নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – I] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Life Science [Chapter – I] Question and Answer

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer : জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IXLife Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. আমগাছের বর্গ [Order] হল-

[A] অ্যানাকার্ডিয়েসি

[B] স্যাপিনডেলিস

[C] ল্যামিয়েসি

[D] প্ল্যান্টি

উত্তর:- [B] স্যাপিনডেলিস

2. কম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে সেটি হল—

[A] নিডেরিয়া

[B] টিনোফোরা

[C] মোলাস্কা

[D] আর্থ্রোপোডো

উত্তর:- [B] টিনোফোরা

3. উদ্ভিদবিদ্যার জনক হলেন—

[A] লিনিয়াস

[B] অ্যারিস্টটল

[C] থিওফ্রাসটাস

[D] ল্যামার্ক

উত্তর:- [C] থিওফ্রাসটাস

4. চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিঃশ্রেণিটি হল –

[A] অ্যাগনাথা

[B] ন্যাথোস্টোমাটা

[C] অসটিথিস

[D] কনড্রিক্‌থিস

উত্তর:- [A] অ্যাগনাথা

5. কথাটি প্রথম ব্যবহার করেন—

[A] লিনিয়াস

[B] হ্যালডেন

[C] ওয়ালটার রোজেন

[D] ওপারিন

উত্তর:- [C] ওয়ালটার রোজেন

6. তারামাছের গমন ও খাদ্যগ্রহণে সাহায্য করে—

[A] টিউবফিট

[B] অ্যাম্বুল্যাক্ৰা

[C] ম্যাডিপোরাইট

[D] প্যালিয়াম।

উত্তর-[A] টিউবফিট

7. ব্যালানোগ্নসাস [Balanoglossus sp.] নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –

[A] হেমিকর্ডাটা

[B] স্টোমোকর্ডাটা

[C] কর্ডাটা

[D] A ও B

উত্তর:- [A] হেমিকর্ডাটা

8. জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন—

[A] লিনিয়াস

[B] হ্যালডেন

[C] ওয়ালটার রোজেন

[D] ওপারিন

উত্তর:- [C] ওয়ালটার রোজেন

9. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি ছিল না? –

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন সায়ানাইড

[C] অ্যামোনিয়া

[D] মিথেন

উত্তর:- [A] অক্সিজেন

10. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে—

[A] ছন্দবদ্ধতা

[B] পুষ্টি

[C] উত্তেজিতা

[D] বিপাক

উত্তর:- [C] উত্তেজিতা

11. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্ শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –

[A] রেপটিলিয়া

[B] অ্যাভিস

[C] ম্যামেলিয়া

[D] পিসিস

উত্তর:- [B] অ্যাভিস

12. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –

[A] ল্যামপ্রে

[B] হ্যাগফিশ

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

13. ফ্লেমকোশের কাজ হল—

[A] রেচনে সাহায্য করা

[B] পরিপাকে সাহায্য করা

[C] সংবহনে সাহায্য করা

[D] শ্বসনে সাহায্য করা

উত্তর:- [A] রেচনে সাহায্য করা

14. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়?

[A] আথ্রোপোডা বা সন্ধিপদী

[B] অ্যানিলিডা বা অঙ্গুরীমাল

[C] নিডেরিয়া

[D] টিনোফোরা

উত্তর:- [A] আথ্রোপোডা বা সন্ধিপদী

15. হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায়—

[A] আথ্রোপোডা পর্বে

[B] পরিফেরা পর্বে

[C] প্লাটিহেলমিনথিস পর্বে

[D] নিডেরিয়া পর্বে

উত্তর:- [A] আথ্রোপোডা পর্বে

16. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে—

[A] হেমিকর্ডাটাতে

[B] কর্ডাটাতে

[C] ইউরোকর্ডাটাতে

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] হেমিকর্ডাটাতে

17.  বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল –

[A] সাইবারনেটিক্স

[B] বায়োনিক্স

[C] বায়োমেট্রি

[D] বায়োফিজিক্স

উত্তর:- [B] বায়োনিক্স

18. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –

[A] ল্যামপ্রে

[B] হ্যাগফিশ

[C] A ও B উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] A ও B উভয়ই

19.  সায়ানো ব্যাকটেরিয়া শ্রেণিবিন্যাসের কোন্ জগতের অন্তর্গত? –

[A] প্রোটিস্টা

[B] মোনেরা

[C] ফাংগি

[D] প্ল্যান্টি উওর

উত্তর:- [B] মোনেরা

20.  হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল-

[A] বর্গ

[B] গোত্র

[C] পর্ব

[D] প্রজাতি

উত্তর:- [D] প্রজাতি

21.  প্রোটোসেল মডেল হিসেবে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন-

[A] সিডনি ফক্স

[B] ওপারিন

[C] হ্যালডেন

[D] স্ট্যানলে মিলার

উত্তর:- [B] ওপারিন

22.  সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীদের?-

[A] প্ল্যাটিহেলমিনথিস

[B] অ্যাসকেলমিনথিস

[C] অ্যানিলিডা

[D] আথ্রোপোডা

উত্তর:- [B] অ্যাসকেলমিনথিস

23.  পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয়-

[A] মিউটেশন বা পরিব্যক্তিকে

[B] বিচ্ছিন্নতাকে

[C] প্রাকৃতিক নির্বাচনকে

[D] সবকটিকে

উত্তর:- [D] সবকটিকে

24.  নীচের কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রসূ? –

[A] জিমনোস্পার্ম

[B] টেরিডোফাইটা

[C] ব্রায়োফাইটা

[D] অ্যানজিওস্পার্ম

উত্তর:- [C] ব্রায়োফাইটা

দুই অধ্যায় প্রশ্নের উত্তর দেখুন

25. উভচর উদ্ভিদ বলা যায়—

[A] ফার্ন গোষ্ঠীকে

 [B] মস গোষ্ঠীকে

[C] শ্যাওলাকে

 [D] ছত্রাককে

উত্তর:- [B] মস গোষ্ঠীকে

26. কোন্‌প্রাণী পর্বে অসটিয়া ও অসকিউলাম দেখা যায়?

 [A] পরিফেরা

[B] নিডেরিয়া

[C] টিনোফোরা

[D] মোলাস্কা

উত্তর:- [A] পরিফেরা

27. কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়?

[A] রেপ্টিলিয়া

[B] ম্যামেলিয়া

 [C] অ্যানেলিডা

[D] অ্যাম্ফিবিয়া

উত্তর:- [B] ম্যামেলিয়া

28. বায়োলজি [Biology] শব্দটি প্রথম প্রণয়ন করেন—

[A] ডারউইন

[B] লিনিয়াস

[C] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।

[D] হুইটেকার

উত্তর:- [C] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক।

29.  ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হল-

[A] মোনেরা

[B] প্রোটিস্টা

[C] ছত্রাক

[D] প্ল্যান্টি

উত্তর:- [B] প্রোটিস্টা

30. জীবের কোন্ বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে?

[A] উত্তেজিতা

[B] শ্বসন

[C] বিপাক

 [D] গমন

উত্তর:- [B] শ্বসন

31.  প্রাণের প্রথম আবির্ভাব ঘটে—

[A] বায়ুতে

[B] মাটিতে

[C] জলে

[D] শিলায়

উত্তর:- [C] জলে

32. প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হল—

[A] অরনিথোলজি

[B] এন্টোমোলজি

[C] সেরিকালচার

[D] হারপেটোলজি

উত্তর:- [C] সেরিকালচার

[এই শাখায় রেশম মথ প্রতিপালন ,রেশম চাষ, রেশম সুতো নিষ্কাশন করা হয়।]

33.  বায়োলজি ও ইলেকট্রনিক্সের সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল –

[A] সাইবারনেটিক্স

[B] বায়োনিক্স

[C] বায়োমেট্রি

[D] বায়োফিজিক্স

উত্তর:- [B] বায়োনিক্স

34. [5] ট্যাক্সোনমি বা শ্রেণিবদ্ধবিদ্যার জনক হলেন—

[A] ক্যারোলাস লিনিয়াস

[B] বেনথাম ও হুকার হন

[C] হাচিনসন

 [D] ক্যানডোলি

উত্তর:- [A] ক্যারোলাস লিনিয়াস

35. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল—

[A] বর্গ

[B] গোত্র

[C] পর্ব

[D] প্রজাতি

উত্তর:-  [D] প্রজাতি

36.  Mangifera indica কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?

[A] আম

[B] জাম

[C] কলা

[D] বট

উত্তর:- [A] আম

37.  যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্ৰৈতিক শক্তি তাপ শক্তিরুপে মুক্ত হয় তাকে বলে

[A] পুষ্টি

[B] শ্বসন

[C] রেচন

[D] বৃদ্ধি

উত্তর:- [B] শ্বসন

38.  নীচের কোন্‌টি কনড্রিকথিস [Chondrichthyes] শ্রেণির বৈশিষ্ট্য নয়?

[A] পটকা

[B] প্ল্যাকয়েড আঁশ

[C] হেটারোসারকাল লেজ

[D] অন্তরকঙ্কাল তরুণাস্থিময়

উত্তর:- [A] পটকা

39.  বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হল-

[A] শ্রেণি

[B] গণ

[C] গোত্র

[D] রাজ্য

উত্তর:- [A] শ্রেণি

40. মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল –

[A] ব্যাকটেরিয়া

[B] সায়ানোব্যাকটেরিয়া

[C] প্রোটিস্টা

[D] ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

উত্তর:- [D] ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া

41.  চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্ শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –

[A] রেপটিলিয়া

[B] অ্যাভিস

[C] ম্যামেলিয়া

[D] পিসিস

উত্তর:- [B] অ্যাভিস

42.  কোন্ উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে-

[A] শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ

[B] টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ

[C] ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ

[D] জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ

উত্তর:- [B] টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ

43.  নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –

[A] ল্যামপ্রে

[B] হ্যাগফিশ

[C] ক ও খ উভয়ই

[D] কোনোটিই নয়

উত্তর:- [C] ক ও খ উভয়ই

44. ফ্লেমকোশের কাজ হল-

[A] রেচনে সাহায্য করা

[B] পরিপাকে সাহায্য করা

[C] সংবহনে সাহায্য করা

[D] শ্বসনে সাহায্য করা

উত্তর:- [A] রেচনে সাহায্য করা

45.  কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিলদেখা যায়? –

[A] আথ্রোপোডা বা সন্ধিপদী

[B] অ্যানিলিডা বা অঙ্গুরীমাল

[C] নিডেরিয়া

[D] টিনোফোরা

উত্তর:- [A] আথ্রোপোডা বা সন্ধিপদী

46.  হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায়-

[A] আথ্রোপোডা পর্বে

[B] পরিফেরা পর্বে

[C] প্লাটিহেলমিনথিস পর্বে

[D] নিডেরিয়া পর্বে

উত্তর:- [A] আথ্রোপোডা পর্বে

47.  প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে-

[A] হেমিকর্ডাটাতে

[B] কর্ডাটাতে

[C] ইউরোকর্ডাটাতে

[D] কোনোটিই নয়

উত্তর:- [A] হেমিকর্ডাটাতে

48.  মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতিটি হল –

[A] Homo Sapiens

[B] Homo Sapiens

[C] Homo sapiens

[D] Homo sapiens

উত্তর:- [B] Homo Sapiens

49.  ব্যালানোগ্নসাস [Balanoglossus] নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –

[A] হেমিকর্ডাটা

[B] স্টোমোকর্ডাটা

[C] কর্ডাটা

[D] ক ও খ

উত্তর:- [A] হেমিকর্ডাটা

50.  জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন-

[A] লিনিয়াস

[B] হ্যালডেন

[C] ওয়ালটার রোজেন

[D] ওপারিন

উত্তর:- [C] ওয়ালটার রোজেন

51.  পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? –

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন সায়ানাইড

[C] অ্যামোনিয়া

[D] মিথেন

উত্তর:- [A] অক্সিজেন

52.  পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে-

[A] ছন্দবদ্ধতা

[B] পুষ্টি

[C] উত্তেজিতা

[D] বিপাক

উত্তর:- [C] উত্তেজিতা

53.  হিমোসিল [রক্তপূর্ণ দেহগহ্বর] দেখা যায় যে পর্বে সেটি হল—

[A] আর্থ্রোপোডা

 [B] পরিফেরা

[C] প্ল্যাটিহেলমিনথেস

[D] নিডেরিয়া

উত্তর:- [A] আর্থ্রোপোডা

54.  ‘গরম তরল স্যুপ‘ [Hot dilute Soup] কথাটির প্রবর্তক হলেন—

[A] সিডনি ফক্স

[B] হ্যালডেন

[C] ওপারিন

[D] ওপারিন ও হ্যালডেন

উত্তর:- [D] ওপারিন ও হ্যালডেন

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class 9th) Life Science Question and Answer Suggestion

1. দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?

উত্তর:- লিনিয়াস

2. বিজ্ঞানী সিম্পসন প্রবর্তিত হায়ারার্কতে মোট ধাপের সংখ্যা কটি?

উত্তর:- ২১ টি

3. একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র‍্যাংকের নাম লেখ।

উত্তর:- বর্গ

4. আমের বৈজ্ঞানিক নাম কি?

উত্তর:- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

5. হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্নর একক কি?

উত্তর:- প্রজাপতি

6. ICBN এর পুরো নাম কি?

উত্তর:- International Code Of Botanical Nomenclature

7. লিনিয়াস রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।

উত্তর:- সিস্টোমো ন্যাচুরি

8. পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?

উত্তর:- ৫০০০-৬০০০ ডিগ্রী

9. গরম তরল স্যুপ নামকরণটি কি করেছিলেন?

উত্তর:- হ্যালডেন

10. উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলা হয়?

উত্তর:- উত্তেজিতা

11. কোয়াসারভেট কি গঠন করতে সাহায্য করে?

উত্তর:- কোলয়েড

12. জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর:- বৃদ্ধি ও ক্ষতিপূরণ

13. কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়?

উত্তর:- প্রোটোপ্লাজম

14. বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- ল্যামার্ক

15. জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে?

উত্তর:- এমব্রায়োলজি

16. জীব বৈচিত্রের একটি কারণ লেখ।

উত্তর:- প্রকরন

17. মানুষের দ্বিপদ নাম কি?

উত্তর:- হোমো স্যাপিয়েন্স

18. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তক কে ছিলেন?

উত্তর:- হুইটেকার

19. প্রোক্যারিওটিক কোষ সংগঠন দেখা যায় কোন্‌ গোষ্ঠীতে?

উত্তর:- মোনেরা

20. এককোষী দেহ সংগঠন দেখা যায় এই রকম একটি জীব গোষ্ঠীর নাম লেখ।

উত্তর:- প্রোটিস্টা/মোনেরা

21. বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা যায় কোন্‌ জীববিদ্যার শাখা?

উত্তর:- শারীরবিদ্যা

22. একটি জীবগোষ্টির নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে।

উত্তর:- মোনেরা/ফাংজি

23. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের পাঁচটি গোষ্ঠীর নাম লেখ।

উত্তর:- মোনেরা,প্রোটিস্টা, ফাংজি প্ল্যান্টি ও অ্যানিমালিয়া

24. ফল বিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।

উত্তর:- সাইকাস

25. উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও।

উত্তর:- মস

26. হট ডাইলুট সুপ কি?

উত্তর:- বিজ্ঞানী হ্যাল্ডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগ গুলির মিশ্রণকে একত্রে বলেন ’গরম তরল স্যুপ’।

27. মাইক্রোস্ফিয়ার কাকে বলে?

উত্তর:- অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ব-বিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রস্ফিয়ার বলা হয়।

28. মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন?

উত্তরঃ সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন।

29. প্রোটোসেল কি?

উত্তর:- কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোশ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোশ বা প্রোটোসেল বলে

30. জীবনের দুটি বৈশিষ্ট্য কি?

উত্তর:- জীবনের দুটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি ও জনন।

31. জীবনের ভৌত ভিত্তি কি?

উত্তর:- হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।

32. লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে?

উত্তর:- লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।

33. পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে ?

উত্তর:- পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে।

34. পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল?

পৃথিবী সৃষ্টির সময় বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ছিল।

35. ওপারিনের লেখা বই এর নাম কি?

উত্তর:- ওপারিনের লেখা বই এর নাম’ দি অরিজিন অফ লাইফ অন আর্থ’।

36. কোন জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়?

উত্তর:- রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়।

37. ওপারিন প্রকল্প কাকে বলে?

উত্তর:- ওপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে ওপারিন প্রকল্প বলে। তার এই প্রকল্পটি তিনি ‘ দি লাইফ অন আর্থ’ নামক বইয়ে প্রকাশিত করেন ।

38. কোয়াসারভাস কথার অর্থ কি?

উত্তর:- কোয়াসারভাস কথার অর্থ হল দলা বা পিন্ডি।

39. কোন কোশকে পৃথিবীর আদি কোশ বলা হয়?

উত্তর:- নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়া কে আদি কোশ বলা হয়।

40. কেমোজেনি কাকে বলে?

উত্তর:- সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনো অক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগ গুলি উচ্চ তাপ ও অতি বেগুনী রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি কে ওপারিন রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলেন।

41.  পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?

উত্তরঃ- ৫০০০-৬০০০ ডিগ্রী

42.  গরম তরল স্যুপ নামকরণটি কি করেছিলেন?

উত্তরঃ- হ্যালডেন

43.  উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলা হয়?

উত্তরঃ- উত্তেজিতা

44.  কোয়াসারভেট কি গঠন করতে সাহায্য করে?

উত্তরঃ- কোলয়েড

45.  জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তরঃ- বৃদ্ধি ও ক্ষতিপূরণ

46.  কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়?

উত্তরঃ- প্রোটোপ্লাজম

 বিসদৃশ শব্দটি নিরূপণ করঃ-

47. কোয়াসারভেট, প্রোটোসেল, নগ্ন ডি.এন.এ, চলন গমন

উত্তরঃ- চলন গমন

 সত্য মিথ্যা নিরূপণ করঃ-

48. ইউক্যারিওটিক হলো পৃথিবীর প্রথম আগত জীব।

উত্তরঃ- মিথ্যা

49.  বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন?

উত্তরঃ- ল্যামার্ক

50.  বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা যায় কোন্‌ জীববিদ্যার শাখা?

উত্তরঃ- শারীরবিদ্যা

51.  Taxonomy শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর:- সুইডিশ বিজ্ঞানী অগাস্তিন পি. দ্য. কানডোলে [ Augustin P. de candole]

52.  মানুষের দ্বিপদ নাম কী ?

উত্তর:- হোমো স্যাপিয়েন্স [ Homo sapiens]

53.  লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল?

উত্তর:- সাতটি ধাপ

54.  রাজ্য ফানজির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:- রাজ্য ফানজির পুষ্টি প্রক্রিয়া মৃতজীবী, পরজীবী ও মিথোজীবী প্রকৃতির।

55.  কেঁচো কোন্ পর্বের প্রাণী?

উত্তর:- অ্যানিলিডা পর্বের প্রাণী।

56.  বাদুড় কোন্ শ্রেণির প্রাণী?

উত্তর:- বাদুড় স্তন্যপায়ী শ্রেণির প্রাণী।

57.  জীবেদের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস কে প্রবর্তন করেন?

উত্তর:- জীববিজ্ঞানী হোয়াইটেকার [ R.H.Whittaker]

58. কণ্টকত্বকী পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও।

উত্তর:- তারা মাছ, সমুদ্র শশা।

59.  একটি অপচিতি বিপাকের নাম লেখো।

উত্তর:- শ্বসন।

60. কোন্‌ বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়?

উত্তর:- অণুজীববিজ্ঞান [ Microbiology]

শূন্যস্থান পূরণ করো

61.  ব্যাকটেরিয়ার রাজ্য হল____

উত্তর:- মনেরা

62.  স্পাইরোগাইরা ____ রাজ্যের অন্তর্ভুক্ত।

উত্তর:- প্লানটি।

63. ______উপনিবেশ গঠনকারী শৈবাল।

উত্তর:- ভলভক্স উপনিবেশ গঠনকারী শৈবাল।

64.  হাঙর ____ শ্রেণির অন্তর্গত প্রাণী।

উত্তর:- কনড্রিকথিস।

65.  চিংড়ি ____ পর্বের অন্তর্গত প্রাণী।

উত্তর:- আর্থ্রোপোডা।

66.  দেহ লোম দ্বারা আচ্ছাদিত ____ শ্রেণির প্রাণী।

উত্তর:- স্তন্যপায়ী শ্রেণির প্রাণী।

67. এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে ______ বলে।

উত্তর:- চলন বলে।

68. ____ হল প্রথম কোশীয় জীব।

উত্তর:- মাইক্রোস্ফিয়ার।

69. জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে?

উত্তরঃ- এমব্রায়োলজি

70. জীব বৈচিত্রের একটি কারণ লেখ।

উত্তরঃ- প্রকরন

নিচের সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

71. এপিকালচার : মধু :: সেরিকালচার ______

উত্তরঃ- রেশম

72. নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখঃ-

জীব বিদ্যার প্রয়োগ, বিজহীন ফল তৈরি করা, চিকিৎসা বিদ্যা, জনবিস্ফোরণ রোধ

73. উত্তরঃ- জীববিদ্যার প্রয়োগ

 দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?

74. উত্তরঃ- লিনিয়াস

 পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের পাঁচটি গোষ্ঠীর নাম লেখ।

75. উত্তরঃ- মোনেরা,প্রোটিস্টা, ফাংজি প্ল্যান্টি ও অ্যানিমালিয়া

 নিচে সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

76. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস : হুইটেকার :: দুই রাজ্য শ্রেণীবিন্যাস :_______

উত্তরঃ- লিনিয়াস

 বেমানান শব্দটি বেঁচে লেখঃ-

77. মিউকর, ইস্ট, ব্যাঙের ছাতা, স্পাইরোগাইরা

উত্তরঃ- স্পাইরোগাইরা

78.  প্ল্যান্টি না থাকলে বাস্তুতন্ত্রের কি পরিবর্তন হত?

উত্তরঃ- প্ল্যান্টিরা স্বভোজী তাই তারা না থাকলে খাদ্যের অভাবে পরিবেশের অন্য জীবেরা মারা যেত ও বাস্তুতন্ত্র বিনষ্ট হত।

79.  অপুষ্পক শিরাত্ম কলাযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।

উত্তরঃ- টেরিডোফাইট

80.  ফল বিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।

উত্তরঃ- সাইকাস

81.  উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও।

উত্তরঃ- মস

 শূন্যস্থান পূরণ করঃ-

82. ভলভক্স হলো একটি এককোষী কলোনী গঠনকারী ________

উত্তরঃ- শৈবাল

 বিসদৃশ শব্দটি বেছে লেখঃ-

83. শৈবাল, মস, ছত্রাক, ফার্ন

উত্তরঃ- ছত্রাক

84.  সত্য মিথ্যা নিরূপণ করঃ-

উদ্ভিদ শ্রেণীবিন্যাস ছত্রাক নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়।

85. উত্তরঃ- মিথ্যা

 কোম্ভপ্লেট কোন্‌ পর্বের বৈশিষ্ট্য?

86. উত্তরঃ- টিনোফোরা

 নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কাদের দেখা যায়।

87. উত্তরঃ- অ্যানিলিডায়

 স্টোমোকর্ড কোন্‌ প্রানীর দেহে দেখা যায়?

88. উত্তরঃ- ব্যালানোগ্লাসাস

 শূন্যস্থান পূরণ করঃ-

89. ম্যান্টল পর্দা_________ নামক শ্রেণী পর্বে লক্ষ্য করা যায়।

উত্তরঃ- মোলাস্কা

 নিচে সম্পর্ক যুক্ত শব্দ জোড় দেয়া আছে। প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ-

90. অ্যানিলিডা : সিলোম :: নিমাটোড :______

উত্তরঃ- সিউডোসিলোম

বিসদৃশ্ শব্দটি বেছে লেখঃ-

91. নোটাকর্ড, নার্ভকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র, ফ্লেম কোষ।

উত্তরঃ- ফ্লেম কোশ

92. বিজ্ঞানী সিম্পসন প্রবর্তিত হায়ারার্কতে মোট ধাপের সংখ্যা কটি?

উত্তরঃ- ২১ টি

93. একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র‍্যাংকের নাম লেখ।

উত্তরঃ- বর্গ

94. আমের বৈজ্ঞানিক নাম কি?

উত্তরঃ- ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

95. হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্নর একক কি?

উত্তরঃ- প্রজাপতি

96.  ICBN এর পুরো নাম কি?

উত্তরঃ- International Code Of Botanical Nomenclature

97. লিনিয়াস রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।

উত্তরঃ- সিস্টোমো ন্যাচুরি

বিসদৃশ্ শব্দটি বেছে লেখঃ-

98. বর্গ, শ্রেণী, ক্যাটাগরি, ইন্ডিকা

উত্তরঃ- ইন্ডিকা

99.  মানুষের দ্বিপদ নাম কি?

উত্তরঃ- হোমো স্যাপিয়েন্স

100. জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ব্রায়োফাইট বা মস্ জাতীয় উদ্ভিদ।

101. একটি বদ্ধসংবহনতন্ত্রযুক্ত অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- কেঁচো [অ্যানিলিডা]।

102. চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কী? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা উপপর্বভুক্ত প্রাণী ল্যামপ্রে ও হ্যাগ-ফিস।

103. লিনিয়ান হায়ারার্কি শ্রেণিবিন্যাসে দশটি স্তর আছে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

104.  সাইকাস ও পাইনাস হল অ্যানজিওস্পার্ম জাতীয় উদ্ভিদ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

105.  নস্টক, অ্যানাবিনা ও অসিলেটোরিয়া সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

106.  ক্ষণপদ, সিলিয়া ও ফ্ল্যাজেলা হল ______ অঙ্গ। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- গমন

107. সেফালোকর্ডাটার অপর নাম হল আক্রেনিয়া। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

108. প্যারাপোডিয়া কোন্ প্রাণীর গমন অঙ্গ? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- অ্যানিলিডা পর্বের প্রাণী নেরিস

109. কাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা।

110. একটি স্বাধীনজীবী চ্যাপটা কৃমির উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]

উত্তর:- প্ল্যানেরিয়া [Planaria sp.]।

111. কোন্ প্রকার মাছে পটকা থাকে না? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- হাঙর [কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত]

112. চলন ও গমন উদ্ভিদের বৈশিষ্ট্য। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

113. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের প্রবক্তা হলেন ______ । [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- হুইটেকার

114. পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়াকে ______বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অভিযোজন

115. পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে জীবের গোষ্ঠীভুক্ত করাকে______বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- শ্রেণিবিন্যাস

116. “প্রোটিস্টা” নামক রাজ্যটি সৃষ্টি করেন হেকেল। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

117. ছদ্মসিলোম বা সিউডোসিলোম দেখা যায় _______ পর্বে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অ্যাস্কেলমিনথিস

118.  বিজ্ঞানের যে শাখায় অনাক্রম্যতা আলোচিত হয়, তা হল ইমিউনোলজি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

119. মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের আন্তরযন্ত্রগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কী বলে? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- ম্যান্টল বা প্যালিয়াম।

120. কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়?

উত্তর:- স্থবিরতা

121. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা-

উত্তর:- ওপারিন ও হ্যালডেন।

122. মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন-

উত্তর:- সিডনি ফক্স

123. কোয়াসারভেট হল-

উত্তর:- কোলয়েড গঠন

124. আদিকোশ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরী হয়েছিল বলে মনে করা হয়?

উত্তর:- কোয়াসারভেট

125. প্রাণ সৃষ্টি হয়েছিল-

উত্তর:- জলে

126. বায়োলজি শব্দের প্রবর্তক হলেন-

উত্তর:- ল্যামার্ক

127. কোনটি লিনিয়াস রচনা করেন?

উত্তর:- সিস্টেমা ন্যাচুরি

128. ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কী সূচিত করে?

উত্তর:- দ্বিপদ নামকরণ

129. ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রচলন করেন-

উত্তর:- ডি ক্যানডোলে

130. দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন-

উত্তর:- লিনিয়াস

131. নীচের কোনটি কেঁচোর বৈশিষ্ট্য নয়?

উত্তর:- মুক্ত সংবহন

132. পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হল-

উত্তর:- জিমনোস্পার্ম

133. নীচের কোনটি ক্যাটাগরি-

উত্তর:- পর্ব

134. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন-

উত্তর:- ইনডিকা

135. হুইটেকার জীবজগতকে কয়ভাগে ভাগ করেন?

উত্তর:- ৫

136. কোন সজ্জাক্রমটি সঠিক?

উত্তর:- পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র।

137. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তক কে ছিলেন?

উত্তরঃ- হুইটেকার

138. প্রোক্যারিওটিক কোষ সংগঠন দেখা যায় কোন্‌ গোষ্ঠীতে?

উত্তরঃ- মোনেরা

139. স্বভোজী একটি গোষ্ঠীর নাম লেখ।

উত্তরঃ- প্ল্যান্টি

140. এককোষী দেহ সংগঠন দেখা যায় এই রকম একটি জীব গোষ্ঠীর নাম লেখ।

উত্তরঃ- প্রোটিস্টা/মোনেরা

141. একটি জীবগোষ্টির নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে।

উত্তরঃ- মোনেরা/ফাংজি

” জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/ WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download)

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

(Class 9 Life Science Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science  Question and Answer / Class 9 Life Science  Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science  Exam Guide / Class 9 Life Science  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Life Science  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science  Suggestion FREE PDF Download) সফল হবে।

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর। জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ] জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়]

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science ) – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | Class 9 Life Science  Suggestion অষ্টম শ্রেণি জীবন বিজ্ঞানজীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer, Suggestion | Class 9 Life Science  Question and Answer Suggestion | Class 9 Life Science  Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়]

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] । Class 9 Life Science  Question and Answer Suggestion.

WBBSE Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর । জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | Class 9 Life Science  Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ (ষষ্ঠ অধ্যায় Class 9 Life Science  Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 9 Life Science  Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তরজীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান– জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science  Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science  Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.

জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Life Science  Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .Class Nine IXLife Science  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam Class 9 Life Science  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IXLife Science Suggestion is provided here. Class 9 Life Science  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 9 Life Science  Question and Answer with FREE PDF Download Link

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় [প্রথম অধ্যায়] নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science  Question and Answer ”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad