উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা  PDF । List of scientific names or scientific names of plants and animals

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear Students,

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা  PDF । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের  জন্য নিয়ে এসেছি উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা  PDF। অনুগ্রহ করে PDF টি সম্পূর্ণ সতর্কতার সাথে পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। এই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে আপনি নিচের পোস্টটি দেখুন এবং ডাউনলোড করুন।

উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা  

এই তালিকা টি আগত Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে পরীক্ষার প্রস্তুত জন্য গুরুত্বপূর্ণ এই তালিকা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন !

উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা

উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম
উদ্ভিদবিজ্ঞানসম্মত নাম
ধানওরাইজা স্যাটাইভা
কার্পাসগসিপিয়াম হার্বেসিয়াম
আখস্যাকারাম অফিসিনারাম
বটফিকার্স বেঙ্গালেনসিস
নারকেলকোকোস নুসিফেরা
গমট্রিটিকাম অ্যাসটিভাম
ভুট্টাজিয়া মেইজ
মটরপিজাম স্যাটিভাম
তামাকনিকোটিনা টাবাকাম
সিঙ্কোনাসিঙ্কোনা ক্যালিসায়া
চাক্যামেলিয়া সিনেন্সিস
কফিকফি আরাবিকা
শালসোরিয়া রোবাস্টা
সেগুনটেকটোনা গ্রান্ডিস
পেয়ারাপ্রসিডিয়াম গুয়াজাভা
হলুদকারকুমা লঙ্গা
জিরাকুমিনাস সাইমিনাম
লঙ্কাক্যাপসিকাম ফুটেসেন্স
তেজপাতাসিনামোনাম টামালা
সরিষাব্রাসিকা ক্যাম্পেস্টিরাস
সূর্যমুখীহেলিয়ানথাস অ্যানাস
সর্পগন্ধারাউলফিনা সার্পেন্টিনা
কোকোথিওবরোমা কোকো
কলামুসা প্যারাডিসিয়েকা
বরবটির্যাপহানাস স্যাটিভাস
ছোলাসীসার অ্যারিটিনাম
ঢ্যাঁড়সঅবেলমসচাস এসকুলেনটাস
আমম্যাঙ্গিফেরা ইন্ডিকা
রসুনঅ্যালিয়াম স্যাটিভাম
প্রাণীর বিজ্ঞানসম্মত নাম
প্রাণীবিজ্ঞানসম্মত নাম
মানুষহোমো সেপিয়েন্স
গরুবস ইন্ডিকাস
বানরম্যাকাকা মুলাটা
বিড়ালফেলিস ডোমেস্টিকা
কুকুরক্যানিস ফেমিলিয়ারিস
ছাগলক্যাপ্রা হিরকাস
ভেঁড়াওভিস এরিস
গিরগিটিক্যালোটেস ভার্টিকোলার
কচ্ছপটিওনক্স গ্যাঞ্জিটিকাস
বাঘপ্যানথেরা টাইগ্রিস
ময়ূরপাভো ক্রিস্টেস্টাস
মৌমাছিএপিস ইন্ডিকা
কুনোব্যাঙবুফো মেলানােস্টিকটাস
পায়রাকলম্বিয়া লিভিয়া
আরশোলাপেরিপ্লানেটা আমেরিকানা
আপেল শামুকপাইলা গ্লোবাসা
কেঁচোফেরিটিনা পোস্টহুমা
কেউটে সাপন্যাজা ন্যাজা
মশাঅ্যানোফিলিস স্টিফেনসি
ইলিশহিলসা হিলসা
রুইমাছলেবিও রোহিতা
কাতলাকাতলা কাতলা
কইমাছঅ্যানাবাস টেস্টুভিনিয়াস
ভেটকিল্যাটস ক্যালকেরিফার
গলদা চিংড়িমাইক্রোব্যাকটেরিয়াম রোজেনবারগি
শিঙিহটেরোপনিউসট্রেস ফসিলিস
আমেরিকান কইতেলাপিয়া মোসাম্বিক
জেলিফিসআউরেলিয়া আউরিক
তারামাছঅ্যাস্টোরিয়াস বুবেনসপ

উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা টির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়

PDF Name :উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম তালিকা
Language :Bengali
Size :01 mb
No. of Pages02
Download Link :Download
আরো পড়ুনClick Here
WhatsApp ChannelJoin new
Telegram ChannelJoin new

সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad