Dear student
তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |
1. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
[A] 1943 খ্রিস্টাব্দে
[B] 1945 খ্রিস্টাব্দে
[C] 1946 খ্রিস্টাব্দে
[D] 1948 খ্রিস্টাব্দে
উত্তর:-[B] 1945 খ্রিস্টাব্দে
2. প্রতিষ্ঠার সময়ে ন্যাটোর সদস্যসংখ্যা ছিল—
[A] 9
[B] 11
[C] 12
[D] 24টি দেশ
উত্তর:-[C] 12
3. পঞশীল নীতি ঘোষণা করেন
[A] মাও-সে-তুং
[B] জওহরলাল নেহরু
[C] জিমি কার্টার
[D] মার্শাল টিটো
উত্তর:- [B] জওহরলাল নেহরু
4. মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল—
[A] 16
[B] 20
[C] 22
[B] 25টি দেশ
উত্তর:- [A] 16
5. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো—
[A] ন্যাটো
[B] ব্রাসেলস
[C] সিমেটো
[D] ওয়ারশ
উত্তর:- [A] ন্যাটো
6. বিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। আমেরিকার মিসৌরি প্রদেশের যে কলেজটিতে তার বিখ্যাত ফালটন বক্তৃতা দেন , সেই কলেজটির নাম হল ?
[A] ট্রিনিটি কলেজ
[B] ওয়েস্টমিনস্টার
[C] হার্ভার্ড
[D] ওয়েলিংটন
উত্তর:- [B] ওয়েস্টমিনস্টার
7. মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ .কেন্নান , মি .
[A] দি ফরেন অ্যাফেয়ার্স
[B] দি ডন
[C] দি সানডে এক্সপ্রেস
[D] কারেন্ট অ্যাফেয়ার্স
উত্তর:- [C] দি সানডে এক্সপ্রেস
8. ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয় — ?
[A] 1952 খ্রিস্টাব্দের 14 মে ।
[B] 1953 খ্রিস্টাব্দের 14 মে
[C] 1954 খ্রিস্টাব্দের 14 মে
[D] 1955 খ্রিস্টাব্দের 14 মে
উত্তর:- [D] 1955 খ্রিস্টাব্দের 14 মে
9. ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল — ?
[A] ইউরােপ মহাদেশে
[B] এশিয়া মহাদেশে ।
[C] আফ্রিকা মহাদেশে ।
[D] উত্তর আমেরিকা মহাদেশে
উত্তর:- [A] ইউরােপ মহাদেশে
10. ঠান্ডা লড়াই – এর ক্ষেত্রে দু – পক্ষের প্রধান শক্তিগুলি ছিল ?
[A] ফ্রান্স ও গ্রেট ব্রিটেন
[B] সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ব্রিটেন ও জার্মানি
[D] জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর:- সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
11. কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল—
[A] আমেরিকা
[B] ব্রিটেন
[C] ফ্রান্স
[D] রাশিয়া
উত্তর:-[D] রাশিয়া
12. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে ?
[A] বান্দুং
[B] বেলগ্রেড
[C] তেহরান
[D] নতুন দিল্লি
উত্তর:- [B] বেলগ্রেড
13. গণপ্রজাতন্ত্রী চিন প্রতিষ্ঠিত হয় –
[A] 1945 খ্রি:
[B] 1947 খ্রি:
[C] 1948 খ্রি:
[D] 1949 খ্রি:
উত্তর:- [D] 1949 খ্রি:
14. বার্লিন অবরোধ হয়েছিল
[A] 1944 খ্রি:
[B] 1946 খ্রি:
[C] 1945 খ্রি:
[D] 1948 খ্রি:
উত্তর:- [C] 1945 খ্রি:
15. ফিদেল কাস্ত্রো ছিলেন –
[A] মার্কসবাদী
[B] সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি
[C] সাম্যবাদী
[D] পুঁজিবাদী
উত্তর:-[B] সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি
16. আধুনিক মিশরের জনক
[A] নাসের
[B] কাস্ত্রো
[C] মাও-সে-তুং
[D] ভুট্টো
উত্তর:- [A] নাসের
17. দক্ষিণ – পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রােধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি কার্যকর করে তা হল ?
[A] ট্রম্যান নীতি
[B] কেন্নানের বেষ্টনী নীতি
[C] শক্তিসাম্য নীতি
[D] জোটনিরপেক্ষ নীতি
উত্তর:- [C] শক্তিসাম্য নীতি
18. পটসডাম সম্মেলনে যে সংকটের বীজ বােনা হয় তা হল ?
[A] সুয়েজ সংকট
[B] ভিয়েতনাম সংকট
[C] বার্লিন সংকট
[D] কঙ্গাে সংকট
উত্তর:- [C] বার্লিন সংকট
19. বার্লিন অবরােধ শুরু হয় ?
[A] 24 জুন , 1945 খ্রিস্টাব্দে
[B] 24 জুন , 1946 খ্রিস্টাব্দে
[C] 24 জুন , 1947 খ্রিস্টাব্দে
[D] 24 জুন , 1948 খ্রিস্টাব্দে
উত্তর:- [D] 24 জুন , 1948 খ্রিস্টাব্দে
20. বার্লিন অবরােধ প্রত্যাহৃত হয় —?
[A] 1946 খ্রিস্টাব্দের 12 মে
[B] 1947 খ্রিস্টাব্দের 12 মে
[C] 1948 খ্রিস্টাব্দের 12 মে
[D] 1949 খ্রিস্টাব্দের 12 মে
উত্তর:- [D] 1949 খ্রিস্টাব্দের 12 মে
21. যে দেশটি পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়ক পথ অবরােধ করে সেটি হল —?
[A] সােভিয়েত রাশিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ফ্রান্স
[D] পারস্য
উত্তর- [A] সােভিয়েত রাশিয়া
22. বার্লিন প্রাচীর গড়া হয়েছিল ?
[A] 1958 খ্রিস্টাব্দের 13 আগস্ট
[B] 1959 খ্রিস্টাব্দের 13 আগস্ট
[C] 1960 খ্রিস্টাব্দের 13 আগস্ট
[D] 1961 খ্রিস্টাব্দের 13 আগস্ট
উত্তর:- [D] 1961 খ্রিস্টাব্দের 13 আগস্ট
23. বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় — ?
[A] 1986 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ।
[B] 1987 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ।
[C] 1988 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ।
[D] 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ।
উত্তর :- [D] 1989 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ।
24. দুই জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় — ?
[A] 1987 খ্রিস্টাব্দের 3 অক্টোবর ।
[B] 1988 খ্রিস্টাব্দের 3 অক্টোবর ।
[C] 1989 খ্রিস্টাব্দের 3 অক্টোবর
[D] 1990 খ্রিস্টাব্দের 3 অক্টোবর
উত্তর:- [D] 1990 খ্রিস্টাব্দের 3 অক্টোবর
25. NATO গঠিত হয় — ?
[A] 1947 খ্রি .
[B] 1948 খ্রি
[C] 1949 খ্রি .
[D] 1950 খ্রি .
উত্তর:- [C] 1949 খ্রি .
26. বিশ্বে ন্যাটোর সদস্য রাষ্ট্র ছিল —
[A] 24টি দেশ
[B] 26টি দেশ
[C] 28টি দেশ
[D] 30টি দেশ
উত্তর:- [C] 28টি দেশ
27. ন্যাটো জোটের সদস্য ছিল না এমন একটি দেশ হল —?
[A] ব্রিটেন
[B] ফ্রান্স
[C] ইতালি
[D] কিউবা
উত্তর:- [D] কিউবা
28. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় –
[A] 1943 খ্রি:
[B] 1944 খ্রি:
[C] 1945 খ্রি:
[D] 1946 খ্রি:
উত্তর:- [C] 1945 খ্রি:
29. ইয়মকিপুর যুদ্ধ[1973 খ্রি.] কাদের মধ্যে সংঘটিত হয়?
[A] সিরিয়া-মিশর
[B] আরব-ইজরায়েল
[C] আরব-সিরিয়া
[D] আরব-আমেরিকা
উত্তর:- [B] আরব-ইজরায়েল
30. ফালটন বক্তৃতা প্রদান করেন
[A] রুজভেল্ট
[B] ট্রুম্যান
[C] চার্চিল
[D] উইলসন
উত্তর:- [C] চার্চিল
31. হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন –
[A] পররাষ্ট্র সচিব
[B] বিদেশমন্ত্রী
[C] অর্থমন্ত্রী
[D] রাষ্ট্রপতি
উত্তর:- [D] রাষ্ট্রপতি
32. মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল—
[A] রাশিয়া
[B] আমেরিকা
[C] ব্রিটেন
[D] ইতালি
উত্তর:- [B] আমেরিকা
33. কবে সুয়েজ খাল জাতীয়করণ-এর কথা ঘোষিত হয় ?
[A] 1956
[B] 1958
[C] 1960
[D] 1959 সালে
উত্তর:-[A] 1956
34. কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিত হয়েছিল ?
[A] 33 ডিগ্রি
[B] 38 ডিগ্রি
[C] 42 ডিগ্রি
[D] 46 ডিগ্রি
উত্তর:- [B] 38 ডিগ্রি
35. ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন
[A] সুকর্ণ
[B] নগুয়েন গিয়াপ
[C] বাও দাই
[D] হো-চি-মিন
উত্তর:- [D] হো-চি-মিন
36. ভিয়েতমিন কে গঠন করেন?
[A] সুকর্ণ
[B] হো-চি-মিন
[C] নগুয়েন গিয়াপ
[D] সলোমন বন্দরনায়েক
উত্তর:- [B] হো-চি-মিন
37. দিয়েন-বিয়েন-ফু’র যুদ্ধে জয়ী হয়েছিল—
[A] ভিয়েতনাম
[B] ফ্রান্স
[C] ইন্দোনেশিয়া
[D] রাশিয়া
উত্তর:-[A] ভিয়েতনাম
38. বান্দুং সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করেন
[A] মাও-সে-তুং
[B] চৌ-এন-লাই
[C] সান ইয়াৎ-সেন
[D] চেন-তু-শিউ
উত্তর:- [B] চৌ-এন-লাই
39. সিয়াং ফু ঘটনাটি ঘটে –
[A] 1936 খ্রি:
[B] 1940 খ্রি:
[C] 1942 খ্রি:
[D] 1945 খ্রি:
উত্তর:- [A] 1936 খ্রি:
40. ‘মাই লাই’ ঘটনাটি ঘটে –
[A] ইন্দোনেশিয়ায়
[B] জাপানে
[C] ভিয়েতনামে
[D] কিউবাতে
উত্তর:- [C] ভিয়েতনামে
41. ‘দিয়েন-বিয়েন-ফু’র ঘটনা ঘটেছিল—
[A] কোরিয়ায়
[B] ভিয়েতনামে
[C] মিশরে
[D] আলজেরিয়ায়
উত্তর:-[B] ভিয়েতনামে
42. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন—
[A] হ্যাজেন
[B] ওয়াল্টার লিপম্যান
[C] হার্বার্ট ফিস
[D] জর্জ কেন্নান
উত্তর:- [B] ওয়াল্টার লিপম্যান
43. ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়—
[A] 1945 খ্রিস্টাব্দে
[B] 1946 খ্রিস্টাব্দে
[C] 1947 খ্রিস্টাব্দে
[D] 1948 খ্রিস্টাব্দে
উত্তর:- [A] 1945 খ্রিস্টাব্দে
44. পঞ্চশীল নীতি গৃহীত হয়
[A] 1947 খ্রিস্টাব্দে
[B] 1950 খ্রিস্টাব্দে
[C] 1954 খ্রিস্টাব্দে
[D] 1962 খ্রিস্টাব্দে
উত্তর:- [C] 1954 খ্রিস্টাব্দে
45. পেন্টাগন কোন দেশের সমর দপ্তর ?
[A] রাশিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ইংল্যান্ড
[D] ফ্রান্স
উত্তর:- [B] মার্কিন যুক্তরাষ্ট্র
46. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য গঠিত হয় —
[A] ন্যাটো
[B] আনরা
[C] মিডাে
[D] অ্যানজাস
উত্তর:- [D] অ্যানজাস
47. USSR ’ বলতে বােঝায় — ?
[A] UNITED STATES OF SOVIET REPUBLIC
[B] UNION OF SOVIET SOCIALIST REPUBLIC
[C] UNITED STATES OF SOVIET RUSSIA
[D] UNITED STATES OF SIBERIAN REPUBLIC
উত্তর:- [B] UNION OF SOVIET SOCIALIST REPUBLIC
48. সােভিয়েত রাশিয়া পশ্চিমি জোটের কাছে দ্বিতীয় রণাঙ্গন খােলার অনুরােধ রাখলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
[A] উইনস্টন চার্চিল দুমুখাে নীতি নেন ।
[B] ট্রুম্যান দুমুখাে নীতি নেন ।
[C] আইজেনহাওয়ার দুমুখাে নীতি নেন ।
[D] মার্শাল দুমুখাে নীতি নেন
উত্তর:- [A] উইনস্টন চার্চিল দুমুখাে নীতি নেন ।
49. পােল সীমান্ত নিয়ে সােভিয়েত রাশিয়ার সঙ্গেপশ্চিমি দেশগুলির মতপার্থক্য দেখা দেয় —?
[A] পটল্ডাম সম্মেলনে
[B] ইয়াল্টা সম্মেলনে
[C] বান্দুং সম্মেলনে
[D] প্যারিস সম্মেলনে
উত্তর:- [B] ইয়াল্টা সম্মেলনে
50. ইরানের পার্লামেন্টের নাম হল
[A] মজলিস
[B] ক্রেমলিন
[C] রাইখস্ট্যাগ
[D] হােয়াইট হাউস
উত্তর :- [A] মজলিস
51. ইয়াল্টা সম্মেলন আয়ােজিত হয় — ?
[A] ক্রিমিয়ায়
[B] রাশিয়ায়
[C] তুরস্কে
[D] পারস্য
উত্তর:- [A] ক্রিমিয়ায়
52. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে হাঙ্গেরিতে ক্ষমতায় আসে ?
[A] সমাজতন্ত্রী দল ও কমিউনিষ্ট দলের মিলিত জোট
[B] স্মল ল্যান্ড হল্ডাস দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট
[C] স্মল ল্যান্ড হল্ডাস দল এবং কমিউনিষ্ট দলের মিলিত জোট
[D] গণতন্ত্রী দল এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেস জোট
উত্তর :- [B] স্মল ল্যান্ড হল্ডাস দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট
53. মিশরের সুয়েজ খালকে কেন্দ্র করে সুয়েজ সংকট তৈরি হয় —
[A] মিশরের শাসক কামাল আতাতুর্কের আমলে
[B] মিশরের রাজা মিনেসের আমলে
[C] মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে
[D] আনােয়ার সাদাতের আমলে
উত্তর:- [C] মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে
54. সুয়েজ ক্যানাল কোম্পানিতে ?
[A] ব্রিটেনের শেয়ার ছিল শতকরা 88 ভাগ ।
[B] ফ্রান্সের শেয়ার ছিল শতকরা 15 ভাগ ।
[C] মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল শতকরা 25
[D] জার্মানির শেয়ার ছিল শতকরা 16 ভাগ ।
উত্তর:- [A] ব্রিটেনের শেয়ার ছিল শতকরা 88 ভাগ ।
55. নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের ক্ষেত্রেইজরায়েলের প্রতিক্রিয়া ছিল —?
[A] মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরােধিতা
[B] মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরকে সমর্থন
[C] মধ্যপ্রাচ্যে নাসেরের প্রাধান্য খর্বের দ্বারা ব্রিটেন ওফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য
[D] সুয়েজ ক্যানাল কোম্পানিতে ইজরায়েলের প্রাপ্তির দাবি উত্থাপন
উত্তর:- [A] মিশরের রাষ্ট্রপতি আবদুল গামাল নাসেরের বিরােধিতা
56. কোন সরকারের পতন ঘটিয়ে কিউবায় কাস্ত্রো ক্ষমতায় আসেন ?
[A] বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে
[B] চে গুয়েভারা সরকারের পতন ঘটিয়ে
[C] মহম্মদ তারাকি সরকারের পতন ঘটিয়ে
[D] আয়াতুল্লা খােমেইনির সরকারের পতন ঘটিয়ে
উত্তর:- [A] বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে
57. বিদেশের মাটিতে সােভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রথমনির্মিত হয় —
[A] ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ।
[B] আরব সাগরের বুকে কিউবায় ।
[C] ভূমধ্যসাগরের বুকে কিউবায় ।
[D] বঙ্গোপসাগরের বুকে কিউবায়
উত্তর:- [B] আরব সাগরের বুকে কিউবায় ।
58. ন – দিন – দিয়েম[NGO-DINH-DIEM] সরকারের পতনের পর দক্ষিণ ভিয়েতনামের ভাগ্যনিয়ন্তা হয়ে ওঠে ?
[A] উত্তর ভিয়েতনামের সােভিয়েত অনুগ্রহপুষ্ট রাষ্ট্রপতি ।
[B] দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপষ্ট রাষ্ট্রপতি ।
[C] রাষ্ট্রসংঘ কর্তৃক গঠিত ভিয়েতনাম নিয়ন্ত্রণ পর্ষদ ।
[D] সােভিয়েত মদতে গঠিত জনগণতান্ত্রিক কতনামে সরকার ।
উত্তর:- [B] দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহপষ্ট রাষ্ট্রপতি ।
উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |
1. জেনেভা সম্মেলন কেন আহত হয়েছিল?
উত্তর:- ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে পরাজিত ফ্রান্সের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য 1954 সালে জেনেভায় সম্মেলন ডাকা হয়।
2. বুলগানিন কেন বিখ্যাত?
উত্তর:- সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন।
3. সুয়েজ সংকট কেন দেখা যায়?
উত্তর:- মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয়।
4. ভিয়েত কং বলতে কী বোঝো?
উত্তর:- 1960 খ্রি: উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং। এর সম্পূর্ণ নাম – THE PEOPLE’S LIBERATION ARMED FORCE[PLAF]
5. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন?
উত্তর:- রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান 1947 সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন।
6. কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো?
উত্তর:- আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ.
7. ফিদেল কাস্ত্রো কে ছিলেন ?
উত্তর:- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার এক জাতীয়তাবাদী নেতা এবংউ প্রথম প্রেসিডেন্ট ।
8. THE COLD WAR গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- ওয়াল্টার লিপম্যান
9. ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- ওয়াল্টার লিপম্যান ।
10. THE COLD WAR AND IT’S ORIGINS 1917-1960 গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- ডি .
11. ঠান্ডা লড়াইয়ের একটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর:- আমেরিকা ও রাশিয়া উভয় পক্ষই যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করলেও বাস্তবে যুদ্ধ হয়নি ।
12. ট্রুম্যান নীতি কি ?
উত্তর:- মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিঃ 12 মার্চ মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিসসহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল , তা ট্রুম্যান নীতি নামে পরিচিত ।
13. ফালটন[FULTON] বক্তৃতা কী ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1947 খিঃ 5 ই মার্চ আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের WEST MINSTER COLLEGE -এ সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দিয়েছিলেন । চার্চিলের এই বক্তৃতা ফালটন বক্তৃতা নামে পরিচিত ।
14. মলোটভ কে ছিলেন ?
উত্তর:- মলোটভ ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী ।
15. রিও চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- 1947 খ্রিস্টাব্দে ।
16. ইয়াল্টা সম্মেলনে কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- 1945 , ফেব্রুয়ারি ।
17. বার্লিন এয়ারলিফট কি ?[ AIRLIFT ]
উত্তর:- রাশিয়ার বার্লিন অবরোধের সময় আমেরিকা দীর্ঘ 11 মাস আকাশপথে বার্লিনে খাদ্য ,ঔষধ ,তেল কয়লা প্রভৃতির জোগান দেয় । এই ঘটনা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত ।
18. কবে বার্লিন প্রাচীর ধ্বংস হয় ?
উত্তর:- 1989 খ্রিস্টাব্দের 9 ই নভেম্বর ।
19. কবে পশ্চিম ও পূর্ব জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় ?
উত্তর:- 1990 খ্রিস্টাব্দের 3 অক্টোবর ।
20. বলেসলাভ বেরাট কে ছিলেন ?
উত্তর:- বলেসলাভ বেরাট ছিলেন পোল্যান্ডের একজন বিখ্যাত কমিউনিটি নেতা ।
21. নিকোলা পেটকভ কে ছিলেন ?
উত্তর:- বুলগেরিয়ার একজন জাতীয়তাবাদী নেতা ।
22. মার্শাল টিটো কে ছিলেন ?
উত্তর:- যুগোশ্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী ।
23. এনভার হোক্সা কে ছিলেন ?
উত্তর:- আলবেনিয়ার একজন কমিউনিস্ট নেতা ।
24. UAR এর পুরো নাম কি ?
উত্তর:- UNITED ARAB REPUBLIC .
25. কিম-উল-সুঙ কে ছিলেন ?
উত্তর:- উত্তর কোরিয়ার একজন কমিউনিস্ট নেতা ।
26. বিভাজন হওয়ার সময় দুই কোরিয়ার রাজধানীর নাম কি ছিল ?
উঃ উত্তর কোরিয়ার রাজধানী – পানমুনজম দক্ষিণ কোরিয়ার রাজধানী – সিওল ।
27. কত ডিগ্রি অক্ষ রেখা বরাবর দুই কোরিয়া বিভক্ত হয় ?
উত্তর:- 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর ।
28. 17° সমাক্ষরেখায় কোন দেশ বিভক্ত হয় ?
উত্তর:- ভিয়েতনাম ।
29. ভিয়েতমিন দল কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- হো-চি -মিন ।[1941]
30. নগুয়েন গিয়াপ কে ছিলেন ?
উত্তর:- নগুয়েন গিয়াপ ছিলেন ভিয়েতমিন সেনাপতি ।
31. হাইফং এ কোন দেশ বোমা বর্ষণ করে ?
উত্তর:- ফ্রান্স ।
32. মাই-লাই -ঘটনা কী ?
উত্তর:- 1968 খ্রিস্টাব্দে ভিয়েতনামের মাই-লাই গ্রামে মার্কিন সেনারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা শিশু ও বৃদ্ধ সহ 400থেকে 450জনকে হত্যা করে । এই ঘটনা মাই -লাই ঘটনা নামে পরিচিত ।
33. ঐকবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:- ফাম ভান দং ।
34. বারুস পরিকল্পনা কী ?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্য 1946 খ্রিস্টাব্দের 15 ই জুন জাতিপুঞ্জের আণবিক শক্তি বিষয়ক একটি কমিশনের কাছে একটি পরিকল্পনা পেশ করেন যা বারুস পরিকল্পনা নামে পরিচিত ।
35. NPT এর পুরো নাম কি ?
উত্তর:- NUCLEAR NON- PROLIFERATION TREATY .
36. বান্দুং সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:- 1955 খ্রিস্টাব্দের 18-26 শে এপ্রিল এশিয়া- আফ্রিকার 29 দেশের সমন্বয়ে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ,যা বান্দুং সম্মেলন নামে পরিচিত ।
37. NAM এর পুরো নাম কি?
উত্তর:- NON -ALIGNMENT MOVEMENT .
38. বান্দুং সম্মেলনে যোগদানকারী ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- আলি শস্ত্রো মিদযোওযো ।
39. আরব লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- 1945 খ্রিস্টাব্দে ।
40. কে সর্বপ্রথম স্বাধীন ইহুদী রাষ্ট্র গঠনের কথা প্রচার করেন ?
উত্তর:- জনৈক রুশ-ইহুদী চিকিৎসক লিওন পিয়ান্সকার ।
41. কে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিক আন্দোলন শুরু করে ?
উত্তর:- থিওডোর হারজল ।
42. মার্শাল পরিকল্পনা কী ?
উত্তর:- 1947 খ্রিঃ 5 ই জুন মার্কিন রাষ্ট্রপতি সচিব জর্জ সি .
43. লং মার্চ কী ?
উত্তর:- চিনে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে মাও-সে-তুং এর নেতৃত্বে এক লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে ,অনেক দুঃখ – কষ্ট অতিক্রম করে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে তাদের গন্তব্যস্থল শেনসি প্রদেশে পৌঁছেছিল , যা লং মার্চ নামে পরিচিত ।
44. তৃতীয় বিশ্ব কী ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা ,লাতিন আমেরিকার সমস্ত স্বাধীন ও সদ্য স্বাধীন দেশ আমেরিকা কিংবা সোভিয়েত শিবিরে জোটবদ্ধ না হয়ে স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিল ,তাদেরকে তৃতীয় বিশ্ব বলা হয়
45. কাকে বেষ্টনী নীতির জনক বলা হয় ? তার ছদ্ম নাম কি ছিল ?
উত্তর:- জর্জ কেন্নানকে । তাঁর ছদ্মনাম ছিল MR.X
46. ইমরে নেগি কে ছিলেন ?
উত্তর:- হাঙ্গেরির রাষ্ট্র প্রধান ।
47. দাঁতাত কী ? H.S HISTORY SUGGESTIONS 2021
উত্তর:- দাঁতাত একটি ফরাসি শব্দ ,যার অর্থ ‘উত্তেজনা প্রশমন’ ।1960 এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক তিক্ততা ভুলে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সহাবস্থানের নীতি অনুসরন করেছিল ,যা ঠান্ডা লড়াইকে হ্রাস করেছিল ।তাই এই অবস্থাকে দাঁতাত বলে ।
48. জোট নিরপেক্ষতা কী ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধের আবহে এশিয়া , আফ্রিকার স্বাধীন ও সদ্যস্বাধীন দেশগুলি ,ধনতান্ত্রিক আমেরিকা কিংবা সমাজতান্ত্রিক রাশিয়া কোনো জোটে যোগ না দিয়ে উভয়ের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে যে স্বাধীন বিদেশ নীতি পরিচালনা করেছিল তা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত ।
49. জিওনিস্ট আন্দোলন কী?[ZIONIST]
উত্তর:- উনিশ শতকের শেষ দিকে প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন হয়েছিল তা জিওনিস্ট আন্দোলন নামে পরিচিত ।
50. পঞ্চশীল নীতি কি ?
উত্তর:- 1954 খ্রিঃ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চীনের প্রধানমন্ত্রী চৌ – এন- লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে যে পাঁচটি নীতি স্থির হয়েছিল তা পঞ্চশীল নীতি নামে পরিচিত ।
51. ব্যালফুর ঘোষণা কী ?
উত্তর:- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফুর 1917 খ্রিঃ 2 নভেম্বর একটি ঘোষণা জারি করে বলেন যে ,ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহানুভূতিশীল এবং তারা সঠিক সময়ে সহযোগিতা করবে ।এই ঘোষনা ব্যালফুর ঘোষণা নামে পরিচিত ।
52. ইয়ম – কিপুর যুদ্ধ কী ?
উত্তর:- 1973 খ্রিঃ 6 ই অক্টোবর ইহুদিদের বার্ষিক ইয়ম- কিপুর উৎসবের দিনে মিশর ও সিরিয়া ,আরব – ইজরায়েলের কাছ থেকে তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য আক্রমন শুরু করেছিল , এই ঘটনা ইয়ম-কিপুর যুদ্ধ নামে পরিচিত ।
53. উপসাগরীয় সংকট কী ?
উত্তর:- বিংশ শতকে সত্তের দশকের শেষ দিকে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে পারস্য উপসাগরীয় অঞ্চলে যে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল , তা উপসাগরীয় সংকট নামে পরিচিত ।
54. কোন, কোন দেশ আনজাস চুক্তি স্বাক্ষর করে ?
উত্তর:- 1951 খ্রিঃ আমেরিকা প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড এর সাথে আনজাস চুক্তি স্বাক্ষর করে ।
55. NATO এর পুরো নাম কি ?
উত্তর:- NORTH ATLANTIC TREATY ORGANISATION .
56. SEATO এর পুরো নাম কি ? এটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- SOUTH-EAST ASIAN TREATY ORGANISATION .
57. জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম লিখ ।
উত্তর:- জওহরলাল নেহরু , গামাল আবদেল নাসের , মার্শাল টিটো , সুকর্ণ , নক্রুমা ।
58. জেনেভা সম্মেলন[1954] কেন ডাকা হয়েছিল ?
উত্তর:- দিয়েন- বিয়েন -ফু যুদ্ধে ফ্রান্সের চূড়ান্ত পরাজয়ের পর ইন্দোচিন সমস্যা সমাধানে আলাপ- আলোচনার জন্য জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল ।
59. COMECON এর পুরো কথা কি ?
উত্তর:- আমেরিকার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে রাশিয়ার 1949 খ্রিস্টাব্দে COMECON গঠন করেছিলেন । এর পুরো কথা হল – COUNCIL OF MUTUAL ECONOMIC ASSISTANCE.
60. MEDO কবে ,কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
উত্তর:- 1955 খ্রিস্টাব্দে আমেরিকার সাহায্য মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসনের প্রতিরোধ করা এবং মধ্যপ্রাচ্যের তৈল্য সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য MEDO[MIDDLE EAST DEFENCE ORGANISATION ] তৈরি হয়েছিল ।
61. ওয়ারশ[WARSAW] চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- 1955 খ্রিস্টাব্দের 14ই মে কমিউনিস্ট প্রভাবিত রাষ্ট্রগুলি[ রাশিয়া, পোল্যান্ড, রুমানিয়া, বুলগেরিয়া] নিয়ে রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে একটি আর্থিক পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয় ।
62. বার্লিন অবরোধ কী ?
উত্তর:- সমগ্র বার্লিনে সোভিয়েত ইউনিয়ন তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য 1948 খ্রিস্টাব্দে 24 শে জুলাই বার্লিনে প্রবেশের সড়ক পথগুলিতে যে যে অবরোধ করেছিল তা বার্লিন অবরোধ নামে পরিচিত ।
63. জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর:- 1961 খ্রিঃ 1-6 সেপ্টেম্বর যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ।
64. ঠান্ডা লড়াই কী ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি ধনতান্ত্রিক রাষ্ট্র জোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র জোটের মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা , যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চলতে থাকে যা ঠান্ডা লড়াই নামে পরিচিত ।
65. কীভাবে গণপ্রজাতন্ত্রী চিনের উদ্ভব ঘটে?
উত্তর:- শ্রমিক-কৃষক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে সান-ইয়াৎ-সেন সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা চিনে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা করেন।
66. নেভারে প্ল্যান বলতে কী বোঝো?
উত্তর:- ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে ম্যান।
67. পঞশীল নীতি কাকে বলে?
উত্তর:- শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই 1954 সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে 5টি নীতি স্থির করেন। এটাকেই বলা হয় পশীল নীতি।
68. ব্যালফুর ঘোষণাপত্র কী?
উত্তর:- ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। এতে বলা হয়, প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার।
69. কমিকন কীভাবে গড়ে ওঠে?
উত্তর:- মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন[COUNCIL FOR MUTUAL ECONOMIC ASSISTANCE OF COMECON] ALL একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে।
70. ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:- ড.
71. ইজরায়েলের রাজধানীর নাম কি ?
উত্তর:- তেল আভিভ ।
72. তৈল কূটনীতি কী ?
উত্তর:- আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় । আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তৈল কূটনীতি[ OIL DIPLOMACY ] নামে পরিচিত ।
73. চিনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- চৌ-এন – লাই ।
74. আধুনিক মিশরের জনক কাকে বলা হয় ?
উত্তর:- নাসের কে ।
75. বাগদাদের কসাই কাকে বলা হয় ?
উত্তর:- সাদ্দাম হোসেনকে ।
76. জোটনিরপেক্ষ নীতি বলতে কী বোঝো?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট -এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নাতিকেই বলা হয় জোটনিরপেক্ষ নীতি।
77. বার্লিন অবরোধ বলতে কী বোঝো?
উত্তর:- বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া 1948-এর 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত।
78. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো?
উত্তর:- ইন্দোচিনে হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত। 1945-75 খ্রি: পর্যন্ত চলেছিল এই যুদ্ধ।
79. বার্লিন এয়ারলিফট বলতে কী বোঝো?
উত্তর:- রাশিয়ার ডাকা বার্লিন অবরোধকে পরোয়া না করে টানা 11 মাস 1400 বিমানে করে ব্রিটেন ও আমেরিকা আকাশপথে বার্লিনে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, তেল, কয়লা ইত্যাদি সরবরাহ করে। এটাই বার্লিন এয়ারলিফট নামে চিহ্নিত।
80. লং মার্চ বলতে কী বোঝো?
উত্তর:- 1936-এর 16 অক্টোবর মাও-সে-তুং এবং চু-তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত 6000 মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত।
81. কারা চিনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন?
উত্তর:- চৌ-এন-লাই, চু-তে, মাও-সে-তুং, লিও-কাও-চি প্রমুখের উদ্যোগে চিনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়।
82. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
উত্তর:- এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল—[A] যুদ্ধ-পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা[B] পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা[C] বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন।
83. কেন মাশলি পরিকল্পনা গৃহীত হয়েছিল?
উত্তর:- এর উদ্দেশ্য ছিল-[A] রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা।[B] ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা[C] মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং[D] কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা।
উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS Geography | Click Here |
HS History | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion / HS History Question and Answer / Class 12 History Suggestion / Class 12 Pariksha Suggestion / HS History Exam Guide / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস
ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) HS History Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 History Suggestion Download WBCHSE Class 12th History short question suggestion . HS History Suggestion download Class 12th Question Paper History. WB Class 12 History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠান্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer