HS History Question : ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয় ?     

[A] আলেকজান্ডার রিডকে

[B] স্যার টমাস মনরোকে

[C] কর্নওয়ালিশকে

[D] আলেকজান্ডার ডাফকে

উত্তর:- [B] স্যার টমাস মনরোকে

2. জেমস মিল ছিলেন একজন

[A] উদারবাদী

[B] উপযোগবাদী

[C] সমাজবাদী

[D] ফ্যাসিবাদী

উত্তর:- [B] উপযোগবাদী

3. ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে—    

[A] 1757 খ্রি.

[B] 1759 খ্রি.

[C] 18৪1 খ্রি.

[D] 18৪2 খ্রি.

উত্তর:- [D] 18৪2 খ্রি.

4. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন     

[A] ক্লেভারিং

[B] হেস্টিংস

[C] ফ্রান্সিস

[D] এলিজা ইম্পে

উত্তর:- [D] এলিজা ইম্পে

5. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়     

[A] মহারাষ্ট্রে

[B] পাঞ্জাবে

[C] মাদ্রাজে

[D] বাংলায়

উত্তর:- [A] মহারাষ্ট্রে

6. বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেন  

[A] মুর্শিদকুলি খাঁ

[B] আলিবর্দি খাঁ

[C] সিরাজ-উদ-দৌলা

[D] মিরকাশিম

 উত্তর:- [A] মুর্শিদকুলি খাঁ

7. ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো ?

[A] পুলিশি ব্যবস্থাকে

[B] আমলাতন্ত্রকে

[C] সেনাবাহিনীকে

[D] বিচার ব্যবস্থাকে

উত্তর:- [B] আমলাতন্ত্রকে

8. ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়ার জন্য কবে প্রতিযােগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয় ? –

[A] 1784 খ্রিস্টাব্দে

[B] 1813 খ্রিস্টাব্দে

[C] 1833 খ্রিস্টাব্দে

[D] 1858 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1833 খ্রিস্টাব্দে

9. ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামাে ‘ বলা হয় –      

[A] পুলিশ বিভাগকে

[B] বিচার বিভাগকে

[C] আমলাতন্ত্রকে

[D] সামরিক বিভাগকে

উত্তর:- [C] আমলাতন্ত্রকে

10. কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান –

[A] রবার্ট ক্লাইভ

[B] ভেরেলেস্ট

[C] ওয়ারেন হেস্টিংসে

[D] লর্ড ওয়েলেসলি

উত্তর:- [A] রবার্ট ক্লাইভ

11. হেইলবেরি কলেজ কোথায় অবস্থিত ছিল ?     

[A] কলকাতায়

[B] মাদ্রাজে

[C] মুম্বাইয়ে

[D] ইংল্যান্ডে

উত্তর:- [D] ইংল্যান্ডে

12. পাঁচসালা বন্দোবস্ত চালু করেন –    

[A] ক্লাইভ

[B] ভেরেলেস্ট

[C] ওয়ারেন হেস্টিংস

[D] কর্নওয়ালিশ

উত্তর:- [C] ওয়ারেন হেস্টিংস

13. একশালা বন্দোবস্ত কবে চালু হয় ?  

[A] 1772 খ্রিস্টাব্দে 

[B] 1773 খ্রিস্টাব্দে

[C] 1777 খ্রিস্টাব্দে

[D] 1793 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1777 খ্রিস্টাব্দে

14. মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন –  

[A] মুঙ্গেরে

[B] দৌলতাবাদে

[E] দেবগিরিতে

[D] পলাশিতে

উত্তর:- [A] মুঙ্গেরে

15. মিরজাফরের মৃত্যুর পর বাংলার নবাবির সিংহাসনে বসানাে হয়–

[A] মিরকাশিমকে

[B] নজম – উদদৌলাকে

[C] সিরাজ – উদদৌলাকে

[D] শাহ আলমকে

উত্তর:- [B] নজম – উদদৌলাকে

16. ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করেন –     

[A] 1757 খ্রিস্টাব্দে

[B] 1759 খ্রিস্টাব্দে

[C] 1764 খ্রিস্টাব্দে

[D] 1765 খ্রিস্টাব্দে

উত্তর:- [D] 1765 খ্রিস্টাব্দে

17. ইংরেজরা কোন চুক্তির দ্বারা বাংলার দেওয়ানির অধিকার লাভ করে ?

[A] এলাহাবাদের প্রথম চুক্তি

[B] এলাহাবাদের দ্বিতীয় চুক্তি

[C] সলবাইয়ের চুক্তি 

[D] সগৌলির চুক্তি

উত্তর:- [B] এলাহাবাদের দ্বিতীয় চুক্তি

18. কোন্ সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ – মহীশূর যুদ্ধের অবসান ঘটে ?          

[A] মাদ্রাজের

[B] পুনার

[C] এলাহাবাদের

[D] পুরন্দরের – সন্ধি

 উত্তর:- [A] মাদ্রাজের

19. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় –    

[A] 1782 খ্রিস্টাব্দে

[B] 1820 খ্রিস্টাব্দে

[C] 1809 খ্রিস্টাব্দে

[D] 1819 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1809 খ্রিস্টাব্দে

20. কবে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ?   

[A] 1802 খ্রিস্টাব্দে

[B] 1809 খ্রিস্টাব্দে

[C] 1846 খ্রিস্টাব্দে

[D] 1849 খ্রিস্টাব্দে

উত্তর:- [D] 1849 খ্রিস্টাব্দে

21. ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করেছিল ? —        

[A] চিরস্থায়ী

[B] রায়তওয়ারি

[C] মহলওয়ারি

[D] ভাইয়াচারি

উত্তর:- [D] ভাইয়াচারি

22. গ্যারান্টি প্রথা কোন্ বিষয়ের সঙ্গে যুক্ত ছিল ? –

[A] রেলপথের প্রসার

[B] বিনাশুল্কে বাণিজ্য

[C] চিরস্থায়ী বন্দোবস্ত

[D] শিল্পায়ন

উত্তর:- [A] রেলপথের প্রসার

23. নজরানা পদ্ধতি প্রচলিত ছিল —     

[A] ভারতে

[B] চিনে

[C]  জাপানে

[D] আলজেরিয়ায়

উত্তর:- [B] চিনে

24. পাের্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন্ বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায় ?

[A] ম্যাকাও

[B] ক্যান্টন

[C] পাের্ট আর্থার

[D] হংকং

উত্তর:- [B] ক্যান্টন

25. বক্সারের যুদ্ধের সময় মােগল সম্রাট কে ছিলেন       

[A] ফারুকশিয়ার

[B] ঔরঙ্গজেব

[C] দ্বিতীয় শাহ আলম

[D] দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তর:- [C] দ্বিতীয় শাহ আলম

26. পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন –         

[A] রবার্ট ক্লাইভ 

[B] কাউন্ট লালি

[C] ওয়ারেন হেস্টিংস

[D] জন কার্টিয়ার 

উত্তর:- [A] রবার্ট ক্লাইভ

27. চিরস্থায়ী বন্দোবস্ত – এর প্রবর্তক ছিলেন –      

[A] লর্ড কর্নওয়ালিশ

[B] ওয়ারেন হেস্টিংস

[C] লর্ড মিন্টো

[D] বারওয়েল

উত্তর:- [A] লর্ড কর্নওয়ালিশ

28. ভারতে পুলিশ বিভাগ চালু করেন –  

[A] লর্ড ক্লাইভ

[B] লর্ড ওয়েলেসলি

[C] লর্ড হেস্টিংস

[D] লর্ড কর্নওয়ালিশ

উত্তর:- [C] লর্ড হেস্টিংস

29. দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয় –    

[A] 1856 খ্রিস্টাব্দে

[B] 1840 খ্রিস্টাব্দে

[C] 1860 খ্রিস্টাব্দে

[D] 1838 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1856 খ্রিস্টাব্দে

30. শিমনােশেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?       

[A] রুশ – জাপান

[B] চিন – জাপান

[C] রুশ – চিন

[D] ইংরেজ – চিন

উত্তর:- [B] চিন – জাপান

31. মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় –    

[A] 1832 খ্রিস্টাব্দে

[B] 1820 খ্রিস্টাব্দে

[C] 1822 খ্রিস্টাব্দে

[D] 1818 খ্রিস্টাব্দে

 উত্তর:- [C] 1822 খ্রিস্টাব্দে

32. নানকিং – এর চুক্তিতে স্বাক্ষর করেন —        

[A] চিন সরকার ও ইংরেজ

[B] জাপান ও ইংরেজ

[C] ফ্রান্স ও চিন সরকার

[D] রাশিয়া ও চিন সরকার

উত্তর:- [A] চিন সরকার ও ইংরেজ

33. চিন ও ইউরােপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় –    

[A] ম্যাকাও

[B] সাংহাই

[C] ক্যান্টন

[D] নানকিং – বন্দরের মধ্য দিয়ে

উত্তর:- [C] ক্যান্টন

34. রেগুলেটিং আইন পাস হয়েছিল –   

[A] 1770 খ্রিস্টাব্দে

[B] 1771 খ্রিস্টাব্দে

[C] 1773 খ্রিস্টাব্দে

[D] 1774 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1773 খ্রিস্টাব্দে

35. বাের্ড অফ রেভিনিউ গঠন করেন–

[A] লর্ড লিটন

[B] লর্ড রিপন

[C] লর্ড কর্নওয়ালিশ

[D] ওয়ারেন হেস্টিংস

উত্তর:- [D] ওয়ারেন হেস্টিংস

36. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না ?         

[A] সিরাজ – উদদৌলা

[B] মিরকাশিম

[C] দ্বিতীয় শাহ আলম

[D] সুজা – উদদৌলা

উত্তর:- [A] সিরাজ – উদদৌলা

37. ‘ বেঙ্গল কেমিক্যাল ’ – এর প্রতিষ্ঠাতা ছিলেন ।

[A] প্রফুল্লচন্দ্র রায়

[B] জগদীশচন্দ্র বসু

[C] হােমি জাহাঙ্গির ভাবা

[D] দ্বারকানাথ ঠাকুর

উত্তর:- [A] প্রফুল্লচন্দ্র রায়

38. ইংরেজ সেনাপতি ছিলেন না –      

[A] ক্লাইভ 

[B] স্যান্ডার্স

[C] ডুপ্লে

[D] আয়ারকুট

উত্তর:- [C] ডুপ্লে

39. সূর্যাস্ত আইনটি জড়িত –  

[A] রায়তওয়ারি বন্দোবস্ত

[B] মহলওয়ারি বন্দোবস্ত

[C] চিরস্থায়ী বন্দোবস্ত

[D] ভাইয়াচারি বন্দোবন্ত

উত্তর:- [C] চিরস্থায়ী বন্দোবস্ত

40. বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয় –

[A] ফরাসিরা

[B] পাের্তুগিজরা

[C] দিনেমাররা

[D] ওলন্দাজরা

উত্তর:- [D] ওলন্দাজরা

41. শিক্ষার উন্নতিকল্পে বছরে এক লক্ষ টাকা খরচের কথা সরকার কোন্ আইনে বলেছিল

[A] কাউন্সিল আইনে

[B] রেগুলেটিং আইনে

[C] চার্টার আইনে

[D] পিটের ভারত শাসন আইনে

উত্তর:- [C] চার্টার আইনে

42. ভারতের ম্যাকিয়াভেলি ‘ নামে যিনি পরিচিত ছিলেন –    

[A] দ্বিতীয় বাজীরাও

[B] নানা ফড়নবীশ

[C] নারায়ণ রাও

[D] রঘুনাথ রাও

উত্তর:- [B] নানা ফড়নবীশ

43. হিতবাদের উদ্ভাবক ছিলেন–       

[A] জেমস মিল

[B] জেরেমি বেত্থাম

[C] জুডিথ ব্রাউন

[D] জন অস্টিন

উত্তর:- [B] জেরেমি বেত্থাম

44. কো – হং ছিল একটি –   

[A] সামরিক সংগঠন

[B] শিল্প সংগঠন

[C] শ্রমিক সংগঠন

[D] বণিক সংগঠন

উত্তর:- [D] বণিক সংগঠন

45. স্বাধীন হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয় –       

[A] 1722 খ্রিস্টাব্দে

[B] 1724 খ্রিস্টাব্দে

[C] 1726 খ্রিস্টাব্দে

[D] 1728 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1724 খ্রিস্টাব্দে

46. জেমস মিল ছিলেন একজন –       

[A] উদারবাদী

[B] উপযােগবাদী

[C] সমাজবাদী

[D] ফ্যাসিবাদী

উত্তর:- [B] উপযােগবাদী

47. কবে দ্বৈত শাসনের অবসান ঘটে ? –

[A] 1770 খ্রিস্টাব্দে

[B] 1771 খ্রিস্টাব্দে

[C] 1772 খ্রিস্টাব্দে

[D] 1773 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1772 খ্রিস্টাব্দে

48. শিমনােসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

[A] 1894 খ্রিস্টাব্দে

[B] 1895 খ্রিস্টাব্দে

[C] 1896 খ্রিস্টাব্দে

[D] 1897 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1895 খ্রিস্টাব্দে

49. ভারতীয় রেলপথের জনক / ভারতে রেলপথ প্রথম প্রবর্তন করেছিলেন –

[A] ওয়ারেন হেস্টিংস

[B লর্ড ডালহৌসি

[C] লর্ড কর্নওয়ালিশ

[D] লর্ড ওয়েলেসলি

উত্তর:- [B লর্ড ডালহৌসি

50. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন –      

[A] বেন্টিঙ্ক

[B] ক্যানিং

[C] ডালহৌসি

[D] ওয়ারেন হেস্টিস

উত্তর:- [D] ওয়ারেন হেস্টিস

51. শিমনোসকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?    

[A] রুশ-চিন

[B] রুশ-জাপান

[C] জার্মান-রুশ

[D] চিন-জাপান

 উত্তর:- [D] চিন-জাপান

52. ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন

[A] লর্ড কর্নওয়ালিশ

[B] ডালহৌসি

[C] হেস্টিংস

[D] লর্ড ক্লাইভ

উত্তর:- [A] লর্ড কর্নওয়ালিশ

53. চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়       

[A] ম্যাকাও

[B] সাংহাই

[C] ক্যান্টন

[D] নানকিং বন্দরের মধ্য দিয়ে

উত্তর:- [C] ক্যান্টন

54. পলাশির যুদ্ধ হয়েছিল   

[A] 1757 খ্রি:

[B] 1765 খ্রি:

[C] 1772 খ্রি:

[D] 1775 খ্রি:

উত্তর:- [A] 1757 খ্রি:

55. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে       

[A] 1760 খ্রি:

[B] 1763 খ্রি:

[C] 1765 খ্রি:

[D] 1770 খ্রি:

উত্তর:- [C] 1765 খ্রি:

56. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাশ হয়?   

[A] 178৪ সালে

[B] 1782 সালে

[C] 1780 সালে

[D] 1778 সালে

উত্তর:- [D] 1778 সালে

57. পাঁচসালা বন্দোবস্ত কবে চালু হয়?  

[A] 1772 খ্রি.

[B] 1773 খ্রি.

[C] 1777 খ্রি.

[D] 1780 খ্রি.

উত্তর:- [A] 1772 খ্রি.

58. চিনে আফিম যুদ্ধ হয়েছিল–        

[A] 1টি

[B] ৪টি

[C] 3টি

[D] 2টি

উত্তর:- [D] 2টি

59. তাইপিং কথাটির অর্থ হলো—      

[A] মহাশান্তি

[B] চরম শান্তি

[C] অতিশাস্তি

[D] অশান্তি

উত্তর:- [A] মহাশান্তি

60. চিনে বক্সার বিদ্রোহ ঘটেছিল—     

[A] 1700 খ্রি:

[B] 1800 খ্রি:

[C] 1900 খ্রি:

[D] 2000 খ্রি:

উত্তর:- [C] 1900 খ্রি:

61. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন   

[A] ওয়ারেন হেস্টিংস

[B] উইলিয়াম পিট

[C] উইলিয়াম বেন্টিঙ্ক

[D] লর্ড ডালহৌসি

উত্তর:- [B] উইলিয়াম পিট

62. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন ? 

[A] পোর্তুগালের

[B] স্পেনের

[C] জাপানের

[D] ফ্রান্সের

উত্তর:- [A] পোর্তুগালের

63. স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়–        

[A] 1721 খ্রি:

[B] 172৪ খ্রি:

[C] 1726 খ্রি:

[D] 1728 খ্রি:

উত্তর:- [B] 172৪ খ্রি:

64. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট[178৪ খ্রি.] কার উদ্যোগে পাশ হয় ?

[A] রিপনের

[B] ক্লাইভের

[C] পিটের

[D] কর্নওয়ালিশের

উত্তর:- [C] পিটের

65.  7. ফারুকশিয়ার ইংরেজ কোম্পানিকে ফরমান দেন –     

[A] 1707 খ্রিস্টাব্দে

[B] 1714 খ্রিস্টাব্দে

[C]1717 খ্রিস্টাব্দে

[D] 1727 খ্রিস্টাব্দে

উত্তর:- [C]1717 খ্রিস্টাব্দে

66. ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল –         

[A] নারায়ণ দাসকে

[B] রাজবল্লভকে

[C] কৃষ্ণদাসকে

[D] জগৎবল্লভকে

উত্তর:- [C] কৃষ্ণদাসকে

67. পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের –      

[A] 23 জুন

[B] 2 জুলাই

[C] 12 আগস্ট

[D] 17 সেপ্টেম্বর

উত্তর:- [A] 23 জুন

68. ভাস্কো – দা – গামা কোন্ দেশের নাবিক ছিলেন ? –       

[A] পাের্তুগালের

[B] স্পেনের

[C] ইংল্যান্ডের

[D] ফ্রান্সের

উত্তর:- [A] পাের্তুগালের

69. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট[1784 খ্রি] কার উদ্যোগে পাস হয় ?

[A] হেস্টিংসের

[B] ক্লাইভের

[C] পিটের

[D] কর্নওয়ালিশের

উত্তর:- [C] পিটের

70. কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়  

[A] 1773 খ্রিস্টাব্দে

[B] 1774 খ্রিস্টাব্দে

[C] 1775 খ্রিস্টাব্দে

[D] 1776 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1774 খ্রিস্টাব্দে

71. ব্রিটিশ ভারতে মােট কটি চার্টার অ্যাক্ট পাস হয় ?        

[A] 2 টি

[B] 4 টি

[C] 6টি

[D] 8টি

উত্তর:- [B] 4 টি

72. [14]প্রথম সনদ আইন কবে পাস হয় ? –        

[A] 1793 খ্রিস্টাব্দে

[B] 1813 খ্রিস্টাব্দে

[C] 1833 খ্রিস্টাব্দে

[D] 1853 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1793 খ্রিস্টাব্দে

73.  .কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লােপ করা হয় ? –

[A] 1793 খ্রিস্টাব্দের

[B] 1813 খ্রিস্টাব্দের

[C] 1833 খ্রিস্টাব্দের

[D] 1853 খ্রিস্টাব্দের

উত্তর:- [B] 1813 খ্রিস্টাব্দের

74. মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেন   

[A] মুঙ্গেরে

[B] দৌলতাবাদে

[C] দেবগিরিতে

[D] পলাশিতে

উত্তর:- [A] মুঙ্গেরে

75. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 

[A] 1782 খ্রিস্টাব্দে

[B] 1802 খ্রিস্টাব্দে

[C] 1809 খ্রিস্টাব্দে

[D] 1819 খ্রিস্টাব্দে

উত্তর:- [C] 1809 খ্রিস্টাব্দে

76. পোর্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন বন্দরে তাদের বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি পায় ?

[A] ম্যাকাও

[B] ক্যান্টন

[C] পোর্ট আর্থার

[D] হংকং

উত্তর:- [A] ম্যাকাও

77. দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়     

[A] 1856 খ্রিস্টাব্দে

[B] 18৪0 খ্রিস্টাব্দে

[C] 1860 খ্রিস্টাব্দে

[D] 1838 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1856 খ্রিস্টাব্দে

78. ভারতের গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় ‘ উপাধিতে ভূষিত হন ?

[A] 1784 খ্রিস্টাব্দের

[B] 1858 খ্রিস্টাব্দের

[C] 1861 খ্রিস্টাব্দের

[D] 1892 খ্রিস্টাব্দের

উত্তর:- [B] 1858 খ্রিস্টাব্দের

79. সর্বশেষ সনদ আইন বা চাটার অ্যাক্ট কবে পাশ হয় ?      

[A] 1793 খ্রি.

[B] 1815 খ্রি.

[C] 1833 খ্রি.

[D] 1853 খ্রি.

উত্তর:- [D] 1853 খ্রি.

80. কত খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয় ?

[A] 1793 খ্রি.

[B] 1813 খ্রি.

[C] 185৪ খ্রি.

[D] 1853 খ্রি.

উত্তর:- [B] 1813 খ্রি.

81. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন —

[A] ওয়ারেন হেস্টিংস

[B] উইলিয়াম পিট

[C] উইলিয়াম বেন্টিঙ্ক

[D] লর্ড ওয়েলেসলি

উত্তর:- [D] লর্ড ওয়েলেসলি

82. রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন –

[A] উইলিয়াম বেন্টিঙ্ক

[B] টমাস মনরাে

[C] ফিলিপ ফ্রান্সিস

[D] মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন

উত্তর:- [B] টমাস মনরাে

83. ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় –

[A] মহারাষ্ট্রে

[B] পাঞ্জাবে

[C] মাদ্রাজে

[D] বাংলায়

উত্তর:- [A] মহারাষ্ট্রে

84. ‘ POVERTY AND UN – BRITISH RULE IN INDIA ‘ রচনা করেন –

[A] অরবিন্দ ঘোষ

[B] গান্ধিজি

[C] ‘ দাদাভাই নওরােজি

[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 উত্তর:- [C] ‘ দাদাভাই নওরােজি

85. নানকিং ‘ – এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল —     

[A] 1839 খ্রিস্টাব্দে

[B] 1842 খ্রিস্টাব্দে

[C] 1843 খ্রিস্টাব্দে

[D] 1845 খ্রিস্টাব্দে

উত্তর:- [B] 1842 খ্রিস্টাব্দে

86.  AUGUST , 1842 সালে চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? –         

[A] পিকিং – এর সন্ধি

[B] তিয়েনসিন – এর সন্ধি

[C] নানকিং – এর সন্ধি

[D] হােয়ামপােয়া – এর সন্ধি

উত্তর:- [C] নানকিং – এর সন্ধি

87. মাদ্রাজে ‘ ফোর্ট সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করে     

[A] ফরাসিরা

[B] ইংরেজরা

[C] ডাচরা

[D] দিনেমাররা

উত্তর:- -[B] ইংরেজরা

88. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ?

[A] ক্লাইভ

[B] ভেরেলেস্ট

[C] ওয়ারেন হেস্টিংস

[D] কর্নওয়ালিশ

উত্তর:- [C] ওয়ারেন হেস্টিংস

89. পাঁচসালা বন্দোবস্ত চালু করেন      

[A] ক্লাইভ

[B] ভেরেলেস্ট

[C] ওয়ারেন হেস্টিংস

[D] কর্নওয়ালিশ

 উত্তর:- [C] ওয়ারেন হেস্টিংস

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল?     

উত্তর:- 1778 সালে

2. পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল?    

উত্তর:- 1772 খ্রি.

3. চিনে আফিমের যুদ্ধ হয়েছিল কটি?  

উত্তর:- 2টি

4. তাইপিং কথাটির অর্থ লেখো।        

উত্তর:- মহাশান্তি

5. চিনে বক্সার বিদ্রোহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে?    

উত্তর:- 1900 খ্রি:

6. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে?

উত্তর:- ওয়ারেন হেস্টিংস

7. ভাস্কো-দা-গামা কোন দেশের নাগরিক ছিল?    

উত্তর:- পোর্তুগালের

8. স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রীস্টাব্দে?  

উত্তর:- 172৪ খ্রীস্টাব্দে

9. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট[178৪ খ্রি.] কার উদ্যোগে পাশ হয়েছিল?

উত্তর:- পিটের উদ্যোগে

10. সর্বশেষ সনদ আইন বা চাটার অ্যাক্ট কত খ্রীস্টাব্দে পাশ হয়েছিল?

উত্তর:- 1853 খ্রীস্টাব্দে।

11. কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল?

উত্তর:- 1813 খ্রিস্টাব্দের

12. কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়ে থাকে?       

উত্তর:- স্যার টমাস মনরোকে

13. জেমস মিল কে ছিলেন?  

উত্তর:- একজন উপযোগবাদী

14. ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল কত খ্রীস্টাব্দে?       

উত্তর:- 18৪2 খ্রি.

15. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? 

উত্তর:- এলিজা ইম্পে

16. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়ে ছিল কোথায়?         

উত্তর:- মহারাষ্ট্রে

17. বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেছিলেন কে? 

উত্তর:- মুর্শিদকুলি খাঁ

18. ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলে অভিহিত করা হয়?

উত্তর:- আমলাতন্ত্রকে

19. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন?   

উত্তর:- ওয়ারেন হেস্টিংস

20. পাঁচসালা বন্দোবস্ত চালু করেছিল কে?         

উত্তর:- ওয়ারেন হেস্টিংস

21. মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়?

উত্তর:- মুঙ্গেরে

22. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?       

উত্তর:- 1809 খ্রিস্টাব্দে

23. পোর্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন বন্দরে তাদের বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করেছিল?

উত্তর:- ম্যাকাও

24. দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রীস্টাব্দে?      

উত্তর:- 1856 খ্রিস্টাব্দে

25. ‘কোড কর্নওয়ালিশ’ বলতে কী বোঝো?       

উত্তর:- কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের নিজেদের দখলে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ 1793 খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেছিলেন। এটিই ‘কোড কর্নওয়ালিশ’ নামে পরিচিত।

26. কে, কত সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন?  

উত্তর:- প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে কলকাতায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন।

27. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল?        

উত্তর:- 1839 থেকে 18৪2 সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল।

28. পুরন্দরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?    

উত্তর:- 1776 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।

29. বেসিনের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধি দু’টি শর্ত লেখো।

উত্তর:- দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত :[I] পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নিয়েছিলেন।[II] পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়েছিল।

30. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝোয়?

উত্তর:- 1753-75 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী ক্রয় করত। এটিই এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।

31. ব্রিটিশ ভারতে “সম্পদের বহির্গমন” বলতে কী বোঝোয়?  

উত্তর:- ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যেতেন। এটিকেই ‘সম্পদের বহির্গমন’ বলা হয়।

32. গ্যারান্টি ব্যবস্থা বলতে কী বোঝো? 

উত্তর:- এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছিল। এটাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।

33. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন? 

উত্তর:- 1793 সালে 22 মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিশ।

34. অব-শিল্পায়ন বলতে কী বোঝা যায়?

উত্তর:- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রচুর পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংসের পথে অগ্রসর হয়। এটাই অব-শিল্পায়ন নামে পরিচিত।

35. কাকে বলা হয় কোড কর্নওয়ালিশ’?

উত্তর:- কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের বাগে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ 1793 খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেন। এটাই কোড কর্নওয়ালিশ নামে বিখ্যাত।

36. কে, কবে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন?  

উত্তর:- প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে কলকাতায় গড়ে তোলেন বেঙ্গল কেমিক্যালস।

37. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়?   

উত্তর:- 1839-18৪2 সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে হয় প্রথম অহিফেন যুদ্ধ।

38. কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি?  

উত্তর:- 1776 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে হয়েছিল। পুরন্দরের সন্ধি।

39. কবে হয় বেসিনের সন্ধি? এর দু’টি শর্ত লেখো। 

উত্তর:- দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে 1802 সালে হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত :[I] পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নেন।[II] পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়।

40. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো?  

উত্তর:- 1753-75 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী কিনত। এটাই এজেন্সি ব্যবস্থা।

41. ব্রিটিশ ভারতে সম্পদের বহির্গমন” কাকে বলা হতো?     

উত্তর:- ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান। এটাই সম্পদের বহির্গমন’ বলে চিহ্নিত।

42. গ্যারান্টি ব্যবস্থা কী ?     

উত্তর:- এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। এটাই গ্যারান্টি ব্যবস্থা।

43. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?     

উত্তর:- 1793 -এর 22 মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিশ।

44. অব-শিল্পায়ন বলতে কী বোঝো?    

উত্তর:- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংস হয়। এটাই অব-শিল্পায়ন।

45. এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়?    

উত্তর:- 1855 খ্রি: ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় দেশের প্রথম পাটকল গড়ে তোলেন।

46. দেশে কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়?    

উত্তর:- পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে 1853 খ্রি: সর্বপ্রথম কাপড় কল গড়ে তোলেন।

47. ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করে?    

উত্তর:- 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে।

48. দস্তক বলতে কী বোঝো? 

উত্তর:- মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন তা দস্তক নামে পরিচিত।

49. কাও-তাও প্রথা কী ?     

উত্তর:- কোনো বিদেশি চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই কাও-তাও প্রথা নামে পরিচিত।

50. কে, কবে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেন?     

উত্তর:- ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য 1772 খ্রিস্টাব্দে নিয়োগ করেন।

51. কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন?     

উত্তর:- ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য 1876 সালে গঠিত হয়।

52. বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?         

উত্তর:- 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের। ওলন্দাজরা পরাজিত হয়।

53. কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়?       

উত্তর:- 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়।

54. দ্বৈত শাসন বলতে কী বোঝো?     

উত্তর:- 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত।

55. কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়?    

উত্তর:- 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা।

56. সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে হয়?       

 উত্তর:- 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের।

57.  দস্তক বলতে কী বোঝা যায়?      

উত্তর:- মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার প্রদান করেছিল সেটিই দস্তক নামে পরিচিত।

58. কাও-তাও প্রথা বলতে কি বোঝো?  

উত্তর:- বিদেশ থেকে আসা কোনো চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই ‘কাও-তাও প্রথা’ নামে পরিচিত ছিল।

59. কে, কত খ্রীস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন?  

উত্তর:- ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য 1772 খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন।

60. কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেছিলেন?

উত্তর:- ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্য আদায়ের জন্য 1876 সালে আমিনি কমিশন গঠন হয়েছিল।

61. বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?      

উত্তর:- 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের বিদরার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়।

62. কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল?   

উত্তর:- 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয় বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল।

63. দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো?         

উত্তর:- 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির অধিনে। এটিকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে।

64. কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল?         

উত্তর:- 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল।

65. সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?    

উত্তর:- 1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের মধ্যে সবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

66. স্যার টমাস রো কবে ভারতে এসেছিলেন?     

উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো 1615 খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে এসেছিলেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করাই ছিল তাঁর উদ্দেশ্য।

67. সিরাজ-উদ-দৌলার আমলে ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো?     

উত্তর:- ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, 1756 সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি হওয়া 1৪6 জন ব্রিটিশ সৈন্যকে 18 X 1৪ X 10 ফুট আয়তন বিশিষ্ট একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। এতে 123 জন দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। এই ঘটনাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত।

68. কোন আইনের দ্বারা ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়েছিল? প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর:- 1858 -এর ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় পদের উদ্ভব হয়েছিল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

69. স্যার টমাস রো কবে ভারতে আসেন?         

উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো 1615 খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে আসেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তাঁর উদ্দেশ্য।

70. ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো? 

উত্তর:- ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, 1756 সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি 1৪6 জন ব্রিটিশ সৈন্যকে 18 X 1৪ X 10 ফুট আয়তন বিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এতে 123 জন দমবন্ধ হয়ে মারা যায়। একে বলা হয় অন্ধকূপ হত্যা।

71. কোন আইনে ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়? প্রথম ভাইসরয় কে?      

উত্তর:- 1858 -এর ভারত শাসন আইনে ভাইসরয় পদের উদ্ভব হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

72. শিমনোসকির সন্ধি কোন দুই দেশের মধ্যে হয়েছিল?     

উত্তর:- চিন-জাপান

73. ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?    

উত্তর:- লর্ড কর্নওয়ালিশ

74. চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়েছিল কোথায়?

উত্তর:- ক্যান্টন

75. পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে?         

উত্তর:- 1757 খ্রিস্টাব্দে

76. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কত খ্রিস্টাব্দে?

উত্তর:- 1765 খ্রিস্টাব্দে

77. ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল?        

উত্তর:- 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় ভারতের প্রথম পাটকল গড়ে তোলেন।

78. ভারতের কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়েছিল?      

উত্তর:- পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে 1853 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কাপড়ের কল স্থাপিত করেন।

79. ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করেছিল?

উত্তর:- 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি  নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad