অষ্টম শ্রেণীর ইতিহাস :  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| WBBSE Class 8th History [Chapter – VIII] Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণীর ইতিহাস :  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| WBBSE Class 8th History [Chapter – VIII] Question and Answer

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer : ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th History Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII History Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

1. নর্মদা বাঁচাও আন্দোলন সংগঠিত হয়েছিল –

[A] উত্তর ভারতে

[B] দক্ষিণ ভারতে

[C] মধ্যভারতে

[D] পশ্চিম ভারতে

উত্তর:- [D] পশ্চিম ভারতে

2. রাজ্যসভার সভাপতি হলেন –

[A] স্পিকার

[B] উপরাষ্ট্রপতি

[C] রাষ্ট্রপতি

[D] মুখ্যমন্ত্রী

উত্তর:- [B] উপরাষ্ট্রপতি

3. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –

[A] ড. রাজেন্দ্র প্রসাদ

[B] জওহরলাল নেহরু

[C] প্রণব মুখোপাধ্যায়

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ড. রাজেন্দ্র প্রসাদ

4. সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক হল –

[A] রাষ্ট্রপতি

[B] ভারতীয় জনগণ

[C] উপরাষ্ট্রপতি

[D] প্রধানমন্ত্রী

উত্তর:- [B] ভারতীয় জনগণ

5. ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন –

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

[D] উপরাষ্ট্রপতি

উত্তর:- [D] উপরাষ্ট্রপতি

6. সিঙ্গুর অবস্থিত ছিল পশ্চিমবঙ্গের –

[A] পূর্ব মেদিনীপুর জেলায়

[B] পশ্চিম মেদিনীপুর জেলায়

[C] হুগলি জেলায়

[D] বর্ধমান জেলায়

উত্তর:- [C] হুগলি জেলায়

7. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন–

[A] ড. রাজেন্দ্র প্রসাদ

[B] জওহরলাল নেহরু

[C] বি আর আম্বেদকর

[D] সৰ্বপল্লী রাধাকৃয়ণ

উত্তর:- [A] ড. রাজেন্দ্র প্রসাদ

8. বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান হল –

[A] ইংল্যান্ডের সংবিধান

[B] মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান

[C] আয়ারল্যান্ডের সংবিধান

[D] ভারতের সংবিধান

উত্তর:- [D] ভারতের সংবিধান

9. এই আন্দোলনগুলির মধ্যে যেটি পরিবেশ আন্দোলন নয় সেটি হল –

[A] তেলেঙ্গানা

[B] নর্মদা বাঁচাও

[C] চিপকো

[D] সাইলেন্ট ও ভ্যালি

উত্তর:- [A] তেলেঙ্গানা

10. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –

[A] ড. রাজেন্দ্র প্রসাদ

[B] জওহরলাল নেহরু

[C] প্রণব মুখোপাধ্যায়

[D] কনোটাও নয়

উত্তর:- [A] ড. রাজেন্দ্র প্রসাদ

11. সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে –

[A] ইংল্যান্ডের থেকে

[B] আয়ারল্যান্ডের থেকে

[C] মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

[D] নেদারল্যান্ডের থেকে

উত্তর:- [B] আয়ারল্যান্ডের থেকে

12. রাজ্যের শাসনব্যবস্থায় নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান হলেন –

[A] মুখ্যমন্ত্রী

[B] স্পিকার

[C] বিধায়ক

[D] কনোটাও নয়

উত্তর:- [B] স্পিকার

13. ভারতে বাস্তবে কেন্দ্রীয় সরকারের প্রধান হলেন–

[A] প্রধানমন্ত্রী

[B] উপাধ্যক্ষ

[C] রাজ্যপাল

[D] রাষ্ট্রপতি

উত্তর:- [A] প্রধানমন্ত্রী

14. সিঙ্গুরে গাড়ির কারখানা স্থাপনের কথা ঘোষণা করা হয়-

[A] ২০০৫ খ্রি.

[B] ২০০৬ খ্রি.

[C] ২০১১ খ্রি.

[D] ২০১৬ খ্রি.

উত্তর:- [B] ২০০৬ খ্রি.

15. সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে–

[A] ইংল্যান্ডের থেকে

[B] আয়ারল্যান্ডের থেকে

[C] মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

[D] নেদারল্যান্ডের থেকে

উত্তর:- [B] আয়ারল্যান্ডের থেকে

16. ভারতে তত্ত্বগতভাবে কেন্দ্রের শাসনবিভাগের প্রধান হলেন –

[A] মুখ্যমন্ত্রী

[B] উপরাষ্ট্রপতি

[C] রাষ্ট্রপতি

[D] মুখ্যমন্ত্রী

উত্তর:- [C] রাষ্ট্রপতি

17. ভারতে বাস্তবে কেন্দ্রীয় সরকারের প্রধান হলেন–

[A] প্রধানমন্ত্রী

[B] উপাধ্যক্ষ

[C] রাজ্যপাল

[D] রাষ্ট্রপতি

উত্তর:- [A] প্রধানমন্ত্রী

18. ভারতীয় শাসনব্যবস্থার শীর্ষে রয়েছেন –

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] উপরাষ্ট্রপতি

[D] মুখ্যমন্ত্রী

উত্তর:- [A] রাষ্ট্রপতি

19. পশ্চিমবঙ্গের আইনসভা হল –

[A] এক কক্ষবিশিষ্ট

[B] দ্বিকক্ষবিশিষ্ট

[C] তিন কক্ষবিশিষ্ট

[D] চার কক্ষবিশিষ্ট

উত্তর:- [A] এক কক্ষবিশিষ্ট

20. রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন –

[A] ১২ জন সদস্যকে

[B] ১৫ জন সদস্যকে

[C] ১০ জন সদস্যকে

[D] ৯ জন সদস্যকে

উত্তর:- [A] ১২ জন সদস্যকে

অতি সংক্ষিপ্ত: ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  সাজেশন প্রশ্ন ও উত্তর Class 8 History Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) History Question and Answer Suggestion

1. মন্ত্রীসভাপরিচালিত শাসনব্যবস্থা কোথায় আছে?

উত্তর:- ইংল্যান্ডে মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থা আছে।

2. ভারতবর্ষ ছাড়াও আর কোথায় নির্দেশমূলক নীতি দেখা যায়?

উত্তর:- আয়ারল্যান্ডের সংবিধানে।

3. ‘ধর্মনিরপেক্ষকথাটি সংবিধানে কবে যুক্ত হয়?

উত্তর:- ১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানে যুক্ত হয়।

4. সমাজতান্ত্রিক’ শব্দটি কবে যুক্ত হয়?

উত্তর:- ১৯৭৬ খ্রিঃ ৪২তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয়।

5. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 

উত্তর:- রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন।

6. উপরাষ্ট্রপতির কার্যকাল কত দিনের?

উত্তর:- উপরাষ্ট্রপতির কার্যকাল ৫ বছরের।

7. কেন্দ্রীয় আইনসভার কটি কক্ষ?

উত্তর:- কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ।

8. কতজন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত?

উত্তর:- ২৫০ জন সদস্য নিয়ে রাজ্য সভা গঠিত।

9. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের কী নাম?

উত্তর:- রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ

10. রাজ্যসভায় কতজন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নির্ধারিত করেন?

উত্তর:- ১২জন ভারতীয় নাগরিককে।

11. রাজ্যসভায় নির্বাচিত সদস্যের বয়সসীমা কত? 

উত্তর:- অন্তত ৩০ বছর বয়স্ক ব্যক্তিই এই পদের যোগ্য।

12. রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সসীমা কত? 

উত্তর:- পদপ্রার্থীকে অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হবে।

13. উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সসীমা কত?

উত্তর:- পদপ্রার্থীকে অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হবে।

14. ভারতীয় সংসদের নিম্নকক্ষ কোন্‌টি?

উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা।

15. বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত?

উত্তর:- বর্তমানে লোকসভার সদস্যসংখ্যা ৫৫২জন।

16. রাজ্য আইনসভার নিম্নকক্ষের কী নাম?

উত্তর:- রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বিধানসভা বলা হয়।

17. জেলা পরিষদের সভা কতদিন অন্তর ডাকতে হয়?

উত্তর:- জেলা পরিষদের সভা তিনমাস অন্তর ডাকতে হয়।

18. ভারতে প্রথম কবে ও কার সময়ে পৌরশাসন ব্যবস্থা চালু হয়?

উত্তর:- ১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌরশাসন ব্যবস্থা চালু হয়।

19. রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন?

উত্তর:- রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন।

20.  রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে?

উত্তর:- রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল।

21. পশ্চিমবঙ্গের বিধানপরিষদ কবে বিলুপ্ত হয়?

উত্তর:- পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ১৯৬৯ খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়।

22. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উত্তর:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল ঘোষ।

23. পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত্বশাসনের কটি বিভাগ?

উত্তর:- পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত্বশাসনের দুটি বিভাগ, গ্রামীন ও পৌর।

24. গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থার কী নাম?

উত্তর:- পঞ্চায়েত ব্যবস্থা নামে এটি পরিচিত।

25. পঞ্চায়েত ব্যবস্থার স্তর কটি?

উত্তর:- পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর।

26. পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি ক্রমান্বয়ে লেখো।

উত্তর:- গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ।

27. গ্রাম পঞ্চায়েতের সদস্যের কী যোগ্যতা থাকবে?

উত্তর:- গ্রাম পঞ্চায়েতের সদস্যকে পঞ্চায়েত অধীনস্থ ভোটার হতে হবে।

28. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? 

উত্তর:- গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন গ্রাম প্রধান

29. পঞ্চায়েত সমিতি কীভাবে গঠন হয়?

উত্তর:- কয়েকটি গ্রাম নিয়ে যে ব্লক তৈরি হয়, ব্লকের নামে পঞ্চায়েত সমিতির নামকরণ হয়।

30. পশ্চিমবঙ্গের কটি জেলায় জেলা পরিষদ আছে?

উত্তর:- ১৭টি জেলায় জেলা পরিষদ আছে।

31. পশ্চিমবঙ্গে কবে পৌরবিল তৈরি হয়?

উত্তর:- ১৯৯৩ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌরবিল তৈরি হয়।

32.  পশ্চিমবঙ্গে কবে পৌরআইন তৈরি হয়?

উত্তর:- ১৯৯৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌরআইন তৈরি হয়।

33. . পারিবারিক হিংসাবোধ আইন কবে চালু হয়?

উত্তর:- ২০০৫ সাল থেকে।

34. পুনা চুক্তি’ কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধিজি ও আম্বেদকারের মধ্যে ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয়?

35. ভারতের নাগরিকদের কটি মৌলিক কর্তব্য? 

উত্তর:- ১০টি মৌলিক কর্তব্য আছে।

36.  কার নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয়?

উত্তর:- ডঃ বি. আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয়।

37.  সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয়?

উত্তর:- ২৬ জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়।

38. ভারতের নাগরিকদের কটি মৌলিক কর্তব্য ?

উত্তর:- ১০ টি মৌলিক কর্তব্য আছে ।

39. কার নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয় ?

উত্তর:- ডঃ বি . আর . আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয় ।

40. সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় ?

উত্তর:- ২৬ জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস পালিত হয় ।

41. স্বাধীন ভারতের জন্ম করে হয় ?

উত্তর:- ১৫ আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জন্ম হয় ।

42. ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন কত বছর ছিল?

উত্তর:- ভারতবর্ষে ১৯০ বছর ঔপনিবেশিক শাসন ছিল ।

43. সংবিধানটি কোথায় গৃহীত হয় ?

উত্তর:- সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় ।

44. সংবিধানটি কবে কার্যকর হয় ?

উত্তর:- সংবিধানটি ২৬ জানুয়ারি , ১৯৫০ খ্রিস্টাব্দে কার্যকর হয় ।

45. গণপরিষদ কবে গঠিত হয় ?

উত্তর:- গণপরিষদ ১৯৪৬ খ্রিস্টাব্দে গঠিত হয় ।

46. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?

উত্তর:- গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ড . রাজেন্দ্রপ্রসাদ ।

47. সংবিধানের খসড়া কমিটির সদস্যসংখ্যা কত জন ছিল ?

উত্তর:- সংবিধানের খসড়া কমিটির সদস্যসংখ্যা ছিল ৭ জন ।

48. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ।

49. প্রস্তাবনা কী ?

উত্তর:- সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য যেখানে বলা হয়েছে সেইটিই প্রস্তাবনা ।

50. সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় ?

উত্তর:- ২৬ জানুয়ারি , ১৯৫০ খ্রিঃ সাধারণতন্ত্র দিবস পালন হয় ।

51. বিশ্বের সবচেয়ে বড়ো সংবিধান কোনটি ?

উত্তর:- ভারতের সংবিধানই বিশ্বের সবচেয়ে বড়ো সংবিধান ।

52. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথায় আছে ?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে ।

53. মন্ত্রীসভাপরিচালিত শাসনব্যবস্থা কোথায় আছে ?

উত্তর:- ইংল্যান্ডে মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থা আছে।

54. ভারতবর্ষ ছাড়াও আর কোথায় নির্দেশমূলক নীতি দেখা যায় ?

উত্তর:- আয়ারল্যান্ডের সংবিধানে ।

55. ‘ সমাজতান্ত্রিক ‘ শব্দটি কবে যুক্ত হয় ?

উত্তর:- ১৯৭৬ খ্রিঃ ৪২ তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয় ।

56. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?

উত্তর:- রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন ।

57. উপরাষ্ট্রপতির কার্যকাল কত দিনের ?

উত্তর:- উপরাষ্ট্রপতির কার্যকাল ৫ বছরের ।

58. কেন্দ্রীয় আইনসভার কটি কক্ষ ?

উত্তর:- কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষ ।

59. কতজন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত ?

উত্তর:- ২৫০ জন সদস্য নিয়ে রাজ্য সভা গঠিত ।

60. কেন্দ্রীয় আইনসভা কী নিয়ে গঠিত ?

উত্তর:- রাষ্ট্রপতি ও দুই কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত ।

61. রাজ্যসভায় নির্বাচিত সদস্যের বয়সসীমা কত ?

উত্তর:- অন্তত ৩০ বছর বয়স্ক ব্যক্তিই এই পদের যোগ্য ।

62. রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সসীমা কত ?

উত্তর:- পদপ্রার্থীকে অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হবে ।

63. উপরাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সসীমা কত ?

উত্তর:- পদপ্রার্থীকে অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হবে ।

64. ভারতীয় সংসদের নিম্নকক্ষ কোন্‌টি ?

উত্তর:- ভারতীয় সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা ।

65. বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত ?

উত্তর:- বর্তমানে লোকসভার সদস্যসংখ্যা ৫৫২ জন ।

66. রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে ?

উত্তর:- প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রের প্রকৃত পরিচালক ।

67. লোকসভায় সভাপতিত্ব করেন কে ?

উত্তর:- লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার ।

68. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের কী নাম ?

উত্তর:- রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ।

69. রাজ্য আইনসভার নিম্নকক্ষের কী নাম ?

উত্তর:- রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বিধানসভা বলা হয় ।

70. রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর:- রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ।

71. রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান কে ?

উত্তর:- রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল ।

72. পশ্চিমবঙ্গের বিধানপরিষদ কবে বিলুপ্ত হয় ?

উত্তর:- পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ১৯৬৯ খ্রিস্টাব্দে বিলুপ্ত হয় ।

73. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল ঘোষ ।

74. গ্রামীণ স্বায়ত্বশাসন ব্যবস্থার কী নাম ?

উত্তর:- পঞ্চায়েত ব্যবস্থা নামে এটি পরিচিত ।

75. পঞ্চায়েত ব্যবস্থার স্তর কটি ?

উত্তর:- পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর ।

76. পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি ক্রমান্বয়ে লেখো ।

উত্তর:- গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ।

77. পশ্চিমবঙ্গের কটি জেলায় জেলা পরিষদ আছে ?

উত্তর:- ১৭ টি জেলায় জেলা পরিষদ আছে ।

78. জেলা পরিষদের সভা কতদিন অন্তর ডাকতে হয় ?

উত্তর:- জেলা পরিষদের সভা তিনমাস অন্তর ডাকতে হয়।

79. ভারতে প্রথম কবে ও কার সময়ে পৌরশাসন ব্যবস্থা চালু হয় ?

উত্তর:- ১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌরশাসন ব্যবস্থা চালু হয় ।

80. পশ্চিমবঙ্গে কবে পৌরবিল তৈরি হয় ?

উত্তর:- ১৯৯৩ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌরবিল তৈরি হয় ।

81. পশ্চিমবঙ্গে কবে পৌরআইন তৈরি হয় ?

উত্তর:- ১৯৯৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌরআইন তৈরি হয়।

82. পারিবারিক হিংসাবোধ আইন কবে চালু হয় ?

উত্তর:- ২০০৫ সাল থেকে ।

83. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

উত্তর:- গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ড. রাজেন্দ্রপ্রসাদ।

84. সংবিধানের খসড়া কমিটির সদস্যসংখ্যা কত জন ছিল?

উত্তর:- সংবিধানের খসড়া কমিটির সদস্যসংখ্যা ছিল ৭জন।

85. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু।

86. স্বাধীন ভারতের জন্ম কবে হয়?

উত্তর:- ১৫ আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জন্ম হয়।

87. কেন্দ্ৰীয় আইনসভা কী নিয়ে গঠিত?

উত্তর:- রাষ্ট্রপতি ও দুই কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত

88. রাষ্ট্রের প্রকৃত পরিচালক কে?

উত্তর:- প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রের প্রকৃত পরিচালক।

89. লোকসভায় সভাপতিত্ব করেন কে?

উত্তর:- লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার।

90. সংবিধানটি কবে কার্যকর হয়?

উত্তর:- সংবিধানটি ২৬ জানুয়ারি, ১৯৫০ খ্রিস্টাব্দে কার্যকর হয়।

91. ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন কত বছর ছিল?

উত্তর:- ভারতবর্ষে ১৯০ বছর ঔপনিবেশিক শাসন ছিল।

92. সংবিধানটি কোথায় গৃহীত হয়?

উত্তর:- সংবিধানটি গণপরিষদে গৃহীত হয়।

93. গণপরিষদ কবে গঠিত হয়?

উত্তর:- গণপরিষদ ১৯৪৬ খ্রিস্টাব্দে গঠিত হয়।

94. প্রস্তাবনা কী?

উত্তর:- সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য যেখানে বলা হয়েছে সেইটিই প্রস্তাবনা।

95. সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয়?

উত্তর:- ২৬ জানুয়ারি, ১৯৫০ খ্রিঃ সাধারণতন্ত্র দিবস পালন হয়।

96. বিশ্বের সবচেয়ে বড়ো সংবিধান কোনটি?

উত্তর:- ভারতের সংবিধানই বিশ্বের সবচেয়ে বড়ো সংবিধান।

97. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথায় আছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে।

 ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন / অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর । Class 8 History Suggestion / Class 8 History  Question and Answer / Class 8 History Suggestion / Class 8 Pariksha History Suggestion / History Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 History Suggestion FREE PDF Download)

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর

(Class 8 History Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th History Suggestion / Class 8 History Question and Answer / Class 8 History Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 History Exam Guide / Class 8 History  Suggestion 2024, 2025, 2026, 2027, 2023, 2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 8 History  Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 History Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম   অধ্যায়]  Class 8 History  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর। ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ইতিহাস ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  Class 8 History  Question and Answer Suggestion ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর।

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন  উত্তর অষ্টম শ্রেণি ইতিহাস | Class 8 History 

অষ্টম শ্রেণি ইতিহাস (Class 8 History) – ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] | Class 8 History  Suggestion অষ্টম শ্রেণি ইতিহাসভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর | Class 8 History  Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]   | অষ্টম শ্রেণীর ইতিহাস সহায়ক ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর । Class 8 History  Question and Answer, Suggestion | Class 8 History Question and Answer Suggestion | Class 8 History  Question and Answer Notes | West Bengal Class 8th History Question and Answer Suggestion.

অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
  

WBBSE Class 8th History Suggestion | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  

অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 History Question and Answer, Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]   প্রশ্ন ও উত্তর | ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম    অধ্যায়]  । Class 8 History Question and Answer Suggestion.

WBBSE Class 8 History Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]   প্রশ্ন ও উত্তর । ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  Class 8 History Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন উত্তর।

WB Class 8 History Suggestion | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর

Class 8 History Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 8 History Question and Answer অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম    অধ্যায়]  প্রশ্ন ও উত্তরClass 8 History Question and Answer অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 8 History Suggestion | অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন উত্তর

Class 8 History Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর  ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 History  Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 History Suggestion Download WBBSE Class 8th History short question suggestion . Class 8 History Suggestion download Class 8th Question Paper History. WB Class 8 History suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

Class 8 History Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 History Suggestion with 100% Common in the Examination .Class Eight VIII History  Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam Class 8 History  Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII History Suggestion is provided here. Class 8 History Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer with FREE PDF Download Link

ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer ভারতীয় সংবিধান : গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার  [অষ্টম  অধ্যায়]  প্রশ্ন ও উত্তর| Class 8 History Question and Answer”


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad