HS History Question : উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Class 12th History Question and Answer

Published On:

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Dear student

তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer | HS Class 12th History Question and Answer

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS History MCQ Question and Answer |

1. শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়—      

[A] ইংল্যান্ডে

[B] ফ্রান্সে

[C] জার্মানিতে

[D] ইতালিতে

উত্তর:- [A] ইংল্যান্ডে

2. উদীয়মান সূর্যের দেশ কোনটি?          

 [A] আমেরিকা

[B] চিন

[C] জাপান

[D] ইংল্যান্ড

 উত্তর:- [C] জাপান

3.  অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়—     

 [A] এশিয়াকে

[B] ইউরোপকে

[C] আফ্রিকাকে

[D] অস্ট্রেলিয়াকে

উত্তর:- [C] আফ্রিকাকে

4. আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব’ নামকরণ করেন—

 [A] কলম্বাস

[B] ভাস্কো দা গামা

[C] আমেরিগো ভেসপুচি

[D] কেব্রাল

উত্তর:- [C] আমেরিগো ভেসপুচি

5. ColoniA যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো –

[A] ফরাসি

[B] লাতিন

[C] জামান

[D] ইংরেজি

উত্তর:- [B] লাতিন

6. ‘মার্কেন্টাইলবাদ” কথাটি ব্যবহার করেন         

[A] অ্যাডাম স্মিথ

[B] কার্ল মার্কস

[C] ভি. আই. লেনিন

[D] ডেভিড হরোইজ

উত্তর:- [A] অ্যাডাম স্মিথ

7. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?

 [A] বম্বে

[B] গুজরাট

[C] মাদ্রাজ

[D] বাংলা

উত্তর:- [D] বাংলা

8. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল—          

[A] ইংরেজরা

[B] ফরাসিরা

[C] পোর্তুগিজরা

[D] ওলন্দাজরা

উত্তর:- [B] ফরাসিরা

9. নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি কে ব্যবহার করেন?  

 [A] ডেভিড টমসন

[B] কার্ল মার্কস

[C] আর্নল্ড টয়েনবি

[D] লেনিন

উত্তর:- [A] ডেভিড টমসন

10. কানাডায় উপনিবেশ গড়ে তোলে    

 [A] স্পেন

[B] ফ্রান্স

[C] ইংল্যান্ড

[D] ডেনমার্ক

উত্তর:- [B] ফ্রান্স

11. মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন–        

 [A] লর্ড অ্যাক্টন

[B] ডেভিড টমসন

[C] অ্যাডাম স্মিথ

[D] লর্ড মাকেন্টাইল

 উত্তর:- [C] অ্যাডাম স্মিথ

12. ইম্পেরিয়াম শব্দটি হলো একটি        

 [A] ফরাসি শব্দ

[B] ল্যাটিন শব্দ

[C] গ্রিক শব্দ

[D] ইংরেজি শব্দ

উত্তর:- [B] ল্যাটিন শব্দ

13. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—

 [A] 1776 খ্রি:

[B] 1777 খ্রি:

[C] 1778 খ্রি:

[D] 1779 খ্রি:

উত্তর:- [A] 1776 খ্রি:

14. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়—        

 [A] 1826 খ্রিস্টাব্দে

[B] 1979 খ্রিস্টাব্দে

[C] 185৪ খ্রিস্টাব্দে

[D] 1816 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1826 খ্রিস্টাব্দে

15. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়—        

 [A] 1816 খ্রিস্টাব্দে

[B] 1817 খ্রিস্টাব্দে

[C] 1818 খ্রিস্টাব্দে

[D] 1819 খ্রিস্টাব্দে

উত্তর:- [A] 1816 খ্রিস্টাব্দে

16.  ReAlpolitik – নীতির প্রবক্তা হলেন           

[A] কাইজার দ্বিতীয় উইলিয়াম

[B] বিসমার্ক

[C] ট্রুম্যান

[D] হিটলার

উত্তর:- [B] বিসমার্ক

17.  কোন দেশের বর্তমান নাম মায়ানমার ?       

 [A] সিংহল

[B] ব্রহ্লাদেশ

[C] বোনিও

[D] সুমাত্রা

উত্তর:- [B] ব্রহ্লাদেশ

উচ্চমাধ্যমিক ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History SAQ Question and Answer |

1.  উপনিবেশবাদ’ কী?         

উত্তর:- কোনো অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় উপনিবেশবাদ।

2. নির্জোট আন্দোলন কী?    

উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলি ঠান্ডা লড়াই থেকে দূরে সরে নিজ স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন করে তাই নির্জোট আন্দোলন নামে পরিচিত।

3. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?

উত্তর:- 1839 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে। নানকিং সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।

4. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?

উত্তর:- ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে। তিয়েন সিনের সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।

5. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?

উত্তর জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।

6. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে?

উত্তর:- হবসনের মতে, পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়।

7. ‘ওয়েলথ অব নেশনস’ কার লেখা?    

উত্তর:- ‘ওয়েলথ অব নেশনস’ রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।

8. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?

উত্তর:- হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক।

9. কোন শব্দ থেকে উপনিবেশ’ শব্দটির উদ্ভব হয়েছে?*

উত্তর:- ল্যাটিন শব্দ ‘ColoniA’ এবং ইংরেজি ‘Colony’ থেকে উপনিবেশ শব্দটির উদ্ভব হয়েছে, যার অর্থ হল বিপুল পরিমাণ সম্পত্তি। ‘

10. সাম্রাজ্যবাদ [ImperiAlism] বলতে কী বোঝো?*

উত্তর:- সাম্রাজ্যবাদ বা ImperiAlism শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ ImperAre ও ImperAlium থেকে। প্রথমে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে এর দ্বারা বৃহৎ রাষ্ট্র দ্বারা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করাকে বোঝায়।

দ্বাদশ শ্রেনীর ভূগোল শর্ট প্রশ্ন : ভূমিরূপ প্রক্রিয়া I ClAss 12 GeogrAphy SAQ

11. উপনিবেশবাদ’ [ColoniAlism] বলতে কী বোঝো?*

 উত্তর:- উপনিবেশ শব্দটির মূল অর্থ হল ‘মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ’। সাধারণভাবে উপনিবেশবাদ হল— একটি এলাকা বা ওই এলাকার জনসাধারণের উপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ; যার উদ্দেশ্য হল ঔপনিবেশিক দেশের [ColoniseD] কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ আহরণ দ্বারা অর্থনৈতিক শোষণ, উপনিবেশ স্থাপনকারী [Coloniser] দেশের স্বার্থে উপনিবেশের বাজার ব্যবহার এবং উপনিবেশে মাতৃদেশের সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতির বিস্তার।

12. উপনিবেশ’ কী?*           

উত্তর:- সাধারণভাবে বলা যায় একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ড নিজের অধীনস্থ করে নেয়, তখন সেই অধীনস্থ ভূখণ্ড বা অঞ্চলটিকে বিজিত দেশের ‘উপনিবেশ’ বলা হয়। ‘

13. কোন্ সময়কালকে বলা হয় ‘ভৌগোলিক আবিষ্কারের যুগ’ [The Age of GeogrAphiCAl DisCovery] ?*

– খ্রিস্টীয় পঞ্চদশ শতককে বলা হয় ‘ভৌগোলিক আবিষ্কারের যুগ’।

14. ভৌগোলিক অভিযানে কোন্ কোন্ দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল?’  [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ভৌগোলিক অভিযানে স্পেন ও পোর্তুগাল অগ্রণী ভূমিকা নিয়েছিল।

15. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?*  

উত্তর:- আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস [1৪92 খ্রি.]।

16. আমেরিগো ভেসপুচি কে ছিলেন? *[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- জন্মসূত্রে ইতালীয় আমেরিগো ভেসপুচি স্পেনের পৃষ্ঠপোষকতায় চারবার সমুদ্র অভিযান করেন। 1503 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা মহাদেশকে নতুন মহাদেশ বলে চিহ্নিত করেন। তার নামানুসারে এই নতুন মহাদেশের নাম হয় আমেরিকা।

17. ক্যাপটেন কুক কোন্ কোন্ দেশ আবিষ্কার করেন? [WBCHSE SAmple Question ’18, ’14]

উত্তর:- অষ্টাদশ শতকের শেষ পর্বে ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপটেন কুক হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন।

18. কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন?* WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপটেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন।

19. বুলউত্তর:- এর নির্দেশনামা’ কী?* [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- প্রথমদিকে সমুদ্র অভিযানে পোর্তুগাল ও স্পেন সাফল্যলাভ করলেও শীঘ্রই সমুদ্র অভিযান নিয়ে পোর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে 1৪93 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার ‘PApAi Bull’ বা পোপের মুদ্রাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন।

20. ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোন্‌টি ছিল? * [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি ছিল ব্রিটেন।

21. ইউরোপের দুটি ঔপনিবেশিক শক্তির নাম উল্লেখ করো [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপের যেসকল রাষ্ট্র উপনিবেশ বিস্তারে সচেষ্ট হয়েছিল, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি।

22. সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?     

উত্তর:- ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল 1756 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1763 খ্রিস্টাব্দে।

23. ইউরোপের ইতিহাসে কোন্ সময়কে ‘সাম্রাজ্যবাদের যুগ’ [Age of ImperiAlism] বলা হয়?[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- 1870 খ্রিস্টাব্দ থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির উপনিবেশ বিরোধী মনোভাব আকস্মিকভাবে লুপ্ত হয়। 1870 খ্রিস্টাব্দ থেকে 191৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কালপর্বে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ, শিল্পপণ্যের বাজার অনুসন্ধান এবং স্ফীত হয়ে ওঠা পুঁজির লাভজনক বিনিয়োগ ক্ষেত্র প্রতিষ্ঠার জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উপর উন্মত্ত প্রতিযোগিতায় ঝাপিয়ে পড়ে। তাই 1870 থেকে 191৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটি যথার্থই নিন্দাসূচকরূপে ‘সাম্রাজ্যবাদের যুগ’ [Age of ImperiAlism] বলে অভিহিত।

24. সাম্রাজ্যবাদ’ কী ? * [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- নয়া সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতিবিশিষ্ট। শিল্পবিপ্লবের পূর্বকাল পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে শুধুমাত্র ভৌমিক অধিকার বলবৎ করাকেই বোঝাত। কিন্তু নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য অধীনস্থ দেশে শুধু ভৌমিক অধিকার স্থাপন নয়, তার অধিবাসী, শক্তিসম্পদ, অর্থনীতি এমনকি শিক্ষা ও সংস্কৃতি পর্যন্ত সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করা।

25. নয়া সাম্রাজ্যবাদ’ কোন্ সময়কালকে বলা হয়?*

উত্তর:- নয়া সাম্রাজ্যবাদ’ 181৪ খ্রিস্টাব্দে থেকে 191৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়।

*ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে?*

26. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? [WBCHSE 17]

উত্তর:- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুতান জারির[SutAn SjAhrir]

27. পাবলো পিকাসো কে ছিলেন?*      

উত্তর:- পাবলো পিকাসো ছিলেন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী। তিনি আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন বিখ্যাত চিত্রগুলি অঙ্কন করেন।

28. বর্ণবৈষম্য নীতি [CAste DisCriminAtion Custom] কোন্ দেশে বলবৎ হয়? অথবা, বর্ণবৈষম্য নীতি কোথায় ব্যাপকতা লাভ করে?[WBCHSE 17]

উত্তর:- বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা, ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়।

29. বর্ণবৈষম্য’ কী?* [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- সাদা কালো মানুষের ভেদাভেদজ্ঞান থেকে কালো চামড়ার উপর সাদা চামড়ার ঘৃণা, অবজ্ঞা ও নিপীড়নজাত সমস্যাকে ‘বর্ণবৈষম্য’ বলা হয়। ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে সাদা চামড়ার মানুষের শাসন বজায় রাখতে কালো চামড়ার মানুষের উপর ঘৃণা ও অত্যাচার থেকে জাতি বৈষম্যমূলক প্রথা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়।

30. মার্টিন লুথার কিং এর আন্দোলনের ভিত্তি কী ছিল?* [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- মার্টিন লুথার কিং এর আন্দোলনের ভিত্তি ছিল ধর্মসংস্কার।

31. সোশ্যাল ডারউইনবাদের’ প্রবক্তা কে?* [ WBCHSE [17]

 উত্তর:- সোশ্যাল ডারউইনবা বা ‘সামাজিক ডারউইনবাদ’ তত্ত্বের প্রবক্তা ছিলেন এডমন্ড স্পেনসার।

32. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল?   

 উত্তর:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।

33. কার নেতৃত্বে, কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?           

উত্তর:- জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে 1885 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।

34.  আমেরিকা ছিল কাদের উপনিবেশ ?           

উত্তর:- আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ।

35.  আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?         

উত্তর:- 1776 খ্রি: ভাসাই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে।

36. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্বে ছিলেন?       

উত্তর:- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে মুখ্য ভূমিকা নেন জর্জ ওয়াশিংটন।

37. সংকীর্ণ জাতীয়তাবাদ’ [NArrow JAws] কী ?         

 উত্তর:- ইউরোপের ঔপনিবেশিক পুঁজিবাদী রাষ্ট্রগুলির মুষ্টিমেয় পুঁজিপতি নিজেদের লক্ষ্য ও স্বার্থকে জাতীয় লক্ষ্য ও স্বার্থের সমার্থক বলে প্রচার করে। এরূপ জাতীয়তাবাদ ‘সংকীর্ণ জাতীয়তাবাদ’ নামে পরিচিত। *

38. শেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ বা White MAn’s BurDen বলতে কী বোঝায় ? [WBCHSE 19, ’17 ]

উত্তর:- শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ বশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন জাতিগুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই– এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে। ইংরেজ লেখক রুডইয়ার্ড কিপলিং [RuDyArD Kipling] এবং ফরাসি লেখক জুলি ফেরি [Jules Ferry] এ ব্যাপারে দেশবাসীকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। অবশ্য এ বিষয়টি ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।

39. White mAn’s BurDen’ কবিতাটি কে লেখেন? * [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- White mAn’s BurDen’ কবিতাটি লেখেন প্রখ্যাত ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং।

40. জুলি ফেরি কে ছিলেন?  

উত্তর:- জুলি ফেরি [Jules Ferry] ছিলেন প্রখ্যাত ফরাসি লেখক।তার লেখায় সাম্রাজ্যবাদের সমর্থন লক্ষণীয়।

41. রুডইয়ার্ড কিপলিং কে ছিলেন?*     

উত্তর:- রুডইয়ার্ড কিপলিং ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি। তার বিখ্যাত কবিতাটি হল White MAn’s BurDen—যেখানে তিনি সাদা চামড়ার মানুষকে উন্নত জাতিতে উন্নীত করার অনুরোধ জানিয়েছেন।

42. উড়ন্ত মাকুর আবিষ্কারক কে?*        

উত্তর:- উড়ত্ত মাকুর আবিষ্কারক হলেন জন কে [1703 খ্রি.]

43.  শিল্পবিপ্লব [InDustriAl Revolution] সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? *** [WBCHSE SAmple Question “18, 14]

উত্তর:- শিল্পবিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল।

44. রুডইয়ার্ড কিপলিং কে ছিলেন?*     

উত্তর:-  রুডইয়ার্ড কিপলিং ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি। তার বিখ্যাত কবিতাটি হল—White MAn’s BurDen—যেখানে তিনি সাদা চামড়ার মানুষকে উন্নত জাতিতে উন্নীত করার অনুরোধ জানিয়েছেন।

45. হবসন লেনিন তত্ত্ব’ [Thesis of HoBsonLenin] বলতে কী বোঝো?* [WBCHSE SAmple Question 18, 14]

উত্তর:- ব্রিটিশ অর্থনীতিবিদ হবসনের মতে, পশ্চিমি দেশগুলিতে ধনবণ্টনের বৈষম্যের ফলে পুঁজিপতিদের হাতে যে মাত্রাতিরিক্ত মূলধন জমে, তার লগ্নির ক্ষেত্র অনুসন্ধানের জন্য নিজের • দেশের সরকারকে সাম্রাজ্যবিস্তারে বাধ্য করে। অন্যদিকে রুশ কমিউনিস্ট নেতা লেনিন পুঁজিবাদকে ‘সাম্রাজ্যবাদের বীজ’ বলে অভিহিত করেন। তাঁর মতে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রয় এবং শিল্পোৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়–যা ‘হবসন লেনিন তত্ত্ব [Thesis of HoBson Lenin] নামে পরিচিত।

46. লেনিন রচিত দুটি গ্রন্থের নাম লেখো। **      

উত্তর:- লেনিন রচিত দুটি গ্রন্থের নাম – ImperiAlism: The Highest StAge of CApitAlism, The Development of CApitAlism in RussiA

47. জে এ হবসনের বইটির নাম কী ? **[WBCHSE 15]

উত্তর:- জে এ হবসনের বইটির নাম হল ‘ImperiAlism: A StuDy বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ [1902 খ্রিস্টাব্দ]।

48. লগ্নি পুঁজি’ কাকে বলে?   

উত্তর:- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে ‘লগ্নি পুঁজি’ বলে।এর ফলে পুঁজিবাদের ধারা অব্যাহত থাকে।

49. হিলফারডিং এর লেখা বইটির নাম লেখো। [WBCHSE ’15]

উত্তর:- হিলফারডিংএর লেখা বইটির নাম হল —FinAnCe CApitAl

50. মার্কেন্টাইলবাদ’ বা ‘বণিকবাদ’ বলতে কী বোঝায়?* [WBCHSE [16]

উত্তর:- ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে বণিকবাদ বা মার্কেন্টাইলিজম একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহ, যথা— বুলিয়ান সঞ্চয়, উপনিবেশ প্রতিষ্ঠ খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল বণিকবান বা মার্কেন্টাইলবাদের মূল কথা। লর্ড অ্যাকটনের মতানুসারে মার্কেন্টাইলবাদ এমন এক অর্থনৈতিক মতবাদ, যা জ্ঞানদীপ্তির সময়কালে স্বৈরতন্ত্রের পরিপূরক।

51.  লেনিন রচিত সাম্রাজ্যবাদ বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

উত্তর:- ImperiAlism – The Highest StAge of CApitAlism.

52. সাম্রাজ্যবাদ কাকে বলে?

উত্তর:- কোনো শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্র বা জাতির উপর অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাকেই বলে সাম্রাজ্যবাদ।

53. বাণিজ্যিক পুজি কাকে বলে?

উত্তর:- উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি। ব্যবসায় বাড়তি লাভ হলে এধরনের পুঁজি বাড়ানো সম্ভব।

54. উপনিবেশবাদ এর অর্থ কী? 

উত্তর:- ColoniAlism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ ColoniA। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট।

55. আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’?

 উত্তর:- উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।

56. কোন সময়কাল ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলে পরিচিত?

উত্তর:- 1870-191৪ খ্রি: মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত।

57. নীলজল নীতি’ কী?         

উত্তর:- পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি নীলজল নীতি’ নামে পরিচিত।

58. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন?

উত্তর:- ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ।

59. WeAlth of NAtions’ গ্রন্থটির রচয়িতা কে? *** [WBCHSE SAmple Question ’18, 14]

উত্তর:- প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে ‘WeAlth of NAtions’ গ্রন্থটি রচনা করেন।

60. পুঁজিবাদ কী ? *[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- যে অর্থনৈতিক ব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানা এবং সেগুলির বন্টন পরিলক্ষিত হয়, তাকে বলে পুঁজিবাদ [CApitAlism]।

61.  কানাডা অঞ্চলে কে ফরাসি ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ফ্রান্সের নাবিক জ্যাক কাটিয়ার 1602 খ্রিস্টাব্দে কানাড অঞ্চলে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন

62. কার নেতৃত্বে, কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?           

উত্তর:- জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে 1885 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।

63.  আমেরিকা ছিল কাদের উপনিবেশ ?           

উত্তর:- আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ।

64.  আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?         

উত্তর:- 1776 খ্রি: ভাসাই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে।

65. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্বে ছিলেন?       

উত্তর:- আমেরিকার স্বাধীনতা যুদ্ধে মুখ্য ভূমিকা নেন জর্জ ওয়াশিংটন।

66. ‘ওয়েল্ট পলিটিক’ বলতে কী বোঝো?          

উত্তর:- জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুসৃত বিশ্ব রাজনীতির তত্ত্ব ‘ওয়েল্ট পলিটিক’ বলে চিহ্নিত।

67.  লেনিন রচিত সাম্রাজ্যবাদ বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

উত্তর:- ImperiAlism – The Highest StAge of CApitAlism.

68. সাম্রাজ্যবাদ কাকে বলে?

উত্তর:- কোনো শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্র বা জাতির উপর অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাকেই বলে সাম্রাজ্যবাদ।

69. বাণিজ্যিক পুজি কাকে বলে?

উত্তর:- উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি। ব্যবসায় বাড়তি লাভ হলে এধরনের পুঁজি বাড়ানো সম্ভব।

70. উপনিবেশবাদ এর অর্থ কী? 

উত্তর:- ColoniAlism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ ColoniA। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট।

71. আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’?

উত্তর:- উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।

72. কোন সময়কাল ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলে পরিচিত?

উত্তর:- 1870 – 191৪ খ্রি: মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত।

73. নীলজল নীতি’ কী?         

উত্তর:- পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি নীলজল নীতি’ নামে পরিচিত।

74. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন?

উত্তর:- ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ।

75.  উপনিবেশবাদ’ কী?       

উত্তর:- কোনো অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় উপনিবেশবাদ।

76. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? *[WBCHSE [18]

– 1776 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়

77. অ্যাজটেক সভ্যতা কে ধ্বংস করেন [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- 1521 খ্রিস্টাব্দে স্পেনের নাবিক হার্মান্দো কোর্টেস [Cortes] অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন।

78. আটল্যান্টিক ক্রীতদাস ব্যাবসা কি ? [AtlAntiC SlAve System] [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- আমেরিকায় কৃষিকাজ সচল রাখতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। তাই আফ্রিকা থেকে আটল্যান্টিক মহাসাগর অতিক্রম করে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের আমেরিকায় রফতানির লাভজনক ব্যাবসা আটল্যান্টিক ক্রীতদাস ব্যাবসা’ নামে পরিচিত।

79. নতুন বিশ্ব’ [New WorlD] বলতে কী বোঝায় অথবা, ‘পুরোনো পৃথিবী’ কী?[WBCHSE 19]

উত্তর:- ভৌগোলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সামনে আসার পরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা ‘পুরোনো ‘পৃথিবী’ [OlD WorlD] এবং দুই আমেরিকা ‘নয়া পৃথিবী’ [New WorlD] নামে পরিচিত হয়। নয়া পৃথিবী বা নতুন বিশ্ব নামকরণটির কৃতিত্ব দেওয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত ভৌগোলিক আবিষ্কারক আমেরিগো ভেসপুচিকে। তিনি লরেঞ্জো দ্য মেডিচিকে লেখা [1503 খ্রি.] একটি চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে MunDus Novus বা New WorlD বলে উল্লেখ করেন।

80. মুক্তদ্বার নীতি’ [Open Door PoliCy] কী? এর প্রবক্তা কে? * [WBCHSE 16]

উত্তর:- চিনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্রসচিব জন হে 1899 খ্রিস্টাব্দে ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন। এর দ্বারা চিনের অখণ্ডতা ব্লক্ষার এবং চিনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিকগোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। আসলে চিনদেশে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণার প্রধান উদ্দেশ্য। পণ্ডিত জওহরলাল নেহরু এই নীতিকে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ [InvisiBle ImperiAlism] বলে অভিহিত করেছেন।

81. নানকিং এর সন্ধি কবে ও কাদের মধ্যেহয়? অথবা, নানকিং এর চুক্তি অনুসারে কটি বন্দর ইংরেজদের জন্য উন্মুক্ত করা হয়? *

উত্তর:- 18৪2 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চিনের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়, যার ফলস্বরূপ ক্যান্টন সহ অন্যান্য পাঁচটি বন্দর ইংরেজরা ব্যবহারের অধিকার পেয়েছিল।

82. প্রথম অহিফেন যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়? [WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- প্ৰথম অহিফেন যুদ্ধ 1839 খ্রিস্টাব্দের মধ্যে চিনের দুর্বল মাঞ্জু শাসকদের এবং ইংরেজদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।

83. চিনে প্রথম কারা, কোথায় বাণিজ্যঘাঁটি নির্মাণ করে?*[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- চিনে পোর্তুগিজরা প্রথম ম্যাকাও বন্দর এলাকায় বাণিজ্যঘাঁটি নির্মাণ করে।

84. বৈদেশিক বাণিজ্য চিনের কোন্ বন্দর দুটিতে সীমাবন্ধ ছিল? *[WBCHSE ’16]

উত্তর:- বৈদেশিক বাণিজ্য চিনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল।

85.  ইন্দোচিনের অপর নাম কী?*অথবা, ইন্দোচিনের বর্তমান নাম কী? [WBCHSE SAmple Question 2018 ]

 উত্তর:- ইন্দোচিনের অপর নাম ভিয়েতনাম।

86. কোন্ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল?

উত্তর:- ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।

87. ফিলিপিনস দ্বীপপুঞ্জে কাদের উপনিবেশ ছিল?*        

উত্তর:- ফিলিপিনস দ্বীপপুত্রে প্রথমে স্পেন এবং পরে আমেরিকার ঔপনিবেশিক শাসন স্থাপিত হয়েছিল।

88. ‘দূরপ্রাচ্য’ বলতে কী বোঝায়? *[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ‘দূরপ্রাচ্য’ বলতে সাধারণভাবে চিন ও জাপানকে বোঝায়। নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার বশবর্তী হয়ে এই দুটি দেশ বিদেশিদের বর্বর বলে মনে করত এবং বহির্বিশ্বের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখত না।

89. কোন্ মার্কিন, কবে সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? *[WBCHSE SAmple Question ’18, 14]

উত্তর:- 185৪ খ্রিস্টাব্দে মার্কিন বাষ্পীয় নৌবাহিনীর জনক কমোডর পেরি সর্বপ্রথম জাপানের ইয়োডো বন্দরে পদার্পণ করেন।

90. কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?*

উত্তর:- 18৪9 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।

91. 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়?’

উত্তর:-  1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়।

92. টমাস রো কে ছিলেন? অথবা, স্যার টমাস রো কোন্ মুঘল সম্রাটের রাজদরবারে আসেন? *

উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গিরের দরবারে আসেন।

93. ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল? [WBCHSE SAmple Question, 2018]*

উত্তর:- ভারতের বোম্বাই, মাদ্রাঞ্জ, কলকাতা, বিশাখাপত্তনম ইত্যাদি অঞ্চলে ইংরেজ বাণিজ্যকুঠি ছিল।

94. ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠির নাম লেখো। *

উত্তর:- ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠির নাম হল–মুসলিপটনম, পণ্ডিচেরি, কারিকল, মাহে চন্দননগর ইত্যাদি।

95. ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্যকুঠির নাম লেখো।

উত্তর:- ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্যকুঠির নাম হল—পুলিকট,নেগাপট্টম, কোচিন ইত্যাদি।

96. ভারতে কয়েকটি পোর্তুগিজ বাণিজ্যকুঠির নাম লেখো। অথবা, ভারতের কোথায় কোথায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল? [WBCHSE 19, *15]

উত্তর:- ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল।

97. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? *

উত্তর:- 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদদৌলার আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।

98. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?*         

উত্তর:- বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির জাফর।

99. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?

উত্তর:- জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।

100. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে?

উত্তর:- হবসনের মতে, পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়।

101. ‘ওয়েলথ অব নেশনস’ কার লেখা?

উত্তর:- ‘ওয়েলথ অব নেশনস’ রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।

102. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?

উত্তর:- হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক।

103. মুক্তদ্বার নীতি কি?        

উত্তর:- চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে একটি নীতি ঘোষণা করেন তাতে বলা হয় চীনা ভূখণ্ডে যেকোন দেশের বণিক বা বণিক গোষ্ঠী অবাধে বাণিজ্য করার অধিকার পাবে একেই বলা হয় মুক্তদ্বার নীতি।

104. বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো?         

উত্তর:- শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন, বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।

105. মার্কেন্টাইল বা বণিকবাদ বলতে কী বোঝায়?          

উত্তর:- পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি আত্মপ্রকাশ করে, মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য কিছু নীতি গৃহীত হয়, একেই বলা হয় মার্কেনটাইল বাদ।

106. লগ্নি পুঁজি কি?              

উত্তর:- শিল্পবাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোন শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নিপুঁজি বলে।

107. সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা কি?

উত্তর:- ইংরেজি লেখকের রুডিয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি প্রমূখ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতি গুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে তাদের এই ধরনের চিন্তাধারা কে বলা হয় সাদা চামড়ার দায়বদ্ধতা।

এটি আসলে ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।

108. বর্ণ বৈষম্য নীতি কি?     

উত্তর:- গায়ের রং এর ভিত্তিতে যখন কোন দেশে কোন স্থানে বিভিন্ন ক্ষেত্রেবৈষম্য করা হয় একেই বলা হয় বর্ণ বৈষম্য নীতি। দক্ষিণ আফ্রিকা উত্তর ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়।

109. যোগ্যতমের উদবর্তন কি? 

উত্তর:- ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার তত্ত্বে বলেছেন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য এক্ষেত্রে সবথেকে শক্তিশালী জাতি এই সংঘাতে জড়িয়ে পৃথিবীতে টিকে থাকবে, এই তত্ত্ব কে যোগ্যতমের জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব বা যোগ্যতমের উদবর্তন বলা হয়েছে

110. সগৌলির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? *

– সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে নেপালের মধ্যে স্বাক্ষরিত হয়।

111. ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়? *

উত্তর:- 1826 খ্রিস্টাব্দে ব্রন্থরাজ বাগিদোয়া এবং ইংরেজ সেনাপতি ক্যাম্পবেলের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

112. ড. ডেভিড লিভিংস্টোন কে ছিলেন?*       

উত্তর:- খ্রিস্টান মিশনারি, ধর্মপ্রচারক, আবিষ্কারক ও অভিযাত্রীদের কর্মসূচি উপনিবেশ বিস্তারের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্রিটিশ ধর্মপ্রচারক, সমাজসেবী, চিকিৎসক ড. ডেভিড লিভিংস্টোনের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য।

113. বিশ্বরাজনীতি’ বা Weltpolitik কী ? *        

উত্তর:- কাইজার দ্বিতীয় উইলিয়মের ‘বিশ্বরাজনীতি’ [Weltpolitik] তত্ত্বের মূলকথা হল—টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা তথা বিশ্বরাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ। এই লক্ষ্যে নৌশক্তি বৃদ্ধি ও উপনিবেশ স্থাপনের মাধ্যমে জার্মানিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করাই ছিল বিশ্বরাজনীতির প্রধান লক্ষ্য।

114. কে ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ?’

উত্তর:- বার্থালোমিউ দিয়াজ ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ।

115. ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?*[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা।

116.  ভাস্কো ডা গামা কবে ভারতের কোথায় আসেন?[WBCHSE 18]

উত্তর:- 1৪98 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে পোর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা জলপথে এসে পৌঁছোন।

117.  খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়?’

 উত্তর:- 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্যকেন্দ্র স্থাপিত হয়।

118. টমাস রো কে ছিলেন? অথবা, স্যার টমাস রো কোন্ মুঘল সম্রাটের রাজদরবারে আসেন? *

উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গিরের দরবারে আসেন।

119. কখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 166৪ খ্রিস্টাব্দে।

120. ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল? *[WBCHSE SAmple Question, 2018]

উত্তর:- ভারতের বোম্বাই, মাদ্রাঞ্জ, কলকাতা, বিশাখাপত্তনম ইত্যাদি অঞ্চলে ইংরেজ বাণিজ্যকুঠি ছিল।

121. ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠির নাম লেখো। *

উত্তর:- ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠির নাম হল–মুসলিপটনম, পণ্ডিচেরি, কারিকল, মাহে চন্দননগর ইত্যাদি।

122. ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্যকুঠির নাম লেখো।

উত্তর:- ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্যকুঠির নাম হল—পুলিকট,নেগাপট্টম, কোচিন ইত্যাদি।

123. ভারতে কয়েকটি পোর্তুগিজ বাণিজ্যকুঠির নাম লেখো। অথবা, ভারতের কোথায় কোথায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল?[WBCHSE 19, 15]

উত্তর:- ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল।

124. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?*       

উত্তর:-  বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির জাফর।

125. আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি’ বা ‘আফ্রিকা দখল’ বলতে কী ?

উত্তর:- আফ্রিকা মহাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীর কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত আফ্রিকার শ্বাপদসংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনাব্য নদীসমূহ, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ [DArk Continent] নামে পরিচিত ছিল।

126. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল? 

উত্তর:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।

127. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?

উত্তর:- 1839 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে। 1842 খ্রিস্টাব্দে  নানকিংসন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।

128. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?

উত্তর:- ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে। তিয়েন সিনের সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।

উচ্চমাধ্যমিকের ইতিহাস এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস – অব-উপনিবেশীকরণ (অষ্টম অধ্যায়) Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test

উচ্চমাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ (প্রথম অধ্যায়)Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঔপনিবেশিক ভারতের শাসন (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
HS BengaliClick Here
HS EnglishClick Here
HS EducationClick Here
HS GeographyClick Here
HS HistoryClick Here
HS PhilosophyClick Here
HS SanskritClick Here
HS SociologyClick Here
HS Political ScienceClick Here
HS BiologyClick Here
HS ChemistryClick Here
HS Computer ScienceClick Here
HS MathematicsClick Here
HS PhysicsClick Here

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস

সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণীপড়ুন
অষ্টম শ্রেণীপড়ুন
নবম শ্রেণীপড়ুন
দশম শ্রেণিপড়ুন
একাদশ শ্রেণীপড়ুন
দ্বাদশ শ্রেণীপড়ুন

Dear student

“উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে  প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।

Higher Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) History Qustion and Answer Suggestion

” উচ্চমাধ্যমিক ইতিহাস –  উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  | WB Class 12  | WBCHSE | Class 12  Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha  )

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

(HS History Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History Suggestion  / HS History Question and Answer  / Class 12 History Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS History Exam Guide  / HS History Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS History Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer.

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) HS History Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর  – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস

West Bengal Class 12  History Suggestion  Download WBCHSE Class 12th History short question suggestion  . HS History Suggestion   download Class 12th Question Paper  History. WB Class 12  History suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

উচ্চমাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer


সবার আগে সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস এবং মকটেস্ট পেতে জয়েন করুন -

× close ad