Dear Students,
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা PDF । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা PDF। অনুগ্রহ করে PDF টি সম্পূর্ণ সতর্কতার সাথে পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। এই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে আপনি নিচের পোস্টটি দেখুন এবং ডাউনলোড করুন।
ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা
এই তালিকা টি আগত Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে পরীক্ষার প্রস্তুত জন্য গুরুত্বপূর্ণ এই তালিকা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন !
ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা
ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম | |
নদী | উপনদী |
গঙ্গা | যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী, রামগঙ্গা |
যমুনা | গিরি, চম্বল, বেতোয়া |
সিন্ধু | বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র |
ব্রহ্মপুত্র | তিস্তা, তোর্সা |
শতদ্রু | বিপাশা |
বিতস্তা বা ঝিলাম | লিডার, পীরপঞ্জল, পোহরু |
লুনি | জোজরী, সাগি |
মহানদী | ইব, হাঁসদেও, মান্দ |
গোদাবরী | ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা |
কৃষ্ণা | তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা |
কাবেরী | হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা |
নর্মদা | হিরণ, বর্ণা, ওরসাং |
তাপ্তী | পূর্ণা, গিরনা |
সবরমতী | ওয়াকাল, হরনভ |
সুবর্ণরেখা | কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি |
ধানসিঁড়ি | নামবার, কল্যাণ |
ব্রাহ্মণী | টিকরা, কারা |
ভাইগাই | ভারাগা, মনজালারু, খিরদুমাল |
জলঢাকা | মুক, দিহানা |
তুঙ্গভদ্রা | ভারদা, হবরি |
ময়ূরাক্ষী | ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর |
মুসী | আলেরু |
ঘাটপ্রভা | হিরণ্য কাশী |
তিস্তা | রঙ্গীত, রজনী |
ভীমা | মুলা |
দামোদর | বরাকর |
বৈতরণী | সালা |
ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা টির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়
PDF Name : | ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম তালিকা |
Language : | Bengali |
Size : | 01 mb |
No. of Pages | 02 |
Download Link : | Download |
আরো পড়ুন | Click Here |
WhatsApp Channel | Join new |
Telegram Channel | Join new |