অষ্টম শ্রেণীর বিজ্ঞান : কয়েকটি গ্যাসের পরিচিতি [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Science Question and Answer

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর বিজ্ঞান : কয়েকটি গ্যাসের পরিচিতি [তৃতীয় অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Science Question and Answer

কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর| Class 8 Science Question and Answer : কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর| Class 8 Science Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Science Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর খুব বেশি।

1. ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

[A] Au

[B] Cu

[C] Ag

[D] Al

উত্তর:- [D] Al

2.  কোন্টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

[A] অ্যামোনিয়া তৈরি

[B] ইউরিয়া তৈরি

[C] সোড়া তৈরি

[D] ইস্পাত তৈরি

উত্তর:- [D] ইস্পাত তৈরি

3. হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল

[A] জল তৈরিতে

[B] হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

[C] অ্যামোনিয়া তৈরিতে

[D] সালফিউরিক অ্যাসিড তৈরিতে

উত্তর:- [C] অ্যামোনিয়া তৈরিতে

4. পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় MnO2 –এর বিকল্প হল

[A] Pt

[B] K2O

[C] Fe2O3

[D] Pb3O4

উত্তর:- [C] Fe2O3

5. অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয়

[A] Fe2O3

[B] Fe3O4

[C] Pb3O4

[D] K2O

উত্তর:- [A] Fe2O3

6. বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়

[A] ক্ল্যাম্প

[B] টেস্টটিউব

[C] ওয়াচ গ্লাস

[D] ব্যুরেট

উত্তর:- [A] ক্ল্যাম্প

7. যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

[A] HgO

[B] MgO

[C] CaO

[D] Na2O

উত্তর:- [A] HgO

8. একটি জারক গ্যাস হল

[A] H2S

[B] O2

[C] NH3

[D] H2

উত্তর:- [B] O2

9. MnO2 –তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

[A] লোহার চুর্ণ

[B] তামার চুর্ণ

[C] চারকোল গুঁড়ো

[D] সালফার গুঁড়ো

উত্তর:- [C] চারকোল গুঁড়ো

10. ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়

[A] আম্লিক অক্সাইড

[B] ক্ষারকীয় অক্সাইড

[C] প্রশম অক্সাইড

[D] উভধর্মী অক্সাইড

উত্তর:- [B] ক্ষারকীয় অক্সাইড

11. যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

[A] HgO

[B] MgO

[C] CaO

[D] Na2O

উত্তর:- [A] HgO

12. তীব্র ক্ষার NaOH দ্রবণের সাথে যে অধাতু বিক্রিয়া করে h, গ্যাস উৎপন্ন করে তা হল

[A] সিলিকন

[B] সালফার

[C] কার্বন

[D] ফসফরাস

উত্তর:- [A] সিলিকন

13. হাইড্রোজেনের গন্ধ

[A] নেই

[B] ঝাঁজালো

[C] মিষ্টি

[D] পচা ডিমের মতো

উত্তর:- [A] নেই

14. কোন্ কথাটি ভুল?

[A] জিংককে গাঢ় NaOH দ্রবণসহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়

[B] অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে

[C] জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়

[D] অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হল ইস্পাত তৈরি

উত্তর:- [C] জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়

15. দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়

[A] সার্কিট

[B] ব্যাটারি

[C] সুইচ

[D] রেগুলেটর

উত্তর:- [B] ব্যাটারি

16. MnO2 –তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

[A] লোহার চুর্ণ

[B] তামার চুর্ণ

[C] চারকোল গুঁড়ো

[D] সালফার গুঁড়ো

উত্তর:- [C] চারকোল গুঁড়ো

17. যে গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক, তা হল

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন

[C] নাইট্রোজেন

[D] অ্যামোনিয়া

উত্তর:- [A] অক্সিজেন

18. টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন

[A] পিপেট ও ব্যুরেট

[B] তড়িৎ কোশ

[C] উল্ফ বোতল

[D] কনোটাও নয়

উত্তর:- [A] পিপেট ব্যুরেট

19. পরীক্ষাগারে পটাশিয়াম পাইরোগ্যালেট নেই, যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শোষিত হবে তা হল

[A] অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ

[B] আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ

[C] আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ

[D] অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ

উত্তর:- [A] অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ

20. কোন্ পদ্ধতিতে প্রকৃতিতে # –এর পরিমাণ বৃদ্ধি পায়?

[A] শ্বসন

[B] দহন

[C] জারণ

[D] সালোকসংশ্লেষ

উত্তর:- [D] সালোকসংশ্লেষ

21. আম্লিক অক্সাইডের উদাহরণ

[A] CO2

[B] CO

[C] Na2O

[D] MgO

উত্তর:- [A] CO2

22. নির্জল কোশের নীচের সমতল দিকটি

[A] পজিটিভ প্রান্ত

[B] নেগেটিভ প্রান্ত

[C] নিউট্রাল প্রান্ত

[D] চিহ্নিত করা যায় না

উত্তর:- [B] নেগেটিভ প্রান্ত

23. যে যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায়, তা হল

[A] পটাশিয়াম ক্লোরাইড

[B] পটাশিয়াম ক্লোরেট

[C] সোডিয়াম ক্লোরাইড

[D] অ্যামোনিয়া

উত্তর:- [B] পটাশিয়াম ক্লোরেট

24. MnO2 –তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

[A] লোহার চুর্ণ

[B] তামার চুর্ণ

[C] চারকোল গুঁড়ো

[D] সালফার গুঁড়ো

উত্তর:- [C] চারকোল গুঁড়ো

25. লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়

[A] H2

[B] O2

[C] CO2

[D] CO

উত্তর:- [B] O2

26. পরীক্ষাগারে কোনো নমুনাকে উত্তপ্ত করার সময় যে স্ট্যান্ড ব্যবহার করা হয় তাকে বলে

[A] ত্রিপদ স্ট্যান্ড

[B] দ্বিপদ স্ট্যান্ড

[C] চতুস্পদ স্ট্যান্ড

[D] ক্ল্যাম্প

উত্তর:- [A] ত্রিপদ স্ট্যান্ড

27. হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল

[A] জল তৈরিতে

[B] হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

[C] অ্যামোনিয়া তৈরিতে

[D] সালফিউরিক অ্যাসিড তৈরিতে

উত্তর:- [C] অ্যামোনিয়া তৈরিতে

28. হাইড্রোলিথ হল

[A] NaH

[B] CaH2

[C] NH3

[D] H2S

উত্তর:- [B] CaH2

29. ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

[A] Au

[B] Cu

[C] Ag

[D] Al

উত্তর:- [D] Al

30. লোহায় মরচে গঠনে বায়ুর যে উপাদানগুলি অংশ নেয় তা হল

[A] নাইট্রোজেন ও অক্সিজেন

[B] অক্সিজেন ও জলীয় বাষ্প

[C] অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড

[D] জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড

উত্তর:- [B] অক্সিজেন জলীয় বাষ্প

31. কোনটি সাধারণ বালবের তুলনায় LED ব্যবহারের সুবিধা নয়?

[A] সাধারণ বাবের চেয়ে LED-র আয়ু অনেক বেশি

[B] নাড়াচাড়াতে LED কেটে যাওয়ার ভয় নেই

[C] LED-র দাম সাধারণ বাবের চেয়ে কম

[D] LED ব্যবহারে বিদ্যুতের সাশ্রয় হয়

উত্তর:- [C] LED- দাম সাধারণ বাবের চেয়ে কম

32. বায়ুর চেয়ে হালকা গ্যাস

[A] H2

[B] O2

[C] CO2

[D] CO

উত্তর:- [A] H2

33. কোন্টি থেকে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন প্রস্তুত করা হয়?

[A] স্টিম

[B] প্রাকৃতিক গ্যাস

[C] লঘু সালফিউরিক অ্যাসিড

[D] A ও B উভয়ই

উত্তর:- [D] A B উভয়ই

34. প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইড?

[A] CrO5

[B] Fe2O3

[C] P2O5

[D] Al2O3

উত্তর:- [D] Al2O3

35. আম্লিক অক্সাইডের উদাহরণ

[A] CO2

[B] CO

[C] Na2O

[D] MgO

উত্তর:- [A] CO2

36. কোন্টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

[A] অ্যামোনিয়া তৈরি

[B] ইউরিয়া তৈরি

[C] সোড়া তৈরি

[D] ইস্পাত তৈরি

উত্তর:- [D] ইস্পাত তৈরি

37. নির্জল কোশের নীচের সমতল দিকটি

[A] পজিটিভ প্রান্ত

[B] নেগেটিভ প্রান্ত

[C] নিউট্রাল প্রান্ত

[D] চিহ্নিত করা যায় না

উত্তর:- [B] নেগেটিভ প্রান্ত

38. নীচের কোন মৌলটির সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ উৎপন্ন করে?

[A] C

[B] Ca

[C] N

[D] Cl

উত্তর:- [B] Ca

39. দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়

[A] সার্কিট

[B] ব্যাটারি

[C] সুইচ

[D] রেগুলেটর

উত্তর:- [B] ব্যাটারি

কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Science Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Science Question and Answer Suggestion

1. হাইড্রোজেনের বর্ণ ও গন্ধ কীরূপ?                                           

উত্তর:- হাইড্রোজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ।

2. সবচেয়ে হালকা গ্যাস কোন্টি?                                              

উত্তর:- হাইড্রোজেন।

3. হাইড্রোজেনের চেয়ে বায়ু কতগুণ ভারী?                                

উত্তর:- প্রায় 14.4 গুণ ভারী।

4. জলে হাইড্রোজেনের দ্রাব্যতা কীরূপ?                                     

উত্তর:- হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য।

5. প্রাণীদের কোশে অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় কী ক্ষতিকারক জিনিস তৈরি হয়?

উত্তর:- হাইড্রোজেন পারক্সাইড ও সুপার অক্সাইড আয়ন [O2]।

6. কোন্ এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে জল অক্সিজেন তৈরি করে?                                                                                      

উত্তর:- ক্যাটালেজ এনজাইম।

7. দুটি অ্যাসিডের নাম লেখো যা তৈরি করতে অক্সিজেন অপরিহার্য।    

উত্তর:- নাইট্রিক অ্যাসিড [HNO3] ও সালফিউরিক অ্যাসিড [H2SO4]।

8. ক্যালশিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?     

উত্তর:- ক্যালশিয়াম অক্সাইড [CaO]।

9. জিয়ল মাছ ডাঙাতে বেঁচে থাকে কীভাবে?                               

উত্তর:- জিয়ল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকে।

10. অ্যাসিড উৎপাদক গ্যাস কাকে বলে?                                    

উত্তর:- অক্সিজেনকে।

11. শ্বাসকার্যে সহায়ক গ্যাসটির নাম কী ?                                   

উত্তর:- অক্সিজেন।

12. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী কী রাসায়নিক দ্রব্য লাগে?     

উত্তর:- পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড।

13. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO, কী হিসেবে ব্যবহার করা হয়?    

উত্তর:- অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়।

14. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2-এর পরিবর্তে অনুঘটকরূপে কী ব্যবহার করা যেতে পারে?

উত্তর:- কিউপ্রিক অক্সাইড [CuO] বা ফেরিক অক্সাইড [Fe2O3]।

15. হাইড্রোজেনের দহন ক্ষমতা কীরূপ?                                     

উত্তর:- হাইড্রোজেন নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়।

16. কার্বোজেন কাকে বলে?                                                      

উত্তর:- শতকরা 5 ভাগ কার্বন মনোক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে।

17. কার্বোজেন কী কাজে লাগে?                                                

উত্তর:- নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কার্বোজেন ব্যবহৃত হয়।

18. শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে জোগাড় করি?

উত্তর:- বাতাস থেকে।

19. পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত ভাগ অক্সিজেন আছে?    

উত্তর:- শতকরা 20

20. অক্সিজেনের প্রকৃতি কী?                                                     

উত্তর:- অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, গ্যাসীয় পদার্থ।

21. প্রমাণ চাপে উন্নতায় অক্সিজেনের ঘনত্ব কত?                     

উত্তর:- প্রমাণ চাপে ও উন্নতায় অক্সিজেনের ঘনত্ব 1

22. 0°C উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা কত?                    

উত্তর:- 14

23. কোন্ ব্যাকটেরিয়া সূর্যের আলো বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে?

উত্তর:- সায়ানোব্যাকটেরিয়া।

24. অবায়ুজীবী ব্যাকটেরিয়া কাদের বলে?                                  

উত্তর:- যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেন ছাড়া বেঁচে থাকে তাদে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলে।

25. হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী?                             

উত্তর:- হাইড্রোজেনের আইসোটোপগুলি হল –1H, H, H ।

26. পারমাণবিক হাইড্রোজেন কী?                                             

উত্তর:- প্রায় শূন্য চাপে দুটি টাংস্টেন ধাতুর তড়িদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গতৈরি করে তার মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে H, অণু ভেঙে 2টি H পরমাণুতে পরিণত হয়। একে পারমাণবিক হাইড্রোজেন বলে।

27. পরীক্ষাগারে তাপের উৎস হিসেবে কী ব্যবহার করা হয়?         

উত্তর:- বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প।

28. কোশের DNA অণুর ক্ষতির কারণ কী?                                 

উত্তর:- হাইড্রোজেন পারক্সাইড [H2O] বা সুপার অক্সাইড আয়ন [O2]।

29. ক্যালশিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড?                          

উত্তর:- ক্ষারকীয় অক্সাইড।

30. অক্সিঅ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে কোন্ কোন্ গ্যাস লাগে?    

উত্তর:- অক্সিজেন গ্যাস এবং অ্যাসিটিলিন গ্যাস।

31. অক্সিঅ্যাসিটিলিন শিখা কী কাজে ব্যবহৃত হয়?                   

উত্তর:- ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়।

32. কোন উন্নতায় অক্সিজেন গ্যাস তরলে পরিণত হয়?                

উত্তর : 183°C উন্নতায়।                                                             

33. জলের তড়িবিশ্লেষণে কোন্ তড়িদ্বারে অক্সিজেন উৎপন্ন হয় ?

উত্তর:- অ্যানোডে।

34. অক্সিজেনপূর্ণ গ্যাসজারে জ্বলন্ত ফসফরাস প্রবেশ করালে কী উৎপন্ন হয়?                                                                                               

উত্তর:- ফসফরাস পেন্টোক্সাইড [P2O5]।

35. কার্বনের অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয়?                               

উত্তর:- কার্বন মনোক্সাইড [CO]।

36. জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করলে কী উৎপন্ন হয়?      

উত্তর:- কার্বনিক অ্যাসিড [H,CO3]।

37. জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?    

উত্তর:- সালফিউরাস অ্যাসিড [H2SO3]।

38. অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের দহনে কী উৎপন্ন হয়?  

উত্তর:- ম্যাগনেশিয়াম অক্সাইড [MgO]।

39. অম্লায়িত FeSO4 দ্রবণে O, চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে?      

উত্তর:- দ্রবণের বর্ণ হলুদ হবে।

40. পটাশিয়াম ক্লোরেটকে 650°C উন্নতায় উত্তপ্ত করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?                                                                                         

উত্তর:- অক্সিজেন।

41. অক্সিজেনের আইসোটোপগুলি কী কী?                                

উত্তর:- অক্সিজেনের আইসোটোপগুলি হল :O, WO এবং 180।

42. উচ্চ উন্নতায় অক্সিজেনকে উত্তপ্ত করলে কী ঘটে?                 

উত্তর:- অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়।

43. নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক একটি গ্যাসের নাম লেখো।      

উত্তর:- অক্সিজেন।

44. পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে? [এক কথায় উত্তর দাও]                                                                                               

উত্তর:- পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল প্রায় 350 কোটি বছর আগে।

45. একটি ধাতব পারক্সাইডের উদাহরণ দাও। [এক কথায় উত্তর দাও]    

উত্তর:- একটি ধাতব পারক্সাইডের উদাহরণ হল সোডিয়াম পারক্সাইড [Na2O2]

46. হাইড্রোজেন গ্যাসটি বাতাসের থেকে হালকা। [সত্য/মিথ্যা নির্বাচন করো] 

উত্তর:- সত্য

47. অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম লেখো। [এক কথায় উত্তর দাও] 

উত্তর:- অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম হল ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড গঠন করা। যেমন—ম্যাগনেশিয়াম ফিতেকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। 2Mg+O2→2MgO

48. পিপেটের নীচে একটি স্টপককের মতো অংশ থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

49. একটি জ্বলন্ত পাটকাঠি একটি গ্যাসজারে প্রবেশ করালে কাঠিটি নিভে গেল, কিন্তু গ্যাসটি জ্বলে উঠল। গ্যাসটি হল ______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- হাইড্রোজেন

50. অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

51. পরীক্ষাগারে গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত দুমুখবিশিষ্ট কাঁচপাত্রকে বলে কনিক্যাল ফ্লাস্ক। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

52. শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]                                                                                                

উত্তর:- সত্য

53. পরীক্ষাগারে H2 [g] উলফ বোতল ছাড়া আর কোন যন্ত্রে তৈরি করা যায়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পরীক্ষাগারে H2 [g] উলফ বোতল ছাড়া কিপযন্ত্রে তৈরি করা যায়।

54. পরীক্ষাগারে তড়িৎবর্তনী চালু বন্ধ করার জন্য কয় প্রকারের কী কী সুইচ ব্যবহার করা হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- পরীক্ষাগারে তড়িৎবর্তনী চালু ও বন্ধ করার জন্য সাধারণত দু ধরনের সুইচ ব্যবহার করা হয়—প্লাগ ধরনের ও টেপা ধরনের।

55. ______-এর রাসায়নিক নাম সোদক ফেরিক অক্সাইড। [শূন্যস্থান পূরন করো]                                                                                      

উত্তর:- মরচে

56. নাড়াচাড়ার ফলে LED কেটে যাওয়ার ভয় থাকে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]                                                                                               

উত্তর:- মিথ্যা

57. পৃথিবীর সৃষ্টি কত বছর আগে হয়েছে? [এক কথায় উত্তর দাও] 

উত্তর:- পৃথিবীর সৃষ্টি প্রায় 450 কোটি বছর আগে হয়েছে।

58. একটি প্রশম অক্সাইড হল______ এবং একটি উভধর্মী অক্সাইড ______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জল, জিংক অক্সাইড

59. ______ অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- জিংক।

60. শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]                                                                                                

উত্তর:- সত্য

61. রাসায়নিক তুলাযন্ত্রের কোন্ দিকের তুলাপাত্রে নমুনা নেওয়া হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- রাসায়নিক তুলাযন্ত্রের বামদিকের তুলাপাত্রে নমুনা নেওয়া হয়।

62. LED সাধারণ বাবের মধ্যে______ বেশিদিন চলে। [শূন্যস্থান পূরন করো]                                                                                                

উত্তর:- LED

63. অক্সিজেন ভিন্ন দহনে সহায়ক একটি মৌলিক গ্যাস হল______ [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ক্লোরিন

64. উচ্চ উন্নতায় অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- সত্য

65. দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে ______ তৈরি করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ব্যাটারি

66. তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে তরল থেকে পৃথক করতে______ ব্যবহার করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- ফিলটার কাগজ

67. বর্তনীতে প্রয়োজনমত তড়িৎ প্রবাহ বন্ধ বা চালু করতে______ ব্যবহার করা হয়। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- সুইচ

68. প্যালাডিয়াম, প্ল্যাটিনাম ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]

উত্তর:- মিথ্যা

69. অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ______ অক্সাইড গঠন করে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- আম্লিক

70. বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা সুইচগুলি কত প্রকারের হয়? [এক কথায় উত্তর দাও]

উত্তর:- বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা সুইচগুলি দু-প্রকারের হয়।

71. তরল অক্সিজেন কঠিন অক্সিজেনের বর্ণ কীরূপ? [এক কথায় উত্তর দাও]                                                                                               

উত্তর:- তরল অক্সিজেন হালকা নীল বর্ণের এবং কঠিন অক্সিজেন নীল বর্ণের হয়।

72. প্যালাডিয়াম ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে ______বলে। [শূন্যস্থান পূরন করো]

উত্তর:- অন্তর্ধিৃতি

73. উলফ বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]        

উত্তর:- মিথ্যা

74. অক্সিজেনের রূপভেদ কী?                                                  

উত্তর:- ওজোন [O3]।

75. একটি পারক্সাইড যৌগের উদাহরণ দাও।                              

উত্তর:- সোডিয়াম পারক্সাইড [Na2O2]।

76. তরল অক্সিজেনের বর্ণ কীরূপ?                                            

উত্তর:- হালকা নীল বর্ণের।

77. হাইড্রোজেনের সর্ববৃহৎ শিল্প ব্যবহার কী?                             

উত্তর:- উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরি।

78. বায়ুতে কার্বনের দহনে কী উৎপন্ন হয়?                                  

উত্তর:- কার্বন ডাইঅক্সাইড [CO2]।

79. অক্সিজেন গ্যাসের মধ্যে গন্ধক [সালফার] পোড়ালে কী উৎপন্ন হয়?

উত্তর:- সালফার ডাইঅক্সাইড [SO2]।

80. ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি কী ?                                

উত্তর:- ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি ক্ষারকীয়।

81. হাইড্রোজেনের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো।                

উত্তর:- হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে ব্যবহার করা হয়।

82. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ফ্যাট প্রস্তুতিতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর:- হাইড্রোজেন গ্যাস।

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন

WBBSE Class 8th Science  Suggestion | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Science Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  প্রশ্ন উত্তর | কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  । Class 8 Science  Question and Answer Suggestion.

WBBSE Class 8 Science  Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  । কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর  | Class 8 Science  Suggestion অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর কয়েকটি গ্যাসের পরিচিতি প্রশ্ন ও উত্তর ।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad