূর্যালোকের দ্বারা প্রভাবিত ট্রপিক চলনকে বলে–
{I} হাইড্রোট্রপিক চলন
{II} কেমোট্রপিক চলন
{III} জিওট্রপিক চলন
{IV} ফোটোট্রপিক চলন
উত্তর :- {IV} ফোটোট্রপিক চলন
10. আলোক উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ বা উদ্ভদ অঙ্গের স্থান পরিবর্তনকে বএল–
{I} ফোটোন্যাস্টিক
{II} ফোটোট্রপিক চলন
{III} স্বতঃস্ফুর্ত চলন
{IV} ফোটোট্যাকটিক চলন
উত্তর :- {II} ফোটোট্রপিক চলন
11. উদ্ভিদ অঙ্গের ব্রকচলন যখন উদ্দীপকের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয়–
{I} ট্রপিক চলন
{II} ট্যাকটিক চলন
{III} ন্যাস্টিক চলন
{IV} পরিবলন
উত্তর :- {I} ট্রপিক চলন
12. উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলে–
{I} ট্যাকটিক চলন
{II} ট্রপিক চলন
{III} ন্যাস্টিক চলন
{IV} অটোনমিক চলন
উত্তর :- {II} ট্রপিক চলন
13. সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহন হল–
{I} সিস্মোন্যাস্টিক চলন
{II} ফোটোন্যাস্টিক চলন
{III} থার্মোন্যাস্টিক চলন
{IV} কেমোন্যাস্টিক চলন
উত্তর :- {IV} কেমোন্যাস্টিক চলন
14. লজ্জাবতী লতা–কে স্পর্শ করলে পাতার পত্রকগুলি তৎক্ষনাৎ মুরে যায়, একে বলে–
{I} নিকটিন্যাস্টিক চলন
{II} হাইপোন্যাস্টিক চলন
{III} সিস্মোন্যাস্টিক চলন
{IV} কেমোন্যাস্টিক চলন
উত্তর :- {III} সিস্মোন্যাস্টিক চলন
15. জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়–এটি কোন্ প্রকার চলন–
{I} ফোটোন্যাস্টিক চলন
{II} কেমোন্যাস্টিক চলন
{III} থার্মোন্যাস্টিক চলন
{IV} সিস্মোন্যাস্টিক চলন
উত্তর :- {I} ফোটোন্যাস্টিক চলন
16. উদ্ভিদ কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার–
{I} ফোটোন্যাস্টিক চলন
{II} হাইড্রোট্রপিক চলন
{III} জিওট্রপিক চলন
{IV} কেমোন্যাস্টিক চলন
উত্তর :- {I} ফোটোন্যাস্টিক চলন
17. পতঙ্গভুক উদ্ভিদের চলন হল–
{I} কেমোন্যাস্টিক চলন
{II} কেমোট্যাকটিক চলন
{III} কেমোট্রপিক চলন
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} কেমোন্যাস্টিক চলন
18. নীচের যে জীবটি গমনে সক্ষম তা হল–
{I} মিউকর
{II} ঈস্ট
{III} পেনিসিলিয়াম
{IV} ক্ল্যামাইডোমনাস
উত্তর :- {IV} ক্ল্যামাইডোমনাস
19. বোনচাঁড়ালের পার্শ্ব পত্রে দেখা যায়–
{I} জিওট্রপিক চলন
{II} ফোটোন্যাস্টিক চলন
{III} প্রকরণ চলন
{IV} সিস্মোন্যাস্টিক চলন
উত্তর :- {III} প্রকরণ চলন
20. টিউলিপ ফুলের উন্মোচন হল একপ্রকার–
{I} ফোটোন্যাস্টিক চলন
{II} থার্মোন্যাস্টিক চলন
{III} নিকটিম্যাস্টিক চলন
{IV} কেমোন্যাস্টিক চলন
উত্তর :- {II} থার্মোন্যাস্টিক চলন
21. পারিপার্শ্বিকের যে কারণের প্রভাবে জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে বলে-
{I} উত্তেজিতা
{II} সাড়া
{III} উদ্দীপক
{IV} কারক
উত্তর :- {III} উদ্দীপক
22. সংবেদনশীলতা দেখা যায়–
{I} কেবল প্রানিতে
{II} কেবল উদ্ভিদে
{III} প্রাণী এবং উদ্ভিদ উভয়েই
{IV} এদের কনোটিতেই নয়
উত্তর :- {III} প্রাণী এবং উদ্ভিদ উভয়েই
23. উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানী হলেন–
{I} ড. সি ভি রমন
{II} ড. এডওয়ার্ড জেনার
{III} আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
{IV} আচার্য জগদীশ চন্দ্র বোস
উত্তর :- {IV} আচার্য জগদীশ চন্দ্র বোস
24. উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হল–
{I} ক্রেসকোগ্রাফ
{II} আর্কমিটার
{III} সিসমোগ্রাফ
{IV} হাইগ্রোমিটার
উত্তর :- {I} ক্রেসকোগ্রাফ
25. ক্রেসকোগ্রাফ যন্ত্র নিয়ে কাজ করেছিলেন বিজ্ঞানী
{I} সত্যেন্দ্রনাথ বোস
{II} জগদীশ চন্দ্র বসু
{III} প্রফুল্লচন্দ্র রায়
{IV} নিউটন
উত্তর :- {II} জগদীশ চন্দ্র বসু
26. নীচের যে জীবটিতে সামগ্রিক চলন দেখা যায়–
{I} মিউকর-এ
{II} ভল্ভক্স-এ
{III} মিক্সোমাইসিটিস-এ
{IV} বনচাঁড়ালে
উত্তর :- {II} ভল্ভক্স–এ
উপভাবমূল > 1B- উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন
1. হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন–
{I} বেলিস ও স্টারলিং
{II} কুরোসাওয়া
{III} ওয়েন্ট
{IV} জগদীশ চন্দ্র বসু
উত্তর :- {I} বেলিস ও স্টারলিং
2. হরমোন হল একটি-
{I} উৎসেচক
{II} গ্রাহক
{III} ভৌত সমন্বয়কারী
{IV} রাসায়নিক সমন্বয়কারী
উত্তর :- {IV} রাসায়নিক সমন্বয়কারী
3. একটি প্রাকৃতিক হরমোনের নাম হল–
{I} অক্সিন
{II} IPA
{III} NAA
{IV} IBA
উত্তর :- {I} অক্সিন
4. একটি কৃত্রিম হরমোন হল–
{I} IAA
{II} NAA
{III} GA
{IV} সাইটোকাইনিন
উত্তর :- {II} NAA
5. একটি গ্যাসীয় হরমোন হল–
{I} অক্সিন
{II} IPA
{III} ডরমিন
{IV} ইথিলিন
উত্তর :- {IV} ইথিলিন
6. অক্সিন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয়, সেটি হল–
{I} মটর
{II} গম
{III} ধান
{IV} যই
উত্তর :- {IV} যই
7. বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোন হল –
{I} ফ্লোরিজেন
{II} অক্সিন
{III} সাইটোকাইনিন
{IV} অ্যাবসিসিক অ্যাসিড
উত্তর :- {IV} অ্যাবসিসিক অ্যাসিড
8. জীবদেহে রাসায়নিক সমন্বয়–সাধনের কাজ করে–
{I} ভিটামিন
{II} উৎসেচক
{III} হরমোন
{IV} ফেরোমোন
উত্তর :- {III} হরমোন
9. ফ্লোরিজেন হল একপ্রকার–
{I} উদ্ভিদ হরমোন
{II} প্রাণী হরমোন
{III} উৎসেচক
{IV} ভিটামিন
উত্তর :- {I} উদ্ভিদ হরমোন
10. ভ্রুণমুকুলাবরণীতে পাওয়া যায়–
{I} জিব্বেরেলিন
{II} অক্সিন
{III} সাইটোকাইনিন
{IV} ফ্লোরিজেন
উত্তর :- {II} অক্সিন
11. নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হল–
{I} জিব্বেরেলিন
{II} অক্সিন
{III} সাইটোকাইনিন
{IV} ভারনালিন
উত্তর :- {I} জিব্বেরেলিন
12. বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে–
{I} ইথিলিন
{II} অক্সিন
{III} সাইটোকাইনিন
{IV} ফ্লোরিজেন
উত্তর :- {II} অক্সিন
13. গাছ থেকে পাতা বিছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে কার্যকরী হরমোনটি হল–
{I} অক্সিন
{II} GA
{III} সাইটোকাইনিন
{IV} ফ্লোরিজেন
উত্তর :- {III} সাইটোকাইনিন
14. অক্সিনের প্রবাহ–
{I} ঊর্ধমুখী
{II} নিম্নমুখী
{III} পার্শ্বমুখী
{IV} সর্বত্র
উত্তর :- {II} নিম্নমুখী
15. উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল–
{I} অক্সিন
{II} জিব্বেরেলিন
{III} সাইটোকাইনিন
{IV} ফ্লোরিজেন
উত্তর :- {II} জিব্বেরেলিন
16. জিব্বেরেলিনের প্রবাহ–
{I} ঊর্ধমুখী
{II} নিম্নমুখী
{III} ঊর্ধ ও নিম্ন উভয়মুখী
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} ঊর্ধ ও নিম্ন উভয়মুখী
17. জিব্বেরেলিন হল–
{I} পিউরিন গোষ্ঠীভুক্ত
{II} ইনডোল গোষ্ঠীভুক্ত
{III} পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
{IV} টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
উত্তর :- {IV} টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
18. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান হল–
{I} কার্বন-অক্সিজেন-হাইড্রোজেন-নাইট্রোজেন
{II} কারবন-হাইড্রোজেন-অক্সিজেন
{III} কার্বন-হাইড্রোজেন-নাইট্রোজেন-সালফার
{IV} কার্বন-সালফার-ফসফরাস
উত্তর :- {II} কারবন–হাইড্রোজেন–অক্সিজেন
19. ডাবের জল, ভুট্টা, গমের সস্যে যে ফাইটোহরমোনটি পাওয়া যায়, সেটি হল–
{I} অক্সিন
{II} জিব্বেরেলিন
{III} সাইটোকাইনিন
{IV} IBA
উত্তর :- {III} সাইটোকাইনিন
20. সাইটোকাইনিন যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে, সেটি হল–
{I} জিব্বেরেলিন
{II} ইথিলিন
{III} অক্সিন
{IV} কোনটিই নয়
উত্তর :- {III} অক্সিন
21. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে–
{I} সাইটোকাইনিন
{II} ফ্লোরিজেন
{III} অক্সিন
{IV} ইথিলিন
উত্তর :- {III} অক্সিন
22. কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী কৃত্রিম হরমোন হল–
{I} কৃত্রিম অক্সিন
{II} অক্সিন
{III} ইথিলিন
{IV} জিব্বেরেলিন
উত্তর :- {I} কৃত্রিম অক্সিন
23. উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোন হল–
{I} ফ্লোরিজেন
{II} অক্সিটোসিন
{III} ইথিলিন
{IV} সাইটোকাইনিন
উত্তর :- {IV} সাইটোকাইনিন
24. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে যে হরমোন, সেটি হল–
{I} অক্সিন
{II} জিব্বেরেলিন
{III} সাইটোকাইনিন
{IV} ইথিলিন
উত্তর :- {II} জিব্বেরেলিন
25. যে হরমোন উদ্ভিদের ফোটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে, সেটি হল–
{I} অক্সিন
{II} ইথিলিন
{III} সাইটোকাইনিন
{IV} ফ্লোরিজেন
উত্তর :- {I} অক্সিন
26. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায়–
{I} ফ্লোরিজেন
{II} ইথিলিন
{III} অ্যাবসিসিক অ্যাসিড
{IV} জিব্বেরেলিন
উত্তর :- {IV} জিব্বেরেলিন
27. অক্সিন আবিষ্কার করেন–
{I} ওয়েন্ট
{II} জগদীশ চন্দ্র বসু
{III} প্যাভলভ
{IV} সোয়ান
উত্তর :- {I} ওয়েন্ট
28. নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়–
{I} পারথেনোজেনেসিস
{II} পারথেনোকার্পি
{III} অ্যাপোগ্যামি
{IV} অ্যাপোস্পোরি
উত্তর :- {II} পারথেনোকার্পি
29. আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে–
{I} সাইটোকাইনিন
{II} অক্সিন
{III} জিব্বেরেলিন
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} জিব্বেরেলিন
30. প্রধান সাইটোকাইনিনটি হল–
{I} জিয়াটিন ও কাইনেটিন
{II} 2, 4-D
{III} GA3 ও GA7
{IV} কোনটিই নয়
উত্তর :- {I} জিয়াটিন ও কাইনেটিন
31. শাখাকলমে মূল সৃষ্টিতে সাহায্য করে–
{I} কৃত্রিম GA
{II} কৃত্রিম সাইটোকাইনিন
{III} কৃত্রিম অক্সিন
{IV} ইথিলিন
উত্তর :- {III} কৃত্রিম অক্সিন
32. নাইট্রোজেনযুক্ত জৈব–অম্ল প্রকৃতির হরমোন হয়–
{I} অক্সিন
{II} অ্যালডোস্টেরন
{III} অক্সিটোসিন
{IV} ভ্যাসোপ্রেসিন
উত্তর :- {I} অক্সিন
33. উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়–
{I} অক্সিন
{II} সাইটোকাইনিন
{III} ফ্লোরিজেন
{IV} জিব্বেরেলিন
উত্তর :- {I} অক্সিন
34. যে রাসায়নিক পদার্থ থেকে অক্সিন সংশ্লেষিত হয়, সেটি হল–
{I} ট্রিপটোফ্যান
{II} টাইরোসিন
{III} ভ্যালিন
{IV} লাইসিন
উত্তর :- {I} ট্রিপটোফ্যান
35. একটি প্রকল্পিত হরমোন হল–
{I} অক্সিন
{II} IPA
{III} ডরমিন
{IV} ইথিলিন
উত্তর :- {III} ডরমিন
36. নাইট্রোজেনযুক্ত জৈব–ক্ষার প্রকৃতির হরমোন হল–
ANS-
{I} অক্সিন
{II} সাইটোকাইনিন
{III} ভ্যাসোপ্রেসিন
{IV} থাইরক্সিন
উত্তর :- {II} সাইটোকাইনিন
37. জিব্বেরেলিন আবিষ্কার করেন–
{I} এইচি কুরোসাওয়া
{II} তেইজিরো ইয়াবুটা
{III} রোনাল্ড রস
{IV} কোনটিই নয়
উত্তর :- {I} এইচি কুরোসাওয়া
38. জিব্বেরেলিন প্রথম পৃথক্করন এবং নামকরণ করেন–
{I} এইচি কুরোসাওয়া
{II} তেইজিরো ইয়াবুটা
{III} কাওয়াসাকি
{IV} বেলিস ও স্টারলিং
উত্তর :- {II} তেইজিরো ইয়াবুটা
39. জিব্বেরেলিন ফুজিকুরোই হল একপ্রকার –
{I} ছত্রাক
{II} শৈবাল
{III} ব্যাকটেরিয়া
{IV} মস
উত্তর :- {I} ছত্রাক
উপভাবমূল > 1C-প্রাণীদেহে সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন
1. প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় ও সাড়াপ্রদান যার মাধ্যমে হয়, সেটি হল–
{I} উৎসেচক
{II} লসিকা
{III} রক্ত
{IV} হরমোন
ANS-হরমোন
2. ‘মাস্টার গ্ল্যান্ড’ বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল–
{I} মস্তিষ্ক
{II} পিটুইটারি
{III} অগ্ন্যাশয়
{IV} থাইরয়েড
উত্তর :- {II} পিটুইটারি
3. ‘প্রভুগ্রন্থির প্রভু’ বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল–
{I} থাইরয়েড
{II} পিটুইটারি
{III} হাইপোথ্যালামাস
{IV} লঘুমস্তিষ্ক
উত্তর :- {III} হাইপোথ্যালামাস
4. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়–
{I} অ্যাড্রেনালিন
{II} থাইরক্সিন
{III} ACTH
{IV} প্যারাথরমোন
উত্তর :- {I} অ্যাড্রেনালিন
5. যে গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়, সেটি হল–
{I} পিটুইটারি
{II} থাইরয়েড
{III} বৃক্ক
{IV} অগ্ন্যাশয়
উত্তর :- {II} থাইরয়েড
6. শৈশবে থাইরক্সিনের কম ক্ষরনে যে রোগটি হয়, সেটি হল–
{I} মিক্সিডিমা
{II} গলগন্ড
{III} ক্রেটিনিজম
{IV} অ্যাক্রোমেগালি
উত্তর :- {III} ক্রেটিনিজম
7. BMR বাড়ায় যে হরমোনটি সেটি হল–
{I} ইনসুলিন
{II} অক্সিন
{III} থাইরক্সিন
{IV} অ্যাক্রোমেগালি
উত্তর :- {III} থাইরক্সিন
8. যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেই হল–
{I} ইনসুলিন
{II} অ্যাড্রেনালিন
{III} থাইরক্সিন
{IV} ইস্ট্রোজেন
উত্তর :- {III} থাইরক্সিন
9. অ্যাড্রেনাল গ্রন্থিটির অবস্থান হল–
{I} বৃক্কের ওপর
{II} মাথায়
{III} অগ্ন্যাশয়ে
{IV} যকৃতে
উত্তর :- {I} বৃক্কের ওপর
10. ‘আপৎকালীন হরমোন’ হল–
{I} অ্যাড্রেনালিন
{II} নর-অ্যাড্রেনালিন
{III} TSH
{IV} অক্সিন
উত্তর :- {I} অ্যাড্রেনালিন
11. যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থি বা কোশকে হরমোন ক্ষরনে উদ্দীপিত করে তাকে বলে–
{I} আদর্শ হরমোন
{II} লোকাল হরমোন
{III} প্যারাক্রিন হরমোন
{IV} ট্রপিক হরমোন
উত্তর :- {IV} ট্রপিক হরমোন
12. নীচের হরমোনগুলির মধ্যে যে হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না, সেটি হল–
{I} ইস্ট্রোজেন
{II} প্রোজেস্টেরন
{III} রিল্যাক্সিন
{IV} টেস্টোস্টেরন
উত্তর :- {IV} টেস্টোস্টেরন
13. লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল–
{I} ইস্ট্রোজেন
{II} প্রোজেস্টেরন
{III} টেস্টোস্টেরন
{IV} LH
উত্তর :- {III} টেস্টোস্টেরন
14. ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স–এর
{I} বিটা কোশ থেকে
{II} আলফা কোশ থেকে
{III} ডেল্টা কোশ থেকে
{IV} এফ কোশ থেকে
উত্তর :- {I} বিটা কোশ থেকে
15. গ্লুকাগন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স–এর এর যে কোশ থেকে নিঃসৃত হয়, সেটি হল–
{I} বিটা
{II} আলফা
{III} ডেল্টা
{IV} গামা
উত্তর :- {II} আলফা
16. রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরি, সেটি হল–
{I} ইনসুলিন
{II} TSH
{III} কর্টিকোট্রপিন
{IV} অ্যাড্রেনালিন
উত্তর :- {I} ইনসুলিন
17.বহুমুত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারন হল–
{I} ADH –এর অধিক ক্ষরন
{II} ADH –এর স্বল্প ক্ষরন
{III} ইনসুলিনের অধিক ক্ষরন
{IV} ইনসুলিনের স্বল্প ক্ষরন
উত্তর :- {II} ADH –এর স্বল্প ক্ষরন
18. ব্যাঙচির পুর্নাঙ্গ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে–
{I} থাইরক্সিন
{II} ATCH
{III} ইস্ট্রোজেন
{IV} STH
উত্তর :- {I} থাইরক্সিন
19. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি মিশ্র গ্রন্থি ?
{I} থাইরয়েড
{II} বৃক্ক
{III} অগ্ন্যাশয়
{IV} যকৃৎ
উত্তর :- {III} অগ্ন্যাশয়
20. ACTH নিঃসৃত হয়–
{I} অ্যাড্রেনাল থেকে
{II} থাইরয়েড থেকে
{III} অগ্ন্যাশয় থেকে
{IV} পিটুইটারি থেকে
উত্তর :- {IV} পিটুইটারি থেকে
21. STH নির্গত হয় যে গ্রন্থি থেকে সেটি হল–
{I} থাইরয়েড
{II} প্যারাথাইরয়েড
{III} অগ্র পিটুইটারি
{IV} পশ্চাৎ পিটুইটারি
উত্তর :- {III} অগ্র পিটুইটারি
22. হাইপোফাইসিস বলতে বোঝায় যে গ্রন্থিকে সেটি হল–
{I} পিটুইটারি
{II} অ্যাড্রেনাল
{III} থাইরয়েড
{IV} হাইপোথ্যালামাস
উত্তর :- {I} পিটুইটারি
23. নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি ?
{I} লালাগ্রন্থি
{II} যকৃৎ
{III} অশ্রুগ্রন্থি
{IV} থাইরয়েড
উত্তর :- {IV} থাইরয়েড
24. নীচের গ্রন্থিগুলির মধ্যে যে গ্রন্থিটি অন্তঃক্ষরা গ্রন্থি সেটি হল–
{I} লালাগ্রন্থি
{II} পিটুইটারি গ্রন্থি
{III} থাইরয়েড গ্রন্থি
{IV} অ্যাড্রেনাল গ্রন্থি
উত্তর :- {I} লালাগ্রন্থি
25. যে গ্রন্থির ক্ষরন সরাসরি রক্তে মেশে, তাকে বলে–
{I} অন্তঃক্ষরা গ্রন্থি
{II} বহিঃক্ষরা গ্রন্থি
{III} মিশ্র গ্রন্থি
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} অন্তঃক্ষরা গ্রন্থি
26. নিম্নলখিত গ্রন্থিগুলির মধ্যে যে গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়, সেটি হল–
{I} থাইরয়েড
{II} পিটুইটারি
{III} অগ্ন্যাশয়
{IV} অ্যাড্রেনাল
উত্তর :- {III} অগ্ন্যাশয়
27. নীচের যেটি বহিঃক্ষরা গ্রন্থি সেটি হল–
{I} স্বেদগ্রন্থি
{II} পিটুইটারি গ্রন্থি
{III} অ্যাড্রেনাল গ্রন্থি
{IV} থাইরয়েড গ্রন্থি
উত্তর :- {I} স্বেদগ্রন্থি
28. আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স–এর অবস্থান
{I} বৃক্কের ওপরে
{II} অগ্ন্যাশয়ে
{III} ট্রাকিয়ায়
{IV} গ্রীবাদেশে
উত্তর :- {II} অগ্ন্যাশয়ে
29. মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারন হল–
{I} ADH-এর অধিক ক্ষরন
{II} ADH-এর স্বল্প ক্ষরন
{III} ইনসুলিনের স্বল্প ক্ষরন
{IV} ইনসুলিনের অধিক ক্ষরন
উত্তর :- {III} ইনসুলিনের স্বল্প ক্ষরন
30. গলগন্ড রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটির নাম–
{I} ইনসুলিন
{II} STH
{III} রিল্যাক্সিন
{IV} থাইরক্সিন
উত্তর :- {IV} থাইরক্সিন
31. কুশিং বর্নিত রোগ দেখা দেয়–
{I} ACTH-এর অধিক ক্ষরনে
{II} STH-এর অধিক ক্ষরণে
{III} TSH-এর অধিক ক্ষরণে
{IV} GTH-এর অধিক ক্ষরণে
উত্তর :- {I} ACTH-এর অধিক ক্ষরনে
32. সিস্টোলিক, ডায়াস্টোলিক রক্তচাপ উপয়ই বৃদ্ধি করে যে হরমোন সেটি হল–
{I} অ্যাড্রেনালিন
{II} নর-অ্যাড্রেনালিন
{III} ডোপামিন
{IV} ইনসুলিন
উত্তর :- {I} অ্যাড্রেনালিন
33. সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি ও ডায়াস্টোলিক রক্তচাপের পরিবর্তন ঘটায় যে হরমোন সেটি হল–
{I} অ্যাড্রেনালিন
{II} নর-অ্যাড্রেনালিন
{III} গ্লুকাগন
{IV} ইনসুলিন
উত্তর :- {I} অ্যাড্রেনালিন
34. একটি নিউরোহরমোন হল–
{I} TSH
{II} GNRH
{III} T4
{IV} GH
উত্তর :- {II} GNRH
35. কোনো গ্রন্থির ক্ষরণ নালীপথের মাধ্যমে রক্তে নিঃসৃত হলে তাকে বলা হয়–
{I} অন্তঃক্ষরা গ্রন্থি
{II} বহিঃক্ষরা গ্রন্থি
{IV} মিশ্র গ্রন্থি
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} বহিঃক্ষরা গ্রন্থি
36. মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হল–
{I} LH
{II} ACTH
{III} TSH
{IV} ADH
উত্তর :- {IV} ADH
37. কোনো হরমোন যদি উৎস কোশেই তার কার্যকারিতা প্রকাশ করে তবে সেই হরমোনকে বলে–
{I} প্যারাক্রিন হরমোন
{II} অটোক্রিন হরমোন
{III} নিউরোট্রান্সমিটার
{IV} নিউরোহরমোন
উত্তর :- {II} অটোক্রিন হরমোন
38. একটি স্টেরয়েড প্রকৃতির হরমোন হল–
{I} ইনসুলিন
{II} রিলাক্সিন
{III} প্রোজেস্টেরন
{IV} ভিলিকাইনিন
উত্তর :- {III} প্রোজেস্টেরন
39. নীচের যে হরমোনটি লোকাল হরমোন নয় সেটি হল–
{I} গ্যাস্ট্রিন
{II} হিস্টামিন
{III} ব্র্যাডিকাইনিন
{IV} TSH
উত্তর :- {IV} TSH
40. ইনসুলিন ক্ষরিত হয়–
{I} পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
{II} থাইরয়েড গ্রন্থি থেকে
{III} বৃক্ক থেকে
{IV} অগ্ন্যাশয় থেকে
উত্তর :- {IV} অগ্ন্যাশয় থেকে
41. নীচের যেটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, সেটি হল–
{I} ইনসুলিন
{II} থাইরক্সিন
{III} পেপসিন
{IV} GH
উত্তর :- {III} পেপসিন
42. হরমোন হল একটি–
{I} উৎসেচক
{II} গ্রাহক
{III} ভৌত সমন্বয়কারী
{IV} রাসায়নিক সমন্বয়কারী
উত্তর :- {IV} রাসায়নিক সমন্বয়কারী
43. যেসব গ্রন্থি একই সঙ্গে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির কাজ করে তাদের বলা হয়–
{I} মিশ্র গ্রন্থি
{II} অনাল গ্রন্থি
{III} সনাল গ্রন্থি
{IV} অন্তঃক্ষরা গ্রন্থি
উত্তর :- {I} মিশ্র গ্রন্থি
44. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়–
{I} থাইরক্সিনকে
{II} গ্লুকাগনকে
{III} ইনসুলিনকে
{IV} ইস্ট্রোজেনকে
উত্তর :- {III} ইনসুলিনকে
45. একটি কিটোজেনিক হরমোন হল–
{I} গ্লুকাগন
{II} ইনসুলিন
{III} ইস্ট্রোজেন
{IV} প্রোজেস্টেরন
উত্তর :- {I} গ্লুকাগন
46. নর–অ্যাড্রেনালিন হরমোনটি ক্ষরিত হয়–
{I} পিটুইটারি থেকে
{II} থাইরয়েডের থেকে
{III} অ্যাড্রেনাল থেকে
{IV} শুক্রাশয় থেকে
উত্তর :- {III} অ্যাড্রেনাল থেকে
47. নর–অ্যাড্রেনালিন হরমোনটির অপর নাম–
{I} অ্যাড্রেনালিন
{II} নর-এপিনেফ্রিন
{III} থাইরক্সিন
{IV} এপিনেফ্রিন
উত্তর :- {II} নর–এপিনেফ্রিন
48. অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম–
{I} থাইরয়েড
{II} যকৃত
{III} বৃক্ক
{IV} সুপ্রারেনাল গ্রন্থি
উত্তর :- {IV} সুপ্রারেনাল গ্রন্থি
49. হটাৎ ভয় পেলে কোন্ হরমোন ক্ষরিত হয় ?
{I} অ্যাড্রেনালিন
{II} নর-অ্যাড্রেনালিন
{III} থাইরক্সিন
{IV} ইনসুলিন
উত্তর :- {I} অ্যাড্রেনালিন
50. জীবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠে–
{I} সংবহনতন্ত্র
{II} সনালতন্ত্র
{III} বহিঃক্ষরাতন্ত্র
{IV} অন্তঃক্ষরাতন্ত্র
উত্তর :- {IV} অন্তঃক্ষরাতন্ত্র
51. যে গ্রন্থিকে ‘BAND MASTER OF ENDOCRINE ORCHESTRA’ বলা হয়, সেটি হল–
{I} হাইপোথ্যালামাস
{II} থ্যালামাস
{III} অগ্ন্যাশয়
{IV} পিটুইটারি
উত্তর :- {IV} পিটুইটারি
52. সনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়–
{I} ভিটামিন
{II} ফেরোমোন
{III} হরমোন
{IV} উৎসেচক
উত্তর :- {IV} উৎসেচক
53. বয়স্কদের ক্ষেত্রে যে হরমোনের অধঃক্ষরণে মিক্সিডিমা রোগ দেখা দেয় সেটি হল–
{I} প্রোল্যাকটিন
{II} ইনসুলিন
{III} থাইরক্সিন
{IV} রিল্যাক্সিন
উত্তর :- {III} থাইরক্সিন
54. গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটি হল–
{I} গ্লুকাগণ
{II} ইনসুলিন
{III} থাইরক্সিন
{IV} সবকটি
উত্তর :- {III} থাইরক্সিন
55. যে হরমোন সরীসৃপজাতীয় প্রাণীদের বহিঃকঙ্কাল বা খোলস নির্মোচনে সাহায্য করে সেটি হল–
{I} ইনসুলিন
{II} এপিনেফ্রিন
{III} রিল্যাক্সিন
{IV} থাইরক্সিন
উত্তর :- {IV} থাইরক্সিন
56. নীচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি্ আকারে ছোটো অন্তঃক্ষরা গ্রন্থি ?
{I} থাইমাস
{II} পিটুইটারি
{III} থাইরয়েড
{IV} প্যারাথাইরয়েড
উত্তর :- {II} পিটুইটারি
57. পিটুইটারির মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোনটি হল–
{I} ADH
{II} MSH
{III} TSH
{IV} GTH
উত্তর :- {II} MSH
58. হাইপোথ্যালামাসে সংশ্লেষিত একটি হরমোন হল–
{I} ADH
{II} TSH
{III} ACTH
{IV} FSH
উত্তর :- {I} ADH
59. নীচের কোনটি্ GTH-এর অন্তর্গত নয় ?
{I} FSH
{II} LH
{III} GH
{IV} LTH
উত্তর :- {III} GH
60. টেস্টোস্টেরন হরমোনটির রাসায়নিক প্রকৃতি হল–
{I} পেপটাইডধর্মী
{II} স্টেরয়েডধর্মী
{III} অ্যামিনোধর্মী
{IV} প্রোটিনধর্মী
উত্তর :- {II} স্টেরয়েডধর্মী
61. ACTH-এর রাসায়নিক প্রকৃতি হল–
{I} পলিপেপটাইডধর্মী
{II} পেপটাইডধর্মী
{III} অ্যামিনোধর্মী
{IV} কোনটিই নয়
উত্তর :- {I} পলিপেপটাইডধর্মী
62. ADH-এর অপর নাম–
{I} অক্সিটোসিন
{II} ভ্যাসোপ্রেসিন
{III} প্রোল্যাকটিন
{IV} রিলাক্সিন
উত্তর :- {II} ভ্যাসোপ্রেসিন
63. রক্তে শর্করার মাত্রা কত হলে মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হয় ?
{I} 100ML রক্তে 100MG
{II} 100ML রক্তে 120MG
{III} 100ML রক্তে 80MG
{IV} 100ML রক্তে 180MG
উত্তর :- {I} 100ML রক্তে 100MG
64. অ্যাড্রেনালিনের অপর নাম–
{I} এপিনেফ্রিন
{II} নর-এপিনেফ্রিন
{III} অক্সিটোসিন
{IV} ভ্যাসোপ্রেসিন
উত্তর :- {I} এপিনেফ্রিন
65. ক্যালোরিজেনিক হরমোন বলা হয়–
{I} ইনসুলিনকে
{II} ইস্ট্রোজেনকে
{III} থাইরক্সিনকে
{IV} ACTH-কে
উত্তর :- {III} থাইরক্সিনকে
66. নীচের যেটি প্রোটিনধর্মি হরমোন নয়, সেটি হল–
{I} ইনসুলিন
{II} গ্লুকাগন
{III} টেস্টোস্টেরন
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} টেস্টোস্টেরন
উপভাবমূল > 1D-প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র
1. নিউরোনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয়, তার নাম হল–
{I} অ্যাক্সিস সিলিন্ডার
{II} অ্যাক্সন হিলক
{III} ডেনড্রাইট
{IV} অ্যাক্সন টেলোডেনড্রিয়া
উত্তর :- {II} অ্যাক্সন হিলক
2. স্নায়ুকোশের যে অংশে নিসল্ দানা অনুপস্থিত, তা হল–
{I} ডেনড্রাইট
{II} অ্যাক্সন
{III} কোশদেহ
{IV} সবকটি অংশে
উত্তর :- {II} অ্যাক্সন
3. একটি কারক অঙ্গ হল–
{I} কান
{II} পেশি
{III} ত্বক
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} পেশি
4. স্নায়ুকোশের র্যানভিয়ারের পর্বগুলির মধ্যে অন্তর্বর্তী দূরত্ব–
{I} 1UM
{II} 0.2-2MM
{III} 10UM
{IV} 5MM
উত্তর :- {II} 0.2-2MM
5. প্রাণীদেহের ভৌত সমন্বায়ক হল–
{I} হরমোন
{II} হৃৎপিণ্ড
{III} স্নায়ুতন্ত্র
{IV} সংবহন তন্ত্র
উত্তর :- {III} স্নায়ুতন্ত্র
6. অ্যাক্সোপ্লাজমকে ঘিরে যে অবরণী থাকে তাকে বলে–
{I} অ্যাক্সোলেমা
{II} নিউরোলেমা
{III} প্লাজমালেমা
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} অ্যাক্সোলেমা
7. একটি নিউরোট্রান্সমিটার হল–
{I} গ্লাইকোজেন
{II} গ্লুকোজ
{III} লিপিড
{IV} অ্যাসিটাইল কোলিন
উত্তর :- {IV} অ্যাসিটাইল কোলিন
8. শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ
{I} মানুষ দেখে গোল্ডফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে চলে আসা
{II} গরম জল থেকে হাট সরিয়ে নেওয়া
{III} শিশুর স্তন্যপান
{IV} পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল পড়া
উত্তর :- {I} মানুষ দেখে গোল্ডফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে চলে আসা
9. শুধুমাত্র চেষ্টীয় নার্ভটি হল–
{I} ভেগাস
{II} অকিউলোমোটর
{III} ফেসিয়াল
{IV} ট্রাইজেমিনাল
উত্তর :- {II} অকিউলোমোটর
10. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে ?
{I} নেফ্রন
{II} নিউরোন
{III} অ্যাক্সন
{IV} নিউরোগ্লিয়া
উত্তর :- {II} নিউরোন
11. যে বহুকোশী প্রাণীদের দেহে স্নায়ুতন্ত্র থেকে না, সেটি হল–
{I} ফিতাকৃমি
{II} গোলকৃমি
{III} তারামাছ
{IV} সাইকন
উত্তর :- {IV} সাইকন
12. কোনটি্ সোয়ান কোশের সঙ্গে সম্পর্কযুক্ত
{I} ডেনড্রাইট
{II} অ্যাক্সন
{III} কোশদেহ
{IV} সাইন্যাপস্
উত্তর :- {II} অ্যাক্সন
13. ভেগাস স্নায়ু হল একপ্রকার–
{I} চেষ্টীয় স্নায়ু
{II} মিশ্র স্নায়ু
{III} সংজ্ঞাবহ স্নায়ু
{IV} সুষুম্না স্নায়ু
উত্তর :- {II} মিশ্র স্নায়ু
14. সুস্বাদু খাবার দেখে লালাক্ষরণ হল এক ধরনের–
{I} অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
{II} সহজাত প্রতিবর্ত ক্রিয়া
{III} মস্তিষ্কের ক্রিয়া
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} সহজাত প্রতিবর্ত ক্রিয়া
15. ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাকাপ্রশাখাগুলিকে বলে–
{I} ডেনড্রাইট
{II} প্রান্তবুরুশ
{III} মায়েলিন সিদ্
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} ডেনড্রাইট
16. সেরিব্রাম মস্তিষ্কের কোন্ অংশের অন্তর্গত ?
{I} অগ্রমস্তিষ্ক
{II} মধ্যমস্তিষ্ক
{III} পশ্চাদ্মস্তিষ্ক
{IV} রেখমস্তিষ্ক
উত্তর :- {I} অগ্রমস্তিষ্ক
17. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা–
{I} 10 জোড়া
{II} 12 জোড়া
{III} 31 জোড়া
{IV} 33 জোড়া
উত্তর :- {III} 31 জোড়া
18. কোন্ প্রাণীটির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা–
{I} আরশোলার
{II} জোঁকের
{III} মানুষের
{IV} হাইড্রার
উত্তর :- {III} মানুষের
19. অপটিক স্নায়ু হল এক ধরনের–
{I} চেষ্টীয় স্নায়ু
{II} সংজ্ঞাবহ স্নায়ু
{III} মিশ্র স্নায়ু
{IV} বহির্মুখী স্নায়ু
উত্তর :- {II} সংজ্ঞাবহ স্নায়ু
20. নিম্নলিখিতগুলির মধ্যে চেষ্টীয় স্নায়ুটি হল–
{I} হাইপোগ্লসাল স্নায়ু
{II} অডিটরি স্নায়ু
{III} অলফ্যাক্টরি স্নায়ু
{IV} অপটিক স্নায়ু
উত্তর :- {I} হাইপোগ্লসাল স্নায়ু
21. স্নায়ুকোশের কোশদেহগুলি পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হয়–
{I} নিউরোগ্লিয়া
{II} স্নায়ুগ্রন্থি
{III} স্নায়ুতন্ত্র
{IV} সাইন্যাপস
উত্তর :- {II} স্নায়ুগ্রন্থি
22. রিলে কেন্দ্র বলা হয়–
{I} থ্যালামাসকে
{II} হাইপোথ্যালামাসকে
{III} সেরিব্রামকে
{IV} সেরিবেলামকে
উত্তর :- {I} থ্যালামাসকে
23. নিউরোনের নিউক্লিয়াস কোথায় থাকে ?
{I} অ্যাক্সনে
{II} কোশদেহে
{III} ডেনড্রনে
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} কোশদেহে
24. মানুষের সুষুম্নাকান্ডের দৈর্ঘ্য –
{I} প্রায় 45CM
{II} প্রায় 4.5CM
{III} পায় 45M
{IV} প্রায় 4.5M
উত্তর :- {I} প্রায় 45CM
25. পরিবেশের যে বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম, তাকে বলে–
{I} গ্রাহক
{II} সাড়া
{III} সংবেদন
{IV} উদ্দীপনা
উত্তর :- {IV} উদ্দীপনা
26. উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে বলে–
{I} কারক
{II} সংবেদন
{III} সাড়া
{IV} গ্রাহক
উত্তর :- {III} সাড়া
27. প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হল–
{I} মস্তিষ্ক
{II} স্নায়ুগ্রন্থি
{III} নিউরোগ্লিয়া
{IV} সুষুম্নাকান্ড
উত্তর :- {IV} সুষুম্নাকান্ড
28. যেসব উপায়ের দ্বারা জীব তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবগত হতে পারে, তাকে বলে–
{I} কারক
{II} উত্তেজিতা
{III} সংবেদন
{IV} গ্রাহক
উত্তর :- {III} সংবেদন
29. উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে–
{I} কারক
{II} সংবেদন
{III} উত্তেজিতা
{IV} গ্রাহক
উত্তর :- {III} উত্তেজিতা
30. স্নায়ুকোশের নিউক্লিয়াসযুক্ত ও সবথেকে প্রশস্ত অংশকে বলে–
{I} কোশদেহে
{II} দেহকোশ
{III} অ্যাক্সন
{IV} ডেনড্রাইট
উত্তর :- {I} কোশদেহে
31. অ্যাক্সনস্থিত সাইটোপ্লাজমকে বলে–
{I} এক্টোপ্লাজম
{II} এন্ডোপ্লাজম
{III} অ্যাক্সোপ্লাজম
{IV} নিউরোপ্লাজম
উত্তর :- {III} অ্যাক্সোপ্লাজম
32. স্নায়ুতন্ত্রে যে কোশগুলি ধারক কোশের কাজ করে, তাদের বলে–
{I} নিউরিলেমা
{II} অ্যাক্সোলেমা
{III} নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোশ
{IV} নিউরোন
উত্তর :- {III} নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোশ
33. নীচের কোনটি নিউরোগ্লিয়া কোশ–
{I} অ্যাস্ট্রোসাইট
{II} অলিগোডেনড্রোসাইট
{III} মাইক্রোগ্লিয়া
{IV} সবগুলি
উত্তর :- {I} অ্যাস্ট্রোসাইট
34. স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোশটি হল–
{I} নিউরোন
{II} নিউরোগ্লিয়া
{III} হেপাটোসাইট
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} নিউরোগ্লিয়া
35. যে কোশ মায়েলিন আবরণ তৈরি করে সেটি হল–
{I} নিউরোন
{II} অ্যাস্ট্রোসাইট
{III} সোয়ান কোশ
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} সোয়ান কোশ
36. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে CSF উপস্তিত, সেটি হল–
{I} মস্তিষ্কের গহ্বর
{II} সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালী
{III} (A)ও (B)উভয়
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় নালী
37. নিউরোনের কোন্ অংশে মায়েলিন সিদ্ উপস্থিত
{I} অ্যাক্সন
{II} ডেনড্রন
{III} কোশদেহ
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} অ্যাক্সন
38. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে স্নায়ুস্পন্দন বহনকারী স্নায়ুকে বলে–
{I} সংজ্ঞাবহ স্নায়ু
{II} অন্তর্বাহী স্নায়ু
{III} চেষ্টীয় স্নায়ু
{IV} মিশ্র স্নায়ু
উত্তর :- {III} চেষ্টীয় স্নায়ু
39. গ্রাহক অংশ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুস্পন্দন বহনকারী স্নায়ুকে বলে–
{I} চেষ্টীয় স্নায়ু
{II} বহির্বাহী স্নায়ু
{III} সংজ্ঞাবহ স্নায়ু
{IV} মিশ্র স্নায়ু
উত্তর :- {III} সংজ্ঞাবহ স্নায়ু
40. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম–
{I} প্লুরা
{II} পেরিকার্ডিয়াম
{III} পেরিটোনিয়াম
{IV} মেনিনজেস
উত্তর :- {IV} মেনিনজেস
42. নীচের যেটি মেনিনজেস–এর অংশ নয়, সেটি হল–
{I} ডুরা মেটার
{II} গ্রে ম্যাটার
{III} অ্যারাক্নয়েড মেটার
{IV} পিয়া মেটার
উত্তর :- {II} গ্রে ম্যাটার
43. নীচের যেটি পশ্চাদমস্তিষ্কের অংশ নয়, সেটি হল–
{I} পনস্
{II} লঘুমস্তিষ্ক
{III} টেকটাম
{IV} সুষূম্নাশীর্ষক
উত্তর :- {III} টেকটাম
44. করপাস ক্যালোসাম মস্তিষ্কের কোন্ অংশে থাকে–
{I} গুরুমস্তিষ্কে
{II} রেখমস্তিষ্কে
{III} মধ্যমস্তিষ্কে
{IV} পশ্চাদমস্তিষ্কে
উত্তর :- {III} মধ্যমস্তিষ্কে
45. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সুষুম্নাকান্ডের ওজন থাকে–
{I} 15G
{II} 35G
{III} 75G
{IV} 35G
উত্তর :- {II} 35G
46. দুটি নিউরোনের সংযোগস্থলে উপস্থিত থাকে–
{I} অ্যাকোয়াস হিউমর
{II} ভিট্রিয়াস হিউমর
{III} নিউরোহিউমর
{IV} অ্যাসিডিক হিউমর
উত্তর :- {III} নিউরোহিউমর
47. মস্তিষ্কের সবচেয়ে ছোটো অঞ্চল হল–
{I} গুরুমস্তিষ্ক
{II} লঘুমস্তিষ্ক
{III} অক্ষিগোলক
{IV} মধ্যমস্তিষ্ক
উত্তর :- {IV} মধ্যমস্তিষ্ক
48. নীচের যে নার্ভটি মিশ্র প্রকৃতির তার নাম–
{I} অলফ্যাক্টরি নার্ভ
{II} অডিটরি নার্ভ
{III} ভেগাস নার্ভ
{IV} হাইপোগ্লসাল নার্ভ
উত্তর :- {III} ভেগাস নার্ভ
49. নীচের কোনটি দুটি নিউরোনের সংযোগস্থলের নাম নয়–
{I} সাইন্যাপসিস
{II} সাইন্যাপস্
{III} স্নায়ুসন্নিধি
{IV} প্রান্তসন্নিকর্ষ
উত্তর :- {I} সাইন্যাপসিস
50. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ প্রায়–
{I} 100ML
{II} 150ML
{III} 200ML
{IV} 250ML
উত্তর :- {II} 150ML
51. মানব–মস্তিষ্কের ভেন্ট্রিকল্ বা প্রকোষ্ঠ সংখ্যা হল–
{I} 2 টি
{II} 3 টি
{III} 4 টি
{IV} 5 টি
উত্তর :- {III} 4 টি
52. মানুষের লঘুমস্তিষ্ক বা সেরিবেলামের ওজন প্রায়–
{I} 150G
{II} 250G
{III} 350G
{IV} 450G
উত্তর :- {I} 150G
53. কোনটি গুরুমস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়–
{I} স্মৃতি
{II} হৃৎস্পন্দন
{III} অক্ষিপল্লব সঞ্চালন
{IV} দেহের ভারসাম্য
উত্তর :- {I} স্মৃতি
54. পরিণত মানুষের মস্তিষ্কের ওজন প্রায়–
{I} 0.36KG
{II} 1.36KG
{III} 2.36KG
{IV} 3.36KG
উত্তর :- {II} 1.36KG
55. মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তা হল–
{I} সেরিব্রাম
{II} সেরিবেলাম
{III} থ্যালামাস
{IV} হাইপোথ্যালামাস
উত্তর :- {II} সেরিবেলাম
56. মেনিন্জেসের একেবারে বাইরের স্তরের নাম–
{I} পিয়া মেটার
{II} ডুরা মেটার
{III} অ্যারাক্নয়েড মেটার
{IV} গ্রে ম্যাটার
উত্তর :- {II} ডুরা মেটার
57. প্রাপ্তবয়স্ক ব্যাক্তির গুরুমস্তিষ্কের উপরিতলের ক্ষেত্রফল প্রায়–
{I} 1200CM2
{II} 2200CM2
{III} 3200CM2
{IV} 4200CM2
উত্তর :- {I} 1200CM2
58. নিউরোলেমা যাকে আবৃত করে থাকে, তার নাম–
{I} অ্যাক্সিস সিলিন্ডার
{II} কোশদেহ
{III} মেডুলারি আবরণ
{IV} এন্ডোনিউরিয়াম
উত্তর :- {II} কোশদেহ
59. মানুষের মস্তিষ্কে স্নায়ুকোশের সংখ্যা প্রায়–
{I} একশত কোটি
{II} দুইশত কোটি
{III} পাঁচশত কোটি
{IV} হাজার কোটি
উত্তর :- {IV} হাজার কোটি
60. কেন্দ্রীয় স্নায়ুতন্তুকে যা অনুপস্থিত তা হল–
{I} নিউরোলেমা
{II} অ্যাক্সন
{III} অক্ষতন্তু
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} নিউরোলেমা
61. রেটিনার একটি কোশের উদাহরণ হল–
{I} রড কোশ
{II} হেপাটোসাইট
{III} সোয়ান কোশ
{IV} মাস্ট কোশ
উত্তর :- {I} রড কোশ
62. মায়েলেনসেফালনের অংশটি হল–
{I} সেরিবেলাম
{II} পনস্
{III} মেডালা অবলংগাটা
{IV} থ্যালামাস
উত্তর :- {III} মেডালা অবলংগাটা
63. মস্তিষ্কের গহ্বরকে বলে–
{I} অলিন্দ
{II} কেন্দ্রীয় নালী
{III} নিলয়
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} নিলয়
64. পশ্চাদ্মস্তিষ্কের অংশ হল–
{I} ডায়েনসেফালন
{II} মেটেনসেফালন
{III} মেসেনসেফালন
{IV} টেলেনসেফালন
উত্তর :- {II} মেটেনসেফালন
65. মধ্যমস্তিষ্কের অংশ হল–
{I} টেলেনসেফালন
{II} মেটেনসেফালন
{III} মেসেনসেফালন
{IV} মায়েলেনসেফালন
উত্তর :- {III} মেসেনসেফালন
66. অগ্রমস্তিষ্কের অংশ হল–
{I} টেলেনসেফালন
{II} মেটেনসেফালন
{III} মেসেনসেফালন
{IV} মায়েলেনসেফালন
উত্তর :- {I} টেলেনসেফালন
67. অগ্রমস্তিষ্কের সর্বাপেক্ষা বড়ো অংশ হল–
{I} সেরিবেলাম
{II} সেরিব্রাম
{III} থ্যালামাস
{IV} হাইপোথ্যালামাস
উত্তর :- {II} সেরিব্রাম
68. সুষুম্নাকান্ডের নালীটিকে বলে–
{I} অলিন্দ
{II} কেন্দ্রীয় নালী
{III} নিলয়
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} কেন্দ্রীয় নালী
69. সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পদার্থ থাকে, তা হল–
{I} লসিকা
{II} সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
{III} নিউরোহিউমার
{IV} সিরাম
উত্তর :- {II} সেরিব্রোস্পাইনাল ফ্লুইড
70. মস্তিষ্কের তৃতীয় নিলয়টি যে নালীপথের দ্বারা চতুর্থ নিলয়ের সঙ্গে যুক্ত, সেটি হল–
{I} ফোরামেন অফ মনরো
{II} অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস
{III} ফোরামেন অফ লাসকা
{IV} ফোরামেন ওভেল
উত্তর :- {II} অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস
71. রোডপসিন থাকে
{I} কোন কোশে
{II} রড কোশে
{III} দেহকোশে
{IV} বাহক কোশে
উত্তর :- {II} রড কোশে
72. যে ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে, সেটি হল–
{I} তারারন্ধ্র
{II} কর্নিয়া
{III} কোরয়েড
{IV} কক্লিয়া
উত্তর :- {I} তারারন্ধ্র
73. চক্ষুর স্বচ্ছ বহিরাবরন অংশটি হল–
{I} কর্নিয়া
{II} স্ক্লেরা
{III} কোরয়েড
{IV} রেটিনা
উত্তর :- {I} কর্নিয়া
74. পীতবিন্দু হলদে হয় যে রঙ্গকের জন্য–
{I} রোডপসিন
{II} আয়োডপসিন
{III} জ্যান্থোফিল
{IV} কোনোটিই নয়
উত্তর :- {III} জ্যান্থোফিল
75. অন্ধকারে দেখতে সাহায্য করে–
{I} কোন কোশ
{II} রড কোশ
{III} ধারক কোশ
{IV} বাহক কোশ
উত্তর :- {II} রড কোশ
76. দূয়ের বস্তুর দেখার ক্ষেত্রে–
{I} লেন্স পুরু হয়
{II} লেন্স সরু হয়
{III} লেন্সের বক্রতা একই থাকে
{IV} কোনোটিই নয়
উত্তর :- {II} লেন্স সরু হয়
77. মানুষের চোখের লেন্সের আকৃতি হল–
{I} অবতল
{II} উত্তল
{III} দ্বি-উত্তল
{IV} দ্বি-অবতল
উত্তর :- {III} দ্বি–উত্তল
78. অক্ষিপটের রড কোশ ও কোন কোশবাহীন অঞ্চলটি হল–
{I} ব্ল্যাকস্পট
{II} ইয়েলোস্পট
{III} ফোভিয়া
{IV} ব্লাইন্ডস্পট
উত্তর :- {IV} ব্লাইন্ডস্পট
79. অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক হল–
{I} অ্যামাইলেজ
{II} মলটেজ
{III} লাইসোজাইম
{IV} সুক্রেজ
উত্তর :- {III} লাইসোজাইম
80. নিকটবদ্ধ দৃষ্টি বলা হয়–
{I} প্রেসাবায়োপিয়াকে
{II} হাইপারমেট্রোপিয়াকে
{III} মায়োপিয়াকে
{IV} ক্যাটার্যাক্টকে
উত্তর :- {III} মায়োপিয়াকে
81. রেটিনার পশ্চাতে ফোকাস সৃষ্টি হয় চোখের যে সমস্যায়–
{I} মায়োপিয়া
{II} হাইপারোপিয়া
{III} প্রেসবায়োপিয়া
{IV} ক্যাটার্যাক্ট
উত্তর :- {II} হাইপারোপিয়া
উপভাবমূল > 1E- প্রাণীদেহে সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন
1. কোনো জীবের এক স্থান থেকে অন্যস্থানে সামগ্রিকভাবে স্থান পরিবর্তনই হল–
{I} চলন
{II} গমন
{III} বহন
{IV} আরোহণ
উত্তর :- {II} গমন
2. সিউডোপোডিয়ার সাহায্যে গমন করে–
{I} অ্যামিবা
{II} আরশোলা
{III} প্যারামেসিয়াম
{IV} প্রজাপতি
উত্তর :- {I} অ্যামিবা
3. প্যারামেসিয়াম গমন করে–
{I} ফ্ল্যাজেলার সাহায্যে
{II} সিলিয়ার সাহায্যে
{III} ক্ষনপদের সাহায্যে
{IV} মাংসল পদের সাহায্যে
উত্তর :- {II} সিলিয়ার সাহায্যে
4. ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে–
{I} আরশোলা
{II} ইউগ্লিনা
{III} প্যারামেসিয়াম
{IV} অ্যামিবা
উত্তর :- {II} ইউগ্লিনা
5. অস্থিযুক্ত মাছের দেহে পাখনার সংখ্যা–
{I} একটি
{II} 5 টি
{III} 7 টি
{IV} 9 টি
উত্তর :- {III} 7 টি
6. মায়োটম পেশি দেখা যায়–
{I} মাছে
{II} বাদুড়ে
{III} ফরিং-এ
{IV} পায়রায়
উত্তর :- {I} মাছে
7. তরুণাস্থিযুক্ত মাছ হাঙরের দেহে পাখনা সংখ্যা–
{I} একটি
{II} 5 টি
{III} 7 টি
{IV} 9 টি
উত্তর :- {I} একটি
8. মাছের দিক পরিবর্তনে সাহায্য করে–
{I} পুচ্ছপাখনা
{II} পৃষ্ঠপাখনা
{III} পায়ুপাখনা
{IV} শ্রেণিপাখনা
উত্তর :- {I} পুচ্ছপাখনা
9. মানুষের গমনাঙ্গ হল–
{I} হাত
{II} পা
{III} অগ্রপদ
{IV} ক্ষনপদ
উত্তর :- {II} পা
10. নিম্নলিখিত কোন্ প্রাণী গমনে অক্ষম?
{I} প্রবাল
{II} আরশোলা
{III} মাকড়সা
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} প্রবাল
11. মাছকে জলে ভাসতে সাহায্য করে–
{I} পাখনা
{II} পটকা
{III} কানকো
{IV} পার্শ্বরেখা
উত্তর :- {II} পটকা
12. রুই মাছের পটকাতে গ্যাস উৎপাদনকারী অঙ্গটি হল–
{I} রেড গ্রন্থি
{II} রিটি মিরাবিলি
{III} পার্শ্বরেখা
{IV} ফুলকা
উত্তর :- {I} রেড গ্রন্থি
13. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলি অস্থি থাকে–
{I} 100 টি
{II} 350 টি
{III} 206 টি
{IV} 260 টি
উত্তর :- {III} 206 টি
14. অ্যামিবা–র গমনাঙ্গের নাম কী ?
{I} সিটা
{II} নালিকা পদ
{III} সন্ধিল পদ
{IV} ক্ষনপদ
উত্তর :- {IV} ক্ষনপদ
15. ইউগ্লিনা–র গমনাঙ্গ হল–
{I} সিলিয়া
{II} কর্ষিকা
{III} ফ্ল্যাজেলা
{IV} মাংসল পদ
উত্তর :- {III} ফ্ল্যাজেলা
16. গমন করতে পারে এমন একটি উদ্ভিদের নাম হল–
{I} ফার্ন
{II} স্বর্নলতা
{III} ক্ল্যামাইডোমোনাস
{IV} মিউকর
উত্তর :- {III} ক্ল্যামাইডোমোনাস
17. গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম–
{I} অ্যামিবা
{II} কেঁচো
{III} স্পঞ্জ
{IV} আরশোলা
উত্তর :- {III} স্পঞ্জ
18. যে অস্থিসন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে–
{I} অচল সন্ধি
{II} পিভট সন্ধি
{III} হিঞ্জ সন্ধি
{IV} স্যাডল সন্ধি
উত্তর :- {II} পিভট সন্ধি
19. বল ও সকেট সন্ধি যায়–
{I} কাঁধে
{II} হাঁটুতে
{III} বুড়ো আঙ্গুলে
{IV} কনুইতে
উত্তর :- {I} কাঁধে
20. ক্ষুদ্র অস্থি বা শর্ট বোন হল–
{I} স্টেপিস
{II} ফিমার
{III} স্ক্যাপুলা
{IV} ম্যাক্সিলা
উত্তর :- {I} স্টেপিস
21. চ্যাপটা অস্থি বা ফ্ল্যাট বোন হল–
{I} টারসাল
{II} স্ক্যাপুলা
{III} হিউমেরাস
{IV} ম্যাক্সিলা
উত্তর :- {II} স্ক্যাপুলা
22. হিঞ্জ সন্ধি দেখা যায়–
{I} কোমরে
{II} কাঁধে
{III} কনুইতে
{IV} করোটিতে
উত্তর :- {III} কনুইতে
23. অচল সন্ধি দেখা যায়–
{I} কোমরে
{II} কাঁধে
{III} করোটিতে
{IV} কনুইতে
উত্তর :- {III} করোটিতে
24. দীর্ঘ অস্থি বা লং বোন হল–
{I} ম্যাক্সিলা
{II} ফিমার
{III} স্ক্যাপুলা
{IV} স্টেপিস
উত্তর :- {II} ফিমার
25. অ্যামিবয়েড গমন যে প্রাণিতে দেখা যায়, তা হল–
{I} প্যারামেসিয়াম
{II} ইউগ্লিনা
{III} অ্যামিবা
{IV} সবকটি
উত্তর :- {III} অ্যামিবা
26. মানুষের গমন পদ্ধতি হল–
{I} দ্বিপদ গমন
{II} অ্যামিবয়েড গমন
{III} সিলিয়ারি গমন
{IV} ফ্ল্যাজেলারি গমন
উত্তর :- {I} দ্বিপদ গমন
27. সন্তরণ পদ্ধতিতে গমন সম্পন্ন করে–
{I} হাইড্রা
{II} ইউগ্লিনা
{III} মাছ
{IV} অ্যামিবা
উত্তর :- {III} মাছ
28. উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে–
{I} কেঁচো
{II} শামুক
{III} পাখি
{IV} অ্যামিবা
উত্তর :- {III} পাখি
29. মাছের গমনাঙ্গ কোনটি ?
{I} পাখনা
{II} মাংসল পদ
{III} ক্ষনপদ
{IV} পালক
উত্তর :- {I} পাখনা
30. মানুষের পেরুদন্ডের অস্থি সংখ্যা–
{I} 23 টি
{II} 31 টি
{III} 33 টি
{IV} 43 টি
উত্তর :- {III} 33 টি
31. মানুষের করোটিতে কশেরুকার সংখ্যা–
{I} 12 টি
{II} 22 টি
{III} 32 টি
{IV} 42 টি
উত্তর :- {II} 22 টি
32. নীচের অস্থিগুলির মধ্যে যেটির অবস্থান হাতে নয়, সেটি হল–
{I} রেডিয়াস
{II} আলনা
{III} হিউমেরাস
{IV} ফিমার
উত্তর :- {IV} ফিমার
33. সূর্যালোকের নিম্নলিখিত যে প্রাণীর গমন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তা হল
{I} অ্যামিবা
{II} প্যারামেসিয়াম
{III} (A) ও (B) উভয়ই
{IV} ইউগ্লিনা
উত্তর :- {IV} ইউগ্লিনা
34. বক্ষপিঞ্জরে অস্থিসমূহের মোট সংখ্যা–
{I} 22 টি
{II} 25 টি
{III} 33 টি
{IV} 44 টি
উত্তর :- {II} 25 টি
35. ফিমার, টিবিয়া ও প্যাটেলার সম্মিলিত অস্থিসন্ধি হল–
{I} শ্রেনিচক্র
{II} হাঁটু
{III} কনুই
{IV} গোড়ালি
উত্তর :- {II} হাঁটু
36. ঊরুসন্ধি বলা হয়–
{I} ফিমার ও শ্রেনিচক্রের সন্ধিকে
{II} ফিমার ও স্ক্যাপুলার সন্ধিকে
{III} স্ক্যাপুলা ও হিউমাসের সন্ধিকে
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} ফিমার ও শ্রেনিচক্রের সন্ধিকে
37. কাঁধের সন্ধিতে অবস্থিত দুটি অস্থি হল–
{I} স্ক্যাপুলা ও হিউমেরাস
{II} হিউমেরাস ও আলনা
{III} ফিমার ও টিবিয়া
{IV} কোনোটিই নয়
উত্তর :- {I} স্ক্যাপুলা ও হিউমেরাস
38. বল ও সকেট সন্ধির উদাহরণ হল–
{I} কনুই
{II} হাঁটু
{III} খুলি
{IV} কাঁধ
উত্তর :- {IV} কাঁধ
39. লিগামেন্ট, টেমডন ও অস্থিসন্ধি হল–
{I} শ্বাসতন্ত্রের অংশ
{II} পেশিতন্ত্রের অংশ
{III} কঙ্কাল তন্ত্রের অংশ
{IV} রক্তসংবহন তন্ত্রের অংশ
উত্তর :- {III} কঙ্কাল তন্ত্রের অংশ
40. পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা–
{I} 11
{II} 13
{III} 19
{IV} 23
উত্তর :- {IV} 23
41. পায়রার পুচ্ছে রেক্ট্রিসেস (পালকের)সংখা–
{I} 6 টি
{II} 8 টি
{III} 12 টি
{IV} 16 টি
উত্তর :- {III} 12 টি
42. নীচের যেটি পায়রার উড্ডয়ন পেশি নয়, সেটি হল–
{I} পেক্টোরালিস মেজর
{II} পেক্টোরালিস মাইনর
{III} মায়োটম
{IV} কোরাকো ব্রাকিয়ালিস
উত্তর :- {III} মায়োটম
43. মায়োটম পেশি থাকে–
{I} মানুষে
{II} রুই মাছে
{III} তিমিতে
{IV} ব্যাঙে
উত্তর :- {II} রুই মাছে
44. দেহের সংশ্লিষ্ট দুটি অংশকে ভাঁজ হতে সাহায্য করে যে কঙ্কাল পেশি–
{I} রোটেটর
{II} ফ্লেক্সর
{III} এক্সটেনসর
{IV} অ্যাবডাক্টর
উত্তর :- {II} ফ্লেক্সর
45. ভাঁজ হওয়া অবস্থা থেকে দেহের সংশ্লিষ্ট অংশদুটিকে প্রসারিত হতে সাহায্য করে, যে কঙ্কাল পেশি হল–
{I} রোটেটর
{II} ফ্লেক্সর
{III} এক্সটেনসর
{IV} অ্যাবডাক্টর
উত্তর :- {III} এক্সটেনসর
46. দেহের মধ্যরেখা থেকে কোনো অংশকে দূরে সরিয়ে নিতে সহায়তা করে, এমন কঙ্কাল পেশি হল–
{I} রোটেটর
{II} ফ্লেক্সর
{III} এক্সটেনসর
{IV} অ্যাবডাক্টর
উত্তর :- {IV} অ্যাবডাক্টর
47. কোনো অংশকে দেহের মধ্যরেখার কাছাকাছি আনতে সহায়তা করে যে পেশি, সেটি হল–
{I} রোটেটর
{II} ফ্লেক্সর
{III} এক্সটেনসর
{IV} অ্যাডাক্টর
উত্তর :- {IV} অ্যাডাক্টর
48. দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে, এমন কঙ্কাল পেশি হল–
{I} রোটেটর
{II} ফ্লেক্সর
{III} এক্সটেনসর
{IV} অ্যাডাক্টর
উত্তর :- {I} রোটেটর
49. মানবদেহের বৃহত্তম পেশি হল–
{I} স্টেপিডিয়াস
{II} বাইসেপস
{III} সারটোরিয়াস
{IV} ডেলটয়েড
উত্তর :- {III} সারটোরিয়াস
50. ফ্লেক্সনে সাহায্যকারী পেশি হল–
{I} ট্রাইসেপস
{II} বাইসেপস
{III} ডেলটয়েড
{IV} রোটেটর
উত্তর :- {II} বাইসেপস
51. অ্যাডাকশনে সাহায্য করে–
{I} ট্রাইসেপস
{II} বাইসেপস
{III} ডেলটয়েড
{IV} ল্যাটিসিমাস ডরসি
উত্তর :- {IV} ল্যাটিসিমাস ডরসি
52. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ হল–
{I} ডেলটয়েড
{II} বাইসেপস্
{III} ট্রাইসেপ্স্
{IV} স্টেপিডিয়াস
উত্তর :- {I} ডেলটয়েড
53. গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে–
{I} গুরুমস্তিষ্ক
{II} বহিঃকর্ন
{III} লঘুমস্তিষ্ক
{IV} মধ্যকর্ণ
উত্তর :- {III} লঘুমস্তিষ্ক
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) Madhyamik Life Science Question and Answer : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Life Science Question and Answer, Suggestion, Notes – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Life Science Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Madhyamik Life Science Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Madhyamik Class 10th Life Science Question and Answer ” মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Ten X || WB Class 10 || WBBSE || Class 10 Exam || West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam || Class 10 Class 10th || WB Class 10 || Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন || মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Madhyamik Life Science Suggestion || Madhyamik Life Science
তোমরা যারা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর |
Question and Answer || Class 10 Life Science Suggestion || Class 10 Pariksha Life Science Suggestion || Life Science Class 10 Exam Guide || MCQ , Short , Descriptive Type Question and Answer || Madhyamik Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Madhyamik Life Science Suggestion || West Bengal Ten X Question and Answer, Suggestion || WBBSE Class 10th Life Science Suggestion || Madhyamik Life Science Question and Answer || Class 10 Life Science Suggestion || Class 10 Pariksha Suggestion || Madhyamik Life Science Exam Guide || Madhyamik Life Science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 || Madhyamik Life Science Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. || Madhyamik Life Science Suggestion FREE PDF Download) সফল হবে।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) Madhyamik Life Science Question and Answer Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) Madhyamik Life Science Question and Answer Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) Madhyamik Life Science Question and Answer Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দশম শ্রেণি জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Madhyamik Life Science মাধ্যমিক জীবন বিজ্ঞান (Madhyamik Life Science) – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | Madhyamik Life Science Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Madhyamik Life Science Question and Answer Question and Answer, Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | মাধ্যমিক জীবন বিজ্ঞান সহায়ক – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science Question and Answer, Suggestion | Madhyamik Life Science Question and Answer Suggestion | Madhyamik Life Science Question and Answer Notes | West Bengal Madhyamik Class 10th Life Science Question and Answer Suggestion.
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Life Science Question and Answer, Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) । Madhyamik Life Science Suggestion. WBBSE Class 10th Life Science Suggestion | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) WBBSE Madhyamik Life Science Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | Madhyamik Life Science Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Madhyamik Life Science Question and Answer Suggestions | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Madhyamik Life Science Question and Answer মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Madhyamik Life Science Question and Answer মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । WB Class 10 Life Science Suggestion | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর Madhyamik Life Science Question and Answer Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Madhyamik Life Science Question and Answer Suggestion মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
West Bengal Class 10 Life Science Suggestion Download WBBSE Class 10th Life Science short question suggestion . Madhyamik Life Science Suggestion download Class 10th Question Paper Life Science. WB Class 10 Life Science suggestion and important question and answer. Class 10 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।