HS History Question : ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Last Updated:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান – এর দাবি তােলা হয় সেটি হল –

[A] লাহাের

[B] লখনউ

[C] করাচি

[D] ঢাকা ।

উত্তর:- [A] লাহাের

2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন—           

[A] এস এ ডাঙ্গে

[B] মুজফফর আহমেদ

[C] সােমনাথ লাহিড়ি

[D] ফিলিপ স্প্যাট ।

উত্তর:- [C] সােমনাথ লাহিড়ি

3. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল–        

[A] উত্তরপ্রদেশে

[B] চম্পারনে

[C] চাকায়

[D] মিরাটে

উত্তর:- [C] চাকায়

4. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন –        

[A] আবুল কালাম আজাদ

[B] আগা খান

[C] সৈয়দ আহমদ খান

[D] খান আবদুল গফফর খান

উত্তর:- [C] সৈয়দ আহমদ খান

5. লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি দখল করেন তা হল –

[A] তাঞ্জোর

[B] নাগপুর

[C] অযােধ্যা

[D] সম্বলপুর ।

উত্তর:- [C] অযােধ্যা

6. ফজলুল হক ছিলেন বাংলার –           

[A] কৃষক প্রজাদলের নেতা

[B] শ্রমিক প্রজাদলের নেতা

[C] সােশ্যালিস্ট দলের নেতা

[D] কমিউনিস্ট দলের নেতা

উত্তর:- [A] কৃষক প্রজাদলের নেতা

7. ভাইকম সত্যাগ্রহ শুরু করেন –          

[A] কেরালা প্রদেশ কংগ্রেস

[B] হিন্দু মহাসভা

[C] নারায়ণ গুরু

[D] কেশব মেনন ।

উত্তর:- [A] কেরালা প্রদেশ কংগ্রেস

8. মুসলিম লিগ গঠন করেছিলেন–         

[A] মহম্মদ আলি জিন্না

[B] হোসেন সুরাবর্দী

[C] আগা খান

[D] নবাব সলিমউল্লাহ

উত্তর:- [D] নবাব সলিমউল্লাহ

9. অধীনতামূলক মিত্ৰতা নীতি চালু করেন –        

[A] কর্নওয়ালিশ

[B] হেস্টিংস

[C] ওয়েলেসলি

[D] ডালহৌসি

উত্তর:- [C] ওয়েলেসলি

10. কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

[A] ১৮৫৮ খ্রি.

[B] ১৮৬১ খ্রি.

[C] ১৮৯২ খ্রি.

[D] ১৯১০ খ্রি.

উত্তর:- [A] ১৮৫৮ খ্রি.

11. ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইসরয়’ উপাধি পান        

[A] ব্রিটিশ সম্রাট

[B] ভারত সচিব

[C] গভর্নর

[D] গভর্নর জেনারেল

উত্তর:- [D] গভর্নর জেনারেল

12. নবান্ন নাটকের রচয়িতা       

[A] ভবানী ভট্টাচার্য

[B] অমলেন্দু চক্রবর্তী

[C] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

[D] বিজন ভট্টাচার্য

উত্তর:- [D] বিজন ভট্টাচার্য

13. মলে-মিন্টো শাসন সংস্কার আইন পাশ হয়—

[A] ১৮৯২ খ্রিস্টাব্দে

[B] ১৯০৯ খ্রিস্টাব্দে

[C] ১৯১৯ খ্রিস্টাব্দে

[D] ১৯৩৫ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯০৯ খ্রিস্টাব্দ

14. ১৯১৯ খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ?

[A] ১৩ এপ্রিল

[B] ২৩ জানুয়ারি

[C] ১৭ জুলাই

[D] ১২ সেপ্টেম্বর

উত্তর:- [A] ১৩ এপ্রিল

15. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?

[A] সাঁতারা

[B] নাগপুর

[C] হায়দ্রাবাদের নিজাম

[D] মারাঠা নেতা

উত্তর:- [C] হায়দ্রাবাদের নিজাম

16. রাওলাট আইন কবে পাশ হয় ?       

[A] ১৯১০ খ্রিস্টাব্দে

[B] ১৯১৯ খ্রিস্টাব্দে

[C] ১৯২৮ খ্রিস্টাব্দে

[D] ১৯০০ খ্রিস্টাব্দে

উত্তর:- [B] ১৯১৯ খ্রিস্টাব্দে

17. ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন   

[A] মন্টেগু

[B] চেমসফোর্ড

[C] লর্ড কার্জন

[D] লর্ড মিন্টো

উত্তর:- [D] লর্ড মিন্টো

18. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার সময়ে ?           

[A] লর্ড লিটন

[B] লর্ড রিপন

[C] লর্ড নর্থব্রুক

[D] লর্ড ময়রার সময়ে

উত্তর:- [A] লর্ড লিটন

19. রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাস হয় ?      

[A] 1939 খ্রিস্টাব্দে

[খ] 1928 খ্রিস্টাব্দে

[গ] 1919 খ্রিস্টাব্দে

[ঘ] 1900 খ্রিস্টাব্দে

উত্তর:- [গ] 1919 খ্রিস্টাব্দে

20. দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয় ?

[A] 1926 খ্রিস্টাব্দে

[B] 1925 খ্রিস্টাব্দে

[C] 1924 খ্রিস্টাব্দে

[D] 1922 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1926 খ্রিস্টাব্দে

21. ‘ দ্য ইন্ডিয়ান মুসলমানস’গ্রন্থটির রচয়িতা –   

[A] স্যার সৈয়দ আহমদ

[B] অ্যাডাম স্মিথ

[C] উইলিয়াম হান্টার

[D] ডেনিসন রস

উত্তর:- [C] উইলিয়াম হান্টার

22. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন –

[ক] মন্টেগু

[B] চেমসফোর্ড

[গ] লর্ড কার্জন

[D] লর্ড মিন্টো

উত্তর:- [D] লর্ড মিন্টো

23. কোন্ নীতির দ্বারা নানাসাহেবের ‘ বৃত্তি ও পেশােয়া ’ উপাধি বাতিল করা হয় ?

[A] স্বত্ববিলােপ নীতি

[B] বিভাজন ও শাসন নীতি

[C] অধীনতামূলক মিত্ৰতা নীতি

[D] সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি

উত্তর:- [A] স্বত্ববিলােপ নীতি

24. গুজরাটের অচ্ছুৎ আদিবাসীদের বলা হত—  

[A] রাজাপরাজ

[B] কালিপরাজ

[C] উজালিপরাজ

[D] ডোম পরাজ

উত্তর:- [B] কালিপরাজ

25. ‘ বেঙ্গলি ’ পত্রিকায় সম্পাদনা করতেন –       

[A] আনন্দমােহন বসু

[B] সুভাষ বসু

[C] ভূপেন্দ্রনাথ দত্ত

[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- [D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

26. ‘ কেশরী ’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন –        

[A] লাজপৎ রায়

[B] তিলক

[C] অরবিন্দ ঘােষ

[D] বিপিনচন্দ্র পাল

উত্তর:- [B] তিলক

27. লখনউ চুক্তি কবে সম্পাদিত হয় ?    

[ক] 1916 খ্রিস্টাব্দে

[B] 1919 খ্রিস্টাব্দে

[C] 1906 খ্রিস্টাব্দে

[D] 1909 খ্রিস্টাব্দে

উত্তর:- [ক] 1916 খ্রিস্টাব্দে

28. ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল –     

[ক] 1924 খ্রিস্টাব্দে

[খ] 1921 খ্রিস্টাব্দে

[গ] 1923 খ্রিস্টাব্দে

[D] 1920 খ্রিস্টাব্দে

উত্তর:- [গ] 1923 খ্রিস্টাব্দে

29. রাডিক্যাল ডেমােক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন —

[A] গান্ধিজি

[B] জওহরলাল নেহরু

[C] বল্লভভাই প্যাটেল

[D] মানবেন্দ্রনাথ রায়

উত্তর:- [D] মানবেন্দ্রনাথ রায়

30. ‘ সীমান্ত গান্ধি ’ নামে পরিচিত ছিলেন –       

[A] মহাত্মা গান্ধি

[B] মহঃ আলি জিন্নাহ

[C] খান আবদুল গফফর খান

[D] সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তর:- [C] খান আবদুল গফফর খান

31. ‘ INDIA TODAY গ্রন্থের রচয়িতা হলেন –

[A] ড . অনিল শীল

[B] ড . রজনীপাম দত্ত

[C] ড . রমেশচন্দ্র দত্ত

[D] ড . অমলেশ ত্রিপাঠী

উত্তর:- [B] ড . রজনীপাম দত্ত

32. ভারতে গান্ধিজির প্রথম রাজনৈতিক আন্দোলন ছিল –           

[A] চম্পারন সত্যাগ্রহ

[B] আমেদাবাদ সত্যাগ্রহ

[C] খেড়া সত্যাগ্রহ

[D] অহিংস অসহযােগ আন্দোলন

উত্তর:- [A] চম্পারন সত্যাগ্রহ

33. ১৯০৬ খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন –        

[A ]চিত্তরঞ্জন দাশ

[B] মােতিলাল নেহরু

[C] আগা খাঁ

[D] মহম্মদ আলি জিন্না

উত্তর:- [C] আগা খাঁ

34. ‘ NOW OR NEVER’ ইস্তাহারটি কার ?    

[A] আগা খান

[B] মহঃ আলি জিন্নাহ

[C] বাল গঙ্গাধর তিলক

[D] চৌধুরি রহমৎ আলি

উত্তর:- [D] চৌধুরি রহমৎ আলি

35. ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন — 

[A] কেলাপ্পান

[B] ড . আম্বেদকর

[C] এ কে গােপালন

[D] কেশব মেনন

উত্তর:- [D] কেশব মেনন

36. ভারতে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন –      

[A] বি.পি ওয়াদিয়া

[B] লাজপত রায়

[C] পি সি যােশি

[D] ডাঙ্গে

উত্তর:- [A] বি.পি ওয়াদিয়া

37. ১৯৪৩- এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

[ক] ওয়াভেল

[খ] রিপন

[C] আরউইন

[D] ক্লাইভ

উত্তর:- [ক] ওয়াভেল

38. পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত —

[A] চাঁদের পাহাড়

[B] গােরা

[C] চোখের বালি

[D] অশনি সংকেত

উত্তর:- [D] অশনি সংকেত

39. ভারতীয় চট শিল্পের মূল উদ্যোক্তা ছিলেন –  

[A] গুজরাটিরা

[B] মারওয়াড়িরা

[C] বাঙালিরা

[D] পার্সিরা

উত্তর:- [B] মারওয়াড়িরা

40. মন্ট – ফোর্ড শাসন সংস্কার আইনকে ‘ দাসত্বের পরিকল্পনা ’ বলে অভিহিত করেন–

[A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

[B] অ্যানি বেসান্ত

[C] মহাত্মা গান্ধি

[D] মহম্মদ আলি জিন্না

উত্তর:- [B] অ্যানি বেসান্ত

41. সিমলা দৌত্যের সময় বড়ােলাট ছিলেন–    

[A] লর্ড লিটন

[B] লর্ড মিন্টো

[C] লর্ড কার্জন

[D] লর্ড রিপন

উত্তর:- [B] লর্ড মিন্টো

42.  ‘দ্য স্পিরিট অফ ইসলাম ’ গ্রন্থটির লেখক ছিলেন –   

[A] মন্তেস্কু

[B] চৌধুরী রহমৎ আলি

[C] আবুল কালাম আজাদ

[D] সৈয়দ আমীর আলি

উত্তর:- [A] মন্তেস্কু

43. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন –    

[A] জওহরলাল নেহরু

[B] সুভাষচন্দ্র বসু

[C] চিত্তরঞ্জন দাশ

[D] মুজাফফর আহমেদ

উত্তর:- [C] চিত্তরঞ্জন দাশ

44. গান্ধিজি সম্পাদিত পত্রিকাটি হল –   

[A] দীনবন্ধু

[B] সমাচার দর্পণ

[C] হরিজন

[D] কেশরী

উত্তর:- [C] হরিজন

45. শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়ােগ করে —

[A] সিডিশন কমিশন

[B] হান্টার কমিশন

[C] হুইটলি কমিশন

[D] সাইমন কমিশন

উত্তর:- [C] হুইটলি কমিশন

46. ভারতে সর্বপ্রথম ‘ বিভাজন ও শাসন নীতি ’ কার্যকর করেন –

[A] কার্জন

[B] লরেন্স

[C] লিটন

[D] ক্যানিং

উত্তর:- [D] ক্যানিং

47. মুসলিম লিগ প্রতিষ্ঠা হয়েছিল —       

[A] 1915 খ্রিস্টাব্দে

[B] 1903 খ্রিস্টাব্দে

[C] 1906 খ্রিস্টাব্দে

[D] 1909 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1906 খ্রিস্টাব্দে

48. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন —           

[A] গান্ধিজি

[B] আম্বেদকর

[C] কেশব মেনন

[D] নারায়ণ গুরু

উত্তর:- [B] আম্বেদকর

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেখার জন্য

ক্লিক করুন

H.S HISTORY উচ্চমাধ্যমিক ইতিহাস

49. ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল –

[A] জম্মু ও কাশ্মীর

[B] বরােদা

[C] মহীশূর

[D] হায়দরাবাদ

উত্তর:- [D] হায়দরাবাদ

50. কোন্ দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতি গ্রহণ করেছিল ?

[A] জয়পুরের মহারাজা

[B] মারাঠা পেশােয়া দ্বিতীয় বাজীরাও

[C] হায়দরাবাদের নিজাম

[D] টিপু সুলতান

উত্তর:- [C] হায়দরাবাদের নিজাম

51. ওয়ালাদ হীরাচাদ কোন্ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ?   

[A] জাহাজ নির্মাণ

[B] চা

[C] কাগজ

[D] লৌহ – ইস্পাত

উত্তর:- [A] জাহাজ নির্মাণ

52. রাওলাট কমিশনের অপর নাম হল —

[A] সিডিশন কমিশন

[B] সাইমন কমিশন

[C] অ্যাকওয়ার্থ কমিশন

[D] হুইটলি কমিশন

উত্তর:- [A] সিডিশন কমিশন

53. পঞ্চাশের মন্বন্তর বিষয়ক কোন্ গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে ?

[A] আকালের সন্ধানে

[B] নবান্ন

[C] অশনি সংকেত

[D] ক্ষুধার্ত বাংলা : 1943 – এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ

উত্তর:- [D] ক্ষুধার্ত বাংলা : 1943 – এর নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ

54. কোন্ আইনের দ্বারা ভারতে ‘ ভাইসরয় ’ পদের সৃষ্টি হয় ?

[A] 1853 খ্রিস্টাব্দের চার্টার আইনের দ্বারা

[B] 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

[C] 1861 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

[D] 1892 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

উত্তর:- [B] 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা

55. ‘ গান্ধি প্রবর্তিত হরিজন ’ – এর অর্থ –           

[A] অস্পৃশ্য ,

[B] নিপীড়িত ,

[C] ঈশ্বরের সন্তান ,

[D] তপশিলি জাতি

উত্তর:- [C] ঈশ্বরের সন্তান ,

56. মন্টেগু – চেমসফোর্ড আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা করা হয় –

[A] 6 থেকে 14

[B] 8 থেকে 12

[C] 19 থেকে 15

[D] 12 থেকে 20

উত্তর:- [B] 8 থেকে 12

57. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 খ্রিস্টাব্দের –

[A] 6 এপ্রিল

[B] 10 এপ্রিল

[C] 13 এপ্রিল

[D] 19 এপ্রিল

উত্তর:- [C] 13 এপ্রিল

58. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার – ই – হিন্দ উপাধি ত্যাগ করেন –

[A] গান্ধিজি

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] সুভাষচন্দ্র বসু

[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- [A] গান্ধিজি

59. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন –

[A] সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

[B] গুরুদাস বন্দ্যোপাধ্যায়

[C] সত্যেন্দ্রনাথ ঠাকুর

[D] উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর:- [A] সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

60. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় পাশের মন্বন্তর হয়েছিল—

[A] 1940 খ্রিস্টাব্দে

[B] 1942 খ্রিস্টাব্দে

[C] 1943 খ্রিস্টাব্দে

[D] 1945 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1943 খ্রিস্টাব্দে

61. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন ?        

[A] রাজকুমার শুক্লা

[B] রাজেন্দ্র প্রসাদ

[C] বল্লভভাই প্যাটেল

[D] কল্যাণজি মেহতা ।

উত্তর:- [C] বল্লভভাই প্যাটেল

62. কোন্ আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ?

[A] 1909 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা ,

[B] 1919 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা ,

[C] 1927 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা ,

[D] 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা

উত্তর:- [D] 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা

63. ‘ নবান্ন ’ নাটকের রচয়িতা হলেন —  

[A] অমলেন্দু চক্রবর্তী ,

[B] ভবানী ভট্টাচার্য ,

[C] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ,

[D] বিজন ভট্টাচার্য ।

উত্তর:- [D] বিজন ভট্টাচার্য ।

64. ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে-  

[A] কলকাতায়

[B] মুম্বাইতে

[C] হুগলিতে

[D] চন্দননগরে

উত্তর:- [C] হুগলিতে

65. ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা কোনো করেন—

[A] মন্টেগু

[B] কিমেন্ট এটলি

[C] ওয়েলিংটন

[D] ম্যাকডোনাল

উত্তর:- [D] ম্যাকডোনাল

66. মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় ?

[A] লাহোর

[B] লখনউ

[C] মাদ্রাজ

[D] কলকাতা

উত্তর:- [A] লাহোর

67. ‘THE INDIAN MUSALMAR’S গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

[A] সৈয়দ আহমেদ

[B] বিজলে

[C] উইলিয়াম হান্টার

[D] ডেনিসন বসে

উত্তর:- [C] উইলিয়াম হান্টার

68. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে?

[A] দিল্লি

[B] লাহোর

[C] গুজরাট

[D] কলকাতা

উত্তর:- [B] লাহোর

69. সাইমন কমিশন ভারতে আসে         

[A] ১৯২৫ খ্রি:

[B] ১৯২৬ খ্রি:

[C] ১৯২৭ খ্রি:

[D] ১৯২৮ খ্রি:

উত্তর:- [D] ১৯২৮ খ্রি:

70. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয়         

[A] সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

[B] গুরুদাস বন্দ্যোপাধ্যায়

[C] রবীন্দ্রনাথ ঠাকুর

[D] উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর:- [A] সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

71. ভাইকম সত্যাগ্রহ শুরু করে—         

[A] কেরালা প্রদেশ কংগ্রেস

[B] হিন্দু মহাসভা

[C] নারায়ণ গুরু

[D] কেশব মেনন

উত্তর:- [A] কেরালা প্রদেশ কংগ্রেস

72. রাওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেন?

[A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

[B] মহাত্মা গান্ধি

[C] মহম্মদ আলি জিকা

[D] বিপিনচন্দ্র পাল

উত্তর:- [B] মহাত্মা গান্ধি

73. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্তের প্রতিবাদে কে ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেন?

[A] মহাত্মা গান্ধি

[B] রবীন্দ্রনাথ ঠাকুর

[C] মহম্মদ আলি জিন্না

[D] চিত্তরঞ্জন দাশ

উত্তর:- [A] মহাত্মা গান্ধি

74. প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দল যোগদান করেনি ?

[A] কমিউনিস্ট পার্টি

[B] হ মহাস

[C] মুসলিম লিগ

[D] কংগ্রেস

উত্তর:- [D] কংগ্রেস

75. মুসলিম লিগ গঠিত হয়        

[A] ১৯০৬ খ্রি;

[B] ১৯০৭ খ্রি:

[C] ১৯০৮ খ্রি:

[D] ১৯০৯ খ্রি:

উত্তর:- [A] ১৯০৬ খ্রি;

76. মুসলিম লিগের প্রথম অধিবেশন বলে

[A] দিল্লিতে

[B] কলকাতায়

[C] ঢাকায়

[D] লাহোরে

উত্তর:- [C] ঢাকায়

77. মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন –       

[A] মহম্মদ আলি জিন্না

[B] সলিম উল্লাহ

[C] আগা খাঁ

[D] আবুল কালাম আজাদ

উত্তর:- [B] সলিম উল্লাহ

78. রাওলাট কমিশনের অপর নাম হলো 

[A] সিডিশন কমিশন

[B] সাইমন কমিশন

[C] অ্যাকওয়ার্থ কমিশন

[D] শিল্প কমিশন

উত্তর:- [A] সিডিশন কমিশন

79. ১৯০৫ খ্রিস্টাব্দে সিমলা দেীতের উদ্যোখা নিয়েছিলেন

[A] চিত্তরঞ্জন দাশ

[B] জহরলাল নেহরু

[C] আগা খাঁ

[D] মহম্মদ আলি জিন্না

উত্তর:- [C] আগা খাঁ

80. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তিত হয়          

[A] ১৯১৯ খ্রি:

[B] ১৯২০ খ্রি:

[C] ১৯২১ খ্রি:

[D] ১৯২২ খ্রি:

উত্তর:- [A] ১৯১৯ খ্রি:

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1. ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ কাকে বলা হতো?          

উত্তর:- ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরে অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।

2. মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি উল্লেখ করো।      

উত্তর:- প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না।

3. রাওলাট কমিশন কাকে বলে?

উত্তর:- ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি। রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এটাই রাওলাট কমিশন।

4. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো।

উত্তর:- মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।

5. মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল?       

উত্তর:- মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া।

6. কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।

7. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?        

উত্তর:- ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠা করেন।

8. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো।

উত্তর:- হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।

9. স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত লেখো।    

উত্তর:- কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে।

10. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিলেন?

উত্তর:- সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।

11. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় ?

উত্তর:- পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন।

12. সিমলা দৌত্য বলতে কী বোঝো?    

উত্তর:- আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।

13. রাওলাট আইনের একটি শর্ত লেখো।

উত্তর:- এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।

14. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো।        

উত্তর:- এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।

15. ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়        

উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ।

16. ৫০-এর মন্বন্তরের পর সরকার কী গঠন করে? কবে রিপোর্ট জমা পড়ে?

উত্তর:- ১৯৪৩ [১৩৫০ বঙ্গাব্দ] -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গড়ে তোলে। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়ে।

17. ১৯১৬ সালের লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো। 

উত্তর:- এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। এতে কংগ্রেসের শক্তি বাড়ে।

18. কে কোন আইন কে “একটি ধাপ্পাবাজি” বলে উল্লেখ করেছেন?

উত্তর:- ঐতিহাসিক বিপান চন্দ্র ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কে

19. রাওলাট আইন কবে পাস হয় এর পেছনে কি উদ্দেশ্য ছিল?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের আঠারোই মার্চ পাস হয়।

এতে পেছনে উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া।

20. 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে কি ঘটেছিল?  

উত্তর:- 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘেরা মাঠে প্রায় 10 হাজার মানুষের শান্তিপূর্ণ সমাবেশে ইংরেজ পুলিশ বাহিনী মাইকেল ডায়ারের নির্দেশে অতর্কিতে ব্যাপক গুলীবর্ষণ করে এতে বহু মানুষ নিহত ও আহত হয় এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলে।

21. মাহাদ মার্চ কি?        

উত্তর:- মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃষ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত।

22. পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?   

উত্তর:- পুনা চুক্তি ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর গান্ধীজী এবং বি আর আম্বেদকর এর মধ্যে স্বাক্ষরিত হয়।

23. কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল?       

উত্তর:- ১৯২৭খ্রিস্টাব্দে ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনে সাইমন কমিশন গঠিত হয়েছিল।

24. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?       

উত্তর:- ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য জন সায়মনের নেতৃত্বে সাত জন সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তবে তাতে কোন ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল।

25. হুইটলি কমিশন কবে কি জন্য নিয়োগ করা হয়?        

উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য হুইটলি কমিশন নিয়োগ করা হয়।

26. গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়?

উত্তর:- ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।

27. লখনউ চুক্তির ২টি শর্ত লেখো         

উত্তর:- প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়।

28. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

উত্তর:- ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় কি আন্দোলনকারী একদল পুলিশকে পড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে স্কুল পদ আন্দোলন প্রত্যাহার করেন।

29. কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয় ? এর উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না। তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।

30. ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়        

উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ।

31. পঞ্চাশের মন্বন্তরের পর সরকার কী গঠন করে? কবে রিপোর্ট জমা পড়ে?

উত্তর:- ১৯৪৩ [১৩৫০ বঙ্গাব্দ] -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গড়ে তোলে। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়ে।

32. ১৯১৬ সালের লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো। 

উত্তর:- এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। এতে কংগ্রেসের শক্তি বাড়ে।

33. ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ কাকে বলা হতো?        

উত্তর:- ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরে অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।

34. মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি উল্লেখ করো।    

উত্তর:- প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না।

35. রাওলাট কমিশন কাকে বলে?         

উত্তর:- ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি। রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এটাই রাওলাট কমিশন।

36. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো।

উত্তর:- মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।

37. মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল?     

উত্তর:- মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া।

38. কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।

39. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?      

উত্তর:- ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠা করেন।

40. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো।

উত্তর:- হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।

41. স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত লেখো।  

উত্তর:- কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে।

42. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিলেন?

উত্তর:- সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।

43. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় ?

উত্তর:- পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন।

44. সিমলা দৌত্য বলতে কী বোঝো?    

উত্তর:- আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।

45. রাওলাট আইনের একটি শর্ত লেখো।

উত্তর:- এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।

46. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো।        

উত্তর:- এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।

47. গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়?

উত্তর:- ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।

48. লখনউ চুক্তির ২টি শর্ত লেখো।        

উত্তর:- প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়।

49. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?

উত্তর:- ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় কি আন্দোলনকারী একদল পুলিশকে পড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে স্কুল পদ আন্দোলন প্রত্যাহার করেন।

50. কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয় ? এর উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না। তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad