Dear Students,
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরেজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF। অনুগ্রহ করে PDF টি সম্পূর্ণ সতর্কতার সাথে পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। এই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে আপনি নিচের পোস্টটি দেখুন এবং ডাউনলোড করুন।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা
এই তালিকা টি আগত Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদিতে পরীক্ষার প্রস্তুত জন্য গুরুত্বপূর্ণ এই তালিকা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন !
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা
ক্ষেত্র | প্রথম ভারতীয় পুরুষ |
রাষ্ট্রপতি | ড. রাজেন্দ্র প্রসাদ |
উপরাষ্ট্রপতি | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু |
উপপ্রধানমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল |
মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
নৌপ্রধান | রাম দাস কাটারী |
কমান্ডার ইন চিফ | কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা |
বিমানবাহিনীর প্রধান | সুব্রত মুখার্জী |
রাজ্যসভার চেয়ারম্যান | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
শিক্ষামন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
আইনমন্ত্রী | ড. বি. আর. আম্বেদকর |
অর্থমন্ত্রী | আর. কে. সম্মুগম চেট্টি |
রেলমন্ত্রী | জন মাথাই |
লোকসভার স্পিকার | গণেশ বাসুদেব মাভলঙ্কার |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | হীরালাল জে. কানিয়া |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রমেশচন্দ্র মিত্র |
ভারতীয় গভর্নর জেনারেল | চক্রবর্তী রাজা গোপালাচারী |
জাতীয় কংগ্রেসের সভাপতি | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি | বদরুদ্দিন তায়াবজি |
মুসলিম রাষ্ট্রপতি | ড. জাকির হোসেন |
ভারতরত্ন পুরস্কার প্রাপক | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ,চক্রবর্তী রাজা গোপালাচারী, সি. ভি. রমন |
অস্কার পুরস্কার প্রাপক | সত্যজিৎ রায় |
নোবেল পুরস্কার প্রাপক | রবীন্দ্রনাথ ঠাকুর |
অর্থনীতিতে নোবেল প্রাপক | অমর্ত্য সেন |
ম্যাগসেসে পুরস্কার প্রাপক | আচার্য বিনোবা ভাবে |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | জি. শঙ্কর কুরুপ |
পরমবীর পুরস্কার প্রাপক | মেজর সোমনাথ শর্মা |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | মিহির সেন |
দক্ষিণ মেরু বিজয়ী | জে. কে. বাজাজ |
অ্যান্টার্কটিকা বিজয়ী | লেফটেন্যান্ট রামচরণ |
চলচ্চিত্র পরিচালক | দাদাসাহেব ফালকে |
ভারতীয় ব্যারিস্টার | জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর |
মহাকাশচারী | রাকেশ শর্মা |
বিলাতযাত্রী | রাজা রামমোহন রায় |
ভারতীয় পাইলট | জে. আর. ডি. টাটা |
টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন | সি. কে. নাইডু |
ওয়ান ডে ক্রিকেট ক্যাপ্টেন | অজিত ওয়াদেকর |
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরী | লালা অমরনাথ |
ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরী | কপিল দেব |
টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক | হরভজন সিং |
ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিক | চেতন শর্মা |
ICS অফিসার | সতেন্দ্রনাথ ঠাকুর |
মিস্টার ইউনিভার্স | মনোতোষ রায় |
মিস্টার ওয়ার্ল্ড | রোহিত খান্ডেলওয়াল |
অলিম্পিকে সোনা জয়ী | অভিনব বিন্দ্রা |
ব্যক্তিগত অলিম্পিকে মেডেল জয়ী | কে. ডি. যাদব |
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা টির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়
PDF Name : | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা |
Language : | Bengali |
Size : | 01 mb |
No. of Pages | 02 |
Download Link : | Download |
আরো পড়ুন | Click Here |
WhatsApp Channel | Join new |
Telegram Channel | Join new |