HS History  Suggestions 2025 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS History  Suggestions 2025: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে তাদের সকলের প্রস্তুতি চলছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশনের দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে সমস্ত সাজেশন পড়তে পারবে।

HS History  Suggestion 2025
SubjectHistory
Exam Date13-March-2025 (বৃহস্পতিবার)
All Hs Suggestion 2025Click Here
আরো নোটস পেতে Join করুনJoin Now

HS History  Suggestions 2025 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন

➤ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন?

➤ পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?

➤ কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?

➤ কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন?

➤ স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?

➤ কোড কর্নওয়ালিস কী?

➤ ‘কাও তাও’ প্রথা কী?

➤ ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো?

➤ দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশ গুলির নাম লেখ।

➤ কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

➤ কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল যুক্ত হন?

➤ ব্রিটিশ ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলি কী কী?

➤ কবে কার উদ্যোগে কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠিত হয়?

➤ ‘নববিধান’ কি? কে, কবে এই নীতি ঘোষণা করেন?

➤ লাহোরর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

➤ উপনিবেশিক ভারতের নিরিখে ‘আইনের শাসন’ বলতে কি বোঝো?

➤ গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে?

➤ পিটের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো?

➤ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

➤ কে, কবে এবং কোথায়? বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন?

➤ কে কবে এবং কার বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন?

➤ চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝ?

➤ শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?

➤ বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?

➤ কে ঝড়ের অন্তরিপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ?

➤ হিলফারডিং এর বইটির নাম লেখো।

➤ কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল?

➤ ‘জাতী ও জাতি বৈষম্য’ ধারণাটি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিল?

➤ মার্কেনটাইলবাদ কী?

➤ ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 pdf

➤ ১৯১৬ সালের লখনৌ কংগ্রেসের গুরুত্ব কী ছিল?

➤ কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয়?

➤ ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’—এই স্লোগান কোন দেশের?

➤ কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে?

➤ ‘রশিদ আলী দিবস’ কী?

➤ ভিয়েত মুনি কী? অথবা, ভিয়েত মনি কে প্রতিষ্ঠা করেন?

➤ ভারতের ইতিহাসের প্রেক্ষিতে ১৯৪০ খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কী বোঝ?

➤ মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

➤ ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো।

➤ ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?

➤ ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দুটি দুটি উল্লেখ করো।

➤ মার্লে-মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো।

➤ রাওলাট আইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করো।

➤ স্বত্ববিলোপ নীতির দুটি প্রধান শর্ত উল্লেখ করো।

➤ ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়?

➤ মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?

➤ বার্লিন এয়ারলিফট কী?

➤ সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল?

➤ নেভারে প্ল্যান কী?

➤ ফিদেল কাস্ত্রো কে ছিলেন?

➤ কিন্নানের বেষ্টনী নীতি কী?

➤ কমিনফর্ম কাকে বলে?

➤ কবে কার নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা (লং মার্চ) সংগঠিত হয়?

➤ ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল?

➤ মহালানবীশ মডেল বলতে কী বোঝো?

➤ আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে?

➤ ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?

➤ পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন?

➤ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলাফল কী ছিল?

➤ নেহেরু মহালান বিষ মডেল কী?

➤ ১৯৩২ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল?

➤ কোন অঞ্চল ‘বাংলার ডান্ডি’ নামে পরিচিত?

➤ রাওলাট কমিশন কী?

➤ গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

➤ কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয়?

HS History Suggestion 2025

রচনাধর্মী প্রশ্ন

➤ ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল ত্রুটিগুলি কী ছিল?

➤ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? অথবা, ১৯৪৩ খ্রিঃ বাংলার ‘পঞ্চাশের মন্বন্তর’ -এর কারণ কী ছিল?

➤ গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা কর। গণপরিষদের দুজন সদস্যের নাম করো‌।

➤ জাতীয়তাবাদ বিকাশ ও নব্যভারত গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।

➤ মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ওই মামলাটির পরিণতি কী হয়েছিল?

➤ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী এবং এই নীতি প্রবর্তনের প্রেক্ষাপট ও মূলনীতিগুলির উল্লেখ করো। এই নীতির কী প্রতিক্রিয়া হয়েছিল?

➤ ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কী ধরনের প্রভাব ফেলে?

➤ আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে? এই যুদ্ধে আমেরিকা কেন পরাজিত হয়?

➤ ইন্দোনেশিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো। স্বাধীনতা লাভের পরবর্তীকালে ইন্দোনেশিয়ার বিকাশ কর্মসূচি ও জাতিসংগঠনের পরিচয় দাও।

➤ বিংশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ-বিরোধী আন্দোলনের কারণগুলি আলোচনা করো।

➤ আরব জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি কী? প্রথম আরব-ইজরায়েল যুদ্ধের পরিচয় দাও।

➤ কমিউনিস্ট চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো।

➤ কিউবা-র ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো? এর গুরুত্ব কী ছিল?

➤ আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

➤ পেশাদারী ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী?

➤ ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো।

➤ চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও।

➤ উপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলোচনা করো।

➤ ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলির বিবরণ দাও।


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad