Dear student
তোমাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি । উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer । যা তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে। তাই মন দিয়ে এই প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়বে। সমস্ত প্রশ্ন গুলো খুব গুরুত্বপূর্ণ।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer | HS Class 12th Political science Question and Answer
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | HS Political science MCQ Question and Answer |
1. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় —
[A] মার্কিন যুক্তরাষ্ট্রে
[B] ফ্রান্সে
[C] ব্রিটেনে
[D] রাশিয়াতে
উত্তর:- [C] ব্রিটেনে
2. GOVERNMENT OF ENGLAND গ্রন্থের লেখক হলেন–
[A] লাওয়েল
[B] মন্তেস্কু
[C] বেজহট।
[D] লর্ড অ্যাকটন
উত্তর:- [A] লাওয়েল
3. ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভাকে ‘বিত্তশালীদের দুর্গ’ বলেছেন
[A] রামসে ম্যুর
[B] লর্ড ব্রাইস
[C] ল্যাস্কি
[D] মিল
উত্তর:- [A] রামসে ম্যুর
4. “চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো। দেখে।” বলেছেন –
[A] লর্ড ব্রাইস
[B] ল্যাস্কি
[C] ব্লুন্টসলি
[D] মিল
উত্তর:- [C] ব্লুন্টসলি
5. ভারতে জরুরি অবস্থা জারি করা হয় –
[A] ১৯৭০ খ্রি:
[B] ১৯৭৫ খ্রি:
[C]১৯৭৭ খ্রি:
[D] ১৯৮০ খ্রি:
উত্তর:- [B] ১৯৭৫ খ্রি:
6. কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সমপ্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত?
[A] ভারত
[B] ব্রিটেন
[C] সুইজারল্যান্ড।
[D] মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর:- [D] মার্কিন যুক্তরাষ্ট্র
7. ‘স্পিরিট অব দ্য লজ গ্রন্থের রচয়িতা কে?
[A] মার্কস
[B] হেগেল
[C] মন্তেস্কু
[D] লেনিন
উত্তর:- [C] মন্তেস্কু
8. ব্রিটিশ পালামেন্টের নিম্নকক্ষের নাম
[A] লর্ডসভা
[B] কমন্সসভা
[C] লোকসভা
[D] রাজ্যসভা
উত্তর:- [B] কমন্সসভা
9. উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়
[A] পাকিস্তানে
[B] ভারতে
[C] গ্রেট ব্রিটেনে
[D] শ্রীলঙ্কাতে
উত্তর:- [C] গ্রেট ব্রিটেনে
10. এককক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন
[A] হ্যারল্ড ল্যাক্সি
[B] লর্ড ব্রাইস
[C] জন স্টুয়ার্ট মিল
[D] হেনরি মেইন
উত্তর:- [A] হ্যারল্ড ল্যাক্সি
11. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে –
[A] ব্রিটেনে
[B] পাকিস্তানে
[C] নেপালে
[D] মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর:- [D] মার্কিন যুক্তরাষ্ট্রে
12. সরকারের কার্যাবলিকে মূলত _________ ভাগে ভাগ করা যায়—
[A] দুই
[B] তিন
[C] চার
[D] পাঁচ
উত্তর:- [B] তিন
13. ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম –
[A] লর্ডসভা
[B] সিনেট
[C] লোকসভা
[D] কমন্সসভা
উত্তর:- [A] লর্ডসভা
14. ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারে?
[A] প্রধানমন্ত্রী
[B] কেন্দ্রীয় মন্ত্রীসভা
[C] সুপ্রিম কোর্ট
[D] হাইকোর্ট
উত্তর:- [C] সুপ্রিম কোর্ট
15. ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম –
[A] লোকসভা
[B] রাজ্যসভা
[C] পার্লামেন্ট
[D] আইনসভা
উত্তর:- [A] লোকসভা
16. ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম –
[A] রাজ্যসভা
[B] লোকসভা
[C] পার্লামেন্ট
[D] সংসদ
উত্তর:- [A] রাজ্যসভা
17. তত্ত্বগতভাবে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে
[A] ভারতে
[B] ব্রিটেনে
[C] মার্কিন যুক্তরাষ্ট্রে
[D] জাপানে
উত্তর:- [C] মার্কিন যুক্তরাষ্ট্রে
18. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”একথা কে বলেছেন?
[A] গেটেল
[B] লর্ড ব্রাইস
[C] মার্কস
[D] বাকার
উত্তর:- [B] লর্ড ব্রাইস
19. “দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা।” এ কথা বলেছেন
[A] লক
[B] গ্রিন
[C] লর্ড অ্যাক্টন
[D] লর্ড কার্জন
উত্তর:- [C] লর্ড অ্যাক্টন
20. “পার্লামেন্টের হলো খেলার বিষয়।” বলেছেন
[A] হিটলার
[B] বেনিটো মুসোলিনি
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] স্তালিন
উত্তর:- [A] হিটলার
21. সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে —
[A] ব্রিটেনে
[B] ভারতে
[C] মার্কিন যুক্তরাষ্ট্রে
[D] চিনে
উত্তর:- [C] মার্কিন যুক্তরাষ্ট্রে
22. মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ –
[A] ৩ বছর
[B] ৪ বছর
[C] ৫ বছর
[D] ৬ বছর
উত্তর:- [B] ৪ বছর
23. অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেল –
[A] মন্ত্রীপরিষদের সদস্য
[B] আইন বিভাগের সদস্য
[C] বিচার বিভাগের সদস্য
[D] আমলাতন্ত্রের সদস্য
উত্তর:- [D] আমলাতন্ত্রের সদস্য
24. “পার্লামেন্ট একটি ক্রীড়নকমাত্র”, বলেছেন –
[A] মুসোলিনি
[B] হিটলার
[C] ফ্রাঙ্কো
[D] বিসমার্ক
উত্তর:- [A] মুসোলিনি
25. বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয় –
[A] শাসন বিভাগ
[B] আইন বিভাগ
[C] বিচার বিভাগ
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] বিচার বিভাগ
26. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন –
[A] ল্যাস্কি
[B] বেন্থাম
[C] লর্ড ব্রাইস
[D] ফ্রাঙ্কলিন
উত্তর:- [C] লর্ড ব্রাইস
27. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন –
[A] ৩ জন
[B] ২ জন
[C] ৫ জন
[D] ৪ জন
উত্তর:- [B] ২ জন
28. আমলাতন্ত্রের প্রধান কাজ –
[A] সরকারের নীতিসমূহের রূপায়ণ
[B] আইন প্রণয়ন
[C] সংবিধানের ব্যাখ্যা
[D] এদের সবক’টি
উত্তর:- [A] সরকারের নীতিসমূহের রূপায়ণ
29. ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন –
[A] প্রধানমন্ত্রী
[B] স্পিকার
[C] রাজা বা রানি
[D] লর্ড চ্যান্সেলার
উত্তর:- [C] রাজা বা রানি
30. ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি আবশ্যক–
[A] এককেন্দ্রিক
[B] যুক্তরাষ্ট্রীয়
[C] রাষ্ট্রপতি শাসিত
[D] সংসদীয়
উত্তর:- [D] সংসদীয়
31. আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন –
[A] গ্রেট ব্রিটেনে
[B] মার্কিন যুক্তরাষ্ট্রে
[C] ভারতে
[D] সুইজারল্যান্ডে
উত্তর:- [D] সুইজারল্যান্ডে
32. মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের —–– প্রধান।
[A] সাংবিধানিক
[B] প্রকৃত
[C] সাংবিধানিক ও প্রকৃত
[D] কোনোটিই নয়
উত্তর:- [C] সাংবিধানিক ও প্রকৃত
33. একটি বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হলো_________
[A] ভারত
[B] আমেরিকা
[C] সুইজারল্যান্ড
[D] ইংল্যান্ড
উত্তর:- [C] সুইজারল্যান্ড
34. অর্ডিনান্স জারি করার ক্ষমতা রয়েছে_________
[A] শাসন বিভাগের
[B] আইন বিভাগের
[C] বিচার বিভাগের
[D] এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর:- [A] শাসন বিভাগের
35. পশ্চিমবঙ্গের আইনসভার কক্ষ রয়েছে _________
[A] একটি
[B] দু’টি
[C] তিনটি
[D] চারটি
উত্তর:- [A] একটি
36. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম _________
[A] লর্ডসভা
[B] সিনেট
[C] জনপ্রতিনিধিসভা
[D] লোকসভা
উত্তর:- [B] সিনেট
37. সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম
[A] জাতীয় পরিষদ
[B] সিনেট
[C] কমন্সসভা
[D] জনপ্রতিনিধিসভা
উত্তর:- [A] জাতীয় পরিষদ
38. সুইজারল্যান্ডের আইনসভার দ্বিতীয় কক্ষের নাম _________
[A] রাজ্য পরিষদ
[B] কমন্সসভা
[C] কাউন্সিল
[D] প্রতিনিধিসভা
উত্তর:- [A] রাজ্য পরিষদ
39. চিনের আইনসভাকে বলা হয় –
[A] জাতীয় গণকংগ্রেস
[B] কংগ্রেস
[C] সিনেট
[D] কাউন্সিল
উত্তর:- [A] জাতীয় গণকংগ্রেস
40. ভারতের নামসর্বস্ব শাসক হয়ে
[A] প্রধানমন্ত্রী
[B] মন্ত্রী পরিষদ
[C] রাষ্ট্রপতি
[D] পার্লামেন্ট
উত্তর:- [C] রাষ্ট্রপতি
41. ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন _________
[A] প্রধানমন্ত্রী
[B] পার্লামেন্ট
[C] রাষ্ট্রপতি
[D] সুপ্রিম কোর্ট
উত্তর:- [A] প্রধানমন্ত্রী
42. আইনসভার জননী বলা হয় _________
[A] ব্রিটিশ পার্লামেন্টকে
[B] ফরাসি পার্লামেন্টকে
[C] মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টকে
[D] ভারতের পার্লামেন্টকেউত্তর:- [A] ব্রিটিশ পার্লামেন্টকে
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science SAQ Question and Answer |
1. ভারতের দ্বি-কক্ষবিশিষ্ঠ আইনসভা যুক্ত যে-কোন দুটি রাজ্যের নাম লেখো।
উত্তর:- বর্তমানে ভারতের ছয়টি অঙ্গরাজ্যে দ্বি-কক্ষবিশিষ্ঠ আইনসভা রয়েছে। সেগুলি হল – উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা।
2. প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?
উত্তর:- যখন কোন রাষ্ট্রের প্রধান নির্দিষ্ঠ সময়ের জন্য নির্বাচিত হয়, তখন সেই সরকারকে প্রজাতান্রিক সরকার বলে।
3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কী?
উত্তর:- রাষ্ট্রের প্রধান তিনটি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার সম্পূর্ণ স্বতন্ত্রতা অর্থাৎ তিনটি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রভবে কাজ করবে, এটাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা।
4. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর:- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো -[এক] সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং[দুই] আইন বিভাগ ,শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
5. গণতান্ত্রিক সরকারের কয়টি বিভাগ ও কি কি?
উত্তর:- গণতান্ত্রিক সরকারের তিনটি বিভাগ। শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ ।
6. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়?
উত্তর:- ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান শাসকসহ মন্ত্রীগণ এবং সরকারি নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ কর্মচারী আমলাদের বোঝায়।
7. শাসন বিভাগের রাজনৈতিক অংশ বলতে কী বোঝো?
উত্তর:- শাসন বিভাগের রাজনৈতিক অংশটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় এবং সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের নিকট প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকে।
8. শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলতে কী বোঝো?
উত্তর:- প্রশাসনের কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলা হয় যারা আমলা নামে পরিচিত নামে ।
9. পরিচিত সংসদীয় শাসন ব্যবস্থায় কয় ধরনের শাসক দেখা যায়?
উত্তর:- সংসদীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসক দেখা যায়। যথা -[1] নামসর্বস্ব শাসক [2] প্রকৃত শাসক।
10. নামসর্বস্ব শাসক বলতে কী বোঝো ?
উত্তর:- তত্ত্বগতভাবে শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি শাসন পরিচালনা করেন না তাকে নামসর্বস্ব শাসক বলা হয়।
11. প্রকৃত শাসক বলতে কী বোঝো ?
উত্তর:- ভারতের প্রধানমন্ত্রী হলেন একজন প্রকৃত শাসক অর্থাৎ যে শাসন ব্যবস্থায় শাসক সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসনকার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন তাকে প্রকৃত শাসক বলে ।
12. নির্বাচিত শাসক কাকে বলে?
উত্তর:- সাধারণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শাসক সহ শাসন বিভাগের অরাজনৈতিক অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হন তাকে বলা হয় নির্বাচিত শাসক।
13. নির্বাচিত শাসক ও বংশানুক্রমিক শাসকের মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর:- বংশানুক্রমিক শাসক উত্তরাধিকারসূত্রে শাসক পদে মনোনীত হন ।যেমন বৃটেনের রাজা বা রানী। অন্যদিকে নির্বাচিত শাসকগণ নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন ।যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ।
14. শাসন বিভাগের কাজের উল্লেখ করো।
উত্তর:- শাসন বিভাগের উল্লেখযোগ্য দুটি কাজ হল -[1]নীতি নির্ধারণ ও রূপায়ণ করা। [2]দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
15. আমলা কাদের বলা হয় ?
উত্তর:- প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারী যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন, তাদের আমল বলা হয় ।
16. লাল ফিতার বাধন বলতে কী বোঝায়?
উত্তর:- প্রশাসনের সরকারি কাজে দীর্ঘসূত্রিতাকে লাল ফিতার বাধন বলা হয়।
17. আমলাতন্ত্র শব্দের অর্থ কী?
উত্তর:- আমলাতন্ত্র শব্দটির অর্থ হলো টেবিল শাসন ব্যবস্থা।
18. এক কক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?
উত্তর:- যেসব আইন সভায় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ থাকে তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে ।
19. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে?
উত্তর:- যেসব আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয়,তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়।
20. ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কয়টি কক্ষ ও কী কী?
উত্তর:- ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার দুটি কক্ষ।যথা- রাজ্যসভা ও লোকসভা ।
21. এক কক্ষ বিশিষ্ট আইনসভার দুটি সুবিধা লেখো।
উত্তর:- এক কক্ষ বিশিষ্ট আইনসভার দুটি সুবিধা হলো- [এক] সরকারের ব্যয় অনেক কম হয় [দুই] সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা যায় ।
22. এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর:- এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয় কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে।
23. এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম লেখ।
উত্তর:- চীন গ্রিস বাংলাদেশ তুরস্ক বুলগেরিয়া প্রভৃতি।
24. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর:- [এক ] এই আইন সভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়।[দুই] আলাপ-আলোচনার মাধ্যমে জনকল্যাণকামী ও সুচিন্তিত আইন তৈরি করা যায়।
25. ভারতের কোন কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে?
উত্তর:- বর্তমানে ভারতের পাঁচটি অঙ্গরাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ।সেগুলি হল- উত্তর প্রদেশ ,বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীর।
26. বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো ।
উত্তর:- গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন ।
27. আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ দাও ।
উত্তর:- লর্ড ব্রাইস তাঁর MODERN DEMOCRACIES গ্রন্থে আইনসভার ক্ষমতা কমে যাওয়ার কথা উল্লেখ করেছেন । যেসব কারণে বিংশ শতকে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে , তার অন্যতম কারণ হলো সাধারণ আইন প্রণয়নে শাসন বিভাগের সক্রিয় উদ্যোগ।
28. বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে ?
উত্তর:- আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসেবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে ৷
29. এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও ।
উত্তর:- আইনসভা এককক্ষবিশিষ্ট হলে অনেক ক্ষেত্রে সময়ের অভাবে দ্রুত আইন প্রণয়ন করতে হয় , ফলে আইনের ভুলত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ।
30. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে কোন কোন দেশে ?
উত্তর:- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ভারত প্রভৃতি রাষ্ট্রে ।
31. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থকের নাম লেখো ।
উত্তর:- জন স্টুয়ার্ট মিল , লর্ড ব্রাইস , লর্ড অ্যাকটন , গেটেল , দ্যুগুই , জেফারসন , লেকি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক ছিলেন ।
32. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিরোধী কারা ?
উত্তর:- ল্যাস্কি , বেন্থাম , আবে সিঁয়ে , ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিরোধী ছিলেন ।
33. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও ।
উত্তর:- দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হলো দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার গঠনকাঠামো অগণতান্ত্রিক ।
34. শাসন বিভাগের ক’টি অংশ ও কী কী ?
উত্তর:- ভর শাসন বিভাগের দু’টি অংশ – রাজনৈতিক ও অ – রাজনৈতিক অংশ ।
35. ভারতের আইনসভা ক’টি কক্ষ নিয়ে গঠিত ?
উত্তর:- ভারতের আইনসভা দু’টি কক্ষ নিয়ে গঠিত ।
36. সিনেটের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ?
উত্তর:- জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন ।
37. সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন ?
উত্তর:- সংসদীয় শাসন ব্যবস্থায় দু’ধরনের শাসক থাকেন । যথা- প্রকৃত শাসক । নামসর্বস্ব শাসক ।
38. শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় ?
উত্তর:- ব্যাপক অর্থে শাসন বিভাগ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনের সাধারণ | কর্মচারী পর্যন্ত সমস্ত পদাধিকারীকে নিয়ে গঠিত ।
39. ভারতের শাসন বিভাগ একক না বহু পরিচালক বিশিষ্ট শাসকযুক্ত ?
উত্তর:- ভারতের শাসন বিভাগের ক্ষেত্রে একক পরিচালক এবং বহু পরিচালকযুক্ত শাসন ব্যবস্থা উভয়েরই সমন্বয় ঘটেছে বলে মনে করা হয় ।
40. শাসন বিভাগের দু’টি কাজ উল্লেখ করো ।
উত্তর:- শাসন বিভাগের দু’টি কাজ হলো – দেশের শান্তি – শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা এবং ও নীতি নির্ধারণ ও রূপায়ণ করা ।
41. এককক্ষবিশিষ্ট আইনসভা কোন কোন দেশে রয়েছে ?
উত্তর:- এককক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে তুরস্ক , বুলগেরিয়া , রোমানিয়া , পানামা প্রভৃতি রাষ্ট্রে ।
42. বিচারবিভাগীয় স্বাধীনতা রক্ষার দু’টি পদ্ধতি উল্লেখ করো ।
উত্তর:- আইনের অনুশাসন ও স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় ।
43. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো ?
উত্তর:- প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয় ।
44. একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো ।
উত্তর:- একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তাঁর নেতৃত্বে ও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় । অন্যদিকে , বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সমক্ষমতাসম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে ।
45. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূলপ্রবক্তা হলেন____
উত্তর:- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূলপ্রবক্তা হলেন – মন্টেস্কু।
46. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর:- [১] সরকরের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব এবং [২] আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মকুশলতা বৃদ্ধি পায়।
47. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়?
উত্তর:- ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীকে বোঝায়।
48. বহু-পরিচালক বিশিস্ঠ শাসন বিভাগের একটি উদাহরণ দাও।
উত্তর:- বহু-পরিচালক বিশিস্ঠ শাসন বিভাগ বর্তমানে সুইজারল্যান্ডে দেখা যায়।
49. ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করে।
50. স্থায়ী প্রশাসক বলতে কি বোঝ?
উত্তর:- রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়।
51. শাসন বিভাগের দুটি কার্য উল্লেখ করো।
উত্তর:- [১] নীতি নির্ধারণ ও রূপায়ন করা [২] দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা।
52. এককক্ষ বিশিস্ঠ আইনসভার বিপক্ষে যুক্তি দাও।
উত্তর:- এককক্ষ বিশিস্ঠ আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুকূল নয়, কারন এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবল সম্ভাবনা থাকে।
উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান এর সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক Mock Test
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – আন্তর্জাতিক সম্পর্ক (প্রথম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্বের আন্তর্জাতিক সম্পর্ক (দ্বিতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সম্মিলিত জাতিপুঞ্জ (চতুর্থ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ (পঞ্চম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের আইন বিভাগ (অষ্টম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের বিচার বিভাগ (নবম অধ্যায়) Mock Test – Click Here
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিকের সমস্ত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। | |
HS Bengali | Click Here |
HS English | Click Here |
HS Education | Click Here |
HS History | Click Here |
HS Geography | Click Here |
HS Philosophy | Click Here |
HS Sanskrit | Click Here |
HS Sociology | Click Here |
HS Political Science | Click Here |
HS Biology | Click Here |
HS Chemistry | Click Here |
HS Computer Science | Click Here |
HS Mathematics | Click Here |
HS Physics | Click Here |
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটস | |
সপ্তম শ্রেণী | পড়ুন |
অষ্টম শ্রেণী | পড়ুন |
নবম শ্রেণী | পড়ুন |
দশম শ্রেণি | পড়ুন |
একাদশ শ্রেণী | পড়ুন |
দ্বাদশ শ্রেণী | পড়ুন |
Dear student
“উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর” পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। BengaliStudy.in ওয়েবসাইটে তোমাকে প্রশ্ন উত্তর দিয়ে সাহায্য করবে। তোমরা ভালো করে পড়বে তাহলে পরীক্ষা অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। আর এই লিংক টা নিজের স্কুলের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।
Higher Secondary Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion
” উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII | WB Class 12 | WBCHSE | Class 12 Exam | West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam | Class 12 Class 12th | WB Class 12 | Class 12 Pariksha )
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion / HS Political science Question and Answer / Class 12 Political science Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Political science Exam Guide / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer.
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) HS Political science Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
West Bengal Class 12 Political science Suggestion Download WBCHSE Class 12th Political science short question suggestion . HS Political science Suggestion download Class 12th Question Paper Political science. WB Class 12 Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।