HS Geography Suggestions 2025: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে তাদের সকলের প্রস্তুতি চলছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশনের দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে সমস্ত সাজেশন পড়তে পারবে।
HS Geography Suggestion 2025 | |
Subject | Geography |
Exam Date | 18-Mar-2025 (মঙ্গলবার) |
All Hs Suggestion | Click Here |
আরো নোটস পেতে Join করুন | Join Now |
HS Geography Suggestions 2025 উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2025
নিচের প্রশ্নগুলি উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)
➤ ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ খুলনা ভর্তির পার্থক্য নিরূপণ করো।
➤ ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো। হারিকেন ও টাইফুন বলতে কি বোঝ?
➤ স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। জলজ উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
➤ জলবায়ু কিভাবে উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করে তা সংক্ষেপে আলোচনা করো। অথবা, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু প্রভাব আলোচনা করো।
➤ ক্রান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো।
➤ পুনর্যৌবন লাভের ফলে গঠিত তিনটি ভূমিরূপের আলোচনা করো।
➤ কাগজ শিল্পের কাঁচামাল গুলি কী কী? রবার শিল্পের গুরুত্ব আলোচনা করো। মালয়েশিয়ার রবার শিল্পকেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থিত তা উল্লেখ করো।
➤ উদীয়মান বা সূর্যোদয় শিল্প বলতে কী বোঝায়? অথবা, শিক্ষা দানব কাকে বলে? পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির অনুকূল ভৌগোলিক কারণগুলি আলোচনা করো।
➤ ভারতের প্রধান প্রধান পর্যটন কেন্দ্র গুলির অবস্থান সম্পর্কে আলোচনা করো। পর্যটন শিল্পের কয়েকটি গুরুত্ব লেখো। অথবা, কোনো দেশের অর্থনীতির ওপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা করো।
➤ গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। এক্যুমনোপলিস কাকে বলে? কর্ম ধারা অনুযায়ী হ্যারিসের শহরের শ্রেণীবিভাগটি উল্লেখ করো।
➤ পৃথিবীর প্রায় জনবসতিহীন অঞ্চল গুলির নাম ও তাদের বৈশিষ্ট্য লেখো। জনঘনত্বের বন্টনের উপর দুটি প্রধান প্রাকৃতিক উপাদানের প্রভাব আলোচনা করো।
➤ সেন্সাস শহর কাকে বলে? ভারতীয় জনগণনা অনুসারে পৌরবসতির শ্রেণীবিভাগ করো।
➤ বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
➤ পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
➤ ক্রান্তীয় ডিপ্রেশন কী? এল নিনোর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো।
➤ নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো? এর কারণ উল্লেখ করো।
➤ মাটি গঠনে সক্রিয় উপাদানগুলির প্রভাব সম্পর্কে লেখো। অথবা, মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো।
➤ আমেরিকার মৃত্তিকা বিজ্ঞানীদের দেওয়া সপ্তম অভিকর্ষ অনুযায়ী মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। অথবা, মৃত্তিকার U.S.D.A. শ্রেণীবিভাগ আলোচনা করো।
➤ মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণ কী? মৃত্তিকা ক্ষয় পরিবেশকে কিভাবে প্রভাবিত করে।
➤ ওপেন কৃত জলবায়ুর শ্রেণীবিভাগটি উল্লেখ করো। “মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের অরণ্য সৃষ্ট হয়েছে”—ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
➤ আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখো। শস্যপ্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়। ভারতের নীল বিপ্লবের সুবিধা কী?
➤ ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। শ্রীলংকা নারকেল উৎপাদনে আগ্রহী কেন?
➤ নীল বিপ্লবের ফলাফল আলোচনা করো। ভারতে অভ্যন্তরীণ মৎস্য চাষের ও সামুদ্রিক মৎস আহরণের উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সমূহের উল্লেখ করো।
➤ ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা, রেডিমেড পোশাকের প্রধান প্রধান রপ্তানিকারক ও আমদানিকারক দেশের নাম লেখো।
➤ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝ? আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো।