দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Education [Chapter IV] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Education [Chapter IV] Question and Answer

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education Question and Answer : ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 12th Education Question and Answer, Suggestion, Notes | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th HS HSEducation EXiamination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. ৪৭ খ্রিস্টাব্দের কত তারিখে ভারত ও পাকিস্তান দু’টি পৃথক রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় ?

[A] ৭ আগস্ট

[B] ১০ আগস্ট

[C] ১১ আগস্ট

[D] ১৪ আগস্ট ।

উত্তর:- [D] ১৪ আগস্ট

2. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হল –

[A] ব্রিটিশ সংবিধান

[B] ভারতীয় সংবিধান

[C] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

[D] আয়ারল্যান্ডের সংবিধান

উত্তর:- [B] ভারতীয় সংবিধান

3. বর্তমানে ভারতীয় সংবিধানের ধারার সংখ্যা হল –

[A] ৪২০ টি

[B] ৪৪৮ টি

[C] ৪৬৮ টি

[D] ৪৭৬ টি

উত্তর:- [B] ৪৪৮ টি

4. কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয় ?

[A] ১৯৪৬ সালের ২৬ জুলাই

[B] ১৯৪৭ সালের ১৮ জুলাই

[C] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

[D] ১৯৪৭ সালের ১৫ আগস্ট।

উত্তর:- ১৯৪৭ সালের ১৮ জুলাই।

5. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হয় –

[A] পার্লামেন্ট

[B] গণপরিষদ

[C] মন্ত্রিসভা

[D] সবগুলি।

উত্তর:- গণপরিষদ।

6. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?

[A] মহাত্মা গান্ধী

[B] ডক্টর রাজেন্দ্র প্রসাদ

[C] বি আর আম্বেদকর

[D] জওহরলাল নেহেরু।

উত্তর:- ডক্টর রাজেন্দ্র প্রসাদ।

7. সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

[A] মহাত্মা গান্ধী

[B] ডক্টর রাজেন্দ্র প্রসাদ

[C] বি আর আম্বেদকর

[D] জওহরলাল নেহেরু।

উত্তর:- বি আর আম্বেদকর।

8. ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় ?

[A]  ১৯৪৯ সালের ২৬ নভেম্বর

[B] ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি

[C] ১৯৪৯ সালের ১৫ আগস্ট

[D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

উত্তর:- ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।

9. কবে ভারতীয় সংবিধান চালু হয় ?

[A] ১৯৪৯ সালের ২৬ নভেম্বর

[B] ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি

[C] ১৯৪৯ সালের ১৫ আগস্ট

[D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

উত্তর:- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

10. ভারত কবে সাধারণতন্ত্রে পরিণত হয় ?

[A] ১৯৪৯ সালের ২৬ নভেম্বর

[B] ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি

[C] ১৯৪৯ সালের ১৫ আগস্ট

[D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

উত্তর:- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

11. সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দদুটি কোন সংশোধনে সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয় ?

[A] ৪৩ তম

[B] ৪২ তম

[C] ৭২ তম

[D] ৭৬ তম।

উত্তর:- ৪২ তম সংবিধান সংশোধনীতে।

12. সংবিধানের ৪২ তম সংশোধনী হয় –

[A] ১৯৭২ সালে

[B] ১৯৭৬ সালে

[C] ১৯৮৬ সালে

[D] ২০০২ সালে।

উত্তর:- ১৯৭৬ সালে।

13. ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা –

[A] ২ টি

[B] ৩ টি

[C] ৪ টি

[D] ৪৯৮ টি।

উত্তর:- ৩ টি তালিকা।

14. ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট ক’টি বিষয় রয়েছে ?

[A]  ২৬ টি

[B] ৬২ টি

[C] ৯৯ টি

[D] ৯৭ টি।

উত্তর:- ৯৯ টি।

15. List I হল –

[A] কেন্দ্রীয় তালিকা।  

[B] কেন্দ্র তালিকা

[C] রাজ্য তালিকা

[D] যৌথ তালিকা।

উত্তর:- কেন্দ্রীয় তালিকা।  

16. List II হল –

[A] কেন্দ্র তালিকা

[B] রাজ্য তালিকা

[C] যৌথ তালিকা।

[D] কনোটাও নয়

উত্তর:- রাজ্য তালিকা।

17. List III হল –

[A] কেন্দ্র তালিকা

[B] রাজ্য তালিকা

[C] যৌথ তালিকা।

[D] যৌথ বা যুগ্ম তালিকা।

উত্তর:- যৌথ বা যুগ্ম তালিকা।

18. ভারতীয় সংবিধান অনুসারে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?

[A] কেন্দ্র তালিকা

[B] রাজ্য তালিকা

[C] যৌথ তালিকা।

[D] কনোটাও নয়

উত্তর:- যৌথ তালিকা।

19. সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?

[A] ৪৩ তম

[B] ৪২ তম

[C] ৭২ তম

[D] ৭৬ তম।

উত্তর:- ৪২ তম সংবিধান সংশোধনীতে।

20. ভারতীয় সংবিধান হল পৃথিবীর –

[A] সরলতম

[B] জটিলতম

[C] প্রাচীনতম

[D] জটিলতম ও বৃহত্তম – সংবিধান।

উত্তর:- জটিলতম ও বৃহত্তম।

21. এর মধ্যে কোন ধারাটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয় ?

[A] ৬৪ নং ধারা

[B] ৬৫ নং ধারা

[C] ৬৬ নং ধারা

[D] ৬৭ নং ধারা।

উত্তর:- ৬৭ নং ধারা।

22. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ক’টি ?

[A] ৬ টি

[B] ৮ টি

[C] ১০ টি

[D] ১১ টি।

উত্তর:- ৬ টি।

23. কোনটি মৌলিক অধিকার নয় ?

[A] সাম্যের অধিকার

[B] স্বাধীনতার অধিকার

[C] শোষণের বিরুদ্ধে অধিকার

[D] সম্পত্তির অধিকার।

উত্তর:- সম্পত্তির অধিকার।  

24. শিক্ষাক্ষেত্রে নারীদের সমানাধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ?

[A] ১৪ নং ধারায়

[B] ১৬ নং ধারায়

[C] ২৮[১] নং ধারায়

[D] ১৫[১] নং ধারায়।

উত্তর:- ১৫[১] নং ধারায়।

25. আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ?

[A] ১৪ নং ধারায়

[B] ১৬ নং ধারায়

[C] ২৮[১] নং ধারায়

[D] ১৫[১] নং ধারায়।

উত্তর:- ১৪ নং ধারায়।

26. বৈষম্যের অবসান করা হয়েছে কত নং ধারায় ?

[A] ১৪ নং ধারায়

[B] ১৬ নং ধারায়

[C] ২৮[১] নং ধারায়

[D] ১৫ নং ধারায়।

উত্তর:- ১৫ নং ধারায়।

27. সরকারি চাকরিতে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ?

[A] ১৪ নং ধারায়

[B] ১৬ নং ধারায়

[C] ২৮[১] নং ধারায়

[D] ১৫[১] নং ধারায়।

উত্তর:- ১৬ নং ধারায়।

28. সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হয়েছে কত নং ধারায় ?

[A]  ৩০[১] নং ধারায়

[B] ২৮[১] নং ধারায়

[C] ৩৫১[১] নং ধারায়

[D] ৩৫০[১] নং ধারায়।

উত্তর:- ৩৫০[১] নং ধারায়।

29. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির দায়িত্ব কার ?

[A] কেন্দ্রীয় সরকার

[B] রাজ্য সরকার

[C] কেন্দ্র ও রাজ্য সরকার

[D] স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা।

উত্তর:- কেন্দ্রীয় সরকার।

30. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির কথা বলা হয়েছে কত নং ধারায় ?

[A] ৩০[১] নং ধারায়

[B] ২৮[১] নং ধারায়

[C] ৩৫১ নং ধারায়

[D] ৩৫০[১] নং ধারায়।

উত্তর:- ৩৫১ নং ধারায়।

31. ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ?

[A] ৪৫ নং ধারায়

[B] ৪৬ নং ধারায়

[C] ১৪ নং ধারায়

[D] ৪৮ নং ধারায়।

উত্তর:- ৪৫ নং ধারায়।

32. তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। একথা বলা হয়েছে কত নং ধারায় ?

[A] ৪৫ নং ধারায়

[B] ৪৬ নং ধারায়

[C] ১৪ নং ধারায়

[D] ৪৮ নং ধারায়।

উত্তর:- ৪৬ নং ধারায়।

33. কত নং ধারায় বলা হয়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না ?

[A] ২৮[১] নং ধারায়

[B] ২৯[১] নং ধারায়

[C] ৩০[১] নং ধারায়

[D] ৩৫১ নং ধারায়।

উত্তর:- ২৮[১] নং ধারায়।

34. অস্পৃশ্যতামূলক আচরণের প্রতিকার করা হয়েছে কত নং ধারায় ?

[A] ১৪ নং ধারায়

[B] ১৫ নং ধারায়

[C] ১৬ নং ধারায়

[D] ১৭ নং ধারায়।

উত্তর:- ১৭ নং ধারায়।

35. সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ?

[A]  ২৮[১] নং ধারায়

[B] ২৯[১] নং ধারায়

[C] ৩০[১] নং ধারায়

[D] ২৮[২] নং ধারায়।

উত্তর:- ২৯[১] নং ধারা।

36. রাজ্য তালিকার অন্তর্গত শিক্ষা সংক্রান্ত ধারা কোনগুলি ?

[A] ১১ ও ১৪ নং ধারা

[B] ১১ ও ১২ নং ধারা

[C] ১৪ ও ১৫ নং ধারা

[D] ৩৪ ও ৩৬ নং ধারা।

উত্তর:- ১১ ও ১২ নং ধারা।

37. ধর্মের জন্য কোনো প্রকার কর ধার্য করা যাবে না। একথা বলা হয়েছে কত নং ধারায় ?

[A] ৩২ নং ধারায়

[B] ৩৪ নং ধারায়

[C] ২৭ নং ধারায়

[D] ২৮ নং ধারায়।

উত্তর:- ২৭ নং ধারায়।

38. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকার অন্তর্ভুক্ত ?

[A]  কেন্দ্র তালিকা

[B] রাজ্য তালিকা

[C] যৌথ তালিকা

[D] সবগুলি।

উত্তর:- কেন্দ্র তালিকা।

39. শিক্ষার অধিকার আইন কী নামে পরিচিত ?

[A]  NCTE

[B] RET 2009

[C] RTE 2009

[D] RTC 2009

উত্তর:- RTE 2009 

40. শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কার আছে ?

[A] কেন্দ্র সরকার

[B] রাজ্য সরকার

[C] কেন্দ্র ও রাজ্য সরকার

[D] কোনোটিই নয়।

উত্তর:- কেন্দ্র ও রাজ্য সরকার।

41. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে –

[A] কেন্দ্র সরকার

[B] রাজ্য সরকার

[C] সাংবিধানিক ব্যবস্থা

[D] রাষ্ট্রপতি।

উত্তর:- সাংবিধানিক ব্যবস্থা।

42. সংবিধানের কত নং ধারা অনুসারে ভাষাগত সংখ্যালঘুদের জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে পারেন ?

[A] ৩৫০[এ ]

[B] ৩৫০[বি ]

[C] ৩৫০[সি ]

[D] ৩৫১[১] – নং ধারায়।

উত্তর:- ৩৫০[বি ] নং ধারায়।  

43. নারীশিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে কে ছিলেন ?

[A] দুর্গাবাই দেশমুখ

[B] ইন্দিরা গান্ধী

[C] পদ্মজা নাইডু

[D] ভক্তবৎসলম।

উত্তর:- দুর্গাবাই দেশমুখ।

44. ভারতীয় মহিলা কমিশন কবে গঠিত হয় ?

[A] ২০০২ খ্রিস্টাব্দে

[B] ২০১০ খ্রিস্টাব্দে

[C] ১৯৯২ খ্রিস্টাব্দে

[D] ১৯৯৬ খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৯২ খ্রিস্টাব্দে।

45. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ?

[A] ১৯৬০ খ্রিস্টাব্দে

[B] ১৯৬১ খ্রিস্টাব্দে

[C] ১৯৬২ খ্রিস্টাব্দে

[D] ১৯৬৩ খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৬৩ খ্রিস্টাব্দে।

46. নারীশিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ?

[A] ১৯৪৬ খ্রিস্টাব্দে

[B] ১৯৫৯ খ্রিস্টাব্দে

[C] ১৯৭২ খ্রিস্টাব্দে

[D] ১৯৯৬ খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৫৯ খ্রিস্টাব্দে।

47. কার নেতৃত্বে জাতীয় নারীশিক্ষা পরিষদ গঠিত হয় ?

[A] দুর্গাবাই দেশমুখ

[B] ইন্দিরা গান্ধী

[C] পদ্মজা নাইডু

[D] ভক্তবৎসলম।

উত্তর:- দুর্গাবাই দেশমুখ।

48. হংস মেহতা কমিটি কবে গঠিত হয় ?

[A] ১৯৬০ খ্রিস্টাব্দে

[B] ১৯৬১ খ্রিস্টাব্দে

[C] ১৯৬৩ খ্রিস্টাব্দে

[D] ১৯৬৫ খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দে।

49. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ?

[A] ১৯৬০ খ্রিস্টাব্দে

[B] ১৯৬১ খ্রিস্টাব্দে

[C] ১৯৬৩ খ্রিস্টাব্দে

[D] ১৯৬৫ খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৬৩ খ্রিস্টাব্দে। 

50. ভক্তবৎসলম কে ছিলেন ?

[A] ভারতের শিক্ষামন্ত্রী

[B] মাদ্রাজের শিক্ষামন্ত্রী

[C] মাদ্রাজের মুখ্যমন্ত্রী

[D] ভারত সরকারের তৎকালীন শিক্ষাসচিব।

উত্তর:- মাদ্রাজের মুখ্যমন্ত্রী।

51. কোন কমিশন গ্রামাঞ্চলে নারীদের শিক্ষিত করার জন্য Teachers training college গড়ে তোলার প্রস্তাব করেন ?

[A]  শ্রীমতি হংস মেহতা কমিটি

[B] ভক্তবৎসলম কমিটি

[C] জাতীয় নারীশিক্ষা পরিষদ

[D] জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ ।

উত্তর:- ভক্তবৎসলম কমিটি।

52. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হল –

[A] ৫০ টি

[B] ৫১ টি

[C] ৫২ টি

[D] ৫৩ টি।

উত্তর:- ৫২ টি।

53. বর্তমান ভারতীয় সংবিধানে তফশিলের সংখ্যা হল –

[A] ১০ টি

[B] ১২ টি

[C] ১৩ টি

[D] ১৭ টি

উত্তর:- [B] ১২ টি

54. ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল –

[A] রাজ্য তালিকাভুক্ত

[B] কেন্দ্রীয় তালিকাভুক্ত

[C] যুগ্ম তালিকাভুক্ত

[D] কোনো তালিকাভুক্ত নয়

উত্তর:- [C] যুগ্ম তালিকাভুক্ত

55. বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হল –

[A] পাঁচটি

[B] সাতটি

[C] নয়টি

[D] এগারোটি

উত্তর:- [B] সাতটি

56. শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল –

[A] ৬২ তম

[B] ৪২ তম

[C] ৪৪ তম

[D] ৯৩ তম

উত্তর:- [C] ৪৪ তম

57. সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হল –

[A] ১৬ নং

[B] ১৭ নং

[C] ১৫ নং

[D] ১৮ নং

উত্তর:- [A] ১৬ নং

58. ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে?

[A] ৪৫ নং ধারায়

[B] ২৫ নং ধারায়

[C] ১৫ [১] নং ধারায়

[D] ৪৫ [১] নং ধারায়

উত্তর:- [C] ১৫ [১] নং ধারায়

59. কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়-

[A] ২০০৬

[B] ২০০৭

[C] ২০০৯

[D] ২০১০

উত্তর:- [C] ২০০৯

60. ভারতীয় সংবিধানের ________ ধারায় ১৪ বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে।

[A] ৪৬ নং

[B] ৪৫ নং

[C] ১৬ নং

[D] ২৮ নং

উত্তর:- [B] ৪৫ নং

61. সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষাস্তরে মাতৃভাষায় সংবিধানের নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ?

[A] সংবিধানের ২৬ নং ধারায়

[B] সংবিধানের ২০ নং ধারায়

[C] সংবিধানের ২৮ নং ধারায়

[D] সংবিধানের 350 [a] নং ধারায় ।

উত্তর:- [D] সংবিধানের 350 [a] নং ধারায় ।

62. ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা –

[A] রাজ্য তালিকাভুক্ত

[B] কেন্দ্রীয় তালিকাভুক্ত

[C] যুগ্ম তালিকাভুক্ত

[D] কোনো তালিকাভুক্ত নয় ।

উত্তর:- [C] যুগ্ম তালিকাভুক্ত

63. ……..খ্রিস্টাব্দে ৪২ তম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে ‘ সমাজতান্ত্রিক ‘ এবং ‘ ধর্মনিরপেক্ষ ’ শব্দ দু’টি জুড়ে দেওয়া হয়েছে ।

[A] ১৯৪৭

[B] ১৯৪৯

[C] ১৯৫০

[D] ১৯৭৬ ।

উত্তর:- [D] ১৯৭৬ ।

64. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন—

[A] ড : বি . আর আম্বেদকর

[B] মোহনদাস করমচঁাদ গান্ধি

[C] ড : রাজেন্দ্র প্রসাদ

[D] বল্লভভাই প্যাটেল ।

উত্তর:- [C] ড : রাজেন্দ্র প্রসাদ

65. ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম , জাতি , বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ হয়েছে ?

[A] ১২ নং ধারা /

[B] ১৫ নং ধারা

[C] ১৮ নং ধারা

[D] ২০ নং ধারা ।

উত্তর:- [B] ১৫ নং ধারা /

66. ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃত হয়

[A] ১৯৪৭ সালের ১৪ আগস্ট থেকে স্বীকৃত হয়

[B] ১৯৪৭ সালের ১৫ আগস্ট থেকে স্বীকৃত হয়

[C] ১৯৪৯ সালের ২৫ নভেম্বর থেকে স্বীকৃত হয় ।

[D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে স্বীকৃত হয় ।

উত্তর:- [D] ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে স্বীকৃত হয় ।

67. ভারতীয় সংবিধান হলো পৃথিবীর ……. সংবিধান ।

[A] দীর্ঘতম

[B] সহজতম

[C] জটিলতম

[D] প্রাচীনতম ।

উত্তর:- [C] জটিলতম /

68. অধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়— **********

[A] প্রশাসন

[B] গণতন্ত্র

[C] রাজতন্ত্র

[D] স্বৈরতন্ত্র ।

উত্তর:- [B] গণতন্ত্র

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর Class 12 Education Suggestion | West Bengal WBBSE Class HS HS(Class 12th) Education Question and Answer Suggestion

1. ভারতবর্ষে কাদের বলা হয় ‘ তপশিলি উপজাতি ‘ ?

উত্তর:- তপশিলি উপজাতি বলতে দেশের নির্দিষ্ট কয়েকটি সম্প্রদায়কে বোঝানো হয় , যাদের অবস্থান কতগুলি বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থির করা হয় এবং এই বিষয়গুলি জাতীয় আইনবিধিতে লিপিবদ্ধ রয়েছে ।

2. সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত সমানাধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় স্থান পেয়েছে ?

উত্তর:- ভারতীয় সংবিধানের 29 [ 2 ] নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা – বিষয়ক সমানাধিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে ।

3. কেন্দ্রীয় তালিকায় সংবিধানের কোন ধারাগুলি রয়েছে ?

উত্তর:- কেন্দ্রীয় তালিকায় সংবিধানের 62 , 63 , 64 , 65 , 66 নং ধারা রয়েছে ।

4. নং ধারায় শিক্ষা সম্পর্কে কী উল্লেখ করা হয়েছে ?

উত্তর:- বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সংযোগের কথা বলা হয়েছে ।

5. মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয় ?

উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে ওঠে 1952-53 খ্রিস্টাব্দে ।

6. সংবিধানের ৪৫ নং ধারায় কী উল্লেখ আছে ?

উত্তর:- সংবিধানের ৪৫ নং ধারায় উল্লেখ আছে যে সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে ৬-১৪ বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্র।

7. সংবিধানের ৪৬ নং ধারায় কী উল্লেখ আছে ?

উত্তর:- সংবিধানের ৪৬ নং ধারায় উল্লেখ আছে যে , পিছিয়ে পড়া সম্প্রদায় ও দুর্বল শ্রেণি , তপশিলি জাতি – উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থিক ও শিক্ষার বিকাশে রাষ্ট্র বিশেষ যত্নবান হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করবে।

8. সামাজিক সাম্য কাকে বলে ?

উত্তর:- সামাজিক সাম্য বলতে বোঝায় জাত – পাত , ধর্ম – বর্ণ – শ্রেণি ভেদে একটি সমাজে বসবাসকারী সকল মানুষ সমান সুযোগসুবিধা ভোগ করবে ।

9. শিক্ষায় সম সুযোগ কাকে বলে ?

উত্তর:- শিক্ষায় সম সুযোগ বলতে সরকার পরিচালিত বা সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি – ধর্ম – সম্প্রদায় , ভাষা ভেদে বা কোনো একটি কারণে কোনো ভারতীয় নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বর্ণিত না করা বোঝায় ।

10. যুগ্ম তালিকাভুক্ত যেকোনো একটি বিষয় উল্লেখ করো ।

উত্তর:- যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয় শ্রমিকদের পেশাগত এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

11. সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সম্পর্কে কী উল্লেখ করা হয়েছে ?

উত্তর:- সংবিধানের 239 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে পার্লামেন্ট প্রণীত বিধিবন্ধ আইন ছাড়াও দেশের রাষ্ট্রপতি প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন ।

12. কেন্দ্রীয় তালিকা কী ?

উত্তর:- যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকে – তাকে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট বা List I বলে।

13. রাজ্য তালিকা কী ?

উত্তর:- যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র রাজ্য সরকারের হাতে থাকে – তাকে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট বা List II বলে।

14. যৌথ তালিকা বা যুগ্ম তালিকা কী ?

উত্তর:- যে সকল ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হাতে থাকে – তাকে যৌথ তালিকা বা যুগ্ম তালিকা বা কন্কারেন্ট লিস্ট বা List III বলে।

15. কোন সংবিধান অনুযায়ী , কবে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?

উত্তর:- ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়।

16. ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি কী কী ?

উত্তর:- ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা ৬ টি – সাম্যের অধিকার , স্বাধীনতার অধিকার , শোষণের বিরুদ্ধে অধিকার , ধর্মীয় স্বাধীনতার অধিকার , সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।

17. সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে ?

উত্তর:- ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে।

18. শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝ ?

উত্তর:- সরকার পরিচালিত ও সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে রাষ্ট্র জাতি , ধর্ম , লিঙ্গ , বাসস্থান , ভাষা – ইত্যাদির ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য না করে সকলকে সমানভাবে শিক্ষার সুযোগ প্রদান করবে।

19. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ভারতকে কীরূপ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে ?

উত্তর:- বর্তমান প্রস্তাবনা অনুসারে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র।

20. সংবিধানের 15 নং ধারায় কী বলা হয়েছে ?

উত্তর:- সংবিধানের 15 নং ধারায় উল্লেখ করা হয়েছে কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের শিকার করা যাবে না ।

21. কোঠারি কমিশন কবে গঠিত হয় ?

উত্তর:- কোঠারি কমিশন গঠিত হয় 1964-66 খ্রিস্টাব্দে ।

22. OBC- এর পুরো কথাটি উল্লেখ করো ।

উত্তর:- OBC- এর পুরো কথাটি হলো Other Backward Classes .

23. সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়টি সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে ?

উত্তর:- সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার বিষয়ে সংবিধানের 30 নং ধারায় উল্লেখ করা হয়েছে ।

24. OBC – এর পুরো কথাটি কী ?

উত্তর:- Other Backward Classes .

” ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class HS HS/ WB Class 12 / WBBSE / Class 12 EXiam / West Bengal Board of Secondary Education – WB Class 12 EXiam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন / দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 12 Education Suggestion / Class 12 Education  Question and Answer / Class 12 Education Suggestion / Class 12 Pariksha Education Suggestion / Education Class 12 EXam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Education Suggestion FREE PDF Download)

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

(Class 12 Education Suggestion / West Bengal HS HSQuestion and Answer, Suggestion / WBBSE Class 12th Education Suggestion / Class 12 Education  Question and Answer / Class 12 Education  Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Education  EXiam Guide / Class 12 Education  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 12 Education  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 12 Education  Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  Class 12 Education  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  । ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর | Class 12 Education  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর।

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]

দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  Class 12 Education  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান | Class 12 Education 

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান (Class 12 Education ) – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর | ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  | Class 12 Education  Suggestion দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞানভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর | Class 12 Education  Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সহায়ক – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর । Class 12 Education  Question and Answer, Suggestion | Class 12 Education  Question and Answer Suggestion | Class 12 Education  Question and Answer Notes | West Bengal Class 12th Education Question and Answer Suggestion.

WBBSE Class 12th Education  Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তরভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]

দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 12 Education Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  । Class 12 Education  Question and Answer Suggestion.

WBBSE Class 12 Education  Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর । ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  | Class 12 Education  Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  প্রশ্ন উত্তর ।

WB Class 12 Education  Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর

Class 12 Education  Question and Answer Suggestions | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  | Class 12 Education  Question and Answer দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 12 Education  Question and Answer দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Education  Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর

Class 12 Education  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান – ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর । Class 12 Education  Question and Answer Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Education Suggestion Download WBBSE Class 12th Education short question suggestion . Class 12 Education  Suggestion download Class 12th Question Paper Education. WB Class 12 Education suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 12 Education  Question and Answer Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 12 Education Suggestion with 100% Common in the EXiamination .Class HS HS Education  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 EXiam Class 12 Education  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 12 HS HS Education Suggestion is provided here. Class 12 Education  Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 12 Education  Question and Answer with FREE PDF Download Link

ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ [চতুর্থ অধ্যায়]  দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education  Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad