অষ্টম শ্রেণীর ভূগোল : পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | WBBSE Class 8th Geography [Chapter- I] Question and Answer
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer : পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Geography Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. উষ্ণ প্রস্রবণের জল গরম হয় –
[A] ভূতাপশক্তির জন্য
[B] সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে
[C] সরাসরি লাভার সংস্পর্শে
[D] কোনটিই নয়
উত্তর:- [A] ভূতাপশক্তির জন্য।
2. মহাদেশীয় ভূত্বক –
[A] গ্রানাইট
[B] ব্যাসাল্ট
[C] বেলেপাথর
[D] স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর:- [B] ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
3. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
[A] গুটেনবার্গ
[B] মোহবিযুক্তিরেখা
[C] কনরাড বিযুক্তি
[D] কোনটিই নয়।
উত্তর:- [B] মোহবিযুক্তিরেখা।
4. পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক
[A] ৪০০ কোটি
[B] ৫০০ কোটি
[C] ৬০০ কোটি
[D] কোনটিই নয় বছর পূর্বে।
উত্তর:- [B] ৫০০ কোটি বছর পূর্বে।
5. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে
[A] গুটেনবার্গ
[B] মোহবিযুক্তিরেখা
[C] কনরাড বিযুক্তি
[D] কোনটিই নয়।
উত্তর:- [B] মোহবিযুক্তিরেখা।
6. শিলামণ্ডলের গভীরতা প্রায় –
[A] 60 কিমি
[B] 80 কিমি
[C] 100 কিমি
[D] 120 কিমি
উত্তর:- [C] 100 কিমি।
7. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে –
[A] লাভা
[B] ম্যাগমা
[C] পাইরোক্লাস্ট
[D] গ্রানাইট বলে।
উত্তর:- [B] ম্যাগমা বলে।
8. গুরুমণ্ডল ক্রোমিয়াম [Cr], লোহা [Fe], সিলিকন [Si] এবং ম্যাগনেসিয়াম [Mg] দ্বারা গঠিত হয় এর নাম –
[A] নিফে
[B] সিয়াল
[C] ক্রাভেসিমা
[D] কোনটিই নয়
উত্তর:- [C] ক্রাভেসিমা।
9. ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ হল –
[A] লাভা
[B] ম্যাগমা
[C] পাইরোক্লাস্ট
[D] কোনটিই নয়
উত্তর:- [B] ম্যাগমা।
10. মহাসাগরীয় ভূত্বক –
[A] গ্রানাইট
[B] ব্যাসাল্ট
[C] বেলেপাথর
[D] স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত।
উত্তর:- [B] ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
অতি সংক্ষিপ্ত: পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 Geography Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer Suggestion
1. বিযুক্তি রেখা কাকে বলে?
উত্তর:- ভূ-পৃষ্ঠ থেকে ভূ-কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেই স্থানগুলিকে বিযুক্তি রেখা বলে।
2. গুরুমন্ডল বলতে কী বোঝো?
উত্তর:- ভূ-ত্বক বা শিলামন্ডলের নীচে 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত যে অঞ্চলে সিলিকন, লোহা, নিকেল ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি অর্ধতরল ও স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে, তাকে গুরুমন্ডল বলে।
3. গুরুমন্ডলকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- দুই ভাগে, যথা-বহিঃগুরুমন্ডল বা ক্রোফেসিমা ও অন্তঃগুরুমন্ডল বা নিফেসিমা।
4. অ্যাস্থেনোস্ফিয়ার কী?
উত্তর:- শিলামন্ডলের নিচে ভূপৃষ্ঠ থেকে 60-200 কিমি অভ্যন্তরে গুরুমন্ডলের উপরি অংশে যে থকথকে, সান্দ্র, প্লাস্টিকের মত দুর্বল স্তর রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে।
5. অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ কি?
উত্তর:- অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার অর্থ দুর্বল স্তর।
6. ক্রোফেসিমা কী?
উত্তর:- ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমন্বিত বহিঃগুরুমন্ডলকে ক্রোফেসিমা বলে।
7. নিফেসিমা কি?
উত্তর:- নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম সমন্বিত অন্তঃগুরুমন্ডলকে নিফেসিমা বলে।
8. বহিঃগুরুমন্ডল বা ক্রোফেসিমা ও অন্তঃগুরুমন্ডল বা নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- রেপিত্তি বিযুক্তি রেখা।
9. গুরুমন্ডলের গড় উষ্ণতা কত?
উত্তর:- 2000-3000°C।
10. ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরতা পর্যন্ত গুরুমন্ডল বিস্তৃত?
উত্তর:- 2900 কিমি।
11. শিলামন্ডল কাকে বলে?
উত্তর:- ভূত্বক ও গুরুমন্ডলের উপরি অংশ নিয়ে গঠিত মহাদেশীয় স্থলভাগ ও মহাসাগরীয় স্থলভাগের সমষ্টিকে শিলামন্ডল বলে।
12. শিলামন্ডলের গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 100 কিমি।
13. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- উইশার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা।
14. কেন্দ্রমন্ডল বলতে কী বোঝো?
উত্তর:- পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূকেন্দ্রের চারপাশে গুরুমন্ডলের নিচে লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি কেন্দ্রীভূত হয়ে যে স্তর গঠিত হয়েছে, তাকে কেন্দ্রমন্ডল বলে।
15. ভূ-অভ্যন্তরের কত কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমন্ডল বিস্তৃত?
উত্তর:- 2900-6370 কিমি গভীরতা পর্যন্ত।
16. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান কি কি?
উত্তর:- নিকেল ও লোহা।
17. নিফে কী?
উত্তর:- কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান নিকেল ও লোহা বলে একে নিফে বলা হয়।
18. বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- লেহম্যান বিযুক্তি রেখা।
19. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তর:- 6370 কিমি।
20. পৃথিবীর গভীরতম সোনার খনিটির নাম কী?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার রবিনসন ডীপ।
21. পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
উত্তর:- 15° সেন্টিগ্রেড।
22. পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 কিমি গভীরতায় কত ডিগ্রী করে তাপমাত্রা বাড়ে?
উত্তর:- 1° সেন্টিগ্রেড।
23. পৃথিবীর গভীরতম গর্তটি কোথায় অবস্থিত?
উত্তর:- রাশিয়ার কোলা উপদ্বীপে [12 কিমি গভীর ।
24. ম্যাগমা কাকে বলে?
উত্তর:- ভূগর্ভের পদার্থসমূহ প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে, তাকে ম্যাগমা বলে।
25. লাভা কাকে বলে?
উত্তর:- ভূ-গর্ভের গলিত উত্তপ্ত অর্ধ তরল ম্যাগমা ফাটল পথে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে, তাকে লাভা বলে।
26. আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে?
উত্তর:- প্রায় 460 কোটি বছর আগে।
27. যে সমস্ত প্রস্রবণ থেকে উষ্ণ জল বেরিয়ে আসে তাদের কি বলে?
উত্তর:- উষ্ণ প্রস্রবণ।
28. পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে?
উত্তর:- বক্রেশ্বরে।
29. ভূ-তাপ বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র।
30. দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ।
উত্তর:- কয়লা ও খনিজ তেল।
31. ভারতের একটি ভূ-তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ?
উত্তর:- হিমাচল প্রদেশের মণিকরণ।
32. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তর:- 5.5 গ্রাম/ঘনসেমি।
33. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত?
উত্তর:- 2.6-3.3 গ্রাম/ঘনসেমি।
34. আধুনিক যুগে কিভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়?
উত্তর:- ভূমিকম্প তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণের দ্বারা।
35. উত্তর:- পদার্থের ঘনত্ব বলতে কী বোঝো?
উত্তর:- একক আয়তনের পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই হলো পদার্থের ঘনত্ব।
36. পৃথিবীর অভ্যন্তরভাগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- তিন ভাগে, যথা-ভূত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।
37. ভূত্বকে কোন উপাদানের পরিমাণ সর্বাধিক?
উত্তর:- অক্সিজেন।
38. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কী?
উত্তর:- সিলিকন।
39. ভূত্বক কি?
উত্তর:- প্রধানত সিলিকন ও কার্বনজাত পদার্থ দ্বারা গঠিত শিলামন্ডলের অন্তর্গত পৃথিবীর শক্ত ও ঢেউখেলানো বহিরাবরণকে ভূত্বক বলে।
40. ভূ-ত্বককে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উত্তর:- দুইভাগে, যথা-মহাদেশীয় ভূত্বক বা সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সিমা।
41. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল কী ধরনের শিলা দ্বারা গঠিত?
উত্তর:- লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা।
42. মহাদেশীয় ভূ-ত্বকের বা সিয়ালের প্রধান উপাদান কি কি?
উত্তর:- সিলিকন ও অ্যালুমিনিয়াম।
43. মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 60 কিমি।
44. মহাসাগরীয় ভূত্বক বা সিমা কি ধরনের শিলা দ্বারা গঠিত?
উত্তর:- গুরু ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা।
45. মহাসাগরীয় ভূত্বক বা সিমার প্রধান উপাদান কি কি?
উত্তর:- সিলিকন ও ম্যাগনেসিয়াম।
46. মহাসাগরীয় ভূত্বক বা সিমার গড় গভীরতা কত?
উত্তর:- প্রায় 5 কিমি।
47. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সিমার মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি?
উত্তর:- কনরাড বিযুক্তি রেখা।
48. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত?
উত্তর:- মোহোরোভিসিক বিযুক্তি রেখা।
” পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন / অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion / Geography Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Geography Suggestion FREE PDF Download)
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class 8 Geography Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography Suggestion / Class 8 Geography Question and Answer / Class 8 Geography Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Geography Exam Guide / Class 8 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর। পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল ] পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়)
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 8 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class 8 Geography ) – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | পৃথিবীর অন্দরমহলঅষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, Suggestion | Class 8 Geography Question and Answer Suggestion | Class 8 Geography Question and Answer Notes | West Bengal Class 8th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 8th Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়)
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) । Class 8 Geography Question and Answer Suggestion.
WBBSE Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.
পৃথিবীর অন্দরমহলঅষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class 8 Geography Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Geography Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII Geography Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 Geography Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Geography Suggestion is provided here. Class 8 Geography Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer with FREE PDF Download Link
পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer পৃথিবীর অন্দরমহল(প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 8 Geography Question and Answer ”