HS History Question : অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়ে ?

[A] মনমোহন সিং

[B] পি, ভি, নরসিমা রাও

[C] রাজীব গান্ধি

[D] বাজপেয়ী

উত্তর:-  [B] পি, ভি, নরসিমা রাও

2. আটলান্টিক চাটার স্বাক্ষরিত হয়        

[A] 1940 খ্রিস্টাব্দে

[B] 1941 খ্রিস্টাব্দে

[C] 1942 খ্রিস্টাব্দে

[D] 1943 খ্রিস্টাব্দে

উত্তর:-  [B] 1941 খ্রিস্টাব্দে

3. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন

[A] শেখ মুজিবুর

[B] মহম্মদ আলি জিন্না

[C] তাজউদ্দিন আহমেদ

[D] মহাত্মা গান্ধি

উত্তর:-  [A] শেখ মুজিবুর

4. বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন —

[A] আয়ুব খাঁ

[B] জুলফিকার আলি ভুট্টো

[C] মহম্মদ আলি জিন্না

[D] ইয়াহিয়া খাঁ।

উত্তর:- [D] ইয়াহিয়া খাঁ

5. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন

[A] শেখ মুজিবর রহমান

[B] ফজলুল হক

[C] সুরাবর্দি

[D] ফজলুল শেক।

উত্তর:- [A] শেখ মুজিবর রহমান

6. ভারতের সংবিধান কার্যকর হয় –       

[A] 1947 খ্রিঃ

[B] 1950 খ্রিঃ

[C] 1952 খ্রিঃ

[D] 1952 খ্রিঃ।

উত্তর:- [B] 1950 খ্রিঃ

7. দক্ষিন এশিয়ার সহযােগিতামূলক সংস্থা হল –

[A] আসিয়ান

[B] সার্ক

[C] ন্যাটো

[D] আরবলিগ।

উত্তর:- [B] সার্ক

8. জেকুইস ম্যাসু ছিলেন –        

[A] ফরাসি জেনারেল

[B] বেলজিয়াম সেনাপতি

[C] ব্রিটিশ রাষ্ট্রদূত

[D] রাশিয়ার বিদেশমন্ত্রী।

উত্তর:- [A] ফরাসি জেনারেল

9. আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় —   

[A] 1939 খ্রিঃ

[B] 1942 খ্রিঃ

[C] 1943 খ্রিঃ

[D] 1941 খ্রিঃ।

উত্তর:- [D] 1941 খ্রিঃ

10. বি – উপনিবেশিকরণ বলতে বােঝায় –       

[A] বিশেষ উপনিবেশ স্থাপন

[B] বাণিজ্যিক উপনিবেশ স্থাপন

[C] উপনিবেশ ত্যাগ করা

[D] উপনিবেশ বিস্তার করা।

উত্তর:- [C] উপনিবেশ ত্যাগ করা

11. বাংলাদেশের আইনসভার নাম –     

[A] লােকসভা

[B] জাতীয় সভা

[C] জাতীয় সংসদ

[D] জাতীয় পরিষদ।

উত্তর:- [C] জাতীয় সংসদ

12. ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান

[A] শান্তিস্বরূপ ভাটনাগর

[B] মেঘনাদ সাহা

[C] হােমি জাহাঙ্গির ভাবা

[D] রাজা রামাইয়া।

উত্তর:- [C] হােমি জাহাঙ্গির ভাবা

13. পাক সরকার কোন ভাষাকে দেশের রাষ্ট্রভাষা হিসাবে পূর্ববঙ্গে চাপিয়ে দিতে হলেন ? –

[A] বাংলা

[B] পাঞ্জাবি

[C] উর্দু

[D] আরবি।

উত্তর:- [C] উর্দু

14. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা দান করেন যে  প্রধানমন্ত্রী –

[A] লালবাহাদুর শাস্ত্রী

[B] জওহরলাল নেহরু

[C] রাজীব গান্ধি

[D] ইন্দিরা গান্ধি।

উত্তর:- [D] ইন্দিরা গান্ধি

15. অব-উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে–

[A] প্রথম বিশ্বের

[B] দ্বিতীয় বিশ্বের

[C] তৃতীয় বিশ্বের

[D] পঞ্চম বিশ্বের

উত্তর:-  [C] তৃতীয় বিশ্বের

16. ইন্দোচিনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল ?

[A] ব্রিটেনের

[B] ফ্রান্সের

[C] ডেনমার্কের

[D] রাশিয়ার

উত্তর:-  [B] ফ্রান্সের

17. আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল?          

[A] দিনেমারদের

[B] পোর্তুগালের

[C] ফরাসিদের

[D] আমেরিকার

উত্তর:-  [C] ফরাসিদের

18. ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল ?         

[A] স্পেনীয়দের

[B] ব্রিটিশদের

[C] পোর্তুগিজদের

[D] ডাচদের

উত্তর:-  [D] ডাচদের

অব-উপনিবেশীকরণ হতে ছোটো প্রশ্ন উত্তর [MCQ]

19. আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল –

[A] ফ্রান্স

[B] ইংল্যান্ড

[C] পর্তুগাল

[D] রাশিয়া।

উত্তর:-  [A] ফ্রান্স।

20. বি-উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন –

[A] ড : সুকর্ন 

[B] জুলিয়াস বন

[C] নেহরু 

[D] ই . এইচ . কার

উত্তর:-  [B] জুলিয়াস বন।

21. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে —           

[A] 1946 খ্রিঃ

[B] 1950 খ্রিঃ

[C] 1952 খ্রিঃ

[D] 1955 খ্রিঃ।

উত্তর:- [B] 1950 খ্রিঃ

22. স্বাধীন বাংলাদেশের জন্ম হয় –        

[A] 1965 খ্রিঃ

[B] 1970 খ্রিঃ

[C] 1971 খ্রিঃ

[D] 1972 খ্রিঃ।

উত্তর:- [C] 1971 খ্রিঃ

23. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন যেখানে হয়েছিল

[A] ঢাকা

[B] ইসলামাবাদ

[C] দিল্লী

[D] কাঠমাণ্ডু।

উত্তর:- [A] ঢাকা

24. ভারতে স্বেচ্ছাধীন ক্ষমতা কে প্রয়ােগ করতে পারেন ? –

[A] রাষ্ট্রপতি

[B] রাজ্যপাল

[C] প্রধানমন্ত্রী

[D] মুখ্যমন্ত্রী।

উত্তর:- [A] রাষ্ট্রপতি

25. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন –

[A] সুহার্তো

[B] হাত্তা

[C] হাবিবি

[D] ড : সুকর্ণ।

উত্তর:- [D] ড : সুকর্ণ

26. ইন্দোনেশিয়া যাদের উপনিবেশ ছিল —       

[A] ব্রিটেনের

[B] পাের্তুগালের

[C] হল্যান্ডের

[D] ফ্রান্সের।

উত্তর:- [C] হল্যান্ড

27. ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট যে দেশের সংগঠন ছিল

[A] ইন্দোনেশিয়া

[B] আলজেরিয়া

[C] ভিয়েতনাম

[D] মালয় ।

উত্তর:- [B] আলজেরিয়া

28. ভারতে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়

[A] 1950 – 51 খ্রিঃ

[B] 1951 – 52 খ্রিঃ

[C] 1952 – 53 খ্রিঃ

[D] 1953 – 54 খ্রিঃ।

উত্তর:- [B] 1951 – 52 খ্রিঃ

29. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়

[A] 1947 খ্রিঃ

[B] 1950 খ্রিঃ

[C] 1951 খ্রিঃ

[D] 1952 খ্রিঃ।

উত্তর:- [C] 1951 খ্রিঃ

30. ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন কবে বসেছিল

[A] 1980 খ্রিঃ

[B] 1983 খ্রিঃ

[C] 1985 খ্রিঃ

[D] 1988 খ্রিঃ।

উত্তর:- [C] 1985 খ্রিঃ

31. ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় –       

[A] 1947 খ্রিঃ

[B] 1950 খ্রিঃ

[C] 1953 খ্রিঃ

[D] 1964 খ্রিঃ।

উত্তর:- [C] 1953 খ্রিঃ

32. ইন্দোনেশিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে

[A] 1949 খ্রিঃ

[B] 1950 খ্রিঃ

[C] 1952 খ্রিঃ

[D] 1960 খ্রিঃ।

উত্তর:- [B] 1950 খ্রিঃ

33. কায়েদ-ই আজম বলা হতো —        

[A] আগা খাঁ-কে

[B] জিন্নাকে

[C] চিরাগ আলিকে

[D] সলিম উল্লাহকে।

উত্তর:- [B] জিন্নাকে

34. ভারতীয় অর্থনীতিকে বলা হয় –       

[A] মিশ্র

[B] সমাজতান্ত্রিক

[C] পুঁজিবাদী

[D] সাম্যবাদী।

উত্তর:- [A] মিশ্র

35. অব-উপনিবেশীকরণের ফলে উত্থান ঘটে –

[A] প্রথম বিশ্বের

[B] দ্বিতীয় বিশ্বের

[C] তৃতীয় বিশ্বের

[D] পঞ্চম বিশ্বের।

উত্তর:- [C] তৃতীয় বিশ্বের

36. ইন্দোচিনে কাদের উপনিবেশ গড়ে উঠেছিল ? –

[A] ব্রিটেনের

[B] ফ্রান্সের

[C] ডেনমার্কের

[D] রাশিয়ার।

উত্তর:- [B] ফ্রান্সের

37. ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল ? –

[A] স্পেনীয়দের

[B] ব্রিটিশদের

[C] পোর্তুগিজদের

[D] ডাচদের।

উত্তর:- [D] ডাচদের।

38. ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন

[A] বি . আর আম্বেদকর

[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[C] জওহরলাল নেহরু

[D] বল্লভাই প্যাটেল।

উত্তর:- [A] বি . আর আম্বেদকর

39. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন       

[A] ম্যান্ডেলা

[B] ড. সুকর্ণ

[C] সুহার্তো

[D] হাব্বিবি

উত্তর:-  [B] ড. সুকর্ণ

40. শ্রীলঙ্কার আগের নাম ছিল—          

[A] লাক্ষাদ্বীপ

[B] সিংহল

[C] মালদ্বীপ

[D] লঙ্কাদ্বীপ

উত্তর:-  [B] সিংহল

41. 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে—

[A] 13 আগস্ট

[B] 15 আগস্ট

[C] 14 আগস্ট

[D] 16 আগস্ট

উত্তর:-  [C] 14 আগস্ট

42. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—

[A] জিন্না

[B] আয়ুব খান

[C] ভুট্টো

[D] কেউই নন

উত্তর:-  [A] জিন্না

43. কায়েদ-ই আজম বলা হতো 

[A] আগা খাঁ-কে

[B] জিন্নাকে

[C] চিরাগ আলিকে

[D] সলিম উল্লাহকে

উত্তর:-  [B] জিন্নাকে

44. ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি ছিলেন

[A] জওহরলাল নেহরু

[B] এন . আর পিল্লাই

[C] আর . কে . পাতিল

[D] তারালােক সিং

উত্তর:- [A] জওহরলাল নেহেরু

45. পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম –

[A] সেনেট

[B] রাজ্যসভা

[C] লােকসভা

[D] ন্যাশনাল অ্যাসেম্বলি।

উত্তর:- [D] ন্যাশনাল অ্যাসেম্বলি

46. 1990 এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় –

[A] মনমোহন সিং

[B] পি.ভি. নরসিমা রাও

[C] রাজীব গান্ধী

[D] অটলবিহারী বাজপেয়ী।

উত্তর:- [B] পি.ভি. নরসিমা রাও

47. SAARC কার মস্তিস্ক প্রসূত ? –      

[A] ফজলুল হক

[B] জুলফিকার আলি ভুট্টো

[C] ইয়াহিয়া খান

[D] জিয়াউর রহমান

উত্তর:- [D] জিয়াউর রহমান

48.  পি . সি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন ? –

[A] প্রথম

[B] দ্বিতীয়

[C] তৃতীয় 

[D] চতুর্থ।

উত্তর:- [B] দ্বিতীয়

49. 1951 খ্রিস্টাব্দে প্রথম INDIAN INSTITUTE OF TECHNOLOGY স্থাপিত হয় –

[A] শিবপুরে

[B] কানপুরে

[C] খড়গপুরে

[D] যাদবপুরে।

উত্তর:- [C] খড়গপুরে

50. প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ? –

[A] ঘানা

[B] কঙ্গো

[C] মরক্কো

[D] মাল্টা।

উত্তর:- [B] কঙ্গো

51. ভারতের নামসর্বস্ব শাসক হলেন –   

[A] প্রধানমন্ত্রী

[B] রাজ্যপাল

[C] মুখ্যমন্ত্রী

[D] রাষ্ট্রপতি।

উত্তর:- [D] রাষ্ট্রপতি

52. SAARC এর বর্তমান সদস্য হল —

[A] 6

[B] 7

[C] 8

[D] 9।

উত্তর:- [C] 8

53. মাও মাও আন্দোলন সংগঠিত হয় –

[A] কেনিয়াতে

[B] আলজেরিয়াতে

[C] কঙ্গোতে

[D] জাম্বিয়াতে।

উত্তর:- [A] কেনিয়াতে

54. রাজ্যসভায় সভাপতিত্ব করেন —     

[A] স্পিকার

[B] প্রধানমন্ত্রী

[C] রাষ্ট্রপতি

[D] উপরাষ্ট্রপতি।

উত্তর:- [D] উপরাষ্ট্রপতি

55. সিমলা চুক্তির সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন —

[A] রাজীব গান্ধী

[B] ইন্দিরা গান্ধী

[C] বাজপেয়ী

[D] নেহেরু।

উত্তর:- [B] ইন্দিরা গান্ধী

56. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন

[A] ম্যান্ডেলা

[B] ড. সুকর্ণ

[C] সুহার্তো

[D] হাব্বিবি।

উত্তর:- [B] ড. সুকর্ণ

57. শ্রীলঙ্কার আগের নাম ছিল —         

[A] লাক্ষাদ্বীপ

[B] সিংহল

[C] মালদ্বীপ

[D] লাক্ষাদ্বীপ।

উত্তর:- [B] সিংহল

58. 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীনতা লাভ করে –

[A] 13 আগস্ট

[B] 15 আগস্ট

[C] 14 আগস্ট

[D] 16 আগস্ট।

উত্তর:- [C] 14 আগস্ট

59. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

[A] জিন্না

[B] আয়ুব খান

[C] ভুট্টো

[D] কেউই নন।

উত্তর:- [A] জিন্না

60. ভারতীয় অর্থনীতিকে বলা হয়—      

[A] মিশ্র

[B] সমাজতান্ত্রিক

[C] পুঁজিবাদী

[D] সাম্যবাদী

উত্তর:-  [A] মিশ্র

61. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়        

[A] ঢাকায়

[B] ব্যাঙ্গালোরে

[C] ইসলামাবাদে

[D] কাঠমান্ডুতে

উত্তর:-  [A] ঢাকায়

62. ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়—

[A] 1947-48 খ্রিস্টাব্দে

[B] 1949-50 খ্রিস্টাব্দে

[C] 1950-51 খ্রিস্টাব্দে

[D] 1951-52 খ্রিস্টাব্দে

উত্তর:-  [D] 1951-52 খ্রিস্টাব্দে

63. ভারতের নামসর্বস্ব শাসক হলেন –   

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] রাজ্যপাল

[D] স্পিকার

উত্তর:-  [A] রাষ্ট্রপতি

64. বাংলাদেশের আইনসভার নাম হলো

[A] সিনেট

[B] জাতীয় সভা

[C] জাতীয় সংসদ

[D] জাতীয় পরিষদ

উত্তর:-  [C] জাতীয় সংসদ

65. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় –         

[A] 1949 খ্রিস্টাব্দে

[B] 1951 খ্রিস্টাব্দে

[C] 1952 খ্রিস্টাব্দে

[D] 1953 খ্রিস্টাব্দে

উত্তর:-  [B] 1951 খ্রিস্টাব্দে

66. অব-উপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন

[A] ই. এইচ. কার

[B] জুলিয়াস বন

[C] জে. এল. নেহরু

[D] ড. সুকর্ণ

উত্তর:-  [B] জুলিয়াস বন

67. ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল—

[A] 1980 খ্রিস্টাব্দে

[B] 1985 খ্রিস্টাব্দে

[C] 1990 খ্রিস্টাব্দে

[D] 1983 খ্রিস্টাব্দে

উত্তর:-  [B] 1985 খ্রিস্টাব্দে

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1. ভারত কবে প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটায় ?

উত্তর:- 1975 সালে ।

2. বেনবেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন ?

উত্তর:- আলজেরিয়ার ।

3. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- লর্ড মাউন্ট ব্যাটেন ।

4. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- চক্রবর্তী রাজা গােপালাচারী ।

5. LOC কী ?              

উত্তর:- আজাদ কাশ্মীর ও ভারতের অধীনস্ত কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখাকে LOC বলে ।

6. দিল্লী চুক্তি বা নেহরু- লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- 1950 খ্রিঃ ।

7. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন ?

উত্তর:- আহমেদ বেনবেল্লা ।

8. অ্যাঙ্গোলো কাদের উপনিবেশ ছিল ?

উত্তর:- পাের্তুগালের ।

9. কোন দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয় ?

উত্তর:- 16 ই ডিসেম্বর ।

10. সিমলা চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- ইন্দিরা গান্ধি

11. উপনিবেশ কাকে বলে ?     

উত্তর:- যখন কোনাে সাম্রাজ্যবাদী শক্তি নিজের দেশের বাইরে অন্য কোনাে দেশ জোর পূর্বক দখল করে নেয় এবং সেই দেশের অর্থনীতি তথা সম্পদ নিজ দেশের স্বার্থে ব্যবহার করে তখন সেই দুর্বল রাষ্ট্রটিকে প্রথম রাষ্ট্রের উপনিবেশ বলা হয় ।

12. অব – উপনিবেশিকরণ কী ?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া , আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন উপনিবেশগুলি সাম্রাজ্যবাদী শক্তির অধীন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তীব্র সংগ্রামে অবতীর্ণ হয় । ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলি এই মুক্তির লড়াইকে অব – উপনিবেশিকরণ বলে ।

13. সার্ক কী ?              

উত্তর:- দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযােগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত , বাংলাদেশ , পাকিস্তান , নেপাল , ভুটান , শ্রীলঙ্কা , মালদ্বীপ সহ মােট সাতটি দেশ 1985 খ্রিঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তােলে যা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযােগিতা সংস্থা বা সার্ক নামে পরিচিত ।

14. হােমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন ?

উত্তর:- ভারতে পারমাণবিক ও মহাকাশ গবেষণার সূত্রপাত করেছিলেন হােমি জাহাঙ্গির ভাবা । তিনি ভারতের পরমাণু কমিশনের চেয়ারম্যান ছিলেন ।

15. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ সুকর্ণ।

16. আলজেরিয়া কবে , কোন দেশের অধীন থেকে স্বাধীনতা লাভ করে ?

উত্তর:- আলজেরিয়া 1962 খ্রিঃ ফ্রান্সের অধীন থেকে স্বাধীনতা লাভ করে ।

17. ভারতীয় গণ পরিষদের সভাপতি কে ছিলেন ? কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় ?

উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ , 1949 খ্রিঃ 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় ।

18. কবে , কোথায় , কার উদ্যোগে ভারতে প্রথম আই আই টি , প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- 1951 খ্রিঃ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে খড়গপুরে প্রথম আই আই টি . প্রতিষ্ঠিত

19. বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নাম লেখাে ।

উত্তর:- বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামি লিগ , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বি . এন . টি . , জামাতি ইসলামি , জাতীয় পার্টি প্রভৃতি ।

20. ভারতে কে , কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন ?

উত্তর:- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1951 খ্রিঃ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন ।

21. প্রথম কৃষ্ণাঙ্গ দেশ হিসেবে কোন দেশ স্বাধীনতা পেয়েছিল ?

উত্তর:- দক্ষিণ আফ্রিকা ।

22. সার্ক এর সদর দপ্তর কোথায় ?        

উত্তর:- নেপালের কাঠমাণ্ডু ।

23. সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল ?       

উত্তর:- সার্ক গঠনের উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলির অর্থনীতি , প্রযুক্তি , শিক্ষা , বিজ্ঞান , কারিগরি ও সংস্কৃতির আদান প্রদান ও সহযােগিতার ক্ষেত্র প্রস্তুত করা ।

24. সার্ক প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব কে দেন ?           

উত্তর:- 1980 খ্রিঃ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ।

25. চার্লস দ্য গল কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন ?

উত্তর:- ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ছিলেন ।

26. নেহরু – মহলানবিশ মডেল কাকে বলে ?

উত্তর:- প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পি. সি. মহলানবিশ 1955 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু সামান্য সংশোধনের পর এটি প্রয়োগ করেন। এটাকেই বলা হয় নেহরু-মহলানবিশ মডেল।

27. তৃতীয় পঞবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও সময় লেখো।

উত্তর:- এই পরিকল্পনার সময়কাল 1961–66 খ্রি:। লক্ষ্য ছিল [I] বাৎসরিক 5 শতাংশ রাজস্ব বৃদ্ধি করা। [II] খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন।

28. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2টি গুরুত্ব লেখো।

উত্তর:- প্রথমত, অর্থনীতিতে গতি আসে। দ্বিতীয়ত, জাতীয় আয় 6.21 শতাংশ হারে বৃদ্ধি পায়।

29. SAARC -এর সম্পূর্ণ নাম কী ?       

উত্তর:- SOUTH ASIAN ASSOCIASION FOR REGIONAL CO-OPERATION.

30. . হোমি জাহাঙ্গির ভাবা’র পরিচয় দাও।         

উত্তর:- নেহরুর সময়কালে ভারতের পারমাণবিক গবেষণার মুখ্য উপদেষ্টা ছিলেন ভাবা। 1948 সালে তার নেতৃত্বে ভারতীয় শক্তি কমিশন গড়ে ওঠে।

31. কবে ভারতকে ‘দেউলিয়া রাষ্ট্র’ বলে চিহ্নিত করা হয়?

উত্তর:- 1990 সালে উপসাগরীয় যুদ্ধ ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় অর্থনীতি দিশা হারায়। এজন্য 1991 সালে IMF ভারতকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করে।

32. অব-উপনিবেশীকরণ কাকে বলে? এর প্রথম প্রয়োগ কে করেন?

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ঔপনিবেশিক বন্ধন ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। এই ঘটনাকেই বলা হয় অব-উপনিবেশীকরণ। সর্বপ্রথম জামান বিশেষজ্ঞ মরিৎস জুলিয়াস বন 1932 সালে এই শব্দটি প্রয়োগ করেন।

33. কী কারণে উপনিবেশবাদের অবসান হলো?

উত্তর:- প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশের আর্থিক প্রতিপত্তি কমে যাওয়ায় উপনিবেশগুলি ধরে রাখা সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, উপনিবেশগুলিকে স্বাধীন করে দেওয়ার বিষয়ে রাশিয়া ও আমেরিকা চাপ দিচ্ছিল।

34. আলজেরিয়া কবে স্বাধীনতা পায়? এর প্রথম রাষ্ট্রপতির নাম কী?

উত্তর:- ফ্রান্সের কবল থেকে 1962 সালে মুক্ত হয় আলজেরিয়া। এর প্রথম রাষ্ট্রপতি হন আহম্মদ বেন বেল্লা।

35. কবে হয়েছিল সিক্কাক-এর যুদ্ধ? যুদ্ধে কে হেরে যায় ?

উত্তর:- 1836 সালে আলজেরিয়ার লড়াকু নেতা আল-কাদিরের গেরিলা বাহিনীর সঙ্গে ফরাসি বাহিনীর যুদ্ধ হয়। সিক্কাক-এর যুদ্ধে আল-কাদির হেরে যান।

36. পাকিস্তানের পার্লামেন্টের ক’টি কক্ষ ? কী কী?

উত্তর:- পাক আইনসভার 2টি কক্ষ। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ জাতীয় পরিষদ নামে পরিচিত।

37. কার নেতৃত্বে, কবে ভারতে পরিকল্পনা কমিশন গড়ে ওঠে?

উত্তর:- ভারত স্বাধীন হওয়ার পর 1950 সালে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গড়ে তোলা হয়।

38. বাংলা ভাষার জন্য কবে পূর্ববঙ্গে চূড়ান্ত আন্দোলন হয়? এতে কারা শহিদ হন ?

উত্তর:- বাংলা ভাষার সম্মান রক্ষার্থে 1952 সালের 21 ফেব্রুয়ারি পূর্ববঙ্গে জোরদার আন্দোলন হয়। আন্দোলনে পাক পুলিশের গুলিচালনায় প্রাণ দেন মহম্মদ সালাউদ্দিন, আব্দুল জববার, আবুল বরকত ও রফিকউদ্দিন।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad