HS History Question : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. গণপরিষদের প্রথম অধিবেশন বসে—

[A] কলকাতায়

[B] দিল্লিতে

[C] বোম্বাইয়ে

[D] মাদ্রাজে

উত্তর:- [B] দিল্লিতে

2. ভারতের ‘লৌহমানব’ হিসেবে পরিচিত

[A] মহাত্মা গান্ধি

[B] আবুল কালাম আজাদ

[C]বি.ভি.প্যাটেল

[D] সুভাষচন্দ্র বসু

উত্তর:- [C] বি. ভি. প্যাটেল

3. জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে?

[A] 19৪1 খ্রিস্টাব্দে

[B] 19৪2 খ্রিস্টাব্দে

[C] 19৪৪ খ্রিস্টাব্দে

[D] 19৪6 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 191 খ্রিস্টাব্দে

4. সুভাষচন্দ্র বসু ফ্রি-ইন্ডিয়া সেন্টার গঠন করেন

[A] জার্মানিতে

[B] জাপানে

[C] ভারতে

[D] আন্দামানে

উত্তর:- [A] জার্মানিতে

5. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয়-

[A] গণতন্ত্রের মড়ক

[B] সমাজতন্ত্রের প্রসার

[C] ধনতন্ত্রের পতন

[D] একনায়কতন্ত্রের পতন

উত্তর:-  প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয়-[A] গণতন্ত্রের মড়ক।

6. মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন স্থানটি দাবি করেছিল?

[A] মেমেল

[B] ফিউম

[C] ট্যাঞ্জির

[D] ডানজিগ

উত্তর:-  মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন স্থানটি দাবি করেছিল-[C] ট্যাঞ্জির।

7. ইটালিকে ‘আক্রমণকারী’ বলে ঘোষণ করে-

[A] অ্যাবিসিনিয়া

[B] জাতিসংঘ

[C] জাতিপুঞ্জ

[D] ইংল্যান্ড

উত্তর:-  ইটালিকে ‘আক্রমণকারী’ বলে ঘোষণ করে-[B] জাতিসংঘ।

8. ইটালির জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে-

[A] 1935 খ্রিস্টাব্দে

[B] 1936 খ্রিস্টাব্দে

[C] 1937 খ্রিস্টাব্দে

[D] 1938 খ্রিস্টাব্দে

উত্তর:-  ইটালির জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে-[C] 1937 খ্রিস্টাব্দে।

9. কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

[A] চেকোস্লোভাকিয়া

[B] পোল্যাণ্ড

[C] অস্ট্রিয়া

[D] রাইনল্যান্ড

উত্তর:-  কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-[B] পোল্যাণ্ড।

10. ‘তোষণনীতির’ উদ্ভাবক ছিলেন –

[A] ফ্রাঙ্কো

[B] নেভিল চম্বারলেন

[C] রিবেনট্রপ

[D] মলোটভ

উত্তর:-  ‘তোষণনীতির’ উদ্ভাবক ছিলেন-[B] নেভিল চম্বারলেন।

11. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক

[A] পোল্যান্ড আক্রমণ

[B] ইঙ্গ-ফরাসি তোষণ নীতি

[C] ভার্সাই সন্ধির অবিচার

[D] জাতিসংঘের ব্যর্থতা

উত্তর:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক-[A] পোল্যান্ড আক্রমণ।

12. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্লিৎসক্রিগ’ যুদ্ধপদ্ধতি ব্যবহার করে-

[A] ইংল্যান্ড

[B] ফ্রান্স

[C] ইটালি

[D] জার্মানি

উত্তর:-  দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্লিৎসক্রিগ’ যুদ্ধপদ্ধতি ব্যবহার করে-[D] জার্মানি।

13. নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে –

[A] জাপান

[B] জার্মানি

[C] ইটালি

[D] আমেরিকা

উত্তর:-  নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে-[B] জার্মানি।

14.  ‘দেখমাত্র গুলি’ করার নির্দেশ দেয় –

[A] জার্মানি

[B] জাপান

[C] আমেরিকা

[D] ইংল্যান্ড

উত্তর:-  ‘দেখমাত্র গুলি’ করার নির্দেশ দেয়-[C] আমেরিকা।

15. ব্রিটিশ লেখক হোমার লি কোন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন-

[A] টিউটনিক

[B] অ্যাংলো- স্যাক্সন

[C] লাতিন

[D] আর্য

উত্তর:-  ব্রিটিশ লেখক হোমার লি কোন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন-[B] অ্যাংলো- স্যাক্সন।

16. উগ্র জাতীয়তাবাদের উগ্র সমর্থক ছিলেন-

[A] চার্চিল

[B] রুজভেল্ট

[C] হিটলার

[D] স্ট্যালিন

উত্তর:-  উগ্র জাতীয়তাবাদের উগ্র সমর্থক ছিলেন-[C] হিটলার।

17. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন

[A] মাউন্টব্যাটেন

[B] এটলি

[C] ক্যানিং

[D] হেস্টিংস

উত্তর:- [A] মাউন্টব্যাটেন

18. ‘রশিদ আলি দিবস’ পালিত হয়—

[A] 2 জানুয়ারি

[B] 12 ফ্রেব্রুয়ারি

[C] 16 মার্চ

[D] 22 মে

উত্তর:- [B] 12 ফ্রেব্রুয়ারি

19. ক্রিপস মিশন ভারতে আসে—

[A] 19৪2 খ্রি:

[B] 19৪5 খ্রি:

[C] 19৪6 খ্রি:

[D] 19৪7 খ্রি:

উত্তর:- [A] 192 খ্রি:

20. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়—

[A] 1935 খ্রি:

[B] 1936 খ্রি:

[C] 1939 খ্রি:

[D] 1937 খ্রি:

উত্তর:- [D] 1937 খ্রি:

21. আজাদ হিন্দ ফৌজ গঠন করেন –

[A] রাসবিহারী বসু

[B] সুভাষচন্দ্র বসু

[C] জওহরলাল নেহরু

[D] কেউই নন

উত্তর:- [A] রাসবিহারী বসু

22. 191 খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল

[A] ইংল্যান্ড

[B] ফ্রান্স

[C] রাশিয়া

[D] জাপান

উত্তর:- [D] জাপান

23. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন—

[A] ম্যান্ডেলা

[B]ড. সুকর্ণ

[C] সুহার্তো

[D] হাব্বিবি

উত্তর:- [B] ড. সুকর্ণ

24. ড. সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন ?

[A] চিনের

[B] ইন্দোচিনের

[C] ইন্দোনেশিয়ার

[D] কোরিয়ার

উত্তর:- [C] ইন্দোনেশিয়ার

25.  আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো –

[A] কোহিমা

[B] নাগপুর

[C] গৌহাটি

[D] দিশপুর

উত্তর:- [A] কোহিমা

26. মন্ত্রী মিশন ভারতে আসে—

[A] 19৪2 খ্রি.

[B] 19৪৪ খ্রি.

[C] 19৪5 খ্রি.

[D] 19৪6 খ্রি.

উত্তর:- [D] 196 খ্রি.

27. গণপরিষদের প্রথম অধিবেশন বসে

[A] কলকাতায়

[B] দিল্লিতে

[C] বোম্বাইয়ে

[D] ইন্দোরে

উত্তর:- [B] দিল্লিতে

28. আজাদ হিন্দ সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1943 সালের—

[A] 23 মার্চ

[B] 23 মে

[C] 23 জুলাই

[D] 23 অক্টোবর

উত্তর:- [D] 23 অক্টোবর

29. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন

[A] অজয় মুখোপাধ্যায়

[B] মাতঙ্গিনি হাজরা

[C] চৈতু পাণ্ডে

[D] সতীশচন্দ্র সামন্ত

উত্তর:- [D] সতীশচন্দ্র সামন্ত

30. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল ?

[A] তলোয়ার

[B] র্যাভেন

[C] সমুদ্রকন্যা

[D] টাইটানিক

উত্তর:- [A] তলোয়ার

31. অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন—

[A]জে.এল.নেহরু

[B]এ.কে.আজাদ

[C]জিন্না

[D]বি,ভি.প্যাটেল

উত্তর:- [A]জে.এল.নেহরু

32. প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় –

[A] হিরোশিমায়

[B] নাগাসাকিতে

[C] পোখরানে

[D] ইসলামাবাদে

উত্তর:-  প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়-[A] হিরোশিমায়।

33. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে –

[A] রাশিয়া

[B] আমেরিকা

[C] ইংল্যান্ড

[D] ফ্রান্স

উত্তর:-  ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে-[B] আমেরিকা।

34. ফুলটন বক্তৃতা করেন –

[A] চার্চিল

[B] রুজভেল্ট

[C] ট্রুম্যান

[D] জর্জ সি মার্শাল

উত্তর:-  ফুলটন বক্তৃতা করেন-[A] চার্চিল।

35. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের বড়ােলাট লিনলিথগাের ব্রিটেনের পক্ষ অবলম্বনের প্রস্তাবের ব্যাপারে কংগ্রেস শর্ত দেয় —?

[A]2টি

[B]৪টি

[C]6টি

[D]8টি

উত্তর:-  [A]2টি

36. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে ‘ দুর্ভাগ্যজনক প্রস্তাব আখ্যা দিয়েছিলেন —

[A] সুভাষচন্দ্র বসু ।

[B] মােহনদাস করমচাঁদ গান্ধি ।

[C] জওহরলাল নেহরু ।

[D] বি . আর . আম্বেদকর

উত্তর:-  মােহনদাস করমচাঁদ গান্ধি ।

37. “ ক্লিপস প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেল – পড়া এক চেক কাটার শামিল । ” এই উক্তিটি করেন  ?

[A] গান্ধিজি

[B] নেতাজি

[C] স্বামীজি

[D] জওহরলাল নেহরু

উত্তর:- [A] গান্ধিজি

38. “ করেঙ্গে ইয়া মরেঙ্গে । ” গান্ধিজির এই উক্তিটি যুক্ত ছিল — ?

[A] খিলাফৎ আন্দোলনে

[B] অসহযােগ আন্দোলনে

[C] আইন অমান্য আন্দোলনে

[D] ভারত ছাড়াে আন্দোলনে

উত্তর:-  [D] ভারত ছাড়াে আন্দোলনে

39. “ ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও , না হলে তাকে নৈরাজ্যের হাতে ছেড়ে চলে যাও । ” এই উক্তিটি গান্ধিজি যে পত্রিকায় উল্লেখ করেন তা হল ?

[A] যুগান্তর পত্রিকায়

[B] বন্দেমাতরম্ পত্রিকা

[C] হরিজন পত্রিকা

[D] স্টেটসম্যান পত্রিকা

উত্তর:-  [C] হরিজন পত্রিকা

40. ভারত ছাড়াে আন্দোলন চলাকালে =মেদিনীপুরের মেটি তমলুকে বিক্ষোভ দেখানাের সময় পলিশের পুলিশের  গুলিতেশহিদ হন ?

[A] মাতঙ্গিনী হাজরা

[B] বীণা দাস

[C] কল্পনা চৌধুরি ।

[D] শ্ৰীমতী অ্যানি বেসান্ত

উত্তর:-  [A] মাতঙ্গিনী হাজরা

41. “ সুভাষচন্দ্র , বাঙালি কবি আমি , বাংলাদেY হয়ে তােমাকে দেশনায়কের পদে বরণ করি । ” ” এই এই উক্তিটি করেছেন ?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর

[B] দ্বিজেন্দ্রলাল রায়

[C] অন্নদাশঙ্কর রায় ।

[D] উপেন্দ্রকিশাের রায়চৌধুরি

উত্তর:-  [A] রবীন্দ্রনাথ ঠাকুর

42. সিমলা বৈঠকে আলােচিত হয় ———— ?

[A] মাউন্টব্যাটেন পরিকল্পনা

[B]বলকান পরিকল্পনা

[C] ওয়াভেল পরিকল্পনা

[D] লিনলিথগাে পরিকল্পনা

উত্তর:-  [C] ওয়াভেল পরিকল্পনা

43. মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারতবিভক্ত হয় ও ভারত স্বাধীনতা পায় —

[A] 19৪7 খ্রিস্টাব্দের 1৪ আগস্ট

[B] 19৪7 খ্রিস্টাব্দের 15 আগস্ট

[C] 19৪7 খ্রিস্টাব্দের 16 আগস্ট

[D] 19৪7 খ্রিস্টাব্দের 17 আগস্ট

উত্তর:-  [A] 197 খ্রিস্টাব্দের 1৪ আগস্ট

44. মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে অখণ্ড ভারত বিভক্ত হয় ও পাকিস্তান স্বাধীনতা পায় —

[A] 19৪7 খ্রিস্টাব্দের 1৪ আগস্ট

[B] 19৪7 খ্রিস্টাব্দের 15 আগস্ট

[C] 19৪7 খ্রিস্টাব্দের 16 আগস্ট

[D] 19৪7 খ্রিস্টাব্দের 17 আগস্ট

উত্তর:-  [A] 197 খ্রিস্টাব্দের 1৪ আগস্ট

45. গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ?

[A] 19৪6 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর

[B] 19৪6 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর

[C] 19৪6 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর

[D] 19৪6 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর

উত্তর:-  [C] 196 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর

46. গণপরিষদে প্রথম সভাপতি নির্বাচিত হন ?

[A] চক্রবর্তী রাজাগােপালাচারী

[B] কৃয়স্বামী আয়ার

[C] ড .রাজেন্দ্র প্রসাদ

[D] জি .ভি .মাভলঙ্কর

উত্তর:-  [C] .রাজেন্দ্র প্রসাদ

47.  গণপরিষদের প্রথম অধিবেশন বসে —

[A] দিল্লিতে

[B] কলকাতায়

[C] বােম্বাইতে

[D] মাদ্রাজে

উত্তর :- [A] দিল্লিতে

48. স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ?

[A] বল্লভভাই প্যাটেল

[B] ড . রাজেন্দ্র প্রসাদ

[C] মৌলানা আবুল কালাম আজাদ

[D] সর্বপরি রাধাকৃয়াণ নির্বাচিত হন

উত্তর:-  [B] ড . রাজেন্দ্র প্রসাদ

49. স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হন ?

[A] জওহরলাল নেহরু

[B] বল্লভভাই প্যাটেল

[C] লাল বাহাদুর শাস্ত্রী আজাদ

[D] মৌলানা আবুল কালাম ছিলেন

উত্তর:-  [A] জওহরলাল নেহরু

50. স্বাধীন ভারতের প্রথম গভর্নর – জেনারেল ছিলেন ?

[A] ড . রাজেন্দ্র প্রসাদ

[B] রাজাগােপালাচারী

[C] লর্ড মাউন্টব্যাটেন

[D] স্যার পেথিক লরেন্স

উত্তর:-  [C] লর্ড মাউন্টব্যাটেন

51. লোহমানব রূপে পরিচিত ?

[A] জওহরলাল নেহরু

[B] আজাদ মৌলানা আবুল কালাম

[C] সর্দার বল্লভভাই প্যাটেল

[D] সুভাষচন্দ্র বসু

উত্তর:-  [C] সর্দার বল্লভভাই প্যাটেল

52. ‘ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ?

[A] সুভাষচন্দ্র বসু

[B] জওহরলাল নেহরু

[C] আবুল কালাম আজাদ

[D] ড . রাজেন্দ্র প্রসাদ

উত্তর:-  [B] জওহরলাল নেহরু

53. ইংল্যান্ড মিত্রপক্ষের হয়ে যে দেশের বিরুদ্ধে যুপঘােষণা করে তা হল  ?

[A] জাপান

[B] জার্মানি

[C] ইতালি

[D] স্পেন

উত্তর :- [B] জার্মানি

54. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ ভারতের যে রাজনৈতিক দলকে অধিক গুরুত্ব দিতে শুরু করে তা হল —– ?

[A] কমিউনিস্ট দল

[B] জাতীয় কংগ্রেস

[C] মুসলিম লিগ

[D] কংগ্রেস সােশ্যালিস্ট পার্টি

উত্তর:-  [C] মুসলিম লিগ

55. গান্ধিজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি হল ?

[A] খিলাফৎ আন্দোলন

[B] অসহযােগ আন্দোলন

[C] আইন অমান্য আন্দোলন

[D] ভারত ছাড়াে আন্দোলন

উত্তর:-  [D] ভারত ছাড়াে আন্দোলন

56. ভারত ছাড়াে আন্দোলন শুরু হয়েছিল

[A] 19৪2 খ্রিস্টাব্দের 7 মে

[B] 19৪2 খ্রিস্টাব্দের 1৪ মার্চ

[C] 19৪2 খ্রিস্টাব্দের 1৪ সেপ্টেম্বর

[D] 19৪2 খ্রিস্টাব্দের 9 আগস্ট

উত্তর:-  [D] 192 খ্রিস্টাব্দের 9 আগস্ট

57. ভারত ছাড়াে আন্দোলনকে ‘ অযৌক্তিক ওদায়িত্বজ্ঞানহীন ’ বলে উল্লেখ করেছেন — ?

[A] সুভাষচন্দ্র বসু

[B] স্ট্যাফোর্ড ক্রিপস

[C] বি . আর . আম্বেদকর

[D] মাউন্টব্যাটেন

উত্তর:-  [C] বি . আর . আম্বেদকর

58. এ জাগরী ’ উপন্যাসের রচয়িতা হলেন —

[A] তারাশংকর বন্দোপাধ্যায়

[B] মাণিক বন্দোপাধ্যায়

[C] বিভূতিভূষণ মুখােপাধ্যায়

[D] সতীনাথ ভাদুড়ি

উত্তর:-  [D] সতীনাথ ভাদুড়ি

59. তম্র- লিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন ?

[A] অজয় মুখােপাধ্যায়

[B] সতীশচন্দ্র সামন্ত

[C] মাতঙ্গিনী হাজরা

[D] চৈতু পান্ডে

উত্তর:-  [B] সতীশচন্দ্র সামন্ত

60. নৌবিদ্রোহে নেতৃত্ব দেন —

[A] সরােজিনী নাইডু

[B] শাহনওয়াজ খান

[C] এম . এস . খান

[D] অরুণা আসফ আলি

উত্তর:-  [C] এম . এস . খান

61. ব্রিটিশ পার্লামেন্টে ভারত ভাগের পরিকল্পনা পাঠান মাউন্টব্যাটেনের উপদেষ্টা ——-

[A] লর্ড ইসমে

[B] পেথিক লরেন্স

[C] ক্রিপস

[D] এ . ভি . আলেকজান্ডার

উত্তর:-  [A] লর্ড ইসমে

62. যে পরিকল্পনার চুড়ান্ত পরিণাম হল দেশভাগ তাহল ?

[A] সিমলা পরিকল্পনা

[B] আরউইন পরিকল্পনা

[C] ওয়াভেল পরিকল্পনা

[D] মাউন্টব্যাটেন পরিকল্পনা

উত্তর :- [D] মাউন্টব্যাটেন পরিকল্পনা

63. ভারত বিভাগের সিদ্ধান্ত ঘােষণা করেন বড়ােলাটি ?

[A] আরউইন

[B] লিনলিথগাে

[C] মাউন্টব্যাটেন

[D] ওয়াভেল

উত্তর:-  [D] ওয়াভেল

64.  মাউন্টব্যাটেনের প্রস্তাব মেনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 197খ্রিস্টাব্দের  ?

[A] 13 জুলাই

[B] 6 জুলাই

[C] 18 জুলাই

[D] 8 জুলাই

উত্তর :- [C] 18 জুলাই

65. পাঞ্জাবে কোন দলের নেতা ছিলেন সিকান্দর হায়াৎ খা ?

[A] কমিউনিস্ট

[B] অকালি

[C] ইউনিয়নিস্ট

[D] কংগ্রেস

উত্তর :- [C] ইউনিয়নিস্ট

66. ভারত ছাড়াে আন্দোলনকালে অন্যতম শহিদ ?

[A] সূর্যসেন

[B] মাতঙ্গিনী হাজরা

[C] প্রীতিলতা ওয়াদ্দেদার

[D] লােকনাথ বল

উত্তর:-  [B] মাতঙ্গিনী হাজরা

67. সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক অন্তর্ধান ঘটে —

[A] 1939 খ্রিস্টাব্দে

[B] 19৪0 খ্রিস্টাব্দে

[C] 19৪1 খ্রিস্টাব্দে

[D] 1938 খ্রিস্টাব্দে

উত্তর:-  [C] 191 খ্রিস্টাব্দে

68. এ সভাষচন্দ্র বসু “ ইন্ডিয়ান লিজিয়ন ” প্রতিষ্ঠা করেন ?

[A] কাবুলে

[B] জার্মানিতে

[C] জাপানে

[D] সিঙ্গাপুরে

উত্তর:-  [B] জার্মানিতে

69. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি থেকে সমুদ্রপথে সাবমেরিনে কয়েক হাজার মাইল । অতিক্রম করে সুভাষচন্দ্রের জাপানে আসতে সময় লাগে — ?

[A] 37 দিন

[B] 57 দিন

[C] 77 দিন

[D] 97 দিন

উত্তর :- [D] 97 দিন

70. সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন  ?

[A] 19৪0 খ্রি . 17 জানুয়ারি

[B] 19৪0 খ্রি . 2 জুলাই

[C] 19৪1 খ্রি . 17 জানুয়ারি

[D] 19৪1 খ্রি . 2 জুলাই

উত্তর:-  [C] 191 খ্রি . 17 জানুয়ারি

71. সুভাষচন্দ্র বার্লিনে ‘ ফ্রি ইন্ডিয়া সেন্টার ’ গঠনকরেন

[A] 10 জন ভারতীয়কে নিয়ে

[B] 15 জন ভারতীয়কে নিয়ে

[C] 20 জন ভারতীয়কে নিয়ে

[D] 25 জন ভারতীয়কে নিয়ে

উত্তর:-  [C] 20 জন ভারতীয়কে নিয়ে

72. সুভাষচন্দ্র গান্ধিজির সমর্থিত প্রার্থী পউভি সীতারামাইয়াকে সভাপতি পরাজিত করে জাতীয় কংগ্রেসের হন —

[A] হরিপুরা অধিবেশনে

[B] ত্রিপুরি অধিবেশনে

[C] লাহাের অধিবেশনে

[D] কলকাতা অধিবেশনে

উত্তর:-  [B] ত্রিপুরি অধিবেশনে

73.  ব্রিটিশ সরকারের চোখে ধুলাে দিয়ে নেতাজি দেশত্যাগ করেন

[A] জিয়াউদ্দিনের ছদ্মবেশে

[B] মইনুদ্দিনের ছদ্মবেশে

[C] আলাউদ্দিনের ছদ্মবেশে

[D] সফিউদ্দিনের ছদ্মবেশে

উত্তর:-  [A] জিয়াউদ্দিনের ছদ্মবেশে

74.  অন্তর্বর্তী সরকারের মন্ত্রীসভার সদস্য ছিল

[A] 8 জন

[B] 10 জন

[C] 12 জন

[D] 18 জন

উত্তর:-  [C] 12 জন

75. “যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম, আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম” — ক্রিপস প্রস্তাবপ্রসঙ্গে এই ব্যক্তব্যটি কে বলেন ?

[A] জওহরলাল নেহরু

[B] বল্লভভাই প্যাটেল

[C] আবুল কালাম আজাদ

[D] মহম্মদ আলি জিন্না

উত্তর:-  [A] জওহরলাল নেহরু

76. প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন?

[A] মৌলানা আবুল কালাম আজাদ

[B] মহম্মদ আলি জিন্না

[C] আগা খা

[D] আবদুল রসুল

উত্তর:-  [B] মহম্মদ আলি জিন্না

77. “ দেশভাগ হল এক দৈব দুর্বিপাক | ” এই উক্তিটি করেন —

[A] মৌলানা আবুল কালাম আজাদ

[B] মহাত্মা গান্ধিজি

[C] জওহরলাল নেহরু

[D] সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর:-  [A] মৌলানা আবুল কালাম আজাদ

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1. আভান্তি কী?

উত্তর:- একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম।

2. ফুয়েরার এবং ইল-দু-চে কাকে বলা হয়?

উত্তর:- যথাক্রমে হিটলার ও মুসোলিনি।

3. ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয় ?

উত্তর:- 19৪2 খ্রিস্টাব্দের ৪ আগস্ট।

4. ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো?

উত্তর:- 19৪5 সালের 1৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন। এটিই ওয়াভেল পরিকল্পনা।

5. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন?

উত্তর:- 1938 সালে হরিপুরা কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু।

6. ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো?

উত্তর:- 19৪2 সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে। স্বায়ত্তশাসনের প্রস্তাব-সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।

7. মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো?

উত্তর:- মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পালামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এটাকেই বলে মাউন্টব্যাটেন পরিকল্পনা।

8. কাদের মধ্যে হয়েছিল রোম-বার্লিন-টোকিও চুক্তি?

উত্তর:- জাপান-ইতালি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 19৪0 সালে রোম-বালিনটোকিও চুক্তিতে স্বাক্ষর করে।

9.  ভিয়েতমিন বলতে কী বোঝো?

উত্তর:- 19৪1 সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো-চি-মিন গড়ে তোলেন ভিয়েতমিন।

10. ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে লিঙ্গজ্যোতি’ কারা মধ্যস্থতা করে?

উত্তর:- 19৪6 সালে ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করে।

11. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলাট কে ছিলেন?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।

12. ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এককথায় লেখো।

উত্তর:- স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় ও কংগ্রেস তৃত মর্যাদা ফিরে পায়।

13. ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে ?

উত্তর:- উত্তর-পূর্ব ভারতে কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী[19৪5]।

14. তাম্রলিপ্ত সরকার কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়? / সর্বাধিনায়ক কে?

উত্তর:- মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে।

15. ক্যাবিনেট মিশন / মন্ত্রী মিশনের সদস্যদের নাম কী ?

উত্তর:- স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ. ভি. আলেকজান্ডার।

16. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- সুইজারল্যান্ডের জেনেভা শহরে।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] MCQ প্রশ্ন উত্তর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ [ষষ্ঠ অধ্যায়] প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad