জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।(2+6)

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রশ্নঃ জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো(2+6)

ভূমিকা:- বাংলা ‘জাদুঘর’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল Museum (মিউজিয়াম)। আর এই মিউজিয়াম’ শব্দটি গ্রিক শব্দ ‘Mouseion’ (মউসিয়ন) থেকে এসেছে। এর অর্থ হল-“Seat of the Muses” অর্থাৎ শিল্পকলার পৃষ্ঠপোষক দের বসার স্থান। ভিন্ন কথায় শিক্ষাদান গৃহ ।

সাধারণ অর্থে জাদুঘর’ হল বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও লোক-সংস্কৃতিমূলক নিদর্শন বা নমুনা সংগ্রহ কবে সেগুলিকে যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংবক্ষণ করে রাখা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে মাঝে মাঝে প্রদর্শনী করে সরাসরি শিক্ষার প্রসার ঘটানো হয়। সেই সব প্রতিষ্ঠানকে জাদুঘর বলে।

1) ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য ও কাজ হল দেশবিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্লভ ঐতিহাসিক নিদর্শনগুলি খুঁজে বের করা এবং সংগ্রহ করা। হারিয়ে যাওয়া এই সব নিদর্শন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

2) ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষন জাদুঘর ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন, যেমন- প্রাচীন মুদ্রা, লিপি, প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, প্রাচীনকালের ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও বিজ্ঞান বিষয়ক আশ্চর্যজনক বস্তুগুলি দীর্ঘস্থায়ী করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করে। সংরক্ষিত এই উপকরণগুলি অতীত পুণঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

3) ঐতিহাসিক নিদর্শনের প্রদর্শন জাদুঘর অতীতের যে সকল মূল্যবান ও আশ্চর্যজনক বস্তু সংগ্রহ ও সংরক্ষণ করে তা সাধারন দর্শক বা গবেষক সকল শ্রেণীর মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়।

4) গবেষণায় সাহায্য: যে-কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নিদর্শন জাদুঘরে সংরক্ষিত হতে পারে। সেই সব নিদর্শনগুলির প্রকৃত ইতিহাস কী তা নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও কাজ।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন

5) প্রকাশনা: জাদুঘরের একটি প্রধান কাজ হল বিভিন্ন বিষয়ে প্রকাশনার ব্যবস্থা করা। জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে গবেষনালব্ধ তথ্য, কিম্ব৷ সাম্প্রতিককালে যথেষ্ট আলোচিত কোনো ঐতিহাসিক বিষয় ইত্যাদি নিয়ে এই প্রকাশনার ব্যবস্থা হতে পারে।

6) জ্ঞানের প্রসার:  জাদুঘরের একটি অন্যতম উদ্দেশ্য ওনকাজ হল সংগ্রহশালার বস্তুসামগ্রীর সাহায্যে মানুষের জ্ঞানের প্রসার ঘটানো। পাঠ্যবইয়ের পাতায় দেখা বিষয় চোখের সামনে দেখতে পেলে বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ ও আকর্ষণ দুই-ই বৃদ্ধি পায়।

উপসংহার:- পরিশেষে উল্লেখ্য, মিউজিয়াম বা জাদুঘর হল অতীত স্মৃতিচিহ্ন ও বর্তমান যুগের যোগসূত্র । তাই জাদুঘরে সংরক্ষিত তথ্য ব্যবহার ও বিশ্লেষণ করে মানুষ অনেক নতুন তথ্য আবিষ্কার করে, যা অতীত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শুধু তাই নয়, ইতিহাস শিক্ষার্থীদের কল্পনা ও মননশক্তি তৈরি করতেও সাহায্য করে।

আরো পড়ুন

দ্বাদশ শ্রেণির ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে  বড়ো প্রশ্ন উত্তর পেতে ক্লিক করুন


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

আরও গুরুত্বপূর্ণ

× close ad