একাদশ শ্রেণীর বাংলা : ভাষা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 11th Bengali Question and Answer
ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer : ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 11th Bengali Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষাথেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th XI XI Bengali EXiamination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. আর্যরা বাংলায় আসেন—
[A] খ্রিস্টীয় দশম শতকে
[B] খ্রিস্টীয় প্রথম শতকে
[C] খ্রিস্টীয় সপ্তম শতকে
[D] খ্রিস্টীয় পঞ্চম শতকে
উত্তর:- [B] খ্রিস্টীয় প্রথম শতকে
2. যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো—
[A] ভাবলিপি
[B] সাঁওতালি লিপি
[C] চিত্রপ্রতীকলিপি
[D] গ্রন্থিলিপি
উত্তর:- [D] গ্রন্থিলিপি
3. ইন্দো – ইউরোপীয়ের দশটি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি হলো—
[A] ইন্দো – ইউরোপীয়
[B] ইন্দো – ইরানীয়
[C] তুর্ক – ইন্দো
[D] অস্ট্রিক
উত্তর:- [B] ইন্দো – ইরানীয়
4. ইন্দো – ইউরোপীয় ভাষাবংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা
[A] ১০ টি
[B] ৯ টি
[C] ৫০ টি
[D] ৫১ টি
উত্তর:- [B] ৯ টি
5. অবর্গীভূত বা Unclassified ভাষার উদাহরণ—
[A] জাপানি
[B] ফরাসি
[C] সংস্কৃত
[D] বাংলা
উত্তর:- [A] জাপানি
6. অলচিকি লিপির উদ্ভাবক
[A] ফাদা হফম্যান
[B] রঘুনাথ মর্মু
[C] সুনীতিকুমার
[D] সুকুমার সেন
উত্তর:- [B] রঘুনাথ মর্মু
7. নাগা , বর্মি , কুকিচিন , বোরো ভাষাগুলি যে শাখার অন্তর্গত
[A] দ্রাবিড়
[B] অস্ট্রিক
[C] ভোটচিনা
[D] সবক’টি
উত্তর:- [C] ভোটচিনা
8. আদি – মধ্য বাংলার কালপর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত ?
[A] ১৩৫০-১৫০০
[B] ১৭৬০ – বর্তমান
[C] ১৫০০-১৭৬০
[D] কোনোটিই নয়
উত্তর:- [A] ১৩৫০-১৫০০
9. অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত—
[A] তদ্ভব শব্দ
[B] আগভুক শব্দ
[C] দেশি শব্দ
[D] তৎসম শব্দ
উত্তর:- [C] দেশি শব্দ
ভাষাএকাদশ শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর Class 11 Bengali Suggestion | West Bengal WBBSE Class XI XI (Class 11th) Bengali Question and Answer Suggestion
1. রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যধর্মী উপন্যাসের নাম লেখ?
উত্তর:- রবীন্দ্রনাথের লেখা একটি কাব্য ধর্মী উপন্যাস হলো শেষের কবিতা .
2. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মহাকাব্যিক উপন্যাসের নাম লেখ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মহাকাব্যিক উপন্যাস হলো গোরা .
3. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি পত্র সাহিত্যের নাম লেখ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রসাহিত্য হলো রাশিয়ার চিঠি, ছিন্নপত্র .
4. মুকুন্দরামের চন্ডীমঙ্গল কি নামে পরিচিত?
উত্তর:- মুকুন্দরামের চন্ডীমঙ্গল অভয়ামঙ্গল নামে পরিচিত .
5. কালীকামঙ্গল কাব্য টি কার লেখা?
উত্তর:- রামপ্রসাদ সেন .
6. রবীন্দ্রনাথের লেখা ধর্মভাবনা বা আধ্যাত্ম ধর্মীয় একটি কাব্যের নাম লেখ?
উত্তর:- গীতাঞ্জলি, গীতিমাল্য .
7. দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটকের নাম লেখ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি ঐতিহাসিক নাটক হল শাজাহান ও মেবার পতন .
8. দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি প্রহসনের নাম লেখ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি প্রহসন হল ঐচ স্পর্শ, প্রায়শ্চিত্ত .
9. দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি সামাজিক নাটকের নাম লেখ?
উত্তর:- দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক হলো বঙ্গনারী .
10. গিরিশচন্দ্র ঘোষের লেখা দুটি পৌরাণিক নাটকের নাম লেখ?
উত্তর:- গিরিশচন্দ্র ঘোষের দুটি পৌরাণিক নাটক হলো জনা, পাণ্ডব ও বিজয় .
11. নাট্যকার বিজন ভট্টাচার্যের একটি একাঙ্ক নাটক এর নাম লেখ .
উত্তর:- হাঁসখালির হাঁস .
12. নাট্যকার উৎপল দত্তের কয়েকটি নাটকের নাম লেখ?
উত্তর:- নাট্যকার উৎপল দত্তের কয়েকটি নাটক হল টিনের তলোয়ার, ব্যারিকেড, কল্লোল .
13. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস এবং ডায়রি ধর্মী উপন্যাসের নাম লেখ?
উত্তর:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হলো পথের পাঁচালী এবং ডায়রি ধর্মী একটি উপন্যাস হলো আরণ্যক .
14. শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোট গল্পের নাম লেখ?
উত্তর:- শরৎচন্দ্রের দুটি বিখ্যাত ছোটগল্প হল মহেশ, অভাগীর স্বর্গ .
15. শরৎচন্দ্রের লেখা একটি আত্মজীবনীমূলক ও রাজনৈতিক উপন্যাস এর নাম লেখ?
উত্তর:- শরৎচন্দ্রের লেখা একটি আত্মজীবনীমূলক উপন্যাস হলো শ্রীকান্ত এবং একটি রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবী .
16. বাংলা সাহিত্যের দুজন আঞ্চলিক উপন্যাসিক এর নাম এবং তাদের লেখা আঞ্চলিক উপন্যাসের নাম লেখো?
উত্তর:- দুজন আঞ্চলিক উপন্যাসের নাম হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায় .
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুটি উপন্যাস হলো হাঁসুলী বাঁকের উপকথা, কালিন্দী. মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি .
17. তারাশঙ্করের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
উত্তর:- তারাশঙ্করের দুটি গল্প সংকলন হল হারানো সুর, বেদেনী .
18. মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
উত্তর:- মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন হলো প্রাগৈতিহাসিক, সরীসৃপ .
19. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন এর নাম লেখ?
উত্তর:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প সংকলন হলো মৌরিফুল, মেঘ মল্লার .
20. বিচ- লা- মার কোন কোন ভাষার মিশ্রণে গঠিত?
উত্তর:- ইংরেজি স্পেনীয় ও পর্তুগিজ .
21. কোন মিশ্র ভাষাকে পিজিন বলে?
উত্তর:- ক্ষণস্থায়ী ও অনুন্নত মিশ্র ভাষাকে পিজিন বলে .
যেমন – পিজিন ইংরেজি
22. ক্রেওল কি?
উত্তর:- দীর্ঘস্থায়ী ও উন্নত মিশ্র ভাষাকে ক্রেওল বলে .
যেমন – মরিশাস ক্রেওল
23. বিপন্ন ভাষা কাকে বলে?
উত্তর:- পৃথিবীতে এমন কিছু ভাষা আছে যা 100 জনের বেশি সেই ভাষায় কথা বলে না এবং পরবর্তী প্রজন্ম এই ভাষাগুলোকে গ্রহণ করছে না সেই সমস্ত ভাষাকে বিপন্ন ভাষা বলে .
যেমন – আইনু ভাষা .
24. মরিশাস ক্রেওল কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত?
উত্তর:- ফরাসি ও মাদাগাস্কার .
25. পিজিন ইংরেজি ভাষার পিজিন নামকরণের কারণ কি?
উত্তর:- ইংরেজি বিজিনেস এর চিনা উচ্চারণ পিজিন হওয়ায় পিজিনেস ইংরেজি কথাটি পিজিন ইংলিশে পরিণত হয়েছে .
26. বাংলা ভাষায় প্রথম সার্থক গীতিকবি ও তাঁর কাব্যের নাম কি?
উত্তর:- বাংলা ভাষায় প্রথম সার্থক গীতি কবি হলেন বিহারীলাল চক্রবর্তী তার কাব্যে হলো সারদামঙ্গল .
27. গীতাঞ্জলি কাব্যের প্রকাশকাল কত?
উত্তর:- গীতাঞ্জলি কাব্য টি 1910 সালে প্রকাশিত হয় .
28. বাংলা ভাষায় লেখা প্রথম সাময়িক পত্রের নাম কি?
উত্তর:- বাংলা ভাষায় লেখা প্রথম সাময়িক পত্রের নাম দিকদর্শন .
29. চর্যাপদের আদি কবি কে ছিলেন?
উত্তর:- চর্যাপদের আদি কবি ছিলেন লুইপা .
30. তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক কে ছিলেন?
উত্তর:- তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর .
31. শনিবারের চিঠি পত্রিকার প্রকাশকাল কত?
উত্তর:- শনিবারের চিঠি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় .
32. প্রবাসী পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উত্তর:- প্রবাসী পত্রিকা 1901 সালে রামানন্দ চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত হয় .
33. কুহু ও কেকা, ফুলের ফসল কাব্যটি কার লেখা?
উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্ত
34. চোরাবালি কার লেখা?
উত্তর:- চোরাবালি বিষ্ণু দের লেখা .
35. বাংলা লিপির সাথে কোন লিপির মিল আছে?
উত্তর:- বাংলা লিপির সাথে অসমীয়া লিপির মিল দেখা যায় .
36. ভারতবর্ষের প্রাচীন লিপি গুলি কি কি?
উত্তর:- ভারতবর্ষের প্রাচীন লিপি গুলি হল ব্রাহ্মী লিপি, খরোষ্ঠী লিপি .
37. বঙ্গদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপির নাম কি?
উত্তর:- বঙ্গদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপির নাম মহাস্থানগড় লিপি .
38. রোমিয় বর্ণমালা কাকে বলে?
উত্তর:- ল্যাটিন ভাষা লেখার জন্য রোমে যে লিপি ব্যবহৃত হতো তাকে রোমিয় বর্ণমালা বলে .
39. আলেখ্য পদ্ধতি কাকে বলে?
উত্তর:- ছবি এঁকে উল্লেখযোগ্য বস্তু ও ঘটনাকে প্রকাশ করার পদ্ধতিকে আলেখ্য পদ্ধতি বলে .
40. গ্রন্থ লিপি কাকে বলে?
উত্তর:- নানা রঙের দড়ির গুছিতে গিঁট বেঁধে বিশেষ ঘটনা নথিভুক্ত করার পদ্ধতিকে কুইপু বা গ্রন্থলিপি বলে .
41. শরীরী ভাষা কাকে বলে?
উত্তর:- কোন আওয়াজ না করে কেবলমাত্র মাথা, হাত, চোখ, আঙ্গুল ইত্যাদি অঙ্গের সঞ্চালনের মাধ্যমে যদি মনের ভাব প্রকাশ করা হয় তবে তাকে শরীরী ভাষা বলে .
42. সাংকেতিক ভাষা কাকে বলে?
উত্তর:- মাথা, চোখ , আঙ্গুল সহ হাত ইত্যাদি অঙ্গের সঞ্চালনের উপর নির্ভর করে মুখ ও বধির দের জন্য যে বিশেষ ভাষা তৈরি তাকে সাংকেতিক ভাষা বলে .
43. কৃত্রিম বিশ্ব ভাষার প্রথম পরিকল্পনাকারী কে ছিলেন?
উত্তর:- রেনে দেকার্ত .
44. অনন্বয়ী ভাষা কাকে বলে?
উত্তর:- যেসব ভাষার উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তির অস্তিত্ব নেই এবং বাক্যে অবস্থান অনুযায়ী বাক্যের অন্তর্গত শব্দে কারকত্ত বা অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে অনন্বয়ী ভাষা বলে .
45. কোইনে কি?
উত্তর:- গ্রিক ভাষার আত্মিক ও ইউনিক উপভাষা দুটিকে ভিত্তি করে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গড়ে ওঠা গ্রিক সাধু ভাষা হল কইনে .
46. কৃত্রিম ভাষার প্রয়োজনীয়তা কি?
উত্তর:- সমস্ত পৃথিবীর ব্যবহারযোগ্য এক বিশ্বজনীন ভাষার প্রয়োজনীয়তা থেকে কৃত্রিম ভাষার জন্ম .
47. গ্রন্থি লিপি বা কুইপূ কোথায় প্রচলিত ছিল?
উত্তর:- পেরু .
48. ধ্বনিলিপি কাকে বলে?
উত্তর:- যে লিপি পদ্ধতিতে প্রতিটি রেখাচিত্র সেই ভাষায় ব্যবহৃত একটি একক ধ্বনির প্রতীক রূপে ব্যবহৃত হয় তাকে ধ্বনিলিপি বলে .
49. I.P.A কি?
উত্তর:- IPA এর পুরো নাম হলো – international phonetic alphabet. এটি হলো একটি অভিন্ন লিখন পদ্ধতি যার দ্বারা পৃথিবীর যেকোন ভাষায় উচ্চারিত যাবতীয় ধ্বনি কে চিহ্নিত করা হয়েছে .
50. কাকামিথ কি?
উত্তর:- এটি হলো রামায়ণের পুরনো গ্রন্থ কথা .
51. প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা কত ?
উত্তর:- আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা
52. প্রাচীন বাংলা লিপির নিদর্শন কোনটি ?
উত্তর:- চর্যাগীতি বা চর্যাগান এর লিপি প্রাচীন বাংলা লিপির নির্দশন .
53. কুটিল লিপি কাকে বলে ?
উত্তর:- খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে সিদ্ধমাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে , তাকে ‘ কুটিল লিপি ‘ নামে অভিহিত করা হয় .
54. বাংলা ভাষার অব্যবহিত পূর্ববর্তী স্তরটির নাম উল্লেখ করো .
উত্তর:- বাংলা ভাষার অব্যবহিত পূর্ববর্তী স্তরটির নাম মাগধী অপভ্রংশ অবহট্ঠ .
55. ইন্দো – ইরানীয় শাখাটি ভারতে প্রবেশ করার পর কী নামে পরিচিতি পায় ?
উত্তর:- ভারতীয় আর্য নামে পরিচিতি পায় .
56. ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম কী ?
উত্তর:- ভারতীয় আর্য ভাষার তিনটি যুগের নাম হলো যথাক্রমে প্রাচীন ভারতীয় আর্য [ ওল্ড ইন্দো – এরিয়ান ] , মধ্যভারতীয় আর্য [ মিডল ইন্দো এরিয়ান ] , নব্যভারতীয় আর্য [ নিউ মডার্ন ইন্দো – এরিয়ান ] .
57. মিশরীয় লিপির তিনটি ধারার নাম উল্লেখ করো .
উত্তর:- মিশরীয় লিপির তিনটি ধারার নাম হলো— হায়ারোগ্লিফ , হিরোটিক এবং ডেমোটিক .
58. বিশ্বভাষা বলতে কী বোঝো ?
উত্তর:- জাতিতে জাতিতে ভাষাগত ব্যবধান দূর করার জন্যে ভাষাতাত্ত্বিকেরা বিভিন্ন সময়ে যে ভাষা গড়ে তুলেছেন তাকে বিশ্বভাষা বলে . এই ভাষা আন্তর্জাতিক ভাববিনিময়ের জন্যে সর্বাধিক সহজ ভাষা . এই ভাষার গঠন অতি সহজ , ধ্বনিও সরল .
59. সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষার নাম কী ? এর পরিকল্পনা কে করেন ?
উত্তর:- এসপেরাস্তো সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্বভাষা ৷ পোল্যান্ড – এর অধিবাসী ড . জ্যামেনহফ প্রথম ১৮৮৭ খ্রিস্টাব্দে এসপেরাস্তো বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন .
60. ব্রজবুলি ভাষা কাকে বলে?
উত্তর:- মৈথিলী ভাষা এবং বাংলা ভাষার সংমিশ্রিত রূপকে ব্রজবুলি ভাষা বলে .
61. ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন?
উত্তর:- ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেন .
62. মনসামঙ্গলের আদি কবি কে?
উত্তর:- মনসামঙ্গলের আদি কবি কানা হরি দত্ত
63. কবীন্দ্র পরমেশ্বর কোন ধারার অনুবাদক? তার কাব্য টির নাম কি?
উত্তর:- কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদক. তার কাব্য টির নাম ভারত পাঁচালী .
64. রাঢ়ের জাতীয় মহাকাব্য কোনটি?
উত্তর:- রাঢ়ের জাতীয় মহাকাব্য ধর্মমঙ্গল .
65. মনসামঙ্গল কাব্য কে অন্য কি নামে অভিহিত করা হয়?
উত্তর:- মনসামঙ্গল কাব্য কে পদ্মপুরাণ নামেও অভিহিত করা হয় .
66. কৃত্তিবাস ব্যতীত রামায়ণের অপর দু‘জন অনুবাদকের নাম লেখ?
উত্তর:- কৃত্তিবাস ব্যতীত রামায়ণের অপর দু’জন অনুবাদকের নাম হল অদ্ভুতাচার্য, নিত্যানন্দ .
67. হুতোম পেঁচা ও টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম .
উত্তর:- হুতোম পেঁচা কালীপ্রসন্ন সিংহের ও টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম .
68. সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকা দুটি সম্পাদনায় কখন প্রকাশিত হয়?
উত্তর:- সংবাদ প্রভাকর 1831 সালে ঈশ্বরগুপ্তের সম্পাদনায় এবং বঙ্গদর্শন পত্রিকা 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সম্পাদনায় প্রকাশিত হয় .
69. কে কাকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন .
70. আধুনিক গীতি কবিতার জনক কে?
উত্তর:- আধুনিক গীতি কবিতার জনক হলেন বিহারীলাল চক্রবর্তী .
71. বিহারীলাল চক্রবর্তীর লেখা দুটি কাব্যের নাম লেখ .
উত্তর:- বিহারীলাল চক্রবর্তীর লেখা দুটি কাব্যের নাম হল সারদামঙ্গল, নিসর্গ সন্দর্শন .
72. উনবিংশ শতাব্দীর তিনজন নাট্যকার এর নাম লেখ .
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশ ঘোষ .
73. মাইকেল মধুসূদনের লেখা দুটি প্রহসনের নাম লেখ .
উত্তর:- মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসন হলো বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা .
74. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি প্রবন্ধ সংকলন এর নাম লেখ .
উত্তর:- বঙ্কিমচন্দ্রের লেখা দুটি প্রবন্ধ সংকলন হল কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, বিবিধ প্রবন্ধ .
75. বঙ্কিমচন্দ্রের লেখা দুটি সামাজিক উপন্যাসের নাম লেখ?
উত্তর:- বঙ্কিমচন্দ্রের লেখা দুটি সামাজিক উপন্যাস হলো কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ .
76. বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসের নাম কি?
উত্তর:- বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস হলো রাজ সিংহ .
77. মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম লেখ?
উত্তর:- মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম হল মেঘনাদ বধ, বীরাঙ্গনা .
78. মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখ?
উত্তর:- মধুসূদন দত্তের দুটি নাটক হল শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী .
79. দীনবন্ধু মিত্রের লেখা দুটি প্রহসনের নাম লেখ .
উত্তর:- দিনবন্ধু মিত্রের লেখা দুটি প্রহসন হলো বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, জামাই বারিক .
80. সুধীন্দ্রনাথ দত্তের কয়েকটি কাব্যের নাম লেখ?
উত্তর:- সুধীন্দ্রনাথ দত্তের কাব্য হলো অর্কেস্ট্রা, ক্রন্দসী , সংবর্ত .
81. বীরবল কার ছদ্মনাম এবং তার একটি গ্রন্থের নাম লেখ?
উত্তর:- বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম. তার লেখা একটি গ্রন্থের নাম বীরবলের হালখাতা, নানা কথা, নানা চর্চা .
82. সবুজপত্র কত সালে কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর:- সবুজপত্র 1914 সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় .
83. রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি অতিপ্রাকৃত বা ভৌতিক রহস্যের দুটি ছোট গল্পের নাম লেখ?
উত্তর:- জীবিত ও মৃত, কঙ্কাল, নিশীথে .
84. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি গল্প সংকলন এর নাম লেখ?
উত্তর:- গল্পগুচ্ছ, গল্প-স্বল্প, তিনসঙ্গী, লিপিকা .
” ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class XI XI / WB Class 11 / WBBSE / Class 11 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 11 EXiam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর বাংলা সাজেশন / একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 11 Bengali Suggestion / Class 11 Bengali Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Bengali Suggestion / Bengali Class 11 EXiam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Bengali Suggestion FREE PDF Download)
ভাষাপ্রশ্ন ও উত্তর
(Class 11 Bengali Suggestion / West Bengal XI XI Question and Answer, Suggestion / WBBSE Class 11th Bengali Suggestion / Class 11 Bengali Question and Answer / Class 11 Bengali Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Bengali EXiam Guide / Class 11 Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 11 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 11 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
ভাষাপ্রশ্ন ও উত্তর
ভাষাClass 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষাপ্রশ্ন ও উত্তর। ভাষাMCQ প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষাMCQ প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষা (ষষ্ঠ অধ্যায়)
ভাষাSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির বাংলা ভাষাSAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভাষাClass 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষাSAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভাষাMCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি বাংলা | Class 11 Bengali
একাদশ শ্রেণি বাংলা (Class 11 Bengali ) – ভাষাপ্রশ্ন ও উত্তর | ভাষা| Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণি বাংলা – ভাষাপ্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণির বাংলা – ভাষাপ্রশ্ন উত্তর | Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষা| একাদশ শ্রেণীর বাংলা – ভাষা| ভাষা একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষা| একাদশ শ্রেণীর বাংলা সহায়ক – ভাষাপ্রশ্ন ও উত্তর । Class 11 Bengali Question and Answer, Suggestion | Class 11 Bengali Question and Answer Suggestion | Class 11 Bengali Question and Answer Notes | West Bengal Class 11th Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 11th Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষা (ষষ্ঠ অধ্যায়)
একাদশ শ্রেণীর বাংলা – ভাষাMCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 11 Bengali Question and Answer, Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষাপ্রশ্ন ও উত্তর | ভাষা। Class 11 Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষাপ্রশ্ন ও উত্তর । ভাষা| Class 11 Bengali Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষাপ্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা– ভাষাMCQ প্রশ্ন ও উত্তর
Class 11 Bengali Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর বাংলা – ভাষা| একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 11 Bengali Question and Answer একাদশ শ্রেণীর বাংলা – ভাষাপ্রশ্ন ও উত্তর Class 11 Bengali Question and Answer একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষাMCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Bengali Suggestion | একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – ভাষাMCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা – ভাষাMCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Bengali Question and Answer Suggestion একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 11 Bengali Suggestion Download WBBSE Class 11th Bengali short question suggestion . Class 11 Bengali Suggestion download Class 11th Question Paper Bengali. WB Class 11 Bengali suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.
ভাষা একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 11 Bengali Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 11 Bengali Suggestion with 100% Common in the EXiamination .Class XI XI Bengali Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 EXiam Class 11 Bengali Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 11 XI XI Bengali Suggestion is provided here. Class 11 Bengali Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer with FREE PDF Download Link
ভাষাএকাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 11 Bengali Question and Answer