HS Education Suggestions 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HS Education Suggestions 2025: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই এ বছর যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে তাদের সকলের প্রস্তুতি চলছে । উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান  সাজেশনের দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে সমস্ত সাজেশন পড়তে পারবে।

HS Education Suggestion 2025
SubjectEducation
Exam Date7-March-2025 (শুক্রবার)
All Hs Suggestion 2025Click Here
আরো নোটস পেতে Join করুনJoin Now

HS Education Suggestions 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2025

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন

➤ টাস্ক ফোর্স কী?

➤ কি কারনে ‘চক্র সম্পদ’ গঠন করা হয়?

➤ সর্বশিক্ষা অভিযানের যেকোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো।

➤ UNICEF -এর সম্পূর্ণ কথাটি লেখো।

➤ সর্বজনীন শিক্ষা কাকে বলে?

➤ জানার জন্য শিক্ষা বলতে কী বোঝ?

➤ DTP -এর সম্পূর্ণ কথাটি লেখো।

➤ ICT -এর সম্পূর্ণ কথাটি লেখো।

➤ শিক্ষা প্রযুক্তি কাকে বলে?

➤ ‘একত্রে বাঁচার শিক্ষা’-র একটি উদাহরণ দাও।

➤ শিক্ষা প্রযুক্তির পরিধিকে কি কি ভাগে বিভক্ত করা যায়?

➤ পুনরুদ্রেকের দুটি শর্ত লেখো।

➤ কল্পিত গড় কী?

➤ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে, বহুমুখী বিদ্যালয় কাদের বলা হবে?

➤ কোন কমিশন বারানসি ও আলীগড় বিশ্ববিদ্যালয়ের সুবিধা ও অসুবিধা বিচার করে এবং সাম্প্রদায়িক সদন বাতিল করার সুপারিশ করে

➤ মাধ্যমিক শিক্ষা কমিশনের ভারতীয় শিক্ষাবিশেষজ্ঞদের নাম উল্লেখ করো।

➤ মুদালিয়র কমিশনে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্তরের জন্য বহুমুখী পাঠক্রমের যে সাতটি গ্রুপের সুপারিশ করেছেন, সেগুলি কী?

➤ প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো?

➤ কমিশনের মতে মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তার উল্লেখ করো।

➤ পেশাগত শিক্ষা কাকে বলা হয়?

➤ দৃষ্টিহীন শিক্ষার জন্য ভারত সরকারের যেকোনো একটি পদক্ষেপ উল্লেখ করো।

➤ শ্রেণিকক্ষের দুটি আচরণগত সমস্যার উল্লেখ করো‌।

➤ আংশিক বধির শিশু কাদের বলা হয়?

➤ ভারতের সর্বপ্রথম কোথায় এবং কবে মুক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়?

➤ দৈহিক প্রতিবন্ধীদের শিক্ষার দুটি সমস্যা বিবৃত করো।

➤ NAEP -এর পুরো নাম কী?

➤ কত সালে UNESCO শিক্ষার অন্তরভুক্তিকরনের উপর গুরুত্ব দেয়?

➤ অ-প্রথাগত শিক্ষা কী?

➤ বয়স্ক শিক্ষার রাজনৈতিক গুরুত্ব কী?

➤ সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি?

➤ প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল এর অর্থ কী?

➤ প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন ঘটে?

➤ মনোযোগের যেকোনো একটি ব্যক্তিগত নির্ধারক উল্লেখ করো।

➤ গ্যাগনির শ্রেণীবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চপর্যায়ের শিখন কোনটি?

➤ “শিখন হল আচরণের পরিবর্তন।”—উক্তিটি ব্যাখ্যা করো।

➤ মনোযোগের যে-কোনো একটি ব্যক্তিগত নির্ধারক উল্লেখ করো।

➤ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির যে-কোনো দুটি সূত্রের নাম লেখো।

➤ পৃথকীকরণ কী?

➤ ভারতের সংবিধান অনুযায়ী তফপশিলি জাতি কাদের বলা হয়?

➤ সাধারণ ধর্মী এবং বৃত্তিমুখী শিক্ষার মধ্যে দুটি পার্থক্য লেখো।

➤ স্বশাসিত কলেজ কাকে বলে?

➤ মাদুলিয়র কমিশন কি ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেয়?

➤ ভারতবর্ষে কাদের ‘তপশিলি উপজাতি’ বলে অভিহিত করা হয়? অথবা, আমাদের দেশের ‘তপশিলি উপজাতি’ হিসেবে কারা পরিগণিত?

➤ গেস্টাল্ট মতবাদ কী?

➤ থম্পসনের মতে পরিনমন কী?

➤ শিখন ও পরিনমনের একটি সাদৃশ্য এবং একটি পার্থক্য লেখো

➤ সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়?

➤ বুদ্ধ্যাঙ্ক কী?

➤ অর্জিত ক্ষমতা কাকে বলে? উদাহরণ দাও।

➤ অপ্রকট ইচ্ছাপ্রসূত মনোযোগ কাকে বলে?

➤ পুনরুদ্রেকের দুটি শর্ত লেখো।

➤ স্পিয়ারম্যান সামর্থ বা ক্ষমতা সম্পর্কে কী বলেছেন?

➤ মনোবিদ সুইফ্ট -এর মতে প্রেষণা কী?

➤ সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা আলোচনা করো।

➤ বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝ?

➤ সংবিধানের 16 নং ধারায় কী বলা হয়েছে?

➤ ভূষিষ্টক বা সংখ্যাগুরু মান বা মোড কোন কোন ক্ষেত্রে বের করতে হয়?

➤ পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়?

➤ শিক্ষা ক্ষেত্রে পরিসংখ্যানে দুটি উপযোগিতা উল্লেখ করো।

➤ বিদ্যালয়ে মনীষীদের জীবনীপাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল।

বিশ্লেষণধর্মী প্রশ্ন

➤ সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ গঠনে কোঠারি কমিশনের সুপারিশ ব্যক্ত করো।

➤ বিদ্যালয় শিক্ষার কাঠামো ও প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের মতামত ব্যক্ত করো।

➤ ‘জাতীয় ব্যবস্থায় শিক্ষা’ সম্পর্কে জাতীয় শিক্ষানীতি এর বক্তব্যগুলি উল্লেখ করো।

➤ জাতীয় শিক্ষাতে উল্লিখিত ‘অর্থপূর্ণ অংশীদারিত্ব’, ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ এবং ‘নবোদয় বিদ্যালয়’ সম্পর্কে আলোচনা করো।

➤ মুক ও বধির শিশুদের যেকোনো দুটি শিখন পদ্ধতি আলোচনা করো।

➤ ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো।

➤ শিখন এর একটি সন্তোষজনক সংজ্ঞা দাও। শিখন প্রক্রিয়ার বিভিন্ন স্তর হিসেবে সংরক্ষণ, মনে করা ও চেনা সম্পর্কে আলোচনা করো।

➤ অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখো। এই শিখন কৌশলের শিক্ষাগত প্রয়োগ লেখো।

➤ “মুদালিয়র কমিশনের সুপারিশ গুলি তত্ত্ব এবং আদর্শগত দিক থেকে আকর্ষণীয় হলেও প্রয়োগের দিক থেকে ত্রুটিপূর্ণ” —এই রূপ বলার কারণ সংক্ষেপে আলোচনা করো।

➤ মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামো সম্পর্কে কি সুপারিশ করে? সহ শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশ গুলি আলোচনা করো।

➤ বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান গুলি কু কী?

➤ থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো। শ্রেণিকক্ষে তার প্রয়োগ আলোচনা করো‌।

➤ বিজ্ঞান, প্রযুক্তি, গণিত শিক্ষা এবং বিশ্বের শ্রেণিকক্ষে তথ্য ও যোগাযোগের প্রযুক্তি সম্পর্কে UNESCO-এর ভূমিকা উল্লেখ করো।

➤ শিক্ষার উদ্দেশ্যে প্রেক্ষিতে শিখন কী কী? ‘জানার জন্য শিক্ষা’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

➤  ১৯৮৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির সঙ্গে ১৯৯২ খ্রিস্টাব্দের সংশোধিত খসড়ার তুলনামূলক আলোচনা করো।

➤ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলির ব্যবহার উল্লেখ করো। নিম্নলিখিত স্কুল গুলির গড় ও ভূষিষ্টক নির্ণয় করো।

➤ উচ্চ শিক্ষা কাকে বলে? উচ্চশিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কমিশনের বক্তব্য উল্লেখ করো। উচ্চশিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ গুলি কী?

➤ ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারণা গুলি উল্লেখ করো। অথবা, ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ গুলি উল্লেখ করো।

➤ নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী? তাদের বাড়িতে নারী শিক্ষা বিষয়ে রাধা কৃষ্ণনান কমিশন, মুদালিয়র কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশ গুলি লেখো।

➤ রামকৃষ্ণ কমিশনের প্রতিবেদন কে ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি মূল্যবান দলিল বলা হয় কেন —তা লেখো?


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad